× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

আন্তর্জাতিক
Burger King at risk of lawsuits for offering smaller burgers to consumers by displaying larger ones on the menu
google_news print-icon

মেন্যুতে বড় দেখিয়ে ছোট বার্গার দেয়ায় মামলার ঝুঁকিতে বার্গার কিং

মেন্যুতে-বড়-দেখিয়ে-ছোট-বার্গার-দেয়ায়-মামলার-ঝুঁকিতে-বার্গার-কিং
আদালতে করা এ সংক্রান্ত অভিযোগ বাতিল করার দাবি করেছিল বার্গার কিং কর্তৃপক্ষ। তবে আদালত বলেছে, বাতিল নয় এই অভিযোগ নিয়ে মামলা হওয়া উচিত।

খাবারের মেন্যুতে বার্গারের যে ছবি দেখানো হচ্ছে, ভোক্তাদের তার চেয়ে আকারে ছোট বার্গার দিয়ে বিপাকে পড়েছে বিশ্বখ্যাত ফাস্টফুড চেইন বার্গার কিং।

যুক্তরাষ্ট্রের এই ব্র্যান্ড বেশ আইনি ঝামেলায় পড়েছে, কর্তৃপক্ষ এ নিয়ে মামলার সম্মুখীন হতে পারে বলে বিবিসি ও রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বুধবার প্রতিবেদনে জানিয়েছে।

আদালতে করা এ সংক্রান্ত অভিযোগ বাতিল করার দাবি করেছিল বার্গার কিং কর্তৃপক্ষ। তবে আদালত বলেছে, বাতিল নয় এই অভিযোগ নিয়ে মামলা হওয়া উচিত।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের মিয়ামির ডিস্ট্রিক্ট জজ রয় অল্টম্যান এ কথা বলেন। তবে অভিযোগ অস্বীকার করে আসছে ফাস্টফুড চেইনটি।

ফাস্টফুড চেইনটির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, বার্গারে একটি মাংসল প্যাটি এবং উপাদান ব্যবহার হয়েছে যা বানের ওপরে ওভারফ্লোসহ দেখিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করা হচ্ছে।

মেন্যুতে বড় দেখিয়ে ছোট বার্গার দেয়ায় মামলার ঝুঁকিতে বার্গার কিং

বিবিসি বলছে, বার্গার কিংয়ের পক্ষে যে হুপার স্যান্ডউইচ ভোক্তাদের দেয়া হয়েছে, এর চেয়ে ৩৫ গুণ বড় দেখানো হয়েছে ছবিতে। মাংসের পরিমাণও দেখানো হয়েছে দ্বিগুণের বেশি।

আদালতের বিচারক বলেছেন, বার্গার কিংকে অবশ্যই ভোক্তাদের অভিযোগ নিয়ে আইনি লড়াইয়ে আসতে হবে। ভোক্তাদের বিভ্রান্ত করা প্রতিষ্ঠানের চুক্তির লঙ্ঘন করা।

তবে অভিযোগ ভিত্তিহীন বলে বিবিসির কাছে দাবি করেছে বার্গার কিং কর্তৃপক্ষ। এর বাইরে আর কোনো মন্তব্য করতে রাজি হয়নি এই ফাস্টফুড চেইন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে বার্গার কিংয়ের মতো ঝামেলায় পড়ে আরেক বিশ্বখ্যাত ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ড। বিজ্ঞাপনে তাদের খাবারের যে ছবি ছবি দেখানো হয়, হাতে পাওয়া পণ্যটি তার চেয়ে বেশ ছোট বলে অভিযোগ করা হয় আদালতে।

মন্তব্য

আরও পড়ুন

আন্তর্জাতিক
Indias famous industrialist Ratan Tata has passed away

ভারতের বিখ্যাত শিল্পপতি রতন টাটার প্রয়াণ

ভারতের বিখ্যাত শিল্পপতি রতন টাটার প্রয়াণ টাটা সানসের চেয়ারম্যান ইমেরিটাস ছিলেন বিখ্যাত শিল্পপতি রতন নাভাল টাটা। ছবি: এনডিটিভি
বিবৃতিতে চন্দ্রশেখরন বলেন, ‘টাটা গ্রুপের জন্য টাটা সাহেব ছিলেন চেয়ারপারসনের চেয়ে বেশি কিছু। আমার কাছে তিনি ছিলেন পরামর্শদাতা, পথপ্রদর্শক ও বন্ধু। তিনি নজিরের মাধ্যমে উৎসাহ জোগাতেন।’

ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী টাটা সানসের চেয়ারম্যান ইমেরিটাস বিখ্যাত শিল্পপতি রতন নাভাল টাটার মৃত্যু হয়েছে, যার বয়স হয়েছিল ৮৬ বছর।

টাটা সানসের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বুধবার রাতে দেয়া এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি জানান।

এনডিটিভির খবরে জানানো হয়, দুই দিন আগে সোমবার নিজের স্বাস্থ্য ঘিরে জল্পনা নাকচ করে রতন টাটা জানিয়েছিলেন, বার্ধক্যজনিত কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করছেন তিনি।

বিবৃতিতে চন্দ্রশেখরন বলেন, ‘টাটা গ্রুপের জন্য টাটা সাহেব ছিলেন চেয়ারপারসনের চেয়ে বেশি কিছু। আমার কাছে তিনি ছিলেন পরামর্শদাতা, পথপ্রদর্শক ও বন্ধু। তিনি নজিরের মাধ্যমে উৎসাহ জোগাতেন।’

দাতব্য কাজে টাটার অবদান স্মরণ করে বিবৃতিতে বলা হয়, শিক্ষা থেকে স্বাস্থ্যসেবার মতো খাতে তার উদ্যোগগুলো গভীর প্রভাব রেখে গেছে, যার সুফল মিলবে অনাগত ভবিষ্যতেও।

রতন টাটার মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন অঙ্গনের মানুষ।

প্রয়াত শিল্পপতিকে ‘দয়াময় আত্মা’ ও ‘অসাধারণ মানুষ’ হিসেবে আখ্যা দিয়ে মোদি বলেন, রতন টাটা ছিলেন স্বপ্নদর্শী ব্যবসায়ী নেতা। ভারতের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠানে স্থিতিশীল নেতৃত্ব দিয়েছেন তিনি।

আরও পড়ুন:
আখাউড়া সীমান্তে দুই ভারতীয় আটক
ভারতে সচিবালয়ের তিনতলা থেকে স্পিকার ও তিন এমপির লাফ
নেপাল থেকে বিদ্যুৎ আমদানিতে ঢাকা-দিল্লি-কাঠমাণ্ডু চুক্তি সই
বেনাপোল সীমান্তে শিশুসহ ভারতীয় নারী আটক
ভারতীয় হাইকমিশন ২০ হাজার বাংলাদেশির পাসপোর্ট ফেরত দিয়েছে

মন্তব্য

আন্তর্জাতিক
Brazil lifts ban on paying X fines

এক্স জরিমানা দেয়ায় নিষেধাজ্ঞা তুলল ব্রাজিল

এক্স জরিমানা দেয়ায় নিষেধাজ্ঞা তুলল ব্রাজিল ধারাবাহিকভাবে আদালতের রায় অমান্য করায় ব্রাজিলে নিষিদ্ধ হয় ইলন মাস্কের এক্স। কোলাজ: ইউএনবি
আল জাজিরার বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, কয়েক মিলিয়ন ডলার জরিমানা দেয়ার পর এক্সের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার রায় দিয়েছে ব্রাজিলে সুপ্রিম কোর্ট। তবে জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি।

ভুয়া তথ্য নিয়ে বিরোধের কারণে ব্রাজিলে ইলন মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সের (সাবেক টুইটার) ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে মোটা অঙ্কের জরিমানা দেয়ার পর সেই নিষেধাজ্ঞা তুলে নেয়ার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

রায়ে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরায়েস বলেন, ‘অবিলম্বে ব্রাজিলে এক্সের কার্যক্রম পুনরায় শুরুর অনুমতি দিতে নির্দেশ দেয়া হচ্ছে। এজন্য যোগাযোগ কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টা সময় দেয়া হলো।’

আল জাজিরার বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, কয়েক মিলিয়ন ডলার জরিমানা দেয়ার পর আদালত এই রায় দিয়েছে।

তবে জরিমানার পরিমাণ ঠিক কত, তা প্রকাশ করা হয়নি।

এই রায়ের বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি বিশ্বের সবচেয়ে ধনী এবং স্বঘোষিত ‘বাক-স্বাধীনতা নিরঙ্কুশবাদী’ ইলন মাস্ক।

