× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

আন্তর্জাতিক
If you dont want to prolong the war you must give the plane Zelensky to the EU
google_news print-icon

দীর্ঘ যুদ্ধ না চাইলে যুদ্ধবিমান দিতে হবে: ইইউকে জেলেনস্কি

দীর্ঘ-যুদ্ধ-না-চাইলে-যুদ্ধবিমান-দিতে-হবে-ইইউকে-জেলেনস্কি
ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে ট্রেনে ফেরার সময় প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। ছবি: টুইটার
রাশিয়ার সঙ্গে যুদ্ধরত দেশটিতে কামানের ১০ লাখ গোলা পাঠাতে ইইউ যে পরিকল্পনা নিয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন জেলেনস্কি, তবে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র রাশিয়ার সেনাদের পিছু হটাতে অধিকতর কার্যকর হবে বলে মনে করছেন তিনি। বক্তব্যে এ দুই সামরিক সরঞ্জাম পাঠানোর দাবি পুনর্ব্যক্ত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

ইউক্রেনে জরুরি ভিত্তিতে যুদ্ধবিমান, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রসহ আধুনিক অস্ত্র পাঠাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের আহ্বান জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেছেন, এমনটি না হলে দীর্ঘ সময় ধরে যুদ্ধ বয়ে বেড়ানোর প্রস্তুতি নিতে হবে।

ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে যুদ্ধবিধ্বস্ত এলাকা পরিদর্শন শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রেনে রাজধানী কিয়েভে ফেরার সময় জেলেনস্কি এ কথা বলেন।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধক্ষেত্রের কাছাকাছি এলাকাগুলোতে দুই দিন অবস্থান করেন জেলেনস্কি। ফেরার পথে বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের একটি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নিয়ে আবেগঘন বর্ণনা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

রাখঢাক না রেখে দেয়া দীর্ঘ বক্তব্যে জেলেনস্কি বলেন, জোট হিসেবে রাশিয়াকে মোকাবিলার সিদ্ধান্ত ইইউকে নিতে হবে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া, যেটিকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একে অন্যায্য আগ্রাসন মনে করা পশ্চিমারা ইউক্রেনকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে।

রাশিয়ার সঙ্গে যুদ্ধরত দেশটিতে কামানের ১০ লাখ গোলা পাঠাতে ইইউ যে পরিকল্পনা নিয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন জেলেনস্কি, তবে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র রাশিয়ার সেনাদের পিছু হটাতে অধিকতর কার্যকর হবে বলে মনে করছেন তিনি। বক্তব্যে এ দুই সামরিক সরঞ্জাম পাঠানোর দাবি পুনর্ব্যক্ত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

জেলেনস্কির বক্তব্যে ইউরোপীয় দেশগুলোর প্রতি হতাশা ফুটে ওঠে।

তার অভিযোগ, রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দিতে দৃশ্যত তাড়া নেই ইইউর।

ইইউ নেতাদের উদ্দেশে জেলেনস্কি বলেন, ‘ইউরোপ বসে থাকলে অপশক্তি হয়তো পুনঃসংগঠিত হওয়ার সুযোগ পাবে এবং দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। একে মোকাবিলা করা আপনাদের ওপর নির্ভর করছে।’

আরও পড়ুন:
রাশিয়া-ইউক্রেন শস্য চুক্তির মেয়াদ ফের বাড়ল
ইউক্রেনে রুশ হামলা জোরদার, নিহত ৬
ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া
পুতিন কি ওয়াগনারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন?
আগামী বছরই অর্থশূন্য হয়ে পড়বে মস্কো, দাবি রুশ ব্যবসায়ীর

মন্তব্য

আরও পড়ুন

আন্তর্জাতিক
Erdogans fate is decided today

এরদোয়ানের ভাগ্য নির্ধারণ আজ

এরদোয়ানের ভাগ্য নির্ধারণ আজ তুরস্কের আঙ্কারায় গত ৩০ এপ্রিল নির্বাচনী সমাবেশে একে পার্টির প্রধান রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: রয়টার্স
প্রথম দফা নির্বাচনে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান পান ৪৯ দশমিক ৫ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিলিচদারোলু পান ৪৪ দশমিক ৯ শতাংশ ভোট। ওই দফায় ৫ শতাংশের সামান্য বেশি ভোট পাওয়া সিনান ওগান সমর্থন দিয়েছেন এরদোয়ানকে।

