× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

আন্তর্জাতিক
Bidens dog has bitten again
google_news print-icon

আবারও কামড়েছে বাইডেনের কুকুর

আবারও-কামড়েছে-বাইডেনের-কুকুর
হোয়াইট হাউসের বাইরে হাঁটছে জো বাইডেনের কুকুর কমান্ডার। ছবি: রয়টার্স
কমান্ডার হোয়াইট হাউসে এবং ডেলাওয়্যারে কমপক্ষে ১১টি কামড়ের ঘটনায় জড়িত। ২০২২ সালের নভেম্বরের এক ঘটনায় এই কুকুরের কামড়ে আহত একজন কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কুকুর আবারও কামড়ে সংবাদের শিরোনাম হয়েছে। এবার যে কুকুরটি এক কর্মীকে কামড়েছে, সেই কুকুরটি এর মধ্যদিয়ে এমন ঘটনা ঘটাল ১১তম বার।

সর্বশেষ সোমবার যুক্তরাষ্ট্রের সিক্রেটে সার্ভিস এজেন্টের কর্মীকে বাইডেনের দুই বছর বয়সী জার্মান শেফার্ড কমান্ডার কামড়ে দিয়েছে বলে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

সিক্রেট সার্ভিস এজেন্সির প্রধান অ্যান্টনি গুগলিয়েলমি মঙ্গলবার বিবৃতিতে বলেছেন, রাত 8টার দিকে একজন সিক্রেট সার্ভিস ইউনিফর্মড ডিভিশনের পুলিশ অফিসারকে কামড় দিয়েছে কমান্ডার। তাকে চিকিৎসা দেয়া হয়েছে।

আহত ওই কর্মীর অবস্থা এখন ভালো বলে জানিয়েছেন তিনি।

প্রতিবেদেন বলা হয়েছে, কমান্ডার হোয়াইট হাউসে এবং ডেলাওয়্যারে কমপক্ষে ১১টি কামড়ের ঘটনায় জড়িত। ২০২২ সালের নভেম্বরের এক ঘটনায় এই কুকুরের কামড়ে আহত একজন কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

গত জুলাইয়ে হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছিলেন, বাইডেন পরিবারের পোষা প্রাণীদের জন্য নতুন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

এর আগে বাইডেন পরিবারের আরেক জার্মান শেফার্ড মেজরও হোয়াইট হাউসে কামড়ে দিয়েছিল বেশ কয়েকজনকে। প্রেসিডেন্ট হওয়ার আগে ডেলাওয়্যারে তার পৈতৃক বাড়িতে ছিল এই মেজর। সময়ের পরিক্রমায় বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর তিন বছর বয়সী কুকুরটিকে নিয়ে আসেন হোয়াইট হাউজে।

১৮ একরের এই কমপ্লেক্সে এসে বিচরণের বিশাল জায়গা পায় মেজর ও কমান্ডার। কিন্তু নতুন পরিবেশকে আপন করে নিতে পারেনি এই দুই প্রাণী। এর প্রমাণ মিলছে হোয়াইট হাউজের কর্মীদের কামড়ে দেয়ার ঘটনায়।

আরও পড়ুন:
অস্ত্র ক্রয়ে প্রতারণার মামলায় অভিযুক্ত বাইডেনপুত্র হান্টার
বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চান বাইডেন: মোমেন
শেখ হাসিনা-বাইডেন আলাপ, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

মন্তব্য

আরও পড়ুন

আন্তর্জাতিক
Tax evasion case in the name of Bidens son

বাইডেনপুত্রের নামে এবার কর ফাঁকির মামলা

বাইডেনপুত্রের নামে এবার কর ফাঁকির মামলা জো বাইডেন ও ছেলে হান্টার বাইডেন (বাঁয়ে)। ফাইল ছবি
হান্টার বাইডেনের বিরুদ্ধে কর না দেয়া, ভুয়া করের রিটার্ন দাখিল, সঠিকভাবে কর না ধার্য করাসহ মোট ৯টি অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলো প্রমাণিত হলে হান্টার বাইডেনের ১৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে নতুন করে আরও একটি ফৌজদারি মামলা করা হয়েছে।

এবিসি নিউজের বরাতে জানা যায়, ফেডারেল প্রসিকিউটররা স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে তার বিরুদ্ধে কর ফাঁকির মামলা করেছেন।

