× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

আন্তর্জাতিক
Gun attack at shopping mall in Texas kills 9
google_news print-icon

টেক্সাসে শপিং মলে বন্দুক হামলা, নিহত ৮

টেক্সাসে-শপিং-মলে-বন্দুক-হামলা-নিহত-৮
যুক্তরাষ্ট্রের টেক্সাসের শপিং মল থেকে লোকজনকে উদ্ধারের সময় ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা। ছবি: এপি
কিছু ছবিতে দেখা যায়, শত শত মানুষ নীরবে শপিং মল থেকে বেরিয়ে আসছেন। মলটি ডালাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ব্যস্ত শপিং মলে বন্দুকধারীর হামলায় আটজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ওই হামলার পেছনে বন্দুকধারী একাই রয়েছেন বলে মনে করছে কর্তৃপক্ষ।

টেক্সাসের অ্যালেন শহরের পুলিশপ্রধান ব্রায়ান হার্ভে সংবাদ সম্মেলনে জানান, অ্যালেন প্রিমিয়াম আউটলেটস নামের শপিং মলটির বাইরে গুলি চালানোর সময় এক পুলিশ কর্মকর্তার গুলিতে হামলাকারী নিহত হন।

অ্যালেন ফায়ার সার্ভিসের প্রধান জন বয়েড একই সংবাদ সম্মেলনে জানান, তার বিভাগের লোকজন গুলিতে আহত অন্তত ৯ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন, যাদের মধ্যে দুজনের মৃত্যু হয়।

অ্যালেন এলাকায় ১৬টি হাসপাতাল পরিচালনাকারী প্রতিষ্ঠান মেডিক্যাল সিটি হেলথকেয়ার এক বিবৃতিতে জানায়, তাদের ট্রমা সেন্টারে আহত আটজনের চিকিৎসা চলছে, যাদের বয়স ৫ থেকে ৬১ বছর।

গুলিতে আহতরা কেমন আছে, সে বিষয়ে কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

কিছু ছবিতে দেখা যায়, শত শত মানুষ নীরবে শপিং মল থেকে বেরিয়ে আসছেন। মলটি ডালাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

মন্তব্য

আরও পড়ুন

আন্তর্জাতিক
Church roof collapses in Mexico killing seven

মেক্সিকোতে গির্জার ছাদ ধসে প্রাণ গেল সাতজনের

মেক্সিকোতে গির্জার ছাদ ধসে প্রাণ গেল সাতজনের মেক্সিকোতে রোববার একটি গির্জার ছাদ ধসে হতাহতের ঘটনা ঘটে। ছবি: এনডিটিভি
তামাউলিপাস পুলিশ জানায়, ধসের সময় গির্জার ভেতর প্রায় ১০০ জন ছিল। আটকে পড়াদের মধ্যে কয়েকজন শিশু আছে বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে কাজ চলছে।

মেক্সিকোতে একটি গির্জার ছাদ ধসে সাতজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় ধ্বংসস্তূপ আটকা পড়েছে অন্তত ২০ জন।

স্থানীয়দের বরাত দিয়ে বিবিসির সোমবারের প্রতিবেদনে বলা হয়, রোববার দুপুরে তামাউলিপাস রাজ্যের উপকূলীয় শহর সিউদাদ মাদেরোর সান্তা ক্রুজ গির্জার ছাদ ভেঙে পড়ায় ৪৯ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে ১০ জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

তামাউলিপাসের গভর্নর আমেরিকো ভিলারিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) লিখেন, ‘নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা বাহিনী এরই মধ্যে পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।’

তামাউলিপাস পুলিশ জানায়, ধসের সময় গির্জার ভেতর প্রায় ১০০ জন ছিল। আটকে পড়াদের মধ্যে কিছু শিশু আছে বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে কাজ চলছে।

