× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

আন্তর্জাতিক
South Korea is lowering the age by law
google_news print-icon

আইন করে বয়স কমাচ্ছে সাউথ কোরিয়া

আইন-করে-বয়স-কমাচ্ছে-সাউথ-কোরিয়া
বয়স কমানোর বিল পাস হওয়ার পর উচ্ছ্বসিত কোরিয়ান নারীরা। ছবি: এএফপি
সাউথ কোরিয়ার বর্তমান বয়স গণনা পদ্ধতিতে জন্মের পর থেকেই এক বছর ধরা হয়। আর দেশটিতে প্রতি বছরের জানুয়ারির শুরুর দিনই প্রত্যেকের বয়সের সঙ্গে আরেক বছর যুক্ত হয়। সেখানে আন্তর্জাতিক নিয়মে জন্মদিনে বয়স যোগ হয়।

কেমন হবে যদি হঠাৎ শোনেন রাষ্ট্রীয়ভাবে আইন করে কমিয়ে দেয়া হচ্ছে আপনার বয়স? হয়তো চমকে উঠবেন। বাস্তবতা হলো এ পথেই হাঁটতে যাচ্ছে সাউথ কোরিয়া।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে শুক্রবার গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, দেশটি স্থানীয় প্রচলিত বয়স গণনা পদ্ধতি থেকে বের হতে বেশ কয়েকটি আইন পাস করেছে, যাতে রাষ্ট্রীয়ভাবে অনেকের বয়সই কমে যাচ্ছে।

সাউথ কোরিয়ার বর্তমান বয়স গণনা পদ্ধতিতে জন্মের পর থেকেই এক বছর ধরা হয়। আর দেশটিতে প্রতি বছরের জানুয়ারির শুরুর দিন প্রত্যেকের বয়সের সঙ্গে আরেক বছর যুক্ত হয়। সেখানে আন্তর্জাতিক নিয়মে জন্মদিনে বয়স যোগ হয়।

এ নিয়ে বৃহস্পতিবার সিউলের ন্যাশনাল অ্যাসেম্বলিতে কয়েকটি বিল পাস হয়। আর এসব বিল পাসের মধ্য দিয়ে সাউথ কোরিয়া আগামী বছরের জুন থেকে আন্তর্জাতিক নিয়মে বয়স গণনা করা হবে।

একটি বিবৃতিতে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলি জানায়, বয়স গণনার মিশ্র পদ্ধতি ও এর ফলে সৃষ্ট সামাজিক বিভ্রান্তির সমাধানের জন্য নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রচলিত বয়স গণনা পদ্ধতি ছাড়াও মদ্যপান ও ধূমপানের বৈধতার জন্য সাউথ কোরিয়ায় আরেকটি বয়স গণনা পদ্ধতি রয়েছে।

বয়স গণনায় একাধিক পদ্ধতির কারণে হওয়া প্রশাসনিক ও সামাজিক ব্যয়ের কথা উল্লেখ করে এ পরিবর্তনের পক্ষে প্রচার চালাচ্ছেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল।

উদাহরণ হিসেবে বলা যায়, একজন ব্যক্তি ১৯৯২ সালের ৩১ ডিসেম্বর জন্ম নিলে ২০২২ সালের ৯ ডিসেম্বর আন্তর্জাতিক নিয়মে তার বয়স হবে ২৯ বছর। সাউথ কোরিয়ার প্রচলিত বয়স গণনা পদ্ধতিতে তার বয়স হবে ৩১, আর মদ্যপান ও ধূমপানের আইনে বয়স হবে ৩০।

এ খবরে উচ্ছ্বসিত সাউথ কোরীয়রা। তাদের একজন টুইটারে লেখেন, ‘দুই বছর কমে যাচ্ছে। আমি খুব খুশি। আমি ডিসেম্বরে জন্মেছিলাম বলে আমি জন্মের পরেই দুই বছর বয়সী হয়েছি। অবশেষে আমি আমার আসল বয়স ফিরে পেতে যাচ্ছি।’

মন্তব্য

আরও পড়ুন

আন্তর্জাতিক
Huge python rescued in tea garden is freed in lauchara

চা বাগানে উদ্ধার ১৩ ফুট অজগর অবমুক্ত লাউয়াছড়ায়

চা বাগানে উদ্ধার ১৩ ফুট অজগর অবমুক্ত লাউয়াছড়ায় মৌলভীবাজারে চা বাগান থেকে শুক্রবার অজগরটি উদ্ধার করা হয়। ছবি: নিউজবাংলা
সাপটি সুস্থ থাকায় সকাল ৭টার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

