করোনাভাইরাসের লকডাউনের সময় ২০২০ সালে পাকিস্তানি তরুণী ইকরা জিভানি ও ভারতের বেঙ্গালুরুর মুলায়াম সিং যাদবের প্রথম অনলাইনে দেখা হয়। অনলাইনে লুডো খেলা থেকে সেই পরিচয় এক সময় পরিণত হয়ে প্রেমে। আর এ প্রেমের টানেই পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাত, নেপাল ও ভারত ভ্রমণ করেন ইকরা। তবে শেষ পর্যন্ত প্রেমে পূর্ণতা পাননি তিনি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মুলায়ামের সঙ্গে প্রেম হওয়ার পর ভারতে আসার সিদ্ধান্ত নেন ১৯ বছরের ইকরা। কিন্তু এ দুই দেশের মানুষ একে অপরের দেশে ভ্রমণ করতে গেলে তাদের ভিসা পাওয়াটা জটিল হয়ে পড়ে। তাই নিজের স্বর্ণালঙ্কার বেচে ও বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে দুবাই, নেপাল হয়ে ভারতে প্রবেশ করেন তিনি।
গত সেপ্টেম্বরে ২৬ বছরের মুলায়ামের সঙ্গে ইকরার নেপালে বিয়ে হয়। তারপরে তারা ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরুতে বসবাস শুরু করেন।
চলতি বছরের জানুয়ারিতে ইকরাকে ভারতে অবৈধভাবে প্রবেশ করানো ও তাকে জাল আইডি কার্ড পেতে সহায়তা করায় মুলায়ামকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ইকরাকেও আটক করা হয়।
এরইমধ্যে ইকরাকে লাহোরে পাঠিয়ে দিয়েছে ভারত সরকার।
ইকরার বাবা সোহেল জিভানি বলেন, আমার লাজুক মেয়ে কীভাবে ভারত যাওয়ার সাহস পেল তা বুঝতে পারছি না।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পাকিস্তানের বেলুচিস্তানের মাস্তুং জেলায় শুক্রবার মসজিদের কাছে জশনে জুলুসে সমবেত হওয়া লোকজনের ওপর আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ৫২ জন নিহত ও ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে জানানো হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা হামলাকে আত্মঘাতী বিস্ফোরণ বলে মনে করছেন।
মাস্তুং জেলা স্বাস্থ্য কর্মকর্তা (ডিএইচও) আবদুল রাজ্জাক শাহি ডনকে অর্ধশতাধিক মানুষের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেন।
জেলা শহরের স্টেশন হাউস অফিসার (এসএইচও) মোহাম্মদ জাভেদ লেহরি জানান, প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও আছেন।
এর আগে শহিদ নওয়াব গউস বকশ রাইসানি মেমোরিয়াল হসপিটালের প্রধান নির্বাহী ডা. সাইদ মিরওয়ানি ডনকে জানিয়েছিলেন, বিস্ফোরণে ৩৪ জন নিহত ও ১৩০ জনের বেশি মানুষ আহত হন।
তিনি পরবর্তী সময়ে জানান, তার পরিচালনাধীন হাসপাতালে ২৮টি মরদেহ আনা হয়েছে। অন্যদিকে ২২টি মরদেহ নেয়া হয় মাস্তুং জেলা হাসপাতালে।
মিরওয়ানি আরও জানান, শহিদ নওয়াব গউস বকশ রাইসানি হাসপাতালে অনেককে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত ২০ জনের বেশি মানুষকে কুয়েটায় পাঠানো হয়েছে।
এর আগে মাস্তুংয়ের সহকারী কমিশনার (এসি) আত্তাহুল মুনিম জানান, বিস্ফোরণে ১৫ জন নিহত ও ৫০ জনের বেশি মানুষ আহত হন।
তিনি জানান, আলফালাহ সড়কের মদিনা মসজিদের কাছে জশনে জুলুসের জন্য জড়ো হতে থাকা লোকজনের ওপর বিস্ফোরণ হয়।
আরও পড়ুন:ভারতের পাঞ্জাবে অস্ত্রোপচারের মাধ্যমে এক ব্যক্তির পেট থেকে ইয়ারফোন, লকেট, স্ক্রুসহ প্রায় ১০০টি ধাতব বস্তু বের করা হয়েছে।
রাজ্যের মোগার একটি হাসপাতালে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
এনডিটিভির শুক্রবারের প্রতিবেদনে বলা হয়, ৪০ বছর বয়সী ওই ব্যক্তি দুই দিনেরও বেশি সময় ধরে অসুস্থতা ও পেটে ব্যথা অনুভব করছিলেন। পরে তাকে পাঞ্জাবের মোগার মেডিসিটি হাসপাতালে ভর্তি করানো হয়।