জরুরি সেবা কর্মীদের পাশাপাশি স্থানীয়রাও ধ্বংসস্তূপ সরানো ও আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালায়। এ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসা ও উদ্ধার সামগ্রীর জন্য সাহায্য চাওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিওতে দেখা যায়, কর্তৃপক্ষ ঘটনাস্থলে জড়ো হওয়াদের নীরব থাকতে অনুরোধ করছে, যেন ভেতরে আটকে পড়া কেউ সাহায্যের জন্য ডাকলে তাদের শব্দ শোনা যায়।

ট্যাম্পিকোর ডায়োসিস গির্জার বিশপ আরমান্দো আলভারেজ ক্যানো একটি ভিডিওবার্তায় বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে থাকা লোকদের খুঁজে বের করার কাজ চলছে।’

মেক্সিকো উপসাগরের উপকূলে অবস্থিত সিউদাদ মাদেরো শহরে প্রায় দুই লাখ মানুষের বসবাস।

আরও পড়ুন:
মেক্সিকোয় কারাগারে হামলা, কারারক্ষীসহ নিহত ১৪
বিশ্বকাপ ব্যর্থতায় পদ ছাড়লেন বেলজিয়ামের কোচ
বিশ্বকাপ ব্যর্থতায় পদ ছাড়লেন মেক্সিকোর কোচ
বাঁচা-মরার লড়াইয়ে আর্জেন্টিনা
কুকুরের মুখে মানুষের কাটা মাথা

মন্তব্য

আন্তর্জাতিক
First black president at Harvard University

হার্ভার্ড ইউনিভার্সিটিতে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট

হার্ভার্ড ইউনিভার্সিটিতে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হার্ভার্ড ইউনিভার্সিটির নতুন প্রেসিডেন্ট ক্লদিন গে। ছবি: হার্ভার্ড
১৬৪০ সালে প্রতিষ্ঠিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয় ক্লদিনকে। তিনি ১৯৯৮ সালে সরকার বিষয়ে হার্ভার্ড থেকে পিএইচডি ডিগ্রি নেন। ২০০৬ সালে প্রতিষ্ঠানটিতে শিক্ষকতা শুরু করেন তিনি।

প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ কোনো ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড ইউনিভার্সিটি।

স্থানীয় সময় শুক্রবার ক্লদিন গেকে নিয়োগ দেয় প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়টিকে নেতৃত্ব দেয়া দ্বিতীয় নারী ক্লদিন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ম্যাসাচুসেটসের গভর্নর ও হার্ভার্ড গ্র্যাজুয়েট মাউরা হ্যালি শুক্রবার বিকেলে দেয়া ভাষণে প্রেসিডেন্ট হিসেবে ক্লদিনের নিয়োগের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট গে, প্রেসিডেন্ট হিসেবে আপনার দায়িত্বপ্রাপ্তি সত্যিই ঐতিহাসিক। আপনার প্রতি আমার শ্রদ্ধা ও সমর্থন।’

প্রেসিডেন্ট পদে ব্যাপক অনুসন্ধানের পর হার্ভার্ডের প্রধান নিয়ন্ত্রক বোর্ড হার্ভার্ড করপোরেশন ক্লদিন গেকে নিয়োগ দেয়।

১৬৪০ সালে প্রতিষ্ঠিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয় ক্লদিনকে। তিনি ১৯৯৮ সালে সরকার বিষয়ে হার্ভার্ড থেকে পিএইচডি ডিগ্রি নেন। ২০০৬ সালে প্রতিষ্ঠানটিতে শিক্ষকতা শুরু করেন তিনি।

এর আগে কলা ও বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন ক্লদিন। তিনি রাজনৈতিক আচরণের ওপর শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ।

২০১৭ সালে ‘ইনইকোয়ালিটি ইন আমেরিকা ইনিশিয়েটিভ’ নামের উদ্যোগের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ছিলেন তিনি। এ উদ্যোগের উদ্দেশ্য সামাজিক ও অর্থনৈতিক অসাম্য নিয়ে গবেষণা।

