যুক্তরাষ্ট্রে মঙ্গলবার অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের দুই দিন আগে স্থানীয় সময় রোববার নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের যৌথ জরিপের ফল প্রকাশ করা হয়েছে।
এ জরিপ অনুযায়ী, যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিতি পাওয়া দেশটির দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে নির্বাচনি উত্তাপের মধ্যে প্রকাশিত এ জরিপের ফলে দেখা যায়, নেভাডা, নর্থ ক্যারোলিনা ও উইসকনসিন অঙ্গরাজ্যে সামান্য ব্যবধানে এগিয়ে ছিলেন কমলা হ্যারিস। অন্যদিকে ট্রাম্প এগিয়ে ছিলেন অ্যারিজোনাতে।
দুই প্রেসিডেন্ট প্রার্থী মিশিগান, জর্জিয়া ও পেনসিলভেনিয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে ছিলেন বলে জরিপের ফলে উঠে এসেছে।
গত ২৪ অক্টোবর থেকে ২ নভেম্বর নাগাদ সাত অঙ্গরাজ্যের সাত হাজার ৮৭৯ জন ভোটারের ওপর জরিপ চালায় নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৪০ শতাংশ যুক্তরাষ্ট্রের নির্বাচনে আগাম ভোট দিয়েছেন। এ ৪০ শতাংশ ভোটারের মধ্যে ট্রাম্পের চেয়ে ৮ শতাংশ ভোট বেশি পান কমলা।
অন্যদিকে সম্ভাব্য ভোটারদের মধ্যে এগিয়ে ছিলেন ট্রাম্প।
পেনসিলভেনিয়ায় সমান সমান সমর্থন পাওয়ার অর্থ হলো ওই অঙ্গরাজ্যে ট্রাম্পের সমর্থক বেড়েছে। অঙ্গরাজ্যটিতে নিউ ইয়র্ক টাইমসের আগের সব জরিপে চার শতাংশ ব্যবধানে এগিয়ে ছিলেন কমলা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডনাল্ড ট্রাম্প তার অনুগত কাশ প্যাটেলকে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তথা এফবিআইয়ের পরবর্তী পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি শনিবার বলেন, এ পদক্ষেপের অর্থ সংস্থার বর্তমান নেতাকে প্রতিস্থাপন করা হবে।
ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।
কট্টরপন্থি রিপাবলিকানরা বছরের পর বছর ধরে অভিযোগ করে আসছে যে, পক্ষপাতদুষ্ট সরকারি আমলাদের একটি কথিত ‘ষড়যন্ত্র’ পর্দার আড়াল থেকে ট্রাম্পকে দমিয়ে রাখতে কাজ করেছে।
এফবিআইয়ের বর্তমান পরিচালক ক্রিস্টোফার ওয়ে ২০১৭ সালে ১০ বছরের মেয়াদে নিযুক্ত হন, যার অর্থ তাকে হয় পদত্যাগ করতে হবে বা বরখাস্ত করা হবে।
ট্রাম্প তার পোস্টে লিখেন, “কাশ একজন উজ্জ্বল আইনজীবী, তদন্তকারী এবং ‘আমেরিকা ফার্স্ট’ যোদ্ধা, যিনি তার কর্মজীবন দুর্নীতির প্রকাশ, ন্যায়বিচার রক্ষা এবং আমেরিকান জনগণকে রক্ষা করার জন্য ব্যয় করেছেন।”
ট্রাম্প আরও বলেন, ‘কাশ আমার প্রথম মেয়াদে একটি অবিশ্বাস্য কাজ করেছে।’
আরও পড়ুন:যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
নির্বাচনি প্রচারণাকালে কয়েক দফা হামলা এবং তার প্রশাসনের নিয়োগপ্রাপ্তদের ওপর বোমা হামলার হুমকির পর পুতিন ট্রাম্পকে নিয়ে বেশ চিন্তিত বলে জানিয়েছে তার এক নিরাপত্তা উপদেষ্টা।
স্কাই ও ফক্স নিউজের এক প্রতিবেদনে শুক্রবার এসব তথ্য জানানো হয়।
এদিকে পুতিন নবনির্বাচিত আমেরিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে একজন অভিজ্ঞ ও বুদ্ধিমান রাজনীতিক হিসেবে উল্লেখ করেন।
কাজাখস্তানে গতকাল একটি শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুতিন এমন মন্তব্য করেন।
স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, গত জুলাইয়ে নির্বাচনি প্রচারকালে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ট্রাম্প আহত হন। আরেকবার ফ্লোরিডায় ট্রাম্পের গলফ কোর্স থেকে হত্যা প্রচেষ্টার অভিযোগে অপর এক বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়।
পুতিন বলেন, ‘ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনি লড়াইয়ে সম্পূর্ণ বর্বরোচিত এবং অসভ্য আচরণ করা হয়েছিল। আমার মতে তিনি এখনও নিরাপদ নন। দুর্ভাগ্যবশত, যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিভিন্ন ঘটনা ঘটেছে।’
