× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

আন্তর্জাতিক
Allahu Akbar is heard when found alive or dead
google_news print-icon

জীবিত বা মৃত পাওয়া গেলেই ধ্বনি উঠছে আল্লাহু আকবার

জীবিত-বা-মৃত-পাওয়া-গেলেই-ধ্বনি-উঠছে-আল্লাহু-আকবার
তুরস্কের ধ্বংসস্তূপ থেকে বের করা হচ্ছে মরদেহ। ছবি: সংগৃহীত
সোমবার স্থানীয় সময় ভোররাত ৩টা ২০ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার প্রথম ভূমিকম্প আঘাত হানে। প্রায় ৯০ সেকেন্ড ধরে কাঁপতে থাকে পুরো শহর। এসময় অনেকেই জুতা-জামা কাপড় না নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়েন। এরমধ্যেই শহরটির তাপমাত্রা আরও কমছে।

ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হওয়া তুরস্কের বেশ কয়েকটি শহরের মতো একটি আদানা। সেখানে ধসে যাওয়া ভবনগুলোকে সরানো হচ্ছে ভারী যন্ত্রপাতি দিয়ে। ধ্বংসস্তূপ থেকে জীবিত অথবা মৃত উদ্ধার হলেই আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পতি হচ্ছে ওই শহর।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ধ্বংস্তূপে পরিণত হওয়া তুরস্কের শহরটিতে আন্তর্জাতিক উদ্ধার তৎপরতা অব্যাহত হয়েছে।

সোমবার স্থানীয় সময় ভোররাত ৩টা ২০ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার প্রথম ভূমিকম্প আঘাত হানে। প্রায় ৯০ সেকেন্ড ধরে কাঁপতে থাকে পুরো শহর। এসময় অনেকেই জুতা-জামা কাপড় না নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়েন। এরমধ্যেই শহরটির তাপমাত্রা আরও কমছে।

তুরস্কের চেয়ে অবস্থা আরও ভয়াবহ সিরিয়ার। দেশটির সীমান্তে কড়াকড়ি থাকায় সেখানে আন্তর্জাতিক উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি।

তুরস্ক-সিরিয়া সীমান্তে প্রায় ১৭ লাখ বাস্তচ্যুত মানুষ বাস করে। তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের নির্যাতন থেকে বাঁচতে ওই এলাকায় আশ্রয় নিয়েছিল।

তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ হতাহত হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দেশে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। একই সঙ্গে সহযোগিতার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সর্বশেষ তুরস্কে ১৯৩৯ সালের ডিসেম্বরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যাতে ৩৩ হাজার মানুষের মৃত্যু হয়।

আরও পড়ুন:
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
তুরস্কে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বহুতল ভবন
বহু হতাহতের মধ্যেই তুরস্কে ফের শক্তিশালী ভূমিকম্প
‘১০ মিনিটে একটি লাশ উদ্ধার হচ্ছে সিরিয়ায়’
ভূমিকম্পে মৃত্যু ৩৮০০ ছাড়িয়েছে

মন্তব্য

আরও পড়ুন

আন্তর্জাতিক
Ukraine is receiving great support from Russia which has a strong friendship with China

চীনের সঙ্গে দোস্তি মজবুত রাশিয়ার, বড় সহায়তা পাচ্ছে ইউক্রেন

চীনের সঙ্গে দোস্তি মজবুত রাশিয়ার, বড় সহায়তা পাচ্ছে ইউক্রেন ক্রেমলিনে মঙ্গলবার বৈঠকের পর ফুরফুরে মেজাজে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এএফপি
রাশিয়া সফরে মঙ্গলবার বন্ধুত্বের বেশ কিছু নিদর্শন দেখিয়েছেন চীনের প্রেসিডেন্ট। শি ও পুতিন পরস্পরকে প্রিয় বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে তারা অর্থনৈতিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে দুই দেশের সম্পর্ক সবচেয়ে ভালো অবস্থায় আছে বলে দাবি করেছেন।