আরও পড়ুন:
কৃষ্ণাঙ্গ ওয়াকারের গায়ে ‘৪৬টি গুলি অথবা ক্ষতচিহ্ন’
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর

মন্তব্য

আন্তর্জাতিক
Congress averted a shutdown in the United States by passing the bill

শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রে শাটডাউন এড়াল কংগ্রেস

শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রে শাটডাউন এড়াল কংগ্রেস আপৎকালীন তহবিল পাসের পর শনিবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নিম্নকক্ষের স্পিকার কেভিন ম্যাককার্থি। ছবি: রয়টার্স
শাটডাউনে বন্ধ হয়ে যেতে জাতীয় পার্ক থেকে আর্থিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের মতো অনেক দপ্তরের সেবা। সম্ভাব্য শাটডাউনের কথা মাথায় রেখে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা কোন কোন সেবা বন্ধ হবে এবং কোনগুলো চালু থাকবে, তার তালিকাও করে রেখেছিল।

যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসে শনিবার রাতে আপৎকালীন তহবিল বিল পাসের মধ্য দিয়ে দেশটির কেন্দ্রীয় সরকারের শাটডাউন বা অচল হয়ে পড়া ঠেকিয়েছেন আইনপ্রণেতারা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, এক দশকের মধ্যে কেন্দ্রীয় সরকারের চতুর্থ আংশিক শাটডাউন এড়াতে উত্থাপিত বিলে ডেমোক্রেটিক পার্টি নিয়ন্ত্রিত কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ভোট পড়ে ৮৮টি। এর বিপরীতে ভোট দেন ৯ আইনপ্রণেতা। পরে সেই বিলকে আইনে পরিণত করতে নির্ধারিত সময়সীমা শনিবার রাত ১২টা ১ মিনিটের আগেই প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হয়।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত স্পিকার কেভিন ম্যাককার্থি ভোটাভুটির ক্ষেত্রে দলীয় কট্টরপন্থি আইনপ্রণেতাদের মতামতকে অগ্রাহ্য করেন।

আগামী ১৭ নভেম্বর নাগাদ কেন্দ্রীয় সরকার পরিচালনার অর্থ জোগাতে নিম্নকক্ষে ৩৩৫-৯১ ভোটে বিল পাস হয়। এতে রিপাবলিকানদের চেয়ে ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতাদের ভোট বেশি ছিল।

এর আগে সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারে শাটডাউন অনিবার্য মনে হচ্ছিল। শাটডাউন হলে সরকারের অধীনে কাজ করা ৪০ লাখ কর্মীর বেশির ভাগের বেতন হতো না। তারা কাজ করলেও পারিশ্রমিক পেতেন না।

শাটডাউনে বন্ধ হয়ে যেতে জাতীয় পার্ক থেকে আর্থিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের মতো অনেক দপ্তরের সেবা। সম্ভাব্য শাটডাউনের কথা মাথায় রেখে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা কোন কোন সেবা বন্ধ হবে এবং কোনগুলো চালু থাকবে, তার তালিকাও করে রেখেছিল।

আরও পড়ুন:
ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র: প্রতিবেদন
যুক্তরাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি চীন: নিকি হ্যালি
বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের ভিসায় নিষেধাজ্ঞার প্রক্রিয়া শুরু: যুক্তরাষ্ট্র
শিকাগোতে বাসায় দুই সন্তানসহ বাবা-মার মরদেহ
বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র: আজরা জেয়া

মন্তব্য

আন্তর্জাতিক
New York streets flooded due to heavy rain state of emergency declared

ভারি বৃষ্টিতে প্লাবিত রাস্তা, নিউ ইয়র্কে জরুরি অবস্থা

ভারি বৃষ্টিতে প্লাবিত রাস্তা, নিউ ইয়র্কে জরুরি অবস্থা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুক্রবার ভারি বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে যায়। ছবি: রয়টার্স
নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন।