এর আগে ব্রাজিলে ভুয়া তথ্য প্রচারে অভিযুক্ত অ্যাকাউন্টগুলো বন্ধ করতে এক্সকে নির্দেশ দেয় দেশটির সর্বোচ্চ আদালত। তবে বাক-স্বাধীনতা খর্ব হওয়ার কারণ দেখিয়ে আদালতের রায় মানবেন না বলে জানিয়েছিলেন মাস্ক।

এমনকি আইনি লড়াইয়ের জন্য আদালতের দেয়া সময়সীমাও লঙ্ঘন করে সামাজিক প্ল্যাটফর্মটি। এরপর ব্রাজিলে এক্সের কার্যক্রম ও ব্যবহার নিষিদ্ধ করে দেশটির সুপ্রিম কোর্ট।

আদালত এক্স বন্ধের নির্দেশ দেয়ার পর বিচারপতি দে মোরায়েসকে ‘শয়তান স্বৈরশাসক’ আখ্যা দেন মাস্ক। সে সময় ব্রাজিলের সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকদের প্রতিও সহানুভূতি প্রকাশ করেন তিনি।

২০২২ সালের অক্টোবরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে হেরে নির্বাচন সম্পর্কে যাচাইবিহীন তথ্য প্রচারের অভিযোগ ওঠে বলসোনারোর বিরুদ্ধে। এরপর ২০২৩ সালের ৮ জানুয়ারি বলসোনারোর পরাজয় ঠেকাতে সামরিক অভ্যুত্থানের ডাক দিয়ে দেশটির গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোর ওপর হামলা চালায় তার অনুসারীরা। পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে ভাঙচুর করে তারা।

ওই ঘটনায় উস্কানিমূলক বক্তব্যের জন্য বলসোনারোকে দায়ী করা হয় এবং ২০৩০ সাল পর্যন্ত তাকে নির্বাচনে অংশ নেয়ায় অযোগ্য ঘোষণা করে দে মোরায়েসের আদালত। তার পর থেকে মাস্কের মতো তিনিও বিচারপতি দে মোরায়েসের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত রয়েছেন।

মন্তব্য

আন্তর্জাতিক
Israel has declared 4 more cities on the border with Lebanon as military zones

লেবানন সীমান্তের আরও ৪ শহরকে ‘সামরিক অঞ্চল’ ঘোষণা ইসরায়েলের

লেবানন সীমান্তের আরও ৪ শহরকে ‘সামরিক অঞ্চল’ ঘোষণা ইসরায়েলের সামরিক যানের পাশে অস্ত্র হাতে ইসরায়েলি সামরিক বাহিনীর এক সদস্য। ছবি: ইউএনবি
গত ২৩ সেপ্টেম্বর থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী।

লেবাননের সীমান্ত এলাকার কাছে আরও চারটি শহরকে ‘বদ্ধ সামরিক অঞ্চল’ ঘোষণা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

এসব এলাকায় স্থল অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছে দেশটি।

এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, রোশ হানিক্রা, শ্লোমি, হানিতা ও আরব আল-আরমশে এলাকায় ‘পরিস্থিতিগত মূল্যায়নের’ পর এ পদক্ষেপ নেয়া হয়েছে।

স্থানীয় সময় সোমবার রাত ১০টা থেকে এসব এলাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে।

এর আগে লেবাননের বেসামরিক নাগরিকদের সিডনের উত্তরে আওয়ালি নদী এবং রোশ হানিক্রার মধ্যবর্তী উপকূলীয় অঞ্চল ছেড়ে যাওয়ার আহ্বান জানান ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রেই।

গত ২৩ সেপ্টেম্বর থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী।

আরও পড়ুন:
বৈরুতের প্রাণকেন্দ্রে ইসরায়েলি হামলায় ছয়জন নিহত
জাতিসংঘ মহাসচিবের প্রবেশে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল
ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযানে ইসরায়েল
লেবাননে প্রবাসীদের নিরাপদে অবস্থান নিতে দূতাবাসের আহ্বান

মন্তব্য

আন্তর্জাতিক
Israeli attacks on Lebanon continue to exceed 2000 dead

লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত দু’হাজার ছাড়িয়েছে

লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত দু’হাজার ছাড়িয়েছে ইসরায়েলি হামলার মুখে পালাচ্ছেন লেবাননের বাসিন্দারা। ছবি: সংগৃহীত
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২৪ ঘণ্টায় দেশটিতে ইসরায়েলি হামলায় অন্তত ৩৭ জন নিহত ও ১৫১ জন আহত হয়েছে। এ নিয়ে ১৭ সেপ্টেম্বর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দু’হাজার ছাড়িয়ে গেছে, যাদের মধ্যে ২৬১ জন নারী ও ১২৭টি শিশু।

