একমাত্র মেয়ে মেক্কাহ সালাহর জন্মদিন উদযাপনে ডিজনির বিখ্যাত সুপারহিরো 'মিস্টার ইনক্রেডিবল' সেজেছিলেন সালাহ।
লিভারপুলের ফরোয়ার্ড মোহাম্মেদ সালাহ গোল করার দক্ষতার কারণে ভক্তদের কাছে পেয়েছেন সুপারহিরোর মর্যাদা। এবার এই মিশরীয় তারকা নিজেই সাজলেন সুপারহিরো।
একমাত্র মেয়ে মেক্কাহ সালাহর জন্মদিন উদযাপনে ডিজনি-পিক্সারের বিখ্যাত সুপারহিরো 'মিস্টার ইনক্রেডিবল' সেজেছিলেন সালাহ।
মেয়েকেও সাজিয়েছিলেন একই অ্যানিমেশন সিনেমার চরিত্রের পোশাকে। জন্মদিনের পার্টির ছবি নিজের সোশ্যাল মিডিয়াল অ্যাকাউন্টে পোস্ট করেছেন সালাহ।
শনিবারই প্রিয় এই সুপারহিরোকে মাঠে দেখতে পারবেন ভক্তরা। বিকেল সাড়ে পাঁচটায় মার্সি সাইড ডার্বিতে এভারটনের মুখোমুখি হচ্ছে সালাহর ক্লাব লিভারপুল।
Happy birthday to my princess! 🥳🥳🤩🎉#IncredibleFather pic.twitter.com/axfIdQ9pl1
— Mohamed Salah (@MoSalah) October 15, 2020
মন্তব্য