× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

আন্তর্জাতিক
34 killed and over 100 injured in explosion near mosque in Pakistan
google_news print-icon

পাকিস্তানে মসজিদের কাছে বিস্ফোরণে নিহত ৫২

পাকিস্তানে-মসজিদের-কাছে-বিস্ফোরণে-নিহত-৫২
পাকিস্তানের বেলুচিস্তানের মাস্তুং জেলায় শুক্রবার বোমা হামলার পর অ্যাম্বুলেন্সের পাশে স্থানীয়রা। ছবি: ডন
মাস্তুং জেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল রাজ্জাক শাহি ডনকে অর্ধশতাধিক মানুষের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পাকিস্তানের বেলুচিস্তানের মাস্তুং জেলায় শুক্রবার মসজিদের কাছে জশনে জুলুসে সমবেত হওয়া লোকজনের ওপর আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ৫২ জন নিহত ও ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে জানানো হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা হামলাকে আত্মঘাতী বিস্ফোরণ বলে মনে করছেন।

মাস্তুং জেলা স্বাস্থ্য কর্মকর্তা (ডিএইচও) আবদুল রাজ্জাক শাহি ডনকে অর্ধশতাধিক মানুষের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেন।

জেলা শহরের স্টেশন হাউস অফিসার (এসএইচও) মোহাম্মদ জাভেদ লেহরি জানান, প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও আছেন।

এর আগে শহিদ নওয়াব গউস বকশ রাইসানি মেমোরিয়াল হসপিটালের প্রধান নির্বাহী ডা. সাইদ মিরওয়ানি ডনকে জানিয়েছিলেন, বিস্ফোরণে ৩৪ জন নিহত ও ১৩০ জনের বেশি মানুষ আহত হন।

তিনি পরবর্তী সময়ে জানান, তার পরিচালনাধীন হাসপাতালে ২৮টি মরদেহ আনা হয়েছে। অন্যদিকে ২২টি মরদেহ নেয়া হয় মাস্তুং জেলা হাসপাতালে।

মিরওয়ানি আরও জানান, শহিদ নওয়াব গউস বকশ রাইসানি হাসপাতালে অনেককে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত ২০ জনের বেশি মানুষকে কুয়েটায় পাঠানো হয়েছে।

এর আগে মাস্তুংয়ের সহকারী কমিশনার (এসি) আত্তাহুল মুনিম জানান, বিস্ফোরণে ১৫ জন নিহত ও ৫০ জনের বেশি মানুষ আহত হন।

তিনি জানান, আলফালাহ সড়কের মদিনা মসজিদের কাছে জশনে জুলুসের জন্য জড়ো হতে থাকা লোকজনের ওপর বিস্ফোরণ হয়।

আরও পড়ুন:
কৃষি গবেষণায় সহযোগিতা করতে পারে ঢাকা-ইসলামাবাদ: পাকিস্তানের রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী
হারের পর যা বললেন সাকিব
হার দিয়ে সুপার ফোর শুরু টাইগারদের
পাকিস্তানের বোলিং তোপে বাংলাদেশের সংগ্রহ ১৯৩
সাইফার মামলায় ১৪ দিনের রিমান্ডে ইমরান খান

মন্তব্য

আরও পড়ুন

আন্তর্জাতিক
Amir was rescued after 24 hours trapped in the flood
ঘূর্ণিঝড় মিগজাউম

জলাবদ্ধতায় আটকে আমির, ২৪ ঘণ্টা পর উদ্ধার

জলাবদ্ধতায় আটকে আমির, ২৪ ঘণ্টা পর উদ্ধার নৌকায় করে উদ্ধারকালে আমির খান ও বিশাল বিষ্ণু। ছবি: বিশালের এক্স হ্যান্ডেল
মায়ের সঙ্গে দেখা করতে চেন্নাইয়ে গিয়ে জলাবদ্ধতায় আটকে পড়েন আমির। এ ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর নৌকায় করে উদ্ধার করা হয় এ অভিনেতাকে। এ সময় তার সঙ্গে ছিলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা বিশাল বিষ্ণু।

ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে ভারতের চেন্নাইসহ তামিলনাড়ুর ৭ জেলা। একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে চেন্নাইয়ের বহু এলাকা। ফলে কার্যত পানিবন্দী হয়ে পড়েছে সেখানকার লাখ লাখ মানুষ। শহরের একপ্রান্ত থেকে অপর প্রান্তে যেতে নৌকার বিকল্প নেই। এমন অবস্থায় চেন্নাইয়ে গিয়ে ফেঁসে গিয়েছেন বলিউড অভিনেতা আমির খান।

একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, মায়ের সঙ্গে দেখা করতে চেন্নাইয়ে গিয়ে জলাবদ্ধতায় আটকে পড়েন আমির। এ ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর নৌকায় করে উদ্ধার করা হয় এ অভিনেতাকে। এ সময় তার সঙ্গে ছিলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা বিশাল বিষ্ণু।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে বেশকিছু ছবি পোস্ট করেছেন বিশাল। ওই ছবিগুলোতে আমিরকেও দেখা যাচ্ছে। ছবিগুলো দেখা যাচ্ছে, উদ্ধারকারী দল গিয়ে তাদের উদ্ধার করেছেন। সেখানে আর পাঁচজন সাধারণ নাগরিকের মতোই উদ্ধারকারী দলের নৌকায় দেখা যাচ্ছে আমির খানকে, আরও দেখা যাচ্ছে ভারতের ব্যাডমিন্টন প্লেয়ার জ্বালা গুপ্তাকে।

জলাবদ্ধতায় আটকে আমির, ২৪ ঘণ্টা পর উদ্ধার

উদ্ধার হওয়ার পর তামিলনাড়ু সরকার ও উদ্ধারকারী দলকে ধন্যবাদ জানাতে ভোলেননি অভিনেতা বিশাল বিষ্ণু। ওই পোস্টে তিনি লিখেছেন, কারাপাক্কামে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যেই ৩টি নৌকা কাজ করছে।

বিশালের এক্স পোস্ট থেকে জানা যায়, তিনি তামিলনাড়ুর কারাপাক্কামের বাসিন্দা। সেখানে বন্যার কারণে, তার বাড়িতে জল ঢুকে যায়। সেখান থেকেই একটু এক্স বার্তায় সাহায্য চেয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, সেখানে বিদ্যুৎ নেই, ওয়াইফাই নেই, ফোন সিগন্যাল নেই, কিছুই নেই। শুধুমাত্র বারান্দার একটি নির্দিষ্ট পয়েন্টে তিনি নেটের কিছু সিগন্যাল পান।

এদিকে আমির খানকে সাধারণ নাগরিকের মতো নৌকায় ভাসতে দেখে তার প্রশংসায় পঞ্চমুখ তামিলনাড়ুর মন্ত্রী ড. টিআরবি রাজা। অভিনেতা বিশাল বিষ্ণুর এক্স পোস্টের উত্তরে তিনি লিখেছেন, ‘আপনার পাশের মানুষটি ধন্যবাদ পাওয়ার যোগ্য। উনি সমাজের উঁচু শ্রেণির মানুষ হয়েও উদ্ধারের জন্য আলাদা করে ব্যবস্থা চাননি। আর পাঁচজনের সঙ্গেই নৌকায় ভেসে এসেছেন।’

বিশাল বিষ্ণুর ওই পোস্টের পরই দ্রুত তার কাছে সাহায্য পৌঁছে যায়। সেখানে তাঁদের উদ্ধার করতে পৌঁছায় উদ্ধারকারী দল।

উল্লেখ্য, আমির খানের মা চেন্নাইয়ে থাকেন। তিনি বহুদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ।