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের রাশিয়া সফরে ইউরোপের পরাশক্তিটির সঙ্গে সম্পর্ক সুসংহত হয়েছে পূর্ব এশিয়ার বৈশ্বিক শক্তিটির।

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যৌথ বিবৃতিতে সমালোচনা করেছেন পশ্চিমের।

এমন বাস্তবতায় সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনকে প্রায় ১ হাজার ৬০০ কোটি ডলার দেয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। রাশিয়ার সঙ্গে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে যুদ্ধরত দেশটিতে দ্রুত সময়ে ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমা দেশগুলো।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, রাশিয়া সফরে মঙ্গলবার বন্ধুত্বের বেশ কিছু নিদর্শন দেখিয়েছেন চীনের প্রেসিডেন্ট। শি ও পুতিন পরস্পরকে প্রিয় বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে তারা অর্থনৈতিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে দুই দেশের সম্পর্ক সবচেয়ে ভালো অবস্থায় আছে বলে দাবি করেছেন।

দুই নেতার যৌথ বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র বৈশ্বিক স্থিতিশীলতাকে ম্লান করছে এবং ন্যাটো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নাক গলাচ্ছে।

ইউক্রেনে শান্তি ফেরাতে গত মাসে প্রকাশিত চীনের ১২ দফা প্রস্তাবের প্রশংসা করে সেটি প্রত্যাখ্যান করায় কিয়েভ ও পশ্চিমা মিত্রদের সমালোচনা করেন পুতিন। অন্যদিকে শি যুদ্ধের বিষয়টি উল্লেখ করেননি বললেই চলে। তিনি এ সংঘাতে চীন নিরপেক্ষ অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন।

রাশিয়া ও চীনের এমন অবস্থানের সময় আইএমএফ জানিয়েছে, ইউক্রেনকে চার বছরে ১ হাজার ৫৬০ কোটি ডলার দিতে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে সংস্থাটি। এ অর্থ বিধ্বস্ত অবকাঠামো মেরামত ও অর্থনীতিকে পুনরুজ্জীবনে কাজে লাগানো হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার জানিয়েছেন, ৩১টি আব্রামস ট্যাংক দ্রুত ইউক্রেনের কাছে পাঠাতে চায় যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন:
ইউক্রেন সংকট নিরসনের যৌক্তিক পথ খোঁজার তাগিদ শির
হঠাৎ ইউক্রেনে পুতিন
রাশিয়া-ইউক্রেন শস্য চুক্তির মেয়াদ ফের বাড়ল
যে কারণে রাশিয়া যাচ্ছেন শি
রুশ বিমানের ধাক্কায় ড্রোন বিধ্বস্তের দাবি যুক্তরাষ্ট্রের, নাকচ রাশিয়ার

মন্তব্য

আন্তর্জাতিক
The king invited the president of Iran to Saudi Arabia

সফরের আমন্ত্রণ সৌদি বাদশাহর, স্বাগত জানালেন ইরানের প্রেসিডেন্ট

সফরের আমন্ত্রণ সৌদি বাদশাহর, স্বাগত জানালেন ইরানের প্রেসিডেন্ট সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলাজিজ আল সৌদি ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। কোলাজ: নিউজবাংলা
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রোববার এক পোস্টে আমন্ত্রণের বিষয়টি জানান ইসলামি প্রজাতন্ত্রটির প্রেসিডেন্টের রাজনীতিবিষয়ক ডেপুটি চিফ অফ স্টাফ মোহাম্মদ জামশিদি।

সম্পর্ক স্বাভাবিক করতে চীনের মধ্যস্থতায় সাম্প্রতিক মতৈক্যের পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলাজিজ আল সৌদ।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রোববার এক পোস্টে আমন্ত্রণের বিষয়টি জানান ইসলামি প্রজাতন্ত্রটির রাজনীতিবিষয়ক ডেপুটি চিফ অফ স্টাফ মোহাম্মদ জামশিদি।