মৌলভীবাজারে চা বাগান থেকে প্রায় সাড়ে ১৩ ফুট লম্বা এক অজগর উদ্ধার করেছে বন বিভাগ।

জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী চা বাগানের ১ নম্বর সেকশন থেকে শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে অজগরটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অজগরটি ১৫ কেজি ওজনের বলে জানিয়েছেন বন বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম।

সাপটি সুস্থ থাকায় সকাল ৭টার দিকে কমলগঞ্জ লাউয়াছড়া জাতীয় উদ্যানের অবমুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেন উদ্ধারের দায়িত্বে থাকা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের টিম এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চঞ্চল গোয়ালা।

বন বিভাগ জানায়, ফুলবাড়ি চা বাগানের মহাব্যবস্থাপক লুৎফুর রহমান ফোন দিয়ে জানান, বাগানের ১৬ নম্বর সেকশনের পাশে একটি অজগর সাপ আছে। পরে বন বিভাগ এটিকে উদ্ধার ও অবমুক্ত করে।

অজগরটির চা বাগানে আসার কারণ হিসেবে বন বিভাগ জানায়, খাবারের সন্ধানে প্রায় সময় এভাবে লোকালয়ে সাপ চলে আসে। শুধু সাপ নয়, অন্য প্রাণীরাও এভাবে চলে আসে।

মন্তব্য

আন্তর্জাতিক
Bikase Biksha What the businessman said

বিকাশে ভিক্ষা: যা বললেন সেই ব্যবসায়ী

বিকাশে ভিক্ষা: যা বললেন সেই ব্যবসায়ী ছবি কোলাজ: নিউজবাংলা
ব্যবসায়ী তুষার মালিক বলেন, ‘ঘটনাটি আমাকে বেশ অবাক করেছে। তবে আমি খুশি এই ভেবে যে, এখন একেবারে ছিন্নমূল মানুষও মোবাইল ব্যবহারের পাশাপাশি আর্থিক সেবাগুলো ব্যবহার করছে।’

প্রযুক্তির ছোঁয়ায় মানুষের জীবন কতটা বদলে গেছে তারই এক ব্যতিক্রমী ও বিচিত্র ঘটনার দেখা মিলল রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশানে ।

নিত্যপণ্যের দোকানের খরচ মেটানো, কোথাও অর্থ পাঠানো বা এমন আরও অনেক কাজে মোবাইল ব্যংকিংয়ের লেনদেন খুবই প্রচলিত। এবার ঘটল এক অন্যরকম ঘটনা।

ব্র্যাক ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘বিকাশ’-এর মাধ্যমে ‘ভিক্ষা’ দেয়ার এক ঘটনা ঘটেছে রাজধানীর গুলশান-২ এ বৃহস্পতিবার দুপুরে।

এক বয়স্ক নারীকে বিকাশে ভিক্ষা দিয়ে ঘটনাটি নিজের ব্যক্তিগত ফেসবুক ওয়ালে ছবিসহ পোস্ট করেন ব্যবয়াসী তুষার মালিক। পোস্ট শেয়ার করার কয়েক মুহূর্তের মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়। অনেকেই ঘটনাটি নিজের ওয়ালে শেয়ার করেছেন।

বিষয়টি নিয়ে তুষার মালিকের সঙ্গে যোগাযোগ করে নিউজবাংলা। মোবাইল ফোনে তিনি বলেন, ‘আজ দুপুরে ইস্টার্ন ব্যাংকের গুলশান শাখা থেকে কাজ শেষে ব্যক্তিগত গাড়িতে অফিসে ফিরছিলাম। এসময় গুলশান-২-এ একটি তোয়ালে কিনে ২০০ টাকা বিকাশে সেন্ড মানি করি। এসময় একজন বৃদ্ধ নারী আমার কাছে এসে ভিক্ষা চান। আমি তাকে বলি- নগদ টাকা নেই। তিনি আমাকে অবাক করে বলেন, তার কাছে বিকাশ আছে।’

তুষার বলেন, ‘এরপর ওই মহিলা আমাকে তার বিকাশ নম্বরটি বললে আমি তাকে কিছু টাকা (টাকার অঙ্ক প্রকাশ করেননি) সেন্ড মানি করি। তিনি তখন তার ব্যাগ থেকে মোবাইল বের করে টাকা পেয়েছেন বলে জানিয়ে হাসি দেন।’

