ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামের একটি অংশ ‘মোদি’ নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে হওয়া মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার গুজরাটের সুরাটের একটি আদালত এই রায় ঘোষণা করে বলে এনডিটিভি জানিয়েছে।
রায়ের সময় রাহুল গান্ধী আদালতে উপস্থিত ছিলেন। কারাদণ্ডের নির্দেশের পরপরই রাহুল গান্ধীকে ৩০ দিনের জামিন দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে আদালতে রায় নিয়ে আপিল করতে পারবেন তিনি।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে প্রচারের সময় রাহুল গান্ধী নরেন্দ্র মোদিকে নিয়ে মানহানিকর বক্তব্য দেন বলে অভিযোগ। রাহুল বলেছিলেন, সব মোদি কেন চোর হয়?
বলা হয়, তিনি নরেন্দ্র মোদির সঙ্গে, নীরব মোদি, ললিত মোদিকে বোঝাতে এই মন্তব্য করেছিলেন। তবে এতে মোদি পদবীর সবার অপমান হয়েছে বলে অভিযোগ ওঠে। এ অভিযোগ তুলে সুরাটের এক আদালতে রাহুল গান্ধীর নামে মামলা হয় তখন।
রাহুলের মন্তব্যের পরিপ্রেক্ষিতে অপরাধমূলক মানহানির মামলা করেন গুজরাটেরর সাবকে মন্ত্রী বিজেপি বিধায়ক পূর্ণেন্দু মোদি। মামলাকারীর অভিযোগ ছিল, পুরো মোদি সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল।
ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। কম্পন অনুভূত হয়েছে ভারতের কয়েকটি অঞ্চলেও।
রোববার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে পাকিস্তানে ভূমিকম্প আঘাত হানে, তবে এখন পর্যন্ত এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তানের সীমান্ত এলাকা।
ভূপৃষ্ঠ থেকে ২২৩ কিলোমিটার গভীরে এটি আঘাত হানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে জানানো হয়, খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন এলাকা, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে কম্পন অনুভূত হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানায়, একই সময় আফগানিস্তানের জুরমের ৩৫ কিলোমিটার দক্ষিণে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, নিউ দিল্লি ও এর আশপাশের এলাকা, পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীরের শ্রীনগরে কম্পন অনুভূত হয়েছে।
পাকিস্তানে গত মার্চে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দুজন নিহত এবং ছয়জন আহত হয়।
আরও পড়ুন:বিরোধী বিভিন্ন দলের বর্জনের মধ্যে রোববার ভারতের নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
উদ্বোধন অনুষ্ঠানে একটি ফলক উন্মোচন করেন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, প্রধানমন্ত্রী মোদি নতুন পার্লামেন্ট ভবনে পৌঁছান সকাল সাড়ে ৭টায়। এর পরপরই তিনি ও পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার স্পিকার ওম বিরলা পূজায় বসেন। পূজা শেষে ঐতিহাসিক রাজদণ্ড বা সেঙ্গলকে প্রণাম করেন মোদি। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী সেঙ্গলটিকে লোকসভা কক্ষে নিয়ে যান এবং স্পিকারের চেয়ারের পাশে রাখেন।
ভারতের পুরোনো পার্লামেন্ট ভবনটি নির্মাণ হয় ১৯২৭ সালে। এর বয়স এখন ৯৬ বছর। এ সময়ের অনেক প্রয়োজন পূরণ করতে পারছে না ভবনটি।
নতুন পার্লামেন্ট ভবনে লোকসভার কক্ষে ৮৮৮ এবং রাজ্যসভার কক্ষে ৩০০ জন সদস্য স্বাচ্ছন্দ্যে বসতে পারবেন। লোকসভা ও রাজ্যসভা সদস্যদের যৌথ অধিবেশনের ক্ষেত্রে লোকসভার কক্ষে একসঙ্গে ১ হাজার ২৮০ জন আইনপ্রণেতা বসতে পারবেন।
নতুন ভবনটি নির্মাণে যেসব সামগ্রী ব্যবহার করা হয়েছে, সেগুলো ভারতের বিভিন্ন রাজ্য থেকে সংগ্রহ করা। এ ভবনে প্রতিফলন হয়েছে ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতির।
