× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য শিল্প ইভেন্ট উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য আফগানিস্তান ১৫ আগস্ট কী-কেন স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও যৌনতা-প্রজনন মানসিক স্বাস্থ্য অন্যান্য উদ্ভাবন প্রবাসী আফ্রিকা ক্রিকেট শারীরিক স্বাস্থ্য আমেরিকা দক্ষিণ এশিয়া সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ ইউরোপ ব্লকচেইন ভাষান্তর অন্যান্য ফুটবল অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

জীবনযাপন
Why do Americas homeless keep going to jail?
google_news print-icon
দীর্ঘ পাঠ

আমেরিকার গৃহহীনরা কেন বারবার জেলে যেতে চান

গৃহহীন
ওয়াশিংটনের স্পোকেন শহরের ক্রিস কারভান রাস্তার জীবনের চেয়ে জেলখানাকে শান্তিদায়ক মনে করেন। ছবি: ইনভেস্টিগেটওয়েস্ট
ক্রিস কারভারের মতো ব্যক্তিদের ক্ষেত্রে জেল ভয়ের কোনো জায়গা নয়। গৃহহীনতা নিয়ে সামাজিক টানাপড়েনে ভোগা মানুষ যেকোনো আশ্রয় বেছে নিতে পিছ পা হন না। তারা সেতুর নীচে পড়ে থাকেন, ফুটপাতে তাঁবু খাটান এবং এখন যা বাড়ছে সেই কারাগারে বন্দি হওয়ার চেষ্টা করতে পারেন।

যুক্তরাষ্ট্রে গৃহহীন অনেকে দিন-রাত পার করেন রাস্তায়। তীব্র শীতে প্রতিবছর অনেকে মারাও যান। কঠিন বাস্তবতার মুখোমুখি এসব মানুষের অনেকে আশ্রয়কেন্দ্রের জীবনকে ঘৃণা করেন। তাদের সামনে থাকে শুধু দুটি নির্দয় পছন্দ- তীব্র ঠান্ডার মাঝে রুক্ষ জীবনযাপন, নয়ত কারাগারে দিন কাটানো।

অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক অলাভজনক প্রতিষ্ঠান ইনভেস্টিগেটওয়েস্ট বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। উইলসন ক্রিসিওনের প্রতিবেদনটি ভাষান্তর করা হলো নিউজবাংলার পাঠকের জন্য।

ডাক পড়ার আগে ক্রিস কারভার দুই ঘণ্টা আদালত কক্ষে অপেক্ষা করছিলেন। স্পোকেন মিউনিসিপ্যাল ​​জজ মেরি লোগান অবশেষে তাকে দাঁড়াতে বলেন- ‘আমরা এখন আপনার মামলা নিয়ে কাজ করছি।’

পায়ের সঙ্গে কসরৎ করে উঠে দাঁড়ান কারভার। তার দাড়ি নোংরা। চোখের চারপাশে শাখা-প্রশাখার মতো বিস্তৃত ট্যাটু। ক্লান্ত চোখে শিশুসুলভ হাসি ফোটানোর চেষ্টা করছেন।

বিচারক লোগান সরাসরি কারভারের দিকে তাকান, তার পিছনে একটি আমেরিকান পতাকা টাঙানো।

‘তাহলে বলুন, মিস্টার কারভার, আপনি কি নিজের প্রতিনিধিত্ব করার দায়িত্ব একজন অ্যাটর্নির ওপর ছাড়তে রাজি নন?’

থ্যাঙ্কসগিভিং ডেতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের স্কিডরোর ভিড়েঠাসা ফুটপাতে একজন গৃহহীনের তাঁবু দেখা যাচ্ছিল। রেকর্ড বলছে, লস অ্যাঞ্জেলেসে গত বছর তীব্র শীতে অন্তত ১৪ জন গৃহহীনের মৃত্যু হয়েছে।

‘হ্যাঁ ম্যাম’- কারভারের জবাব।

বিচারক বলেন, ‘এটা (আইনজীবী নিয়োগ) আপনার অধিকার মিস্টার কারভার। আমি অবাক হয়ে যাচ্ছি কেন এবং কী কারণে আপনি... আইনজীবী নিয়োগে আপনার তো কোনো অর্থ খরচ হবে না...!‘

তাকে থামিয়ে দেন কারভার; ‘কারণ আমার অপরাধের সর্বোচ্চ শাস্তি এক বছরের জেল এবং এটা আমার কাছে কিছুই নয়।’

অবাক কণ্ঠে বিচারক বলেন, ‘দুঃখিত, আপনি কী বলতে চাইছেন?’

কারভার কথা চালিয়ে যান, ‘আমি গৃহহীন, রাস্তায় পড়ে থাকি। তাই জেলে একটি বছর আমার কাছে কিছুই নয়… তাছাড়া আমি জানি না এ অবস্থায় আমি আর কী করতে পারি।’

বিচারক গলায় জোর এনে বলেন, ‘আমি মোটেই আপনার চিন্তাকে গ্রহণ করতে পারছি না। কারণ বাড়ি হারিয়ে জেলখানাকেই আপনি বাড়ি হিসেবে ভাবতে চাইছেন।’

কাঁধ ঝাঁকান কারভার- ‘জেলখানার বাইরেও আমি গৃহহীন, তাই হয়ত...।’

আমেরিকার গৃহহীনরা কেন বারবার জেলে যেতে চান

টি ওয়াশিংটন রাজ্যের স্পোকেনে শীত মৌসুমের এক ফেব্রুয়ারির শুরুর দিকের ঘটনা। ক্রিস কারভার সিদ্ধান্ত নিয়েছিলেন, পরবর্তী কয়েক মাস রাস্তায় ঘুরে বেড়ানোর চেয়ে জেলে কাটানোই ভালো।

তার বিরুদ্ধে অভিযোগগুলো যথেষ্ট গুরুতর। অপরাধমূলক অনুপ্রবেশ, একটি গির্জার সিঁড়িতে মলত্যাগ এবং যে গলিতে ঘুমিয়েছিলেন সেখান দিয়ে যাওয়া একটি গাড়িতে স্কেটবোর্ড ছুড়ে মারা। এসব অপরাধের ক্ষেত্রে একজন সরকারি আইনজীবী কারভারের জেলের মেয়াদ কমাতে সাহায্য করতে পারতেন, তবে তিনি এই সাহায্য নেননি।

নিয়মিতভাবে গৃহহীনদের নিয়ে যারা কাজ করেন তারা কারভারের এমন অবস্থানে বিস্মিত নন। তারা বলছেন, এমন ঘটনা অনেকবার দেখা গেছে। এর সামান্য অংশ মাঝেমধ্যে সংবাদমাধ্যমে খবর হিসেবে প্রকাশিত হয়।

ইন্ডিয়ানায় ২০২১ সালে পুলিশ মামলা না করা পর্যন্ত এক ব্যক্তি হাসপাতাল ছেড়ে যেতে অস্বীকৃতি জানান। মিসিসিপিতে ২০১৯ সালে ক্রিসমাসের ঠিক আগে একজন গৃহহীন একটি ভবনের জানালা ভেঙে দেন, যাতে শাস্তি হিসেবে তিনি জেলে রাত কাটাতে পারেন। ওয়াশিংটনে ২০১৮ সালে দীর্ঘ কারাদণ্ড পেতে এক ব্যক্তি চতুর্থবারের মতো ব্যাংক ডাকাতিতে অংশ নেন।

এসব ঘটনাকে গৃহহীনতা নিয়ে চলমান সংকটের বাইরের দিক হিসেবে ধরে নিলেও, কারভারের মতো ব্যক্তিরা সারা দেশে জরুরি নীতি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া ক্রমবর্ধমান একটি গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন।

এই নীতি হলো শহরগুলো কীভাবে নিরাশ্রয় ও ভবঘুরে মানুষদের বিষয়টি মোকাবিলা করছে। রাজনীতিকরা প্রায়ই এসব ব্যক্তিদের অমানুষ হিসেবে দেখান। আমেরিকার শহরগুলো যে মারা যাচ্ছে এই মানুষেরা কি তার জীবন্ত প্রমাণ?

কারাগারকে অস্থায়ী আবাস হিসেবে ব্যবহার করাকে কেউ স্মার্ট বা মানবিক বলে বিশ্বাস করেন না। এটি অর্থনৈতিক দিক থেকেও ভালো কোনো অর্থ বহন করে না। কারণ এটি অন্যান্য বিকল্পের তুলনায় বেশি ব্যয়বহুল। সবার জন্য আবাসন নিশ্চিতের পক্ষের ব্যক্তিরা বলছেন, এসব ঘটনার অর্থ হলো কোথাও ভয়ঙ্কর কোনো ভুল হচ্ছে।

সিয়াটলের কিং কাউন্টি রিজিওনাল হোমলেস অথরিটির প্রধান মার্ক ডনস বলছেন, ‘এটি একটি জাতীয় পরিস্থিতি, যা অনেককে আবাসন বঞ্চিত করেছে। এর ফলে নানা ধরনের অস্থিরতার মুখোমুখি ব্যক্তিরা অবিশ্বাস্য নিষ্ঠুর পছন্দ বেছে নিতে বাধ্য হচ্ছেন।’

এ ঘটনা কেবল সিয়াটল এবং সান ফ্রান্সিসকোর মতো জায়গায় দেখা যাচ্ছে না। স্পোকেনের (জনসংখ্যা ২ লাখ ২০ হাজার) মতো ছোট ও মাঝারি আয়তনের শহরগুলোও এমন সমস্যায় আক্রান্ত। পরিবার গড়ে তোলার জন্য এসব শহর দীর্ঘদিন ধরে সাশ্রয়ী এলাকা হিসেবে পরিচিত ছিল। তবে এখন আর সে অবস্থা নেই।

গত দুই বছরে আবাসনের দাম ৬০ শতাংশ বেড়েছে। স্পোকেনের ডাউনটাউনের কোণ দখল করা গৃহহীনদের আকস্মিক উপস্থিতি কীভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে শহরের লোকজন দ্বিধাবিভক্ত।

শহরের বামপন্থি মনোভাবের সিটি কাউন্সিল আরও আশ্রয়ের জায়গা ও আবাসনের স্থাপনা তৈরির জন্য চাপ দিচ্ছে, যেগুলোতে নিয়ম মানার খুব বেশি বাধ্যবাধকতা নেই।

অন্যদিকে শহরের মেয়র নাডিন উডওয়ার্ড একজন সাবেক টিভি উপস্থাপক এবং রক্ষণশীল ব্যক্তিত্ব। ২০১৯ সালের নির্বাচনে খুব সামান্য ব্যবধানে জয় পাওয়া উডওয়ার্ড নির্বাচনি প্রচারের সময় কোনো জবাবদিহি ছাড়াই গৃহহীনদের ঘর দেয়ার নীতির সমালোচনা করেছিলেন। তিনি এখনও গৃহহীনদের নিছক ‘গুদামজাত করা এবং স্যান্ডউইচের মতো আবাসন’ দেয়ার বিরোধিতা করছেন।

কারভার রাস্তা থেকে জেলের চক্রে অভ্যস্ত হয়ে উঠেছেন। গর্ব করে তিনি জানান, স্পোকেনে দীর্ঘতম সময়ের গৃহহীন ব্যক্তিদের তালিকায় তার অবস্থান দ্বিতীয়। রাস্তায় ২৫ বছর কাটিয়ে দিয়েছেন।

