× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

আন্তর্জাতিক
All passengers killed in plane crash in America
google_news print-icon

আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুই আরোহী নিহত

আমেরিকায়-বিমান-বিধ্বস্ত-দুই-আরোহী-নিহত-
গ্যারেজের ওপর বিধ্বস্ত বিমান। ছবি: সংগৃহীত
আমেরিকায় একটি আবাসিক ভবনের দোতলা গ্যারেজের ওপর বিমান বিধ্বস্ত হয়েছে। ভবনে কোনো প্রাণহানি না হলেও বিমানে থাকা ২ আরোহী নিহত হয়েছেন। দেশটির এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্ত করছে।

আমেরিকার নিউ হ্যাম্পশায়ারে এক ইঞ্জিনবিশিষ্ট বিমান একটি বাড়ির গ্যারেজের ওপর বিধ্বস্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় বিমানের আরোহী সবাই মারা গেছেন।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টার আগে ঘটনাটি ঘটে কিনে শহরের কিন ডিলান্ট-হপকিন্স বিমানবন্দরের কাছেই। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সিএনএনকে জানিয়েছে।

শহরের মেয়র জর্জ হ্যানসেল বলেন, ‘বিমানবন্দর থেকে ছাড়ার কিছুক্ষণ পরই দুর্ঘটনাটি ঘটে।’

কিনে শহরের কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটিতে থাকা ২ জন ব্যক্তি মারা গেছেন।

দুর্ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

যে বাড়ির ওপর বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানে আটজন থাকতেন। দুর্ঘটনায় বাড়িটিতে আগুন ধরে যায়। তবে সেখানে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

তবে শনিবার এক সংবাদ সম্মেলনে মেয়র জানিয়েছেন, আপাতত বসবাসের অনুপযুক্ত হওয়ায় বাড়িটিতে থাকতে পারবেন না আট বাসিন্দা। রেড ক্রস তাদের সহায়তা করছে।

এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্ত করছে। পরিবহন নিরাপত্তা বোর্ড তদন্ত তদারকি করবে এবং আপডেট প্রকাশ করবে।

আরও পড়ুন:
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান
পশ্চিমে ইসলামফোবিয়ার পর এবার ‘রুশোফোবিয়া’
আমেরিকা-রাশিয়ার সর্বনাশে চীনের পৌষমাস
ইউরোপে আরও ৫০০ সেনা পাঠাচ্ছে আমেরিকা
মাস্ক না পরায় ৫০০ মাইল পাড়ির পর ফেরত গেল ফ্লাইট

মন্তব্য

আরও পড়ুন

আন্তর্জাতিক
Strong earthquake kills 13 in Ecuador 1 in Peru

শক্তিশালী ভূমিকম্পে ইকুয়েডরে ১৩, পেরুতে একজনের মৃত্যু

শক্তিশালী ভূমিকম্পে ইকুয়েডরে ১৩, পেরুতে একজনের মৃত্যু ইকুয়েডরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি এলাকায় উদ্ধারকর্মী, পুলিশসহ সংশ্লিষ্টরা। ছবি: এল কমারসিও
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ইকুয়েডরের উপকূলীয় গায়াস অঞ্চলে ৬.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর গায়াকিল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে।

দক্ষিণ আমেরিকার দুই দেশ ইকুয়েডর ও পেরুতে শনিবার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে।

ভূমিকম্পে দেশ দুটির অনেক বাড়িঘর ও ভবন কেঁপে ওঠে। আতঙ্কে সড়কে নামেন বাসিন্দারা।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ইকুয়েডরের উপকূলীয় গায়াস অঞ্চলে ৬.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর গায়াকিল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্প থেকে সুনামি সৃষ্টি হবে, এমনটি মনে হয়নি।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ইকুয়েডরে ভূমিকম্পে ১২৬ জন আহত হওয়ার খবর জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো সাংবাদিকদের জানান, ভূমিকম্পটি নিঃসন্দেহে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।

তার দপ্তর জানায়, সব মন্ত্রণালয়কে ভূমিকম্প পরবর্তী তৎপরতায় যুক্ত করা হয়েছে। ভূমকম্পনের ক্ষয়ক্ষতি পূরণে পর্যাপ্ত সক্ষমতা সরকারের আছে।