ব্যথার কারণ নির্ধারণের জন্য চিকিৎসক তার পেটে এক্সরে স্ক্যান করার সিদ্ধান্ত নেন। এক্সরে রিপোর্টে অস্বাভাবিক কিছু ধরা পড়ে।
রিপোর্টে দেখা যায়, ওই ব্যক্তির পেটের ভেতরে বেশ কিছু ধাতব বস্তু রয়েছে। এরপর তিন ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচারের পর চিকিৎসকরা সফলভাবে তার শরীর থেকে জিনিসগুলো বের করন।
পেট থেকে বের করা প্রায় ১০০ জিনিসের মধ্যে ছিল ইয়ারফোন, ওয়াশার, নাট-বোল্ট, তার, রাখি, লকেট, বোতাম, মোড়ক ও সেফটি পিন।
হাসপাতালের পরিচালক ডা. আজমির কালরা বলেন, ‘এই প্রথম এমন ঘটনার মুখোমুখি হয়েছি। লোকটি দুই বছর ধরে পেটের সমস্যায় ভুগছিলেন। শরীর থেকে জিনিসগুলো সরানো হলেও লোকটির অবস্থা স্থিতিশীল নয়। ধাতব বস্তুগুলো দীর্ঘদিন ধরে তার পেটে ছিল, যা অন্যান্য স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি করেছে।’
অস্ত্রোপচার করা ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, তিনি কখন জিনিসগুলো খেয়েছেন, তা কেউ জানে না, তবে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
এর আগে তাকে বেশ কয়েকজন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু কেউই তার ব্যথার কারণ নির্ণয় করতে পারেননি।
আরও পড়ুন:ভারতের নয়াদিল্লিতে এক যুবককে বেঁধে মারধর করার পর তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পূর্ব দিল্লির সুন্দরনগরী এলাকায় বুধবার এই ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
নিহতের পরিবার বলছে, 'হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা গণেশের প্রসাদ চুরি করে খাওয়ার অভিযোগে ইসার আহমেদকে বেঁধে বেদম মারধর করা হয়। আর এই নির্যাতনে তার মৃত্যু হয়েছে।’
পুলিশ বলছে, এটি বিচ্ছিন্ন একটি ঘটনা। এতে সাম্প্রদায়িকতার কোনো ব্যাপার নেই।
এদিকে ২৬ বছর বয়সী ইসার আহমেদের মৃত্যতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুরো ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
উত্তর-পূর্ব দিল্লির পুলিশের ডেপুটি কমিশনার জয় তিরকে বলেন, 'এটি কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়। সংশ্লিষ্টরা দেখতে পান যে যুবকটি আশপাশে ঘুর ঘুর করছেন। তারা তাকে চোর সন্দেহে ধরেন। তারপর তাকে বেঁধে মারধর করা হয়েছে। ওই ঘটনায় জড়িতদের বেশ কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।’
ইসার গণেশের প্রসাদ চুরি করেছেন বা করতে গিয়েছিলেন, এমন কোনো তথ্য আছে কি না- এমন প্রশ্নে পুলিশ বলছে, মামলাটি ‘সন্দেহ বিষয়ক’।
পুলিশ জানিয়েছে, জেরার মুখে অভিযুক্তরা জানিয়েছেন, ইসার এলাকায় ঘোরাফেরা করছিলেন। তখন তাদের সন্দেহ হয়, ইসার গণেশের প্রসাদ চুরি করবেন। সেই সন্দেহের জেরেই তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
জেরার মুখে অভিযুক্তরা জানিয়েছেন, ইসারকে তারা প্রশ্ন করেন, কেন সেখানে ঘোরাফেরা করছেন তিনি।
পুলিশ বলছে, প্রশ্নের সঠিক জবাব ইসার দিতে পারেননি। কারণ তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।
আরও পড়ুন:গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (জিআইআই) তথা বৈশ্বিক উদ্ভাবন সূচক-২০২৩-এ আগের বছরের চেয়ে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ।
