× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

আন্তর্জাতিক
Perth mastermind I am a victim of circumstance Arpita
google_news print-icon

পার্থ মাস্টারমাইন্ড, আমি পরিস্থিতির শিকার: অর্পিতা

পার্থ-মাস্টারমাইন্ড-আমি-পরিস্থিতির-শিকার-অর্পিতা
আদালতে আইনজীবীর মাধ্যমে অর্পিতা বলেছেন, ‘আমার বাড়ি থেকে টাকা গহনা উদ্ধার হয়েছে। কিন্তু আমি পরিস্থিতির শিকার। মাস্টারমাইন্ড হলেন পার্থ।’

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতিকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ বলে অভিযুক্ত করলেন তারই বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। দুর্নীতির বিষয়ে তিনি জড়িত নন বলেও দাবি তার।

সোমবার আদালতে আইনজীবীর মাধ্যমে তিনি এ বক্তব্য তুলে ধরেন বলে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে।

দীর্ঘ দিন পর এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর বিশেষ আদালতে সশরীরে হাজির হয়েছিলেন অর্পিতা। তার জামিনের আবেদনের শুনানি ছিল। সেখানেই তার আইনজীবী দাবি করেছেন, অর্পিতা পরিস্থিতির শিকার।

আদালতে আইনজীবীর মাধ্যমে অর্পিতা বলেছেন, ‘আমার বাড়ি থেকে টাকা গহনা উদ্ধার হয়েছে। কিন্তু আমি পরিস্থিতির শিকার। মাস্টারমাইন্ড হলেন পার্থ।’

অবশ্য ইডির দাবি, অর্পিতা দায় অস্বীকার করতে পারেন না। যা হয়েছে, তার জন্য তিনি সমানভাবে দায়ী। অর্পিতা যে সব সংস্থার সঙ্গে জড়িত, সেই সব সংস্থার কর্মীদের সঙ্গে কথা বলে এই দাবি করেছে ইডি।

অর্পিতার আইনজীবী দাবি করেছেন, তার মক্কেল এ সব সংস্থা নিয়ন্ত্রণ করতেন না। সবটাই নিয়ন্ত্রণ করতেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ।

এজলাসে অর্পিতার আইনজীবী দাবি করেন, তার মক্কেলের বিরুদ্ধে যত অভিযোগ আনা হয়েছে, সবটাই মিথ্যে। এমনকি অর্পিতাকে গ্রেপ্তারের আগে তার বয়ানও রেকর্ড করা হয়নি। তার ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে বলেও দাবি করেছেন আইনজীবী।

ইডি দাবি করেছে, তদন্তে অসহযোগিতা করছেন অর্পিতা। যদিও তার আইনজীবী সেই কথা মানেননি।

আদালতে প্রশ্ন উঠেছে, অনন্ত টেক্সট ফ্যাব প্রাইভেট লিমিটেডের সঙ্গে অর্পিতার কী সম্পর্ক ছিল? তার আইনজীবী জানিয়েছেন, ওই সংস্থা পার্থ, তার মেয়ে সোহিনী চট্টোপাধ্যায়, জামাই অর্থাৎ পার্থের পরিবার নিয়ন্ত্রণ করতেন। অর্পিতা নিয়ন্ত্রণ করতেন না। তিনি এই সংস্থা থেকে লাভবানও হননি। সংস্থার ডিরেক্টর হিসাবে যাদের দেখানো হয়েছে, তারা সবাই ভুয়া। পার্থই তাদের কাজ করাতেন।

আইনজীবীর অভিযোগ, সংস্থার ডিরেক্টর হিসাবে যাদের নাম উঠেছে, তাদের এখনও স্পর্শ করেনি ইডি। কেন? সেই প্রশ্নও তুলেছেন তিনি।

২০২২ সালের জুলাইয়ের শেষের দিকে দক্ষিণ কলকাতায় অর্পিতার ফ্ল্যাট থেকে সাড়ে ২২ কোটি রুপি উদ্ধার করেন ইডি তদন্তকারীরা। পরে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আরও রুপি উদ্ধার হয় তার বাসা থেকে।