ইকুয়েডরের উত্তরাঞ্চলীয় সীমান্তের কাছে পেরুতে ভূমিকম্প আঘাত হানে।

পেরুর প্রধানমন্ত্রী আলবার্তো ওতারোলা জানান, তুম্বেস অঞ্চলে একটি বাড়ি ধসের ঘটনায় মাথায় আঘাত পেয়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়।

আরও পড়ুন:
তুরস্কে ফের ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত ভবনে ধস
ফের ভূমিকম্পে কাঁপল তুরস্ক
ভূমিকম্প: বাস্তুহারাদের জন্য পৌনে ৩ লাখ বাসাবাড়ি বানাবে তুরস্ক
তুরস্ক সিরিয়ায় ভূমিকম্প: ৫০ হাজার ছাড়াল মৃত্যু
তাজিকিস্তানের চীন সীমান্তের কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প

মন্তব্য

আন্তর্জাতিক
Trump on Facebook and YouTube after 2 years

২ বছর পর ফেসবুক ও ইউটিউবে ট্রাম্প

২ বছর পর ফেসবুক ও ইউটিউবে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
দুটি প্ল্যাটফর্মেই অনুসারীদের উদ্দেশে ১২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট দেন ট্রাম্প। ভিডিওর ক্যাপশনে বড় অক্ষরে লিখেছেন, ‘আই অ্যাম ব্যাক’। অর্থাৎ আমি ফিরেছি।

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দুই বছরের বেশি সময় পর শুক্রবার ফেসবুক ও ইউটিউবে ভিডিও ফুটেজ পোস্ট করেছেন। অনলাইন প্ল্যাটফর্ম দুটিতে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এটি ট্রাম্পের প্রথম ভিডিও পোস্ট।

দুটি প্ল্যাটফর্মেই অনুসারীদের উদ্দেশে ১২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট দেন ট্রাম্প। ভিডিওর ক্যাপশনে বড় অক্ষরে লিখেছেন, ‘আই অ্যাম ব্যাক’। অর্থাৎ আমি ফিরেছি।

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।ফেসবুক ট্রাম্পকে নিষিদ্ধ করার সময়ে বলেছিল, তার আচরণ ছিল সংস্থাটির নিয়মকানুনের চরম লঙ্ঘন। নিষেধাজ্ঞার পর ট্রাম্প বলেছিলেন, এ সিদ্ধান্তের মধ্য দিয়ে ফেসবুক সেই কোটি কোটি মানুষকে অপমান করেছে, যারা তাকে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছিল।

রিপাবলিকান নেতা ৭৬ বছর বয়সী ট্রাম্প আবারও আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন। ফেসবুকে তার ৩ কোটি ৪০ লাখ অনুসারী রয়েছে। ইউটিউবে ২৬ লাখ সাবস্ক্রাইবার রয়েছে। নিষেধাজ্ঞার কারণে এতদিন নিজের কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি ফেসবুক, ইউটিউবে প্রচারণা চালাতে পারছিলেন না।

ইউটিউব কর্তৃপক্ষ শুক্রবার ট্রাম্পের অ্যাকাউন্টের ওপর থেকে বিধিনিষেধ তুলে নেয়ার কথা নিশ্চিত করেছে।

ফেসবুকের বাইরে ডোনাল্ড ট্রাম্প টুইটার, ইউটিউব, স্ন্যাপচ্যাটসহ আরও কয়েকটি সামাজিক মাধ্যমেও নিষিদ্ধ হন। এসব মাধ্যমে নিষিদ্ধ হওয়ার পর নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে সক্রিয় হন ট্রাম্প। তবে ধনকুবের ইলন মাস্ক টুইটার কেন নেয়ার পর সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মটিতে ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা তুলে নেন। তবে ট্রাম্প টুইটারে ফেরেননি।

আরও পড়ুন:
ট্রাম্পের বিরুদ্ধে অভ্যুত্থানের অভিযোগ আনার অনুরোধ
কর ফাঁকির মামলায় দোষী ট্রাম্পের প্রতিষ্ঠান
ব্যবসা বাড়াতে ভারতে আসছেন ডনাল্ড ট্রাম্পের ছেলে
ফের ধর্ষণ মামলা খেলেন ট্রাম্প
ট্যাক্স রিটার্ন জমা দিতে হচ্ছে ট্রাম্পকে

