দক্ষিণাঞ্চলজুড়ে যখন ঘূর্ণিঝড় 'সিত্রাং'-এর আতঙ্ক, বৃষ্টিস্নাত রাজধানীতে তখন বেড়েছে খিচুড়ির চাহিদা। দিনভর বৃষ্টি থাকায় রাজধানীর অভিজাত হোটেলগুলোতে খিচুড়ির বিক্রি কয়েক গুণ বেড়েছে।
খিচুড়ির জন্য বিখ্যাত এমন বেশ কিছু রেস্তোরাঁয় কথা বলে জানা গেছে, তারা ক্রেতার চাহিদা পূরণ করতে পারছে না। দিনভর এত বেশি অর্ডার আসছে যে পরিস্থিতি সামাল দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে।
এমনিতেও বাঙালি ভোজনপ্রিয়। বিশেষ করে খিচুড়ির প্রতি লোভ নেই এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। যদি দিনটি থাকে বর্ষণমুখর, তাহলে তো আর কথাই নেই। এমনই এক চিত্র দেখা যাচ্ছে রাজধানীর খিচুড়ির জন্য বিখ্যাত হোটেলগুলোতে।
আচারি খিচুড়ির জন্য বিখ্যাত রাজধানীর তোপখানা রোডে অবস্থিত ভোজ রেস্টুরেন্টে সোমবার বিকেলে কথা বলে জানা যায়, তাদের গরুর খিচুড়ি শেষ। যা আছে সব চিকেন খিচুড়ি।
রেস্টুরেন্টের ম্যানেজার আহমেদ উল্লাহ নিউজবাংলাকে বলেন, ‘আজ আমাদের বিক্রি অনেক বেড়েছে। সব বিফ খিচুড়ি শেষ হয়ে গেছে। এখন যা আছে তা সব চিকেন। বর্তমানে চিকেন খিচুড়ি আছে ৫০ প্যাকেটের মতো। চিকেন খিচুড়ির দাম প্রতি প্যাকেট ২৪০ টাকা। তবে বিফ খিচুড়ি নেই। বিফ খিচুড়ির দাম ২৬০ টাকা।’
গতকালের তুলনায় খিচুড়ি ১০০ প্যাকেটের মতো বেশি বিক্রি হয়েছে বলে জানান তিনি।
খিচুড়ির জন্য বিখ্যাত আরেকটি হোটেল মতিঝিল ঘরোয়া। ঘরোয়ার মহাখালী শাখায়ও বিক্রি গতকালের তুলনায় বেড়েছে দ্বিগুণের চেয়ে বেশি। হোটেলটির অফিশিয়াল নম্বরে যোগাযোগ করা হলে মোহাম্মদ জুলহাস নামে একজন বলেন, ‘আমাদের বিক্রি আগের দিনের চেয়ে বেড়েছে অনেক। গতকালের চেয়ে আজ ১০০ থেকে ২০০ প্যাকেট বেশি বিক্রি করেছি। এখনও কাস্টমার লাইন ধরে আছে। বিক্রি করে কুলাতে পারছি না। আজ খিচুড়ির প্রচুর চাহিদা। আমাদের বিফ খিচুড়ি ২২০ টাকা প্যাকেট আর চিকেন ২০০ টাকা প্যাকেট।’
অন্যান্য সময় যেমন চাহিদা থাকে, সোমবার এর চেয়ে অনেক বেশি চাহিদা বলে জানান তিনি। বিশেষ করে বিফ খিচুড়ির চাহিদা প্রচুর। বিফ খিচুড়ি দিতে দেরি হলে অনেকে চিকেন খিচুড়ি নিয়েও সন্তুষ্ট হয়ে চলে যাচ্ছেন বলে জানান জুলহাস।
বসুন্ধরার নানুস ফুড ফ্যাক্টরিরও খিচুড়ির অনেক সুনাম। হোটেলটিতে কর্মরত রহিম শেখ জানান, তিনি চুলা থেকে একচুলও নড়তে পারছেন না। এত বেশি অর্ডার আসছে যে দিতে দিতে দিশেহারা হয়ে যাচ্ছেন।
তিনি বলেন, ‘আমাদের বিফ খিচুড়ির এমনিতেই অনেক চাহিদা। তবে আজ যে পরিমাণ বেশি অর্ডার পড়ছে, তাতে সত্যিই বেসামাল হয়ে যাচ্ছি। আমাদের বিফ খিচুড়ির মূল্য প্রতি প্যাকেট ২৬০ টাকা। আজ অনেক বেশি বিক্রি বেড়ে গেছে।’
প্রতিদিনের তুলনায় কেমন বিক্রি বেড়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘এমনিতে যদি আমাদের দৈনিক ৫০ প্যাকেট বিক্রি হয়, আজ বিক্রি হচ্ছে ১০০ প্যাকেট।’
