× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

আন্তর্জাতিক
Rayana is Saudis first female astronaut
google_news print-icon

সৌদির প্রথম নারী নভোচারী হচ্ছেন রায়ানা

সৌদির-প্রথম-নারী-নভোচারী-হচ্ছেন-রায়ানা
প্রথম সৌদি নারী হিসেবে মহাকাশে যাবেন রায়ানা বারনাভি। ছবি: সংগৃহীত
অতি-রক্ষণশীল ভাবমূর্তি ঝেড়ে ফেলতেই মধ্যপ্রাচ্যের দেশটি এই উদ্যোগ নিয়েছে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়।

চলতি বছরে প্রথমবারের মতো একজন নারী নভোচারীকে মহাকাশ মিশনে পাঠাবে সৌদি আরব।

অতি-রক্ষণশীল ভাবমূর্তি ঝেড়ে ফেলতেই মধ্যপ্রাচ্যের দেশটি এই উদ্যোগ নিয়েছে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়।

এতে বলা হয়, রায়ানা বারনাভি সৌদি নভোচারী আলি আল-কারনির সঙ্গে চলতি বছরের মাঝামাঝি সময়ে মহাকাশের উদ্দেশে রওনা হবে। আমেরিকান প্রতিষ্ঠান অ্যাকজিওম স্পেসের ‘এএক্স-২’ শীর্ষক মহাকাশ অভিযানে এ দুই সৌদি নভোচারী অংশ নেবেন। তাদের বহনকারী রকেট যুক্তরাষ্ট্র থেকে উড্ডয়ন করা হবে।

সংযুক্ত আরব আমিরাতের পর সৌদি আরবই মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে মহাকাশে নভোচারী পাঠাচ্ছে। আরব দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো ২০১৯ সালে আমিরাতের হাজা আল-মানসুরি মহাকাশে যান। সে সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আট দিন ছিলেন তিনি।

সুলতান আল-নেয়াদি নামের আরেক আমিরাতি চলতি মাসেই মহাকাশে যাবেন। নেয়াদিকে (৪১) ডাকা হচ্ছে ‘মহাকাশের সুলতান’ হিসেবে। স্পেসএক্সের ‘ফ্যালকন ৯’ রকেটে ছয় মাসের জন্য আইএসএসের উদ্দেশ্যে রওনা করবেন তিনি।

এএফপি বলছে, উপসাগরীয় অঞ্চলের রাজতন্ত্রগুলো তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনার চেষ্টায় আছে। সংস্কারের মাধ্যমে নিজেদের রক্ষণশীল ভাবমূর্তি বদলাতে চায় তারা। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও সে চেষ্টা করে যাচ্ছেন।

২০১৭ সালে সালমান ক্ষমতায় আসার পর থেকে সৌদি আরবে নারীরা গাড়ি চালানোর পাশাপাশি পুরুষ অভিভাবক ছাড়া বিদেশভ্রমণের অনুমতি পায়। ২০১৬ সালের পর থেকে কর্মক্ষেত্রে দেশটিতে নারীদের অংশগ্রহণ দ্বিগুণের বেশি বেড়ে ১৭ শতাংশ থেকে ৩৭ শতাংশ হয়েছে।

এর আগেও সৌদি নাগরিকের মহাকাশে যাওয়ার সুযোগ হয়েছে । ১৯৮৫ সালে যুবরাজ সুলতান বিন সালমান বিন আব্দুলআজিজ প্রথম আরব মুসলিম হিসেবে মহাকাশে যান, তবে সেটি ছিল যুক্তরাষ্ট্রের একটি মিশন।

আরও পড়ুন:
পাকিস্তানের সেনাপ্রধান সৌদি সফরে কেন
মক্কায় বন্যার পানিতে তলিয়ে গেল যুবক
রোনালডোয় মাতোয়ারা সৌদি (ফটো স্টোরি)
রোনালডোকে ‘সর্বকালের সেরা ফুটবলার’ বলল আল নাসর
বছরে ৭৫০ কোটি টাকায় সৌদি ক্লাবে রোনালডো

মন্তব্য

আরও পড়ুন

আন্তর্জাতিক
Two Iranian border guards were killed by the Taliban

তালেবানের গুলিতে ইরানের দুই সীমান্তরক্ষী নিহত

তালেবানের গুলিতে ইরানের দুই সীমান্তরক্ষী নিহত ইরানের দায়িত্বরত এক সীমান্তরক্ষী। ছবি: প্রেস টিভি
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে দাবি করা হয়, তালেবান বাহিনী বিনা উসকানিতে ইরানের ওপর হামলা চালায়। দুই পক্ষের গোলাগুলিতে ইরানের দুই সীমান্তরক্ষী নিহত ও দুই বেসামরিক নাগরিক আহত হন।