আরও পড়ুন:
মিগজাউমের প্রভাব বাংলাদেশে পড়বে না: দুর্যোগ প্রতিমন্ত্রী
ঘূর্ণিঝড় ‘মিগজাউম’: ভারি বৃষ্টিতে চেন্নাইয়ে পাঁচজনের মৃত্যু
উত্তরপশ্চিমে সরেছে মিগজাউম, বন্দরে ২ নম্বর সংকেত

মন্তব্য

আন্তর্জাতিক
Cyclone Migjaum Five dead in Chennai due to heavy rains

ঘূর্ণিঝড় ‘মিগজাউম’: ভারি বৃষ্টিতে চেন্নাইয়ে পাঁচজনের মৃত্যু

ঘূর্ণিঝড় ‘মিগজাউম’: ভারি বৃষ্টিতে চেন্নাইয়ে পাঁচজনের মৃত্যু ভারতের একটি উপকূলে আছড়ে পড়ছে ঢেউ। ছবি: এএনআই
ঘূর্ণিঝড়ের কারণে অন্ধ্র প্রদেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলে এক থেকে দেড় মিটার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে নিচু এলাকাগুলো। রাজ্যের বাপাটলা ও কৃষ্ণ জেলায় ঝড়ের প্রভাব পড়তে পারে সবচেয়ে বেশি।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ অল্প সময়ের মধ্যে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের বাপাাটলা অতিক্রম করতে পারে বলে মঙ্গলবার সকালে জানিয়েছে এনডিটিভি।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, মিগজাউমের প্রভাবে চেন্নাইয়ে ভারি বর্ষণ হয়েছে। বৃষ্টিজনিত কারণে তামিলনাড়ুর রাজধানীতে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ঘূর্ণিঝড়ের কারণে অন্ধ্র প্রদেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলে এক থেকে দেড় মিটার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে নিচু এলাকাগুলো। রাজ্যের বাপাটলা ও কৃষ্ণ জেলায় ঝড়ের প্রভাব পড়বে সবচেয়ে বেশি।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মিগজাউম প্রবল ঘূর্ণিঝড় হিসেবে উপকূল অতিক্রম করতে পারে। এতে বাতাসের একটানা গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

অন্ধ্র প্রদেশ সরকার এরই মধ্যে আটটি জেলায় সতর্কতা জারি করেছে। সেগুলো হলো তিরুপতি, নেল্লোর, প্রকাসম, বাপাটলা, কৃষ্ণ, ওয়েস্ট গোদাভরি, কনাসিমা ও কাকিনাড়া।

এদিকে পুদুচেরির উপকূলীয় এলাকাগুলোতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানে সন্ধ্যা ছয়টা নাগাদ মানুষের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

আরও পড়ুন:
উত্তরপশ্চিমে সরেছে মিগজাউম, বন্দরে ২ নম্বর সংকেত
ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ কোন বন্দর থেকে কত দূরে
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ এখন ঘূর্ণিঝড় ‘মিগজাউম’
বঙ্গোপসাগরের নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপ
নিম্নচাপ কেন্দ্রের কাছের এলাকায় সাগর উত্তাল

মন্তব্য

আন্তর্জাতিক
Assembly elections BJP leads in three states Congress in one
ভারত

বিধানসভা নির্বাচন: তিন রাজ্যে বিজেপি এগিয়ে, একটিতে কংগ্রেস

বিধানসভা নির্বাচন: তিন রাজ্যে বিজেপি এগিয়ে, একটিতে কংগ্রেস বিজেপির কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস। ছবি: পিটিআই
এই চার রাজ্যের পাশাপাশি গত মাসে মিজোরামেও বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ হয়েছিল। রাজ্যটিতে ভোট গণনার তারিখ একদিন পিছিয়ে সোমবার করেছে নির্বাচন কমিশন ।

ভারতের চারটি রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা ও ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনে নভেম্বরে ভোট গ্রহণের পর রোববার সকাল থেকে শুরু হয় ভোট গণনার পর্ব।