ভারি বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের রাস্তাঘাট তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এনডিটিভির শনিবারের প্রতিবেদনে বলা হয়, এক দশকে শহরের সবচেয়ে বেশি প্লাবিত দিন ছিল শুক্রবার। এমন বাস্তবতায় শহরটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

জলাবদ্ধতার কারণে বিমানবন্দর ও সাবওয়ে পুরোপুরি চালু করা সম্ভব হচ্ছে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু ভিডিওতে দেখা যায়, শহরের লাগার্ডিয়া বিমানবন্দরে প্রবেশের জন্য পানির মধ্যে দিয়ে হেঁটে যেতে হচ্ছে যাত্রীদের। বিমানবন্দরটির একটি টার্মিনাল বন্ধ করা হয়েছে।

নিউ ইয়র্কে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পানিতে অর্ধ-নিমজ্জিত গাড়ি, ও যানজট শহরের রাস্তাকে অচল করে দিয়েছে।

নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন।

শহরের চারপাশে চলাফেরা করা যাচ্ছে না জানিয়ে মেয়র বাড়িতে বা কর্মক্ষেত্রে থাকা লোকজনকে আপাতত সেসব জায়গাতে থাকার অনুরোধ করেন।

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও হাডসন ভ্যালিজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

এদিকে নিউ ইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালে ট্রেন চলাচল বন্ধ আছে।

আরও পড়ুন:
ভিসা নীতি নিয়ে সরকার নয়, বিরোধী দল চাপে: শিক্ষামন্ত্রী
ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র: প্রতিবেদন
যুক্তরাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি চীন: নিকি হ্যালি
শিশু হোসাইনকে বাঁচানোর গল্প শোনালেন আমেনা বেগম
বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের ভিসায় নিষেধাজ্ঞার প্রক্রিয়া শুরু: যুক্তরাষ্ট্র

মন্তব্য

আন্তর্জাতিক
US visa ban on 100 Nicaraguan officials goes into effect

নিকারাগুয়ার যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা কার্যকর শুরু

নিকারাগুয়ার যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা কার্যকর শুরু যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের লোগো। ছবি: সংগৃহীত
স্টেট ডিপার্টমেন্টের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার ওপর প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগার নেতৃত্বাধীন সরকারের আক্রমণ এবং সুশীল সমাজের সংস্থাগুলোর ওপর দমনপীড়নে সহায়তাকারীর ভূমিকায় থাকা নিকারাগুয়ার ১০০ পৌর কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকরে পদক্ষেপ নেয়া শুরু করেছে স্টেট ডিপার্টমেন্ট।

লাতিন আমেরিকার দেশ নিকারাগুয়ার ১০০ পৌর কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকরের পদক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় শুক্রবার দেশটির স্টেট ডিপার্টমেন্টের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার ওপর প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগার নেতৃত্বাধীন সরকারের আক্রমণ এবং সুশীল সমাজের সংস্থাগুলোর ওপর দমনপীড়নে সহায়তাকারীর ভূমিকায় থাকা নিকারাগুয়ার ১০০ পৌর কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকরে পদক্ষেপ নেয়া শুরু করেছে স্টেট ডিপার্টমেন্ট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের আগস্ট থেকে প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগা ও ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিল্লো স্বেচ্ছাচারী কায়দায় দেশের সর্বাধিক পরিচিত দুই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সেন্ট্রাল আমেরিকান ইউনিভার্সিটি ও সেন্ট্রাল আমেরিকান ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বন্ধ করে রেখেছে। উপরন্তু ওর্তেগা ও মুরিল্লো স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু বানিয়ে স্বদেশে উন্নত জীবন গড়তে চাওয়া নিকারাগুয়ার নাগরিকদের আশা ও স্বপ্নকে ব্যাহত করছেন।