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের সীমান্তে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান বাহিনীর গুলিতে দুই সীমান্তরক্ষী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্রটি।

স্থানীয় সময় শনিবার সকালে সীমান্তচৌকিতে গোলাগুলির সময় এ প্রাণহানি হয় বলে জানায় দেশটি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে দাবি করা হয়, তালেবান বাহিনী বিনা উসকানিতে ইরানের ওপর হামলা চালায়। দুই পক্ষের গোলাগুলিতে ইরানের দুই সীমান্তরক্ষী নিহত ও দুই বেসামরিক নাগরিক আহত হন।

ইরান পুলিশের উপপ্রধান কাসেই রেজাই শনিবার জানান, আন্তর্জাতিক আইন ও প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্কের নীতি লঙ্ঘন করে সীমান্তচৌকিতে গুলি শুরু করে তালেবান।

তিনি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিকে (আইআরএনএ) বলেন, ‘আজ (শনিবার) সকাল ১০টার দিকে আফগানিস্তানের তালেবান বাহিনী সব ধরনের অস্ত্র দিয়ে জাবল সীমান্ত রেজিমেন্টের সাসোলি থানার দিকে গুলি চালাতে থাকে।’

কাসেম রেজাইয়ের ভাষ্য, ইরানের ‘সাহসী’ সীমান্তরক্ষীরা ‘বিনা উসকানিতে’ চালানো এ গুলির সমুচিত জবাব দিয়েছেন।

হামলার পর পুলিশের এ কর্মকর্তা বলেন, সীমান্ত প্রটোকল অনুযায়ী ইরানের পক্ষ থেকে হামলাকারীদের প্রয়োজনীয় সতর্কবার্তা দেয়া হয়েছে।

আরও পড়ুন:
২২ হাজার বিক্ষোভকারীকে ক্ষমা ইরানের
সৌদি-ইরান এক হওয়া নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র
চীনের মধ্যস্ততায় ফের এক হচ্ছে সৌদি-ইরান
ইরানে বিষক্রিয়ার শিকার ৫ হাজারের বেশি শিশু
ট্রাম্পকে হত্যার সুযোগ খুঁজছে ইরান

মন্তব্য

আন্তর্জাতিক
118 Bangladeshis arrested in Malaysia

মালয়েশিয়ায় গ্রেপ্তার ১১৮ বাংলাদেশি

মালয়েশিয়ায় গ্রেপ্তার ১১৮ বাংলাদেশি প্রতীকী ছবি। সংগৃহীত
কোনো বৈধ কাগজপত্র না থাকায় অভিবাসীদের গ্রেপ্তার করা হয়।

মালয়েশিয়ার বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থা অভিযান চালিয়ে ১৬২ অভিবাসী নির্মাণশ্রমিককে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ১১৮ বাংলাদেশি রয়েছেন।

দেশটির রাজধানী কুয়ালালামপুরের জালান বুকিট কিয়ারা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া অন্যদের মধ্যে মিয়ানমারের ২৩ জন, ইন্দোনেশিয়ার ১১ জন ও পাকিস্তানের ১০ জন শ্রমিক রয়েছেন।

দেশটির আইনপ্রয়োগকারী সংস্থা ‘ডিবিকেএল’ শুক্রবার তাদের ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

অভিযানে রয়্যাল মালয়েশীয় পুলিশ, নির্মাণশিল্প উন্নয়ন বোর্ড, ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগসহ বিভিন্ন সংস্থা অংশ নেয়।

বিবৃতিতে জানানো হয়, কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাদের গ্রেপ্তার করা হয়। অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে অভিযান চলবে।

আরও পড়ুন:
এজিয়ান সাগরকে শরণার্থীদের কবর বানিয়েছে গ্রিস: এরদোয়ান
কমলা হ্যারিসের বাসভবনের সামনে শতাধিক অভিবাসী
আধুনিক দাসত্ব: সবচেয়ে ভয়াবহ আরবে, পরে ইউরোপ
ছয় গুণ অভিবাসী নেবে অস্ট্রেলিয়া
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নেয়া এজেন্সিতে অভিযান