প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট দেবেন তুরস্কের নাগরিকরা।

স্থানীয় সময় রোববার সকাল ৮টায় (বাংলাদেশ সময় বেলা ১১টা) শুরু হচ্ছে এ ভোট।

গত ১৪ মে অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে একে পার্টির প্রধান রিসেপ তাইয়েপ এরদোয়ান কিংবা তার প্রধান প্রতিদ্বন্দ্বী সিএইচপির নেতা কামাল কিলিচদারোলুর কেউই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ভোট গড়িয়েছে দ্বিতীয় দফায়। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর ক্ষমতায় থাকা মূলত জাতীয়তাবাদী, রক্ষণশীলদের প্রিয় পাত্র এরদোয়ান আরও ৫ বছরের জন্য ক্ষমতা পাবেন নাকি তাকে হটিয়ে তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কপন্থি কিলিচদারোলু প্রেসিডেন্ট হবেন, তা নির্ধারণ হয়ে যাবে।

প্রথম দফা নির্বাচনে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান পান ৪৯ দশমিক ৫ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিলিচদারোলু পান ৪৪ দশমিক ৯ শতাংশ ভোট। ওই দফায় ৫ শতাংশের সামান্য বেশি ভোট পাওয়া সিনান ওগান সমর্থন দিয়েছেন এরদোয়ানকে।

দ্বিতীয় দফার ভোটে সিনানের সমর্থনে এরদোয়ান নিশ্চিতভাবেই এগিয়ে থাকবেন, তবে সব নির্ভর করছে ভোটার ‍উপস্থিতি ও তাদের রায়ের ওপর।

আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রথম দফায় নির্বাচন নিয়ে যে উত্তাপ ছিল, দুই সপ্তাহের ব্যবধানে সেটি অনেক কমে এসেছে। ভোটারদের অনেকে শুরুর দফার মতো আগ্রহ পাচ্ছেন না বলে সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন।

আরও পড়ুন:
গাজীপুর সিটিতে কাউন্সিলর হলেন যারা
আজমত-জাহাঙ্গীরকে নিয়ে একসঙ্গে কাজ করব: জায়েদা
ভোট সুষ্ঠু হয়েছে, নতুন মেয়রকে অভিনন্দন: আজমত
জনরায় মানবেন খালেক, সুষ্ঠু ভোটের জন্য সরকারের দিকে তাকিয়ে শফিকুল
ভোটারদের সম্মান ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি খোকনের

মন্তব্য

আন্তর্জাতিক
The United States is seeing the consequences of the Russia Ukraine war

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের যে পরিণতি দেখছে যুক্তরাষ্ট্র

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের যে পরিণতি দেখছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের বাখমুত শহরে হাঁটছেন এক ইউক্রেনীয় সেনা। ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফ জেনারেল মার্ক মিলি স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে তার দেশের অবস্থান ব্যক্ত করেন।

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের পরিণতি কী হতে চলেছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের মূল্যায়ন তুলে ধরেছেন দেশটির সর্বোচ্চ সামরিক কর্মকর্তা।

স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফ জেনারেল মার্ক মিলি এ অবস্থান ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘সামরিকভাবে এ যুদ্ধে জয় পাচ্ছে না রাশিয়া। এমনটা (জয়) হচ্ছে না।’