তিনি বলেন, এক চিঠিতে ইরানের প্রেসিডেন্টকে সফরের আমন্ত্রণ জানান সৌদি বাদশাহ।

টুইটে জামশিদি লিখেন, ‘প্রেসিডেন্ট রাইসিকে দেয়া চিঠিতে সৌদি আরবের বাদশাহ বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যকার চুক্তিকে স্বাগত জানানোর পাশাপাশি তাকে (ইরানের প্রেসিডেন্ট) রিয়াদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।’

তিনি লিখেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান।

ইরানের জ্যেষ্ঠ ওই কর্মকর্তা আরও বলেন, সালমানের আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন রাইসি।

শিয়া ও সুন্নি দ্বন্দ্বের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বীর ভূমিকায় ছিল সৌদি আরব ও ইরান। চীনের মধ্যস্থতায় দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের পর সে শত্রুতা কমে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

সর্বশেষ বাদশাহ সালমান যে চিঠি দিয়েছেন, তাকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে।

টানা কয়েক দিন বড় পরিসরে আলোচনার পর গত ১০ মার্চ ইরান, সৌদি আরবকে নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয় চীন।

এ ‍চুক্তির আওতায় মধ্যপ্রাচ্যের বড় দুই শক্তি কূটনৈতিক সম্পর্ক পুনস্থাপনের পাশাপাশি দূতাবাস ও মিশনগুলো দুই মাসের মধ্যে ফের চালু করতে সম্মত হয়।

আরও পড়ুন:
ট্রাম্পকে হত্যার সুযোগ খুঁজছে ইরান
সৌদির প্রথম নারী নভোচারী হচ্ছেন রায়ানা
ইরানে ২৬ দিনে ৫৫ ফাঁসি
সাবেক উপমন্ত্রীকে ফাঁসিতে ঝোলাল ইরান
ইরানের সাবেক প্রেসিডেন্টের মেয়ের ৫ বছরের কারাদণ্ড

মন্তব্য

আন্তর্জাতিক
Shir urged to find a logical way to resolve the Ukraine crisis

ইউক্রেন সংকট নিরসনের যৌক্তিক পথ খোঁজার তাগিদ শির

ইউক্রেন সংকট নিরসনের যৌক্তিক পথ খোঁজার তাগিদ শির রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। ছবি: এএফপি
শি বলেন, ‘(ইউক্রেন) সংকটের ক্ষতিকর প্রভাব কমানো ও এর রাজনৈতিক সমাধানকে ত্বরান্বিত করতে এই নথি (১২ দফা প্রস্তাব) ইতিবাচক বিষয় হিসেবে কাজ করছে।’ তিনি আরও বলেন, ‘জটিল সমস্যার সহজ কোনো সমাধান নেই।’

ইউক্রেন সংকট নিরসনের যৌক্তিক পথ খুঁজে বের করার তাগিদ দিয়ে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং বলেছেন, এ সমস্যার সমাধান সহজ হবে না।

সোমবার রাশিয়ার মস্কোতে পা রাখার আগে রাষ্ট্র নিয়ন্ত্রিত রুশ সংবাদপত্র রশিসকায়া গ্যাজেটায় লেখা নিবন্ধে তিনি এ কথা বলেন।

শিকে উদ্ধৃত করে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলার পর সৃষ্ট সংকটের রাজনৈতিক সমাধানের আলোচনার ভিত্তি হতে পারে গত মাসে প্রকাশিত চীনের ১২ দফা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত দফাগুলোতে সব দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান, স্নায়ুযুদ্ধের মানসিকতা পরিহার, যুদ্ধবিরতি, শান্তি আলোচনা শুরু, মানবিক সংকট নিরসনসহ বিভিন্ন আহ্বান জানানো হয়।