কলকাতার দৈনিক আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ভারতের তিন রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনে তিনটি রাজ্যেই জয় পেতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল, বিজেপি।

এ দিকে তেলেঙ্গানায় হার স্বীকার করে নিয়েছে বিআরএস। ১১৯টি আসনের মধ্যে ৬৫টি আসনে বড় ব্যবধানে এগিয়ে গিয়েছে কংগ্রেস।

চার রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে লড়াই হচ্ছে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস ও ক্ষমতাসীন দল বিজেপির মধ্যে। আর তেলেঙ্গানায় লড়াই কংগ্রেসের সঙ্গে ‘ভারত রাষ্ট্র সমিতি’র (বিআরএস)।

এই চার রাজ্যের পাশাপাশি গত মাসে মিজোরামেও বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ হয়েছিল। রাজ্যটিতে ভোট গণনার তারিখ এক দিন পিছিয়ে সোমবার করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন:
নির্বাচনি আচরণবিধি নিয়ে বিশিষ্টজনদের বক্তব্য মনগড়া: ইসি
সর্বোচ্চ মনোনয়নপত্র নৌকা লাঙ্গলের সর্বনিম্ন হারিকেনের
নির্বাচনে বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেবে ইসি
সাকিবের দুঃখপ্রকাশ
ওসিদের পর এবার সব ইউএনওকে বদলির নির্দেশ

মন্তব্য

আন্তর্জাতিক
Gunman attack on passenger bus in Pakistan kills 8

পাকিস্তানে যাত্রীবাহী বাসে বন্দুকধারীর হামলা, নিহত ৮

পাকিস্তানে যাত্রীবাহী বাসে বন্দুকধারীর হামলা, নিহত ৮ বাসটি কারাকোরাম হাইওয়ে দিয়ে যাতায়াত করছিল। ছবি: রয়টার্স
কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তানের চিলাস শহরের কাছে একটি বাসে বন্দুকধারীদের হামলায় আটজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানিয়েছেন জেলা ও আঞ্চলিক কর্মকর্তারা।

আঞ্চলিক সরকারের মুখপাত্র মুহাম্মদ আলী জোহরের বরাত দিয়ে রয়টার্সের রোববারের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের উত্তরাঞ্চলীয় একটি শহরে শনিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা বাসে হামলা চালায়।

গিলগিত-বালতিস্তান পুলিশের মুখপাত্র গোলাম আব্বাস ডিপিএ নিউজ এজেন্সিকে জানিয়েছেন, নিহতদের মধ্যে দুজন সেনাসদস্যও রয়েছেন।

আব্বাসের মতে, হামলায় আহতদের মধ্যে কিছু গুলিবিদ্ধও আছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বাসটি কারাকোরাম হাইওয়ে দিয়ে যাতায়াত করছিল, যা বিশ্বের সবচেয়ে উঁচু সড়কগুলোর একটি।

কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি।

আরও পড়ুন:
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রাবাসে হামলায় আহত ১৫
হামলায় বিধ্বস্ত গাজার ৬০ মসজিদ
সাংবাদিকের বাড়িতে হামলা, অস্ত্রসহ আটক ৪
গাজার প্রধান হাসপাতালে হামলা, মৃত্যুর প্রহর গুনছে ৩৯ শিশু
আগুন দেয়ার কথা স্বীকার করেছেন বিএনপি নেতারা: ডিবি প্রধান