অনলাইনে বেড়েছে খিচুড়ির অর্ডার
রাজধানীজুড়ে দিনভর বৃষ্টি থাকার ফলে বেশির ভাগ মানুষই আজ ঘর বা অফিস থেকে বের হচ্ছেন না। ফলে অনলাইনে অর্ডারের ওপর বাড়তি চাপ পড়েছে।
ফুডপান্ডায় যোগাযোগ করা হলে একজন প্রতিনিধি জানান, সোমবার সব এলাকা থেকেই অনেক বেশি অর্ডার আসছে। বেশির ভাগ অর্ডার দেখা যাচ্ছে খিচুড়ির।
এমনিতেও সচরাচর দেখা যায় বৃষ্টি হলেই বেড়ে যায় খিচুড়ির চাহিদা। বৃষ্টির তেজ যত বেশি থাকে, খিচুড়ির চাহিদাও তত বেশি বেড়ে যায়।
আরও পড়ুন:আমাদের গরম লাগলেই আমরা ঠান্ডা কিছু খাওয়ার কথা ভাবি। যেন শরীরটা সতেজ থাকে। তাই গরমে পান করতে পারেন আইস আপেলের মজাদার শরবত। এনডিটিভি ফুডের আইস আপেলের মজাদার শরবতের রেসিপি তুলে ধরা হলো নিউজবাংলার পাঠকদের জন্য।
উপকরণ
১. ৪টি আইস আপেল (তালের শাঁস)
২. ২-৩ গ্লাস পানি
৩. লবণ ও চিনি স্বাদমতো
৪. ২ চা চামচ লেবুর রস
৫. বরফ কুচি
৬. পুদিনা পাতা
প্রস্তুত প্রণালি
প্রথমে কচি তালের শাঁসের খোসা ছাড়িয়ে টুকরো করে নিন। এরপর ব্লেন্ডারে টুকরো করে রাখা তালের শাঁস, পানি, লবণ, চিনি, লেবুর রস, পুদিনা পাতা ও বরফ কুচি দিয়ে ব্লেন্ড করে নিন। তারপর গ্লাসে ঢেলে মনমতো সাজিয়ে পরিবেশন করুন আইস আপেলের মজাদার শরবত।
আরও পড়ুন:বাজারে পাওয়া যাচ্ছে পাকা আম। আর পাকা আম দিয়ে খুব সহজেই তৈরি করা যায় মজাদার ম্যাঙ্গো স্যান্ডউইচ। এনডিটিভি ফুডের ম্যাঙ্গো স্যান্ডউইচের রেসিপি তুলে ধরা হলো নিউজবাংলার পাঠকদের জন্য।
উপকরণ
১. ৮-১০টি আমের স্লাইস
২. ১ বাটি ক্রিম/ দই
৩. ১ টেবিল চামচ চিনি
৪. ১ টেবিল চামচ আমের পিউরি
৫. হাফ চা চামচ এলাচ গুঁড়া
প্রস্তুত প্রণালি
একটি পাত্রে ক্রিম বা দই, এলাচের গুঁড়া, চিনি এবং আমের পিউরি নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এরপর পাউরুটি নিয়ে এর বাদামি সাইডগুলো কেটে আলাদা করে নিন। পাউরুটির স্লাইসে ঠান্ডা ক্রিমের মিশ্রণটি পরিমাণমতো ছড়িয়ে দিন। প্রতিটি পাউরুটির স্লাইসে ৪-৫টি আমের টুকরো দিন এবং এর ওপর আরেকটি পাউরুটি দিয়ে চেপে দিন। তারপর মনমতো সাজিয়ে পরিবেশন করুন।
আরও পড়ুন:বাজারে পাওয়া যাচ্ছে পাকা আম। আর পাকা আম দিয়ে খুব সহজেই তৈরি করা যায় মজাদার ম্যাঙ্গো সালসা। এনডিটিভি ফুডের ম্যাঙ্গো সালসার রেসিপি তুলে ধরা হলো নিউজবাংলার পাঠকদের জন্য।
উপকরণ
১. ১টি পাকা আম,
২. লাল পেঁয়াজ কুচি (পরিমাণমতো)
৩. ২টি কাঁচামরিচ কুচি
৪. ৪ টেবিল চামচ ধনেপাতা কুচি
৫. ১টি লেবুর রস
৬. কালো মরিচ (স্বাদমতো)
৭. ৪ টেবিল চামচ অলিভ অয়েল
৮. ১ টেবিল চামচ ডালিম
প্রস্তুত প্রণালি
একটি বাটিতে সব উপকরণ নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর মনমতো সাজিয়ে পরিবেশন করুন।
