পাকিস্তানের পেশাওয়ারের পুলিশ হেডকোয়ার্টের ভেতরে অবস্থিত একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। সোমবারের এ হামলায় আহত হয়েছেন আরও ১৫০ জন।
এ হামলার দায় স্বীকার করে নিয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। গত বছরের আগস্টে আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর এক অভিযানে নিহত হন পাকিস্তানি তালেবানের কমান্ডার উমর খালিদ। তার এক ভাই দাবি করেছেন যে, আত্মঘাতী বিস্ফোরণটি ওই ঘটনার প্রতিশোধ নিতেই চালানো হয়েছে।
কর্মকর্তারা জানান, আফগানিস্তান সীমান্তবর্তী এলাকাটিতে যোহর নামাজের সময় হামলাটি হয়। হতাহতদের মধ্যে বেশিরভাগই পুলিশ সদস্য।
পেশাওয়ারের লেডি রিডিং হাসপাতাল বোমা হামলার ঘটনায় ৪৬ জন নিহতের খবর জানিয়েছে। তবে পুলিশের হিসাবে হামলায় নিহতের সংখ্যা ৩৮।
এ হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
গত বছরের মার্চে জঙ্গি গোষ্ঠী আইএসের হামলা পেশাওয়ারের একটি শিয়া মসজিদে ৬৪ জন নিহত হন। ২০১৮ সালের পর এটি ছিল পাকিস্তানের সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।
বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) আওতায় এই অঞ্চলে সংযোগ স্থাপনে অবদান রাখার বিষয়টি আলোচনা করেছে বাংলাদেশ ও চীন।
শনিবার ঢাকায় দ্বাদশ ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) মিলিত হয়ে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা এ আলোচনা করেন।
বিআরআইয়ের পৃষ্ঠপোষকতায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সংযোগে অবদান রাখতেও আগ্রহ দেখিয়েছে দুপক্ষ। এ সময় অনলাইনে জুয়া ও মাদক পাচারের মতো উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা তৈরিতে বাংলাদেশকে সহায়তার প্রস্তাব দিয়েছে চীন। এ ছাড়া রোহিঙ্গা সংকটসহ বহুপক্ষীয় আঞ্চলিক বিষয়েও আলোচনা হয়।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত বৈঠকে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। বৈঠকের পর কোনো পক্ষই সাংবাদিকদের সঙ্গে কথা বলেনি।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়। এতে বলা হয়, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে নিয়মিত কর্মকর্তা পর্যায়ের আলোচনা এবং বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে চীনা ভাইস মিনিস্টার সুন ওয়েইডং ১০ বছর পর বাংলাদেশ সফর করছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে এ দেশের অভাবনীয় উন্নয়ন অর্জন হয়েছে বলে মুগ্ধতা প্রকাশ করেন। দুই দেশের প্রতিনিধিদল পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি বহুপক্ষীয় ফোরামে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। ‘এক চীননীতি’তে অব্যাহত সমর্থনের জন্য বাংলাদেশের প্রতি তাদের কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করেছে চীন। সাম্প্রতিকালে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের রাজনৈতিক সফর বিনিময়ের দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারত্বকে আরও গভীর করেছে বলে উল্লেখ করে দেশটির প্রতিনিধিদল।
মন্ত্রণালয় আরও জানায়, বৈঠকে রোহিঙ্গা সংকটসহ অন্যান্য বহুপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ থেকে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, টেকসই এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনের সুবিধার্থে সহায়তা পুনর্ব্যক্ত করেছে চীন।
রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন বাংলাদেশ ও মিয়ানমারের পাশাপাশি সমগ্র অঞ্চলের জন্য উপকারী হবে বলে মনে করেন চীনের ভাইস মিনিস্টার। তিনি পাইলট প্রজেক্টের প্রথম ব্যাচের প্রত্যাবাসনের সুবিধার্থে দুই দেশের প্রতিনিধিদের মিয়ানমারে গিয়ে পরিস্থিতি দেখে আসা এবং বাংলাদেশে এসে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার উদ্যোগের প্রশংসা করেছে চীনের প্রতিনিধিদল।