মন্তব্য

আন্তর্জাতিক
Western concerns over missiles What Iran says

ক্ষেপণাস্ত্র নিয়ে পশ্চিমা উদ্বেগ: যা বলল ইরান

ক্ষেপণাস্ত্র নিয়ে পশ্চিমা উদ্বেগ: যা বলল ইরান ইরানের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘খোরামশহর ৪’। ছবি: তাসনিম
গত বৃহস্পতিবার ইরান ‘খাইবার’ তথা ‘খোরামশহর ৪’ নামের ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে পশ্চিমা দুটি রাষ্ট্র।

ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের উদ্বেগের জবাব দিয়েছে ইসলামী প্রজাতন্ত্রটি।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজ অ্যাকাউন্টে শুক্রবার এক পোস্টে ইরানের অবস্থান তুলে ধরেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি।

ইরানভিত্তিক সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার ইরান ‘খাইবার’ তথা ‘খোরামশহর ৪’ নামের ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে পশ্চিমা রাষ্ট্র দুটি।

কানানি তার পোস্টে বলেন, ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নেতৃত্বাধীন সরকার ইরানের বিভিন্ন শহর ও নিরীহ মানুষের ওপর যে ‘সামরিক আগ্রাসন’ ও বোমা হামলা চালিয়েছিল, তাতে উসকানি ও অস্ত্রের জোগান দেয়ার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের। দেশ দুটি মধ্যপ্রাচ্যে অস্ত্রের শীর্ষস্থানীয় রপ্তানিকারক। তারাই এখন ইরানের উন্নতি ও প্রতিরক্ষা শক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।

কানানির ভাষ্য, পশ্চিমা সরকারগুলো ইরানকে শক্তিশালী অবস্থায় দেখতে চায় না।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খোররামশহর মুক্ত হওয়ার ৪১তম বার্ষিকীতে ইরান খাইবার নামের মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করে। ওই সময় উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি।

খাইবার তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র, যেটি ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি দেড় হাজার কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম।

ক্ষেপণাস্ত্রটি উন্মোচনের দিন ‍যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ও সংখ্যাবৃদ্ধি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়, ইরানের এমন তৎপরতা জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন।

আরও পড়ুন:
সৌদিতে ইরানের দূতাবাসের দরজা খুলল
হিজাব পরা তদারকিতে ইরানের পথেঘাটে ক্যামেরা
বহু দিন পর সৌদির সঙ্গে বৈঠকে ইরান
সফরের আমন্ত্রণ সৌদি বাদশাহর, স্বাগত জানালেন ইরানের প্রেসিডেন্ট
২২ হাজার বিক্ষোভকারীকে ক্ষমা ইরানের

মন্তব্য

আন্তর্জাতিক
The heat is low in Turkey ahead of the second round of voting

দ্বিতীয় দফা ভোটের আগে উত্তাপ কম তুরস্কে

দ্বিতীয় দফা ভোটের আগে উত্তাপ কম তুরস্কে ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট পদপ্রার্থী কামাল কিলিচদারোলুর পোস্টারের পাশে এক ব্যক্তি। ছবি: রয়টার্স
তুরস্কের ইতিহাসে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের ভোট দ্বিতীয় দফায় গড়িয়েছে। এর আগে অনেক ভোটারই প্রথম দফার মতো আগ্রহ পাচ্ছেন না বলে জানিয়েছেন।

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে রোববার অনুষ্ঠেয় দ্বিতীয় দফা ভোটের আগে কমেছে নির্বাচনী উত্তাপ।

দেশটির ভোটারদের সঙ্গে কথা বলে বিষয়টি জানিয়েছে আল জাজিরা।

তুরস্কের ইতিহাসে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের ভোট দ্বিতীয় দফায় গড়িয়েছে। এর আগে অনেক ভোটারই প্রথম দফার মতো আগ্রহ পাচ্ছেন না বলে জানিয়েছেন।

তুরস্কের অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু ইস্তাম্বুলের টোফেন এলাকায় বন্ধুদের সঙ্গে চা পানের সময় ৪৯ বছর বয়সী সোনার উগুরলু আল জাজিরাকে বলেন, ‘এটা অদ্ভুত অনুভূতি। আমার মনে হচ্ছে নির্বাচন শেষ হয়ে গেছে। অথচ আমি জানি আরেক দফা আছে রোববার।’

তিনি বলেন, ‘অবশ্যই আমি আবার ভোট দেব, তবে বিষয়টি অদ্ভুত লাগছে। কারণ দুই সপ্তাহ আগের তুলনায় সবকিছু অনেক শান্ত লাগছে।’