তাকে ক্রমাগত টিকিট দেয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে এবং জেলে পাঠানো হয়েছে। তার অনেক দাবি যাচাই করা অসম্ভব। তবে নথিপত্র বলছে, শুধু স্পোকেনেই তিনি ১৬ বার শাস্তি পেয়েছেন। কারভারের ১৮তম জন্মদিনের পর থেকে এখন পর্যন্ত তার বিরুদ্ধে এই শহর ছাড়াও অন্যত্র ৪৩টি অভিযোগ আনা হয়েছে৷

বেশির ভাগ অভিযোগ ছিল অহিংস অপরাধ; যেমন গাঁজা রাখা, চুরি বা ভিক্ষাবৃত্তি। কয়েকটি অভিযোগ ছিল হিংসাত্মক, যেমন ধাক্কাধাক্কি ও চতুর্থ-ডিগ্রি হামলা সংক্রান্ত।

১৯৯৯ সালে আইডাহোতে আইন প্রয়োগকারী সদস্যদের ওপর আক্রমণের অভিযোগে তাকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গার অভিযোগে ২০০৭ সালে এক বছর জেল খাটেন তিনি।

স্পষ্টতই তার ক্ষেত্রে জেল ভয়ের কোনো জায়গা নয়। গৃহহীনতা নিয়ে সামাজিক টানাপড়েনে ভোগা কারভারের মতো মানুষ যেকোনো আশ্রয় বেছে নিতে পিছ পা হন না। তারা সেতুর নীচে পড়ে থাকেন, ফুটপাতে তাঁবু খাটান এবং এখন যা বাড়ছে সেই কারাগারে বন্দি হওয়ার চেষ্টা করতে পারেন।

আমেরিকার গৃহহীনরা কেন বারবার জেলে যেতে চান

লোগানের কোর্টরুমের ঘটনার প্রায় এক মাস পর গত মার্চে আমি কারভারের সঙ্গে প্রথম দেখা করি।

তিনি একটি পেট্রল পাম্পের সামনে ফুটপাথ ধরে হাঁটছিলেন। পরনে রোদে পোড়া ইনসুলেটেড বিব ওভারঅল এবং কম্বল মোড়ানো একটি কোট। পায়ে আঘাতের কারণে একদিকে ঝুঁকে হাঁটেন। আমি কাছে যেতেই তিনি বসে পড়েন এবং ফের উঠে দাঁড়াতে সাহায্যের প্রয়োজন হয়েছিল।

আমি নিজের পরিচয় দিয়ে জানাই তার সম্পর্কে বিচারক লোগানের কাছ থেকে জেনেছি। কারভারের সঙ্গে কথা বলতে একটি উষ্ণ জায়গায় যাই। সেটি ছিল স্থানীয় এক সহায়তাকেন্দ্র, যেখানে তিনি বিনামূল্যে খাবার পান।

কারভার প্লাস্টিকের চামচ দিয়ে একটি জার থেকে পিনাট বাটার বের করে আনেন। উষ্ণ পরিবেশ আর খাবার বাকপটু করে তোলে তাকে। ফেব্রুয়ারিতে আদালতের কক্ষে ওই দিনের পর তিনি এক মাস কারাগারে ছিলেন। এই প্রথম তিনি প্রত্যাশার চেয়ে অনেক কমদিন কারাভোগ করেছেন।

কারভার বলেন, শীতের ঠান্ডা মাসগুলোতে একটি যৌক্তিক পছন্দ হতে পারে কারাগার। আশ্রয়কেন্দ্রে থাকার বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, বহু মানুষের সঙ্গে গাদাগাদি করে থাকা তিনি ঘৃণা করেন, সেখানে নিরাপদও বোধ করেন না।

সমাজসেবা কর্মীরা বলছেন, গৃহহীনদের মধ্যে এটি একটি সাধারণ অভিযোগ।

কারভার স্বাভাবিক ভঙ্গীতে তার অপরাধমূলক রেকর্ড সম্পর্কে জানাচ্ছিলেন। গর্বিত গলায় বলেন, বেশিরভাগ পুলিশ সদস্য তাকে প্রথম নামেই চেনেন। তার অভিযোগ, রাস্তার জীবন নির্বিবাদে কাটাতে চান, কিন্তু পুলিশ তাতে বাধা দেয়।

তিনি বলেন, ‘আমি একদিকে, আর ওরা অন্য দিকে।’

তবে তিনি স্বীকার করেন, রাস্তায় জীবন একাকিত্বের।

পরিবার?

তিনি বলেন, ‘গত ৩০ বছরে তাদের কাউকে দেখিনি। এখন আমি তাদের চিনতেও পারব না।’

তারপর তিনি একাকী জীবনের একটি কারণ ব্যাখ্যা করেন। তিনি বাইপোলার ডিসঅর্ডারে ভুগছেন। এটি এমন একটি মানসিক স্বাস্থ্যগত অবস্থা যা মেজাজের চরম পরিবর্তন ঘটায়।

কারভার বলছিলেন, এতটাই খারাপ অবস্থা তৈরি হয় যে তিনি অনেক সময় হুঁশ হারিয়ে ফেলেন। তখন মনে হয় কাউকে হত্যা করে রক্তের পুকুরে শুইয়ে রেখেছেন।

তিনি দাবি করেন, এভাবে তিনি মানুষ হত্যাও করেছেন এবং আইডাহো রাজ্যে এ অপরাধে তাকে অমৃত্যু কারাগারে রাখার উপক্রম হয়েছিল। তবে চূড়ান্ত রায়ের আগে আত্মরক্ষার বিষয়টি প্রমাণ হওয়ায় তিনি ছাড় পান।

জেলখানা বেশ উপকারী জানিয়ে তিনি বলেন, সেখানে নিজের জন্য ভালো খাবার এবং একটি কক্ষ পাওয়া যায়। সেখানে অন্য কাউকে আঘাত করার ঝুঁকি নেই।

আমি জানতে চাই, ‘একটা নির্দিষ্ট আবাসন ও চাকরি সম্পর্কে তাহলে কী বলবেন?’

জবাবে কারভার বলেন, একটা সময় ছিল যখন সবকিছু একসঙ্গে মিলেছিল।

পাঁচ বছর আগে স্পোকেন থেকে ৪০ মিনিট দূরের আইডাহোর কোর ডে’লাইন শহরের একজন যাজক কারভারকে একটি স্টিল বিম কারখানায় চাকরি এবং একটি অ্যাপার্টমেন্টে থাকার সুযোগ পেতে সাহায্য করেন৷

তারপর একদিন পুলিশের ধাওয়া খাওয়া এক কিশোরের গাড়ি তাকে ধাক্কা দেয়। কারভার কয়েক মাস হাসপাতালে ভর্তি ছিলেন, এরপর আবার চাকরি ও ঘর হারান।

তিনি এমন গল্পই আমাকে বলেছিলেন। তবে পরে আমি আবিষ্কার করি মানুষ হত্যা, পরিবারকে কখনোই দেখা যায়নি, পুলিশের তাড়া খাওয়া গাড়ির সঙ্গে ধাক্কা- এসব গল্পের প্রায় সবটাই অসত্য।

এগুলো তিনি বিচারক এবং পরিষেবাদানকারীদের কাছে নিজের পরিস্থিতি ব্যাখ্যা করতে সাজিয়েছেন, যারা ভাবছেন কেন তিনি রাস্তায় আছেন এবং কেন একটি উষ্ণ বিছানার জন্য স্বেচ্ছায় নিজের অধিকার ছেড়ে দিচ্ছেন।

আমেরিকার গৃহহীনরা কেন বারবার জেলে যেতে চান

সিয়াটলের কিং কাউন্টি রিজিওনাল হোমলেসনেস অথরিটির প্রধান ডনসের কাছে একজন ব্যক্তির স্বেচ্ছায় নিজের অধিকার সমর্পণের গল্পটি নতুন কিছু নয়। তার মতে, আমাদের মধ্যে সবচেয়ে দুর্বল, রাস্তার কঠিন জীবনের মধ্যে থাকা মানুষকে সাহায্য করতে এই দেশটি কীভাবে ব্যর্থ এটি তার আরেকটি দৃষ্টান্ত।

ডনস বলেন, ‘আমি গল্পটি অনেক, অনেক, বহুবার শুনেছি। এ বিষয়ে কোনো অ্যাকাডেমিক পেপার সম্পর্কে আমার জানা নেই। তবে আমরা যারা আবাসন, গৃহহীনতা এবং জনস্বাস্থ্য নিয়ে কাজ করি তারা এটি জানি।’

বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের একটি গবেষণা রয়েছে। শেফিল্ড হ্যালাম ইউনিভার্সিটি ২০১০ সালে রাস্তায় বসবাসকারী ৪০০ জনের ওপর জরিপে চালিয়ে দেখেছে, তাদের মধ্যে ৩০ শতাংশ মানুষ রাতের বেলায় জেলহাজতে থাকার উদ্দেশ্যে ছোটখাটো অপরাধ করেন।

যুক্তরাজ্যের অর্থায়নে চলা একটি ওয়াচডগ ২০২০ সালে আরেক গবেষণায় দেখতে পায়, স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়া গৃহহীনদের অনেকে ছাড়া পাওয়ার পর আবার জেলে ফিরে গেছেন।

গবেষণা প্রতিবেদনে একজন ব্যক্তি বলেছেন, ‘থাকার জায়গা না পেয়ে আমি আবার জেলে যেতে চেয়েছি।’

শুধু জেলে যাওয়ার জন্য মানুষ অপরাধ করেছে এমন উদাহরণ খুঁজে পাওয়া মোটেই কঠিন নয়।

আগের বছরের হ্যালোইনের সময় ওয়াশিংটনের লংভিউয়ে একজন গৃহহীন কারাগারে জায়গা পেতে বেপরোয়া গাড়ি চালিয়েছিলেন। তবে জেলের পরিবর্তে পুলিশ আশ্রয়কেন্দ্রে নিয়ে গেলে তিনি সেখান থেকে চলে যান। এরপর একটি গাড়ি থেকে বন্দুক চুরির মতো আরও গুরুতর অপরাধ করেন। পুলিশ গ্রেপ্তার করার সময় আনন্দ প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘আমি উষ্ণতার মধ্যে থাকার জন্য জেলে যাওয়ার চেষ্টা করছি।’

বেপরোয়া গাড়ি চালনা ও আগ্নেয়াস্ত্র চুরির অপরাধে সেই থেকে তিনি জেলে আছেন।

লংভিউয়ের পুলিশ ক্যাপ্টেন ব্র্যান্ডেন ম্যাকনিউ বলছেন, ‘লোকজন যতটা না স্বীকার করে, তার চেয়েও এটা বেশি ঘটছে। পুলিশ হিসেবে আমরা এসব ঘটনার সঙ্গে পরিচিত।’

রাস্তায় যার যত বেশি সময় কাটে তার তত বেশি জেলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। সেটা তিনি পছন্দ করুন বা না-ই করুন।

সিয়াটলে করোনা মহামারির আগে গৃহহীন মানুষের সংখ্যা শহরের মোট জনসংখ্যার আনুমানিক ১ শতাংশ ছিল। তবে সেখানকার কারাগারে বন্দিদের প্রায় ২০ শতাংশ ছিল গৃহহীন, যাদের বেশিরভাগই ছোট অপরাধে জেলে গিয়েছিলেন।

প্রিজন পলিসি ইনিশিয়েটিভের গবেষণা দেখা গেছে, সাধারণ নাগরিকের তুলনায় গৃহহীন ব্যক্তিদের অপরাধমূলক ইতিহাস ১০ গুণ বেশি। আশ্রয়হীনতার কারণে পুলিশের সঙ্গে তাদের মুখোমুখি হওয়া ও জেলে যাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।