পুতিন আরও বলেন, ‘আমি মনে করি ট্রাম্প বুদ্ধিমান এবং আশা করি তিনি সাবধানে থাকবেন এবং বিষয়গুলো বুঝতে পারবেন।’
আরও পড়ুন:রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বসার ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী হওয়ার পর ট্রাম্প বরাবরই বলে আসছেন, তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন।
দুই দেশের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রচুর অর্থ ব্যয়ের কঠোর সমালোচনা করেন ট্রাম্প। তিনি এ জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের ভূমিকারও সমালোচনা করেন।
ট্রাম্প বলেন, ‘আমি বিশ্বকে শান্তিতে রাখতে চাই। যুদ্ধ চাই না; শান্তি চাই।’
নির্বাচনি প্রচারকালে ট্রাম্প একাধিকবার বলেছেন যে, নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন।
এদিকে রাশিয়ার সাবেক ও বর্তমান পাঁচ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে স্কাই নিউজসহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধ বন্ধে শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বসতে চান রুশ প্রেসিডেন্ট পুতিন।
এসব শর্তের মধ্যে রয়েছে রাশিয়ার দখলে নেয়া ইউক্রেনের ভূখণ্ডগুলো ছাড় না দেয়া এবং কিয়েভকে ন্যাটোতে যোগদান থেকে বিরত রাখা।
ওই কর্মকর্তারা জানান, ট্রাম্পের মধ্যস্থতায় কোনো চুক্তি হলে ইউক্রেনে চলমান সম্মুখসারির যুদ্ধ বন্ধে রাজি হতে পারেন পুতিন।
ইউক্রেনের কাছ থেকে দখলে নেয়া চারটি অঞ্চলকে নিজেদের দাবি করছে রাশিয়া। ওইসব অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতেও রাজি ক্রেমলিন।
আরও পড়ুন:বিতর্কের মুখে ম্যাটগেটজ সরে যাওয়ার পর পাম বন্ডিকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটন পোস্ট শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এর আগে বৃহস্পতিবার ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নেয়ার কথা জানান ট্রাম্প।
বন্ডি ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশের তৃতীয় সর্বাধিক জনবহুল অঙ্গরাজ্যটির শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেলের পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন ম্যাটগেটজ। সিনেটে নিজ দলের বিরোধিতার মুখে তিনি এ সিদ্ধান্ত নেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বার্তায় ম্যাট জানান, ট্রাম্প প্রশাসনে ‘বিভ্রান্তি’ এড়াতে চান তিনি।
‘আমেরিকা ফার্স্ট’ পলিসি ইনস্টিটিউটের নেতৃত্বে সাহায্য করেন পাম বন্ডি। আসন্ন ট্রাম্প প্রশাসনের জন্য নীতি প্রণয়নেও সহায়তা করেন তিনি।
সংশ্লিষ্টরা বলছেন, গেটজের তুলনায় সিনেটরদের কাছ থেকে বন্ডি সম্ভবত কম বিরোধিতার মুখোমুখি হবেন।
আরও পড়ুন:ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাবের ওপর ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র।
এর ফলে যুক্তরাষ্ট্রের কারণে আবারও আটকে গেল যুদ্ধবিরতি চুক্তি।
ওয়াশিংটন জানিয়েছে, এখনই যুদ্ধবিরতি প্রস্তাব পাস হলে স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা উৎসাহিত হবে। ফলে জিম্মি উদ্ধার অনেকটা কঠিন হয়ে পড়বে।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত রবার্ট উড বলেন, ‘এই যুদ্ধবিরতি প্রস্তাব হামাসের জন্য ভয়ংকর বার্তা বয়ে আনবে। কারণ জিম্মি উদ্ধারে আলোচনার টেবিলে বসে সমঝোতা না করলে জিম্মিদের মুক্তিলাভ কখনও সম্ভব হবে না।’
এ ভোটে নিরাপত্তা পরিষদের অন্য সদস্যদের তীব্র সমালোচনা করে যুক্তরাষ্ট্র বলেছে, প্রস্তাবটি নিয়ে সমঝোতার প্রচেষ্টাকে নস্যাৎ করা হয়েছে।
নিরাপত্তা পরিষদের সদস্য ১৫টি রাষ্ট্রের মধ্যে ১০টির পক্ষ থেকে এ প্রস্তাব উত্থাপন করা হয়।