তিনি আরও বলেন, ‘ঘটনাটি আমাকে বেশ অবাক করেছে। তবে আমি খুশি এই ভেবে যে, এখন একেবারে ছিন্নমূল মানুষও মোবাইল ব্যবহারের পাশাপাশি আর্থিক সেবাগুলো ব্যবহার করছে।’

এ বিষয়ে কথা বলতে বিকাশে ওয়েবসাইটে দেয়া ফোন নম্বরে কল করে তাৎক্ষণিক কাউকে পাওয়া যায়নি। তবে বিকাশের মূল প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের হেড অফিসে কর্মরত প্রিন্সিপাল অফিসার কাজী ইমরুল কায়েস শুভ নিউজবাংলাকে বলেন, ‘ঘটনাটি শুনেছি, ভাল লেগেছে।

‘আমরা বিকাশের মাধ্যমে দেশের সকল পর্যায়ের মানুষের কাছে আর্থিক সেবা সহজতর করতে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আমরা এ সেবা দেশে ও প্রবাসে থাকা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই।’

মন্তব্য

আন্তর্জাতিক
Padma Baghair sold for 30 thousand

এক বাঘাইড় ৩০ হাজারে বিক্রি

এক বাঘাইড় ৩০ হাজারে বিক্রি বাঘাইড় মাছ হাতে জেলে আইয়ুব আলী। ছবি: নিউজবাংলা
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ফরমান আলী বলেন, ‘মাঝেমধ্যেই পদ্মায় বড় বড় মাছ ধরার কথা শুনি। তবে ২৫ কেজি ওজনের বাঘাইড় খুব কম ধরা পরে। বর্ষা মৌসুম হওয়ায় নদীতে পানির সঙ্গে বিভিন্ন প্রজাতির মাছ নদীতে আসতে শুরু করেছে।’

মানিকগঞ্জে পদ্মা নদীতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের বাঘাইড় মাছ, এটি ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

জেলার হরিরামপুরের পদ্মার পাড়ে সোমবার রাতে স্থানীয় জেলে আইয়ুব আলীর জালে মাছটি ধরা পড়ে।

মঙ্গলবার সকালে স্থানীয় ঝিটকা বাজারে মাছটি নিয়ে আসলে ১২০০ টাকা কেজি দরে ৩০ হাজার বিক্রি হয়।

জেলে আইয়ুব আলী বলেন, ‘সোমবার রাতে পদ্মায় মাছ ধরার সময় জালে ২৫ কেজি ওজনের বাঘাইড় মাছটি ধরা পরে। সকালে বাজারে নিয়ে আসি, মাছটি বড় হওয়ায় একা কেউ কিনতে পারে নাই। পরে বাজারের লোকজনের সঙ্গে আলোচনা করে ১২০০ টাকা কেজি দরে ৩০ হাজার বিক্রি করি। এতো বড় মাছটি ধরতে পেরে এবং ৩০ হাজার মাছটি বিক্রি করতে পারায় খুব খুশি হইছি।’

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ফরমান আলী বলেন, ‘মাঝেমধ্যেই পদ্মায় বড় বড় মাছ ধরার কথা শুনি। তবে ২৫ কেজি ওজনের বাঘাইড় খুব কম ধরা পরে। বর্ষা মৌসুম হওয়ায় নদীতে পানির সঙ্গে বিভিন্ন প্রজাতির মাছ নদীতে আসতে শুরু করেছে।’

স্থানীয় শফিকুল ইসলাম বলেন, ‘অনেক বছর পর পদ্মা নদীতে থেকে এতো বড় বাঘাইড় ধরা পড়লো। সচরাচর বা হরহামেশা এতো বড় মাছ দেখা যায় না। মাছটি বাজারে আনার পর আশপাশের লোকজন মাছটি দেখতে আসে। কিন্তু টাকার পরিমাণ বেশি হওয়ায় মাছটি কিনতে পারেনি। দামটা কম হলে কয়েক কেজি মাছ কিনতে পারতাম।’