শহরের নীতিগুলোতে ফুটপাতে শুয়ে থাকা, অযথা ঘোরাঘুরি করা বা ভিক্ষাবৃত্তিকে বেআইনি ঘোষণা করা হয়েছে। শহরগুলো আশ্রয়ের স্থান নির্ধারণ করে গৃহহীনতাকে অপরাধ হিসেবে গণ্য করার আইনকে ন্যায্যতা দেয়। এ ক্ষেত্রে যুক্তি হলো, যে কেউ চাইলেই রাস্তার বাইরে এবং আশ্রয়কেন্দ্রে থাকা বেছে নিতে পারেন।

তবে আশ্রয়কেন্দ্রের শয্যাগুলো প্রয়োজনের সঙ্গে খুব কমই তাল মিলিয়ে চলে। এবং কারভারের মতো কিছু মানুষ এসব আশ্রয়কেন্দ্র ফাঁকা থাকার পরেও এড়িয়ে যান।

তারা বলেন, আশ্রয়কেন্দ্রে তারা অনিরাপদ ও অস্বস্তি বোধ করেন। অথবা সেখানে এমন নিয়ম আরোপ করা হয় যা অনুসরণ অযোগ্য। করোনা মহামারি চলার সময় অন্যদের সঙ্গে জায়গা ভাগ করে নেয়ার বিষয়টি পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে।

গৃহহীনদের নিয়ে কাজ করা ব্যক্তিরা বলছেন, একজন ব্যক্তি কত ঘন ঘন কারাগার বেছে নিচ্ছেন তার চেয়ে বোঝা জরুরি কেন তিনি এটা করছেন। মৌলিক জায়গা থেকে, এটি উত্তর না পাওয়ার মতো কোনো কঠিন প্রশ্ন নয়।

কিং কাউন্টি রিজিওনাল হোমলেসনেস অথরিটির প্রধান ডনস বলেন, ‘আপনি কি কখনও কোনো সুরক্ষা ছাড়াই বাইরে ঘুমানোর চেষ্টা করে দেখেছেন? শীতের রাতের কথা ছেড়ে দিন, বসন্তের রাতেও এমন অবস্থায় আপনার হাত-পা খোয়ানোর আশঙ্কা রয়েছে।’

কেউ কেন কারাগার বেছে নেন তা সত্যিকার অর্থে বোঝার অর্থ হল তারা কীভাবে সেই পছন্দের দিকে ধাবিত হলেন সেটি অনুধাবনের চেষ্টা করা।

ডনস বলছেন, ‘সেই আলোচনার শুরুতে অবশ্যই স্বীকার করে নিতে হবে, দেশ একটি আবাসন সংকটের মধ্যে রয়েছে। এই সংকট মানুষদের স্থিতিশীল ঠিকানার বাড়ি থেকে বের করে দিয়েছে। তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে।

‘গৃহহীনতা একটি আবাসন সংকটজনিত সমস্যা। এটি অপরাধমূলক বা ক্ষতিকর পদার্থের ব্যবহার বা আচরণগত সমস্যা নয়।’

কারও জেলে যাওয়ার ইচ্ছা পূরণের বিষয়ে মিশ্র অনুভূতি রয়েছে লংভিউ পুলিশ ক্যাপ্টেন ম্যাকনিউয়ের।

তিনি বলেন, ‘গৃহহীন ইস্যুতে গ্রেপ্তার আপনি বন্ধ করতে পারবেন না। তবে ঘরহীনদের গ্রেপ্তারের মাধ্যমে দরিদ্রদের অপরাধী হিসেবে সাব্যস্ত করা হয়। সেই সঙ্গে এটি তাদের আচরণকে স্থায়ীত্ব দেয়।’

অবশ্য কখনও কখনও গৃহহীন ব্যক্তি এত গুরুতর অপরাধ করেন যে তা উপেক্ষা করা যায় না।

আমেরিকার গৃহহীনরা কেন বারবার জেলে যেতে চান

চার বছর আগে ম্যাকনিউ একজন গোয়েন্দা হিসেবে কাজ করতেন। সে সময় পুলিশের রেডিওতে একটি কল আসে। দক্ষিণ-পশ্চিম ওয়াশিংটনের কলম্বিয়া নদীর ধারে ৩৭ হাজার জনসংখ্যার শহর লংভিউতে পুলিশ স্টেশন থেকে মাত্র আধা ব্লক দূরে একটি ব্যাংকে ডাকাতি চলছে।

জিম্মি, গুলি, ধাওয়া এমন সব খারাপ পরিস্থিতির প্রস্তুতি নিয়ে ম্যাকনিউ ঘটনাস্থলে ছুটে যান। তবে এসবের পরিবর্তে তিনি ৬৮ বছর বয়সী একজনকে দেখতে পান, যার মাথাভর্তি টাক। মোটা চশমা পরা রিচার্ড গর্টন নামের ওই ব্যক্তি ব্যাংকের বাইরে অপেক্ষা করছিলেন।

ম্যাকনিউ বলেন, ‘তাৎক্ষণিক স্পষ্ট হয়ে যায় অস্বাভাবিক কিছু একটা ঘটেছে।’

গর্টন গ্রেপ্তার হতেই চেয়েছিলেন। ম্যাকনিউ শিগগিরই জানতে পারেন কয়েক বছর আগেও তিনি (গর্টন) জেলে যাওয়ার আশায় উত্তরে প্রায় ২০০ মাইল দূরে বেলিংহাম, ওয়াশিংটনে তিনটি ব্যাংকে ডাকাতি করেন। প্রতিবার গর্টন ছিলেন শান্ত, পুলিশ আসার পর স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।

লংভিউতে ২০১৮ সালে ব্যাংক ডাকাতির জন্য সাত বছরের সাজা পান গর্টন। তিনি এখন অ্যাবারডিনের স্টাফোর্ড ক্রিক সংশোধন কেন্দ্রে আছেন।

তিনি আমাকে বলেছেন, বেলিংহামে প্রথম ব্যাংক ডাকাতি করেন ২০১৪ সালে। কারণ তখন তিনি ভেবেছিলেন একটি পাবলিক হাউজিং কমপ্লেক্সে নিজের অ্যাপার্টমেন্টটি হারাতে বসেছেন।

ডাকাতির প্রথম ঘটনায় তাকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। এরপর একজন দণ্ডিত অপরাধী হিসেবে স্থায়ী আবাসন নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। তাই তিনি আরেকটি ব্যাংক ডাকাতি করেন, তারপরে আরেকটি, যতক্ষণ না তিনি তিন বছরের জেল পান।

তৃতীয় ডাকাতির পর তিনি রাস্তায় জীবনযাপনের চেষ্টা করেন। তিনি স্পোকেনে ইউনিয়ন গসপেল মিশনে সাহায্য চেয়েছিলেন, তবে ধর্মের প্রয়োজনীয় বিধান মেনে চলতে পারেননি। একই ঘটনা ঘটে পোর্টল্যান্ডেও।

আর তাই কারামুক্তির মাত্র ১০ দিন পর তিনি আবার একটি ব্যাংকে ডাকাতির জন্য লংভিউ গিয়েছিলেন। এ দফায় দীর্ঘমেয়াদে কারাদণ্ড পাওয়ার বাসনা পূর্ণ হয়।

গর্টন জানান, তার এখন খারাপ লাগছে। তবে খারাপ লাগার কারণ এটা নয় যে, তিনি ফৌজদারি বিচার ব্যবস্থার উপর কোনো বোঝা চাপিয়ে দিচ্ছেন। কারণটি হলো, তাকে বলা হয়েছে শেষবার ডাকাতির সময় পরিস্থিতির ধাক্কায় ব্যাংক টেলার (ক্যাশ ব্যবস্থাপনাকর্মী) খুব বিচলিত হয়ে পড়েছিলেন।

গর্টন বলেন, ‘আমি সচেতন হয়েই এ পথে এসেছি। আমি জানি আঘাতপ্রাপ্ত লোকজন প্রায়ই ঘুরে দাঁড়ান এবং অন্যদের আঘাত করেন। কে জানে এখন এই ব্যাংক টেলার কোন পথে যাবেন?’

কলোরাডোর একটি উচ্চ-মধ্যবিত্ত এলাকা গোল্ডেনে পরিবারের একমাত্র সন্তান হিসেবে গর্টন বেড়ে ওঠেন। তিনি একটি স্টেট কলেজে পড়াশোনা করেছেন এবং বছরের পর বছর কম বেতনে কেরানি ধরনের চাকরি করেন। এরপরেও লোকজনের সঙ্গে মিশতে তার সমস্যা হতো।

গর্টন বলেন, ২০০০ সালে তার অটিজম ধরা পড়ে এবং এই প্রতিবন্ধকতার সুবিধা পেতে শুরু করেন। প্রতি মাসে ৭০০ ডলার ভাতার পাশাপাশি তাকে ২০১৪ সাল পর্যন্ত পাবলিক হাউজিংয়ে থাকার সুযোগ দেয়া হয়।

একপর্যায়ে তিনি বাসস্থান হারানোর ভয় পেতে শুরু করেন। অবশ্য তিনি কখনোই কোনো সমাজসেবা সংস্থার সাহায্য চাওয়ার কথা বিবেচনা করেননি। নির্ভর করার মতো পরিবারের কোনো সদস্যও ছিল না। প্রথম ব্যাংক ডাকাতি করার পর বন্ধুরাও তাকে অস্বীকার করতে শুরু করেন।

গর্টন বলেন, ‘তারা (বন্ধুরা) আমাকে বুঝতে পারেনি। আমার সঙ্গে ওরা কিছু করতে চায় না।’

গর্টন জানেন না কারাগার থেকে বের হয়ে কীভাবে বাঁচবেন। তিনি বলেন, ফের অপরাধে জড়াতে চান না অথবা আরও কোনো লোককে আঘাত করতে চান না। তাই অপরাধ এড়িয়ে যেভাবে চলা যায় সে বিষয়ে মানসিক প্রস্তুতি নিচ্ছেন।

গর্টন বলেন, ‘আমি মনে করি গৃহহীনতার যন্ত্রণা সহ্য করার যথাসাধ্য চেষ্টা করব।’

আমেরিকার গৃহহীনরা কেন বারবার জেলে যেতে চান

প্রিলের এক শীতল রৌদ্রোজ্জ্বল সকাল। স্পোকেনের উচ্চতম ভবনগুলোর ছায়ায় ডেভেনপোর্ট হোটেল টাওয়ারের পিছনে একটি গলিতে কারভার ঘুম থেকে জেগে ওঠেন। শহরের ফ্ল্যাগশিপ বিলাসবহুল হোটেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এ এলাকায়।

একটি আচ্ছাদিত সিঁড়ির নীচে গড়ে তোলা নিজের ক্যাম্পের দেয়াল ঘেঁষে বসেন কারভার। পেছনেই দেখা যাচ্ছে ‘অনুপ্রবেশ নয়’ চিহ্ন। দুই ব্লক দূরে ট্র্যাক ধরে ছুটে চলছে ট্রেন। কারভারের সারা দেহ নিজের মলে মাখামাখি। তার কোনো তাঁবু নেই।

তিনি বলেন, ‘তাঁবু মানেই পুলিশের লক্ষ্যবস্তু।’

শহরের রাস্তার পরিচ্ছন্নতা কর্মীরা এগিয়ে আসতেই তিনি কম্বল গুটিয়ে নিয়ে একটি ছেঁড়া ব্যাগে প্যাক করেন। ব্যাগ থেকে বাতাস বের করে দিতে হাত দিয়ে চাপ দেন। এবার তিনি কম্বলটি গায়ের কোটের নীচে ভরে রাখতে পারবেন।