হান্টারের বিরুদ্ধে ৫৬ পৃষ্টার অভিযোগপত্রে বলা হয়, তিনি ইউক্রেন, চীন, রোমানিয়াসহ অন্য দেশে ব্যবসা ও স্কিম চালিয়ে প্রচুর সম্পদ আয় করে বিলাসবহুল জীবনযাপন করলেও ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত তার ফেডারেল ট্যাক্স অন্তত ১.৪ মিলিয়ন ডলার পরিশোধ করেননি। তার বিরুদ্ধে কর না দেয়া, ভুয়া করের রিটার্ন দাখিল, সঠিকভাবে কর না ধার্য করাসহ মোট ৯টি অভিযোগ আনা হয়েছে।

অভিযোগগুলো প্রমাণিত হলে হান্টার বাইডেনের ১৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ।

এর আগে, আইনজীবী ও ব্যবসায়ী ৫৪ বছর বয়সী হান্টার বাইডেনকে গত সেপ্টেম্বরে আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত করা হয়।

আরও পড়ুন:
সরকারি কর্মকর্তাদের ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে প্রতারণা
দুই নারীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৭
ময়মনসিংহে বিএনপির ৮৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
রিজভীকে গ্রেপ্তারে পরোয়ানা
পিটার হাসকে হুমকি: আওয়ামী লীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলার আবেদন

মন্তব্য

আন্তর্জাতিক
Trump is predicted to get one and a half million votes

দেড় কোটি ভোট পাওয়ার ভবিষ্যদ্বাণী ট্রাম্পের

দেড় কোটি ভোট পাওয়ার ভবিষ্যদ্বাণী ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
ডোনাল্ড ট্রাম্প ভোটারদের আশ্বস্ত করে বলেন, ‘আমি কখনোই স্বৈরশাসক হব না।’

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামনের বছর অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে দেড় কোটি ভোট পাওয়ার ভবিষ্যদ্বাণী করেছেন।

রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে আবারও মনোনয়নপ্রত্যাশী ট্রাম্প স্থানীয় সময় বুধবার ফক্স চ্যানেল আয়োজিত এক ইভেন্টে দর্শক-সমর্থকদের সামনে এ কথা বলেন। খবর এনডিটিবির।

তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি প্রেসিডেন্ট থাকতে আপনাদের সঙ্গে নিয়ে যা করেছি তা আর কাউকে করতে দেখিনি। আমি মনে করি ৭৫ লাখ নয়, দেড় কোটি ভোটার আমার সঙ্গে আছে।’

ট্রাম্প দর্শকদের ইঙ্গিত করে বলেন, ‘নিরাপদ সীমান্ত, শক্তিশালী সামরিক বাহিনী, কম ট্যাক্স ও কম খরচ সবারই চাওয়া, যা আমি করেছি এবং করব। আপনি নিশ্চয়ই খুব সহজে কম মূল্যে নিজের বাড়িটি কিনতে চাইবেন।’

২০২৪ এর নির্বাচনে ট্রাম জিতে গেলে যুক্তরাষ্ট্র একজন স্বৈরাচারি শাসক পাবে বলে বেশ কয়েকদিন যাবত ভোটারদের সর্তক করে আসছেন বিরোধী ডেমোক্র্যাট ও তার দলের কিছু রিপাবলিকান রাজনৈতিক কর্মী ও বিশ্লেষকরা।

এ বিষয় তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, ‘আমি কখনোই স্বৈরশাসক হব না।’

ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন কিন্তু পরবর্তী নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যান।

দেশটির আইন অনুযায়ী একজন ব্যক্তি দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্বে থাকতে পারেন। তাই ট্রাম্পের আরও একবার এ পদে দায়িত্ব পালনের সুযোগ আছে।

আরও পড়ুন:
নৌকা না পাওয়ায় ক্ষোভ, এমপির সমর্থকদের হামলায় আহত ৩
দেশি আরও ২৯ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিল ইসি
প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনে ইসিতে ১৪১ জনের আপিল
‘৯ হাজার ভোট পিটাইয়া দিবো’, ভিডিও ভাইরাল
‘ভোটার সমর্থন পদ্ধতি স্বতন্ত্রদের নির্বাচনের বাইরে রাখার কৌশল’