মন্তব্য

আন্তর্জাতিক
Explosion kills 3 at Catholic gathering at Philippine university

ফিলিপাইনের বিশ্ববিদ্যালয়ে ক্যাথলিক সমাবেশে বিস্ফোরণ, নিহত ৩

ফিলিপাইনের বিশ্ববিদ্যালয়ে ক্যাথলিক সমাবেশে বিস্ফোরণ, নিহত ৩ ফিলিপাইনের মিন্দানাও স্টেট ইউনিভার্সিটিতে রোববার ক্যাথলিক সমাবেশে বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: রয়টার্স
ফিলিপাইনের সামরিক বাহিনী বলছে, তারা শনিবার মাগুইন্দানাও দেল সুর প্রদেশে একটি সামরিক অভিযান চালিয়ে ইসলামিক স্টেটপন্থী দল দাওলাহ ইসলামিয়া-ফিলিপাইনের সদস্যসহ ১১ জনকে হত্যা করেছে। এর প্রতিশোধ নিতেই ক্যাথলিক সমাবেশে হামলা চালানো হয়েছে বলে তাদের ধারণা।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন ও আহত হয়েছেন নয়জন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মারাউই শহরের মিন্দানাও স্টেট ইউনিভার্সিটিতে ক্যাথলিক খ্রিষ্টানদের সমাবেশ চলাকালে রোববার এ ঘটনা ঘটে।

আঞ্চলিক পুলিশ ডিরেক্টর, ব্রিগেডিয়ার জেনারেল অ্যালান নোবেলেজা জানান এ বিষয়ে তদন্ত চলছে। তিনি এ হামলার জন্য ইসলামিক স্টেটপন্থীদের (আইএস) দায়ী করেছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, মারাউই শহরটি ২০১৭ সালে ইসলামিক স্টেটপন্থী দল প্রায় পাঁচ মাস অবরুদ্ধ করে রাখে। এর পর মারাউই শহরকে মুক্ত করে ফিলিপাইন্স সেনাবাহিনী। পাঁচ মাসব্যাপী ওই লড়াইয়ে প্রাণ যায় এক হাজারেরও বেশি মানুষের। বাস্তুহারা হন প্রায় তিন লাখ।

ফিলিপাইনের সামরিক বাহিনী বলছে, তারা শনিবার মাগুইন্দানাও দেল সুর প্রদেশে একটি সামরিক অভিযান চালিয়ে ইসলামিক স্টেটপন্থী দল দাওলাহ ইসলামিয়া-ফিলিপাইনের সদস্যসহ ১১ জনকে হত্যা করেছে। এর প্রতিশোধ নিতেই ক্যাথলিক সমাবেশে হামলা চালানো হয়েছে বলে তাদের ধারণা।

লানাও দেল সুর প্রদেশের গভর্নর মামিনতাল আদিয়ং জুনিয়র শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন।

এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা কার্যক্রম স্থগিত রেখেছে।

আরও পড়ুন:
কদমতলীতে স্টিল মিলে বিস্ফোরণ, ৪ শ্রমিক দগ্ধ
পার্বতীপুরে তেলবাহী ট্যাংক লরিতে বিস্ফোরণ, নিহত ১
গুপ্তধন ভেবে বোতলসদৃশ বস্তুতে কোপ, বিস্ফোরণে কব্জি বিচ্ছিন্ন
সাভারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৭ 
ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১

মন্তব্য

আন্তর্জাতিক
Gahar Ali Khan is in charge of PTI on Imrans wish

‘ইমরানের ইচ্ছায়’ পিটিআইয়ের দায়িত্বে গহর আলী খান

‘ইমরানের ইচ্ছায়’ পিটিআইয়ের দায়িত্বে গহর আলী খান পিটিআইয়ের চেয়ারম্যান হিসেবে শপথগ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গহর আলী খান। ছবি: জিও নিউজ
পিটিআই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর পেশাওয়ারে এক ভাষণে গহর আলী খান বলেন, ‘ইমরান খানের প্রতিনিধি হিসেবে আমি আমার দায়িত্ব পালন করে যাব।’

আসন্ন জাতীয় নির্বাচনের আগে নেতৃত্বে বড় পরিবর্তন এনেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ইমরান খানের পর এবার দলটির নতুন চেয়ারম্যান হয়েছেন ব্যারিস্টার গহর আলী খান। ইমরান খান নিজেই ব্যারিস্টার খানকে চেয়ারম্যান পদে মনোনীত করার কয়েকদিন পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন তিনি।