তার হাত ফাটা ও শুকনো, ঠান্ডা বাতাসে রক্তপাত শুরু হয়েছে, ব্যথায় শক্ত। কম্বলগুলো সুরক্ষিত হয়ে গেলে তিনি হিঁসহিঁস শব্দ তুলে গলিতে পা বাড়ান।

কারভার দক্ষিণে কয়েকটি ব্লক পরের শালম মিনিস্ট্রিজের দিকে যাচ্ছেন। সেখানকার কর্তৃপক্ষ তাকে প্যানকেক এবং ওটমিলের তিনটি টু-গো বক্স দেবে।

অন্য গৃহহীনদের পাশ কাটিয়ে যাওয়ার সময় নতুন প্রজন্মের রুক্ষ জীবনযাপনকারীদের নিয়ে তার কণ্ঠে খেদ ঝরে। কারভার বুঝতে পারেন না এরা একসঙ্গে নেশা করার পরেও কীভাবে একে অপরকে ঠকাচ্ছে, মারধর করছে, এমনকি হত্যাও করছে।

কারভার একাকী শুধু গাঁজার নেশা করেন, সূঁচকে ভয় পান বলে কালেভদ্রে মেথ গ্রহণ করেন।

তিনি জানান, রাস্তায় লোকজনের চোখের দিকে তাকাতে ভয় পান, কারণ তারা তাকে আক্রমণ বা ছিনতাই করতে পারেন।

তিনি বলেন, বহু বছর হয়ে গেছে কোনো নারীর সঙ্গে তার সম্পর্ক হয়েছে। বয়ফ্রেন্ডরা মারধর করলে তারা এসে কান্নাকাটি করত, তবে এরপর আবার বয়ফ্রেন্ডদের কাছেই ফিরে যেত।

এটি কারভারের জন্য একটি সাধারণ সকাল। দুঃসহ অবস্থায় তার ঘুম ভেঙেছে। তিনি খাবার, বাথরুম ও শান্তিতে বিশ্রাম নেয়ার জায়গা খুঁজছেন। তিনি যেখানেই যান, ‘কোনো অনুপ্রবেশ নয়’ চিহ্নগুলো মনে করিয়ে দেয় তিনি অনাহূত।

কিছু দিন আগের মতো আজও তিনি স্থানীয় একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে গিয়ে থামেন। রোগী না হওয়ার পরেও কর্তৃপক্ষ তাকে ভিতরে যেতে দেয়।

সামনের দিকে একজন নারী লাইটার খুঁজছিলেন, তিনি কারভারকে দেখতে পান।

তিনি বলেন, ‘ওহ, কারভার, আমি জানি তোমার লাইটার আছে।’

‘এই নিন’, কারভার এগিয়ে যান।

এই সাহায্যের বিনিময়ে ওই নারী কারভারকেও একটি সিগারেট ধরিয়ে দেন। কারভারের আচরণ অত্যন্ত ভদ্র ও বন্ধুত্বপূর্ণ, তবে নারীটি চলে যাওয়ার পরই তিনি ভেঙচি কাটেন।

‘উফ, মেন্থল।’

নিরাময় কেন্দ্রের ভিতরে তিনি গ্রুপ থেরাপির জন্য ব্যবহৃত ডাইনিং টেবিলে একটি চেয়ার টেনে নিয়ে খাবারের বাক্স খোলেন।

ওটমিল এতই আঠালো যে প্লাস্টিকের কাঁটাচামচ প্রায় ভেঙে যায়। প্যানকেকগুলো পুড়ে গেছে। খাবারের সঙ্গে পাওয়া কিশমিশের ছোট বাক্সগুলো তিনি ফেলে দেন।

কিছু কুকিজ ও কফি আনতে কারভার উঠে যান। ফিরে এসে দেখেন রেবেকা নামে এক নারী চেয়ার দখল করে আছেন।

কারভার বলেন, ‘মাফ করবেন রেবেকা, আপনি আমার চেয়ারে বসেছেন।’

রেবেকা চেয়ার ছেড়ে দেন। তবে ফের অন্য কুকি এনে বসেতে গিয়ে দেখেন, টেবিলের প্রতিটি চেয়ার খালি থাকার পরেও রেবেকা আবার তার চেয়ারেই বসেছেন।

এরপরেও কারভার ভদ্র স্বরে বলেন, ‘রেবেকা, আপনি আমার চেয়ারে বসেছেন। আপনি কি এটা ছেড়ে দেবেন?’

রেবেকা আবার সরে যান। অবশেষে ঝামেলার মিমাংসা হয়। কারভার তার প্যানকেকের ওপর সিরাপ ছড়িয়ে দেন, মাথা নিচু করে নিবিষ্টভাবে দেখেন কীভাবে সিরাপ কেকের উপর দিয়ে ঝরে পড়ছে।

তিনি একটি চিনির কুকি নিয়ে কফিতে ডুবিয়ে রাখেন। চারপাশে লোকজনের উপস্থিতিকে তিনি পাত্তা দিচ্ছেন না। এভাবে খাবার শেষ করতে ৩০ মিনিট লেগে যায়। সবশেষে নিজের জোগাড় করা সিগারেটের বিনিময়ে তিনি আরেক গৃহহীনের কাছ থেকে আধা কাটন দুধ নিয়ে গলায় চালান করেন।

একটি গ্রুপ সেশন শুরুর প্রস্তুতির মধ্যেই কারভার নিরাময় কেন্দ্র ছেড়ে বাইরের শীতার্ত পরিবেশে চলে আসেন।

তিনি বলেন, এরকম ঠান্ডা দিন কাঙ্ক্ষিত বিকল্প হিসেবে জেলখানাকে সামনে নিয়ে আসে। সেখানে অন্তত শান্তিতে খাওয়ার জন্য শহরজুড়ে ঘুরে বেড়ানোর প্রয়োজন পড়ে না।

আমি জিজ্ঞাসা করি, শীতকালে তিনি কোনটি পছন্দ করেন: জেল, নাকি রাস্তার জীবন?

একটু চিন্তা করে তার জবাব, ‘জেলখানা।’

তারপর একটি শর্ত যোগ করেন, ‘যদি সেখানে আমি গাঁজা খেতে পারতাম!’

আমেরিকার গৃহহীনরা কেন বারবার জেলে যেতে চান

ডিসিভিত্তিক থিঙ্কট্যাঙ্ক আরবান ইনস্টিটিউটের সহযোগী ভাইস প্রেসিডেন্ট সারাহ গিলেস্পি গৃহহীনদের ক্ষেত্রে ‘পছন্দ (চয়েস)’ শব্দটি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন।

ইস্যুটির একজন গবেষক হিসেবে গিলেস্পি রাস্তার জীবন বা জেলে যাওয়াকে মানুষের পছন্দ ভাবার বিষয়টিকে ‘মিথ’ বলে অভিহিত করতে চান। তার গবেষণায় দেখা গেছে, মানুষকে যদি আবাসন থাকা বা না থাকার সুবিধা বাছাইয়ের সুযোগ দেয়া হয় তাহলে বেশিরভাগ মানুষ আবাসনকেই বেছে নেবে।

গিলেস্পি বলেন, ‘আমরা জানি সমাধানগুলো কী। এই জনগোষ্ঠীকে মূলধারায় আনতে প্রয়োজনীয় সমাধানের জন্য আমাদের কী করতে হবে।’

তিনি বলেন, গৃহহীনতা থেকে কারাগারে যাওয়ার চক্রের অবসান ঘটানোর সবচেয়ে কার্যকর উপায়টি খুব পরিষ্কার। আর সেটি হলো সবার জন্য আবাসনের ব্যবস্থা করা।

হিউস্টনে গবেষণাপ্রসূত উচ্চাভিলাষী ‘হাউজিং ফার্স্ট’ পদ্ধতি মানুষকে বিনামূল্যে বা সাশ্রয়ী মূল্যে আবাসন দেয়ার মাধ্যমে দুর্দান্তভাবে গৃহহীনতা সমস্যার মোকাবিলা করছে। বিশেষজ্ঞরা বলছেন, সবার জন্য আবাসন নিশ্চিতের পদক্ষেপ নেয়া হলে আশ্রয়কেন্দ্র, পুলিশ পরিষেবা এবং কারাগারে ব্যয়ের তুলনায় অর্থের সাশ্রয় ঘটবে।

যুক্তরাষ্ট্রে যাদের সহায়তা প্রয়োজন তাদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে কত খরচ হবে সে বিষয়ে ব্যাপকভাবে স্বীকৃত কোনো অনুমান নেই।

তবে বাড়িভাড়া নিয়ে হিমশিম খাওয়া পরিবারকে সহায়তা দেয়া ফেডারেল হাউজিং ভাউচার প্রোগ্রামের একটি আরবান ইনস্টিটিউট বিশ্লেষণ বলছে, সহায়তার জন্য যোগ্য প্রতি পাঁচজন ভাড়াটের মধ্যে মাত্র একজন এটি গ্রহণ করেন। যোগ্য সবাইকে এ সহায়তার আওতায় আনা হলে অতিরিক্ত ১ কোটি ৯৭ লাখ মানুষ যোগ হবে। এতে যুক্তরাষ্ট্রে বছরে আনুমানিক ৬ হাজার ২০০ কোটি ডলার খরচ হবে।

গিলেস্পি ডেনভারভিত্তিক একটি কর্মসূচির উদ্ধৃতি দিয়েছেন, যারা ক্রিস কারভারদের মতো দীর্ঘদিন ধরে গৃহহীন ও ঘনঘন পুলিশের মুখোমুখি হচ্ছেন এমন ব্যক্তিদের বিনামূল্যে বা বড় ভর্তুকিতে আবাসন সুবিধা দিচ্ছে। এসব ভাড়াটে এখনও মাদক গ্রহণ বা অ্যালকোহল সেবন করতে পারেন এবং বাড়িতে রাখতে পারেন। তবে তাদের জন্য মানসিক স্বাস্থ্য এবং মাদকাসক্তি নিরাময়ের সেবা বিদ্যমান।

তিন বছর কাটার পর ডেনভার কর্মসূচির আওতায় আসা ব্যক্তিদের প্রায় ৮০ শতাংশের থিতু হওয়ার মতো আবাসন বহাল রয়েছে। গিলেস্পির যুক্তি, এটাই বড় প্রমাণ যে দীর্ঘদিন ধরে ঘরছাড়ারাও বাড়ি পেলে তা গ্রহণ করেন। সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, একটি নিয়ন্ত্রিত গ্রুপের তুলনায় এই কর্মসূচির আওতায় আবাসন পাওয়া ব্যক্তিদের গ্রেপ্তার হওয়ার ঘটনা ৪০ শতাংশ কমে গেছে।

খরচের দিক থেকে হিসাব করলে এ ধরনের সরাসরি আবাসন প্রকৃতভাবে অর্থ বাঁচাতে পারে। কর্মসূচির আওতায় জনপ্রতি আবাসন খরচ বছরে ১৫ হাজার থেকে ১৬ হাজার ডলার। আরবান ইনস্টিটিউটের পর্যালোচনায় দেখা গেছে, অন্যান্য পরিষেবা যেমন রাস্তার ঝাড়ু দেয়া, আশ্রয়কেন্দ্র পরিচালনা, পুলিশি কর্মকাণ্ড এবং জরুরি তৎপরতাসহ অন্যান্য ব্যয়ের তুলনায় এই খরচ অর্ধেক।