অর্পিতাকে গ্রেপ্তারের আগে টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় মন্ত্রী পার্থকে। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন মন্ত্রী।

মন্ত্রী পার্থর ঘনিষ্ঠ অর্পিতা দক্ষিণ কলকাতার নাকতলা উদয়ন সংঘের পূজার মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন। নাকতলা পার্থ চ্যাটার্জির পূজা বলে সুপরিচিত। এ ছাড়া সাবেক শিক্ষামন্ত্রীর আইনি উপদেষ্টা ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়।

তার কাছে বিপুল পরিমাণ রুপি কোথা থেকে এলো তদন্তকারীদের সেই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি এই মডেল।

অর্পিতা মুখোপাধ্যায়ের কাছে গচ্ছিত টাকার সঙ্গে শিক্ষক দুর্নীতি মামলার কোনো সম্পর্ক আছে কি না তা খতিয়ে দেখতে শুরু করেন ইডির তদন্তকারীরা। এরপর একে একে বেরিয়ে আসে নানা তথ্য। কয়েক দফা রিমান্ডেও নেয়া হয় দুজনকে।

আরও পড়ুন:
পার্থ-অর্পিতার পর এবার গ্রেপ্তার তূণমূলের মানিক

মন্তব্য

আরও পড়ুন

আন্তর্জাতিক
Mukesh Ambanis children will not get salary

রিলায়েন্সে বেতন পাবেন না মুকেশ আম্বানির সন্তানরা

রিলায়েন্সে বেতন পাবেন না মুকেশ আম্বানির সন্তানরা মুকেশ আম্বানির তিন সন্তান। ছবি: এনডিটিভি
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও সিইও মুকেশ আম্বানিও ২০২০-২১ অর্থবছরে কোম্পানি থেকে কোনো বেতন নেননি। তার চাচাত ভাই নিখিল ও হিতালসহ অন্যান্য নির্বাহী পরিচালকদের বেতন, ভাতা ও কমিশন দেয়া হয়।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক হিসেবে বিলিয়নেয়ার মুকেশ আম্বানির তিন সন্তানকে কোনো বেতন দেয়া হবে না। শুধু বোর্ড ও কমিটির সভায় যোগদানের জন্য ফি প্রদান করা হবে তাদের।

এনডিটিভির মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়, আম্বানির দুই যমজ সন্তান আকাশ ও ইশা এবং অনন্ত কোম্পানির অর্জিত লাভের ওপর শুধু সিটিং ফি ও কমিশন পাবেন।

রিলায়েন্সের পক্ষ থেকে জানানো হয়, কোম্পানির চেয়ারম্যান ও সিইও মুকেশ আম্বানিও ২০২০-২১ অর্থবছরে কোম্পানি থেকে কোনো বেতন নেননি। তার চাচাত ভাই নিখিল ও হিতালসহ অন্যান্য নির্বাহী পরিচালকদের বেতন, ভাতা ও কমিশন দেয়া হয়।

আম্বানির স্ত্রী নীতাকে ২০১৪ সালে কোম্পানির বোর্ডে নিয়োগ দেয়া হয়। কোম্পানির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, তিনি ২০২২-২৩ অর্থবছরে ছয় লাখ রুপি সিটিং ফি ও দুই কোটি রুপি কমিশন অর্জন করেন।

আম্বানির তিন সন্তান আকাশ, ইশা ও অনন্তকে রিলায়েন্সের পরিচালনা পর্ষদে (বিওডি) অন্তর্ভুক্ত করার বিষয়টি গত মাসে কোম্পানির বার্ষিক শেয়ারহোল্ডারদের সভায় ঘোষণা করেন আম্বানি।

ওই সময় আম্বানি জানান, তিনি আরও পাঁচ বছরের জন্য কোম্পানির চেয়ারম্যান ও সিইও হিসেবে থাকবেন।

