ঢাকায় বিলাসবহুল একটি ফ্ল্যাটের দামে কেনা যাবে পুরো দ্বীপ! শুনতে অবাক লাগলেও মধ্য আমেরিকার ইগুয়ানা নামের দ্বীপটি বিক্রি হচ্ছে ৩ লাখ ৭৬ হাজার ২৭ পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি টাকা)। এ মূল্য ঢাকার অনেক বিলাসবহুল ফ্ল্যাটের সমান।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদনে বলা হয়, ইগুয়ানা দ্বীপটি নিকারাগুয়ার ব্লুফিল্ড সৈকত থেকে সাড়ে ১৯ কিলোমিটার দূরে অবস্থিত। সাড়ে পাঁচ একরের দ্বীপটি কলা ও নারিকেল গাছ দিয়ে ঘেরা। যুক্তরাষ্ট্রভিত্তিক রিয়েল এস্টেট কোম্পানি প্রাইভেট আইল্যান্ড এ দ্বীপটি বিক্রি করার বিজ্ঞাপন দিয়েছে।
প্রাইভেট আইল্যান্ডের বিজ্ঞাপনে বলা হয়, স্বচ্ছ নীল-সবুজ পানি সব দিক থেকেই দেখা যাবে। এছাড়া মনোমুগ্ধকর সূর্যোদয় এবং সূর্যাস্তগুলো সকাল ও রাতকে আরও নাটকীয় করে তুলবে।
কোম্পানিটি জানায়, দ্বীপটির বর্তমান মালিকের পরিবারের একজন সদস্যের মৃত্যু হওয়ায় তিনি কম দামে এটি বিক্রি করতে চাইছেন।
ইগুয়ানা দ্বীপের একটি ভবনে তিনটি বেডরুম,দুই বাথরুম, বারান্দা, ডাইনিং রুম ও পানশালা রয়েছে। এছাড়াও দ্বীপের অন্য পাশে কর্মীদের জন্য অতিরিক্ত থাকার ব্যবস্থা রাখা হয়েছে।
এছাড়া একটি সুইমিং পুল তৈরি জায়গা রাখা হয়েছে। দ্বীপের পশ্চিমে একটি মাছ ধরার স্থানও রয়েছে।
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে কৃষ্ণাঙ্গ টায়ার নিকোলসকে পিটিয়ে হত্যার জেরে বিশেষায়িত ইউনিট ‘স্করপিয়ন’কে নিষিদ্ধ করেছে পুলিশ বিভাগ।
নিকোলস হত্যা নিয়ে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভের মধ্যে স্থানীয় সময় শনিবার মেমফিস পুলিশের ইউনিটটিকে নিষিদ্ধ করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় শুক্রবার ২৯ বছর বয়সী নিকোলসকে মারধরের ঘটনার ভিডিও প্রকাশ করে মেমফিস শহর কর্তৃপক্ষ। এর এক দিন পর স্করপিয়নকে নিষিদ্ধের ঘোষণা আসে, যে ইউনিটে কর্মরত ছিলেন মারধরে অভিযুক্ত পাঁচ পুলিশ কর্মকর্তা।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ৭ জানুয়ারি মেমফিসের অভিযুক্ত পাঁচ পুলিশ কর্মকর্তা মোটরসাইকেল আরোহী যুবককে লাথি, ঘুষি মারার পাশাপাশি লাঠিপেটা করছিলেন। ওই সময় ‘মা, মা’ বলে কাঁদছিলেন এক সন্তানের জনক নিকোলস।
পুলিশের পোশাক ও খুঁটিতে থাকা ক্যামেরায় ধারণ করা ফুটেজটি প্রকাশের আগেই পুলিশের পাঁচ কর্মকর্তার (যাদের সবাই কৃষ্ণাঙ্গ) বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যা, হেনস্তা, অপহরণ, আচরণবিধি লঙ্ঘন ও নির্যাতনের অভিযোগ আনা হয়।
নিকোলসকে থামানো নিয়ে শুরুতে পুলিশ বলেছিল, বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন যুবক, তবে মেমফিস পুলিশের প্রধান বলেছেন, থামানোর পক্ষে যথাযথ যুক্তি দেখাতে পারেননি কর্মকর্তারা।
ভিডিওতে দেখা যায়, পুলিশের ওপর ঝুঁকি সৃষ্টি হতে পারে, এমন অবস্থান থেকে অনেক দূরে থাকার পরও নিকোলসকে দৃশ্যত মারধর করা হয়েছে।
মারধরের একপর্যায়ে দুই কর্মকর্তা নিকোলসকে ধরে রাখেন। অন্যজন তার মুখে ক্রমাগত ঘুষি মারতে থাকেন। বাকি পুলিশ কর্মকর্তারা তাদের না থামিয়ে নীরবে দর্শকের ভূমিকায় ছিলেন।
আরও পড়ুন:যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে ২৯ বছর বয়সী কৃষ্ণাঙ্গ যুবক টায়ার নিকোলসকে মারধরের ভিডিও প্রকাশ করেছে শহর কর্তৃপক্ষ।