গিলেস্পির যুক্তি, জেল ব্যবস্থাপনা, গৃহহীনতা এবং জরুরি পরিষেবা চালিয়ে যাওয়ার জন্য একটি বড় অংকের অর্থ ব্যয় হয়। এই পরিষেবাগুলোর পেছনে ব্যয়ের হিসাব করলে আবাসনে বিনিয়োগ করা অনেক বেশি যৌক্তিক।

কিং কাউন্টির হোমলেসনেস অথরিটির ডনসও মনে করছেন, কারভারের মতো ব্যক্তিদের সহায়তার জন্য আবাসনের ব্যবস্থা করা সর্বোত্তম উপায়। পর্যাপ্তসংখ্যক জরুরি আশ্রয়কেন্দ্র থাকাও জরুরি, তবে অনেকেই এটি ব্যবহার করতে চাইবেন না। আশ্রয়কেন্দ্রের পেছনে ব্যয় করা কিছু ডলার আবাসনে বিনিয়োগ করে আরও ভালো ফল পাওয়া যেতে পারে।

এমনকি তথাকথিত তাঁবুর শহরে পরিষেবা দেয়াও বেশ ব্যয়বহুল। সান ফ্রান্সিসকো শহর কর্তৃপক্ষ পরিচালিত গৃহহীনদের একটি ক্যাম্পে প্রতি তাঁবুর পেছনে বছরে আনুমানিক ৬০ হাজার ডলার খরচ হয়।

আগে হোটেল ছিল এমন ভবনগুলো সরকারিভাবে কেনার পক্ষে ডনস। কারণ এগুলো দ্রুত সাশ্রয়ী দামের আবাসনে রূপান্তর করা সম্ভব।

একটি আবাসন ব্যয়ের চেয়ে একজন গৃহহীকে জেলে পাঠানোর ব্যবস্থাপনার খরচ অনেক বেশি। অলাভজনক প্রতিষ্ঠান ভেরা ইনস্টিটিউট অফ জাস্টিসের তথ্য অনুসারে, একজন ব্যক্তিকে এক বছরের জন্য জেলে পাঠাতে গড়ে ৪৭ হাজার ৫৭ ডলার খরচ হয়, আর তাকে এক বছরের জন্য কারাগারে রাখতে ব্যয় হয় ৩৩ হাজার ২৭৪ ডলার।

এ কারণেই কলোরাডো কোয়ালিশন ফর দ্য হোমলেস-এর পাবলিক পলিসি অফিসার ক্যাথি অল্ডারম্যানের মতো বিশেষজ্ঞরা যুক্তি দেন, ডেনভারের মতো কর্মসূচিগুলোকে প্রয়োজনের সঙ্গে মানানসই করে তুলতে হবে। তিনি বলেন, একজন ব্যক্তি যত বার কারাগার বেছে নেন, ততবার একটি ভঙ্গুর ব্যবস্থাপনার চিত্র প্রতিফলিত হয়।

অল্ডারম্যান বলেন, ‘এটি নীতিগত, রাজনৈতিক এবং তহবিলগত একটি ব্যর্থতা।’

এসব নীতি বিতর্কগুলোর বাস্তব কোনো অগ্রগতি না হওয়ায় কারভারের মতো ব্যক্তিরা দুর্ভাগ্যের চক্রেই ঘুরপাক খেতে থাকেন।

ইডাহোর পোস্ট ফলসে বেটি আরফোর্ডের বাড়িটি সাদা রঙের, সামনের লন উজ্জ্বল সবুজে ঝকঝক করছে। পরিপাটি বাড়িটি আশেপাশের বাচ্চাদের বাস্কেটবল খেলার শব্দ, কুকুরের ঘেউ ঘেউ, ঘাস কাটার যন্ত্রের গুঞ্জনে মুখরিত।

এই দৃশ্য ঠিক ২৫ মাইল দূরে স্পোকেনের রাস্তায় ঘুরে বেড়ানো আরফোর্ডের মেজ সন্তান ক্রিস কারভারের জীবনের থেকে সম্পূর্ণ বিপরীত।

৭০ বছর বয়সী আরফোর্ড বলেন, পাঁচ বছর আগে ছেলের সঙ্গে তার শেষ কথা হয়েছে। কারভার তখন ভাঙা ডান নিতম্ব ও ফিমার নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তার জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন পড়েছিল।

তিনি (কারভার) পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করা কোনো কিশোরের গাড়ির আঘাতে আহত হননি, যেমনটি তিনি এখন লোকজনদের বলছেন। প্রকৃতপক্ষে একটি ঝোপের চারপাশে ঘোরাঘুরি করার সময় তিনি সাইকেল থেকে পড়ে যান এবং তার পা ভেঙে যায়।

অস্ত্রোপচারের পরপরই চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করে কারভার একটি হুইল চেয়ার নিয়ে ব্যান্ডেজসহ হাসপাতাল ছেড়ে চলে যান।

এর কারণ হিসেবে মা আরফোর্ডকে তিনি কী বলেছিলেন? তিনি সেখানে নাকি গাঁজা খেতে পারছিলেন না!

কারভার ৩০ বছর ধরে পরিবারের কাউকে দেখতে না পাওয়ার যে দাবি করেছেন বাস্তবতা তার বিপরীত।

প্রকৃতপক্ষে আরফোর্ড- যিনি সাত বছর ধরে স্বামীর সঙ্গে একটি মানসিক স্বাস্থ্য ক্লিনিক চালিয়েছেন তিনি বলেন, ছেলেকে সাহায্য করার চেষ্টা বছরের পর বছর ধরে করেছেন। এখনও তিনি স্থানীয় কারাগারের লগ চেক করে দেখেন, ছেলে কোথায় আছে।

আরফোর্ড বলেন, ‘আমরা জানি না ওর জন্য কী করতে হবে। আমার ভয় হয়, একদিন হয়ত শুনতে পাব ওকে কেউ খুন করেছে।’

কেলগ শহরের কাছেই দুই একর জমির ওপর বড় একটি বাড়ি কারভারদের। খ্রিস্টান পরিবারে বড় বোন ও ছোট ভাইয়ের সঙ্গে তিনি বেড়ে ওঠেন। কেলগ ছোট একটি শহর, যেখানে জনপ্রিয় স্কি রিসোর্ট রয়েছে৷ তার বাবা গ্যারি কারভার পাশের বাঙ্কার হিল খনির ইলেকট্রিশিয়ান ছিলেন। সপ্তাহান্তে পুরো পরিবার ক্যাম্পিং করতে যেত।

আরফোর্ড বলছিলেন, ‘গুরুতর এডিএইচডির (অ্যাটেনশন-ডেফিসিট/হাইপারঅ্যাকটিভ ডিসঅর্ডার) সম্ভাব্য ফল হিসেবে স্কুলে সবসময় ওর সমস্যা ছিল। ও অন্য বাচ্চাদের বিরক্ত করত, যে কারণে ওরা পাল্টা ধমক দিত। ও প্রায়ই স্কুল থেকে পালিয়ে যেত, রাতের খাবার পর্যন্ত বাড়ি ফিরত না।’

মিডল স্কুলে ভর্তির আগে তিনি (আরফোর্ড) কারভারকে কয়েক বছর হোম-স্কুল করিয়েছিলেন। তবে ছেলে সেই পরিবেশকে ‘কাজে লাগাতে পারেনি’ এবং তার জন্য প্রয়োজনীয় বিশেষ শিক্ষা সহায়তার ব্যবস্থাও আরফোর্ড করতে পারেননি।

তিনি ডিস্ট্রিক্ট সুপারিন্টেডেন্টের কাছে যান। এলাকার আমেরিকান সিনেটরকে চিঠি লেখেন। তিনি একটি বিকল্প স্কুলের চেষ্টা করেছিলেন। একটি ঐতিহ্যবাহী স্কুলে ভর্তির আগে প্রায় ছয় মাস কারভারের জন্য একজন পূর্ণকালীন শিক্ষক ছিলেন। তবে এর কোনোটি কাজ করেনি।

কিশোর বয়সে কারভার প্রায়ই সমস্যা করতেন। বাসায় ভাংচুর চালাতেন, চুরি করতেন, মিথ্যা বলতেন। অন্য শিশুদের কাছ থেকেও পালটা গালি আরও বাড়ছিল। আরফোর্ড বলেন, ১৪ বছর বয়সে আশেপাশের কিছু শিশু ওকে শিক্ষা দেয়ার সিদ্ধান্ত নেয়। তারা ওর পায়ে দাহ্য তরল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ওর পায়ে সেই পোড়া দাগ এখনও আছে।

কারভারের দাবি অনুযায়ী তিনি বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত কিনা আরফোর্ডের জানা নেই। তবে আক্রান্ত হয়ে থাকলেও তিনি অবাক হবেন না। আরফোর্ড নিশ্চিত, তার ছেলে হিংস্র ব্যক্তি নন। তার সঙ্ঘাত শুধু সত্যের সঙ্গে।

আরফোর্ড বলেন, ‘সত্য যখন অধিকতর ভালো, তখনও সে মিথ্যা বলবে। সে একটি মিথ্যা বলা শুরু করে এবং তারপর এতবার বলতে থাকে যাতে সেটি বাস্তব মনে হয়।’

মা বলছিলেন, কারভার শুধু প্ররোচিত হয়েছেন, কখনও এর পরিণতি বিবেচনা করেননি। হাতে টাকা এলেই সঙ্গে সঙ্গে উড়িয়ে দেন।

একটি বিষয় আরফোর্ড মনে করতে পারেন- তার ছেলে মাছ ধরা খুব পছন্দ করত। কখনও একাকী মাছ ধরত। তবে বাড়িতে সে কী করবে সে বিষয়ে কখনোই নিশ্চিত হতে পারতেন না আরফোর্ড।

১৮ বছরে পৌঁছানোর পর চুরি, লোকজনের ওপর চড়াও হওয়ার মতো অপকর্মের অভিযোগে কারভার গ্রেপ্তার হতে শুরু করেন। আরফোর্ড বলেন, কারভার ভয়ঙ্কর কোনো মাদক গ্রহণ না করলেও গাঁজা রাখার দায়ে প্রায়ই গ্রেপ্তার হয়েছেন।

কারভারের নিজের অ্যাপার্টমেন্টের ভাড়ার বন্দোবস্তের জন্য এডিএইচডি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সামাজিক নিরাপত্তা সহায়তা পেতে সাহায্য করেন আরফোর্ড। তবে এই তহবিল ব্যবস্থাপনার সময় মায়ের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলেন কারভার। পরে পুরো ব্যবস্থাপনা নিজের কাছে নিয়ে সহায়তার অর্থ অন্য কাজে ব্যয় শুরু করেন।

আরফোর্ড বলেন, ‘অর্থের বিষয়ে ওর কোনো ধারণা নেই। সহায়তা পাওয়ামাত্র সে বাইরে গিয়ে সব খরচ করে ফেলত, এভাবে প্রথম কয়েক দিনের মধ্যেই কপর্দকশূন্য হয়ে যেত। অনেকেই তাকে আবাসন বা চিকিৎসাসেবা দেয়ার প্রস্তাব দিয়েছেন। এটা সে হয় গ্রহণ করে না, নয়ত গ্রহণ করার পর একটি ঝামেলা পাকায়।’

আরফোর্ড জানেন না কীভাবে ছেলেকে সাহায্য করবেন। তিনি এখনও ভাবেন, স্কুলে পড়ার সময় কারভারের মতো শিশুকে আরও বোঝার সুযোগ ঘটলে পরিস্থিতি অন্যরকম হতো। এখন কারভারের বয়স প্রায় ৫০ বছর, জীবনের বেশিরভাগ সময় তিনি রাস্তায় বা জেলে কাটিয়েছেন।

আরফোর্ড মনে করেন, তার ছেলের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য প্রাতিষ্ঠানিক চিকিৎসা প্রয়োজন।

তবে আইনত যতক্ষণ না তাকে নিজের বা অন্যদের জন্য হুমকি বলে মনে করা হবে ততক্ষণ তাকে প্রাতিষ্ঠানিক কেন্দ্রে পাঠানো যাবে না। আমেরিকায় অনেক আগে থেকেই আইনটি বিদ্যমান। এতে মনে করা হয়, কারও জন্য হুমকি নন এমন কাউকে প্রাতিষ্ঠানিক কেন্দ্রে আটকে রাখা নির্দয়তা।

এরপরেও আরফোর্ড বিশ্বাস করেন, তার ছেলে মানসিক হাসপাতাল বা কারাগারে থাকার সময়ে সবচেয়ে শান্তিতে ছিল। সে আবদ্ধ ও নিয়ন্ত্রিত পরিবেশে ভালো থাকে।

আরফোর্ড বলেন, তার ছেলেও হয়ত নিজের সম্পর্কে একই কথা ভাবে।

আমেরিকার গৃহহীনরা কেন বারবার জেলে যেতে চান

স্পোকেন শহরের কেন্দ্রস্থলে একটি গির্জার সামনে সিঁড়িতে বসে আমি কারভারের কাছে জানতে চাই, তিনি নিজের জন্য কী চান। যদি তিনি নিজের জীবনের পরবর্তী কয়েক বছরকে একটি সুগঠিত রূপ দিতে সক্ষম হন, তাহলে সেটি কেমন হবে?