শি বলেন, ‘(ইউক্রেন) সংকটের ক্ষতিকর প্রভাব কমানো ও এর রাজনৈতিক সমাধানকে ত্বরান্বিত করতে এই নথি (১২ দফা প্রস্তাব) ইতিবাচক বিষয় হিসেবে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘জটিল সমস্যার সহজ কোনো সমাধান নেই।’

চীনের প্রেসিডেন্ট বলেন, দেশটির ১২ দফায় যতটা সম্ভব আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামতের প্রতিফলন ঘটানোর চেষ্টা করা হয়েছে।

ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর প্রথমবারের মতো দেশটিতে সফরে যাচ্ছেন শি চিনপিং।

ইউরোপের দুই প্রতিবেশীর সংঘাতে চীন নিজেকে তৃতীয় পক্ষ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে, তবে দেশটি রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কও বজায় রেখেছে।

গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রথম কোনো বিশ্বনেতা হিসেবে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন শি চিনপিং।

আরও পড়ুন:
হঠাৎ ইউক্রেনে পুতিন
রাশিয়া-ইউক্রেন শস্য চুক্তির মেয়াদ ফের বাড়ল
যে কারণে রাশিয়া যাচ্ছেন শি
রুশ বিমানের ধাক্কায় ড্রোন বিধ্বস্তের দাবি যুক্তরাষ্ট্রের, নাকচ রাশিয়ার
ইউক্রেনে রুশ হামলা জোরদার, নিহত ৬

মন্তব্য

আন্তর্জাতিক
The Fed gave and300 billion to US banks

যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোকে ৩০০ বিলিয়ন ডলার দিল ফেড

যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোকে ৩০০ বিলিয়ন ডলার দিল ফেড
ফেডারেল রিজার্ভের ধার হিসেবে দেয়া এই অর্থের প্রায় অর্ধেক ১৪৩ বিলিয়ন ডলার গত সপ্তাহে ব্যর্থ হওয়া দুটি প্রধান ব্যাংক সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংকের হোল্ডিং কোম্পানির কাছে গেছে। তহবিলের বাকি অর্ধেক অন্য কোন কোন ব্যাংক পেয়েছে তা প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্রে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে ফেডারেল রিজার্ভ থেকে প্রায় ৩০০ বিলিয়ন ধার দেয়া হয়েছে। জরুরি তহবিল হিসেবে গত সপ্তাহে এই পরিমাণ অর্থ দেয়া হয়েছে বলে বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানায়। সূত্র: এপি

ধার হিসেবে দেয়া এই অর্থের প্রায় অর্ধেক ১৪৩ বিলিয়ন ডলার গত সপ্তাহে ব্যর্থ হওয়া দুটি প্রধান ব্যাংক সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংকের হোল্ডিং কোম্পানির কাছে গেছে, যা আর্থিক বাজারে শঙ্কার সৃষ্টি করেছে৷ তহবিলের বাকি অর্ধেক অন্য কোন কোন ব্যাংক পেয়েছে তা প্রকাশ করা হয়নি।

ফেডারেল ব্যাংক জানিয়েছে, দুটি ব্যর্থ ব্যাংকের হোল্ডিং কোম্পানিগুলো ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) স্থাপন করেছিল, যা উভয় ব্যাংকের দখল নিয়েছে৷ তারা যে অর্থ ধার করেছিল তা তাদের বীমাবিহীন আমানতকারীদের অর্থ প্রদানের জন্য ব্যবহার করা হয়েছিল। উভয় ব্যাংকের মালিকানাধীন বন্ডগুলো জামানত হিসেবে পোস্ট করা হয়েছিল। এফডিআইসি ঋণ পরিশোধের নিশ্চয়তা দিয়েছে।

ব্যাংকগুলো বাকি টাকা ধার করেছিল নগদ সংগ্রহের জন্য। অন্তত আংশিকভাবে আমানতকারীদের পাওনা পরিশোধ করার জন্য, যারা তাদের টাকা তোলার চেষ্টা করেছিল। অনেক মেগা ব্যাংক, যেমন ব্যাংক অফ আমেরিকা গত সপ্তাহান্তে ব্যাংকের ব্যর্থতার পর থেকে ছোট ব্যাংকগুলো থেকে তহবিল প্রাপ্তির প্রতিবেদন করেছে৷