মন্তব্য

আন্তর্জাতিক
May be arrested on Tuesday Trump

মঙ্গলবার গ্রেপ্তার হতে পারি: ট্রাম্প

মঙ্গলবার গ্রেপ্তার হতে পারি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ডনাল্ড ট্রাম্প বলেন, ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয়ের এক মামলায় আমাকে আগামী সপ্তাহের মঙ্গলবার গ্রেপ্তার করা হবে বলে আশঙ্কা করছি। ম্যানহাটনের অ্যাটর্নি অফিসের মুখপাত্র অবশ্য এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

২০১৬ সালের নির্বাচনের আগে পর্ন তারকাকে টাকা দিয়ে মুখ বন্ধ করানোর অভিযোগে আগামী মঙ্গলবার গ্রেপ্তার হতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ ট্রুথ সোশ্যালে দেয়া এক ব্লগ পোস্টে তিনি এমনটা দাবি করেন। গ্রেপ্তার ঠেকাতে সমর্থকদের প্রতিবাদ করারও আহ্বান জানিয়েছেন তিনি।

ট্রুথ সোশ্যালে দেয়া ওই পোস্টে ডনাল্ড ট্রাম্প বলেন, ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয়ের এক মামলায় আমাকে আগামী সপ্তাহের মঙ্গলবার গ্রেপ্তার করা হবে বলে আশঙ্কা করছি।

তবে ম্যানহাটনের অ্যাটর্নি অফিসের এক মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

মুখ বন্ধ রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ডনাল্ড ট্রাম্প এক লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এই পর্ন তারকার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তাকে ওই অর্থ দেয়া হয়। তবে ট্রাম্প এসব অভিযোগের কথা অস্বীকার করে আসছেন।

আরও পড়ুন:
কর ফাঁকির মামলায় দোষী ট্রাম্পের প্রতিষ্ঠান
ব্যবসা বাড়াতে ভারতে আসছেন ডনাল্ড ট্রাম্পের ছেলে
ফের ধর্ষণ মামলা খেলেন ট্রাম্প
ট্যাক্স রিটার্ন জমা দিতে হচ্ছে ট্রাম্পকে
কথা রাখলেন মাস্ক, টুইটারে ফিরলেন ট্রাম্প

মন্তব্য

আন্তর্জাতিক
Russia rejects the US claim that the drone was shot down by a Russian plane

রুশ বিমানের ধাক্কায় ড্রোন বিধ্বস্তের দাবি যুক্তরাষ্ট্রের, নাকচ রাশিয়ার

রুশ বিমানের ধাক্কায় ড্রোন বিধ্বস্তের দাবি যুক্তরাষ্ট্রের, নাকচ রাশিয়ার যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোন। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় মঙ্গলবার আন্তর্জাতিক আকাশসীমায় ওড়ার সময় আমেরিকার ড্রোনটিকে বেপরোয়াভাবে আটকে দেয় রাশিয়ার দুটি সুখোই-২৭ যুদ্ধবিমান। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মনুষ্যবিহীন যানটির সঙ্গে তাদের বিমানের কোনো সংঘর্ষ হয়নি। ক্ষিপ্র গতিতে চলার কারণে ড্রোনটি বিধ্বস্ত হয়।

