চীনে আলোচনার মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে সৌদি আরব ও ইরান।
এ খবরের পর প্রতিক্রিয়া জানিয়েছে চীন ও ইরানের সঙ্গে বৈরি সম্পর্ক থাকা যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে। আমরা ইয়েমেনে যুদ্ধের অবসান এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা কমানোর যেকোনো প্রচেষ্টাকে স্বাগত জানাই। ওই অঞ্চলে সফরে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন গত বছর এ বিষয়টির ওপর জোর দিয়েছিলেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ শুক্রবার এক প্রতিবেদনে বলেছে, চুক্তি অনুযায়ী দুই মাসের মধ্যে উভয় দেশে পুনরায় দূতাবাস চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২০১৬ সালে তেহরান ও রিয়াদ কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে। কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে অতীতে বেশ কয়েক দফা উভয় দেশের কর্মকর্তারা আলোচনা চালিয়ে আসছিলেন।
ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী।
যুক্তরাষ্ট্রের দুটি ব্যাংকের সাম্প্রতিক পতনের পরিপ্রেক্ষিতে এ খাতে অস্থিরতার মধ্যে সুদহার বাড়িয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ।
স্থানীয় সময় বুধবার ব্যাংকটি তাদের মৌল সুদের হার দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে বলেছে, ব্যাংকিং ব্যবস্থা ‘সুস্থ ও সহিষ্ণু’ রয়েছে।
ফেডারেল রিজার্ভ একই সঙ্গে সতর্ক করে বলেছে, ব্যাংকের পতন আগামী মাসগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদহার বাড়ানোর মধ্য দিয়ে দ্রব্যমূল্য স্থিতিশীল করতে চাইছে, তবে গত বছর থেকে সুদহারের চড়া বৃদ্ধি ব্যাংকিং ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করেছে।
চলতি মাসে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিং ব্যাংক ও সিগনেচার ব্যাংকের পতন হয়। সুদহার চড়া হওয়াকে এ পতনের একটি কারণ হিসেবে দেখা হচ্ছে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, সুদহার বৃদ্ধির ফলে ব্যাংকের কাছে থাকা বন্ডগুলো নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কারণ সুদহার বাড়ার সঙ্গে সঙ্গে বন্ডগুলোর দাম কমে যেতে পারে।
যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোর পতনের পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলো বলছে, আর্থিক স্থিতিশীলতার ওপর এর ব্যাপকতর প্রভাব পড়বে না।
এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা থেকে সরে আসা উচিত বলেও মত দিয়েছে নিয়ন্ত্রকরা।
আরও পড়ুন:যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি স্কুলের সামনে গুলিতে এক ছাত্র নিহত হয়েছে।
অঙ্গরাজ্যটির আর্লিংটন শহরে স্থানীয় সময় সোমবারের এ হামলায় আরও এক ছাত্রী আহত হয়েছে বলে পুলিশের বরাতে জানিয়েছে সিএনএন।
ডলাসের পশ্চিমের ওই শহরটির লামার হাই স্কুলের বাইরে সকাল ৭টার কিছুক্ষণ আগে হামলার খবর পায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে এক ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয় সেখানেই।
পুলিশের মুখপাত্র টিম সিসকো বলেন, স্কুলটির কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে ৭টার পর। হামলার সময় অধিকাংশ শিক্ষার্থীই এসে পৌঁছায়নি। একজন সন্দেহভাজন হামলাকারীকে হেফাজতে নেয়া হয়েছে।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেহেতু সন্দেহভাজন একজন কিশোর, তাই তার নাম প্রকাশ করা যাচ্ছে না। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।
ফের বিয়ের পিঁড়িতে বসছেন মিডিয়া মোগল হিসেবে পরিচিত ৯২ বছর বয়সী রুপার্ট মারডক । সাবেক পুলিশ কর্মকর্তা অ্যান লেসলি স্মিথের (৬৬) সঙ্গে তিনি বাগদান করেছেন বলে নিজেই নিশ্চিত করেছেন।