র‌্যামস্টেইন গ্রুপ হিসেবে পরিচিত ইউক্রেন ডিফেন্স কনটাক্ট গ্রুপের সদস্যভুক্ত বেশ কয়েকটি দেশের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের সমাপনীতে জেনারেল মিলি সাংবাদিকদের বলেন, ইউক্রেনের সরকার উৎখাতসহ রাশিয়ার প্রকৃত কৌশলগত উদ্দেশ্যগুলো সামরিকভাবে অর্জন করা সম্ভব নয়।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া, যাকে বিশেষ সামরিক অভিযান আখ্যা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৫ মাস ধরে চলা এ যুদ্ধ শিগগিরই বন্ধের ইঙ্গিত দেয়নি কোনো পক্ষ।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তার ভাষ্য, ইউক্রেনের ভূখণ্ডে লাখো রুশ সেনা রয়েছে, যে কারণে নিকট ভবিষ্যতে রাশিয়ার দখলকৃত ভূখণ্ড পুনর্দখল করার সুযোগ নেই।

তিনি বলেন, ‘এর অর্থ হলো যুদ্ধ অব্যাহত থাকছে, এটি রক্তক্ষয়ী হতে যাচ্ছে, এটি কঠিন হতে যাচ্ছে।’

আরও পড়ুন:
জি-সেভেন সম্মেলনে যোগ দিতে জাপানে জেলেনস্কি
রুশ নিষেধাজ্ঞায় পড়া ৫০০ আমেরিকানের তালিকায় ওবামা
সৌদিতে আকস্মিক সফরে জেলেনস্কি
শঙ্কা কাটিয়ে ইউক্রেনের সঙ্গে শস্য চুক্তির মেয়াদ বাড়াল রাশিয়া
ইউক্রেন ছাড়ল খাদ্যবাহী শেষ জাহাজ, চুক্তি নবায়নে অনিশ্চয়তা

মন্তব্য

আন্তর্জাতিক
Russia claims to have killed 70 attackers on the border

সীমান্তে ৭০ হামলাকারীকে হত্যার দাবি রাশিয়ার

সীমান্তে ৭০ হামলাকারীকে হত্যার দাবি রাশিয়ার রুশ বাহিনী ও হামলাকারীদের সংঘর্ষের সময় ক্ষতিগ্রস্ত সাঁজোয়া যান। ছবি: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ বা রিয়া নভোস্তির প্রতিবেদনে বলা হয়, ‘সর্বমোট ৭০ জনের বেশি জঙ্গি, চারটি সাঁজোয়া যান ও পাঁচটি পিকআপকে নাশ করা হয়েছে। আজ বেলগরদ অঞ্চলে (সন্ত্রাসবিরোধী অভিযান) বাতিল করা হয়েছে।’

ইউক্রেন থেকে বেলগরদ অঞ্চলের সীমান্তে দিয়ে প্রবেশ করা ৭০ জনের বেশি হামলাকারীকে হত্যার দাবি করেছে রাশিয়া।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার ইউক্রেন থেকে আসা হামলাকারীদের সঙ্গে রুশ বাহিনীর ২৪ ঘণ্টার মতো লড়াই হয়। সে লড়াই শেষে পিছু হটেন হামলাকারীরা।

রাশিয়ার ভাষ্য, ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর সবচেয়ে ঔদ্ধত্যপূর্ণ সীমান্ত হামলায় জড়িত সশস্ত্র সংগঠনগুলোর সেনাদের নির্মূলে বিমান ও কামান হামলা চালানো হয়।

রুশ কর্তৃপক্ষ জানায়, দ্বিপক্ষীয় লড়াইয়ের সময় কামান ও গোলার আঘাতে রাশিয়ার ১৩ নাগরিক আহত হন। উদ্ধারের সময় এক নারীর মৃত্যু হয়। এর বাইরে কোজিঙ্কা গ্রামে এক বেসামরিক নাগরিক নিহত হন।

রাশিয়ার কর্মকর্তারা জানান, লড়াইয়ের সময় সীমান্তবর্তী ৯টি গ্রাম খালি করা হয়।

বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ বা রিয়া নভোস্তির প্রতিবেদনে বলা হয়, ‘সর্বমোট ৭০ জনের বেশি জঙ্গি, চারটি সাঁজোয়া যান ও পাঁচটি পিকআপকে নাশ করা হয়েছে। আজ বেলগরদ অঞ্চলে (সন্ত্রাসবিরোধী অভিযান) বাতিল করা হয়েছে।’