তিনি উত্তর দেন, ‘এ রকমই, নতুন কিছু না আসা পর্যন্ত।’

আমি জিজ্ঞেস করি, ‘কী আসা পর্যন্ত?’

এর জবাব তার জানা নেই।

কারভার উল্লেখ করেন, তার এক বন্ধু একটি আবাসনে আছেন, যেখানে তিনি গাঁজা খেতে পারেন এবং কেউ তাকে বিরক্ত করে না।

আমরা ক্যাথলিক চ্যারিটিজ ইস্টার্ন ওয়াশিংটন পরিচালিত একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে আসা রাস্তার ধারে বসে আছি। এটি স্পোকেনে প্রতিষ্ঠানটির ‘হাউজিং ফার্স্ট’ নীতি কৌশলের আওতায় বাস্তবায়িত একটি প্রকল্প। কোনো জবাবদিহি ছাড়াই আবাসন দেয়ার এই ধারণা নিয়ে স্থানীয় পর্যায়ে বিতর্ক রয়েছে।

আমি জিজ্ঞেস করি, ‘আপনি কি থাকার ঘর চান?’

তার জবাব, ‘ঘরটি কেমন হবে তার ওপর নির্ভর করছে।’

হঠাৎ তিনি বিষয় পরিবর্তন করেন; ‘আমি গাঁজা সেবন করলে আপনি কি আপত্তি করবেন?’

নিরাময়কেন্দ্রের চত্বরে ধূমপানের অনুমতি নেই, তাই তিনি ব্লক পেরিয়ে একটি গির্জার সিঁড়িতে বসেন। ‘অনুমতিহীন প্রবেশ নিষিদ্ধ’ লেখাটিকে তিনি উপেক্ষা করেন। গাঁজার স্টিকে তিনবার টান দিয়ে ধোঁয়া ছাড়েন। তার পৃথিবী যেন নিশ্চল ও ঘোলাটে হয়ে আসে। তার কথামালা- যেগুলো সাধারণত অস্পষ্ট বিড়বিড় ধরনের, তা অনেক পরিষ্কার হয়ে আসে।

১৯৮৬ সালের ৯ জুলাই নিজের ১৩তম জন্মদিনে কীভাবে তুষারপাত হয়েছিল সে গল্প শোনান। একটি নির্দয় পৃথিবীতে তার অবস্থানের আরেকটি প্রতিফলন ঘটায় এই গল্প।

কারভারের জন্মদিনটি উষ্ণ ও রৌদ্রোজ্জ্বল হওয়ার কথা থাকলেও তিনি তুষারপাতের কথা শোনান। আবহাওয়ার রেকর্ড অনুসারে এ বক্তব্যও অসত্য।

গল্পটি চলতে থাকে। কারভার তুষার দেখে মায়ের ঘরে গিয়ে তাকে বলেন।

‘মা দেখো, জুলাই মাসে তুষার ঝরছে।’

মা বিশ্বাস করেন না।

তিনি অনুনয় করেন, ‘দেখো না, সত্যি তুষার পড়ছে।’

তারপর কারভারের গল্প অনুযায়ী, মা বাইরে ফিরে তাকান। তিনি দেখেন ছেলে সত্যি বলছে। মা তখন তার মতোই হতবাক। ছেলের জন্মদিনে সমস্ত দিন ধরে ঝরছে তুষার।

মা বলেন, ‘সত্যিই তো! জুলাই মাসে তুষারপাত হচ্ছে!’

গল্পটি শেষ করে কারভার হাসেন।

পুলিশের একটি দল এলাকায় টহলে বেরিয়েছে। কারভার তার কোট গুছিয়ে নিয়ে একটি গলিতে সেঁধিয়ে যান।

আরও পড়ুন:
রাশিয়ার কৃষি ও চিকিৎসাপণ্যে নিষেধাজ্ঞা নেই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান
খাসজমি দখলমুক্ত করে উপহারের ঘর
পশ্চিমে ইসলামফোবিয়ার পর এবার ‘রুশোফোবিয়া’
আমেরিকা-রাশিয়ার সর্বনাশে চীনের পৌষমাস

মন্তব্য

আরও পড়ুন

জীবনযাপন
The United States will pay and 1 million for the Rohingya

রোহিঙ্গাদের জন্য ৭৩ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গাদের জন্য ৭৩ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র রোহিঙ্গা ক্যাম্প। ছবি: বাসস
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক্সে একটি পোস্টে বলেন, ‘বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিওইএফ) মাধ্যমে এ খাদ্য ও পুষ্টি সহায়তা ১০ লাখেরও বেশি মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করবে। এটা গুরুত্বপূর্ণ যে, আমাদের আন্তর্জাতিক অংশীদাররা এ ধরনের জীবন রক্ষাকারী সহায়তার মাধ্যমে বোঝা ভাগ করে নেওয়ার সঙ্গে যুক্ত।’

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত বৃহত্তম জনগোষ্ঠী রোহিঙ্গাদের সাহায্য কমে যাওয়ার ফলে সংকট আরও গভীর হওয়ার উদ্বেগের মধ্যে ট্রাম্প প্রশাসন বৃহস্পতিবার জানিয়েছে, তারা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন (সাত কোটি ৩০ লাখ) ডলার নতুন আর্থিক সহায়তা দেবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক্সে একটি পোস্টে বলেন, ‘বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিওইএফ) মাধ্যমে এ খাদ্য ও পুষ্টি সহায়তা ১০ লাখেরও বেশি মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করবে।

‘এটা গুরুত্বপূর্ণ যে, আমাদের আন্তর্জাতিক অংশীদাররা এ ধরনের জীবন রক্ষাকারী সহায়তার মাধ্যমে বোঝা ভাগ করে নেওয়ার সঙ্গে যুক্ত।’

সিনহুয়া জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন ‘আমেরিকা ফার্স্ট’ এজেন্ডার অংশ হিসেবে বিদেশি সহায়তায় ব্যাপক কাটছাঁট এবং ফেডারেল ব্যয় ব্যাপকভাবে হ্রাস এবং যুক্তরাষ্ট্র সরকারের কিছু অংশ ভেঙে ফেলার বিস্তৃত প্রচেষ্টার মধ্যেই এ অনুদান দেওয়া হলো।

জাতিসংঘের দুটি সংস্থা সতর্ক করে দিয়েছিল যে, তহবিলের ঘাটতি গত আট বছর ধরে প্রতিবেশী মিয়ানমারে সহিংসতার কারণে পালিয়ে আসা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য রেশনের পরিমাণ কমিয়ে দেবে।

রোহিঙ্গারা আশঙ্কা করছেন, তহবিল হ্রাসের ফলে ক্ষুধা পরিস্থিতির অবনতি হবে। গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা এবং জ্বালানি হ্রাস পাবে।

পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের সবচেয়ে বড় সহায়তা প্রদানকারী দেশ ছিল। প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলার সহায়তা দিয়ে আসছে দেশটি। কিন্তু জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর সাম্প্রতিক তহবিল স্থগিত করার ফলে কমপক্ষে পাঁচটি হাসপাতাল তাদের সেবা কমিয়ে ফেলতে বাধ্য হয়েছে।

ট্রাম্প ও বিলিয়নেয়ার মিত্র ইলন মাস্ক প্রধান মার্কিন বৈদেশিক সাহায্য সংস্থা ইউএসএআইডি বন্ধ করে দিয়েছেন এবং এর অবশিষ্টাংশগুলোকে পররাষ্ট্র দপ্তরের সঙ্গে একীভূত করেছেন। শত শত কর্মী এবং ঠিকাদারকে বরখাস্ত করেছেন এবং কোটি কোটি ডলারের পরিষেবা বন্ধ করে দিয়েছেন, যার ওপর বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ নির্ভরশীল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফেব্রুয়ারিতে সমস্ত জীবন রক্ষাকারী সহায়তা এবং এ ধরনের সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় যুক্তিসঙ্গত প্রশাসনিক খরচ মওকুফ করেছিলেন।

ওয়াশিংটন টাইমস জানায়, এ মাসের শুরুতে ইউএসএআইডি ভেঙে দেওয়ার তত্ত্বাবধানকারী ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা রোহিঙ্গাদের জন্য পর্যায়ক্রমে সাহায্য বন্ধের প্রস্তাব করেছিলেন।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশের শরণার্থী শিবিরে বসবাসকারী রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা হ্রাস করার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে।

কক্সবাজার উপকূলের বিভিন্ন শিবিরের বাসিন্দারা এখন জনপ্রতি মাসিক ১২ ডলার করে খাদ্য বরাদ্দ পাবেন, যা আগের ১২ দশমিক ৫০ ডলার থেকে কম।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘ডব্লিউএফপি একটি চিঠিতে এই সিদ্ধান্তের কথা আমাদের জানিয়েছে, যা ১ এপ্রিল থেকে কার্যকর হবে।’

তিনি আরও বলেন, ভাসানচরে বসবাসকারী রোহিঙ্গারা জনপ্রতি ১৩ ডলার করে পাবে, যা কক্সবাজারের তুলনায় এক ডলার বেশি।

বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমানোর পরিকল্পনা ডব্লিউএফপি পূর্বে জানানোর পর এ পরিবর্তন এসেছে।

গত ৫ মার্চ বাংলাদেশের শরণার্থী কমিশন ডব্লিউএফপি থেকে একটি চিঠি পায়, যেখানে বলা হয়, তহবিল সংকটের কারণে এপ্রিল থেকে রোহিঙ্গাদের জন্য মাসিক খাদ্য বরাদ্দ জনপ্রতি ১২ দশমিক ৫০ ডলার থেকে কমিয়ে ৬ ডলার করা হবে।

চিঠিতে শরণার্থীদের জন্য পর্যাপ্ত খাদ্য ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