মন্তব্য

আন্তর্জাতিক
Sleeping tiger video viral

ঘুমে বাঘ পরিবার, ভিডিও ভাইরাল

ঘুমে বাঘ পরিবার, ভিডিও ভাইরাল চার বাঘের ঘুমের ভিডিওটি শেয়ার করেন আইএফএসের দুই কর্মকর্তা। ছবি: এক্স
ভাইরাল হওয়া ভিডিওটি ভারতের কোন জায়গায় কবে ধারণ করা হয়েছে, তা জানা যায়নি। এটি শুরুতে শেয়ার করেন আইএফএস কর্মকর্তা সুশান্ত নন্দা। পরে আরেক আইএফএস কর্মকর্তা রমেশ পান্ডে শেয়ার করার পর এটি ভাইরাল হয়।

পাশাপাশি শুয়ে আছে চার বাঘ। এর মধ্যে দুটি স্পষ্টত বাচ্চা। বাকি দুটি দৃশ্যত মা-বাবা।

দুই শাবকের মাঝে তন্দ্রাচ্ছন্ন বড় বাঘটি পা, লেজ নাড়াচ্ছে; মাথা এপাশ-ওপাশ করছে। শান্ত শিশুর মতো ঘুমে শাবকদ্বয়।

বাঘ পরিবারের ঘুমের এ দৃশ্য ধারণ করে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ছাড়েন ভারতীয় বন বিভাগের (আইএফএস) এক কর্মকর্তা, যা এরই মধ্যে দেখেছেন হাজার হাজার দর্শক।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ভাইরাল হওয়া ভিডিওটি ভারতের কোন জায়গায় কবে ধারণ করা হয়েছে, তা জানা যায়নি। এটি শুরুতে শেয়ার করেন আইএফএস কর্মকর্তা সুশান্ত নন্দা। পরে আরেক আইএফএস কর্মকর্তা রমেশ পান্ডে শেয়ার করার পর এটি ভাইরাল হয়।

ভিডিওটি এক্সে পোস্ট করে ক্যাপশনে রমেশ লিখেন, ‘এটা ঘুমের সময়। বাঘিনীর জন্য শাবকদের লালনপালন কঠিন কাজ। সে (বাঘিনী) গোপনে বাচ্চাদের যত্ন নেয় এবং তাদের টিকে থাকা ও শিকারের কৌশল শেখায়।’

ভিডিওটি দেখে এক্সে অনেকেই ইতিবাচক মন্তব্য করেছেন। পাশাপাশি এটি শেয়ার করায় বন কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

আরও পড়ুন:
ইন্ডিয়া না জিতলে পুরো দেশ হবে মণিপুর, হরিয়ানা: স্টালিন
বন্দুক হাতে দুই যুবক, ভিডিও ভাইরাল
এবার সূর্যের পথে ভারতের রকেট
রাজস্থানে নারীকে বিবস্ত্র করে হাঁটানো হলো গ্রামে
কাশ্মীরে নির্বাচনের জন্য প্রস্তুত ভারত

মন্তব্য

আন্তর্জাতিক
6400 diamonds on coin in honor of Queen Elizabeth

রানি এলিজাবেথের সম্মানে মুদ্রায় ৬৪০০ হীরা

রানি এলিজাবেথের সম্মানে মুদ্রায় ৬৪০০ হীরা ‘দ্য ক্রাউন’ নামের মুদ্রাটি ১৬ মাস ধরে তৈরি করা হয় বলে জানায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ছবি: এক্স
বিলাসবহুল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি মুদ্রাটি উন্মোচন করা হয় রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর প্রথম বার্ষিকী উপলক্ষে।

যুক্তরাজ্যের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের সম্মানে স্বর্ণ ও হীরা দিয়ে বানানো মুদ্রা উন্মোচন করা হয়েছে, যেটি হতে পারে সর্বকালের অন্যতম সর্বোচ্চ দামি।

সিএনএনের বরাতে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, মুদ্রাটি বানানো হয়েছে প্রায় চার কেজি স্বর্ণ ও ছয় হাজার চার শর বেশি হীরা দিয়ে। এর দাম ধরা হয়েছে প্রায় দুই কোটি ৩০ লাখ ডলার।

বিলাসবহুল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি মুদ্রাটি উন্মোচন করা হয় রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর প্রথম বার্ষিকী উপলক্ষে।

‘দ্য ক্রাউন’ নামের মুদ্রাটি ১৬ মাস ধরে তৈরি করা হয় বলে জানায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি।

স্কাই নিউজের খবর অনুযায়ী, বাস্কেটবলের সমান মুদ্রাটির ব্যাস ৯ দশমিক ছয় ইঞ্চি। এতে প্রয়াত রানির বেশ কিছু পোর্ট্রেট বসিয়েছেন নামী শিল্পী ম্যারি গিলিক, আর্নল্ড ম্যাশিন, রাফায়েল ম্যাকলৌফ ও ইয়ান র‌্যাংক-ব্রডলি।