তুরস্কের ভোটারদের অনেকে মনে করছেন, দ্বিতীয় দফায় জয়ী হবেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর মধ্য দিয়ে তার ২০ বছরের শাসনকাল আরও ৫ বছর বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে।

প্রথম দফার ভোটে এরদোয়ান পেয়েছেন ৪৯ দশমিক ২ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোলু পান প্রায় ৪৫ শতাংশ ভোট। এর আগে ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে প্রথম রাউন্ডেই জিতেছিলেন এরদোয়ান।

ইস্তাম্বুলের চিহানগির এলাকার একটি কাপড়ের দোকানের স্বত্বাধিকারী ওলজাই বলেন, ‘১৪ মের (প্রথম দফা ভোটের দিন) আগে আমি খুবই আশাবাদী ছিলাম। মনে হচ্ছিল আমরা তার (রিসেপ তাইয়েপ এরদোয়ান) হাত থেকে অবশেষে মুক্তি পাব, তবে এখন মনে হচ্ছে তাকে হারানো যাবে না।’

৩৪ বছর বয়সী এ ব্যক্তি বলেন, ‘ফের আগের মতো উদ্দীপনা নিয়ে ভোট দেয়া কঠিন। কারণ মনে হচ্ছে বিষয়টির সুরাহা হয়ে গেছে, তবে অবশ্যই আমি (ভোট) দেব। কারণ এটা আমার দায়িত্ব।’

আরও পড়ুন:
এরদোয়ানকে তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দলের সমর্থন

মন্তব্য

আন্তর্জাতিক
A 72 year old farmer was mauled by 40 crocodiles

৭২ বছরের খামারির দেহ ছিন্নভিন্ন করে ফেলল ৪০ কুমির

৭২ বছরের খামারির দেহ ছিন্নভিন্ন করে ফেলল ৪০ কুমির প্রতীকী ছবি
সিয়াম রিপ পুলিশের প্রধান মে স্যাভরির বরাত দিয়ে নিউ ইয়র্ক সিটিভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়, মৃত্যুর আগ পর্যন্ত কুমিরগুলো হামলে পড়ে লুয়ান ন্যামের ওপর।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার সিয়াম রিপ এলাকায় শুক্রবার এক খামারিকে হত্যা করে দেহ ছিন্নভিন্ন করে ফেলেছে ৪০টি কুমির।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সিয়াম রিপ পুলিশের প্রধান মে স্যাভরির বরাত দিয়ে নিউ ইয়র্ক সিটিভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়, মৃত্যুর আগ পর্যন্ত কুমিরগুলো হামলে পড়ে লুয়ান ন্যামের ওপর।

সংবাদমাধ্যমটি জানায়, পারিবারিক ঘেরে ডিম পাড়া কুমিরকে লাঠি দিয়ে একটি খাঁচা থেকে সরানোর চেষ্টা করছিলেন ৭২ বছর বয়সী ন্যাম। হঠাৎ সেই লাঠিতে কুমির কামড় দিলে পরিস্থিতি বেগতিক হয়ে যায়।

পুলিশ কর্মকর্তা স্যাভরি জানান, হাতে থাকা লাঠিতে কুমিরের কামড়ের কারণে ন্যাম পড়ে যান ঘেরে। এর পরই একের পর এক কুমির এসে ঘিরে ধরে খামারিকে। সরীসৃপগুলো ন্যামের দেহ টেনে ছিন্নভিন্ন করে ফেলে। খামারির রক্তে সয়লাব হয়ে যায় ঘের।

বিভিন্ন ছবিতে দেখা যায়, ন্যামের ছড়িয়ে-ছিটিয়ে থাকা রক্তের ওপর বিচরণ করছে কুমিরগুলো।

ভিডিওতে দেখা যায়, স্থানীয় সংশ্লিষ্ট কর্মকর্তারা ন্যামের দেহাবশেষ সরিয়ে নিয়ে যাচ্ছেন।

সিয়াম রিপ পুলিশের প্রধান জানান, ন্যামের মরদেহে অসংখ্য কামড়ের চিহ্ন ছিল। তার দুই হাত ও এক পা কুমির খেয়ে ফেলে।

নিউ ইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম সিবিএসের প্রতিবেদনে জানানো হয়, কুমিরের হামলায় প্রাণ হারানো ন্যাম স্থানীয় কুমির খামারি সমিতির সভাপতি ছিলেন। কয়েক বছর ধরে তাকে এ ব্যবসা ছাড়ার তাগিদ দেয়া হচ্ছিল।