গত সপ্তাহে ফেডারেল রিজার্ভ থেকে অতিরিক্ত ১৫৩ বিলিয়ন ডলার ধার এসেছে ‘ডিসকাউন্ট উইন্ডো’ নামে একটি দীর্ঘস্থায়ী প্রোগ্রামের মাধ্যমে। এটি সেই প্রোগ্রামের জন্য একটি রেকর্ড স্তরের পরিমাণ। ব্যাংকগুলো ডিসকাউন্ট উইন্ডো থেকে ৯০ দিন পর্যন্ত ধার নিতে পারে।

সাধারণত একটি নির্দিষ্ট সপ্তাহে এই প্রোগ্রামের মাধ্যমে মাত্র চার বিলিয়ন থেকে পাঁচ বিলিয়ন ধার করা হয়।

ফেডারেল রিজার্ভ রোববার ঘোষণা করা একটি নতুন ঋণ সুবিধা থেকে অতিরিক্ত ১১ দশমিক ৯ বিলিয়ন ডলার ধার দিয়েছে। নতুন প্রোগ্রামটি ব্যাংকগুলোকে নগদ অর্থ সংগ্রহ ও উত্তোলনকারী যে কোনো আমানতকারীর অর্থ দিতে সক্ষম করে৷

জেপি মরগানের একজন অর্থনীতিবিদ মাইকেল ফেরোলি তার গবেষণা নোটে বলেছেন, ‘ফেডারেলের সহায়তা এখন পর্যন্ত ১৫ বছর আগে আর্থিক সংকটের সময় যা ছিল তার প্রায় অর্ধেক। তবে এটি এখনও একটি বড় সংখ্যা।’

ফেডারেল ব্যাংকের কাছ থেকে নেয়া গত সপ্তাহের জরুরি ঋণ দুটি ব্যাংকের পতনের একটি প্রধান কারণকে মোকাবিলা করতে চায়- সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংক বিলিয়ন ডলারের আপাতদৃষ্টিতে নিরাপদ ট্রেজারি এবং অন্যান্য বন্ডের মালিকানা যা কম সুদের হার প্রদান করে।

গত বছর ধরে ফেড ক্রমাগতভাবে তার বেঞ্চমার্ক সুদের হার বাড়ানোয় দীর্ঘমেয়াদি ট্রেজারি ও অন্যান্য বন্ডের সমর্পণ বেড়েছে। এর ফলে ব্যাংকগুলোর ধারণকৃত নিম্ন-উৎপাদন ট্রেজারিগুলোর মূল্য কমে এসেছে। ফলে ব্যাংকগুলো তাদের ট্রেজারি বিক্রি থেকে পর্যাপ্ত নগদ অর্থ সংগ্রহ করতে পারেনি।

ফেডের বিশেষ নতুন ঋণদান কর্মসূচির সুবিধা রোববার উদ্বোধন করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জামানত হিসাবে বন্ড পোস্ট করতে এবং সেগুলো বিক্রির পরিবর্তে তাদের বিপরীতে ঋণ নিতে সক্ষম করে।

নতুন ঋণ সুবিধার জন্য ফেড বলেছে যে এটি জামানত হিসেবে ১৫ দশমিক ৯ বিলিয়ন পেয়েছে। এটি ধার দেয়া ১১ দশমিক ৯ বিলিয়নের চেয়ে বেশি। ব্যাংক কখনও কখনও ঋণ নেয়ার আগে ফেড জামানত দেয়। এটি পরামর্শ দেয় যে অতিরিক্ত ঋণ দেয়া হচ্ছে।

