20201002104319.jpg
20201003015625.jpg
আমার বাগান ও শীতের প্রথম সূর্য

আমার বাগান ও শীতের প্রথম সূর্য

বন্ধুরা, আমি গ্রামে থাকি।

গ্রামেই আমার জন্ম।

অন্য রকম এক ভালো লাগা এই গ্রামকে ঘিরে।

তোমাদেরও বলি, সুযোগ পেলে গ্রামে এসো।

ঋতু বদলে শীতের ঘন্টা পড়েছে।

এই সময়ে গ্রামটা অন্যরকম হয়।

আমি রোজ সকালে ওঠে এই অন্যরকম গ্রাম দেখি।

দেখে দেখে তোমাদের জন্য আমার বাগান ও গ্রামের ছবি এঁকে ফেললাম।

দেখো তো, আমার গ্রাম তোমাদের পছন্দ হয় কি না!

মানহা হোসাইন আরাবী নার্সারিতে পড়ে বর্ণমালা শিশু শিক্ষালয়ে। সে থাকে খুলনায়।

শেয়ার করুন