স্থানীয় সময় সোমবার রুপার্টের মালিকানাধীন নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী ও মডেল জেরি হলের সঙ্গে বিচ্ছেদের এক বছরেরও কম সময়ের মধ্যে আবারও বিয়ে করার করার খবর দিয়েছেন রুপার্ট । তার নতুন বান্ধবী অ্যান লেসলি স্মিথের সঙ্গে ছয় মাস আগে তার প্রথম দেখা হয়।
নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে মারডক বলেন, ‘আমি খুব নার্ভাস ছিলাম, আমি প্রেমে পড়ায় ভয় পেয়েছিলাম, কিন্তু আমি জানতাম এটিই আমার শেষ চেষ্টা। স্মিথ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। আমি খুব খুশি।’
এদিকে রুপার্টের হবু স্ত্রী সাবেক পুলিশ কর্মকর্তা অ্যান লেসলি স্মিথ একজন বিধবা। তার স্বামী চেস্টার স্মিঠ ছিলেন একজন গায়ক ও ব্যবসায়ী।
বিয়ে নিয়ে অ্যান লেসলি নিউইয়র্ক টাইমসকে বলেন,আমি ১৪ বছর ধরে বিধবা। রুপার্টের মতো আমার স্বামীও ব্যবসায়ী ছিলেন।
আসছে গ্রীষ্মের শেষেই যুক্তরাষ্ট্রে তাদের বিয়ে সম্পন্ন হবে।
২২ বছর বয়সে সংবাদপত্রের ব্যবসা শুরু করেন রুপার্ট। বিশ্বের ৫টি দেশে ১২০টি পত্রিকার মালিক তিনি ও তার পরিবারের সদস্যরা। মার্কিন ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, ইংল্যান্ডের দ্য সান ও নিউইয়র্ক টাইমসের মালিক রুপার্ট।
এর আগে রুপার্ট প্যাট্রিসিয়া বুকার , সাংবাদিক আন্না মান , চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংক এবং অভিনেত্রী-মডেল জেরি হলকে বিয়ে করেন।
আরও পড়ুন:দক্ষিণ আমেরিকার দুই দেশ ইকুয়েডর ও পেরুতে শনিবার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে।
ভূমিকম্পে দেশ দুটির অনেক বাড়িঘর ও ভবন কেঁপে ওঠে। আতঙ্কে সড়কে নামেন বাসিন্দারা।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ইকুয়েডরের উপকূলীয় গায়াস অঞ্চলে ৬.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর গায়াকিল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্প থেকে সুনামি সৃষ্টি হবে, এমনটি মনে হয়নি।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ইকুয়েডরে ভূমিকম্পে ১২৬ জন আহত হওয়ার খবর জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।
ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো সাংবাদিকদের জানান, ভূমিকম্পটি নিঃসন্দেহে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।
তার দপ্তর জানায়, সব মন্ত্রণালয়কে ভূমিকম্প পরবর্তী তৎপরতায় যুক্ত করা হয়েছে। ভূমকম্পনের ক্ষয়ক্ষতি পূরণে পর্যাপ্ত সক্ষমতা সরকারের আছে।
ইকুয়েডরের উত্তরাঞ্চলীয় সীমান্তের কাছে পেরুতে ভূমিকম্প আঘাত হানে।
পেরুর প্রধানমন্ত্রী আলবার্তো ওতারোলা জানান, তুম্বেস অঞ্চলে একটি বাড়ি ধসের ঘটনায় মাথায় আঘাত পেয়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়।
আরও পড়ুন:আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দুই বছরের বেশি সময় পর শুক্রবার ফেসবুক ও ইউটিউবে ভিডিও ফুটেজ পোস্ট করেছেন। অনলাইন প্ল্যাটফর্ম দুটিতে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এটি ট্রাম্পের প্রথম ভিডিও পোস্ট।
দুটি প্ল্যাটফর্মেই অনুসারীদের উদ্দেশে ১২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট দেন ট্রাম্প। ভিডিওর ক্যাপশনে বড় অক্ষরে লিখেছেন, ‘আই অ্যাম ব্যাক’। অর্থাৎ আমি ফিরেছি।
২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।ফেসবুক ট্রাম্পকে নিষিদ্ধ করার সময়ে বলেছিল, তার আচরণ ছিল সংস্থাটির নিয়মকানুনের চরম লঙ্ঘন। নিষেধাজ্ঞার পর ট্রাম্প বলেছিলেন, এ সিদ্ধান্তের মধ্য দিয়ে ফেসবুক সেই কোটি কোটি মানুষকে অপমান করেছে, যারা তাকে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছিল।
