× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

আন্তর্জাতিক
Westerners can not give up the habit of living on other peoples wealth Putin
google_news print-icon

অন্যের সম্পদে বাঁচার অভ্যাস ছাড়তে পারছে না পশ্চিমারা: পুতিন

অন্যের-সম্পদে-বাঁচার-অভ্যাস-ছাড়তে-পারছে-না-পশ্চিমারা-পুতিন-
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত
উজবেকিস্তানের সমরকন্দে সাংহাই সহযোগিতা সংস্থার সব কার্যক্রম শেষ করে সাংবাদিকদের সঙ্গে ইউক্রেনে সামরিক অভিযান, ইউরোপে জ্বালানিসংকট, দোনবাস অঞ্চলের মুক্তিসহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার উজবেকিস্তানের সমরকন্দে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে চীন, ভারত, পাকিস্তান, ইরান, তুরস্ক, উজবেকিস্তান, আজারবাইজান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান ও মঙ্গোলিয়ার নেতাদের সঙ্গে বৈঠক শেষে ইউক্রেন ইস্যুতে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন।

জুলাইয়ের পর পুতিনের করা প্রথম এই সংবাদ সম্মেলনে পশ্চিমাদের সঙ্গে বিরোধ, ইউক্রেনে চলমান সামরিক অভিযান এবং ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি সংকট নিয়ে প্রশ্ন করা হয় তাকে।

পুতিন সাংবাদিকদের করা প্রশ্নের জবাবের আলোকে যেসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন তার চুম্বকাংশ নিউজবাংলার পাঠকদের জন্য তুলে ধরা হলো।

পশ্চিমারা সব সময় রাশিয়াকে ধ্বংস করার চেষ্টা করেছে

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়াকে ধ্বংস করা এবং এটিকে কয়েকটি ক্ষুদ্র রাষ্ট্রে ‘বিচ্ছিন্ন’ করা সব সময়ই পশ্চিমাদের জন্য একটি শীর্ষ অগ্রাধিকার ছিল।

ইউক্রেনকে একটি রুশবিরোধী পশ্চিমা ছিটমহল হিসেবেও উল্লেখ করেন পুতিন।

তিনি বলেন, ‘পশ্চিমারা সব সময় আমাদের দেশের বিচ্ছিন্নতার জন্য চেষ্টা করেছে এটা শুধু দুঃখজনক যে একপর্যায়ে তারা এই ধরনের লক্ষ্য অর্জনের জন্য ইউক্রেনকে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে।’

ইউক্রেন সংঘাতের লক্ষ্যে কোনো পরিবর্তন হয়নি

ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের মাধ্যমে রাশিয়া যে লক্ষ্যগুলো অর্জনের চেষ্টা করছে তাতে কোনো পরিবর্তন আনা হবে না।

তিনি বলেন, ‘রাশিয়ার সামরিক অভিযানের মূল লক্ষ্য হলো পুরো দোনবাস অঞ্চলের মুক্তি। ইউক্রেনীয় সেনাদের পাল্টা আক্রমণের চেষ্টার পরও এই কাজটি অব্যাহত রয়েছে।’

ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার সম্ভাবনা অনিশ্চিত

সংবাদ সম্মেলনে পুতিন দাবি করেছেন, মার্চ মাসে ইস্তাম্বুল আলোচনার সময় রাশিয়া ইউক্রেনের প্রস্তাবের নিরাপত্তা গ্যারান্টিতে সম্মত হতে প্রস্তুত ছিল। কিয়েভই সেই আলোচনা বাতিল করে।

তিনি বলেন, ‘এই চুক্তিতে পৌঁছানোর শর্ত তৈরি করার জন্য কিয়েভ থেকে রুশ সেনা প্রত্যাহার করা হয়েছিল। এর পরিবর্তে, কিয়েভ কর্তৃপক্ষ অবিলম্বে সব চুক্তি পরিত্যাগ করে।’

পুতিন এ সম্পর্কে আরও বলেন, ‘তারা ঘোষণা করেছিল যে তারা রাশিয়ার সঙ্গে কোনো চুক্তি চাইবে না, তবে যুদ্ধক্ষেত্রে বিজয় চাইবে। ভালো, তারা সেটাই করে দেখাক।’