মন্তব্য

আন্তর্জাতিক
3 killed in Las Vegas university shooting

লাস ভেগাসে বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ৩

লাস ভেগাসে বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ৩
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে জানায়, ক্যাম্পাসে বন্দুকধারীদের হামলার পর তা মোকাবিলা করছে পুলিশ। পরে ক্যাম্পাস পুলিশও এতে যোগ দেয়।

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার লাস ভেগাস শহরে ইউনিভার্সিটি অফ নেভাদায় এই ঘটনা ঘটে বলে পুলিশের বরাতে জানিয়েছে বিবিসি।

পুলিশ বলেছে, ওই তিনজন নিহতের পাশাপাশি সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন। আর যিনি আহত হয়েছেন, তার অবস্থা গুরুতর।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে জানায়, ক্যাম্পাসে বন্দুকধারীদের হামলার পর তা মোকাবিলা করছে পুলিশ। পরে ক্যাম্পাস পুলিশও এতে যোগ দেয়।

ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানায় লাস ভেগাসের মেট্রোপলিটন পুলিশ বিভাগ।

ইউনিভার্সিটির পুলিশ প্রধান অ্যাডাম গার্সিয়া বলেছেন, ক্যাম্পাসের দুই কর্মকর্তা সন্দেহভাজন ব্যক্তিকে গুলিবিদ্ধ করে হত্যা করেছে। ওই ব্যক্তি হামলা চালিয়েছে।

তবে এই হামলার কারণ নিশ্চিত করে কিছু জানাতে পারেনি লস ভেগাস পুলিশ।

মন্তব্য

আন্তর্জাতিক
Death of former US Secretary of State Henry Kissinger

হেনরি কিসিঞ্জার মারা গেছেন

হেনরি কিসিঞ্জার মারা গেছেন হেনরি কিসিঞ্জার
কানেকটিকাট অঙ্গরাজ্যে নিজ বাড়িতে ১০০ বছর বয়সে তিনি মারা যান বলে স্থানীয় সময় বুধবার রাতে কিসিঞ্জার অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মারা গেছেন।

কানেকটিকাট অঙ্গরাজ্যে নিজ বাড়িতে ১০০ বছর বয়সে তিনি মারা যান বলে স্থানীয় সময় বুধবার রাতে কিসিঞ্জার অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।

তবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি এতে। ১৯২৩ সালে জার্মানিতে জন্ম নেয়া কিসিঞ্জিার পরিবারের সঙ্গে ১৯৩৮ সালে প্রথম যুক্তরাষ্ট্রে আসেন।

তিনি যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও জেরাল্ড ফোর্ডের প্রশাসনের সময় আমেরিকার শীর্ষ কূটনীতিক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে কূটনীতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। কয়েক দশকের কর্মজীবনের কিসিঞ্জার সুনামের পাশাপাশি বিতর্কের মুখেও পড়েন।

১৯৬৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট নিক্সন কিসিঞ্জারকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিযুক্ত করেন, সে সময় দেশটির পররাষ্ট্রনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছিলেন তিনি।

নিক্সন প্রশাসনের সময় সেক্রেটারি অফ স্টেট হিসেবে এবং পরে প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের অধীনে কিসিঞ্জার চীনের প্রতি কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন।

তিনি ইসরায়েল এবং এর প্রতিবেশীদের মধ্যে ১৯৭৩ সালের ইয়োম কিপপুর যুদ্ধের অবসান ঘটাতে সাহায্য করেছিলেন এবং প্যারিস শান্তি চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

ভিয়েতনাম যুদ্ধ, চিলি ও আর্জেন্টিনায় সামরিক অভ্যুত্থান ছাড়াও ১৯৭৫ সালে পূর্ব তিমুরে ইন্দোনেশিয়ার রক্তক্ষয়ী অভিযানের পক্ষে অবস্থান নিয়ে যুদ্ধাপরাধী হিসেবে বিবেচিত হন অনেকের কাছেই।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্র অবস্থান নেয়ায় কিসিঞ্জারকে এখনও এ দেশে ধিক্কার দেয়া হয়।

১৯৭৩ সালে উত্তর ভিয়েতনামের লি ডাক থোর সঙ্গে কিসিঞ্জারকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়। লি ডাক এ পুরস্কার প্রত্যাখ্যান করেন। বিতর্কিত সিদ্ধান্তের কারণে তখন পদত্যাগ করেন নোবেল কমিটির দুই সদস্য।