এতে গাজায় অবিলম্বে, নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। একই সঙ্গে জিম্মিদের মুক্তি দাবি করা হয়, তবে একমাত্র স্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র ভেটো ক্ষমতা প্রয়োগের মাধ্যমে প্রস্তাবটি আটকে দেয়।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় ইসরায়েলি বন্দিদের কথা ভুলে গেছে, কিন্তু আমরা তা হতে দিতে পারি না। আমরা জিম্মিদের ভুলে যেতে পারি না।’
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধারা ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ১ হাজার ২০৬ জনকে হত্যা এবং ২৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে।
এর জবাবে ইসরায়েল গাজায় প্রায় ১৪ মাস ধরে সামরিক অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৪৪ হাজার বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
সম্প্রতি ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় প্রায় ১৭ হাজার শিশু মারা গেছে।
আরও পড়ুন:হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে ক্যারোলিন লেভিটকে নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডনাল্ড ট্রাম্প।
ক্যারোলিন হতে যাচ্ছেন হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ (২৭) প্রেস সেক্রেটারি।
এর আগে প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি সহকারী প্রেস সেক্রেটারি ছিলেন।
ক্যারোলিন ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনি প্রচার দলের মুখপাত্র ছিলেন।
এএফপি শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
স্থানীয় সময় শুক্রবার ক্যারোলিনকে প্রেস সেক্রেটারি পদে নিয়োগ দিয়ে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘ক্যারোলিন দক্ষ ও দৃঢ়চেতা একজন নারী। যোগাযোগের ক্ষেত্রে নিজের পারদর্শিতা তিনি দুর্দান্তভাবে প্রমাণ করেছেন। ‘আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে, তিনি ভালোভাবে দায়িত্ব পালন করবেন ও আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন।’
চলতি বছরের জানুয়ারিতেও ক্যারোলিন ট্রাম্পের প্রচারাভিযানে যোগ দেন।
তার আগে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারির রেকর্ডধারী ছিলেন রন জিগলার। তিনি ১৯৬৯ সালে ২৯ বছর বয়সে এই পদে নিয়োগ পেয়েছিলেন।
ক্যারোলিন কারিন জ্যঁ-পিয়েরের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০২২ সালের ১৩ মে দায়িত্ব নিয়েছিলেন কারিন।
আরও পড়ুন:সিরিয়ায় ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর ৯টি স্থাপনা লক্ষ্য করে সোমবার ব্যাপক বিমান হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ কথা জানায়।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, সিরিয়ায় অবস্থানরত তাদের বাহিনীর ওপর ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে।
তাদের দাবি, ২৪ ঘণ্টায় সিরিয়ার দুটি স্থানের ৯টি স্থাপনায় হামলা করেছে সেন্টকম।
ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।
সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, ইরাক ও সিরিয়ায় জঙ্গি সংগঠন আইএসকে নিশ্চিহ্ন করার অভিযানে অংশ নেয়া যুক্তরাষ্ট্র ও যৌথ বাহিনীর ওপর ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ হামলা কিংবা হামলার পরিকল্পনার সক্ষমতা কমিয়ে দিতেই এসব বিমান হামলা চালানো হয়েছে।
এএফপির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র মাঝে মাঝে ইরাক ও সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিতে হামলা চালায়।
গত ফেব্রুয়ারিতে ইরাক ও সিরিয়ায় ৮৫টি স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।
আমেরিকান সেনাদের ওপর হামলার জবাবে ওই হামলা চালানো হয়েছিল।
বর্তমানে সিরিয়ায় ৯০০ ও ইরাকে ২ হাজার ৫০০ আমেরিকান সেনা অবস্থান করছেন।
আরও পড়ুন:
মন্তব্য