রাশিয়ার যুদ্ধবিমানের ধাক্কায় নজরদারি ড্রোন বিধ্বস্ত হয়ে কৃষ্ণসাগরে পড়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র, তবে এ দাবি অস্বীকার করে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ড্রোনটিকে আটকাতে তড়িঘড়ি করছিল রুশ বিমান। যদিও অস্ত্র ব্যবহার কিংবা যুক্তরাষ্ট্রের মনুষ্যবিহীন যানটির সঙ্গে রুশ বিমানের কোনো সংঘর্ষ হয়নি।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় মঙ্গলবার আন্তর্জাতিক আকাশসীমায় ওড়ার সময় আমেরিকার ড্রোনটিকে বেপরোয়াভাবে আটকে দেয় রাশিয়ার দুটি সুখোই-২৭ যুদ্ধবিমান।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, এমকিউ-৯ ড্রোনটিকে ক্ষতিগ্রস্ত করতে রুশ যুদ্ধবিমানগুলো এর ওপর জ্বালানি ফেলে এবং অনিরাপদভাবে এর সামনে দিয়ে চক্কর দেয়। এর ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে রাশিয়ার একটি যুদ্ধবিমান ড্রোনের সঙ্গে সংঘর্ষ বাঁধায়, যাতে মনুষ্যবিহীন যানটি বিধ্বস্ত হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন বলেছে, রাশিয়া ড্রোনটিকে উদ্ধার করেনি এবং এটি সম্ভবত অকেজো হয়ে গেছে।

অন্যদিকে ড্রোন বিধ্বস্তের অভিযোগ অস্বীকার করে রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মনুষ্যবিহীন যানটির সঙ্গে তাদের বিমানের কোনো সংঘর্ষ হয়নি। ক্ষিপ্র গতিতে চলার কারণে ড্রোনটি বিধ্বস্ত হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ক্রিমিয়া উপদ্বীপের কাছে ড্রোনটি শনাক্ত হয়। রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়ার দখল নেয়।

রাশিয়া ও ইউক্রেনের সীমান্তবর্তী কৃষ্ণসাগরে ঘটা এ ঘটনা নিয়ে দুই পক্ষের বক্তব্যের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।

আরও পড়ুন:
রুশ করোনা টিকার উদ্ভাবককে শ্বাসরোধে হত্যা
আগামী বছরই অর্থশূন্য হয়ে পড়বে মস্কো, দাবি রুশ ব্যবসায়ীর
রাশিয়াকে শাস্তির প্রতিজ্ঞা যুক্তরাষ্ট্র, জার্মানির
চীনের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা: মিত্রদের দুয়ারে যুক্তরাষ্ট্র
৩ হাজার কোটি টাকার রুশ স্পাই প্লেন ধ্বংস

মন্তব্য

আন্তর্জাতিক
Naked young man from another world arrested

‘ভিন্ন পৃথিবী’ থেকে আসা নগ্ন যুবক গ্রেপ্তার

‘ভিন্ন পৃথিবী’ থেকে আসা নগ্ন যুবক গ্রেপ্তার প্রতীকী ছবি
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস১২-এর প্রতিবেদনে বলা হয়, গত ৮ মার্চ ফ্লোরিডার পাম বিচে ওই যুবককে নগ্ন অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।

নগ্ন হয়ে রাস্তা দিয়ে হাঁটাচলা করায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ৪৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই ব্যক্তির দাবি, তিনি ভিন্ন পৃথিবী থেকে এসেছেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস১২-এর প্রতিবেদনে বলা হয়, গত ৮ মার্চ ফ্লোরিডার পাম বিচে ওই যুবককে নগ্ন অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর ওই ব্যক্তি জানান, তিনি তার নাম অথবা জন্মসাল জানেন না। তার কাছে যুক্তরাষ্ট্রের কোনো রাজ্যের পরিচয়পত্রও নেই।

পরে জানা গেছে, ওই ব্যক্তির নাম জেসন স্মিথ।

প্রথমে নিজেকে ভিন্ন পৃথিবীর বললেও পরেও জেসন পুলিশকে জানান যে, তিনি ওয়েস্ট পাম বিচের বাসিন্দা।

এ ঘটনায় জেসনের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে বলে স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন:
যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইউক্রেনে বাইডেন
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ
আমেরিকায় সমকামী নাইট ক্লাবে গুলি, নিহত ৫
আমেরিকার গৃহহীনরা কেন বারবার জেলে যেতে চান
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুই আরোহী নিহত