রিলায়েন্স কোম্পানির পরিচালনা পর্ষদে আম্বানির তিন সন্তানকে নিয়োগের জন্য সম্মতি চেয়ে শেয়ারহোল্ডারদের কাছে বিজ্ঞপ্তিসহ একটি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বোর্ড বা কমিটির সভাগুলোতে যোগদানের জন্য বা বোর্ড কর্তৃক সিদ্ধান্ত নেয়া অন্য যেকোনো মিটিং, বোর্ড ও অন্যান্য সভা এবং লভ্যাংশ-সম্পর্কিত কমিশনে তাদের পারিশ্রমিক দেয়া হবে।’

রিলায়েন্সে ইশা আম্বানির সরাসরি ০ দশমিক ১২ শতাংশ ইক্যুইটি শেয়ার রয়েছে। আর কোম্পানির ৪১ দশমিক ৪৬ শতাংশ শেয়ারের মালিক মুকেশ আম্বানি।

আরও পড়ুন:
অক্টোবরের মধ্যে ভারতে ফাইভ-জি ইন্টারনেট
মুকেশ আম্বানির পরিবারকে হুমকি দিয়ে ধরা

মন্তব্য

আন্তর্জাতিক
The child who was raped was roaming the streets half naked

ধর্ষণের শিকার অর্ধনগ্ন শিশুটি ঘুরছিল রাস্তায় রাস্তায়

ধর্ষণের শিকার অর্ধনগ্ন শিশুটি ঘুরছিল রাস্তায় রাস্তায় প্রতীকী ছবি
মেয়েটি আমাদের সঠিকভাবে বলতে পারেনি যে, সে কোথা থেকে এসেছে। তবে তার উচ্চারণ থেকে বোঝা যায় সে উত্তর প্রদেশের প্রয়াগরাজ থেকে এসেছে।

ধর্ষণের শিকার হয়ে রক্তাক্ত অর্ধগগ্ন শিশুটি ঘুরছিল রাস্তায় রাস্তায়। এভাবে ঘুরে ঘুরে মানুষের কাছে সহায়তা চাইছিল সে, তবে পায়নি। উল্টো একজন তো তাড়িয়েই দিলেন তাকে।

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের বাদনগর রোডের এ ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।

সম্প্রতি ১২ বছর বয়সী এই শিশুটি ওইভাবে ঘুরতে ঘুরতে সাহায্যের জন্য একটি আশ্রমে গিয়ে পৌঁছায়। সেখানে একজন পুরোহিত সন্দেহ করেন, সে যৌন সহিংসতার শিকার।

তোয়ালে দিয়ে তার শরীর ঢেকে জেলা হাসপাতালে নিয়ে যান পুরোহিত। হাসপাতালে ডাক্তারি পরীক্ষায় তাকে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্যাতনের শিকার শিশুটির অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে রক্ত দিতে হয়েছে। এ ক্ষেত্রে এগিয়ে এসেছে পুলিশ। তার অবস্থা এখন স্থিতিশীল।

পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা দিপা সিন্ধে মেয়েটির নাম জানতে চেয়েছিলেন। তবে সে তার নাম বা কোনো পরিচয় দিতে পারেনি। তার বাসা কোথাও সে সম্পর্কেও কিছু জানাতে পারেনি সে। অজ্ঞাতনামাদের বিরুদ্ধে এ ঘটনায় একটি ধর্ষণের মামলা হয়েছে।

উজ্জয়িনী পুলিশ প্রধান শচীন শর্মা বলেছেন, অপরাধীদের শনাক্ত করতে এবং দ্রুত ধরতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। পরীক্ষায় ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়েছে।

তিনি বলেন, আমরা একটি বিশেষ তদন্ত দল গঠন করেছি এবং এটি নিবিড়ভাবে দেখছি। জনগণের কাছে আবেদন করছি, কোনো তথ্য পেলে পুলিশকে জানান।

কোথায় মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে, এমন প্রশ্নে এই কর্মকর্তা বলেন, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। শিগগিরই আমরা তথ্য নিয়ে আসব।