আরও পড়ুন:পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে আদালত অযোগ্য ঘোষণা করলে তার স্থলাভিষিক্ত কে হবেন, তা জানিয়েছেন দলটির প্রধান।
ইমরান খান বলেছেন, তাকে অযোগ্য ঘোষণা করা হলে দলের ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশিকে করা হবে পিটিআইয়ের চেয়ারম্যান।
স্থানীয় সময় শনিবার পাকিস্তানের লাহোরের জামান পার্কের বাসভবনে সাংবাদিক ও আইনজীবীদের উল্লিখিত কথা জানান ইমরান।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘আমাকে অযোগ্য ঘোষণা করা হলে শাহ মেহমুদ কুরেশি দল পরিচালনা করবেন।’
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসের অভিযোগে বেশ কিছু মামলার প্রেক্ষাপটে পিটিআইয়ে তার উত্তরসূরি নিয়ে বক্তব্য দিলেন ইমরান।
আল-কাদির ট্রাস্টের ১৯ কোটি পাউন্ড দুর্নীতি সংক্রান্ত মামলায় ন্যাশনাল অ্যাকাউন্ট্যাবিলিটি ব্যুরোর (এনএবি) পরোয়ানার পরিপ্রেক্ষিতে গত ৯ মে সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করেন রেঞ্জার্স সদস্যরা। সুপ্রিম কোর্ট এ গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করায় প্রায় চার দিন পর মুক্তি পান ইমরান।
পিটিআইপ্রধানের গ্রেপ্তারের খবরে ৯ মে দেশজুড়ে সহিংস বিক্ষোভ শুরু করেন তার কর্মী-সমর্থকরা, যাদের কেউ কেউ প্রতিরক্ষা সংক্রান্ত ভবনসহ রাষ্ট্রীয় স্থাপনা তছনছের পাশাপাশি অগ্নিসংযোগ করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়ে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন ন্যাশনাল সিকিউরিটি কমিটি (এনএসসি) সেনা আইনসহ সংশ্লিষ্ট আইন অনুযায়ী সহিংসতায় জড়িতদের বিচারের প্রতিশ্রুতি দিয়েছে।
৯ মে রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতিসাধনের ঘটনায় দলের নেতাদের গণপদত্যাগ নিয়ে জানতে চাইলে পিটিআইয়ের প্রধান বলেন, পরিস্থিতি দ্রুতই বদলে যাবে।
তিনি বলেন, ‘আগামী দিনগুলোতে বড় চমক দেব।’
ইমরানের ভাষ্য, দলের কিছু নেতা পদত্যাগে বাধ্য হয়েছেন। বাকিদের চেহারা উন্মোচন হয়ে গেছে।
আরও পড়ুন:বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) আওতায় এই অঞ্চলে সংযোগ স্থাপনে অবদান রাখার বিষয়টি আলোচনা করেছে বাংলাদেশ ও চীন।
শনিবার ঢাকায় দ্বাদশ ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) মিলিত হয়ে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা এ আলোচনা করেন।
বিআরআইয়ের পৃষ্ঠপোষকতায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সংযোগে অবদান রাখতেও আগ্রহ দেখিয়েছে দুপক্ষ। এ সময় অনলাইনে জুয়া ও মাদক পাচারের মতো উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা তৈরিতে বাংলাদেশকে সহায়তার প্রস্তাব দিয়েছে চীন। এ ছাড়া রোহিঙ্গা সংকটসহ বহুপক্ষীয় আঞ্চলিক বিষয়েও আলোচনা হয়।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত বৈঠকে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। বৈঠকের পর কোনো পক্ষই সাংবাদিকদের সঙ্গে কথা বলেনি।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়। এতে বলা হয়, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে নিয়মিত কর্মকর্তা পর্যায়ের আলোচনা এবং বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে চীনা ভাইস মিনিস্টার সুন ওয়েইডং ১০ বছর পর বাংলাদেশ সফর করছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে এ দেশের অভাবনীয় উন্নয়ন অর্জন হয়েছে বলে মুগ্ধতা প্রকাশ করেন। দুই দেশের প্রতিনিধিদল পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি বহুপক্ষীয় ফোরামে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। ‘এক চীননীতি’তে অব্যাহত সমর্থনের জন্য বাংলাদেশের প্রতি তাদের কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করেছে চীন। সাম্প্রতিকালে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের রাজনৈতিক সফর বিনিময়ের দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারত্বকে আরও গভীর করেছে বলে উল্লেখ করে দেশটির প্রতিনিধিদল।