মন্তব্য

আন্তর্জাতিক
Credit Suisses share price has fallen this time

এবার ক্রেডিট সুইসের শেয়ারে দরপতন

এবার ক্রেডিট সুইসের শেয়ারে দরপতন
সৌদি ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আম্মার আল খুদাইরি বলেন, ক্রেডিট সুইসে অংশীদারত্ব বাড়ানো হবে না। আমরা ব্যাংকের ৯ দশমিক ৮ শতাংশের মালিক। আমরা নতুন ব্যবস্থায় যেতে আগ্রহী নই।

যুক্তরাষ্ট্রের দুই ব্যাংক সংকটে পড়ার মধ্যেই সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংকের শেয়ারের দরপতন হয়েছে।

সৌদি ন্যাশনাল ব্যাংক নতুন তহবিল দিতে অস্বীকৃতি জানানোর পর পরই বুধবার ব্যাংকটির ২০ শতাংশের বেশি শেয়ারের দরপতন হয় বলে জানিয়েছে রয়টার্স।

এক সাক্ষাৎকারে সৌদি ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আম্মার আল খুদাইরি বলেন, ক্রেডিট সুইসে অংশীদারত্ব বাড়ানো হবে না। আমরা ব্যাংকের ৯ দশমিক ৮ শতাংশের মালিক। আমরা নতুন ব্যবস্থায় যেতে আগ্রহী নই।

বেশ কিছু ভুল পদক্ষেপে গত কয়েক বছরে ক্রেডিট সুইসের প্রতি বিনিয়োগকারীদের আস্থা কমেছে। গত বছর ১৩৩ বিলিয়ন ডলার ক্রেডিট সুইস থেকে তুলে নেন বিনিয়োগকারীরা। সবমিলিয়ে ব্যাংকটির বার্ষিক ক্ষতি ৭ দশমিক ৯ বিলিয়ন ডলার।

বুধবার সকালে ইউরোপজুড়ে ক্রেডিট সুইচের শেয়ারসূচক নেমে আসে ২ দশমিক ৫ শতাংশে। মঙ্গলবার ব্যাংকের নিরীক্ষক পিডব্লিউসি আর্থিক প্রতিবেদন নিয়ন্ত্রণে দুর্বলতা চিহ্নিত করার পর থেকে শুরু হয় এই সংকোট। সংকটে নতুন মাত্রা যোগ করে সৌদির ন্যাশনাল ব্যাংক।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংক সিলিকন ভ্যালি বিপর্যয়ে পড়ে। এক পর্যায়ে নিয়ন্ত্রক সংস্থার হাততে চলে যায় এই ব্যাংকের নিয়ন্ত্রণ। বন্ধ করে দেয়া হয়েছে নিউ ইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংকও।

আরও পড়ুন:
‘ব্যাংক কর্মকর্তাদের প্রমোশনের সময় নানা জায়গা থেকে তদবির আসে’

মন্তব্য

আন্তর্জাতিক
Iran pardons 22000 protesters

২২ হাজার বিক্ষোভকারীকে ক্ষমা ইরানের

২২ হাজার বিক্ষোভকারীকে ক্ষমা ইরানের ইরানে গত বছরের বিক্ষোভে অংশগ্রহণকারীদের কয়েকজন। ছবি: রয়টার্স
ইরানের প্রধান বিচারপতি এজেই বলেন, এখন পর্যন্ত ৮২ হাজার মানুষকে ক্ষমা করা হয়েছে, যাদের মধ্যে ২২ হাজার বিক্ষোভকারী রয়েছেন।

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়া ২২ হাজার নাগরিককে ক্ষমা করে দিয়েছে ইরান।

স্থানীয় সময় সোমবার দেশটির প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি এজেই এ তথ্য জানিয়েছেন বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত মাসের শুরুতে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ‘হাজার হাজার’ বিক্ষোভকারীকে ক্ষমা করে দিয়েছেন, যাদের মধ্যে গ্রেপ্তারকৃতরাও রয়েছেন।