প্রতিবেদনে হামলাকারীদের ‘ইউক্রেনের নাশকতা ও তথ্য নিতে আসা গ্রুপ’ হিসেবে আখ্যা দেয়া হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ জানান, স্থানীয় সেনা, বিমান হামলা ও কামানের মাধ্যমে শত্রুদের বিনাশ করা হয়েছে। বাদবাকি সেনাদের ইউক্রেনের ভূখণ্ডে ঠেলে দেয়া হয়েছে। পুরোপুরি নির্মূল হওয়ার আগ পর্যন্ত তাদের ওপর গোলাবর্ষণ করা হবে।

রাশিয়ায় অনুপ্রবেশ করে হামলার দায় স্বীকার করেছে পুতিনবিরোধী সশস্ত্র সংগঠন ফ্রিডম অফ রাশিয়া লিজন ও রাশিয়ান ভলান্টিয়ার কোর (আরভিসি), তবে এ হামলার সঙ্গে কোনো ধরনের যোগসাজশ নেই বলে দাবি করেছে ইউক্রেন।

আরও পড়ুন:
সৌদিতে আকস্মিক সফরে জেলেনস্কি
শঙ্কা কাটিয়ে ইউক্রেনের সঙ্গে শস্য চুক্তির মেয়াদ বাড়াল রাশিয়া
ইউক্রেন ছাড়ল খাদ্যবাহী শেষ জাহাজ, চুক্তি নবায়নে অনিশ্চয়তা
রুশদের যোগাযোগের তাগিদ সিআইএর, গোয়েন্দাদের সতর্ক করল রাশিয়া
বাখমুত দখলে নেয়ার দাবি ইউক্রেনের, রাশিয়ার অস্বীকার

মন্তব্য

আন্তর্জাতিক
The war is going on in Russia across the Ukrainian border

ইউক্রেন সীমান্ত পেরিয়ে যুদ্ধ চলছে রাশিয়ায়

ইউক্রেন সীমান্ত পেরিয়ে যুদ্ধ চলছে রাশিয়ায় হামলায় বিধ্বস্ত রাশিয়ার সীমান্ত শহর বেলগোরদ। ছবি: বিবিসি
ইউক্রেন থেকে একটি সশস্ত্র দল সোমবার সীমান্ত পার হয়ে রাশিয়ায় ঢুকে পড়ে। রাশিয়ার সেনারা সঙ্গে সঙ্গে তাদের প্রতিহত করার চেষ্টা করে ব্যর্থ হয়। এখনও অঞ্চলটিতে সংঘর্ষ চলছে।

ইউক্রেন যুদ্ধের বারুদ এবার ছড়াল রাশিয়ার অভ্যন্তরে। রাশিয়ার সীমান্ত এলাকা বেলগোরদ কেঁপে উঠছে একের পর এক বিস্ফোরণে। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে লোকজন পালিয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে।

রাশিয়া বলছে, ইউক্রেন থেকে একটি সশস্ত্র দল সোমবার সীমান্ত পার হয়ে রাশিয়ায় ঢুকে পড়ে। রাশিয়ার সেনারা সঙ্গে সঙ্গে তাদের প্রতিহত করার চেষ্টা করে ব্যর্থ হয়। এখনও অঞ্চলটিতে সংঘর্ষ চলছে।

এদিকে রাশিয়ার অভ্যন্তরে হামলার দায় স্বীকার করেনি ইউক্রেন। দেশটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, নিজেদের ভূমিতে তারা প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। বেলগোরদে হামলাকারী গোষ্ঠীর সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। রাশিয়ার দুটি আধাসামরিক বাহিনী সংঘাতে লিপ্ত হয়েছে।

অঞ্চলটির গভর্নর ভিচেস্লাভ গ্লাদকোভ মঙ্গলবার বিবিসিকে জানান, অসংখ্য মানুষ আহত হয়েছে, তবে কেউ নিহত হননি। রাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ড্রোন ভূপাতিত করা হয়। বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে। বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে।