একই সঙ্গে পুতিন বলেছেন, তার ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির মধ্যে আলোচনা অনিশ্চিত।

এ সম্পর্কে তিনি বলেন, ‘প্রথমত তাদের (আলোচনার জন্য) সম্মত হওয়া উচিত। কিন্তু তারা তা করতে রাজি নয়। জেলেনস্কি বলেছেন, তিনি প্রস্তুত নন এবং রাশিয়ার সঙ্গে কথা বলতে ইচ্ছুক নন। তিনি যদি প্রস্তুত না হন, (আলোচনার) কোনো প্রয়োজন নেই।’

ঔপনিবেশিক মানসিকতা পশ্চিমে জর্জরিত

পুতিন বলেছেন, সমষ্টিগতভাবে পশ্চিম এখনও ঔপনিবেশিক যুগের মানসিকতায় আটকে আছে, পশ্চিমা দেশগুলো অন্যদের সম্পদে তাদের জীবনযাপনের অভ্যাস ত্যাগ করতে পারছে না।

তিনি বলেন, ‘এগুলো সাবেক ঔপনিবেশিক শক্তি, তারা এখনও ঔপনিবেশিক দর্শনের জগতে বাস করে। তারা অন্যের খরচে বাঁচতে অভ্যস্ত এবং তারা এখনও তাদের ব্যাবহারিক দৈনন্দিন রাজনীতিতে এই দৃষ্টান্ত থেকে বেরিয়ে আসতে পারছে না।’

কি কারণে ইইউ জ্বালানিসংকট

ইউরোপে চলমান জ্বালানিসংকটের জন্য রাশিয়াকেই দায়ী করছে পশ্চিমারা। ইউক্রেনে সামরিক অভিযানের কারণেই এই সংকট সৃষ্টি- এমনটাই দাবি পশ্চিমাদের।

পুতিন বলছেন, ইউরোপীয় ইউনিয়ন নিজেই এই সংকট সৃষ্টি করেছে, এখন অন্যদের খরচে এর সমাধানের চেষ্টা করছে। এই সংকট দোনবাসের বিশেষ সামরিক অভিযান শুরুর আগেই, যখন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউরোপ জীবাশ্ম জ্বালানি ত্যাগ করে গ্রিন এনার্জি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন:
নিজেকে ‘পিটার দ্য গ্রেটের’ সঙ্গে তুলনা পুতিনের
যুদ্ধ বন্ধ করুন: পুতিনকে পেলে
পুতিন বাঁচবেন আর ৩ বছর, দাবি রুশ গোয়েন্দার
চাকরি ছাড়লেন পুতিনের সঙ্গে নাচা সেই কারিন
পুতিনের কথিত প্রেমিকা কে এই কাবায়েভা

মন্তব্য

আরও পড়ুন

আন্তর্জাতিক
Almost everyone in Erdogans cabinet is new

এরদোয়ানের মন্ত্রিসভায় প্রায় সবাই নতুন

এরদোয়ানের মন্ত্রিসভায় প্রায় সবাই নতুন তুরস্কের আঙ্কারায় মন্ত্রিসভার সদস্যদের মাঝে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: রয়টার্স
নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে এরদোয়ান নিযুক্ত গোয়েন্দাপ্রধান ও সাবেক সেনা হাকান ফিদানকে। তিনি মেবলুত সাবুসোলুর স্থলাভিষিক্ত হবেন। মেবলুত ২০১৪ সাল থেকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়া রিসেপ তাইয়েপ এরদোয়ান শনিবার তার মন্ত্রিসভা ঘোষণা করেছেন।

এ মন্ত্রিসভার সদস্যদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রী ছাড়া বাকি সবাই নতুন।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, এরদোয়ান এবার রাজস্ব ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাবেক ব্যাংকার মেহমেত সিমসেককে।

নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে এরদোয়ান নিযুক্ত গোয়েন্দাপ্রধান ও সাবেক সেনা হাকান ফিদানকে। তিনি মেবলুত সাবুসোলুর স্থলাভিষিক্ত হবেন। মেবলুত ২০১৪ সাল থেকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এরদোয়ানের বিশ্বস্ত সহযোগীদের একজন হাকান ফিদান ২০১০ সাল থেকে জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে এরদোয়ান প্রধানমন্ত্রী থাকার সময় হাকান তার উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।

এ মেয়াদে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তুরস্কের সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ ইয়াসার গুলের। তিনি হুলুসি আকারের স্থলাভিষিক্ত হবেন।

এরদোয়ান তার ডেপুটি তথা ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন সেভদেত ইলমাজকে, যিনি এর আগে উন্নয়নমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর বাইরে আলি ইয়েরলিকায়াকে স্বরাষ্ট্রমন্ত্রী, ইউসুফ তেকিনকে শিক্ষামন্ত্রী ও ইলমাজ তুঙ্ককে বিচারমন্ত্রী করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী ফারহেত্তিন কোচা এবং সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মেহমেত নুরি এরসই স্বপদে বহাল আছেন।

আরও পড়ুন:
ভোটের রাতে সমর্থকদের কী বললেন এরদোয়ান
এগিয়ে এরদোয়ান, আরেক দফা ভোটের সম্ভাবনা
অগ্নিপরীক্ষায় এরদোয়ান
লাইভে হঠাৎ অসুস্থ: ফের নির্বাচনী প্রচারে এরদোয়ান
রাশিয়ায় পুতিনের সঙ্গে বসছেন এরদোয়ান

মন্তব্য

আন্তর্জাতিক
After two nights of drone attacks the sound of explosions in Kiev

দুই রাত ড্রোন হামলার পর কিয়েভে এবার বিস্ফোরণের শব্দ

দুই রাত ড্রোন হামলার পর কিয়েভে এবার বিস্ফোরণের শব্দ
কিয়েভের সিটি মেয়র ভিটালি ক্লিটসকো বাসিন্দাদের নিরাপদে থাকতে পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে ড্রোনের ধ্বংসাবশেষ নিয়েও সতর্ক থাকতে বলেছেন তিনি।

টানা দুই রাত ভয়াবহ ড্রোন হামলার শিকার হওয়ার পর এবার ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে সোমবার এ তথ্য দিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

কিয়েভের সিটি মেয়র ভিটালি ক্লিটসকো বাসিন্দাদের নিরাপদে থাকতে পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে ড্রোনের ধ্বংসাবশেষ নিয়েও সতর্ক থাকতে বলেছেন তিনি।

কিয়েভের বিমানবন্দর থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। লাভিভ ও ওদেশাসহ আরও কিছু এলাকায়ও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

কিয়েভে ড্রোন হামলায় একজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। একটি পেট্রোল স্টেশনের কাছে ড্রোনের ধ্বংসাবশেষ বিধ্বস্ত হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসে এরই মধ্যে অন্তত ১৫টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত ওলেক্সান্ডার শেরবা বলেছেন, গত কয়েকদিন কিয়েভের বাসিন্দাদের জন্য খুবই কঠিন ছিল।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনও। যুদ্ধে প্রায়ই আসছে প্রাণহানির খবর।

পশ্চিমাসহ বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়াকে এই হামলা বন্ধের অনুরোধ করলেও তাতে সাড়া দেননি রুশ প্রেসিডেন্ট পুতিন। এ ছাড়া কয়েক দফা দুই দেশের বৈঠকেও আসেনি কোনো সমাধান।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে সারা বিশ্বে। বেড়েছে জ্বালানি, খাদ্যপণ্যসহ নানা পণ্যের দাম। ইউক্রেন থেকে বাস্তুচ্যুত হচ্ছে অসংখ্য মানুষ।

আরও পড়ুন:
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের যে পরিণতি দেখছে যুক্তরাষ্ট্র
স্যাটেলাইট চিত্রে রুশ ধ্বংসযজ্ঞের আগে ও পরের বাঘমুত
সীমান্তে ৭০ হামলাকারীকে হত্যার দাবি রাশিয়ার