মুদ্রাটির কেন্দ্রের ওজন দু্ই পাউন্ডের বেশি। এর চারপাশে ছোট মুদ্রাগুলোর প্রতিটির ওজন এক আউন্স করে।

প্রয়াত রানির বাণী রয়েছে মুদ্রার দুই প্রান্তেই। এর একটি হলো, ‘বয়সের সঙ্গে অভিজ্ঞতা বাড়ে এবং সঠিক প্রয়োগ হলে এটি হতে পারে গুণ।’

আরও পড়ুন:
পোশাক শ্রমিকদের সঙ্গে কথা বললেন বেলজিয়ামের রানি
ফতুল্লার কারখানা পরিদর্শনে বেলজিয়ামের রানি
ঢাকায় বেলজিয়ামের রানি মাথিল্ডে
মেয়েকে যৌন হয়রানি, বাবার আত্মহত্যা
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি

মন্তব্য

আন্তর্জাতিক
A 12 foot python on the streets of England

ইংল্যান্ডের রাস্তায় ১২ ফুট অজগর

ইংল্যান্ডের রাস্তায় ১২ ফুট অজগর ইংল্যান্ডের পশ্চিম ব্রমউইচের হারউড স্ট্রিট থেকে মঙ্গলবার ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করে পুলিশ। ছবি: এনডিটিভি
ইনস্টাগ্রাম পোস্টে উল্লেখ করা হয়, আরএসপিসিএ (অ্যানিমেল ওয়েলফেয়ার চ্যারিটি ইন ইউকে) কর্মীরা সাধারণত এ ধরনের প্রাণী উদ্ধারের কাজ পরিচালনা করেন, তবে ওই সময়ে তারা উপস্থিত হতে না পারায় পুলিশের কিছু সাহসী কর্মকর্তা অজগরটি উদ্ধার করে।

ইংল্যান্ডের পশ্চিম ব্রমউইচের হারউড স্ট্রিট থেকে ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে পুলিশ।

ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ তাদের ইনস্টাগ্রামে ‘সেভিং দ্য ডে’ ক্যাপশনে একটি ছবি পোস্ট করে, যেখানে দেখা যায়, তিন পুলিশ কর্মকর্তা রাস্তায় হলুদ রঙের অজগরটিকে ধরে রেখেছেন।

এনডিটিভির শুক্রবারের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাত দেড়টার দিকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অজগরটিকে চিকিৎসার জন্য পশু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ইনস্টাগ্রাম পোস্টে উল্লেখ করা হয়, আরএসপিসিএ (অ্যানিমেল ওয়েলফেয়ার চ্যারিটি ইন ইউকে) কর্মীরা সাধারণত এ ধরনের প্রাণী উদ্ধারের কাজ পরিচালনা করেন, তবে ওই সময়ে তারা উপস্থিত হতে না পারায় পুলিশের কিছু সাহসী কর্মকর্তা অজগরটি উদ্ধার করে।

এর আগে গত মাসে অস্ট্রেলিয়ায় একটি বাড়ির ছাদজুড়ে বিশাল অজগরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:
মার্চে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ইংলিশদের
সুস্থ হয়ে দলে যোগ দিয়েছেন রাইস
বাড়িতে ডাকাতি, বিশ্বকাপ থেকে দেশে ফিরলেন স্টার্লিং
সেনেগালকে উড়িয়ে শেষ আটে ফ্রান্সের সামনে ইংল্যান্ড

মন্তব্য

আন্তর্জাতিক
After 25 years of training Shahanara got her mother back

প্রশিক্ষণে গিয়ে ২৫ বছর পর মাকে ফিরে পেলেন শাহানারা

প্রশিক্ষণে গিয়ে ২৫ বছর পর মাকে ফিরে পেলেন শাহানারা মায়ের সঙ্গে শাহানারা। ছবি: নিউজবাংলা
ছয় বছর বয়সে পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার এলাকা থেকে হারিয়ে যায় শাহানারা। এরপর তার মা শিরিনা বেগমসহ পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকেন। কিন্তু সে সময় শাহানারার কোনো সন্ধান পাননি তারা।