হামলায় ক্ষতিগ্রস্থ ভবনগুলোর মধ্যে রাশিয়ার প্রধান নিরাপত্তা সংস্থা এফএসবির একটি ভবন রয়েছে।

গভর্নর আরও জানান, হামলার পর সীমান্তের গ্রামগুলো থেকে বাসিন্দারা পালিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। রাশিয়ার সেনাবাহিনী হামলাকারীদের ধরতে অভিযান শুরুর পাশাপাশি লোকজনকে নিরাপদে সরিয়ে নিচ্ছে।

তিনি আহ্বান করেন, যাদের সরিয়ে নেয়া হয়েছে, তারা যেন এখনই বাড়িঘরে ফিরে না আসেন।

বর্তমানে বেলগোরদের পরিস্থিতি খুবই উত্তেজনাকর বলে জানিয়েছে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এদিকে বেলগোরদে হামলাকারীদের নির্মূলে মরিয়া হয়ে উঠেছে মস্কো। সেখানে ‘সন্ত্রাসবিরোধী’ অভিযানে যোগাযোগ নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সেনাদের বিশেষ ক্ষমতা দেয়া হয়েছে।

ইউক্রেন যা বলছে

ইউক্রেন দাবি করছে, দেশটি নিজেদের ভূখণ্ড শত্রুমুক্ত করতে প্রতিরোধ অব্যাহত রেখেছে। বেলগোরদে হামলায় ইউক্রেনের সেনারা জড়িত নয়।

এ হামলায় রাশিয়ার নাগরিকদের সংগঠন লিবার্টি অব রাশিয়া লেজিওন এবং দি রাশিয়ান ভলান্টিয়ার কর্পস জড়িত।

লিবার্টি অব রাশিয়া লেজিওন ইউক্রেনভিত্তিক মিলিশিয়া বাহিনী। এরা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উৎখাত করতে চায়।

সোমবার এক টুইট বার্তায় সংগঠনটি দাবি করেছে, সীমান্ত শহর কোজিঙ্কা তাদের নিয়ন্ত্রণে। অপরদিকে গ্রেভোরন শহরের কাছাকাছি তাদের অগ্রবর্তী দল পৌঁছে গেছে।

পুতিনের মুখপাত্র ডিমিত্রি পেসকভ বলেন, হামলাকারীরা ইউক্রেনের সন্ত্রাসী। বাখমুত থেকে নজর ফেরাতে রাশিয়ার অভ্যন্তরে হামলা করা হয়েছে।

সম্প্রতি ওয়াগনার গ্রুপ বাখমুত দখলে নেয়ার দাবি করে।

বাখমুতে ওয়াগনার গ্রুপের ধ্বংসযজ্ঞ স্বীকার করলেও অঞ্চলটি রক্ষায় এখনও যুদ্ধ চলছে বলে জানায় কিয়েভ।

আরও পড়ুন:
ইউক্রেন ছাড়ল খাদ্যবাহী শেষ জাহাজ, চুক্তি নবায়নে অনিশ্চয়তা
বাখমুত দখলে নেয়ার দাবি ইউক্রেনের, রাশিয়ার অস্বীকার
ইউক্রেনে নিহত এএফপির সাংবাদিক
সেনা প্রত্যাহারের হুমকির পর ওয়াগনারকে অস্ত্র দিচ্ছে রাশিয়া
রাশিয়ার ‘হাস্যকর দাবি’ প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

মন্তব্য

আন্তর্জাতিক
Russia claims full possession of Bakhmut

বাখমুত পূর্ণ দখলের দাবি রাশিয়ার

বাখমুত পূর্ণ দখলের দাবি রাশিয়ার বাখমুতে ওয়াগনারের সেনারা। ছবি: রয়টার্স
ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের দাবি, শহরের শেষ দালানওয়ালা এলাকা থেকে ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দিয়েছেন ওয়ানগার সেনারা।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত পূর্ণ দখলের দাবি করেছে রাশিয়া।