তিনি বলেন, মেয়েটি আমাদের সঠিকভাবে বলতে পারেনি যে, সে কোথা থেকে এসেছে। তবে তার উচ্চারণ থেকে বোঝা যায় সে উত্তর প্রদেশের প্রয়াগরাজ থেকে এসেছে।

মন্তব্য

আন্তর্জাতিক
Jawan in the house of 1 thousand crores

হাজার কোটির ঘরে ‘জওয়ান’

হাজার কোটির ঘরে ‘জওয়ান’ ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের একটি লুক। ছবি: সংগৃহীত
শাহরুখ খান-গৌরি খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট সোমবার জওয়ানের ১ হাজার কোটি রেকর্ড উপলক্ষে তাদের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে। সেখানে ক্যাপশনে লিখা, ‘ইতিহাস তৈরির পথে জওয়ান! আপনি এখনও এটা দেখেছেন কি?’

একই বছরে দুবার বক্স অফিসের হাজার কোটির শৃঙ্গ জয় করলেন শাহরুখ খান। প্রথমে ‘পাঠান’ এরপর ‘জওয়ান’। শুধু ভারত নয়, বিশ্বব্যাপী বক্স অফিসেও ভালো ফল করেছে দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের এ সিনেমা।

এনডিটিভির মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়, জওয়ান বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন ১ হাজার কোটি রুপি ছাড়িয়েছে। সোমবার মুক্তির ১৮ দিনেই এ রেকর্ড গড়েছে সিনেমাটি। এর আগে মুক্তির পর ২৭ দিনে হাজার কোটিতে প্রবেশ করে ‘পাঠান’। ফলে সবচেয়ে কম সময়ে ১ হাজার কোটি কালেকশন করা হিন্দি সিনেমা এখন ‘জওয়ান’।

শাহরুখ খান-গৌরি খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট সোমবার জওয়ানের ১ হাজার কোটি রেকর্ড উপলক্ষে তাদের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে। সেখানে ক্যাপশনে লেখা, ‘ইতিহাস তৈরির পথে জওয়ান! আপনি এখনও এটা দেখেছেন কি?’

ফিল্ম ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শ এক্স-এ (পূর্বের টুইটার) বক্স অফিসের রিপোর্টগুলো প্রকাশ করেছেন।

এর আগে তরণ ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘নতুন রেকর্ড সতর্কতা! সবচেয়ে দ্রুত সময়ে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করা সিনেমা এখন জওয়ান।’

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ‘পাঠান সিনেমার রেকর্ড ভেঙে দিয়ে আপাতত জওয়ানের দখলেই রয়েছে সর্বোচ্চ ওপেনিং পাওয়া হিন্দি সিনেমার তকমাটা। এর আগে ‘পাঠান’ প্রথম দিনে বিশ্বব্যাপী ১০০ কোটির ব্যবসা করেছিল বক্স অফিসে।

আরও পড়ুন:
নির্ঘুম রাত কাটল শাহরুখের
‘জাওয়ান’ সিনেমার টিকিট জিতার সুযোগ দিচ্ছে নগদ
ছাড়পত্র পেল ‘অন্তর্জাল’, মুক্তি ৮ সেপ্টেম্বর
ইতিহাস গড়লেন আল্লু অর্জুন
এবার ‘চরকিতে’ সুড়ঙ্গ

মন্তব্য

আন্তর্জাতিক
Nupur Sharma again in public before the elections in India

ভারতে ভোটের আগে ফের প্রকাশ্যে নূপুর শর্মা

ভারতে ভোটের আগে ফের প্রকাশ্যে নূপুর শর্মা ২০১৫ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নূপুর শর্মা। ছবি: সংগৃহীত
নূপুর শর্মার সঙ্গে কাশ্মীর ফাইলস সিনেমার পরিচালকের যুগলবন্দি বিজেপির নতুন কোনো রাজনৈতিক কৌশল কিনা- তাই এখন দেখার বিষয়।

অনেক দিন পর আবার প্রকাশ্যে এলেন মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বহিষ্কার হওয়া বিজেপি নেত্রী নূপুর শর্মা।