স্থানীয় সময় শুক্রবার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ৭ জানুয়ারি মেমফিসের অভিযুক্ত পাঁচ পুলিশ কর্মকর্তা মোটরসাইকেল আরোহী যুবককে লাথি, ঘুষি মারার পাশাপাশি লাঠিপেটা করছিলেন। ওই সময় ‘মা, মা’ বলে কাঁদছিলেন এক সন্তানের জনক নিকোলস।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, পুলিশের পোশাক ও খুঁটিতে থাকা ক্যামেরায় ধারণ করা ফুটেজটি গতকাল প্রকাশ করা হয়, যার আগেই পুলিশের পাঁচ কর্মকর্তার (যাদের সবাই কৃষ্ণাঙ্গ) বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যা, হেনস্তা, অপহরণ, আচরণবিধি লঙ্ঘন ও নির্যাতনের অভিযোগ আনা হয়।
নিকোলসকে থামানো নিয়ে শুরুতে পুলিশ বলেছিল, বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন যুবক, তবে মেমফিস পুলিশের প্রধান বলেছেন, থামানোর পক্ষে যথাযথ যুক্তি দেখাতে পারেননি কর্মকর্তারা।
ভিডিওতে দেখা যায়, পুলিশের ওপর ঝুঁকি সৃষ্টি হতে পারে, এমন অবস্থান থেকে অনেক দূরে থাকার পরও নিকোলসকে দৃশ্যত মারধর করা হয়েছে। মারধরের একপর্যায়ে দুই কর্মকর্তা নিকোলসকে ধরে রাখেন। অন্যজন তার মুখে ক্রমাগত ঘুষি মারতে থাকেন। বাকি পুলিশ কর্মকর্তারা তাদের না থামিয়ে নীরবে দর্শকের ভূমিকায় ছিলেন।
স্টুডেন্ট ভিসায় গিয়ে গুপ্তচরবৃত্তি করায় চীনের এক নাগরিককে কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্র।
বিমান ব্যবসার গোপনীয়তা ভাঙার দায়ে মার্কিন বিচার বিভাগ তাকে আট বছরের কারাদণ্ড দেয় বলে বৃহস্পতিবার জানিয়েছ বিবিসি।
দণ্ড পাওয়া চীনা বিজ্ঞানী এবং প্রকৌশলী ৩১ বছর বয়সী জি চাওকুন প্রায় এক দশক আগে পড়তে যুক্তরাষ্ট্রে যান। এক পর্যায়ে যোগ দেন সে দেশের সেনাবাহিনীতেও।
কর্তৃপক্ষ বলছে, চীনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন এ ব্যক্তি। মিথ্যা তথ্য দিয়ে তিনি চাকরিতে যোগ দেন।
অ্যাটর্নি-জেনারেলকে না জানিয়ে বিদেশি সরকারের এজেন্ট হিসেবে কাজ করার জন্য এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে মিথ্যা তথ্য দেয়ার জন্য গত সেপ্টেম্বরে দোষী সাব্যস্ত হন চাওকুন।
তার বিরুদ্ধে জিয়াংসু প্রদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ে সম্ভাব্য নিয়োগের জন্য আটজনের তথ্য সরবরাহ করার অভিযোগ ছিল।
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের আর্মি রিজার্ভে তালিকাভুক্ত হন চীনের নাগরিক চাওকুন। এখানে বিদেশি নাগরিকদের নিয়োগ দিয়ে থাকে যুক্তরাষ্ট্র।
চাকরিতে যোগ দেয়ার সময় চাওকুন আবেদনে এবং একটি সাক্ষাৎকারে দাবি করেছিলেন, সাত বছরে বিদেশি সরকারের সঙ্গে তিনি যোগাযোগ করেননি। ২০১৮ সালে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ১৫ ডিসেম্বর সৌদি আরবের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে টুইটারের সাবেক এক কর্মীকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয় যুক্তরাষ্ট্রের আদালত।
আরও পড়ুন:বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়ে যাচ্ছে একের পর এক টেক জায়ান্ট। মেটা, অ্যামাজনসহ আরও কিছু কোম্পানির হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণার পর একই পথে হেঁটেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কভিত্তিক বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনসে মেশিন (আইবিএম) করপোরেশন।