গত ১৪ মার্চ জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।

তার সফরের সময় তাকে ছয় ডলারে রোহিঙ্গারা কী খাবার পাবে তার বিস্তারিত বিবরণ উপস্থাপন করা হয়েছিল। সে সময় অপর্যাপ্ত পরিমাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল।

আরও পড়ুন:
ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর
ঋণের সুদহার কমাতে ইতিবাচক সাড়া চীনের, পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতার আশ্বাস
২৫ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ
রোহিঙ্গাবাহী নৌকাডুবি: উদ্ধার ২৫, বিজিবি সদস্যসহ নিখোঁজ অনেকে
যুক্তরাষ্ট্র ভ্রমণে সতর্কতা যুক্তরাজ্য ও জার্মানির

মন্তব্য

জীবনযাপন
Trump officials added journalists to forget the chatgroup of war planning

যুদ্ধ পরিকল্পনার চ্যাট গ্রুপে ভুলে সাংবাদিককে যুক্ত করলেন ট্রাম্প কর্মকর্তারা

যুদ্ধ পরিকল্পনার চ্যাট গ্রুপে ভুলে সাংবাদিককে যুক্ত করলেন ট্রাম্প কর্মকর্তারা
হামলা পরিকল্পনা নিয়ে বাণিজ্যিক চ্যাটঅ্যাপ সিগনালে কথা বলছিলেন তারা। তখন ভুল করে দেশটির একজন বিখ্যাত সাংবাদিককেও গ্রুপে যুক্ত করা হয়েছিল। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এমন খবর দিয়েছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর হামলার ঘটনায় গোপনীয় সামরিক পরিকল্পনা নিয়ে আলাপকালে গুরুতর নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার কয়েকজন জ্যেষ্ঠ সদস্য। যাদের মধ্যে ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও জাতীয় গোয়েন্দা পরিচারক তুলসি গ্যাবার্ড রয়েছেন।

হামলা পরিকল্পনা নিয়ে বাণিজ্যিক চ্যাটঅ্যাপ সিগনালে কথা বলছিলেন তারা। তখন ভুল করে দেশটির একজন বিখ্যাত সাংবাদিককেও গ্রুপে যুক্ত করা হয়েছিল। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এমন খবর দিয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির আইনপ্রণেতারা। তদন্তের আহ্বান জানিয়ে সিনেটে সংখ্যালঘু নেতা চাক শুমার বলেন, ‘বহু বছরের মধ্যে—আমি যতদূর জানি—এটা মার্কিন সামরিক গোয়েন্দা তথ্যের সবচেয়ে মারাত্মক লঙ্ঘনের একটি।’

স্পর্শকাতর তথ্য নিয়ে আলাপের জন্য সিগনাল ব্যবহারে মার্কিন সরকারের অনুমোদন নেই। সেদিনের এই আলোচনায় ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলার, চিফ অব স্টাফ সুসি ওয়াইলস ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিফ উইটকফও ছিলেন।

গেল সোমবার দ্য আটলান্টিক সাময়িকীতে এক লেখায় সম্পাদক জেফরি গোল্ডবার্গ এমন তথ্য প্রকাশ করেছেন। তিনি জানতে পারেন যে ‘হুতি পিসি স্মল গ্রুপ’ নামে সিগনাল আলাপে তাকে যুক্ত করা হয়েছে। ট্রাম্পের মন্ত্রিসভার ১৮ সদস্য এই গ্রুপচ্যাটে ছিলেন।

জেফরি গোল্ডবার্গ বলেন, সিআইয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও বর্তমান আভিযানিক বিস্তারিত তথ্যসহ স্পর্শকাতর উপকরণ প্রতিবেদনে নিজের বিবরণ থেকে বাদ দিয়েছেন তিনি।

জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রিয়ান হিউগেস এমন তথ্য নিশ্চিত করেছেন। আটলান্টিক সাময়িকীকে তিনি বলেন, ‘একটি বার্তা প্রবাহ থেকে এমনটি ঘটেছে। কীভাবে অসাবধানতাবশত নম্বরটি যুক্ত হয়েছে, তা আমরা পর্যালোচনা করে দেখছি।’

তবে এই ঘটনা সম্পর্কে জানতেন না বলে জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। আর আমি আটলান্টিক সাময়িকীর খুব একজন বড় ভক্ত না।’

পেট হেগসেথ বলেন, ‘কেউ যুদ্ধ পরিকল্পনা নিয়ে সেখানে বার্তা দেয়নি। এ বিষয়ে আমি এতটুকুই বলতে পারবো।’ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সফর শেষে সোমবার হাওয়াইতে অবতরণ করে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

জবাবে জেফরি গোল্ডবার্গ বলেন, ‘হেগসেথ সত্যিকথা বলেননি। তিনি মিথ্যা বলেছেন। হেগসেথ যুদ্ধ পরিকল্পনা নিয়ে কথা বলছিলেন।’

পরবর্তীতে হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্ডটসসহ জাতীয় নিরাপত্তা টিমের ওপর সর্বোচ্চ আত্মবিশ্বাস আছে ট্রাম্পের।

মন্তব্য

জীবনযাপন
Warning to travel to the United States is the United Kingdom and Germany

যুক্তরাষ্ট্র ভ্রমণে সতর্কতা যুক্তরাজ্য ও জার্মানির

যুক্তরাষ্ট্র ভ্রমণে সতর্কতা যুক্তরাজ্য ও জার্মানির যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: এএফপি
স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে সব নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি বিদেশি দর্শনার্থী আটক ও তাদের নির্বাসনের কারণে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য ও জার্মানি।

স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে সব নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে।

পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়, ‌‘যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ প্রবেশের নিয়ম কঠোরভাবে নির্ধারণ ও প্রয়োগ করে। আপনি যদি নিয়ম ভঙ্গ করেন, তাহলে গ্রেপ্তার বা আটক হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন।’

পররাষ্ট্র দপ্তর জানায়, যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর নাগরিকদের প্রবেশ, ভিসা ও অন্যান্য প্রবেশের শর্তাবলী মেনে চলতে বলেছে।

লন্ডন ও বার্লিন থেকে এএফপি শনিবার এ খবর জানায়।

এদিকে জার্মানি জানায়, যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তি দেশটিতে প্রবেশের কোনো নিশ্চয়তা দেয় না। এমন অন্তত তিনটি উদাহরণ রয়েছে বলে খবর পাওয়া গেছে। কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে প্রবেশ করতে পারবেন কি না, তা চূড়ান্তভাবে নির্ভর করবে দেশটির সীমান্ত কর্তৃপক্ষের ওপর।

চলতি মাসের শুরুতে জেসমনি মুনি নামে যুক্তরাষ্ট্রে কাজ করা একজন কানাডীয় অভিনেত্রী মেক্সিকোর সীমান্ত দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে তাকে আটক করে ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্টের সদস্যরা।

ওই অভিনেত্রীর মায়ের দাবি, আটকের ১২ দিন পর অত্যন্ত শোচনীয় অবস্থায় কানাডার ভ্যানকুভারের একটি ফ্লাইটে তাকে উঠিয়ে দেয়া হয়। এখানেই শেষ নয়, গত মাসে একজন ফরাসি বিজ্ঞানীর ফোনে ট্রাম্পবিরোধী খুদেবার্তা পাওয়ায় তাকেও যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়নি কর্তৃপক্ষ।

এ আটকের ঘটনা আন্তর্জাতিকভাবে মিত্র দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। কারণ ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে অভিবাসন কঠোরভাবে নিয়ন্ত্রণ করার প্রতিশ্রুতি দিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রশাসন বলেছে, দেশটিতে প্রবেশের নিয়মনীতি কঠোর হতে পারে। কোনো ব্যক্তি নিয়ম ভঙ্গ করলে আটক হতে পারেন।

আরও পড়ুন:
আমি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বন্দি: মাহমুদ খলিল
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প-পুতিন আলোচনা মঙ্গলবার
৪৩ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
ইউক্রেন সংঘাত নিষ্পত্তি চুক্তিতে রাজি হবে রাশিয়া, আশা ট্রাম্পের
‘কৌশলগত বিটকয়েন রিজার্ভ’ প্রতিষ্ঠার নির্বাহী আদেশে সই ট্রাম্পের

মন্তব্য

জীবনযাপন
I am a political prisoner in the United States Mahmood Khalil

আমি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বন্দি: মাহমুদ খলিল

আমি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বন্দি: মাহমুদ খলিল যুক্তরাষ্ট্রে আটক ফিলিস্তিনি যুবক মাহমুদ খলিল। ছবি: কাউন্টারপাঞ্চ
বিবৃতিতে খলিল বলেন, ‘আমি একজন রাজনৈতিক বন্দি। লুইজিয়ানার শীতের সকালে ঘুম ভাঙার পর আমার দীর্ঘ দিন কাটে এখানে আটক বহু মানুষদের দেখে, যারা আইনের সুরক্ষা থেকে বঞ্চিত।’

যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তাদের হাতে গ্রেপ্তার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ খলিল নিজেকে একজন রাজনৈতিক বন্দি হিসেবে দাবি করেছেন। এ সময় মার্কিন প্রশাসনের অভিবাসীদের এভাবে আটকে রাখার প্রক্রিয়াকে ইসরায়েলের বিচারবহির্ভূত আটক ব্যবস্থার সঙ্গে তুলনা করেছেন এই ফিলিস্তিনি যুবক।

স্থানীয় সময় মঙ্গলবার (১৮ মার্চ) যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার আটককেন্দ্র থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেছেন তিনি।

গ্রেপ্তার হওয়ার পর প্রকাশ্যে দেওয়া এটিই তার প্রথম কোনো বিবৃতি। গত শনিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বাসভবন থেকে খলিলকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) কর্মকর্তারা।

বিবৃতিতে খলিল বলেন, ‘আমি একজন রাজনৈতিক বন্দি। লুইজিয়ানার শীতের সকালে ঘুম ভাঙার পর আমার দীর্ঘ দিন কাটে এখানে আটক বহু মানুষদের দেখে, যারা আইনের সুরক্ষা থেকে বঞ্চিত।’

খলিল বর্তমানে লুইজিয়ানার জেনা শহরে একটি অভিবাসী আটককেন্দ্রে রয়েছেন। সেখানেই তিনি বিচারের মুখোমুখি হওয়ার অপেক্ষায় আছেন। তাকে এভাবে আটকে রাখার ঘটনাকে তিনি ইসরায়েলের কারাগারে বিনা বিচারের বছরের পর বছর ফিলিস্তিনিদের আটকে রেখে নির্যাতনের সঙ্গে তুলনা করেছেন।

আরও পড়ুন:
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প-পুতিন আলোচনা মঙ্গলবার
৪৩ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
ইউক্রেন সংঘাত নিষ্পত্তি চুক্তিতে রাজি হবে রাশিয়া, আশা ট্রাম্পের
‘কৌশলগত বিটকয়েন রিজার্ভ’ প্রতিষ্ঠার নির্বাহী আদেশে সই ট্রাম্পের
পাকিস্তান ও আফগানিস্তানের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

মন্তব্য

জীবনযাপন
Trump Putin discussion to stop the Ukraine war on Tuesday

ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প-পুতিন আলোচনা মঙ্গলবার

ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প-পুতিন আলোচনা মঙ্গলবার কুশল বিনিময় করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি
ট্রাম্প বলেন, ‘দেখি আমরা মঙ্গলবারের মধ্যেই কোনো ঘোষণা দিতে পারি কি না। এদিন আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলব।’

ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রক্রিয়া এগিয়ে নিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার তাদের মধ্যে এই আলোচনা হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে রবিবার সন্ধ্যায় ওয়াশিংটনের উদ্দেশে এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন তথ্য দিয়েছেন ট্রাম্প।