সূচকে বিশ্বের ১৩২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৫তম, যা আগের বছরে ছিল ১০২তম।
জাতিসংঘের ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও) এ সূচক প্রকাশ করে।
ডব্লিউআইপিও বুধবার ১৬ বারের মতো সূচক প্রকাশ করে। বিভিন্ন দেশের অর্থনৈতিক উদ্ভাবনের ওপর ভিত্তি করে এ সূচক প্রকাশ করা হয়।
সূচক অনুযায়ী করা দেশগুলোর তালিকায় দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ।
ডব্লিউআইপিওর সূচকে ২০২২ সালে ১০২তম অবস্থানে আসার আগে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশ ১১৬তম অবস্থানে ছিল।
১০০ পয়েন্টের ভিত্তিতে করা সূচকে ৬৭.৬ পয়েন্ট পেয়ে ১৩তম বারের মতো প্রথম স্থান দখল করেছে সুইজারল্যান্ড। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম হয়েছে সুইডেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সিঙ্গাপুর।
২০.২ পয়েন্ট নিয়ে ৩৭টি নিম্ন-মধ্যম আয়ের দেশের মধ্যে বাংলাদেশ ২২তম অবস্থানে রয়েছে। এর পাশাপাশি মধ্য ও দক্ষিণ এশিয়ার ১০টি দেশের মধ্যে বাংলাদেশ সপ্তম অবস্থানে রয়েছে।
এ বছরের তালিকায় ভারতের অবস্থান ৪০তম, পাকিস্তানের অবস্থান ৮৮তম ও শ্রীলঙ্কার অবস্থান ৯০তম।
মোট ৮০টি সূচকের ওপর ভিত্তি করে দেশগুলোর তালিকা করা হয়।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক হিসেবে বিলিয়নেয়ার মুকেশ আম্বানির তিন সন্তানকে কোনো বেতন দেয়া হবে না। শুধু বোর্ড ও কমিটির সভায় যোগদানের জন্য ফি প্রদান করা হবে তাদের।
এনডিটিভির মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়, আম্বানির দুই যমজ সন্তান আকাশ ও ইশা এবং অনন্ত কোম্পানির অর্জিত লাভের ওপর শুধু সিটিং ফি ও কমিশন পাবেন।
রিলায়েন্সের পক্ষ থেকে জানানো হয়, কোম্পানির চেয়ারম্যান ও সিইও মুকেশ আম্বানিও ২০২০-২১ অর্থবছরে কোম্পানি থেকে কোনো বেতন নেননি। তার চাচাত ভাই নিখিল ও হিতালসহ অন্যান্য নির্বাহী পরিচালকদের বেতন, ভাতা ও কমিশন দেয়া হয়।
আম্বানির স্ত্রী নীতাকে ২০১৪ সালে কোম্পানির বোর্ডে নিয়োগ দেয়া হয়। কোম্পানির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, তিনি ২০২২-২৩ অর্থবছরে ছয় লাখ রুপি সিটিং ফি ও দুই কোটি রুপি কমিশন অর্জন করেন।
আম্বানির তিন সন্তান আকাশ, ইশা ও অনন্তকে রিলায়েন্সের পরিচালনা পর্ষদে (বিওডি) অন্তর্ভুক্ত করার বিষয়টি গত মাসে কোম্পানির বার্ষিক শেয়ারহোল্ডারদের সভায় ঘোষণা করেন আম্বানি।
ওই সময় আম্বানি জানান, তিনি আরও পাঁচ বছরের জন্য কোম্পানির চেয়ারম্যান ও সিইও হিসেবে থাকবেন।
রিলায়েন্স কোম্পানির পরিচালনা পর্ষদে আম্বানির তিন সন্তানকে নিয়োগের জন্য সম্মতি চেয়ে শেয়ারহোল্ডারদের কাছে বিজ্ঞপ্তিসহ একটি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বোর্ড বা কমিটির সভাগুলোতে যোগদানের জন্য বা বোর্ড কর্তৃক সিদ্ধান্ত নেয়া অন্য যেকোনো মিটিং, বোর্ড ও অন্যান্য সভা এবং লভ্যাংশ-সম্পর্কিত কমিশনে তাদের পারিশ্রমিক দেয়া হবে।’
রিলায়েন্সে ইশা আম্বানির সরাসরি ০ দশমিক ১২ শতাংশ ইক্যুইটি শেয়ার রয়েছে। আর কোম্পানির ৪১ দশমিক ৪৬ শতাংশ শেয়ারের মালিক মুকেশ আম্বানি।
আরও পড়ুন:ধর্ষণের শিকার হয়ে রক্তাক্ত অর্ধগগ্ন শিশুটি ঘুরছিল রাস্তায় রাস্তায়। এভাবে ঘুরে ঘুরে মানুষের কাছে সহায়তা চাইছিল সে, তবে পায়নি। উল্টো একজন তো তাড়িয়েই দিলেন তাকে।
ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের বাদনগর রোডের এ ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।
সম্প্রতি ১২ বছর বয়সী এই শিশুটি ওইভাবে ঘুরতে ঘুরতে সাহায্যের জন্য একটি আশ্রমে গিয়ে পৌঁছায়। সেখানে একজন পুরোহিত সন্দেহ করেন, সে যৌন সহিংসতার শিকার।
তোয়ালে দিয়ে তার শরীর ঢেকে জেলা হাসপাতালে নিয়ে যান পুরোহিত। হাসপাতালে ডাক্তারি পরীক্ষায় তাকে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নির্যাতনের শিকার শিশুটির অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে রক্ত দিতে হয়েছে। এ ক্ষেত্রে এগিয়ে এসেছে পুলিশ। তার অবস্থা এখন স্থিতিশীল।
পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা দিপা সিন্ধে মেয়েটির নাম জানতে চেয়েছিলেন। তবে সে তার নাম বা কোনো পরিচয় দিতে পারেনি। তার বাসা কোথাও সে সম্পর্কেও কিছু জানাতে পারেনি সে। অজ্ঞাতনামাদের বিরুদ্ধে এ ঘটনায় একটি ধর্ষণের মামলা হয়েছে।
উজ্জয়িনী পুলিশ প্রধান শচীন শর্মা বলেছেন, অপরাধীদের শনাক্ত করতে এবং দ্রুত ধরতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। পরীক্ষায় ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়েছে।
তিনি বলেন, আমরা একটি বিশেষ তদন্ত দল গঠন করেছি এবং এটি নিবিড়ভাবে দেখছি। জনগণের কাছে আবেদন করছি, কোনো তথ্য পেলে পুলিশকে জানান।
কোথায় মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে, এমন প্রশ্নে এই কর্মকর্তা বলেন, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। শিগগিরই আমরা তথ্য নিয়ে আসব।
তিনি বলেন, মেয়েটি আমাদের সঠিকভাবে বলতে পারেনি যে, সে কোথা থেকে এসেছে। তবে তার উচ্চারণ থেকে বোঝা যায় সে উত্তর প্রদেশের প্রয়াগরাজ থেকে এসেছে।
একই বছরে দুবার বক্স অফিসের হাজার কোটির শৃঙ্গ জয় করলেন শাহরুখ খান। প্রথমে ‘পাঠান’ এরপর ‘জওয়ান’। শুধু ভারত নয়, বিশ্বব্যাপী বক্স অফিসেও ভালো ফল করেছে দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের এ সিনেমা।
এনডিটিভির মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়, জওয়ান বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন ১ হাজার কোটি রুপি ছাড়িয়েছে। সোমবার মুক্তির ১৮ দিনেই এ রেকর্ড গড়েছে সিনেমাটি। এর আগে মুক্তির পর ২৭ দিনে হাজার কোটিতে প্রবেশ করে ‘পাঠান’। ফলে সবচেয়ে কম সময়ে ১ হাজার কোটি কালেকশন করা হিন্দি সিনেমা এখন ‘জওয়ান’।
শাহরুখ খান-গৌরি খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট সোমবার জওয়ানের ১ হাজার কোটি রেকর্ড উপলক্ষে তাদের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে। সেখানে ক্যাপশনে লেখা, ‘ইতিহাস তৈরির পথে জওয়ান! আপনি এখনও এটা দেখেছেন কি?’
ফিল্ম ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শ এক্স-এ (পূর্বের টুইটার) বক্স অফিসের রিপোর্টগুলো প্রকাশ করেছেন।
এর আগে তরণ ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘নতুন রেকর্ড সতর্কতা! সবচেয়ে দ্রুত সময়ে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করা সিনেমা এখন জওয়ান।’
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ‘পাঠান সিনেমার রেকর্ড ভেঙে দিয়ে আপাতত জওয়ানের দখলেই রয়েছে সর্বোচ্চ ওপেনিং পাওয়া হিন্দি সিনেমার তকমাটা। এর আগে ‘পাঠান’ প্রথম দিনে বিশ্বব্যাপী ১০০ কোটির ব্যবসা করেছিল বক্স অফিসে।
আরও পড়ুন:
মন্তব্য