মন্তব্য

আন্তর্জাতিক
3 Palestinian students shot dead in US

যুক্তরাষ্ট্রে ৩ ফিলিস্তিনি ছাত্র গুলিবিদ্ধ

যুক্তরাষ্ট্রে ৩ ফিলিস্তিনি ছাত্র গুলিবিদ্ধ যুক্তরাষ্ট্রের ভারমন্টে শনিবার তিন ফিলিস্তিনি ছাত্রকে গুলি করা হয়। ছবি: সিএনএন
ঘটনার সময় তিন ছাত্র কেফিয়্যাহ পরা অবস্থায় ছিলেন এবং তারা আরবিতে কথা বলছিলেন।

যুক্তরাষ্ট্রের ভারমন্টের বার্লিংটনে তিন ফিলিস্তিনি ছাত্রকে গুলি করা হয়েছে।

বার্লিংটন পুলিশ বিভাগের বরাত দিয়ে সোমবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ভারমন্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে স্থানীয় সময় শনিবার ২০ বছর বয়সী তিন যুবককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে দুইজনের অবস্থা স্থিতিশীল হলেও একজন গুরুতর আহত হয়েছেন।

ঘটনার সময় তিন ছাত্র কেফিয়্যাহ পরা অবস্থায় ছিলেন এবং তারা আরবিতে কথা বলছিলেন।

গুলিবিদ্ধ তিনজন হলেন হিশাম আওয়ারতানি, তাহসিন আহমেদ ও কিন্নান আবদালহামিদ। তারা রামাল্লা ফ্রেন্ডস স্কুলের ছাত্র।

ছাত্রদের বরাত দিয়ে পুলিশ জানায়, থ্যাংকস গিভিংয়ের ছুটিতে বার্লিংটনে এক আত্মীয়র সঙ্গে দেখা করার জন্য প্রসপেক্ট স্ট্রিট দিয়ে যাচ্ছিলেন তারা। ওই সময় একজন শ্বেতাঙ্গ ব্যক্তি কিছু না বলেই পিস্তল বের করে অন্তত চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান।

গুলিবিদ্ধ তিনজনের মধ্যে দুজন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং একজন বৈধ বাসিন্দা।

পুলিশ প্রধান জন মুরাদ জানান, সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত বা গ্রেপ্তার করা হয়নি, পুলিশ তাদের খুঁজছে।

বিবিসির তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে নানা ইসলামোফোবিক ঘটনা বৃদ্ধির মধ্যেই যুক্তরাষ্ট্রে এই হামলার ঘটনা ঘটল।

আরও পড়ুন:
‘শ্রমঅধিকার রক্ষাকারীদের ওপর হামলা হলে ভিসা নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র’
বাংলাদেশে অবাধ নির্বাচনের পরিবেশ তৈরির তাগিদ যুক্তরাষ্ট্রের
মিছিল আগুন গুলি, অগ্নিগর্ভ সিলেট
বাংলাদেশে সহিংসতামুক্ত নির্বাচন চায় যুক্তরাষ্ট্র
সংলাপের চিঠি নিয়ে প্রশ্নের জবাবে যা বলল যুক্তরাষ্ট্র

মন্তব্য

আন্তর্জাতিক
2 killed in car explosion on US Canada bridge

যুক্তরাষ্ট্র-কানাডা সংযোগ সেতুতে গাড়ি বিস্ফোরণে নিহত ২

যুক্তরাষ্ট্র-কানাডা সংযোগ সেতুতে গাড়ি বিস্ফোরণে নিহত ২
বিস্ফোরণের পর নায়াগ্রা নদীর ওপরে থাকে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সংযোগ স্থাপনকারী চারটি সেতুই বন্ধ করে দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সংযোগ স্থাপনকারী এক সেতুতে দ্রুতগতির একটি গাড়ি বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার নায়াগ্রা জলপ্রপাতের কাছের এ বিস্ফোরণে সন্ত্রাসবাদের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষের বরাতে বৃহস্পতিবার জানিয়েছে রয়টার্স।