তিনি বলেন, ‘দেখি আমরা মঙ্গলবারের মধ্যেই কোনো ঘোষণা দিতে পারি কি না। এদিন আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলব।’

শিগগিরই সংঘাত বন্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘ইউক্রেনে যুদ্ধ বন্ধে এ সপ্তাহে বেশ অগ্রগতি হয়েছে। অনেক কাজ করা হয়েছে।’

বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে দুই নেতার কথোপকথন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিজের মতো ঢেলে সাজাচ্ছেন ট্রাম্প। পুতিনের সঙ্গে আলোচনা রিপাবলিকান প্রেসিডেন্টের সে পদক্ষেপকে সামনে এগিয়ে নিয়ে যাবে।

যদিও ট্রাম্প-পুতিনের সম্প্রীতি নিয়ে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদের উদ্বেগের শেষ নেই। শুরু থেকেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সমর্থন দিয়ে আসছিলেন তারা।

বছর তিনেক আগে অভিযানের শুরুতে ইউক্রেনকে পরাস্ত করতে রাশিয়ার প্রাথমিক লক্ষ্য ব্যর্থ হলেও প্রতিবেশী দেশটির বিশাল অংশের নিয়ন্ত্রণ নিতে পেরেছে মস্কো।

যুদ্ধ বন্ধের আলোচনায় এসব ভূমি ও বিদ্যুৎকেন্দ্রও থাকবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘এই সম্পদগুলো ভাগাভাগি হতে পারে।’

ইউরোপের এ যুদ্ধ বন্ধ নিয়ে বেশ ঘটনাবহুল কয়েকটি দিন পার হয়েছে। শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার অঙ্গীকার করেছিলেন ট্রাম্প। কিন্তু ৫৭তম দিনে এসে তিনি কেবল আশার কথা শোনাচ্ছেন।

নির্বাচনি প্রচারের সময় বেশ কয়েকবার ট্রাম্পকে এ ঘোষণা দিতে শোনা গেলেও রসিকতা করেই এমনটা বলেছিলেন বলে এখন দাবি করেন আমেরিকার প্রেসিডেন্ট।

স্থানীয় সময় শুক্রবার এক টেলিভিশন অনুষ্ঠানে ট্রাম্প জানান, তিনি রসিকতা করে এটা বলেছিলেন।

গত ১১ মার্চ সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের বৈঠকে ওয়াশিংটনের দেওয়া এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয় ইউক্রেন। একই প্রস্তাব রাশিয়াকেও দেওয়া হবে বলে বৈঠক শেষে জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জেদ্দার বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তার নানা দিক তুলে ধরতে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।

তিনি বলেন, ‘পুতিন যুদ্ধবিরতির প্রস্তাবকে সমর্থন করেছেন। তবে বেশ কিছু শর্তও জুড়ে দিয়েছেন। শান্তি প্রতিষ্ঠায় এসব জরুরি বলে মন্তব্য করেছেন পুতিন।’

আরও পড়ুন:
ভয়েস অব আমেরিকার কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ ট্রাম্পের
৪৩ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
ইউক্রেন সংঘাত নিষ্পত্তি চুক্তিতে রাজি হবে রাশিয়া, আশা ট্রাম্পের
এক মাসের যুদ্ধবিরতিতে রাজি হবেন পুতিন?
ট্রাম্পের গলফ রিসোর্টে হামলা

মন্তব্য

জীবনযাপন
Trumps step in trimming the Voice of American workers

ভয়েস অব আমেরিকার কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ ট্রাম্পের

ভয়েস অব আমেরিকার কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ ট্রাম্পের ভয়েস অব আমেরিকার লোগো। ফাইল ছবি
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়াকে (ইউএসএজিএম) ‌‘অপ্রয়োজনীয়’ ফেডারেল আমলাতন্ত্রের অংশ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

ভয়েস অব আমেরিকার (ভিওএ) পাশাপাশি রেডিও ফ্রি এশিয়া, রেডিও ফ্রি ইউরোপ এবং অন্যান্য গণমাধ্যমের শত শত কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এরই মধ্যে এ সংক্রান্ত একটি ইমেল করা হয়েছে এসব কর্মীদের। একই সঙ্গে তাদের প্রেস পাস এবং সরঞ্জাম জমা দিতে বলা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার এ তথ্য জানায় সিনহুয়া।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়াকে (ইউএসএজিএম) ‌‘অপ্রয়োজনীয়’ ফেডারেল আমলাতন্ত্রের অংশ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

ভয়েস অব আমেরিকার মূল সংস্থা ইউএসএজিএম। সংস্থাটিতে প্রায় সাড়ে ৩ হাজার কর্মী রয়েছে।

কংগ্রেসে পেশ করা সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সংস্থাটির জন্য ২০২৪ সালে ৮৮ কোটি ৬০ লাখ ডলার বরাদ্দ ছিল।

স্থানীয় গণমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়, রেডিও ফ্রি ইউরোপ ও রেডিও ফ্রি এশিয়াসহ বেসরকারিভাবে অন্তর্ভুক্ত আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যমের সব চুক্তি বাতিল করেছে সংস্থাটি।

ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিৎজ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তার অধীন ১ হাজার ৩০০ সাংবাদিক, প্রযোজক ও সহকারীকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

হোয়াইট হাউস বলেছে, এই কাটছাঁট নিশ্চিত করবে যে ‘করদাতারা আর উগ্রবাদী প্রচারণার শিকার হবেন না।’

প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, সিদ্ধান্তটি চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলে আশা করা হচ্ছে। কারণ কংগ্রেস প্রেসিডেন্টর হাতে নয়, কংগ্রেসের হাতে সাংবিধানিক ক্ষমতা রয়েছে।

আরও পড়ুন:
অবিলম্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান ট্রাম্পের
ট্রাম্পের নিন্দা সাবেক প্রতিরক্ষাপ্রধানদের
রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান চায়, ধারণা ট্রাম্পের
পুতিনের সঙ্গে বৈঠক হতে পারে শিগগিরই: ট্রাম্প
বাংলাদেশে সরকার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল না: ট্রাম্প

মন্তব্য

জীবনযাপন
The Trump administration plans for travel ban on citizens of the country

৪৩ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

৪৩ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়।

নতুন নিষেধাজ্ঞার আওতায় ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে বিধিনিষেধ আরোপ করার কথা ভাবছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন।

রিপাবলিকান এ প্রেসিডেন্টের আগের মেয়াদের চেয়ে নতুন এই নিষেধাজ্ঞার পরিধি বড় হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়।

কূটনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা এরই মধ্যে ‘লাল’, ‘কমলা’ ও ‘হলুদ’ ক্যাটাগরিতে খসড়া তালিকা তৈরি করেছে। এতে তিনটি ধাপে ৪৩টি দেশের নাম রয়েছে।

তালিকায় প্রথম ধাপের ১১টি দেশ হলো আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা ও ইয়েমেন। এসব দেশের নাগরিকদের পূর্ণাঙ্গ ভিসা বাতিল হতে পারে।

দ্বিতীয় ধাপের দেশগুলোর—বেলারুশ, ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান ও তুর্কমেনিস্তান—ওপর আংশিক ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। কিছু ব্যতিক্রম ছাড়া এসব দেশের পর্যটন ভিসা, শিক্ষার্থী ভিসা, অভিবাসন ভিসায় প্রভাব পড়তে পারে।

অর্থাৎ বিধিনিষেধ আরোপ হলেও এসব দেশের ভিসা পুরোপুরি বাতিল করা হবে না। এ ১০ দেশের ধনী ব্যবসায়ীরা ভ্রমণ করতে পারলেও ভ্রমণ কিংবা অভিবাসন ভিসায় সাধারণ নাগরিকরা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না।

শেষ গ্রুপে থাকা দেশগেুলোর সরকার নিরাপত্তা তথ্য সংক্রান্ত ঘাটতি মেটাতে পর্যাপ্ত ব্যবস্থা না নিলে এসব দেশের নাগরিকদের ভিসায় আংশিক নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করতে পারে ট্রাম্প প্রশাসন।

দেশগুলো হলো অ্যাঙ্গোলা, অ্যান্টিগা ও বার্বুডা, বেলারুশ, বেনিন, ভুটান, বুরকিনা ফাসো, কেপ ভার্দে, কম্বোডিয়া, ক্যামেরুন, শাদ, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডোমেনিকা, নিরক্ষীয় গিনি, গাম্বিয়া, লাইবেরিয়া, মালাউই, মৌরিতানিয়া, কঙ্গো, সেন্ট কিট্‌স ও নেভিস, সেন্ট লুসিয়া, সাঁউ তুমি ও প্রিন্সিপি, সিয়েরা লিওন, পূর্ব তিমুর, তুর্কমেনিস্তান, লাইবেরিয়া, মালি, জিম্বাবুয়ে ও ভানুয়াতু।

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, ‘কয়েক সপ্তাহ আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তালিকা তৈরি করেছেন। হোয়াইট হাউসে পৌঁছার আগে তালিকায় কিছুটা রদবদল হতে পারে এবং এখনও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ ট্রাম্প প্রশাসনের অনুমোদন মেলেনি।’

এখন খসড়া তালিকা পর্যালোচনা করছে বিভিন্ন দূতাবাস, আঞ্চলিক ব্যুরো, বিভিন্ন বিভাগ ও গোয়েন্দা সংস্থার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

ট্রাম্প তার প্রথম মেয়াদেও সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিলেন। তার ওই পদক্ষেপ অনেক আইনি লড়াই পেরিয়ে ২০১৮ সালে সুপ্রিম কোর্টের অনুমোদন পায়।

দ্বিতীয় মেয়াদের শুরুতেই চলতি বছরের ২০ জানুয়ারি এক নির্বাহী আদেশে ট্রাম্প জাতীয় নিরাপত্তা হুমকি শনাক্তে যুক্তরাষ্ট্রে প্রবেশ ইচ্ছুক সব বিদেশির ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই জোরদারের নির্দেশ দিয়েছিলেন।

ওই নির্দেশে ‘নিরাপত্তা যাচাই-বাছাই সংক্রান্ত পর্যাপ্ত তথ্য পাওয়া যাবে না’ এমন দেশগুলো শনাক্ত করে সেগুলোর মধ্যে কোনটির ওপর পূর্ণাঙ্গ, কোনটির ওপর আংশিক নিষেধাজ্ঞা দেওয়া যায়, তার তালিকা ২১ মার্চের মধ্যে জমা দিতে মন্ত্রিসভার একাধিক সদস্যকে বলাও হয়েছিল।

এ দফায় ক্ষমতায় আসার পর ট্রাম্প অভিবাসনবিরোধী একের পর এক কঠোর পদক্ষেপ নিয়ে যাচ্ছেন। ২০২৩ সালের অক্টোবরে দেওয়া এক বক্তৃতায় তিনি গাজা ভূখণ্ড, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন এবং ‘আমাদের নিরাপত্তার জন্য হুমকি যে কারও’ যুক্তরাষ্ট্রে প্রবেশ আটকে দেওয়ার অঙ্গীকার করেন।

আরও পড়ুন:
পাকিস্তান ও আফগানিস্তানের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প
রাশিয়ার বিরুদ্ধে সাইবার হামলা বন্ধ করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা পেল ইংরেজি
অবিলম্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান ট্রাম্পের
ট্রাম্পের নিন্দা সাবেক প্রতিরক্ষাপ্রধানদের

মন্তব্য

p
উপরে