জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি না দেয়ার অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্থিনিরা।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, ‘(ইসরায়েল-ফিলিস্তিনি ইস্যুতে) অস্ট্রেলিয়া একটি দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যেখানে ইসরায়েল ও একটি ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র সহাবস্থান করবে, শান্তি ও নিরাপত্তায়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের মধ্যে।’
অস্ট্রেলিয়া এরই মধ্যে পূর্ববর্তি রক্ষণশীল সরকারের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি থেকে সরে এসেছে।
ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ বলেছেন, এই সিদ্ধান্তটি আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং ইসরায়েলকে একটি বার্তা পাঠিয়েছে যে বিশ্ব ফিলিস্তিনি ভূখণ্ডকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করাকে মেনে নেয় না।
শতায়েহ জ্ঞানী ও সাহসী সিদ্ধান্তের জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের প্রশংসা করে বলেন, সত্য, ন্যায়বিচার ও স্বাধীনতা এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের মূল্যবোধের ব্যাপারে অস্ট্রেলিয়ার সম্মান একাত্মতা প্রমাণ হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, অস্ট্রেলিয়া ৪ জুন ১৯৬৭ সালের সীমান্তের ওপর ভিত্তি করে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে। যেখানে ফিলিস্তিনির রাজধানী ছিল জেরুজালেম।
প্যালেস্টাইনের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আহমেদ আল-দেক আরব নিউজকে বলেছেন যে অস্ট্রেলিয়ার আগের সরকার একটি ঐতিহাসিক ভুল করেছিল।
তিনি বলেছিলেন, ‘আমরা জেরুজালেম নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে একটি কূটনৈতিক-রাজনৈতিক যুদ্ধে আছি, কারণ জেরুজালেম এই অঞ্চলে শান্তির চাবিকাঠি এবং জেরুজালেম ছাড়া ফিলিস্তিনি রাষ্ট্র নেই।’
আহমেদ আল-দেক আরও বলেন, ইসরায়েল জেরুজালেমে তাদের দূতাবাস স্থানান্তর করতে এবং এটিকে ইসরায়েলের একীভূত রাজধানী হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য দেশগুলোকে বোঝানোর চেষ্টা করছে। আমরা আশা করি অস্ট্রেলিয়ার পদক্ষেপ সেই প্রেক্ষাপটে ইসরায়েলি প্রচেষ্টার অবসান ঘটাবে।
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) একজন সিনিয়র কর্মকর্তা হুসেইন আল-শেখ টুইট বার্তায় বলেন,'আমরা জেরুজালেমের বিষয়ে অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক বৈধতার অধীনে দ্বি-রাষ্ট্র সমাধানের আহ্বানকে মূল্য দিই। পিএলওর সেই সিনিয়র কর্মকর্তার দাবি, জেরুজালেমের সার্বভৌমত্বের ভবিষ্যৎ স্থায়ী সমাধানের ও নির্ভর করে। এর ভিত্তি হবে আন্তর্জাতিক বৈধতার ওপর, যা দ্বি-রাষ্ট্রীয় সমাধান।
হামাসের কর্মকর্তা বাসিম নাইম বলেছেন যে তার দল এই সিদ্ধান্তকে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য সঠিক পথে একটি পদক্ষেপ বলে মনে করেছে
অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে ইসরায়েল সরকার।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে অস্ট্রেলীয় রাষ্ট্রদূতকে তলব করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ বলেছেন : 'জেরুজালেম ইসরায়েলের চিরন্তন ও ঐক্যবদ্ধ রাজধানী, এবং কিছুই কখনও পরিবর্তন হবে না।'
১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধের পর ইসরায়েল পূর্ব জেরুজালেমকে দখল করে। পরে পুরো জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করে। যদিও ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে।
২০১৭ সালে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বলে স্বীকৃতি দিয়ে ৭ দশকের আমেরিকান পররাষ্ট্র নীতির পরিবর্তন ঘটান। পরের বছর আমেরিকা তার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করে। অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ তখন ট্রাম্পের নেতৃত্ব অনুসরণ করেছিল।
আরও পড়ুন:ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে বৃহস্পতিবার বেলেশ্বর মহাদেব মন্দিরে কুয়ার ঢাকনা ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে।
এ ঘটনায় নিখোঁজ রয়েছেন একজন। জীবিত উদ্ধার করা হয়েছে ১৪ জনকে।
মন্দিরে রাম নবমীর অনুষ্ঠানে বিপুল মানুষের চাপে কুয়ার ঢাকনাটি ধসে যায়, যাতে অনেকে হতাহত হন।