বৈঠকে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় চীনের টিকা সহায়তার জন্য বাংলাদেশ আবারও ধন্যবাদ জানায়। দুই পক্ষ বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে। এ সময় কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল এবং পদ্মা সেতু রেল সংযোগের মতো মেগা প্রকল্পের আসন্ন উদ্বোধনকে স্বাগত জানায় চীন। বৈঠকে বিদ্যুৎ ও যোগাযোগ খাতে কয়েকটি অতিরিক্ত প্রকল্প প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া গত বছর ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া ৯৮ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা ব্যবহার করে চীনে রপ্তানি বাড়ানোর বিষয়ে বেইজিংয়ের সহযোগিতা চায় বাংলাদেশ।
বাংলাদেশের গ্রীষ্মকালীন ফল বিশেষ করে আম, কাঁঠাল, পেয়ারা এবং হিমায়িত খাবার আমদানিতে আগ্রহ প্রকাশ করে চীন। বাংলাদেশের পক্ষ থেকে চীনের সঙ্গে বিদ্যমান বাণিজ্য ভারসাম্যহীনতা কমাতে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধার আওতায় শাকসবজি, ওষুধ, কাঁচা চামড়া, ফুটওয়্যার, পোশাক ইত্যাদি রপ্তানি আইটেম অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়।
চীনের ভাইস মিনিস্টার চট্টগ্রামে চীনা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তার দেশের কোম্পানিগুলোকে বিনিয়োগে উৎসাহিত করার আশ্বাস দেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-গুয়াংজু সরাসরি ফ্লাইট পুনরায় চালুর জন্য চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে সময়মতো আলোচনার পরামর্শ দেন। বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা-সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই পক্ষ নিয়মিত কনস্যুলার পরামর্শ চালু করতে সম্মত হয়েছে। ডিজিটাল প্রযুক্তি এবং বায়োটেকনোলজিতে উদ্ভাবনের বিষয়ে চীনের সঙ্গে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।
বৈঠকে দুই পক্ষ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পৃষ্ঠপোষকতায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সংযোগ বাড়াতে আগ্রহ প্রকাশ করে। উভয়পক্ষ বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। একই সঙ্গে নিয়মিত স্টাফ পর্যায়ের আলোচনা ও বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ঘূর্ণিঝড় ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় আবহাওয়া স্যাটেলাইটের তথ্য শেয়ার করার জন্য বাংলাদেশ চীনকে ধন্যবাদ জানায়।
আরও পড়ুন:পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কয়েক শ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের পর পাকিস্তানজুড়ে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। এতে জড়িত থাকার অপরাধে পিটিআইয়ের শীর্ষ নেতাসহ অনেককে গ্রেপ্তার করা হয়। চলমান বিচারের মুখোমুখি হওয়া থেকে বাঁচতে অভিযুক্তরা পালিয়ে যেতে পারেন, এমন শঙ্কায় এ নিষেধাজ্ঞা জারি করা হয় বলে পাকিস্তান সরকারের কয়েকটি সূত্র দাবি করেছে।
শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) দেশটির সব স্থল, বিমানবন্দর ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিদের তালিকা পাঠায়।
সংস্থাটির একটি সূত্র জানায়, এ প্রক্রিয়া কোনো বিরল ঘটনা নয়। অভিযুক্ত ব্যক্তিদের পলায়ন রোধে প্রত্যেক মামলায় এমন চর্চা রয়েছে।
এদিকে ইমরান খান তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে টুইট বার্তা দেন।
তিনি লিখেন, ‘আমার নাম তালিকায় রাখায় সরকারকে ধন্যবাদ। বিদেশে যাওয়ার কোনো পরিকল্পনা আমার নেই। কারণ, দেশের বাইরে আমার কোনো সম্পদ, ব্যবসা বা ব্যাংক অ্যাকাউন্ট নেই।’
