× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

আন্তর্জাতিক
Recovered 6 thousand square kilometers from Russia Zelensky
google_news print-icon
ইউক্রেন যুদ্ধ

৬ হাজার বর্গ কিলোমিটার পুনরুদ্ধার করেছি: জেলেনস্কি

ইউক্রেন
উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণ থেকে পুনরুদ্ধার করা একটি গ্রামে ইউক্রেনীয় সেনারা পতাকা নিয়ে পোজ দিচ্ছেন। ছবি: এএফপি
ইউক্রেনের প্রতিরোধ খুব দ্রুত হচ্ছে। গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ইউক্রেনীয় বাহিনী ১০০০ বর্গ কিলোমিটার পুনরুদ্ধার করেছে। রোববারের মধ্যে সেই সংখ্যা তিনগুণ বেড়ে ৩০০০ বর্গ কিলোমিটারে পৌঁছায়।

রাশিয়ার দখল করা ৬ হাজার বর্গকিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, পূর্ব ও দক্ষিণের অঞ্চলগুলো চলতি মাসেই দখলমুক্ত করা হয়েছে।

উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের প্রধান শহরগুলো হাতছাড়া হওয়ার কথা স্বীকার করেছে রাশিয়া। তবে এ পদক্ষেপকে অনেক সামরিক বিশেষজ্ঞ রাশিয়ার যুদ্ধের সম্ভাব্য অগ্রগতি হিসেবে দেখেছেন।

মস্কোর দাবি, লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলে অভিযান জোরদার করতে খারকিভ থেকে আংশিক সেনা প্রত্যাহার করা হয়েছে।

তবে এমন সাফাইকে ভালোভাবে নিচ্ছে না খোদ রাশিয়ানরাই। অনেকে সোশ্যাল মিডিয়ায় সেনা প্রত্যাহারকে ‘লজ্জাজনক’ বলে বর্ণনা করেছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘ইউক্রেনীয় বাহিনী তাদের পাল্টা আক্রমণে “উল্লেখযোগ্য অগ্রগতি” করেছে। যদিও চূড়ান্ত ফল জানতে আরও অপেক্ষা করতে হবে।

‘রুশরা ইউক্রেনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহিনী মোতায়েন রেখেছে। তাদের আছে পর্যাপ্ত সরঞ্জাম, অস্ত্র ও গোলাবারুদ। এসব কেবল ইউক্রেনের সশস্ত্র বাহিনী নয়, বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধেও ব্যবহার করছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসনের নির্দেশ দেন। এখন দেশটির প্রায় এক পঞ্চমাংশ রাশিয়ার দখলে।

সোমবার ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘সেপ্টেম্বরের শুরু থেকে আজ পর্যন্ত, আমাদের যোদ্ধারা ইতোমধ্যে ইউক্রেনের ৬০০০ বর্গ কিলোমিটারেরও বেশি ভূখণ্ড মুক্ত করেছে। আমাদের অভিযান অব্যাহত আছে।’

দক্ষিণ ও পূর্বাঞ্চলের এলাকার কথা জানালেও, শহর বা গ্রামগুলোর কথা স্পষ্ট করেননি ইউক্রেনের প্রেসিডেন্ট।

ইউক্রেনের প্রতিরোধ খুব দ্রুত হচ্ছে। গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ইউক্রেনীয় বাহিনী ১০০০ বর্গ কিলোমিটার পুনরুদ্ধার করেছে। রোববারের মধ্যে সেই সংখ্যা তিনগুণ বেড়ে ৩০০০ বর্গ কিলোমিটারে পৌঁছায়।

আরও পড়ুন:
‘তোমরা যখন পয়সা গোনো, আমরা গুনি লাশ’
‘ইউক্রেনের হামলায় পরমাণুকেন্দ্রের ছাদ ফুটো’
এক মাসে ইউক্রেন থেকে ১০ লাখ টন খাদ্যশস্য রপ্তানি
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ‘ইউক্রেনীয় গোলার আঘাত’
রাশিয়া-ইউক্রেন থেকে খাদ্য আমদানিতে বাধা নেই: বাণিজ্যমন্ত্রী

মন্তব্য

আরও পড়ুন

আন্তর্জাতিক
Three killed in knife attack at festival in Germany

জার্মানিতে উৎসবে ছুরি হামলায় তিনজন নিহত

জার্মানিতে উৎসবে ছুরি হামলায় তিনজন নিহত জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর সোলিনজেনে শুক্রবার উৎসবে ছুরি হামলার পর সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: এপি
নেদারল্যান্ডস সীমান্তবর্তী জার্মানির সবচেযে জনবহুল রাজ্য নর্থ রাইন-ওয়েস্টফ্যালিয়ার সোলিনজেনের ৬৫০তম বার্ষিকীতে শুক্রবারের হামলাটি হয়।

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর সোলিনজেনে শুক্রবার উৎসবে ছুরি হামলায় তিনজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

বার্তা সংস্থাটির খবরে বলা হয়, অজ্ঞাত হামলাকারীকে খুঁজছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীটি শনিবার প্রথম প্রহরে দেয়া বিবৃতিতে জানায়, হামলায় আহত আটজনের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এর আগে চারজনের অবস্থা গুরুতর বলে পুলিশ জানিয়েছিল।