নগদ অর্থের বার্ষিক রিজার্ভের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় স্থানীয় সময় বুধবার ৩ হাজার ৯০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
আইবিএমের চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) জেমস কাভানাহ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বড় ধরনের ছাঁটাইয়ের পরও গ্রাহকমুখী গবেষণার জন্য এখনও প্রতিশ্রুতিবদ্ধ কোম্পানিটি।
ছাঁটাইয়ের ঘোষণার পর পুঁজিবাজারে আইবিএমের শেয়ারের ২ শতাংশ দরপতন হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, শেয়ারদরের পতনের নেপথ্যে রয়েছে চাকরিচ্যুতি এবং তারল্যের রিজার্ভের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার খবর।
অর্থবাজারবিষয়ক সাইট ইনভেস্টিং ডটকমের জ্যেষ্ঠ বিশ্লেষক জেসে কোহেন বলেন, দৃশ্যত মনে হচ্ছে, আইবিএমের ঘোষিত ছাঁটাই নিয়ে অর্থবাজার সংশ্লিষ্টরা হতাশ। কোম্পানিটি তাদের মোট জনবলের দেড় শতাংশ ছাঁটাই করেছে।
তার ভাষ্য, আইবিএমের কাছে ব্যয় সংকোচনের আরও কড়া পদক্ষেপ আশা করেছিলেন বিনিয়োগকারীরা।
গত বছরের জন্য তারল্যের বার্ষিক রিজার্ভের লক্ষ্যমাত্রা ১ হাজার কোটি ডলার নির্ধারণ করেছিল আইবিএম, তবে কোম্পানিটি ৯৩০ কোটি ডলার রিজার্ভ রাখতে সক্ষম হয়েছিল।
আরও পড়ুন:যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গার জেরে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দুই বছর ধরে স্থগিত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সচল করার সিদ্ধান্ত নিয়েছে মেটা প্ল্যাটফরমস ইনকরপোরেশন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় বুধবার মেটার এ ঘোষণা ট্রাম্পের প্রচার-প্রচারণার সুযোগ বাড়াতে পারে, যিনি গত বছরের নভেম্বরে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার কথা জানিয়েছেন।
রাজনৈতিক প্রচার ও অর্থ সংগ্রহের জন্য গুরুত্বপূর্ণ বিবেচিত ফেসবুকে ৩ কোটি ৪০ লাখ এবং ইনস্টাগ্রামে ২ কোটি ৩০ লাখ ফলোয়ার আছে ট্রাম্পের।
ইলন মাস্ক দায়িত্বভার গ্রহণের পর গত বছরের নভেম্বরে টুইটার অ্যাকাউন্ট ফেরত পান ট্রাম্প। যদিও সেই থেকে সামাজিক যোগাযোগমাধ্যমটিতে কোনো পোস্ট করেননি তিনি।
মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা অনেকে মনে করেন, রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের সঙ্গে জনগণের বার্তা আদান-আদানের সুযোগ থাকার বিষয়টি যথাযথ, তবে মেটার সমালোচকদের ভাষ্য, কোম্পানিটি তাদের আচরণবিধি লঙ্ঘন নীতি শিথিল করেছে।
ট্রাম্পের অ্যাকাউন্ট পুনর্বহাল নিয়ে বুধবার এক ব্লগ পোস্টে মেটার বৈশ্বিক পরিস্থিতিবিষয়ক প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেন, ‘ট্রাম্প ফের নীতিমালা লঙ্ঘন করে পোস্ট করলে কনটেন্ট মুছে ফেলা হবে এবং লঙ্ঘনের ব্যাপকতার ভিত্তিতে সর্বনিম্ন এক মাস থেকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত তার অ্যাকাউন্ট স্থগিত থাকবে।’
আরও পড়ুন:যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আবারও গুলির ঘটনা ঘটেছে, এবার নিহত হয়েছেন সাতজন।