আরও পড়ুন:
মাছের ঘেরে ৮ ফুটের কুমির
গৃহবধূকে কামড় দেয়া কুমিরটি এখনও শনাক্ত হয়নি
নদীর কুমির বাড়িতে ঢুকে কামড়ে দিল গৃহবধূকে
কুমিরের মুখ থেকে ফিরে এলো গরুটি
চিংড়ি ঘেরে কুমির

মন্তব্য

আন্তর্জাতিক
Four people including two policemen were killed in a knife gun attack in Japan

জাপানে ছুরি বন্দুক হামলায় দুই পুলিশসহ চারজন নিহত

জাপানে ছুরি বন্দুক হামলায় দুই পুলিশসহ চারজন নিহত জাপানে হামলায় নিহত চারজনের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা রয়েছেন। ছবি: এএফপি
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দিনে চালানো এ হামলায় গভীর রাতে প্রাপ্তবয়স্ক এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীকে ঘটনাস্থলে আহত অবস্থায় পাওয়া গিয়েছিল।

জাপানে বৃহস্পতিবার ছুরিকাঘাত ও গুলিতে দুই পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন।

এ ঘটনায় সন্দেহভাজনকে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ, যিনি একটি বাড়িতে লুকিয়ে ছিলেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, জাপানের নাগানো অঞ্চলের নাকানো শহরের কাছ থেকে গ্রেপ্তার ব্যক্তিকে হেফাজতে নেয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দিনে চালানো এ হামলায় গভীর রাতে প্রাপ্তবয়স্ক এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীকে ঘটনাস্থলে আহত অবস্থায় পাওয়া গিয়েছিল।

পুলিশের এক মুখপাত্র এএফপিকে বলেন, সন্দেহভাজনকে শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে গ্রেপ্তার করা হয়।

জাপানভিত্তিক সংবাদমাধ্যম কিয়োদো নিউজের প্রতিবেদনে জানানো হয়, সন্দেহভাজন তার বাবার বাড়িতে কয়েক ঘণ্টা ধরে লুকিয়ে ছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হামলাকারী শুরুতে কয়েকজনকে বড় ছুরি দিয়ে আঘাত করেন। পরে জরুরি কল পেয়ে ঘটনাস্থলে যাওয়া দুই পুলিশ কর্মকর্তাকে রাইফেল দিয়ে গুলি করে হত্যা করেন তিনি।

জাপানের মফস্বল এলাকাটিতে হামলার শুরু বৃহস্পতিবার বিকেলে। এতে নিহত দুই পুলিশ কর্মকর্তা হলেন ৪৬ বছর বয়সী ইয়োশিকি তামাই ও ৬১ বছর বয়সী তাকু ইকেউচি।

আরও পড়ুন:
টেক্সাসে শপিং মলে বন্দুক হামলা, নিহত ৮
জাপানে গর্ভপাতের পিল অনুমোদন
বাংলাদেশের পরীক্ষিত বন্ধু জাপান: প্রধানমন্ত্রী
দেশে বড় পরিসরে জাপানি বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

মন্তব্য

আন্তর্জাতিক
Russias devastation at Bakhmu in satellite images

স্যাটেলাইট চিত্রে রুশ ধ্বংসযজ্ঞের আগে ও পরের বাঘমুত

স্যাটেলাইট চিত্রে রুশ ধ্বংসযজ্ঞের আগে ও পরের বাঘমুত ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর বাঘমুত শহরে ধ্বংসযজ্ঞ চালানোর আগের ও বর্তমানের স্যাটেলাইট চিত্র। ছবি: সংগৃহীত
গত ১০ মাস ধরে চলা লড়াইয়ের এক প্রকার কঙ্কালে পরিণত হয়েছে এক সময়ে লবণ-খনির জন্য বিখ্যাত শহর বাঘমুত। ইউক্রেনের এই শহরটির বেশিরভাগ স্কুল, বাড়ি ও দোকানপাট ধুলায় মিশে গেছে।

কৌশলগত কারণে ইউক্রেন যুদ্ধে বাখমুত একটি গুরুত্বপূর্ণ স্থান। সে কারণে রাশিয়া যেমন বাখমুতের পূর্ণ দখল নিতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, ইউক্রেনও তেমনই শহরটির নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া। ফলে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে বাখমুতেই সবচেয়ে দীর্ঘমেয়াদি ও রক্তক্ষয়ী লড়াই চলছে।