মন্ত্রণালয় আরও জানায়, বৈঠকে রোহিঙ্গা সংকটসহ অন্যান্য বহুপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ থেকে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, টেকসই এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনের সুবিধার্থে সহায়তা পুনর্ব্যক্ত করেছে চীন।
রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন বাংলাদেশ ও মিয়ানমারের পাশাপাশি সমগ্র অঞ্চলের জন্য উপকারী হবে বলে মনে করেন চীনের ভাইস মিনিস্টার। তিনি পাইলট প্রজেক্টের প্রথম ব্যাচের প্রত্যাবাসনের সুবিধার্থে দুই দেশের প্রতিনিধিদের মিয়ানমারে গিয়ে পরিস্থিতি দেখে আসা এবং বাংলাদেশে এসে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার উদ্যোগের প্রশংসা করেছে চীনের প্রতিনিধিদল।
বৈঠকে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় চীনের টিকা সহায়তার জন্য বাংলাদেশ আবারও ধন্যবাদ জানায়। দুই পক্ষ বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে। এ সময় কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল এবং পদ্মা সেতু রেল সংযোগের মতো মেগা প্রকল্পের আসন্ন উদ্বোধনকে স্বাগত জানায় চীন। বৈঠকে বিদ্যুৎ ও যোগাযোগ খাতে কয়েকটি অতিরিক্ত প্রকল্প প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া গত বছর ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া ৯৮ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা ব্যবহার করে চীনে রপ্তানি বাড়ানোর বিষয়ে বেইজিংয়ের সহযোগিতা চায় বাংলাদেশ।
বাংলাদেশের গ্রীষ্মকালীন ফল বিশেষ করে আম, কাঁঠাল, পেয়ারা এবং হিমায়িত খাবার আমদানিতে আগ্রহ প্রকাশ করে চীন। বাংলাদেশের পক্ষ থেকে চীনের সঙ্গে বিদ্যমান বাণিজ্য ভারসাম্যহীনতা কমাতে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধার আওতায় শাকসবজি, ওষুধ, কাঁচা চামড়া, ফুটওয়্যার, পোশাক ইত্যাদি রপ্তানি আইটেম অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়।
চীনের ভাইস মিনিস্টার চট্টগ্রামে চীনা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তার দেশের কোম্পানিগুলোকে বিনিয়োগে উৎসাহিত করার আশ্বাস দেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-গুয়াংজু সরাসরি ফ্লাইট পুনরায় চালুর জন্য চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে সময়মতো আলোচনার পরামর্শ দেন। বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা-সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই পক্ষ নিয়মিত কনস্যুলার পরামর্শ চালু করতে সম্মত হয়েছে। ডিজিটাল প্রযুক্তি এবং বায়োটেকনোলজিতে উদ্ভাবনের বিষয়ে চীনের সঙ্গে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।
বৈঠকে দুই পক্ষ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পৃষ্ঠপোষকতায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সংযোগ বাড়াতে আগ্রহ প্রকাশ করে। উভয়পক্ষ বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। একই সঙ্গে নিয়মিত স্টাফ পর্যায়ের আলোচনা ও বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ঘূর্ণিঝড় ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় আবহাওয়া স্যাটেলাইটের তথ্য শেয়ার করার জন্য বাংলাদেশ চীনকে ধন্যবাদ জানায়।
আরও পড়ুন:পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কয়েক শ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের পর পাকিস্তানজুড়ে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। এতে জড়িত থাকার অপরাধে পিটিআইয়ের শীর্ষ নেতাসহ অনেককে গ্রেপ্তার করা হয়। চলমান বিচারের মুখোমুখি হওয়া থেকে বাঁচতে অভিযুক্তরা পালিয়ে যেতে পারেন, এমন শঙ্কায় এ নিষেধাজ্ঞা জারি করা হয় বলে পাকিস্তান সরকারের কয়েকটি সূত্র দাবি করেছে।
শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) দেশটির সব স্থল, বিমানবন্দর ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিদের তালিকা পাঠায়।
সংস্থাটির একটি সূত্র জানায়, এ প্রক্রিয়া কোনো বিরল ঘটনা নয়। অভিযুক্ত ব্যক্তিদের পলায়ন রোধে প্রত্যেক মামলায় এমন চর্চা রয়েছে।
এদিকে ইমরান খান তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে টুইট বার্তা দেন।
তিনি লিখেন, ‘আমার নাম তালিকায় রাখায় সরকারকে ধন্যবাদ। বিদেশে যাওয়ার কোনো পরিকল্পনা আমার নেই। কারণ, দেশের বাইরে আমার কোনো সম্পদ, ব্যবসা বা ব্যাংক অ্যাকাউন্ট নেই।’
আরও পড়ুন:বিয়ের দিনক্ষণ ঠিক। কনে প্রস্তুত, কিন্তু গররাজি বর মাকে নিয়ে আসার কথা বলে আসেননি অনুষ্ঠানস্থলে। তাতে দমে যাননি কনে। বিয়ের পোশাকেই বরের খোঁজে পাড়ি জমিয়েছেন ২০ কিলোমিটার। এরপর একটি বাসে ওঠার সময় বরকে ধরে এনে সম্পন্ন করেছেন বিয়ে।
ব্যতিক্রমী ঘটনাটি ঘটিয়েছেন ভারতের উত্তর প্রদেশের বেরেলির এক নারী।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়, উত্তর প্রদেশের বাদাউন জেলার এক ব্যক্তির সঙ্গে আড়াই বছরের প্রেমের সম্পর্ক ছিল ওই নারীর। দুই পরিবারের মধ্যে ব্যাপক দরকষাকষির পর দুজনের বিয়ের তারিখ ঠিক হয় রোববার। বিয়ে পড়ানোর কথা হয় রাজ্যের ভূতেশ্বর নাথ মন্দিরে।
কথা অনুযায়ী যথারীতি মন্দিরে বিয়ের পোশাকে আসেন কনে, কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মেলেনি বরের দেখা। একপর্যায়ে কনে কল করেন বরকে। সেই কলে অপর প্রান্তকে তাকে জানানো হয়, তিনি মাকে আনতে যাচ্ছেন বাদাউনে।
বরের কাছ থেকে ওই কথা শুনে এক মুহূর্তও অপেক্ষা না করে তাকে ধরে আনতে বের হয়ে পড়েন কনে। তিনি বেরেলি থেকে ২০ কিলোমিটার দূরে গিয়ে ভিমোরা থানার কাছে বাসে উঠতে যাওয়ার মুহূর্তে বরকে ধরেন।
তাকে বিয়ের পিঁড়িতে বসানোর আগে রাস্তাতেও বেশ নাটকীয়তা দেখা যায়। অবশেষে উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে ভিমোরার এক মন্দিরে হয় বিয়ে।
আরও পড়ুন:জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি।
মঙ্গলবার ইসলামাবাদের এন্টি টেররিজম কোর্ট (এটিসি) তাকে আট মামলায় আগামী ৮ জুন পর্যন্ত জামিন দেয়। একই সঙ্গে বুশরাকে জামিন ৩১ মে পর্যন্ত জামিন দিয়েছে ন্যাশনাল অ্যাকাউন্টটিবিলিটি ব্যুরো (এনএবি)।
কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।
আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন চাইতে গিয়ে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গত ৯ মে গ্রেপ্তার হয়েছিলেন ইমরান। ওই মামলার আসামি তার স্ত্রীও।
ইমরান খানের এই গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করে ১২ মে জামিনের নির্দেশ দেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট। ইমরানকে গ্রেপ্তারের ঘটনায় দেশজুড়ে সহিংস বিক্ষোভ দেখা দেয়। এই বিক্ষোভে অন্তত আটজনের প্রাণহানি ঘটে।
ইমরানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার জামিনের পর ও বুশরাও আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন পান। তার জামিনের মেয়াদ শেষ হচ্ছে ২৩ মে। আর কারাবাসের পর নানা ঘটনার প্রেক্ষাপটে এখন ১৫ দিনের জামিনে আছেন ইমরান।
আরও পড়ুন:
মন্তব্য