মর্ত্য ছেড়ে বুধবার কৈলাসে ফিরতে যাত্রা করেছেন দেবী দুর্গা। পুরাণ অনুযায়ী, এবার দেবী মর্ত্যে এসেছেন গজে চেপে। এর অর্থ হলো সুখ ও সমৃদ্ধি বয়ে আনা। দেবী মর্ত্য ছেড়েছেন নৌকায় চড়ে। এর ফলে ধরণি হবে শস্যপূর্ণ, তবে থাকবে অতিবৃষ্টি বা বন্যা। বিভিন্ন জেলা থেকে নিউজবাংলার প্রতিবেদকদের পাঠানো দুর্গাবিদায়ের ছবি নিয়ে এই ফটোস্টোরি।
দেবী মাকে বিদায় জানাতে উৎসবে মেতে ওঠেন ভক্তরা। বিসর্জনের আগ পর্যন্ত তারা একে-অন্যকে সিঁদুরে রাঙান, ঢাক-ঢোলের তালে নাচ-গান করেন। ছবিটি বরিশাল মহানগরের রাধা গোবিন্দ নিবাসের। ছবি: নিউজবাংলা
ব্রাহ্মণবাড়িয়ায় মণ্ডপে দেখা গেছে দুর্গাবিদায়ের আগ মুহূর্তের এই সিঁদুর খেলার দৃশ্য। ভক্তরা জানান, সিঁদুরের লাল রঙ শক্তি ও ভালোবাসার প্রতীক। ছবিটি দক্ষিণ কালিবাড়ি পূজামণ্ডপ থেকে তোলা। ছবি: নিউজবাংলা
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে বিসর্জনের জন্য আনা হয়েছে দেবী দুর্গার এই প্রতিমা। পতেঙ্গার পাশাপাশি নেভাল-২, অভয়মিত্র ঘাট এবং কর্ণফুলী নদীর কালুরঘাট সেতু এলাকাতেও হয়েছে বিসর্জন। ছবি: নিউজবাংলা
দেবীর বিসর্জন হিন্দুদের ধর্মীয় উৎসব হলেও এই দৃশ্য দেখতে দর্শনার্থীরাও জড়ো হন। এই ছবি কক্সবাজারের লাবনী পয়েন্ট থেকে তোলা। বুধবার বিকেলে সেখানে বিসর্জন করতে ও দেখতে ভিড় জমায় লাখো লোক। ছবি: নিউজবাংলা
রাজশাহীতে পদ্মা নদীর চারটি ঘাটে হয়েছে প্রতিমা বিসর্জন। সবচেয়ে বেশি বিসর্জন করা হয় মুন্নুজান ঘাটে। এ বছর জেলায় সাড়ে ৪০০ মণ্ডপে দুর্গাপূজা হয়েছে। ছবি: নিউজবাংলা
দেবীর আরাধনা, সিঁদুর খেলা ও নাচ-গানের পর লালমনিরহাটে বিকেল ৪টায় শুরু হয় বিসর্জন। ছবি: নিউজবাংলা
মৌলভীবাজার জেলা পুজা উদযাপন পরিষদের সিদ্ধান্তে বিকেলে মনুনদের দক্ষিণ প্রান্তে পৌরশহরের পূজা মণ্ডপগুলোর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানানো হয়। ছবি: নিউজবাংলা
দেবীর বিসর্জনের এই দৃশ্য সুনামগঞ্জের সুরমা নদীর রিভার ভিউ এলাকার। বিকেল থেকে সেখানে শুরু হয় দুর্গোৎসবের সবশেষ কার্যক্রম। ছবি: নিউজবাংলা