ইরানের প্রধান বিচারপতি এজেই বলেন, এখন পর্যন্ত ৮২ হাজার মানুষকে ক্ষমা করা হয়েছে, যাদের মধ্যে ২২ হাজার বিক্ষোভকারী রয়েছেন।

এ ক্ষমার মেয়াদ কত দিন এবং বিক্ষোভকারীদের অভিযুক্ত করা হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানাননি এজেই।

গত বছরের সেপ্টেম্বরে নৈতিকতা পুলিশের হেফাজতে ইরানীয় কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয় ইরানজুড়ে।

এ বিক্ষোভে অংশ নেয় সব শ্রেণি-পেশার মানুষ, যা ১৯৭৯ সালের বিপ্লবের পর ইসলামী প্রজাতন্ত্রটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন:
সাবেক উপমন্ত্রীকে ফাঁসিতে ঝোলাল ইরান
ইরানের সাবেক প্রেসিডেন্টের মেয়ের ৫ বছরের কারাদণ্ড
ইরানে আরও ২ বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর
শার্লি এবদোতে খামেনির কার্টুন, কঠিন পরিণতির হুঁশিয়ারি
ইরানে আরও ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড

মন্তব্য

আন্তর্জাতিক
Chinas reforms outline economic recovery

অর্থনীতি পুনরুদ্ধারে চীনের সংস্কার রূপরেখা

অর্থনীতি পুনরুদ্ধারে চীনের সংস্কার রূপরেখা বেইজিংয়ে সোমবার সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ছবি: নিউজবাংলা
বেইজিংয়ে গণমহাভবনে সংবাদ সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেন, ‘২০২৩ সালের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ শতাংশ। তবে এটা পূরণ করা সহজ হবে না। কেননা বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এখনও আশাব্যঞ্জক নয়।’

চলতি বছরে ৫ ভাগ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে নীতির সংস্কার করবে চীন। এক্ষেত্রে বড় বড় নীতির মধ্যে সমন্বয়ের পাশাপাশি অভ্যন্তরীণ চাহিদা আরও প্রসারিত করা হবে। একইসঙ্গে নতুন নতুন খাতের উদ্ভাবন এবং ঝুঁকিগুলো চিহ্নিত করে তা প্রতিরোধ ও কমিয়ে আনা হবে।

চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং দায়িত্ব নেয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার এমন রূপরেখা তুলে ধরেন। দেশটির চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেস সোমবার সকালে বেইজিংয়ে শেষ হয়েছে।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় বেইজিংয়ে গণমহাভবনে এই সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন লি কিয়াং। বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগের পরিবেশ আরও উন্নত করার আশ্বাস দিয়ে তিনি বলেন, সব ধরনের কোম্পানিকে সমান সুযোগ দেয়া হবে।

তিনি বলেন, ‘বেসরকারি উদ্যোক্তা বা উদ্যোগগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয় তার জন্য একটি ভাল পরিবেশ নিশ্চিত করা হবে। আমরা সব ধরনের বাজার সত্তার জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করব। বেসরকারি উদ্যোক্তাদের সহায়তার চেষ্টা অব্যাহত থাকবে।’

অর্থনীতি পুনরুদ্ধারে চীনের সংস্কার রূপরেখা
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং সোমবার বেইজিংয়ে গণমহাভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ছবি: নিউজবাংলা

চীনের অর্থনৈতিক সম্ভাবনার ওপর পূর্ণ আস্থা রেখে লি কিয়াং বলেন, ‘২০২৩ সালের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ শতাংশ। তবে এটা পূরণ করা সহজ হবে না। কেননা বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এখনও আশাব্যঞ্জক নয়।’

তিনি জানান, চীন এ বছর অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। অনেক অস্থিতিশীলতা বিদ্যমান। অনিশ্চিত ও অপ্রত্যাশিত অনেক কারণও সামনে এসেছে। তবে আশার কথা হচ্ছে অর্থনীতি স্থিতিশীল হচ্ছে।

