20201002104319.jpg
20201003015625.jpg
প্রধানমন্ত্রীর নামে চালু হচ্ছে যুব পুরস্কার

প্রধানমন্ত্রীর নামে চালু হচ্ছে যুব পুরস্কার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি পুরস্কার চালুর উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বঙ্গবন্ধু কন্যার মানবিক কর্মকাণ্ডকে স্মরণীয় করে রাখতে ও তার প্রতি সম্মান জানিয়ে এই উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল।

মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা জানান প্রতিমন্ত্রী। পুরস্কারের নাম রাখা হয়েছে ‘শেখ হাসিনা যুব পুরস্কার’।

যেসব যুবক কোভিড মোকাবেলা কার্যক্রমে অংশ নিয়ে দেশে-বিদেশে দৃষ্টান্ত স্থাপন করেছে তাদেরকে বিবেচনায় নেয়া হবে বলেও জানান রাসেল।

বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বিচক্ষণ সিদ্ধান্তের ফলে দ্রুততম সময়ে মহামারী নিয়ন্ত্রণ এবং সংক্রমণ ও প্রাণহানী নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।… তিনি বিশ্বের অন্যতম সেরা মানবিক প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হয়েছেন।'

‘বিশ্ব নেতৃবৃন্দ আমাদের প্রধানমন্ত্রীর পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন এবং তা নিজ নিজ দেশে অনুসরণ করছেন।’

গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার, গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) শরিফুল ইসলাম ও জেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালক উপপরিচালক আনোয়ারুল করিম এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন