× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

আন্তর্জাতিক
Malaysia announced suspension of foreign workers
google_news print-icon

বিদেশি কর্মী নেয়া স্থগিত ঘোষণা মালয়েশিয়ার

বিদেশি-কর্মী-নেয়া-স্থগিত-ঘোষণা-মালয়েশিয়ার
মালয়েশিয়ার সরকার দেশটিতে বিদেশি শ্রমিক নেয়া স্থগিত ঘোষণা করেছে। ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ভি শিবকুমার জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিদেশি শ্রমিকদের সব আবেদন এবং সেগুলোর প্রক্রিয়াকরণ স্থগিত থাকবে।

মালয়েশিয়ার সরকার দেশটিতে বিদেশি শ্রমিক নেয়া স্থগিত করে দিয়েছে। দেশটির স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম ফ্রিমালয়েশিয়াটুডে ডটকম এ খবর প্রকাশ করেছে।

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ভি শিবকুমার জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিদেশি শ্রমিকদের সব আবেদন এবং সেগুলোর প্রক্রিয়াকরণ স্থগিত থাকবে।

শিবকুমার বলেন, ‘ইতিমধ্যে যে ৯ লাখ ৯৫ হাজার ৩৯৬ জন শ্রমিক মালয়েশিয়ায় কাজের অনুমতি পেয়েছেন তাদের আসার সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

মানবসম্পদমন্ত্রী বলেন, সাময়িক এ স্থগিতাদেশ তাৎক্ষণিক কার্যকর হবে। বৈধ কাগজপত্রবিহীন যেসব শ্রমিক নতুন করে আবেদন করেছেন, তারাও সরকারের নতুন সিদ্ধান্তের আওতায় পড়বেন। ইতিমধ্যে কাজের অনুমতিপ্রাপ্ত শ্রমিকদের মালয়েশিয়ায় আসার বিষয়টি নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করার পরে স্থগিতাদেশটি নিয়ে পর্যালোচনা হবে। তাই নিয়োগদাতাদের যত দ্রুত সম্ভব তাদের কাজটি সম্পন্ন করার আহ্বান জানানো হচ্ছে।

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ‘আমরা ইতিমধ্যে ৯ লাখ ৯৫ হাজার ৩৯৬ জন শ্রমিককে গত ১৪ মার্চ পর্যন্ত বিভিন্ন খাতে কাজের অনুমোদন দিয়েছি। এসব খাতের মধ্যে রয়েছে নির্মাণ, সেবা, উৎপাদন, কৃষি, খনন ও উত্তোলন এবং আবাদ। এসবের মধ্যে রয়েছে স্বাভাবিক অনুমোদন প্রক্রিয়া এবং উৎপাদন, নির্মাণ, আবাদ, কৃষি এবং খাদ্য ও পানীয় সংক্রান্ত পাঁচটি গুরুত্বপূর্ণ খাতের জন্য তুলনামূলক সহজ প্রক্রিয়া। যে সংখ্যায় শ্রমিক নিয়োগের অনুমোদন দেয়া হয়েছে তা শ্রমশক্তির বর্তমান চাহিদা পূরণের জন্য যথেষ্ট।’

মন্তব্য

আরও পড়ুন

আন্তর্জাতিক
Calling Shaheeds son Mirzafar does not lead to a case Priyanka

শহীদের ছেলেকে মীরজাফর বললে মামলা হয় না: প্রিয়াঙ্কা

শহীদের ছেলেকে মীরজাফর বললে মামলা হয় না: প্রিয়াঙ্কা কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। ছবি: ইন্ডিয়া টুডে
রাহুল গান্ধীকে ‘শহীদের সন্তান’ উল্লেখ করে তার বোন প্রিয়াঙ্কা বলেন, বিজেপি প্রতিদিনই কংগ্রেসের সাবেক সভাপতিকে অপমান করছে। ক্ষমতাসীন দলটি তাদের নেহরু-গান্ধী পরিবারকে নিয়ে কটাক্ষ করতেও দ্বিধা করছে না।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গান্ধী পরিবারের বিরুদ্ধে বিজেপির তীব্র বিষোদগার চলছে বলে অভিযোগ করেছেন কংগ্রেসের দুই নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র ও মাল্লিকার্জুন খাড়গে।

কেরালার ওয়ানাড় আসন থেকে নির্বাচিত এমপি রাহুল গান্ধীকে লোকসভা থেকে অযোগ্য ঘোষণার প্রতিবাদে রোববার এক বিক্ষোভ কর্মসূচিতে তারা এমন অভিযোগ করেন।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, রাহুল গান্ধীকে ‘শহীদের সন্তান’ উল্লেখ করে তার বোন প্রিয়াঙ্কা বলেন, বিজেপি প্রতিদিনই কংগ্রেসের সাবেক সভাপতিকে অপমান করছে। ক্ষমতাসীন দলটি তাদের নেহরু-গান্ধী পরিবারকে নিয়ে কটাক্ষ করতেও দ্বিধা করছে না।

কংগ্রেসপ্রধান মল্লিকার্জুন খাড়গে ও সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী দিল্লির রাজঘাটে ‘সত্যাগ্রহ’ বা অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন। এর আগে মহাত্মা গান্ধী স্মৃতিসৌধ এলাকায় প্রতিবাদ কর্মসূচি করতে চাইলে পুলিশ তাদের অনুরোধ গ্রহণ করেনি।

প্রিয়াঙ্কা তার বক্তব্যে বলেন, ‘আমার ভাই, যিনি কিনা শহীদের ছেলে, তাকে আপনারা বিশ্বাসঘাতক ও মীরজাফর ডাকেন। আপনারা তার মাকে অপমান করেন। আপনাদের এক মুখ্যমন্ত্রী বলেন, রাহুল গান্ধী তার মাকে চিনেন না। আপনারা আমার পরিবারকে প্রত্যেক দিন অপমান করেন, কিন্তু (এ কারণে) কোনো মামলা হয় না।’

এর আগে মানহানির মামলায় দুই বছরের কারাদণ্ড পেয়ে এমপি পদ হারানোর প্রতিক্রিয়ায় শনিবার সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন, লন্ডনে করা সাম্প্রতিক মন্তব্য নিয়ে ক্ষমা চাইবেন না তিনি।

‘আমার পরবর্তী বক্তব্য কী হবে, তা নিয়ে প্রধানমন্ত্রী ভীত হওয়ার কারণে আমাকে (পার্লামেন্টে) অযোগ্য ঘোষণা করা হয়েছে। আমি তার চোখে ভয় দেখেছি। এ কারণে তারা আমাকে পার্লামেন্টে কথা বলতে দিতে চায় না’, বলেন কেরালার ওয়ানাড়ের সদ্য সাবেক এমপি রাহুল।

মার্চের শুরুতে লন্ডনে ইন্ডিয়ান জার্নালিস্টস’ অ্যাসোসিয়েশনের (আইজিএ) সঙ্গে মতবিনিময়ের সময় রাহুল গান্ধী বলেন, ভারতীয় জনতা পার্টি ভারতীয়দের মুখ বন্ধ করে রাখতে চায়।

ওই অনুষ্ঠানে গুজরাট দাঙ্গা ও নরেন্দ্র মোদির উত্থান নিয়ে নির্মিত বিবিসির ডকুমেন্টারির বিষয়ে রাহুল গান্ধীর কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, ‘ভারতের সর্বত্র কণ্ঠস্বর দমন হচ্ছে, যার একটি উদাহরণ হলো বিবিসির ডকুমেন্টারি।’ বিবিসির ওই ডকুমেন্টারিটি ভারতে প্রদর্শন নিষিদ্ধ করেছে বিজেপি নেতৃত্বাধীন সরকার।

লন্ডনে ওই বক্তব্যের জেরে রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ার দাবি জানায় বিজেপি। এ নিয়ে সংবাদ সম্মেলনে জানতে চাইলে রাহুল বলেন, ‘আমার নাম সাভারকার নয়; আমি একজন গান্ধী। আমি ক্ষমা চাইব না।’

লন্ডনে বক্তব্য দেয়ার সময় রাহুল ভারতের অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপ চেয়েছেন বলে অভিযোগ করেছে বিজেপি। সেটি নাকচ করে দেন কংগ্রেস নেতা।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে প্রচারের সময় দেয়া বক্তব্যে রাহুল গান্ধী বলেছিলেন, ‘সব মোদি কেন চোর হয়?’

ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে হওয়া মানহানির মামলায় গত বৃহস্পতিবার রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেয় গুজরাটের সুরাটের আদালত। পরের দিন তাকে এমপি পদে অযোগ্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে লোকসভা সচিবালয়।

আরও পড়ুন:
দিল্লিতে বিক্ষোভে গ্রেপ্তার রাহুল, প্রিয়াঙ্কা
গণতন্ত্রের মৃত্যু দেখছে ভারত: রাহুল গান্ধী
আবারও কি মা হতে যাচ্ছেন প্রিয়াঙ্কা
রাহুল গান্ধী আটক
প্রিয়াঙ্কার সঙ্গে জীবনের উদ্দাম যাত্রায় থাকতে পেরে সম্মানিত নিক

মন্তব্য

আন্তর্জাতিক
Tornado kills 23 in USA

যুক্তরাষ্ট্রে টর্নেডোতে নিহত ২৩

যুক্তরাষ্ট্রে টর্নেডোতে নিহত ২৩ যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে সড়কে ভেঙে পড়েছে গাছ। ছবি: সংগৃহীত
মিসিসিপির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানায়, ঝড়ের পর অন্তত চার জন নিখোঁজ রয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। মিসিসিপি ছাড়াও আলাবামা এবং টেনেসি অঙ্গরাজ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য মিসিসিপিতে শক্তিশালী একাধিক ঝড় ও অন্তত একটি ঘূর্ণিঝড়ের (টর্নেডো) আঘাতে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন ।

স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,ঝড়ে বহু ঘরবাড়ির ছাদ উড়ে গেছে। আশপাশের এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক।

মিসিসিপির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানায়, ঝড়ের পর অন্তত চার জন নিখোঁজ রয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। মিসিসিপি ছাড়াও আলাবামা এবং টেনেসি অঙ্গরাজ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

মিসিসিপির রোলিং ফোর্ক শহরে বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ঝড়ের পর সেখানে অনেনক গাড়ি উল্টে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় টেলিভিশনে প্রচারিত খবরের ভিডিওতে দেখা যায়, অনেক গাছ ‍উপড়ে গেছে।

মিসিসিপির গভর্নর টেইট রিভস টুইটার এক বার্তায় ওই টর্নেডোতে অন্তত ২৩ জনের মৃত্যুর খবর উল্লেখ করে লিখেছেন, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

মিসিসিপির রাজধানী জ্যাকসন থেকে প্রায় ১১০ কিলোমিটার উত্তরে শার্কি এবং হামফ্রিজ কাউন্টি এলাকায় জরুরি বিভাগের কর্মীরা অনুসন্ধান ও উদ্ধারকাজে অংশ নিচ্ছেন।

রোলিং ফোর্কের মেয়র এলড্রিজ ওয়াকার সিএনএনকে বলেছেন, ‘আমার শহর শেষ। বাম থেকে ডান পর্যন্ত যেদিকে তাকাই, শুধু ধ্বংসের চিহ্ন দেখি।’

স্থানীয় আবহাওয়া দপ্তর জানায়, শনিবার সকালেই টর্নোডোটি দুর্বল হয়ে যায়। তবে এটির প্রভাবে আরও ঝড়বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। তবে মারাত্মক কোনো পূর্বাভাস নেই।

আরও পড়ুন:
ব্যাংক খাতে অস্থিরতার মধ্যে সুদহার বাড়াল ফেডারেল রিজার্ভ
বাংলাদেশের নির্বাচন ও দুর্নীতি নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের
টেক্সাসে স্কুলের সামনে গুলিতে ছাত্র নিহত
দেউলিয়া হওয়ার শঙ্কায় যুক্তরাষ্ট্রের আরও ২০০ ব্যাংক
পঞ্চম বিয়ে করছেন ৯২ বছরের রুপার্ট মারডক

মন্তব্য

আন্তর্জাতিক
Biden and Kamala Harris satirized on Saudi TV

সৌদির রাষ্ট্রীয় টিভিতে বাইডেন ও কমলা হ্যারিসকে ব্যঙ্গ

সৌদির রাষ্ট্রীয় টিভিতে বাইডেন ও কমলা হ্যারিসকে ব্যঙ্গ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ব্যঙ্গ করে সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনে একটি অনুষ্ঠান সম্প্রচার করা হয়। ছবি: সংগৃহীত
ভিডিওটি @PapiTrumpo নামের এক ব্যবহারকারী টুইটারে শেয়ার করেছেন। এতে দেখা যায়, বাইডেনের মতো এক ব্যক্তি উড়োজাহাজে ওঠার সময় হোঁচট খেয়ে পড়ে গেছেন। সেখানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নিয়েও ব্যঙ্গ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ব্যঙ্গ করে একটি ভিডিও সম্প্রচারিত হয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে। এরইমধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভাইরাল হয়েছে।

ভিডিওটি @PapiTrumpo নামের এক ব্যবহারকারী টুইটারে শেয়ার করেছেন। এতে দেখা যায়, বাইডেনের মতো এক ব্যক্তি উড়োজাহাজে ওঠার সময় হোঁচট খেয়ে পড়ে গেছেন। সেখানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নিয়েও ব্যঙ্গ করা হয়েছে।

ভিডিওটিতে আরও দেখা যায়, ভাষণ শেষ হওয়ার পর বাইডেনের মতো দেখতে ওই ব্যক্তি কারও দিকে করমর্দনের জন্য এগিয়ে যাচ্ছেন, তবে সেখানে কেউই ছিল না।

শুক্রবার এ ভিডিওটি টুইটারে পোস্ট করা হয়। এরপর থেকে এটি ৬ লাখ ৬৪ হাজারের বেশি দেখা হয়েছে।

একজন টুইটার ব্যবহারকারী ভিডিওটি নিয়ে লেখেন, এটি প্যারোডি ভিডিও হিসেবে খুবই হাস্যকর ছিল, তবে প্রকৃতপক্ষে বিষয়টি দুঃখজনক।

আরেকজন ব্যবহারকারী লিখেছেন, এটা মজার তবে সেইসঙ্গে ভয়াবহও।

এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, গত বছরও বাইডেন ও কমলকা হ্যারিসকে ব্যঙ্গ করে একটি শো সম্প্রচার করেছিল যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশন।

আরও পড়ুন:
সৌদির প্রথম নারী নভোচারী হচ্ছেন রায়ানা
বাইডেনের বাড়িতে আরও গোপন নথি
বাইডেনের বাড়িতে গোপন নথি, তদন্তে বিশেষ কমিটি
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র: বাইডেন
পাকিস্তানের সেনাপ্রধান সৌদি সফরে কেন

মন্তব্য

আন্তর্জাতিক
Ukraine wants to send 400000 more troops to Russia Bloomberg

ইউক্রেনে আরও চার লাখ সেনা পাঠাতে চায় রাশিয়া: ব্লুমবার্গ

ইউক্রেনে আরও চার লাখ সেনা পাঠাতে চায় রাশিয়া: ব্লুমবার্গ ইউক্রেন যুদ্ধে ট্যাংক নিয়ে এগিয়ে যাচ্ছেন রুশ সেনারা। ছবি: সংগৃহীত
বিশ্লেষকরা বলছেন, রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হবে আগামী বছর। এর আগে ইউক্রেনে আরও সেনা মোতায়েনের জন্য প্রস্তুত নন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেন যুদ্ধে লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে রাশিয়া। এ অবস্থায় দেশটিতে শিগগিরই আরও চার লাখের বেশি সেনা পাঠাতে চায় ক্রেমলিন।

মস্কোর এই পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ দীর্ঘ সময় ধরে চালাতে এ বছরই আরও চার লাখের বেশি সেনাকে ইউক্রেনে পাঠাতে চাইছে রাশিয়া।

তবে রুশবিরোধী কিছু কর্মকর্তা এ পরিকল্পনাকে অবাস্তব বলে মনে করছেন। গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া প্রায় চার লাখ সেনা নিয়ে ইউক্রেনে সেনা অভিযান শুরু করে। আবার নতুন করে এই পরিমাণ সেনা নিয়োগ দেয়া রাশিয়ার পক্ষে সম্ভব হবে না বলে মনে করছেন তারা।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রুশ সেনা সক্ষমতাবিষয়ক সাবেক বিশ্লেষক দারা ম্যাসিকট বলেন, যুদ্ধকালীন অর্থনীতি এবং সামরিক আইনের দিকে ধাবিত না হওয়া পর্যন্ত রাশিয়ার পক্ষে ইউক্রেনে আরেকটি বড় সেনা মোতায়েনের সম্ভাবনা দেখছি না।

বিশ্লেষকরা বলছেন, রাশিয়ায় আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচন হবে। এর আগে ইউক্রেনে আরও সেনা মোতায়েনের জন্য প্রস্তুত নন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ সেনা বিশেষজ্ঞ পাভেল লুজিন ব্লুমবার্গকে জানিয়েছেন, আগের বছরগুলোর মতো এবার আর যুদ্ধে স্বেচ্ছাসেবক নিয়োগ দিতে পারছে না রাশিয়া।

তবে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু গত বছরের ডিসেম্বরে জানিয়ে ছিলেন, ২০২৩ সালের শেষ নাগাদ রাশিয়ার ৫ লাখ ২১ হাজার চুক্তিবদ্ধ সেনা ইউক্রেনে থাকবে, যা যুদ্ধের শুরুতে ছিল চার লাখ পাঁচ হাজার।

পুতিনও গত বছর রুশ সেনার সংখ্যা সাড়ে ১১ লাখ থেকে বাড়িয়ে ১৫ লাখ করার পরিকল্পনায় অনুমোদন দেন। ২০২৬ সালের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় ক্রেমলিন। এছাড়া গত বছরের সেপ্টেম্বরে রুশ প্রতিরক্ষামন্ত্রী জানান, তাদের কাছে আড়াই কোটি সেনা রিজার্ভ রয়েছে।

এদিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য রাশিয়ার সামরিক সক্ষমতা ফুরিয়ে আসছে বলে মনে করছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। তাদের মতে, মস্কোর অস্ত্রের মজুত কমে যাচ্ছে এবং নিষেধাজ্ঞার কারণে তাদের অস্ত্র সংগ্রহ করার সক্ষমতাও কমে যাচ্ছে।

ইউক্রেনের সেনা গোয়েন্দা বিভাগের উপপ্রধান ভাদিম স্কিবিটস্ক জানান, তারা এ যুদ্ধ ২০২৩ বা সর্বোচ্চ ২০২৪ পর্যন্ত চালিয়ে যেতে পারে।

মন্তব্য

আন্তর্জাতিক
Rahul will not ask for forgiveness seeing fear in Modis eyes

মোদির চোখে ভয় দেখা রাহুল চাইবেন না ক্ষমা

মোদির চোখে ভয় দেখা রাহুল চাইবেন না ক্ষমা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ফাইল ছবি
লন্ডনে দেয়া সাম্প্রতিক বক্তব্যের জেরে রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বিজেপি। এ নিয়ে আজকের সংবাদ সম্মেলনে জানতে চাইলে রাহুল বলেন, ‘আমার নাম সাভারকার নয়; আমি একজন গান্ধী। আমি ক্ষমা চাইব না।’

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা থেকে সদস্যপদ হারানোর এক দিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিয়েছেন দেশটির বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

মানহানির মামলায় দুই বছরের কারাদণ্ড পেয়ে এমপি পদ হারানোর প্রতিক্রিয়ায় শনিবার সংবাদ সম্মেলনে কংগ্রেসের সাবেক সভাপতি বলেন, লন্ডনে করা সাম্প্রতিক মন্তব্য নিয়ে ক্ষমা চাইবেন না তিনি।

‘আমার পরবর্তী বক্তব্য কী হবে, তা নিয়ে প্রধানমন্ত্রী ভীত হওয়ার কারণে আমাকে (পার্লামেন্টে) অযোগ্য ঘোষণা করা হয়েছে। আমি তার চোখে ভয় দেখেছি। এ কারণে তারা আমাকে পার্লামেন্টে কথা বলতে দিতে চায় না’, বলেন কেরালার ওয়ানাড়ের সদ্য সাবেক এমপি রাহুল।

মার্চের শুরুতে লন্ডনে ইন্ডিয়ান জার্নালিস্টস’ অ্যাসোসিয়েশনের (আইজিএ) সঙ্গে মতবিনিময়ের সময় রাহুল গান্ধী বলেন, ভারতীয় জনতা পার্টি ভারতীয়দের মুখ বন্ধ করে রাখতে চায়।

ওই অনুষ্ঠানে গুজরাট দাঙ্গা ও নরেন্দ্র মোদির উত্থান নিয়ে নির্মিত বিবিসির ডকুমেন্টারির বিষয়ে রাহুল গান্ধীর কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, ‘ভারতের সর্বত্র কণ্ঠস্বর দমন হচ্ছে, যার একটি উদাহরণ হলো বিবিসির ডকুমেন্টারি।’ বিবিসির ওই ডকুমেন্টারিটি ভারতে প্রদর্শন নিষিদ্ধ করেছে বিজেপি নেতৃত্বাধীন সরকার।

লন্ডনে ওই বক্তব্যের জেরে রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বিজেপি। এ নিয়ে আজকের সংবাদ সম্মেলনে জানতে চাইলে রাহুল বলেন, ‘আমার নাম সাভারকার নয়; আমি একজন গান্ধী। আমি ক্ষমা চাইব না।’

লন্ডনে বক্তব্য দেয়ার সময় রাহুল ভারতের অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপ চেয়েছেন বলে অভিযোগ করেছে বিজেপি। সেটি নাকচ করে দিয়েছেন কংগ্রেস নেতা।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে প্রচারের সময় দেয়া বক্তব্যে রাহুল গান্ধী বলেছিলেন, ‘সব মোদি কেন চোর হয়?’

ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে হওয়া মানহানির মামলায় গত বৃহস্পতিবার রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেয় গুজরাটের সুরাটের আদালত। পরের দিন তাকে এমপি পদে অযোগ্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে লোকসভা সচিবালয়।

আরও পড়ুন:
রাহুল গান্ধী আটক
অর্থনীতি প্রশ্নে ভারত-শ্রীলঙ্কার দশা প্রায় একই: রাহুল
সরকারি হস্তক্ষেপে কমেছে টুইটার অনুসারী, অভিযোগ রাহুলের
হিন্দু ও হিন্দুত্ববাদীর পার্থক্য বোঝালেন রাহুল
সভাপতি পদে রাহুলকেই চায় কংগ্রেসের যুব শাখা

মন্তব্য

আন্তর্জাতিক
Thousands of Muslims on the first Friday of Ramadan at Al Aqsa

আল-আকসায় রমজানের প্রথম জুমায় হাজার হাজার মুসল্লি

আল-আকসায় রমজানের প্রথম জুমায় হাজার হাজার মুসল্লি আল-আকসা মসজিদে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেছেন হাজার হাজার মুসল্লি। ছবি: সংগৃহীত
ইসরায়েলি কর্মকর্তারা বলেন, জুমায় ৮০ হাজার মুসল্লি অংশ নিয়েছেন। তবে জর্ডানীয় ওয়াকফ ইসলামিক অ্যাফেয়ার্স কাউন্সিল জানায়, এক লাখ মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র মসজিদটিতে।

জেরুজালেমে মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেছেন হাজার হাজার মুসল্লি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, এই অঞ্চলে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের উত্তেজনার মধ্যেই শুক্রবার রমজান মাসের প্রথম জুমা আদায় করেন মুসল্লিরা।

মসজিদ প্রাঙ্গণের প্রশাসনিক দায়িত্ব পালন করছে জর্ডানীয় ওয়াকফ ইসলামিক অ্যাফেয়ার্স কাউন্সিল।

কাউন্সিলের প্রধান আজম আল খতিব বলেন, শুক্রবার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শান্তিপূর্ণভাবে নামাজ হয় এবং পরিস্থিতি ভালো রয়েছে।

ইসরায়েলি কর্মকর্তারা বলেন, জুমায় ৮০ হাজার মুসল্লি অংশ নিয়েছেন। তবে জর্ডানীয় ওয়াকফ ইসলামিক অ্যাফেয়ার্স কাউন্সিল জানায়, এক লাখ মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র মসজিদটিতে।

ইসরায়েলি পুলিশ জানায়, রমজানের প্রথম জুমার কথা বিবেচনায় এদিন শহরজুড়ে ২৩০০ পুলিশ মোতায়েন করা হয়।

পশ্চিম তীরের নাবলুস শহর থেকে আল-আকসায় নামাজ পড়তে আসেন ৬২ বছরের আবুদ হাসান। তিনি বলেন, মুসলিমদের জন্য বছরের গুরুত্বপূর্ণ একটি মাস রমজান। তাই আল-আকসায় নামাজ আদায় করতে এসেছি।

শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পেরে তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রমজানে সহিংসতা হ্রাসে চলতি মাসে ফিলিস্তিন ও ইসরায়েলি প্রতিনিধি দল মিসরে বৈঠকে সম্মত হয়েছে। তবে পশ্চিমতীরে গত বৃহস্পতিবার রমজানের শুরুতেই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হন। গত জানুয়ারি থেকে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সহিংসতায় ৮৭ ফিলিস্তিনি নিহত হন।

আরও পড়ুন:
জেনিনে ইসরায়েলি বাহিনীর হাতে ৬ ফিলিস্তিনি নিহত
রকেট ছোড়ার জবাবে গাজায় বিমান হামলা ইসরায়েলের
নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলি বাহিনীর
জেরুজালেমে সিনাগগের কাছে বন্দুক হামলায় নিহত ৭
ইসরায়েলি সেনাদের গুলিতে ১০ ফিলিস্তিনি নিহত, তীব্র প্রতিবাদ ঢাকার

মন্তব্য

আন্তর্জাতিক
Rahul Gandhi is no more MP

রাহুল গান্ধী আর এমপি নন

রাহুল গান্ধী আর এমপি নন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি: এএনআই
কেরালার ওয়ানাড় থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন রাহুল। পার্লামেন্টে তার সদস্যপদ হারানোকে কংগ্রেসের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

মানহানির মামলায় ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সদস্য তথা এমপি হিসেবে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। লোকসভা সচিবালয় তার আসনটি শূন্য ঘোষণা করেছে।

এ আসনে এখন বিশেষ নির্বাচন ঘোষণা করতে পারবে নির্বাচন কমিশন।

কেরালার ওয়ানাড় থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন রাহুল। পার্লামেন্টে তার সদস্যপদ হারানোকে কংগ্রেসের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাহুল গান্ধী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে প্রচারের সময় রাহুল বলেছিলেন, ‘সব মোদি কেন চোর হয়?’

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, এমপি পদে রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণাকে ‘ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দিয়েছে তার দল কংগ্রেস।

লোকসভা সচিবালয়ের এক বিজ্ঞপ্তিত বলা হয়, কেরালার ওয়ানাড় সংসদীয় আসনের প্রতিনিধিত্বকারী রাহুল গান্ধী লোকসভার সদস্য হিসেবে অযোগ্য বিবেচিত হয়েছেন। ভারতের সংবিধানের ১০২ এর ১ (ঙ) অনুচ্ছেদ এবং ১৯৫১ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৮ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামের একটি অংশ ‘মোদি’ নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে হওয়া মামলায় বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেয় গুজরাটের একটি আদালত।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৮ (৩) ধারা অনুযায়ী, পার্লামেন্টের কোনো সদস্য যেকোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে দুই বছরের সাজা পাওয়ামাত্র তিনি এমপি পদে অযোগ্য বিবেচিত হন।

আরও পড়ুন:
অর্থনীতি প্রশ্নে ভারত-শ্রীলঙ্কার দশা প্রায় একই: রাহুল
সরকারি হস্তক্ষেপে কমেছে টুইটার অনুসারী, অভিযোগ রাহুলের
হিন্দু ও হিন্দুত্ববাদীর পার্থক্য বোঝালেন রাহুল
সভাপতি পদে রাহুলকেই চায় কংগ্রেসের যুব শাখা
৭০ বছরের সম্পদ ‘করপোরেট বন্ধুদের’ উপহার দিচ্ছেন মোদি: রাহুল 

মন্তব্য

p
উপরে