স্থানীয় সময় শনিবার রাশিয়া এমন দাবি করে, যা সত্যি হলে প্রতিবেশী দুই দেশের ১৫ মাসব্যাপী লড়াইয়ের অবসান হবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, মোটা দাগে গুড়িয়ে দেয়া শহরে হামলায় নেতৃত্ব দেয় রাশিয়ার ভাড়াটে সেনা গোষ্ঠী ওয়াগনার গ্রুপ।

গোষ্ঠীটির প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের দাবি, শহরের শেষ দালানওয়ালা এলাকা থেকে ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দিয়েছেন ওয়ানগার সেনারা।

বাখমুত দখল হবে গত ১০ মাসের বেশি সময়ে রাশিয়ার সবচেয়ে বড় বিজয়। শহরটিকে সোভিয়েত আমলের ‘আর্তিওমোভস্ক’ নামে ডাকে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সাদার্ন গ্রুপ অফ ফোর্সেসের গোলা ও বিমানের সহায়তায় ওয়াগনারের অ্যাসল্ট ইউনিটের হামলায় আর্তিওমোভস্ক সম্পূর্ণ মুক্ত করা হয়েছে।

শনিবার প্রিগোজিনের করা দাবিটি নাকচ করে ইউক্রেন, তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির পর তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি কিয়েভ।

এদিকে বাখমুত দখলের জন্য সেনাদের ‍অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি তাদের পুরস্কার দেয়ার ঘোষণাও দিয়েছেন।

আরও পড়ুন:
ইউক্রেন ছাড়ল খাদ্যবাহী শেষ জাহাজ, চুক্তি নবায়নে অনিশ্চয়তা
রুশদের যোগাযোগের তাগিদ সিআইএর, গোয়েন্দাদের সতর্ক করল রাশিয়া
বাখমুত দখলে নেয়ার দাবি ইউক্রেনের, রাশিয়ার অস্বীকার
ইউক্রেনে নিহত এএফপির সাংবাদিক
সেনা প্রত্যাহারের হুমকির পর ওয়াগনারকে অস্ত্র দিচ্ছে রাশিয়া

মন্তব্য

আন্তর্জাতিক
Zelensky in Japan to attend G7 conference

জি-সেভেন সম্মেলনে যোগ দিতে জাপানে জেলেনস্কি

জি-সেভেন সম্মেলনে যোগ দিতে জাপানে জেলেনস্কি জাপানের হিরোশিমায় বিমান থেকে নামছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। ছবি: কিয়োদো
জাপানের টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, পরিচিত জলপাই রঙের পোশাকে বিমানের সিঁড়ি দিয়ে নেমে অপেক্ষমাণ গাড়িতে ওঠেন জেলেনস্কি। এর কিছুক্ষণ পর জেলেনস্কি টুইটে লিখেন, ‘জাপান। জি-সেভেন। ইউক্রেনের সহযোগী ও মিত্রদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক।’

বিশ্বের উন্নত দেশগুলোর জোট গ্রুপ অফ সেভেনের (জি-সেভেন) সম্মেলনে যোগ দিতে শনিবার জাপান পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।

সম্মেলনস্থল পরমাণু হামলার শিকার প্রথম শহর জাপানের হিরোশিমায় গেছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনে রুশ হামলা এবং চীন নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে জিসেভেনভুক্ত দেশ ‍যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, ইতালি ও কানাডাকে। সেমিকন্ডাকটর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের বাজার ধরার ক্ষেত্রে চীনের ভূমিকায় উদ্বিগ্ন দেশগুলো যৌথ বিবৃতি দিয়েছে।

জেলেনস্কিকে বহনকারী ফ্রান্স সরকারের বিমানটি হিরোশিমায় অবতরণের পরপরই বিবৃতিটি দেয়া হয়।

জাপানের টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, পরিচিত জলপাই রঙের পোশাকে বিমানের সিঁড়ি দিয়ে নেমে অপেক্ষমাণ গাড়িতে ওঠেন জেলেনস্কি। এর কিছুক্ষণ পর জেলেনস্কি টুইটে লিখেন, ‘জাপান। সিসেভেন। ইউক্রেনের সহযোগী ও মিত্রদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক।’