বিস্ফোরণের পর নায়াগ্রা নদীর ওপরে থাকে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সংযোগ স্থাপনকারী চারটি সেতুই বন্ধ করে দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানিয়েছে, তারা তাদের তদন্ত শেষ করেছে। অনুসন্ধানে কোনো বিস্ফোরক পদার্থ পাওয়া যায়নি এবং কোনো সন্ত্রাসবাদের যোগসূত্র শনাক্ত করা যায়নি।

ভিডিও ফুটেজে দেখা যায়, যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে সীমান্তের একটি তল্লাশিচৌকি পার হওয়ার পর গাড়িটি উচ্চ গতিতে ছুটে চলছে। তারপর একটি বস্তুকে আঘাত করছে এবং মাটিতে বিধ্বস্ত হওয়ার আগে উড়ে যাচ্ছে। শেষে এটি বিস্ফোরিত হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, চালক এবং একজন যাত্রী মারা গেছেন। আরও একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা চিকিৎসা দেয়া হয়েছে।

মন্তব্য

আন্তর্জাতিক
Hamas Attacks Terrible Palestinian Suffering Intolerable Obama

হামাসের হামলা ভয়ংকর, ফিলিস্তিনিদের দুর্ভোগ অসহনীয়: ওবামা

হামাসের হামলা ভয়ংকর, ফিলিস্তিনিদের দুর্ভোগ অসহনীয়: ওবামা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ফাইল ছবি
বারাক ওবামা বলেন, ‘হামাস যা করেছে তা ভয়ংকর ছিল; এর কোনো যুক্তি নেই। কিন্তু এটাও সত্য যে, ফিলিস্তিনিদের সঙ্গে যা ঘটছে তা অসহনীয়।’

হামাসের হামলা ‘ভয়ংকর’ ও ফিলিস্তিনিদের দুর্ভোগ ‘অসহনীয়’ উল্লেখ করে ইসরায়েল-হামাস যুদ্ধের একটি সংক্ষিপ্ত বোঝাপড়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

আল জাজিরার রোববারের প্রতিবেদনে বলা হয়, পড সেইভ আমেরিকাকে দেয়া শনিবারের একটি সাক্ষাৎকারে ওবামা এ কথা বলেন।

তিনি বলেন, ‘হামাস যা করেছে তা ভয়ংকর ছিল; এর কোনো যুক্তি নেই। কিন্তু এটাও সত্য যে, ফিলিস্তিনিদের সঙ্গে যা ঘটছে তা অসহনীয়।’

‘গাজায় নিহতদের মধ্যে ফিলিস্তিনিরাও ছিল, যাদের সঙ্গে হামাসের কোনো যোগসূত্র নেই।’

সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘সমস্যা সমাধান করতে হলে পুরো সত্যটি জানতে হবে ও স্বীকার করতে হবে আমরা সবাই কিছুটা জড়িত, আমাদের কারও হাতই পরিষ্কার না।’

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চার সপ্তাহ ধরে ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে।

আল জাজিরা শুক্রবার জানায়, ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে কমপক্ষে ৯ হাজার ৬১ জন, যাদের মধ্যে তিন হাজার ৭৬০ শিশু ও দুই হাজার ৩২৬ জন নারী। উপত্যকায় আহত হয়েছে কমপক্ষে ৩২ হাজার ফিলিস্তিনি, যাদের মধ্যে রয়েছেন চার হাজার ৮৯১ নারী ও ছয় হাজার ৩৬০ শিশু।

গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার পর উপত্যকায় এক দিনের জন্যও বোমাবর্ষণ বন্ধ করেনি ইসরায়েলি। সামরিকভাবে বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রটির বোমা থেকে রেহাই পাচ্ছে না জাতিসংঘের স্কুল, হাসপাতাল, মসজিদ, গির্জাও।।

আরও পড়ুন:
হামাসের বিরুদ্ধে যুদ্ধ দ্বিতীয় ধাপে গড়িয়েছে: নেতানিয়াহু
বিপর্যস্ত গাজা, জাতিসংঘের গুদাম ভাঙল ক্ষুধার্ত ফিলিস্তিনিরা
গাজায় মানবিক বিরতির পক্ষে জাতিসংঘে ভোট
ইসরায়েল যুদ্ধবিরতি দিলেই বন্দিদের মুক্তি: হামাস
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৭ হাজার

মন্তব্য

p
উপরে