শনিবার তার দায়িত্ব গ্রহণের বিষয়টি জানায় পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওমর আইয়ুব খান।

দলের কয়েকটি পদে নেতাদের দায়িত্ব দিতে শনিবার পিটিআইয়ে ভোটাভুটি হয়। পরে পিটিআইয়ের প্রধান নির্বাচন কমিশনার নিয়াজুল্লাহ নিয়াজি নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

পিটিআই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর পেশাওয়ারে এক ভাষণে গহর আলী খান বলেন, ‘ইমরান খানের প্রতিনিধি হিসেবে আমি আমার দায়িত্ব পালন করে যাব।’

এ সময় তিনি বলেন, ‘১৯৬০ সাল থেকে পাকিস্তানে বিদ্যমান ১৭৫টি রাজনৈতিক দলের সবাই পাকিস্তানের নির্বাচন কমিশনকে তাদের আন্তঃদলীয় নির্বাচনের বিবরণ প্রদান করে আসছে। তবে কোনো নির্বাচনে কোনো দলকে পিটিআইয়ের মতো এতটা চুলচেরা যাচাই করা হয়নি।

‘জনগণ সবই দেখছে; তারাই এ নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। যেকোনো মূল্যে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ লক্ষ্যেই সংগ্রাম করে যাচ্ছে পিটিআই এবং এই সংগ্রাম করতে গিয়েই আজ কারাগারে বন্দি ইমরান খান।’

তিনি আশা প্রকাশ করেন, ‘নির্বাচনে আমরা সবাইকে পরাজিত করব।’

কেন্দ্রীয় দুই নেতার পাশাপাশি কয়েকটি প্রদেশেও নেতৃত্বে পরিবর্তন এনেছে দলটি। এর মধ্যে বালুচিস্তান প্রদেশে পিটিআইয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মুনির আহমেদ বালুচ, সিন্ধ প্রদেশে হালীম আদিল শেখ, পাখতুনখাওয়া প্রদেশে আলী আমিন গেন্দাপুর খাইবার এবং পিটিআইয়ের পাঞ্জাব প্রদেশের সভাপতি হয়েছেন ইয়াসমিন রশিদ।

পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ২০২২ সালের এপ্রিলে ক্ষমতাচ্যুত হন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। ক্ষমতা হারিয়েই দুর্নীতি ও সন্ত্রাসবাদসহ বিভিন্ন অভিযোগে শতাধিক মামলার শিকার হন তিনি। এর মধ্যে তোশাখানা দুর্নীতি মামলায় এ বছরের ৫ আগস্ট তিন বছরের কারাদণ্ড হয় ইমরানের। যদিও এ মামলায় তার সাজা স্থগিত রয়েছে, তবে কূটনৈতিক তারবার্তা ফাঁসের আরেক মামলায় বর্তমানে কারাবন্দি তিনি।

আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচনের আগে ইমরানের মুক্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকায় তার নেতৃত্বে পিটিআইয়ের নির্বাচনে অংশ নেয়া-না নেয়া নিয়ে সংশয় দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে গহর খানকে দলটির দায়িত্ব দেয়া হয়েছে।

আরও পড়ুন:
ব্রিকস সদস্য হতে রাশিয়ার সাহায্য চায় পাকিস্তান

মন্তব্য

আন্তর্জাতিক
Gabbar got up from the tunnel as he was the oldest

বয়সে সবচেয়ে বড়, তাই সুড়ঙ্গ থেকে শেষে উঠলেন গব্বর

বয়সে সবচেয়ে বড়, তাই সুড়ঙ্গ থেকে শেষে উঠলেন গব্বর সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসছেন গব্বর সিংহ নেগি। ছবি: সংগৃহীত
হাসপাতালের বাইরে থেকেই গব্বরের ভাই জয়মল সিংহ নেগি বলেন, দাদা বাকিদের বলেছিল, আমি সবার বড়। আমি সবার শেষে সুড়ঙ্গ থেকে বেরোব। দাদা ফিরে আসায় তিনি এবং তাদের পরিবার যে খুশি, সে কথাও জানান জয়মল।