স্টেট ডিপার্টমেন্ট জানায়, এখন পর্যন্ত নিকারাগুয়ার সহস্রাধিক কর্মকর্তার ভিসা যোগ্যতার ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, যারা মানবাধিকার লঙ্ঘন, স্বাধীন মত দেয়া লোকজনের ওপর দমনপীড়ন ও দুর্নীতিতে জড়িত। নিজ দেশের নাগরিকদের ওপর দমনপীড়ন চালানোর পাশাপাশি তাদের মানবাধিকার অস্বীকার করা লোকজন যুক্তরাষ্ট্রে অবাধ ভ্রমণের আশা করতে পারে না।

আরও পড়ুন:
ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের সম্ভাব্য কারণ কী হতে পারে?
যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে পুলিশ ইমেজ সংকটে পড়বে না: আইজিপি
আগামীতে ভিসানীতিতে পড়বে গণমাধ্যমও: পিটার হাস
ভিসা নীতি পুলিশের ওপর প্রভাব ফেলবে না: ডিএমপি ডিসি
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে চিন্তিত নই: পররাষ্ট্রমন্ত্রী

মন্তব্য

আন্তর্জাতিক
Bidens dog has bitten again

আবারও কামড়েছে বাইডেনের কুকুর

আবারও কামড়েছে বাইডেনের কুকুর হোয়াইট হাউসের বাইরে হাঁটছে জো বাইডেনের কুকুর কমান্ডার। ছবি: রয়টার্স
কমান্ডার হোয়াইট হাউসে এবং ডেলাওয়্যারে কমপক্ষে ১১টি কামড়ের ঘটনায় জড়িত। ২০২২ সালের নভেম্বরের এক ঘটনায় এই কুকুরের কামড়ে আহত একজন কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কুকুর আবারও কামড়ে সংবাদের শিরোনাম হয়েছে। এবার যে কুকুরটি এক কর্মীকে কামড়েছে, সেই কুকুরটি এর মধ্যদিয়ে এমন ঘটনা ঘটাল ১১তম বার।

সর্বশেষ সোমবার যুক্তরাষ্ট্রের সিক্রেটে সার্ভিস এজেন্টের কর্মীকে বাইডেনের দুই বছর বয়সী জার্মান শেফার্ড কমান্ডার কামড়ে দিয়েছে বলে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

সিক্রেট সার্ভিস এজেন্সির প্রধান অ্যান্টনি গুগলিয়েলমি মঙ্গলবার বিবৃতিতে বলেছেন, রাত 8টার দিকে একজন সিক্রেট সার্ভিস ইউনিফর্মড ডিভিশনের পুলিশ অফিসারকে কামড় দিয়েছে কমান্ডার। তাকে চিকিৎসা দেয়া হয়েছে।

আহত ওই কর্মীর অবস্থা এখন ভালো বলে জানিয়েছেন তিনি।

প্রতিবেদেন বলা হয়েছে, কমান্ডার হোয়াইট হাউসে এবং ডেলাওয়্যারে কমপক্ষে ১১টি কামড়ের ঘটনায় জড়িত। ২০২২ সালের নভেম্বরের এক ঘটনায় এই কুকুরের কামড়ে আহত একজন কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

গত জুলাইয়ে হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছিলেন, বাইডেন পরিবারের পোষা প্রাণীদের জন্য নতুন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

এর আগে বাইডেন পরিবারের আরেক জার্মান শেফার্ড মেজরও হোয়াইট হাউসে কামড়ে দিয়েছিল বেশ কয়েকজনকে। প্রেসিডেন্ট হওয়ার আগে ডেলাওয়্যারে তার পৈতৃক বাড়িতে ছিল এই মেজর। সময়ের পরিক্রমায় বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর তিন বছর বয়সী কুকুরটিকে নিয়ে আসেন হোয়াইট হাউজে।

১৮ একরের এই কমপ্লেক্সে এসে বিচরণের বিশাল জায়গা পায় মেজর ও কমান্ডার। কিন্তু নতুন পরিবেশকে আপন করে নিতে পারেনি এই দুই প্রাণী। এর প্রমাণ মিলছে হোয়াইট হাউজের কর্মীদের কামড়ে দেয়ার ঘটনায়।