লেবাননের ভূখণ্ডে কয়েক সপ্তাহ ধরে চলা ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় নিহতের সংখ্যা দু’হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে ২৬১ জন নারী ও ১২৭টি শিশু রয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

আল-জাজিরা ও বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২৪ ঘণ্টায় দেশটিতে ইসরায়েলি হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা ১৫১। এ নিয়ে গত ১৭ সেপ্টেম্বর থেকে লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দু’হাজার ছাড়িয়ে গেছে।

জানা গেছে, শুক্রবার রাতেও রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আর লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্তঘেঁষা এলাকাগুলোতে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালিয়েছে ইসরায়েল।

এদিকে ইসরায়েলি হামলার মুখে লেবাননে ১২ লাখের বেশি মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। অব্যাহত বিমান হামলার মুখে রাজধানী বৈরুতের হাজারও বেসামরিক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছেড়েছেন।

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত বছর থেকে ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে। গোষ্ঠীটির ওপর পাল্টা আক্রমণ চালাত ইসরায়েলও। তবে সম্প্রতি হিজবুল্লাহর ওপর হামলা বাড়িয়েছে ইসরায়েল বাহিনী। গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর লেবাননজুড়ে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটায় ইসরায়েল।

বিবিসি জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত কয়েক হাজার পেজারে একযোগে বিস্ফোরণে দুই শিশুসহ ১২ জন নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়। ওই বিস্ফোরণে নিহত কয়েকজনের জানাজার সময়ও সেখানে কিছু বিস্ফোরণ ঘটে। এ ছাড়া ওয়াকিটকিসহ যোগাযোগের নানা ধরনের তারহীন যন্ত্র বিস্ফোরণে নিহত হয় ২০ জন। আহত হয় ৪৫০ জনের বেশি।

এরপর গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে অতর্কিত হামলা চালিয়ে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সেনাদের পিছু হটতে বাধ্য করল হিজবুল্লাহ

লেবাননের সীমান্ত গ্রাম আদাইসেহতে ইসরায়েলি বাহিনীর আক্রমণ প্রতিহত করার দাবি করেছে হিজবুল্লাহ বাহিনী। মধ্যরাতে আদাইসেহ নামের ওই গ্রামে হিজবুল্লাহর প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েলি সেনারা।

লেবাননে প্রবেশ করতে গত তিন-চারদিন ধরে চেষ্টা চালাচ্ছে দখলদার ইসরায়েলের সেনারা। তারা শুক্রবার রাতে আদাইসেহ নামের ওই সীমান্তবর্তী গ্রাম দিয়ে আবারও প্রবেশের চেষ্টা চালায়। এতে আদাইসেহ গ্রামে ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর যোদ্ধাদের তীব্র লড়াই হয়। ওই সময় ইসরায়েলি সেনারা পিছু হটে।

আদাইসেহ গ্রামের লড়াই নিয়ে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সঙ্গে যোগাযোগ করেছিল বিবিসি। তবে এ ব্যাপারে তারা কোনো তথ্য জানাতে রাজি হয়নি।

আরও পড়ুন:
ইরানে ৭ অক্টোবর পাল্টা হামলা চালাতে পারে ইসরায়েল
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪১ হাজার ৭৮৮
গাজায় হামাস সরকারের প্রধান নিহত, দাবি ইসরায়েলের
বৈরুতের প্রাণকেন্দ্রে ইসরায়েলি হামলায় ছয়জন নিহত
জাতিসংঘ মহাসচিবের প্রবেশে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল

মন্তব্য

আন্তর্জাতিক
Israel may counterattack Iran on October 7

ইরানে ৭ অক্টোবর পাল্টা হামলা চালাতে পারে ইসরায়েল

ইরানে ৭ অক্টোবর পাল্টা হামলা চালাতে পারে ইসরায়েল প্রতীকী ছবি।
যুক্তরাষ্ট্রের সাবেক ডিফেন্স সেক্রেটারি মার্ক এসপার বলছেন, ইরানের শাসক গোষ্ঠীর পতন চাইলে রাজধানী তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয় টার্গেট করবে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। অন্যথায় দেশটির সামরিক স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল।

ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা হিসেবে ইরানে পরমাণু স্থাপনায় কোনো ধরনের হামলা না চালাতে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের এই অবস্থানের প্রতি সাড়া দিয়ে পাল্টা আঘাত না হানার কোনো প্রতিশ্রুতি দেয়নি ইসরায়েল। এ অবস্থায় পরমাণু শক্তিধর হওয়ার দ্বারপ্রান্তে থাকা ইরানে যেকোনো সময় ইসরায়েল হামলা চালাতে পারে।

স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তার বরাতে এমন তথ্য দিয়েছে সিএনএন।

ধারণা করা হচ্ছে ৭ অক্টোবর (সোমবার) হামাসের হামলার বর্ষপূর্তির দিনে তেহরানে আঘাত হানতে পারে তেল আবিব।

যুক্তরাষ্ট্রের সাবেক ডিফেন্স সেক্রেটারি মার্ক এসপার বলছেন, ইরানের শাসক গোষ্ঠীর পতন চাইলে রাজধানী তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয় টার্গেট করবে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ)। অন্যথায় দেশটির সামরিক স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল।

ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে- দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ করে আসছে পশ্চিমারা। এবার ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে সাবেক লেফটেন্যান্ট জেনারেল কিথ কেললগ বলেছেন, ‘তেহরান পরমাণু শক্তিধর হতে মাত্র ৪০ থেকে ৪৮ ঘণ্টার দূরত্বে রয়েছে।’

সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের সাবেক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস জানান, ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে পারে তার দেশ। কারণ তাদের গোয়েন্দা তথ্য বলছে যে ১৫টি বোমা বানানোর মতো ইউরেনিয়াম সমৃদ্ধ করে ফেলেছে ইরান। তাই যে কোনো সময় পাল্টা হামলা হতে পারে।

এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত ব্যুরো-এফবিআই ও ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এক যৌথ বিবৃতিতে সতর্ক বার্তা দিয়েছে বলেছে, ‘আগামী সোমবার যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন স্থাপনায় হামলা চালাতে পারে বিদেশি সন্ত্রাসীরা। সে কারণে যুক্তরাষ্ট্রে ইহুদি ও মুসলিম ধর্মাবলম্বীদের প্রার্থনালয়গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।’

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতা ঘিরে ওই অঞ্চলে সামরিক শক্তি বাড়িয়েছে পেন্টাগন। ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিনের সার্বিক তত্ত্বাবধানে ইতোমধ্যে উপসাগরীয় অঞ্চলে রণতরি এবং ডেস্ট্রয়ার পাঠানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তাছাড়া মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রায় ৪০ হাজার সেনা মোতায়েন রয়েছে।

আরও পড়ুন:
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪১ হাজার ৭৮৮
গাজায় হামাস সরকারের প্রধান নিহত, দাবি ইসরায়েলের
বৈরুতের প্রাণকেন্দ্রে ইসরায়েলি হামলায় ছয়জন নিহত
জাতিসংঘ মহাসচিবের প্রবেশে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল
ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মন্তব্য

আন্তর্জাতিক
Speaker and three MPs jumped from the third floor of the secretariat in India

ভারতে সচিবালয়ের তিনতলা থেকে স্পিকার ও তিন এমপির লাফ

ভারতে সচিবালয়ের তিনতলা থেকে স্পিকার ও তিন এমপির লাফ মহারাষ্ট্রে সচিবালয় ভবন থেকে লাফ দিয়ে নিচে জালের ওপর পড়া তিনজন উদ্ধার করছে পুলিশ। ছবি: সংগৃহীত
মহারাষ্ট্র রাজ্যের ধাঙড় গোষ্ঠীকে তফসিলি জনজাতির অন্তর্ভুক্ত করার দাবির প্রতিবাদে ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল এবং অন্য তিনজন আদিবাসী সংসদ সদস্য সচিবালয়ের তিনতলা থেকে ঝাঁপ দেন।

ভারতের মহারাষ্ট্রে সচিবালয় ভবন থেকে লাফ দিয়েছেন রাজ্যটির ডেপুটি স্পিকারসহ তিনজন সংসদ সদস্য। শুক্রবার দুপুরের দিকে ভবনটির তিনতলা থেকে তারা লাফ দেন। তবে ভবনের নিচে জাল থাকায় তারা রক্ষা পেয়েছেন।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, মহারাষ্ট্র রাজ্যের ধাঙড় গোষ্ঠীকে তফসিলি জনজাতির (এসটি) অন্তর্ভুক্ত করার দাবির প্রতিবাদে ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল এবং অন্য তিনজন আদিবাসী সংসদ সদস্য সচিবালয়ের তিনতলা থেকে ঝাঁপ দেন।