আরও পড়ুন:বিয়ের দিনক্ষণ ঠিক। কনে প্রস্তুত, কিন্তু গররাজি বর মাকে নিয়ে আসার কথা বলে আসেননি অনুষ্ঠানস্থলে। তাতে দমে যাননি কনে। বিয়ের পোশাকেই বরের খোঁজে পাড়ি জমিয়েছেন ২০ কিলোমিটার। এরপর একটি বাসে ওঠার সময় বরকে ধরে এনে সম্পন্ন করেছেন বিয়ে।
ব্যতিক্রমী ঘটনাটি ঘটিয়েছেন ভারতের উত্তর প্রদেশের বেরেলির এক নারী।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়, উত্তর প্রদেশের বাদাউন জেলার এক ব্যক্তির সঙ্গে আড়াই বছরের প্রেমের সম্পর্ক ছিল ওই নারীর। দুই পরিবারের মধ্যে ব্যাপক দরকষাকষির পর দুজনের বিয়ের তারিখ ঠিক হয় রোববার। বিয়ে পড়ানোর কথা হয় রাজ্যের ভূতেশ্বর নাথ মন্দিরে।
কথা অনুযায়ী যথারীতি মন্দিরে বিয়ের পোশাকে আসেন কনে, কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মেলেনি বরের দেখা। একপর্যায়ে কনে কল করেন বরকে। সেই কলে অপর প্রান্তকে তাকে জানানো হয়, তিনি মাকে আনতে যাচ্ছেন বাদাউনে।
বরের কাছ থেকে ওই কথা শুনে এক মুহূর্তও অপেক্ষা না করে তাকে ধরে আনতে বের হয়ে পড়েন কনে। তিনি বেরেলি থেকে ২০ কিলোমিটার দূরে গিয়ে ভিমোরা থানার কাছে বাসে উঠতে যাওয়ার মুহূর্তে বরকে ধরেন।
তাকে বিয়ের পিঁড়িতে বসানোর আগে রাস্তাতেও বেশ নাটকীয়তা দেখা যায়। অবশেষে উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে ভিমোরার এক মন্দিরে হয় বিয়ে।
আরও পড়ুন:জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি।
মঙ্গলবার ইসলামাবাদের এন্টি টেররিজম কোর্ট (এটিসি) তাকে আট মামলায় আগামী ৮ জুন পর্যন্ত জামিন দেয়। একই সঙ্গে বুশরাকে জামিন ৩১ মে পর্যন্ত জামিন দিয়েছে ন্যাশনাল অ্যাকাউন্টটিবিলিটি ব্যুরো (এনএবি)।
কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।
আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন চাইতে গিয়ে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গত ৯ মে গ্রেপ্তার হয়েছিলেন ইমরান। ওই মামলার আসামি তার স্ত্রীও।
ইমরান খানের এই গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করে ১২ মে জামিনের নির্দেশ দেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট। ইমরানকে গ্রেপ্তারের ঘটনায় দেশজুড়ে সহিংস বিক্ষোভ দেখা দেয়। এই বিক্ষোভে অন্তত আটজনের প্রাণহানি ঘটে।
ইমরানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার জামিনের পর ও বুশরাও আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন পান। তার জামিনের মেয়াদ শেষ হচ্ছে ২৩ মে। আর কারাবাসের পর নানা ঘটনার প্রেক্ষাপটে এখন ১৫ দিনের জামিনে আছেন ইমরান।
আরও পড়ুন:জামিন চাইতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। কারাবাসের পর নানা ঘটনার প্রেক্ষাপটে এখন ১৫ দিনের জামিনে আছেন তিনি।
ওই জামিনের মেয়াদ শেষ হতে যাচ্ছে শিগগিরই, তাই আবারও ইসলামাবাদ হাইকোর্টে তিনি জামিন চাইতে যাচ্ছেন বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবদ হাইকোর্টে জামিন আবেদন করতে যাচ্ছেন ইমরান খান। সঙ্গে যাচ্ছেন তার স্ত্রী বুশরা বিবি। এ ছাড়াও এদিন শুনানির জন্য পাকিস্তানের এন্টি টেররিজম কোর্ট (এটিসি) ও ন্যাশনাল অ্যাকাউন্টটিবিলিটি ব্যুরোতে (এনএবি) উপস্থিত হবে ইমরান খান ও বুশরা।
গত ৯ মে আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে গ্রেপ্তার করা হয় ইমরানকে। পরে ইমরান খানের এই গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করে ১২ মে জামিনের নির্দেশ দেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট। ইমরানকে গ্রেপ্তারের ঘটনায় দেশজুড়ে সহিংস বিক্ষোভ দেখা দেয়। এই বিক্ষোভে অন্তত আটজনের প্রাণহানি ঘটে।
ইমরানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ইমরান খানের জামিনের পর ও বুশরাও আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন পেয়েছেন। তার জামিনের মেয়াদ শেষ হচ্ছে ২৩ মে।