গত ১০ মাস ধরে চলা লড়াইয়ের এক প্রকার কঙ্কালে পরিণত হয়েছে এক সময়ে লবণ-খনির জন্য বিখ্যাত শহরটি। রাশিয়ার একের এক হামলায় শহরের বেশিরভাগ স্কুল, বাড়ি ও দোকানপাট ধুলায় মিশে গেছে।

এর মধ্যে রাশিয়া বাখমুতের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে। বিষয়টির উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সেনাবাহিনী ও ভাড়াটে ওয়াগনার বাহিনীকে অভিনন্দনও জানিয়েছেন।

তবে ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী রাশিয়ার ওই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, ‘বাখমুতে যুদ্ধের তীব্রতা কমলেও এর দক্ষিণ-পশ্চিম অংশ এখনও ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।’

স্যাটেলাইট চিত্রে রুশ ধ্বংসযজ্ঞের আগে ও পরের বাঘমুত
সূত্র: ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার। ২১ মে, ২০২৩।

ইউক্রেন যুদ্ধের এক বছরপূর্তিতে ২০২২ সালের মে থেকে ২০২৩ সালের মে মাস পর্যন্ত এক বছরে বাখমুতে ঘটা ধ্বংসযজ্ঞের স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজিস। সময়ের ধারাবাহিকতায় বাখমুতে ধ্বংসের মাত্রা বুঝতে সহযোগিতা করবে ছবিগুলো।

স্যাটেলাইট চিত্রে রুশ ধ্বংসযজ্ঞের আগে ও পরের বাঘমুত
উপরের ছবি দুটির প্রথমটি ২০২২ সালের ৮ মে বাখমুতের স্কুল ১২ ও এর আশপাশের বাসবভবনগুলোর। ডানে চলতি বছরের ১৫ মে ওই অঞ্চলের চিত্র।

স্যাটেলাইট চিত্রে রুশ ধ্বংসযজ্ঞের আগে ও পরের বাঘমুত
২০২২ সালের ৮ মে বাখমুত বিশ্ববিদ্যালয় এলাকা ও রেডিও টাওয়ার। ডানে চলতি বছরের ১৫ মে ওই অঞ্চলের চিত্র।

স্যাটেলাইট চিত্রে রুশ ধ্বংসযজ্ঞের আগে ও পরের বাঘমুত
২০২২ সালের ৮ মে বাখমুত থিয়েটার ও আশেপাশের দোকানগুলোর অবস্থা। ডানে ১৫ মে ২০২৩ তারিখে ওই অঞ্চলের বর্তমান অবস্থা।

স্যাটেলাইট চিত্রে রুশ ধ্বংসযজ্ঞের আগে ও পরের বাঘমুত
২০২২ সালের ৮ মে বাখমুতের আরেকটি স্কুল ও আশেপাশের আবাসিক এলাকার চিত্র। ডানে ওই অঞ্চলের গত ১৫ মের চিত্র।

যুদ্ধের আগে বাখমুতে প্রায় ৭০ হাজার মানুষের বসবাস থাকলেও বর্তমানে তা কয়েক হাজারে নেমে এসেছে।

রেড ক্রসের তথ্য অনুসারে, ভয়াবহ পরিস্থিতি সত্ত্বেও বর্তমানে ১০ হাজারের মতো বেসামরিক, খুবই বয়স্ক ও প্রতিবন্ধী ইউক্রেনীয় নাগরিক সেখানে বসবাস করছেন।

কৌশলগত যুদ্ধের পরিবর্তে বর্তমানে বাখমুত যুদ্ধ প্রতীকী লড়াইয়ে রূপ নিচ্ছে। বছর পেরিয়ে চলা যুদ্ধে চলতি বছরের জানুয়ারি মাসে সোলেদার শহর দখল ছিল প্রত্যক্ষভাবে রাশিয়ার প্রথম বড় অর্জন। সেই শহরটির দখল অবশ্য ক্রেমলিন বেশিদিন ধরে রাখতে পারেনি। এবার কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ বাখমুত শহর দখলে নিতে পারলে তা হবে রুশ বাহিনীর বড় অর্জন।

আরও পড়ুন:
সীমান্তে ৭০ হামলাকারীকে হত্যার দাবি রাশিয়ার
ইউক্রেন সীমান্ত পেরিয়ে যুদ্ধ চলছে রাশিয়ায়
বাখমুত পূর্ণ দখলের দাবি রাশিয়ার

মন্তব্য

p
উপরে