সোমবার ভারতের আরেক বিতর্কিত বলিউড চলচ্চিত্র ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রীর মুক্তি পেতে যাওয়া নতুন চলচ্চিত্র ‘ভ্যাকসিন ওয়ার’-এর প্রচারে দেখা গেছে বিজেপির সাবেক ওই মুখপাত্রকে। কোভিডের সময় ভারতের ভ্যাকসিন আবিষ্কার নিয়ে নির্মিত হয়েছে এ চলচ্চিত্রটি।

চলচ্চিত্রটির প্রচারে গিয়ে নূপুর শর্মা বলেন, ‘এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমি সে সকল বিজ্ঞানীদের ধন্যবাদ জানাতে চাই যারা এ করোনা টিকা তৈরি করেছেন। কারণ এর জন্যই আমরা ভারতীয়রা আজ বেঁচে আছি।’

ভারতে ভোটের আগে ফের প্রকাশ্যে নূপুর শর্মা
বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে নূপুর শর্মা। ছবি: সংগৃহীত

নূপুর শর্মা ও পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে একসঙ্গে দেখার পর থেকেই বেশ জোরেশোরে আলোচনা শুরু হয়েছে বলিউড ও ভারতের রাজনৈতিক অঙ্গনে। দ্য কাশ্মীর ফাইলস চলচ্চিত্রটি দিয়ে এ পরিচালক আলোচনার কেন্দ্রে চলে আসেন এবং একাধিক ইস্যুতে ধারাবাহিক বিতর্কিত মন্তব্য করতে থাকেন।

আরও পড়ুন: কে এই নূপুর শর্মা

দ্য কাশ্মীর ফাইলস-এ বিবেক অগ্নিহোত্রি ‘সরাসরি বিজেপির ভাষায়’ কথা বলেছেন বলে ওই সময় মন্তব্য করেন বিজেপি বিরোধীরা। চলচ্চিত্রটিতে কাশ্মীরে অত্যাচারিত মুসলমানদেরকেই উল্টো অত্যাচারী হিসেবে দেখানো হয়।

ওই সময় বিজেপি বিরোধী রাজনৈতিক দল ও মুসলমান জনগোষ্ঠী ছাড়াও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় ও ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী মানুষ চলচ্চিত্রটিকে বয়কট করে। অন্যদিকে বিজেপি নেতারা তাদের কর্মী-সমর্থকদের চলচ্চিত্রটি দেখার নির্দেশ দেন।

ভারতে ভোটের আগে ফের প্রকাশ্যে নূপুর শর্মা

আগামী বছর ভারতের জাতীয় নির্বাচন উপলক্ষে কাজ শুরু করেছে দেশটির রাজনৈতিক দলগুলো। কট্টর ধর্মীয় দল হিসেবে পরিচিত বিজেপির নির্বাচনের আগে ধর্মের ব্যবহার নতুন কিছু নয়। তবে মনিপুর ইস্যু, মুদ্রাস্ফীতি, বিরোধীদের জোট ও সম্প্রতি কানাডায় শিখ নেতা নিজ্জর হত্যার ঘটনায় পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক শীতল হওয়ায় বেশ চাপে রয়েছে ক্ষমতাশীন বিজেপি। এমতাবস্থায় সামনের নির্বাচনের বৈতরণী উতরানোর জন্য বিজেপিপন্থী হিসেবে পরিচিত শিল্পীদের কাজে লাগাতে পারে তারা বলে ধারণা করছেন অনেকে।

২০২২ সালে মহানবীকে নিয়ে খুবই আপত্তিকর মন্তব্য করেন এই নূপুর শর্মা। সেই মন্তব্য ঘিরে ভারতে রীতিমতো দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হয়। সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়, বিশেষত আরব বিশ্বের প্রবল চাপে কট্টর দল হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত নূপুর শর্মাকে দল থেকে বহিষ্কার করতে বাধ্য হয় বিজেপি। এরপর থেকেই তাকে বাইরে দেখা যায়নি।