আরও পড়ুন:
অস্ত্র ক্রয়ে প্রতারণার মামলায় অভিযুক্ত বাইডেনপুত্র হান্টার
বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চান বাইডেন: মোমেন
শেখ হাসিনা-বাইডেন আলাপ, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

মন্তব্য

আন্তর্জাতিক
Trump is responsible for business and banking fraud
আদালতের রায়

ব্যবসা ও ব্যাংক সংক্রান্ত প্রতারণায় যুক্ত ট্রাম্প

ব্যবসা ও ব্যাংক সংক্রান্ত প্রতারণায় যুক্ত ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
বিচারক এনগোরন জানান, ট্রাম্প নিজের সম্পদকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়েছেন। তার কোম্পানি ও প্রধান নির্বাহীরা বারবার বার্ষিক আর্থিক বিবৃতিতে ভুল তথ্য দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি আদালতে করা জালিয়াতির মামলায় ব্যবসা ও ব্যাংক সংক্রান্ত প্রতারণার জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে দায়ী করা হয়েছে।

আল জাজিরার মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়, রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তোলার সময় বছরের পর বছর ধরে জালিয়াতি করেছেন ট্রাম্প।

নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল জেমসের করা ওই মামলার রায় দেন বিচারক আর্থার এনগোরন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট ও তার কোম্পানি ব্যাংক, বিমাকারী ও অন্যান্যদের সঙ্গে প্রতারণা করেছে। অর্থায়ন নিশ্চিত করতে ট্রাম্প তার সম্পদ ও নেট মূল্যকে কাগজপত্রে অতিরঞ্জিত করে উপস্থাপন করেছেন।

এনগোরন জানান, শাস্তি হিসেবে ট্রাম্পের কিছু ব্যবসায়িক লাইসেন্স বাতিল করা হবে। এ ছাড়াও ট্রাম্প অর্গানাইজেশনের কার্যক্রম পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।

ট্রাম্পের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে রায়ের বিষয়ে মন্তব্য জানাননি, তবে ট্রাম্প দীর্ঘদিন ধরে জোর দিয়ে বলে আসছেন, তিনি কোনো ভুল করেননি।

এনগোরন আরও জানান, ট্রাম্প নিজের সম্পদকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়েছেন। তার কোম্পানি ও প্রধান নির্বাহীরা বারবার বার্ষিক আর্থিক বিবৃতিতে ভুল তথ্য দিয়েছেন।

তিনি বলেন, ‘ট্রম্পের এসব কর্মকাণ্ড সীমা অতিক্রম ও আইন লঙ্ঘন করেছে।’

চলতি বছর ২ অক্টোবর থেকে একটি নন-জুরি ট্রায়াল শুরু করা হবে, যা ডিসেম্বর পর্যন্ত চলতে পারে বলে জানান এনগোরন।

এর আগে ট্রাম্পের আইনজীবীরা বিচারককে মামলাটি বাতিল করতে বলেছিলেন। তাদের দাবি, জেমসকে আইনি মামলা করার অনুমতি দেয়া হয়নি। কারণ ট্রাম্পের কর্মকাণ্ডে জনগণের ক্ষতি হয়েছে এমন কোনো প্রমাণ নেই।

জেমস একজন ডেমোক্র্যাট। তিনি এক বছর আগে ট্রাম্প ও ট্রাম্প অর্গানাইজেশনের নামে মামলা করেন।

আরও পড়ুন:
ফের অভিযুক্ত হয়ে বাইডেনের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
এবার নির্বাচনের ফল উল্টানোর চেষ্টার ঘটনায় অভিযুক্ত ট্রাম্প
নথি রাখার মামলায় দোষ স্বীকার করেননি ট্রাম্প
আদালতে হাজির হতে ফ্লোরিডায় ট্রাম্প
পরমাণু কর্মসূচির গোপন নথি বাসায় নিয়েছিলেন ট্রাম্প

মন্তব্য

p
উপরে