বয়সে সবচেয়ে বড় তাই বিপদেও যেন বড় দায়িত্ব পালন করলেন ভারতের উত্তরাখণ্ডের সুড়ঙ্গে আটকা পড়া গব্বর সিংহ নেগি। সুড়ঙ্গ থেকে একে একে ৪০ জন বেরিয়ে আসার পর, সবার শেষে বেরোলেন তিনি।

মঙ্গলবার রাতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার পর উদ্ধারকারীদের মুখে মুখে শোনা যাচ্ছে গব্বর সিংহের প্রশংসা। তাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ বাকি শ্রমিকরাও।

আনন্দবাজার পত্রিকা বলছে, ১৭ দিনের বন্দিদশায় বাকিদের যোগাসন শিখিয়েছেন বয়োজ্যেষ্ঠ গব্বর। বিপদ এবং আতঙ্কের মধ্যেও শ্রমিকরা যাতে মানসিক এবং শারীরিক ভাবে সুস্থ থাকেন, তা সুনিশ্চিত করার চেষ্টা করে গিয়েছেন তিনি। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন গব্বর। সেখানেই তার প্রাথমিক চিকিৎসা চলছিল।

হাসপাতালের বাইরে থেকেই গব্বরের ভাই জয়মল সিংহ নেগি এনডিটিভিকে বলেন, দাদা বাকিদের বলেছিল, আমি সবার বড়। আমি সবার শেষে সুড়ঙ্গ থেকে বেরোব। দাদা ফিরে আসায় তিনি এবং তাদের পরিবার যে খুশি, সে কথাও জানান জয়মল।

উত্তরকাশীর সুড়ঙ্গমুখ থেকে প্রায় ২৬০ কিলোমিটার দূরে উত্তরাখণ্ডের পাওড়ি গঢ়ওয়াল জেলায় গব্বরের বাড়ি। তার সাহসিকতার প্রশংসা শোনা গিয়েছে বড়ির লোকেদের কাছ থেকেও।

প্রথমে পাইপের মাধ্যমে, পরে ফোনের মাধ্যমে কয়েক দিন ধরেই গব্বরের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন ভাই জয়মল। তার কথায়, দাদা খুব সাহসী। দাদাকে বললাম, উদ্ধারকাজ শুরু হলে তো হুড়োহুড়ি শুরু হয়ে যাবে। তখন কী করবে? বলল, আমি বড়। আমি সবার শেষে বেরোব।

১৭ দিন পর মঙ্গলবার রাতে উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হয়েছে ৪১ জন শ্রমিককে। সবাই সুস্থ রয়েছেন। তবে দীর্ঘ দিন সুড়ঙ্গে বন্দি থাকার কারণে তাদের মনের উপর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

সুড়ঙ্গের বাইরে গড়ে তোলা হয়েছিল অস্থায়ী হাসপাতাল। মঙ্গলবার রাতে সুড়ঙ্গ থেকে বের করার পর শ্রমিকদের সেখানে প্রাথমিক চিকিৎসা চলে।এর পর তাদের ৩০ কিলোমিটার দূরে চিনিয়ালিসৌর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই ৪১টি শয্যা তৈরি ছিল। প্রত্যেক শয্যায় ছিল অক্সিজেনের ব্যবস্থা।

আরও পড়ুন:
লুডু খেলে ও সুখ-দুঃখের গল্পে সুড়ঙ্গে সময় কেটেছে শ্রমিকদের
ইঁদুরের মতো গর্ত খুঁড়ে যেভাবে বাঁচানো হয় সুড়ঙ্গে আটকা ৪১ প্রাণ

মন্তব্য

p
উপরে