গুলিতে ১১জন নিহতের দুদিনের মাথায় স্থানীয় সময় সোমবার এই হামলা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণে উপকূলীয় শহর হাফ মুন বে-এর দুটি পৃথক স্থানে সর্বশেষ হামলা হয়েছে।
হামলায় অভিযুক্ত ৬৭ বছর বয়সী ঝাও চুনলিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে শনিবার রাতে চীনের চান্দ্র নববর্ষের দিন ক্যালিফোর্নিয়ার মন্টেরি পার্ক এলাকায় ড্যান্স ক্লাবে গুলিতে ১১ জন নিহত হন।
সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, পুলিশ ঘিরে ধরার পর ৭২ বছর বয়সী বন্দুকধারী আত্মহননের পথ বেছে নেন, যিনি প্রথম হামলার কয়েক মিনিটের মাথায় আরেকটি ক্লাবে নির্বিচার গুলি চালাতে চেয়েছিলেন।
সোমবার প্রথম হামলার ঘটনা ঘটে একটি মাশরুম খামারে। সেখান থেকে চারটি মরদেহ উদ্ধার হয়। আর বাকি তিন মরদেহ উদ্ধার হয় আরেক জায়গা থেকে।
সান মাতেও কাউন্টি শেরিফ ক্রিস্টিনা কর্পাস সংবাদ সম্মেলনে বলেছন, সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তার কাছে একটি আধা-স্বয়ংক্রিয় পিস্তল পাওয়া গেছে; যা হামলায় ব্যবহৃত হতে পারে।
কী কারণে হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানতে পারেননি তদন্তকারীরা।
বন্দুক সহিংসতা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি।
যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভ জানায়, ২০২২ সালের নভেম্বর পর্যন্ত দেশটিতে ছয় শতাধিক বন্দুক হামলার ঘটনা ঘটে। এসব হামলায় ৬০০-এর বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুন:চীনের চান্দ্র নববর্ষের দিন রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মন্টেরি পার্ক এলাকায় ড্যান্স ক্লাবে গুলি চালিয়ে ১০ জনকে হত্যা ও আরও ১০ জনকে আহত করার প্রায় ১২ ঘণ্টা পর বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, পুলিশ ঘিরে ধরার পর ৭২ বছর বয়সী বন্দুকধারী আত্মহননের পথ বেছে নেন, যিনি প্রথম হামলার কয়েক মিনিটের মাথায় আরেকটি ক্লাবে নির্বিচার গুলি চালাতে চেয়েছিলেন, তবে দুই পথচারী ধস্তাধস্তি করে বন্দুক কেড়ে নেয়ায় হামলাকারী আর গুলি চালাতে পারেননি। হামলার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান বন্দুকধারী।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানান, লস অ্যাঞ্জেলেসের প্রাণকেন্দ্র থেকে প্রায় ১১ কিলোমিটার পূর্বে ড্যান্স ক্লাবের বলরুমে উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন থাকা একটি পিস্তল নিয়ে হামলা চালান সত্তরোর্ধ্ব হু ক্যান ট্র্যান।
কী কারণে হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানতে পারেননি তদন্তকারীরা। যদিও যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা নিত্যকার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
কাউন্টি শেরিফ লুনা নিহত কারও সুনির্দিষ্ট পরিচয় জানাতে পারেননি। তার ভাষ্য, প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে পাঁচ পুরুষ ও পাঁচ নারী রয়েছেন, যাদের দৃশ্যত পঞ্চাশোর্ধ্ব, ষাটোর্ধ্ব বা তার বেশি বয়সী মনে হয়েছে।
শেরিফ আরও জানান, ট্র্যান যে পিস্তলটি ব্যবহার করেছেন, সেটি ক্যালিফোর্নিয়ায় অবৈধ মনে হচ্ছে। অঙ্গরাজ্যটিতে ১০টির বেশি গুলি ধারণক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন রাখা অবৈধ।
আরও পড়ুন:
মন্তব্য