নূপুর শর্মার সঙ্গে এ পরিচালকের যুগলবন্দি বিজেপির নতুন কোনো রাজনৈতিক কৌশল কিনা- তাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন:
নূপুর সমর্থকদের টার্গেটে বিচারকও
নূপুর সমর্থকদের ব্যক্তিগত আক্রমণে বিচারক
নূপুর শর্মার বিরুদ্ধে লুকআউট নোটিশ
নূপুর শর্মাকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলল আদালত
নূপুর শর্মা ‘নিখোঁজ’

মন্তব্য

আন্তর্জাতিক
Missing Pakistani journalist returned home

দেশে ফিরলেন নিখোঁজ পাকিস্তানি সাংবাদিক

দেশে ফিরলেন নিখোঁজ পাকিস্তানি সাংবাদিক পাকিস্তানি সাংবাদিক ইমরান রিয়াজ খান। ছবি: নিউজবাংলা
শিয়ালকোট পুলিশের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে ইমরান রিয়াজের সুস্থভাবে দেশে ফিরে আসার বিষয়টি জানানো হলেও তিনি এতদিন কোথায় ছিলেন সে সম্পর্কে কিছুই বলা হয়নি।

জনপ্রিয় পাকিস্তানি টেলিভিশন সাংবাদিক ইমরান রিয়াজ খান চার মাস নিখোঁজ থাকার পর দেশে ফিরেছেন বলে জানিয়েছে তার পরিবার ও স্থানীয় পুলিশ।

আলজাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, প্রায় ৩০ লাখ মানুষ ফলো করা ইমরান রিয়াজ সোমবার তার পাঞ্জাবের শিয়ালকোটের নিজের বাসায় ফিরে আসেন।

চলতি বছরের ১১ মে ওমান যাওয়ার পথে শিয়ালকোট বিমানবন্দর থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হন এ সাংবাদিক। পরে তিনি নিখোঁজ হন।

ইমরান রিয়াজের ছোট ভাই উসমান রিয়াজ সকালে আলজাজিরাকে তার ফিরে আসার কথা নিশ্চিত করেছেন।

সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থক হিসেবে পরিচিত ৪৭ বছর বয়সী ইমরান রিয়াজকে যখন গ্রেপ্তার করা হয় তখন তিনি এক্সে (টুটটার) করা ভিডিও বার্তায় বলেন, ‘পাকিস্তানে কথা বলার স্বাধীনতা কমে যাচ্ছে এবং আমাকে জোর করে চুপ করানো হল। আমি কথা বলার জন্য দেশ ছেড়ে চলে যাচ্ছি।’

শিয়ালকোট পুলিশের অফিশিয়াল এক্স একাউন্টে ইমরান রিয়াজের সুস্থভাবে দেশে ফিরে আসার বিষয়টি জানানো হলেও তিনি এতদিন কোথায় ছিলেন সে সম্পর্কে কিছুই বলা হয়নি।

গ্রেপ্তারের পর থেকে ফিরে আসা পর্যন্ত প্রায় ৪ মাস পাকিস্তানি এ সাংবাদিক কোথায় ছিলেন সে সম্পর্কে কিছুই জানায়নি পুলিশ। ইমরান রিয়াজের নিখোঁজের বিষয়টি নিয়ে পাকিস্তানি গণমাধ্যম, সুশীল সমাজ ও সাংবাদিকরা সোচ্চার ছিলেন।

মন্তব্য

আন্তর্জাতিক
Three women accused of rape in front of family in Haryana

হরিয়ানায় পরিবারের সদস্যদের সামনে তিন নারীকে ধর্ষণের অভিযোগ

হরিয়ানায় পরিবারের সদস্যদের সামনে তিন নারীকে ধর্ষণের অভিযোগ প্রতীকী ছবি/পিটিসি নিউজ
হরিয়ানার পানিপথের মাতলাউদা থানার স্টেশন হাউস অফিসার বিজয় বলেন, ‘দুটি ঘটনাই একই গ্রামে ঘটেছে। তদন্ত চলছে, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।’

ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথে তিন নারীকে তাদের পরিবারের সদস্যদের সামনে ধর্ষণের অভিযোগ উঠেছে।

পুলিশের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের শুক্রবারের প্রতিবেদনে বলা হয়, বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্তদের কাছে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ছিল।

পুলিশ জানায়, ওই রাতে চার পুরুষ এক বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে তিন নারীকে তাদের সামনেই ধর্ষণ করেন। অভিযুক্তরা টাকা, গয়নাও নিয়ে যান।

ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে একই রাতে এক দম্পতির বাড়িতে ঢুকে স্বামী-স্ত্রীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়। তারা ওই বাসা থেকে কিছু টাকা ও মোবাইল ফোন নিয়ে যান।

আলাদা এ দুটি ঘটনায় একই ব্যক্তিদের জড়িত থাকার বিষয়ে সন্দেহ করছে পুলিশ।

পানিপথের মাতলাউদা থানার স্টেশন হাউস অফিসার বিজয় বলেন, ‘দুটি ঘটনাই একই গ্রামে ঘটেছে। তদন্ত চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।’

আরও পড়ুন:
বিধবাকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ: প্রধান আসামি কারাগারে
ডেকে নিয়ে বিধবাকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ
নওগাঁয় গৃহবধূকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
চলন্ত বাসে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, চালক হেলপার আটক
আট মাসেও গ্রেপ্তার হয়নি ধর্ষণ মামলার আসামি

মন্তব্য

আন্তর্জাতিক
Indian visa to Canadian citizens stopped

কানাডার নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করল ভারত

কানাডার নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করল ভারত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: দি ইনডিপেনডেন্ট
পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত কানাডীয়দের ভারতের ভিসা দেয়া বন্ধ থাকবে বলে জানিয়েছে বিএলএস ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি কানাডায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর দায়িত্বে রয়েছে।

শিখ নেতা হত্যার ঘটনায় দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েনের মধ্যে কানাডার নাগরিকদের ভিসা দেয়া সাময়িক বন্ধ রেখেছে ভারত।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত কানাডীয়দের ভারতের ভিসা দেয়া বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার জানিয়েছে বিএলএস ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি কানাডায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর দায়িত্বে রয়েছে।

বিএলএস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলা হয়েছে, পরিচালনগত কারণে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত ভারতীয় ভিসা স্থগিত করা হয়েছে।

কানাডায় খালিস্তানপন্থি শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় এজেন্টদের সম্পৃক্তি নিয়ে বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে বলে দাবি করে অটোয়া। এমন দাবির পরিপ্রেক্ষিতে দুই দেশের সম্পর্কে চিড় ধরার মধ্যেই ভিসা বন্ধের খবরটি এলো।

কানাডার দাবিকে অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে আখ্যা দিয়েছে ভারত।

ভারতে সম্প্রতি অনুষ্ঠিত জি২০ সম্মেলনের সময় থেকেই কানাডার সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশটির সম্পর্কে চলছে টানাপোড়েন। ওই সম্মেলনের সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে আলাপকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর আমেরিকার দেশটিতে ‘ভারতবিরোধী তৎপরতা অব্যাহত থাকার বিষয়ে জোর উদ্বেগ’ জানান।

গত সোমবার ট্রুডো জানান, তার দেশের গোয়েন্দা সংস্থার কাছে থাকা তথ্য কানাডার নাগরিক নিজ্জার হত্যায় ‘ভারত সরকারের এজেন্টদের’ দিকে ইঙ্গিত করে।

এ বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান করে ভারত।

আরও পড়ুন:
ঝাড়খণ্ডে মাটি দেবে তিন নারীর মৃত্যু
রেকর্ডের বন্যা বইয়ে এশিয়া চ্যাম্পিয়ন ভারত
সিরাজের পেসে ৫০ রানেই গুটিয়ে গেল দিশেহারা শ্রীলঙ্কা
ভারত-কানাডা সম্পর্কে চিড়, বাণিজ্য চুক্তি স্থগিত
মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ১১ জনের

মন্তব্য

p
উপরে