মন্তব্য

আন্তর্জাতিক
Erdoğans victory in selfless act Putin

নিঃস্বার্থ কাজে এরদোয়ানের জয়: পুতিন

নিঃস্বার্থ কাজে এরদোয়ানের জয়: পুতিন রাশিয়ার সোচিতে ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর বৈঠকের সময় করমর্দন করেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: স্পুৎনিক
পুতিন বলেন, ‘আমরা রাশিয়া-তুরস্ক সম্পর্ককে মজবুত করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত অবদানের ভূয়সী প্রশংসা করছি।’

রিসেপ তাইয়েপ এরদোয়ানের নিঃস্বার্থ কাজ ও স্বাধীন পররাষ্ট্রনীতির প্রতি আকৃষ্ট হয়ে জনগণ তাকে জয়ী করেছে বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তুরস্কে রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী এরদোয়ানকে পাঠানো শুভেচ্ছাবার্তায় পুতিন এ অভিমত দেন।

বার্তায় রুশ প্রেসিডেন্ট বলেন, ‘তুরস্ক প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান হিসেবে আপনার নিঃস্বার্থ কাজ, রাষ্ট্রের সার্বভৌমত্ব সুসংহত করতে আপনার প্রচেষ্টা এবং স্বাধীন পররাষ্ট্রনীতি বেছে নেয়ার সহজাত ফল ও পরিষ্কার প্রমাণ হলো নির্বাচনে জয়।’

পুতিন আরও বলেন, ‘আমরা রাশিয়া-তুরস্ক সম্পর্ককে মজবুত করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত অবদানের ভূয়সী প্রশংসা করছি।’

তুরস্কে রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে প্রায় সব ব্যালট বাক্স গণনার পর একে পার্টির প্রধান এরদোয়ান পান ৫২ দশমিক ১৪ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পিপল’স পার্টির (সিএইচপি) প্রধান কামাল কিলিচদারোলু পান ৪৭ দশমিক ৮৬ শতাংশ ভোট।

গত ১৪ মে অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে কিলিচদারোলুর চেয়ে এগিয়ে থাকলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি এরদোয়ান। এতে করে ভোট গড়ায় দ্বিতীয় দফায়।

আরও পড়ুন:
যেভাবে এরদোয়ানের জয় উদযাপন করল গাজাবাসী
এরদোয়ানের জয়: শুভেচ্ছাবার্তায় কী বলল যুক্তরাষ্ট্র
হঠাৎ মেয়র আরিফের বাসায় আনোয়ারুজ্জামান
টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
আওয়ামী লীগে বিভেদ ও প্রতারণার বলি আজমত

মন্তব্য

আন্তর্জাতিক
Erdoğans victory what the US said in the congratulatory message

এরদোয়ানের জয়: শুভেচ্ছাবার্তায় কী বলল যুক্তরাষ্ট্র

এরদোয়ানের জয়: শুভেচ্ছাবার্তায় কী বলল যুক্তরাষ্ট্র তুরস্কের ইস্তাম্বুলের ইলদিজ প্রাসাদে ২০১৬ সালের ২৩ জানুয়ারি দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফুরফুরে মেজাজে যুক্তরাষ্ট্রের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তুরস্ককে ‘মূল্যবান ন্যাটো মিত্র ও সহযোগী’ হিসেবে আখ্যা দেন।

তুরস্কে রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফা নির্বাচনে জয়ী হয়েছেন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি তথা একে পার্টির প্রধান রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর মধ্য দিয়ে তার ২০ বছরের শাসনকাল আরও পাঁচ বছর বাড়ল।

বহুল আলোচিত এ নির্বাচনে প্রায় সব ব্যালট বাক্স গণনা শেষে এরদোয়ান পান ৫২ দশমিক ১৪ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পিপল’স পার্টির (সিএইচপি) প্রধান কামাল কিলিচদারোলু পান ৪৭ দশমিক ৮৬ শতাংশ ভোট।

এশিয়া ও ইউরোপ বিস্তৃত দেশটিতে ব্যাপক মূল্যস্ফীতি ও স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষের প্রাণহানির পর অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। এ কারণে এ নির্বাচনে প্রেসিডেন্ট এরদোয়ানের জয় নিয়ে শঙ্কা ও সম্ভাবনার আলোচনা ছিল বিশ্বজুড়ে।