মন্তব্য

আন্তর্জাতিক
81 year old American returned alive after 6 days in the ice

বরফে ৬ দিন, জীবিত ফিরলেন ৮১ বছরের আমেরিকান

বরফে ৬ দিন, জীবিত ফিরলেন ৮১ বছরের আমেরিকান এ গাড়িতে প্রায় এক সপ্তাহ আটকে ছিলেন ৮১ বছর বয়সী এক আমেরিকান। ছবি: টুইটার
জরেট গত ২৪ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার বিগ পাইন এলাকার পাহাড়ের বাড়ি থেকে নেভাডার গার্ডনারভিলে পারিবারিক বাড়িতে ফিরছিলেন। স্বাভাবিক আবহাওয়ায় গাড়িতে এ গন্তব্যে যেতে তিন ঘণ্টার কিছুটা বেশি সময় লাগে, কিন্তু প্রায় আধা ঘণ্টার মধ্যে গণিতবিদ ও নাসার সাবেক কর্মী জরেট গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে তুষারের স্তূপে আটকা পড়েন। পরে তুষারঝড়ের মধ্যে তীব্র শীতে গাড়িতে রাত কাটাতে হয় তাকে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গাড়ি নিয়ে বরফে প্রায় এক সপ্তাহ আটকে থাকার পর জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৮১ বছর বয়সী এক ব্যক্তিকে।

সিএনএনের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, জেরি জরেট নামের ওই ব্যক্তি ৬ দিন বরফের স্তূপে থেকে লজেন্স, ক্রোস্যান্ট ও বাদামযুক্ত বিস্কুট খেয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, জরেট গত ২৪ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার বিগ পাইন এলাকার পাহাড়ের বাড়ি থেকে নেভাডার গার্ডনারভিলে পারিবারিক বাড়িতে ফিরছিলেন। স্বাভাবিক আবহাওয়ায় গাড়িতে এ গন্তব্যে যেতে তিন ঘণ্টার কিছুটা বেশি সময় লাগে, কিন্তু প্রায় আধা ঘণ্টার মধ্যে গণিতবিদ ও নাসার সাবেক কর্মী জরেট গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে তুষারের স্তূপে আটকা পড়েন। পরে তুষারঝড়ের মধ্যে তীব্র শীতে গাড়িতে রাত কাটাতে হয় তাকে।

সে সময়ে গা গরম রাখার জন্য জেরেটের কাছে ছিল হালকা কমফোর্টার, উইন্ডব্রেকার ও টাওয়েল।

তার নাতি খ্রিষ্টান বলেন, ‘তিনি ছোটখাটো মানুষ। তার হাড়ে পর্যাপ্ত মাংস নেই।’

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বরফে আটকে পড়ার পর মাঝে মাঝে গাড়িটি চালু করেন জরেট। তিনি সে সময় সঙ্গে থাকা অল্প কিছু নাশতাজাতীয় খাবার খেয়েছেন। মাঝে মাঝে জানালা খুলে বরফ খেয়েছেন।

নাতির ভাষ্য, আটকে পড়ার তৃতীয় দিনে ইলেকট্রিক জানালাটি আটকানোর সময় জেরেটের গাড়ির ব্যাটারির চার্জ ফুরিয়ে যায়। এ কারণে বাকি দিনগুলোতে কয়েক ইঞ্চি খোলা ছিল জানালাটি।

বাড়ি থেকে বের হওয়ার চার দিন পর ইনিয়ো কাউন্টি শেরিফের কার্যালয় এক ব্যক্তি নিখোঁজের বিষয়ে কল পায়, কিন্তু বিরূপ আবহাওয়া স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি।

ছয় দিন পর ৮১ বছর বয়সী জেরেটের মোবাইল থেকে একটি বার্তা পেয়ে উদ্ধার অভিযান গতি পায় এবং একপর্যায়ে তাকে উদ্ধারে সক্ষম হন উদ্ধারকারীরা।

৮১ বছর বয়সী এ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মাত্র কয়েক ঘণ্টা ছিলেন তিনি। তার গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ এত স্বাভাবিক দেখে অবাক হয়ে যান নার্সরা।

আরও পড়ুন:
পুতিনের ঘোষণায় পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা বাড়ার শঙ্কা
ইউক্রেন ইস্যুতে পুতিন-বাইডেন বাগযুদ্ধ
যুক্তরাষ্ট্র কেন গুলি করে গরু মারতে চায়
টেক্সাসে বন্দুক হামলায় একজন নিহত, আহত ৩
রোহিঙ্গা সংকটের শেকড় মিয়ানমারে: শোলে