আরও পড়ুন:বাজারে পাওয়া যাচ্ছে পাকা আম। আর পাকা আম দিয়ে তৈরি করা যায় মজাদার লাচ্ছি। এই গরমে জাফরান, আমের মজাদার লাচ্ছি প্রশান্তি আনবে দেহ ও মনে। তাই গরমে পান করতে পারেন জাফরান, আমের মজাদার লাচ্ছি। এনডিটিভি ফুডের জাফরান, আমের মজাদার লাচ্ছির রেসিপি তুলে ধরা হলো নিউজবাংলার পাঠকদের জন্য।
উপকরণ
১. ১ কাপ আমের পাল্প
২. ২ কাপ দই
৩. ১ কাপ দুধ
৪. ১ টেবিল চামচ জাফরান পানিতে ভেজানো
৫. এক চিমটি এলাচ গুঁড়া
প্রস্তুত প্রণালি
সব উপকরণ একটি ব্লেন্ডারে দিয়ে মসৃণ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। তারপর লাচ্ছি ফ্রিজে রেখে ঠান্ডা করে গ্লাসে ঢেলে মনমতো সাজিয়ে পরিবেশন করুন।
আরও পড়ুন:আমাদের গরম লাগলেই আমরা ঠান্ডা কিছু খাওয়ার কথা ভাবি। যেন শরীরটা সতেজ থাকে। তাই গরমে পান করতে পারেন টেন্ডার কোকোনাটের মজাদার মিল্কশেক। এনডিটিভি ফুডের টেন্ডার কোকোনাটের মজাদার মিল্কশেকের রেসিপি তুলে ধরা হলো নিউজবাংলার পাঠকদের জন্য।
উপকরণ
১. ১ কাপ কচি নারকেলের পাল্প
২. হাফ কাপ কচি নারকেলের পানি
৩. ১ কাপ ঠান্ডা দুধ
৪. ১ চা চামচ চিনি
৫. বরফ কুচি (অপশনাল)
৬. ৬-৭ কাজুবাদাম বা বাদাম (অপশনাল)
৭. এক চিমটি এলাচ গুঁড়া (অপশনাল)
প্রস্তুত প্রণালি
সব উপকরণ একটি ব্লেন্ডারে দিয়ে মসৃণ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। তারপর গ্লাসে ঢেলে মনমতো সাজিয়ে পরিবেশন করুন।
আরও পড়ুন:আমাদের গরম লাগলেই আমরা ঠান্ডা কিছু খাওয়ার কথা ভাবি। যেন শরীরটা সতেজ থাকে। তাই গরমে পান করতে পারেন বিটরুটের মজাদার স্মুদি। শেফ সঞ্জিব কাপুরের বিটরুটের মজাদার স্মুদির রেসিপি তুলে ধরা হলো নিউজবাংলার পাঠকদের জন্য।
উপকরণ
১. ১ কাপ দই
২. ১টি আপেল (কুচি)
৩. ৩-৪ কাপ নারকেলের পানি
৪. ১টি বিটরুট (কুচি)
৫. এক চিমটি লবণ
৬. সামান্য চিনি
প্রস্তুত প্রণালি
সব উপকরণ একটি ব্লেন্ডারে দিয়ে মসৃণ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। তারপর স্মুদি ফ্রিজে রেখে ঠান্ডা করে গ্লাসে ঢেলে মনমতো সাজিয়ে পরিবেশন করুন।
আরও পড়ুন:বাজারে সবে উঠতে শুরু করেছে পাকা আম। আর আম দিয়ে তৈরি করা যায় মজাদার স্মুদি। এই গরমে আম-দইয়ের মজাদার স্মুদি প্রশান্তি আনবে দেহ ও মনে। তাই গরমে পান করতে পারেন আম-দইয়ের মজাদার স্মুদি। শেফ নিতিন মাথুরের আম-দইয়ের মজাদার স্মুদির রেসিপি তুলে ধরা হলো নিউজবাংলার পাঠকদের জন্য।
উপকরণ
১. ১টি পাকা আম (কুচি করা)
২. ১ কাপ দই
৩. ১ কাপ বরফ কুচি
৪. হাফ চা চামচ দারুচিনি গুঁড়া
৫. ১ চা চামচ লেবুর রস
৬. ১ চা চামচ কুমড়ার বীজ
প্রস্তুত প্রণালি
সব উপকরণ একটি ব্লেন্ডারে দিয়ে মসৃণ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। তারপর স্মুদি গ্লাসে ঢেলে মনমতো সাজিয়ে পরিবেশন করুন।
আরও পড়ুন:
মন্তব্য