গত ১৪ মে অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে শঙ্কার প্রতিফলনও দেখা গেছে। সে দফায় এরদোয়ান এগিয়ে থাকলেও ৫০ শতাংশের কম ভোট পাওয়ায় নির্বাচন গড়ায় দ্বিতীয় পর্যায়ে।

গতকালের ভোটের আগে এরদোয়ান সমর্থন পান প্রথম দফায় ৫ শতাংশের বেশি ভোট পাওয়া সিনান ওগানের। এর মধ্য দিয়ে তার জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যায়। ব্যালটেও হয়েছে তাই।

অনেক জল্পনা-কল্পনা শেষে এরদোয়ানের জয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার, রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।

সামরিক জোট ন্যাটোতে তুরস্কের মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী এরদোয়ানকে তাদের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।

এক টুইটে বাইডেন লিখেন, ‘ন্যাটো মিত্র হিসেবে দ্বিপক্ষীয় বিষয় ও যৌথ বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে সানন্দে কাজ করার প্রতীক্ষায় আছি।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তুরস্ককে ‘মূল্যবান ন্যাটো মিত্র ও সহযোগী’ হিসেবে আখ্যা দেন।

তিনি বলেন, ‘তুরস্কের জনগণের বেছে নেওয়া সরকারের সঙ্গে আমাদের অব্যাহত যৌথ কাজের বিষয়ে সানন্দ প্রতীক্ষায় আছি।’

তুরস্কে দ্বিতীয় দফা ভোটে ব্যাপক উপস্থিতি এবং দেশটির ‘দীর্ঘ গণতান্ত্রিক ইতিহাসের’ প্রশংসাও করেন ব্লিঙ্কেন।

আরও পড়ুন:
এরদোয়ানের ভাগ্য নির্ধারণ আজ
টঙ্গীতে ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫
দ্বিতীয় দফা ভোটের আগে উত্তাপ কম তুরস্কে
খুলনায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দুই ওয়ার্ড কাউন্সিলর
আনোয়ারুজ্জামানের বার্ষিক আয় ৩ লাখ, বাবুল ‘স্বশিক্ষিত’

মন্তব্য

আন্তর্জাতিক
Erdogans fate is decided today

এরদোয়ানের ভাগ্য নির্ধারণ আজ

এরদোয়ানের ভাগ্য নির্ধারণ আজ তুরস্কের আঙ্কারায় গত ৩০ এপ্রিল নির্বাচনী সমাবেশে একে পার্টির প্রধান রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: রয়টার্স
প্রথম দফা নির্বাচনে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান পান ৪৯ দশমিক ৫ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিলিচদারোলু পান ৪৪ দশমিক ৯ শতাংশ ভোট। ওই দফায় ৫ শতাংশের সামান্য বেশি ভোট পাওয়া সিনান ওগান সমর্থন দিয়েছেন এরদোয়ানকে।

প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট দেবেন তুরস্কের নাগরিকরা।

স্থানীয় সময় রোববার সকাল ৮টায় (বাংলাদেশ সময় বেলা ১১টা) শুরু হচ্ছে এ ভোট।

গত ১৪ মে অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে একে পার্টির প্রধান রিসেপ তাইয়েপ এরদোয়ান কিংবা তার প্রধান প্রতিদ্বন্দ্বী সিএইচপির নেতা কামাল কিলিচদারোলুর কেউই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ভোট গড়িয়েছে দ্বিতীয় দফায়। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর ক্ষমতায় থাকা মূলত জাতীয়তাবাদী, রক্ষণশীলদের প্রিয় পাত্র এরদোয়ান আরও ৫ বছরের জন্য ক্ষমতা পাবেন নাকি তাকে হটিয়ে তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কপন্থি কিলিচদারোলু প্রেসিডেন্ট হবেন, তা নির্ধারণ হয়ে যাবে।

প্রথম দফা নির্বাচনে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান পান ৪৯ দশমিক ৫ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিলিচদারোলু পান ৪৪ দশমিক ৯ শতাংশ ভোট। ওই দফায় ৫ শতাংশের সামান্য বেশি ভোট পাওয়া সিনান ওগান সমর্থন দিয়েছেন এরদোয়ানকে।

দ্বিতীয় দফার ভোটে সিনানের সমর্থনে এরদোয়ান নিশ্চিতভাবেই এগিয়ে থাকবেন, তবে সব নির্ভর করছে ভোটার ‍উপস্থিতি ও তাদের রায়ের ওপর।

আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রথম দফায় নির্বাচন নিয়ে যে উত্তাপ ছিল, দুই সপ্তাহের ব্যবধানে সেটি অনেক কমে এসেছে। ভোটারদের অনেকে শুরুর দফার মতো আগ্রহ পাচ্ছেন না বলে সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন।

আরও পড়ুন:
গাজীপুর সিটিতে কাউন্সিলর হলেন যারা
আজমত-জাহাঙ্গীরকে নিয়ে একসঙ্গে কাজ করব: জায়েদা
ভোট সুষ্ঠু হয়েছে, নতুন মেয়রকে অভিনন্দন: আজমত
জনরায় মানবেন খালেক, সুষ্ঠু ভোটের জন্য সরকারের দিকে তাকিয়ে শফিকুল
ভোটারদের সম্মান ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি খোকনের

মন্তব্য

আন্তর্জাতিক
The United States is seeing the consequences of the Russia Ukraine war

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের যে পরিণতি দেখছে যুক্তরাষ্ট্র

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের যে পরিণতি দেখছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের বাখমুত শহরে হাঁটছেন এক ইউক্রেনীয় সেনা। ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফ জেনারেল মার্ক মিলি স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে তার দেশের অবস্থান ব্যক্ত করেন।

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের পরিণতি কী হতে চলেছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের মূল্যায়ন তুলে ধরেছেন দেশটির সর্বোচ্চ সামরিক কর্মকর্তা।

স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফ জেনারেল মার্ক মিলি এ অবস্থান ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘সামরিকভাবে এ যুদ্ধে জয় পাচ্ছে না রাশিয়া। এমনটা (জয়) হচ্ছে না।’

র‌্যামস্টেইন গ্রুপ হিসেবে পরিচিত ইউক্রেন ডিফেন্স কনটাক্ট গ্রুপের সদস্যভুক্ত বেশ কয়েকটি দেশের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের সমাপনীতে জেনারেল মিলি সাংবাদিকদের বলেন, ইউক্রেনের সরকার উৎখাতসহ রাশিয়ার প্রকৃত কৌশলগত উদ্দেশ্যগুলো সামরিকভাবে অর্জন করা সম্ভব নয়।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া, যাকে বিশেষ সামরিক অভিযান আখ্যা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৫ মাস ধরে চলা এ যুদ্ধ শিগগিরই বন্ধের ইঙ্গিত দেয়নি কোনো পক্ষ।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তার ভাষ্য, ইউক্রেনের ভূখণ্ডে লাখো রুশ সেনা রয়েছে, যে কারণে নিকট ভবিষ্যতে রাশিয়ার দখলকৃত ভূখণ্ড পুনর্দখল করার সুযোগ নেই।

তিনি বলেন, ‘এর অর্থ হলো যুদ্ধ অব্যাহত থাকছে, এটি রক্তক্ষয়ী হতে যাচ্ছে, এটি কঠিন হতে যাচ্ছে।’

আরও পড়ুন:
জি-সেভেন সম্মেলনে যোগ দিতে জাপানে জেলেনস্কি
রুশ নিষেধাজ্ঞায় পড়া ৫০০ আমেরিকানের তালিকায় ওবামা
সৌদিতে আকস্মিক সফরে জেলেনস্কি
শঙ্কা কাটিয়ে ইউক্রেনের সঙ্গে শস্য চুক্তির মেয়াদ বাড়াল রাশিয়া
ইউক্রেন ছাড়ল খাদ্যবাহী শেষ জাহাজ, চুক্তি নবায়নে অনিশ্চয়তা