আরও পড়ুন:
ভারতের মহারাষ্ট্র রাজ্যে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে বুলধানা জেলায় নাগপুর-পুনে মহাসড়কে এই দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
পুলিশ বলছে, পুনে থেকে যাচ্ছিল বাসটি। বিপরীত দিক থেকে আসছিল ট্রাক। হতাহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
ভিডিও ও ছবিতে যানবাহন দুটিকে দুমড়েমুচড়ে যেতে দেখা গেছে। সড়কে ছড়িয়ে পড়েছে ভাঙা কাচ।
স্থানীয়রা উদ্ধার তৎপরতায় অংশ নেন বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
২০০০ রুপির নোট বদল করতে এখনই ব্যাংকে হুমড়ি খাওয়ার দরকার নেই বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাশ। এ নিয়ে উদ্বেগেরও কিছু নেই বলে জানিয়েছে তিনি।
নোট বদলের প্রক্রিয়া শুরুর আগের দিন এ সংক্রান্ত নানা গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে গভর্নর এসব কথা বলেন বলে এনডিটিভির প্রতিবেদনে সোমবার জানানো হয়েছে।
সম্প্রতি ২০০০ রুপির নোট বাজার থেকে তুলে নেয়ার ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ নোট বদলে সমপরিমাণ অর্থ নেয়া যাবে।
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর বলেন, এখনই ব্যাংকে গিয়ে ভিড় করার প্রযোজন নেই। ৩০ সেপ্টেম্বরের পরও ২০০০ রুপির নোট দেশে বৈধ থাকবে।
তিনি বলেন, আমরা কেবল দেশবাসী বিষয়টা যাতে গুরুত্ব সহকারে নেয় সেই কারণে একটি নির্দিষ্ট সময়সীমা বেধে দিয়েছি। আপনাদের হাতে এখনও চার মাস সময় রয়েছে।
শক্তিকান্ত দাশ বলেন, আমাদের কাছে প্রয়োজনীয় নোটের চেয়ে বেশিই নোট রয়েছে।
এক হাজার রুপির নোট আবার ফিরে আসছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, এমন কোনো প্রস্তাবনা এই মুহূর্তে নেই।
এর আগে আরবিআইয়ের বিবৃতিতে বলা হয়, ভারতজুড়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াসহ সব ব্যাংকের শাখায় যে কোনো ব্যক্তি ২০০০ রুপির নোট বদলে বাজারে প্রচলিত অন্যান্য নোটে সমমূল্যের অর্থ নিতে পারবেন। এ জন্য কোনো তথ্য ফরম বা জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে না।
এ বদল প্রক্রিয়ার জন্য কোনো ফি-ও দিতে হবে না। গ্রাহক চাইলে নগদ অর্থ না নিয়ে নিজের অ্যাকাউন্টে জমা করতে পারবেন। নোট বদলের জন্য কোনো অ্যাকাউন্ট থাকা শর্ত নয়। যাদের কোনো ব্যাংকেই কোনো অ্যাকাউন্ট নেই, তারাও নোট বদলে নিতে পারবেন।
তবে এক ব্যক্তি লাইনে দাঁড়িয়ে একসঙ্গে ২০ হাজার রুপির সমপরিমাণ নোট বদলে নিতে পারবেন। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তার কাছে আরও ২০০০ রুপির নোট থাকলে সেসব বাতিল হবে এমনটা নয়।
ওই ব্যক্তি লাইনের শেষে ফিরে গিয়ে আবার কাউন্টারে এসে বাকি নোট বদলে নিতে পারবেন। এভাবে যত খুশি তিনি লাইনে দাঁড়াতে পারবেন এবং সেটা একই লাইন হলেও কোনো সমস্যা নেই।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া শুক্রবার ২০০০ রুপির নোট বাজার থেকে তুলে নেয়ার ঘোষণা দেয়।
আরবিআই জানায়, ব্যাংকটির ১৯টি আঞ্চলিক কার্যালয় এবং অন্যান্য ব্যাংক ২৩ মে থেকে ২০০০ রুপির নোট নেয়া শুরু করবে।
প্রাথমিক ঘোষণায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেধে দেয়া হলেও প্রয়োজনে তা বাড়ানো হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন।
৮৯ শতাংশ ২০০০ রুপির ব্যাংক নোট ২০১৭ সালের মার্চের আগে বাজারে ছাড়া হয়। যার বড় একটি অংশ নষ্ট হয়ে গেছে। এক হিসেবে ২০২৩ সালের ৩১ মার্চে ভারতে ৩ দশমিক ৬২ লাখ কোটি রুপির ২০০০ ব্যাংক নোট রয়েছে।
২০১৬ সালের নভেম্বরে ১০০০ ও ৫০০ রুপির নোট বাতিল ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে বছরই ২০০০ রুপির নোট ছাপা শুরু করে কেন্দ্রৗয় ব্যাংক।
মন্তব্য