20201002104319.jpg
20201003015625.jpg
পুজো মানে আনন্দ, পুজো মানে উল্লাস

ছবিটি এঁকেছে কল্লোল চক্রবর্ত্তী কাব্য। সে থাকে সিলেটে। চতুর্থ শ্রেণিতে পড়ে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে

পুজো মানে আনন্দ, পুজো মানে উল্লাস

ছোট্ট বন্ধুরা, আজ থেকে শুরু হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজো।

এই পুজো নিয়ে তোমাদের কত পরিকল্পনা।

কত কী করছো পুজোয়।

তোমরাও চাইলে পুজোর গল্প, পুজোর ছবি পাঠাতে পারো আমাদের।

আমরা তা প্রকাশ করবো কিডজোনে।

সঙ্গে তোমার নাম, বয়স, শ্রেণি ও স্কুলের নাম লিখে দিও।

আমাদের কাছে লেখা পাঠানোর ঠিকানা- [email protected]

শেয়ার করুন