জি-সেভেনভুক্ত ফ্রান্সের কর্মকর্তারা বলেন, সৌদি আরবের জেদ্দায় আরব লিগের সম্মেলনে যোগ দিয়ে সশরীরে জেলেনস্কির জিসেভেন সম্মেলনে আসাটা গুরুত্ববাহী।

জাপানে জি-সেভেন নেতাদের সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি। পাশাপাশি রাশিয়া ঘনিষ্ঠ দুই দেশ ভারত ও ব্রাজিলের নেতাদের সঙ্গেও বৈঠকে অংশ নেবেন তিনি।

আরও পড়ুন:
সেনা প্রত্যাহারের হুমকির পর ওয়াগনারকে অস্ত্র দিচ্ছে রাশিয়া
রাশিয়ার ‘হাস্যকর দাবি’ প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের
এখনই ন্যাটোতে যাবে না ইউক্রেন, ক্রেমলিনে হামলায় যুক্তরাষ্ট্রকে দুষছে রাশিয়া
পুতিনকে হত্যাচেষ্টার অভিযোগ রাশিয়ার, অস্বীকার ইউক্রেনের
রাশিয়া ছাড়ছে টিন্ডার

মন্তব্য

আন্তর্জাতিক
Obama is on the list of 500 Americans under Russian sanctions

রুশ নিষেধাজ্ঞায় পড়া ৫০০ আমেরিকানের তালিকায় ওবামা

রুশ নিষেধাজ্ঞায় পড়া ৫০০ আমেরিকানের তালিকায় ওবামা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: এপি
পাল্টা নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, ‘ওয়াশিংটনের অনেক আগেই বোঝা উচিত ছিল, প্রতিটি শত্রুতামূলক পদক্ষেপের জবাব দেয়া হবে।’

রাশিয়ার শতাধিক কোম্পানি ও ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাবে ৫০০ আমেরিকানের ওপর একই ধরনের ব্যবস্থা নিয়েছে মস্কো।

স্থানীয় সময় শুক্রবার রাশিয়া যে ৫০০ জনের ওপর দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘বাইডেন প্রশাসনের নিয়মিত আরোপিত রাশিয়াবিরোধী নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে…রুশ ফেডারেশনে ৫০০ আমেরিকানের প্রবেশ বন্ধ করা হয়েছে।’

মন্ত্রণালয় আরও জানায়, তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও।

ইউক্রেনে হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়ার অর্থনীতিকে ভঙ্গুর করে দিতে শুক্রবার শতাধিক রুশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

এর পরিপ্রেক্ষিতে পাল্টা নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, ‘ওয়াশিংটনের অনেক আগেই বোঝা উচিত ছিল, প্রতিটি শত্রুতামূলক পদক্ষেপের জবাব দেয়া হবে।’

রাশিয়ার নিষেধাজ্ঞায় পড়া ৫০০ জনের মধ্যে টিভি উপস্থাপক স্টিফেন কোলবার্ট, জিমি কিমেল ও সেট মায়ার্স রয়েছেন। এ ছাড়া সিএনএনের উপস্থাপক এরিন বার্নেট ও এমএসএনবিসির উপস্থাপক র‌্যাচেল ম্যাডো ও জো স্ক্যারবোরোও তালিকায় আছেন।

রাশিয়া জানিয়েছে, তাদের নিষেধাজ্ঞায় পড়েছেন আমেরিকার সিনেটর, কংগ্রেস সদস্যরাও।

আরও পড়ুন:
রুশদের যোগাযোগের তাগিদ সিআইএর, গোয়েন্দাদের সতর্ক করল রাশিয়া
১৮ বছর বয়সী তরুণের গুলিতে যুক্তরাষ্ট্রে নিহত ৩
বাখমুত দখলে নেয়ার দাবি ইউক্রেনের, রাশিয়ার অস্বীকার
সেনা প্রত্যাহারের হুমকির পর ওয়াগনারকে অস্ত্র দিচ্ছে রাশিয়া
টেক্সাসে শপিং মলে বন্দুক হামলা, নিহত ৮

মন্তব্য

p
উপরে