মন্তব্য

আন্তর্জাতিক
US Silicon Valley Bank closes operations in disaster

বিপর্যয়ে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক, বন্ধ কার্যক্রম

বিপর্যয়ে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক, বন্ধ কার্যক্রম
যুক্তরাষ্ট্রে বৃহত্তম বেসরকারি ঋণদাতাদের মধ্যে অন্যতম এই সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)। ২০০৮ সালের পর এটিই দেশটির ব্যাংকিং খাতের বড় অনিশ্চয়তার কালো মেঘ।

বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)। আপাতত বন্ধ করে দেয়া হয়েছে এর ব্যাংকিং কার্যক্রম।

স্থানীয় সময় শুক্রবার এই সিদ্ধান্তের পর ব্যাংকটির যাবতীয় আমানতের নিয়ন্ত্রণ ইউএস ফেডারেল ডিপোজিট ইন্সুরেন্স করপোরেশনের (এফডিআইসি) হাতে চলে গেছে বলে জানিয়েছে সিএনএন।

যুক্তরাষ্ট্রে বৃহত্তম বেসরকারি ঋণদাতাদের মধ্যে অন্যতম এই সিলিকন ভ্যালি ব্যাংক। প্রতিষ্ঠানটির বিপর্যয়ের মধ্যদিয়ে ২০০৮ সালের পর এটিই দেশটির ইতিহাতে ব্যাংকিং খাতে এলো বড় অনিশ্চয়তার কালো মেঘ।

রয়টার্স বলছে, এফডিআইসি যে দায়িত্বে এসেছে, এর মাধ্যমে তারা আমানতকারী এবং পাওনাদারসহ গ্রাহকদের অর্থ ফেরত দিতে ব্যবস্থা নেবে। সিলিকন ভ্যালি ব্যাংকের প্রধান কার্যালয় এবং সব শাখা ১৩ মার্চ আবার খুলবে।

ব্যাংকটির সিকিউরিটিজ পোর্টফোলিও ভয়ানক লোকসানের সম্মুখীন হয়েছে। এর পাশাপাশি ফান্ডিংয়ে পড়েছে টান। ফলে মূলধন সংগ্রহ করার চেষ্টা শুরু করতেই এসভিবি ফাইন্যান্সিয়াল গ্রুপের বন্ড ও শেয়ারে পতন শুরু হয়েছে। বেশ কয়েকজন বিশেষজ্ঞ বর্তমান পরিস্থিতিকে লেম্যান ব্রাদার্স এবং এভারগ্রান্ডের লিকুইডিটি সংকটের সঙ্গে তুলনা করেছেন।

রেটিং সংস্থা মুডিজও সিলিকন ভ্যালি ব্যাংকের নম্বর কমিয়ে দিয়েছে। তাদের মতে, ক্রমবর্ধমান সুদের হার, সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্টে ভাটা এবং ব্যাংকের গ্রাহকদের অনীহা বেড়ে যাওয়ায় বর্তমানে সংস্থা এক কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে আছে।

আমেরিকার বৃহত্তম ঋণদাতার সিলিকন ভ্যালি ব্যাঙ্ক, এসভিবি ফাইন্যান্সিয়াল গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। মূলত নতুন ব্যবসা-স্টার্টআপদের ঋণ দিয়ে থাকে এই ব্যাঙ্ক।

এর আগে ২০০৮ সালে বিশ্ব অর্থনীতিতে মন্দার মধ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন মিউচুয়াল ব্যাংকের কার্যক্রম স্থগিত করেছিল নিয়ন্ত্রক সংস্থা।

ফরচুন ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ৪০ বছরের পুরোনো এই ব্যাঙ্ক যুক্তরাষ্ট্রের ৫০ ভাগেরও বেশির স্টার্টআপ সংস্থাকে তহবিল জুগিয়েছে।

আরও পড়ুন:
সৌদি-ইরান এক হওয়া নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র
রাশিয়াকে শাস্তির প্রতিজ্ঞা যুক্তরাষ্ট্র, জার্মানির
চীনের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা: মিত্রদের দুয়ারে যুক্তরাষ্ট্র

মন্তব্য

p
উপরে