মুক্তা চাষের প্রশিক্ষণে গিয়ে ২৫ বছর আগে হারিয়ে যাওয়া পরিবারকে খুঁজে পেয়েছেন শাহানারা আক্তার নামের এক উদ্যোক্তা।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার এলাকার শাহানারার বৃহস্পতিবার বিকালে মা শিরিনা বেগমের কাছে ফিরে আসেন।

শাহানারা কলাপাড়া উপজেলার ধুলাসার এলাকার মৃত আলী হোসেনের মেয়ে।

শাহানারার পরিবার জানায়, ছয় বছর বয়সে পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার এলাকা থেকে হারিয়ে যায় শাহানারা। এরপর তার মা শিরিনা বেগমসহ পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকেন। কিন্তু সে সময় শাহানারার কোনো সন্ধান পাননি তারা।

এ বিষয়ে ধুলাসার ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম বলেন, ‘প্রায় এক মাস আগে শাহানারা মৎস্য বিভাগের একটি প্রশিক্ষণে কলাপাড়ায় আসেন। তখন ঝিনুক থেকে মুক্তা চাষের একটি পুকুর পরিদর্শনে ধুলাসারে যান তিনি। গ্রামটি তার চেনা মনে হচ্ছিল। তখন পরিচয় হয় ওই মুক্তাচাষী সদস্য সুজন হাওলাদারের সঙ্গে।

এরপরে সুজন হাওলাদারের কাছ থেকে খোঁজ নিয়ে ইউনিয়ন পরিষদের মাধ্যমে মা-সহ নিজের পরিবার ফিরে পান শাহানারা। তাদের উভয়ের কথাবার্তা শুনে নিশ্চিত হয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে শাহানারাকে।’

প্রশিক্ষণে গিয়ে ২৫ বছর পর মাকে ফিরে পেলেন শাহানারা
পরিবারের সদস্যদের সঙ্গে শাহানারা। ছবি: নিউজবাংলা

চেয়ারম্যান আরও বলেন, ‘শাহানারা বর্তমানে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মানিককাঠি গ্রামে বসবাস করছেন। তার স্বামীর নাম আব্দুল খালেক। পেশায় মাছ ব্যবসায়ী। তাদের সংসারে রয়েছে ১৩ বছরের এক মেয়ে ও পাঁচ বছরের এক ছেলে।’

শাহানারা বলেন, ‘কীভাবে তখন বরিশালে গিয়েছিলাম, মনে নাই। তবে এক মহিলা এতিমখানায় দিয়ে গিয়েছিল, সেটা মনে আছে। এরপর ওখানেই বড় হয়েছি। ওই এতিমখানায় আমার নাম মোসাম্মদ ইয়াসমিন। প্রায় ১৬ বছর আগে ওই এলাকার জেলা প্রশাসক আমাকে বিয়ে দেন।’

শাহানারার মা শিরিনা বেগম বলেন, ‘হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজি নাই, এমন কোনো জায়গা ছিল না। দিন-রাত কান্না করেছি। আল্লাহ এখন ফিরিয়ে দিয়েছেন। যারা সহায়তা করেছেন, তাদের ধন্যবাদ জানাই।’

শাহানারার স্বামী আবদুল খালেক বলেন, ’১৬ থেকে ১৭ বছর ধরে বাবুগঞ্জ এলাকায় মাছ ব্যবসা করছি। মাছ ব্যবসা করার সুবাদে মৎস্য প্রশিক্ষণের সময় ইয়াসমিনের সঙ্গে আমার বিয়ে হয়। ভালোই কাটছে আমাগো সংসার। এক ছেলে ও এক মেয়ে নিয়ে আমাদের সংসার।’

খালেক আরও বলেন, ‘ইয়াসমিন এখন মুক্তা চাষ করে নিজেকে স্বাবলম্বী করতে চাচ্ছে। যে কারণে আমি তাকে সার্বিক সহযোগিতা করছি।’

গোটা পরিবারকে পেয়ে আনন্দে আত্মহারা শাহানারা। নতুন করে যেন শাহানারার প্রাণের স্পন্দন ফিরে এসেছে। শাহানারার এমন অপ্রত্যাশিত প্রাপ্তিতে স্থানীয়রাও আবেগপ্রবণ হয়ে পড়েন।

শাহানারার বলেন, ‘এ যেন নতুন জীবন ফিরে পেলাম।’

আরও পড়ুন:
‘বাবার কবরটা জিয়ারত করব, সেই সুযোগটুকুও নেই’
নিখোঁজের ২২ বছর পর ৮ সন্তানের কাছে ফিরলেন মা

মন্তব্য

p
উপরে