ইন্দোর জেলা প্রশাসক ইলায়ারাজা টির বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়, আহত ব্যক্তিদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসা নিয়ে নিরাপদে বাড়িতে ফিরেছেন। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।
তিনি বলেন, উদ্ধার অভিযান বৃহস্পতিবার শুরু হয়ে শুক্রবার অব্যাহত রয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইন্দোরের অন্যতম প্রাচীন কলোনি স্নেহনগরে অবস্থিত মন্দিরটি পরিচালনা করে বেসরকারি একটি ট্রাস্ট।
কিছু সূত্র সংবাদমাধ্যমটিকে জানায়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আমলে নিলে ইন্দোর পৌরসভা হয়তো ট্র্যাজেডিটি রোধ করতে পারত।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গত বছরের এপ্রিলে মহাদেব মন্দির ট্রাস্টের কাছে একটি নোটিশ পাঠিয়েছিল পৌরসভা। সে নোটিশে স্থানীয়দের অভিযোগের বরাত দিয়ে জানানো হয়েছিল, দখলকৃত একটি পার্কে কুয়ার ওপর মন্দিরটি নির্মাণ করা হয়েছে।
পৌরসভা কর্তৃপক্ষ ভেঙে ফেলার জন্য কুয়ার ছাদটি চিহ্নিত করেছিল, তবে মন্দির ট্রাস্ট এর বিরোধিতা করে বলে, এ ধরনের উদ্যোগ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে। ফলে কুয়া ভাঙা থেকে পিছু হটে পৌরসভা।
রাম নবমীতে কুয়ার কংক্রিটের ঢাকনার ওপর ধর্মীয় আচার পালন করা হয়। ওই ঢাকনাটি ৩০ থেকে ৪০ জনের ভার বহনে সক্ষম ছিল না। সেটি ভেঙে পুণ্যার্থীরা কুয়ার ৪০ ফুট গর্তে পড়ে যান।
পুণ্যার্থীদের উদ্ধারে কাজ শুরু করে ন্যাশনাল ডিজ্যাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) ও স্টেট ডিজ্যাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ)।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহত প্রত্যেকের পরিবারের জন্য ৫ লাখ রুপি এবং আহত প্রত্যেকের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেন।
আরও পড়ুন:মুখ বন্ধ রাখতে পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলসকে অর্থ দেয়ার বিষয়ে তদন্তের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করেছেন নিউ ইয়র্কের ম্যানহাটনের এক বিচারক।
এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে অপরাধের অভিযোগে অভিযুক্ত হলেন ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়ার অংশ হিসেবে মনোনয়ন পেতে ট্রাম্পের সক্রিয় তৎপরতার মধ্যেই ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের নেতৃত্বাধীন তদন্তের ভিত্তিতে সাবেক প্রেসিডেন্টকে অভিযুক্ত করা হলো।
ঠিক কোন অভিযোগে ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে, তা জানা যায়নি। অভিযোগপত্র খোলাসা করা হয়নি।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, ব্যবসা সংক্রান্ত প্রতারণার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে ৩০টির বেশি অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্ত হওয়ার প্রতিক্রিয়ায় রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত আলোচিত সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, তিনি সম্পূর্ণ নির্দোষ; মনোনয়ন পাওয়ার দৌড় থেকে পড়বেন না ছিটকে।
ট্রাম্পের অভিযোগ, দ্বিতীয় মেয়াদে তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সুযোগ খর্ব করতে চাইছেন ডেমোক্র্যাটিক পার্টির অ্যাটর্নি ব্র্যাগ।
তিনি এক বিবৃতিতে বলেন, এটি (অভিযুক্ত করা) রাজনৈতিক নিপীড়ন এবং নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ।
আরও পড়ুন:যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে প্রশিক্ষণের সময় দুই সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নয় সেনাসদস্য নিহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার এক আমেরিকান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অ্যান্টনি হোফেলার এ তথ্য জানান।
তিনি বলেন, কেনটাকির ট্রিগ কাউন্টির ফোর্ট ক্যাম্পবেলে বুধবার রাত ১০টার দিকে দুটি ব্ল্যাকহক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে নয় সেনা সদস্য নিহত হয়েছেন।
কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশেয়ার টুইটে জানান, মর্মান্তিক এ দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।
১০১তম এয়ারবোর্ন ডিভিশনের হেডকোয়ার্টার যুক্তরাষ্ট্রের ফোর্ট ক্যাম্পবেলে অবস্থিত। এটি আমেরিকান সেনাবাহিনীর একমাত্র বিমান হামলা সংশ্লিষ্ট বিভাগ। সম্প্রতি এ বিভাগ ইরাক ও যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম পরিচালনা করেছে।
ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে একটি মন্দিরে মেঝে ধসে পরিত্যক্ত কূপে পড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য, ইন্দোরের প্যাটেল নগরের মহাদেব ঝুলেলাল মন্দিরে রাম নবমীর পুজো উপলক্ষ্যে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। সেই ভিড়ে হুড়োহুড়িতেই কংক্রিটের স্ল্যাব ভেঙে কূপে পড়ে যান প্রায় ৩০ জন। এ দুর্ঘটনার পর ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান । এ দুর্ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির যুবরাজ (ক্রাউন প্রিন্স) হিসেবে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তার বড় ছেলে শেখ খালেদ বিন মোহাম্মদ আল নাহিয়ানের নাম ঘোষণা করেছেন।
গালফ নিউজের প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রেসিডেন্ট আল নাহিয়ান তার বড় ছেলে শেখ খালেদকে দেশটির রাজধানী আবুধাবির যুবরাজ ঘোষণা করেছেন। শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ১৯৮২ সালের ৮ জানুয়ারি আবুধাবিতে জন্মগ্রহণ করেন।
শেখ খালেদ আমেরিকান ইউনিভার্সিটি অফ শারজাহ থেকে স্নাতক এবং ২০১৪ সালে কিংস কলেজ লন্ডন থেকে যুদ্ধ অধ্যয়ন নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
৪১ বছর বয়সী নতুন যুবরাজ শেখ খালিদ আবুধাবি এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য। তিনি আবুধাবি এক্সিকিউটিভ অফিসের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন । এছাড়া আমিরাতের সাম্প্রতিক বড় উন্নয়ন প্রকল্পগুলো দেখা শোনা করছেন তিনি।
আমিরাতের যুবরাজ হিসেবে শেখ খালেদের নিয়োগকে স্বাগত জানিয়েছে সৌদি আরব ও কাতার। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের বাকি আমিরাতগুলোও যুবরাজ হিসেবে তার নিয়োগকে স্বাগত জানিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, সংযুক্ত আরব আমিরাতের ক্ষমতা আবুধাবিতে আরও কেন্দ্রীভূত করতে ছেলেকে সেখানকার যুবরাজ বানিয়েছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ । অঢেল তেল সম্পদের কারণে আবুধাবি সাতটি আমিরাত নিয়ে গঠিত সংযুক্ত আরব আমিরাতের রাজনৈতিক রাজধানী।
শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস। তাকে সেখানে কয়েক দিন থাকতে হবে।
স্থানীয় সময় বুধবার ভ্যাটিকানের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতির বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৮৬ বছর বয়সী পোপ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন, তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হননি।
বিবৃতিতে বলা হয়, হাসপাতালে কয়েক দিন তাকে উপযুক্ত মেডিক্যাল থেরাপি নিতে হবে।
এতে উল্লেখ করা হয়, রোগমুক্তি কামনা করে অনেকের বার্তা পেয়েছেন পোপ। তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সংশ্লিষ্ট একটি সূত্র বিবিসিকে জানায়, ইতালির রোমের গেমেলি হাসপাতালে পোপের সঙ্গে রাত্রিযাপন করার কথা রয়েছে তার ঘনিষ্ঠতম কর্মীদের।
বছরের ব্যস্ততম সময়ে অসুস্থ হয়েছেন পোপ। ইস্টারের ছুটির আগে তাকে বেশ কিছু অনুষ্ঠান ও সার্ভিসে অংশ নিতে হবে।
এ সপ্তাহান্তে পাম সানডে ম্যাস রয়েছে। এ ছাড়া আগামী সপ্তাহে রয়েছে হলি উইক ও ইস্টার উদযাপন।
চলতি বছরের এপ্রিলের শেষের দিকে হাঙ্গেরি সফরে যাওয়ার কথা রয়েছে পোপ ফ্রান্সিসের।
আরও পড়ুন:স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হলেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসেফ।
স্থানীয় সময় মঙ্গলবার স্কটিশ পার্লামেন্টের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
দীর্ঘ পাঁচ সপ্তাহের লড়াই শেষে ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা নির্বাচিত হয়েছেন হামজা ইউসেফ। তিনি নিকোলা স্টার্জেনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।
এডিনবরায় দেয়া আবেগঘন বিজয়ী ভাষণে স্কটল্যান্ডের জন্য তার প্রবল আবেগ রয়েছে জানিয়ে স্বাধীনতাপন্থী দলটির নতুন এ নেতা বলেন, স্কটল্যান্ডের জনগণের স্বাধীনতা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন।
নিকোলা স্টার্জেনের উত্তরসূরি হিসেবে এসএনপির নেতৃত্ব দেবেন ইউসেফ। আট বছর দল এবং স্কটল্যান্ডের আধা-স্বায়ত্তশাসিত সরকারের নেতৃত্ব দেয়ার পর গত মাসে আকস্মিক পদত্যাগ করেন নিকোলা স্টার্জেন।
মন্তব্য