মন্তব্য

আন্তর্জাতিক
Russia claims to have killed 70 attackers on the border

সীমান্তে ৭০ হামলাকারীকে হত্যার দাবি রাশিয়ার

সীমান্তে ৭০ হামলাকারীকে হত্যার দাবি রাশিয়ার রুশ বাহিনী ও হামলাকারীদের সংঘর্ষের সময় ক্ষতিগ্রস্ত সাঁজোয়া যান। ছবি: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ বা রিয়া নভোস্তির প্রতিবেদনে বলা হয়, ‘সর্বমোট ৭০ জনের বেশি জঙ্গি, চারটি সাঁজোয়া যান ও পাঁচটি পিকআপকে নাশ করা হয়েছে। আজ বেলগরদ অঞ্চলে (সন্ত্রাসবিরোধী অভিযান) বাতিল করা হয়েছে।’

ইউক্রেন থেকে বেলগরদ অঞ্চলের সীমান্তে দিয়ে প্রবেশ করা ৭০ জনের বেশি হামলাকারীকে হত্যার দাবি করেছে রাশিয়া।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার ইউক্রেন থেকে আসা হামলাকারীদের সঙ্গে রুশ বাহিনীর ২৪ ঘণ্টার মতো লড়াই হয়। সে লড়াই শেষে পিছু হটেন হামলাকারীরা।

রাশিয়ার ভাষ্য, ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর সবচেয়ে ঔদ্ধত্যপূর্ণ সীমান্ত হামলায় জড়িত সশস্ত্র সংগঠনগুলোর সেনাদের নির্মূলে বিমান ও কামান হামলা চালানো হয়।

রুশ কর্তৃপক্ষ জানায়, দ্বিপক্ষীয় লড়াইয়ের সময় কামান ও গোলার আঘাতে রাশিয়ার ১৩ নাগরিক আহত হন। উদ্ধারের সময় এক নারীর মৃত্যু হয়। এর বাইরে কোজিঙ্কা গ্রামে এক বেসামরিক নাগরিক নিহত হন।

রাশিয়ার কর্মকর্তারা জানান, লড়াইয়ের সময় সীমান্তবর্তী ৯টি গ্রাম খালি করা হয়।

বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ বা রিয়া নভোস্তির প্রতিবেদনে বলা হয়, ‘সর্বমোট ৭০ জনের বেশি জঙ্গি, চারটি সাঁজোয়া যান ও পাঁচটি পিকআপকে নাশ করা হয়েছে। আজ বেলগরদ অঞ্চলে (সন্ত্রাসবিরোধী অভিযান) বাতিল করা হয়েছে।’

প্রতিবেদনে হামলাকারীদের ‘ইউক্রেনের নাশকতা ও তথ্য নিতে আসা গ্রুপ’ হিসেবে আখ্যা দেয়া হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ জানান, স্থানীয় সেনা, বিমান হামলা ও কামানের মাধ্যমে শত্রুদের বিনাশ করা হয়েছে। বাদবাকি সেনাদের ইউক্রেনের ভূখণ্ডে ঠেলে দেয়া হয়েছে। পুরোপুরি নির্মূল হওয়ার আগ পর্যন্ত তাদের ওপর গোলাবর্ষণ করা হবে।

রাশিয়ায় অনুপ্রবেশ করে হামলার দায় স্বীকার করেছে পুতিনবিরোধী সশস্ত্র সংগঠন ফ্রিডম অফ রাশিয়া লিজন ও রাশিয়ান ভলান্টিয়ার কোর (আরভিসি), তবে এ হামলার সঙ্গে কোনো ধরনের যোগসাজশ নেই বলে দাবি করেছে ইউক্রেন।

আরও পড়ুন:
সৌদিতে আকস্মিক সফরে জেলেনস্কি
শঙ্কা কাটিয়ে ইউক্রেনের সঙ্গে শস্য চুক্তির মেয়াদ বাড়াল রাশিয়া
ইউক্রেন ছাড়ল খাদ্যবাহী শেষ জাহাজ, চুক্তি নবায়নে অনিশ্চয়তা
রুশদের যোগাযোগের তাগিদ সিআইএর, গোয়েন্দাদের সতর্ক করল রাশিয়া
বাখমুত দখলে নেয়ার দাবি ইউক্রেনের, রাশিয়ার অস্বীকার

মন্তব্য

p
উপরে