রিপাবলিকান নেতা ৭৬ বছর বয়সী ট্রাম্প আবারও আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন। ফেসবুকে তার ৩ কোটি ৪০ লাখ অনুসারী রয়েছে। ইউটিউবে ২৬ লাখ সাবস্ক্রাইবার রয়েছে। নিষেধাজ্ঞার কারণে এতদিন নিজের কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি ফেসবুক, ইউটিউবে প্রচারণা চালাতে পারছিলেন না।
ইউটিউব কর্তৃপক্ষ শুক্রবার ট্রাম্পের অ্যাকাউন্টের ওপর থেকে বিধিনিষেধ তুলে নেয়ার কথা নিশ্চিত করেছে।
ফেসবুকের বাইরে ডোনাল্ড ট্রাম্প টুইটার, ইউটিউব, স্ন্যাপচ্যাটসহ আরও কয়েকটি সামাজিক মাধ্যমেও নিষিদ্ধ হন। এসব মাধ্যমে নিষিদ্ধ হওয়ার পর নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে সক্রিয় হন ট্রাম্প। তবে ধনকুবের ইলন মাস্ক টুইটার কেন নেয়ার পর সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মটিতে ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা তুলে নেন। তবে ট্রাম্প টুইটারে ফেরেননি।
আরও পড়ুন:২০১৬ সালের নির্বাচনের আগে পর্ন তারকাকে টাকা দিয়ে মুখ বন্ধ করানোর অভিযোগে আগামী মঙ্গলবার গ্রেপ্তার হতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ ট্রুথ সোশ্যালে দেয়া এক ব্লগ পোস্টে তিনি এমনটা দাবি করেন। গ্রেপ্তার ঠেকাতে সমর্থকদের প্রতিবাদ করারও আহ্বান জানিয়েছেন তিনি।
ট্রুথ সোশ্যালে দেয়া ওই পোস্টে ডনাল্ড ট্রাম্প বলেন, ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয়ের এক মামলায় আমাকে আগামী সপ্তাহের মঙ্গলবার গ্রেপ্তার করা হবে বলে আশঙ্কা করছি।
তবে ম্যানহাটনের অ্যাটর্নি অফিসের এক মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
মুখ বন্ধ রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ডনাল্ড ট্রাম্প এক লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এই পর্ন তারকার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তাকে ওই অর্থ দেয়া হয়। তবে ট্রাম্প এসব অভিযোগের কথা অস্বীকার করে আসছেন।
রাশিয়ার যুদ্ধবিমানের ধাক্কায় নজরদারি ড্রোন বিধ্বস্ত হয়ে কৃষ্ণসাগরে পড়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র, তবে এ দাবি অস্বীকার করে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ড্রোনটিকে আটকাতে তড়িঘড়ি করছিল রুশ বিমান। যদিও অস্ত্র ব্যবহার কিংবা যুক্তরাষ্ট্রের মনুষ্যবিহীন যানটির সঙ্গে রুশ বিমানের কোনো সংঘর্ষ হয়নি।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় মঙ্গলবার আন্তর্জাতিক আকাশসীমায় ওড়ার সময় আমেরিকার ড্রোনটিকে বেপরোয়াভাবে আটকে দেয় রাশিয়ার দুটি সুখোই-২৭ যুদ্ধবিমান।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, এমকিউ-৯ ড্রোনটিকে ক্ষতিগ্রস্ত করতে রুশ যুদ্ধবিমানগুলো এর ওপর জ্বালানি ফেলে এবং অনিরাপদভাবে এর সামনে দিয়ে চক্কর দেয়। এর ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে রাশিয়ার একটি যুদ্ধবিমান ড্রোনের সঙ্গে সংঘর্ষ বাঁধায়, যাতে মনুষ্যবিহীন যানটি বিধ্বস্ত হয়।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন বলেছে, রাশিয়া ড্রোনটিকে উদ্ধার করেনি এবং এটি সম্ভবত অকেজো হয়ে গেছে।
অন্যদিকে ড্রোন বিধ্বস্তের অভিযোগ অস্বীকার করে রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মনুষ্যবিহীন যানটির সঙ্গে তাদের বিমানের কোনো সংঘর্ষ হয়নি। ক্ষিপ্র গতিতে চলার কারণে ড্রোনটি বিধ্বস্ত হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ক্রিমিয়া উপদ্বীপের কাছে ড্রোনটি শনাক্ত হয়। রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়ার দখল নেয়।
রাশিয়া ও ইউক্রেনের সীমান্তবর্তী কৃষ্ণসাগরে ঘটা এ ঘটনা নিয়ে দুই পক্ষের বক্তব্যের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।
আরও পড়ুন:
মন্তব্য