মোট দেশজ উৎপাদন বা প্রবৃদ্ধি কীভাবে স্থিতিশীল করা যায় তা বিশ্বের সব দেশের জন্যই একটি পরীক্ষা বলে মনে করেন লি কিয়াং। তিনি বলেন, ‘এ বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য অর্জন করা সহজ হবে না। এই জন্য সব ধরনের প্রচেষ্টাকে দ্বিগুণ করতে হবে বলেও মনে করি।’

স্পষ্ট করে জানান, ‌অবশ্যই ম্যাক্রো নীতিগুলোর ভালোভাবে সমন্বয় করা জরুরি। অভ্যন্তরীণ যে বড় চাহিদা তা আরও প্রসারিত করতে হবে।

লি কিয়াং বলেন, চীনের আছে বিশাল বাজার ও চাহিদা। তবে নতুন খাত নির্দিষ্ট করে সেসব ক্ষেত্রে আরও উন্নয়ন করতে হবে। আশা করা যায়, বেসরকারি উদ্যোক্তারা দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করতে পারবেন।

তিনি জানান, বাজারজাত, আইন প্রণয়ন ও আন্তর্জাতিক ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করা হবে। এছাড়া সব ধরনের কোম্পানির সঙ্গে সমান আচরণ করবে চীন। আইন অনুযায়ী কোম্পানি ও ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ রক্ষা করা হবে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, চীন সরকার ন্যায্য প্রতিযোগিতা জোরদার করার পাশাপাশি বেসরকারি কোম্পানির উন্নয়নে জোর দেবে।

প্রশ্নের জবাবে রূপরেখা নিয়ে চীনা প্রধানমন্ত্রী বলেন, ‘বেসরকারি খাতের অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির নীতি স্পষ্ট।

গেল বছর বেসরকারি অর্থনীতির বিকাশের বিষয়ে কিছু ভুল সিদ্ধান্ত ছিল; যা কিছু উদ্যোক্তাকে উদ্বিগ্ন করেছে। এবার বেসরকারি অর্থনীতির পরিবেশ আরও উন্নত হবে এবং এর জন্য আরও নতুন ক্ষেত্র প্রস্তুত করা হবে।’

চীনের আজকের যে অর্থনৈতিক উন্নয়ন তার জন্য বেশ কয়েকটি অনুকূল অবস্থার উল্লেখ করেন নতুন প্রধানমন্ত্রী। বলেন, ‘চীনের রয়েছে একটি অতি-বৃহৎ বাজার। রয়েছে একটি কার্যকরী শিল্প ব্যবস্থা, মানব সম্পদের সমৃদ্ধ সরবরাহ, একটি শক্তিশালী উন্নয়ন ভিত্তি এবং উল্লেখযোগ্য প্রাতিষ্ঠানিক শক্তি। এসব বিষয়ের ওপর ভর করে অর্থনৈতিক শক্তিমত্তার জানান দেবে চীন।’

২০২৩ সালের প্রথম দুই মাসে চীনের অর্থনৈতিক অবস্থা তুলে ধরে লি বলেন, ‘চীনা অর্থনীতি এখন স্থিতিশীল এবং তা বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক কয়েকটি সংস্থাও এ বছর চীনের প্রবৃদ্ধির সম্ভাবনার জন্য তাদের পূর্বাভাস পরিবর্তন করেছে।’

আরও পড়ুন:
উন্নয়নের মূলনীতি নিরাপত্তা: চীনের প্রেসিডেন্ট
চীনের মধ্যস্ততায় ফের এক হচ্ছে সৌদি-ইরান
তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট হয়ে শির ইতিহাস
চীনে পার্লামেন্টের অধিবেশন শুরু, প্রবৃদ্ধির লক্ষ্য প্রায় ৫ শতাংশ
চীনের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা: মিত্রদের দুয়ারে যুক্তরাষ্ট্র

মন্তব্য

p
উপরে