পুলিশ জানিয়েছে, ভবনটির নিচে থাকা জালের ওপর তারা। কারও তেমন কোনো আঘাত লাগেনি। তাদেরকে নিরাপদে জাল থেকে উদ্ধার করা হয়েছে।

সচিবালয়ে আত্মহত্যা প্রতিরোধের চেষ্টার অংশ হিসেবে ২০১৮ সালে এই জাল স্থাপন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, তিনজন এমপি জাল থেকে নেমে আবার সচিবালয় ভবনে উঠছেন। চলতি বছরের শেষে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগে এমন ঘটনা মহারাষ্ট্রে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

পশ্চিম মহারাষ্ট্র ‌ও মরাঠাওয়াড়া অঞ্চলে ধাঙড় জনগোষ্ঠীর বসবাস। কয়েক বছর ধরেই তারা ভারত সরকারের কাছে জনজাতির স্বীকৃতি চেয়ে আন্দোলন করে আসছে। গত মাসেই ধাঙড় গোষ্ঠীর এক নেতা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে তাদেরও শিন্ডেকে প্রয়োজন নেই।

মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ও দেবেন্দ্র ফড়নবিশসহ মন্ত্রিসভার অন্য কর্মকর্তারা গত বৃহস্পতিবার তফসিলি জনজাতি (এসটি) বিষয়ে বৈঠক করেন। এ সময় কয়েকজন আদিবাসী এমপি সচিবালয় কমপ্লেক্সে বিক্ষোভ করেন। ধাঙড় জনগোষ্ঠী বর্তমানে অনগ্রসর শ্রেণি (ওবিসি) বিভাগে অন্তর্ভুক্ত রয়েছে। তারা এসটি বিভাগে অন্তর্ভুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে।

মন্তব্য

আন্তর্জাতিক
41 thousand 788 killed in Israeli attack in Gaza

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪১ হাজার ৭৮৮

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪১ হাজার ৭৮৮ ফিলিস্তিনের গাজায় হামলায় বিধ্বস্ত একটি জায়গা থেকে এক শিশুকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন স্থানীয় লোকজন। ছবি: ইউএনবি
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতে নিহতের সংখ্যা ৪১ হাজার ৭৮৮ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছে ৯৬ হাজার ৭৯৪ জন।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ৭৮৮ জনে দাঁড়িয়েছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতে নিহতের সংখ্যা ৪১ হাজার ৭৮৮ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছে ৯৬ হাজার ৭৯৪ জন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আগের ২৪ ঘণ্টায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ৯৯ জন নিহত ও ১৬৯ জন আহত হয়।

জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউএ) কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বৃহস্পতিবার বলেন, গত দুই দিনে গাজায় তিনটি ইউএনআরডব্লিউএ স্কুল আক্রান্ত হয়েছে এবং কমপক্ষে ২১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ‘স্কুলগুলোতে ২০ হাজারের বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিছু স্কুলে একাধিকবার হামলা হয়েছে।’

গত বছরের ৭ অক্টোবর থেকে ১৪০টিরও বেশি ইউএনআরডব্লিউএ স্কুল হামলার শিকার হয়েছে বলে জানান তিনি।

লাজারিনি আরও বলেন, আগে স্কুলগুলো ছিল শিক্ষার নিরাপদ আশ্রয়স্থল। এখন তা অনেকের জন্য নরকে পরিণত হয়েছে।

স্কুলকে কেউ সামরিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে না। স্কুলগুলো কোনো টার্গেট নয়। এ বিষয়টি যুদ্ধের মৌলিক নিয়ম যা স্পষ্টভাবে এখানে উপেক্ষা করা হয়েছে।

দক্ষিণ ইসরায়েলে ২০২৩ সালের ৭ অক্টোবর হামলা চালায় হামাস। ওই সময় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। জিম্মি করে নেয়া হয় ২৫০ জনের মতো ইসরায়েলি।

ওই হামলার জবাবে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে বড় আকারের অভিযান শুরু করে ইসরায়েল।

আরও পড়ুন:
গাজায় হামাস সরকারের প্রধান নিহত, দাবি ইসরায়েলের
বৈরুতের প্রাণকেন্দ্রে ইসরায়েলি হামলায় ছয়জন নিহত
জাতিসংঘ মহাসচিবের প্রবেশে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল
ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযানে ইসরায়েল

মন্তব্য

p
উপরে