‘ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সবাইকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ মুহূর্তে বড় দল নিয়ে অপরাধ সংঘটনকারীকে খুঁজছে পুলিশ’, বলা হয় বিবৃতিতে।

স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটে একজন ব্যক্তি ছুরি নিয়ে কয়েকজনের ওপর হামলা চালায় বলে জানায় পুলিশ।

জার্মানিতে প্রাণঘাতী ছুরিকাঘাত ও বন্দুক হামলা তুলনামূলকভাবে কম। দেশটির সরকার প্রকাশ্যে বহনযোগ্য ছুরির ক্ষেত্রে আইন কড়াকড়ি করতে চায়।

গত জুনে ম্যানহেইম অঞ্চলে ডানপন্থিদের বিক্ষোভের সময় ছুরিকাঘাতে নিহত হন ২৯ বছর বয়সী এক পুলিশ সদস্য। এর আগে ২০২১ সালে ট্রেনে ছুরি হামলায় কয়েকজন আহত হন।

নেদারল্যান্ডস সীমান্তবর্তী জার্মানির সবচেযে জনবহুল রাজ্য নর্থ রাইন-ওয়েস্টফ্যালিয়ার সোলিনজেনের ৬৫০তম বার্ষিকীতে শুক্রবারের হামলাটি হয়।

আরও পড়ুন:
মধ্যরাতে কাউন্সিলরের বাসায় ‘প্রতিমন্ত্রীর অনুসারীদের’ হামলা, চারজন আহত
পাবনায় প্রতিপক্ষের হামলায় আহত আ.লীগকর্মীর মৃত্যু
রাশিয়ায় সিনাগগ গির্জায় বন্দুক হামলা, নিহত ১৫
পাবনায় সংবাদ সংগ্রহের পথে সাংবাদিকের ওপর হামলা
হুথির ক্ষেপণাস্ত্র হামলায় কার্গো জাহাজের নাবিক আহত

মন্তব্য

আন্তর্জাতিক
Türkiye wants to enter Israel with the help of Palestinians Erdogan

ফিলিস্তিনিদের সাহায্যে ইসরায়েলে প্রবেশ করতে চায় তুরস্ক: এরদোয়ান

ফিলিস্তিনিদের সাহায্যে ইসরায়েলে প্রবেশ করতে চায় তুরস্ক: এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফাইল ছবি
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের অবশ্যই অনেক বেশি শক্তিশালী হতে হবে, যাতে করে ফিলিস্তিনিদের সঙ্গে এমন হাস্যকর বিষয়গুলো করতে না পারে ইসরায়েল। যেভাবে আমরা কারাবাখে প্রবেশ করেছিলাম, যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছিলাম, তাদের ক্ষেত্রেও আমরা একই কাজ করতে পারি।’

ফিলিস্তিনিদের সহায়তার লক্ষ্যে তুরস্ক ইসরায়েলে প্রবেশ করতে চায় বলে রোববার জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

নিজ এলাকা রিজেতে ক্ষমতাসীন একে পার্টির এক বৈঠকে এরদোয়ান এ কথা জানান বলে উল্লেখ করেছে রয়টার্স।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, লিবিয়া ও নাগোরনো-কারাবাখের সংঘাতে তুরস্ক যেভাবে প্রবেশ করেছিল, ইসরায়েলেও সেভাবে ঢুকতে চান বলে জানান এরদোয়ান, তবে দেশটিতে কী ধরনের হস্তক্ষেপ করতে চান, সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি তিনি।

গাজায় ৯ মাসের বেশি সময় ধরে চালানো ইসরায়েলের হামলার কট্টর সমালোচক এরদোয়ান।

নিজ দেশের প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করতে গিয়ে তিনি গাজায় যুদ্ধ নিয়ে কথা বলেন।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের অবশ্যই অনেক বেশি শক্তিশালী হতে হবে, যাতে করে ফিলিস্তিনিদের সঙ্গে এমন হাস্যকর বিষয়গুলো করতে না পারে ইসরায়েল। যেভাবে আমরা কারাবাখে প্রবেশ করেছিলাম, যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছিলাম, তাদের ক্ষেত্রেও আমরা একই কাজ করতে পারি।’

টেলিভিশনে দেয়া ওই বক্তব্যে এরদোয়ান আরও বলেন, ‘আমাদের এমনটা (ইসরায়েলে প্রবেশ) করতে না পারার কোনো কারণ নেই…আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে, যাতে করে আমরা এসব পদক্ষেপ নিতে পারি।’

আরও পড়ুন:
ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধের সময় এসেছে: বাইডেন
যুদ্ধবিরতির চেষ্টার মধ্যে গাজায় এক দিনে ইসরায়েলি হামলায় নিহত ৭৭
যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৭
ইসরায়েলের সেনা অবস্থানে ২০০ রকেট ছুড়েছে হিজবুল্লাহ
যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তির ‘দ্বারপ্রান্তে’ ইসরায়েল ও হামাস

মন্তব্য

আন্তর্জাতিক
Left on top in Frances hung parliament vote

ফ্রান্সে ঝুলন্ত পার্লামেন্ট, ভোটে শীর্ষে বামপন্থিরা

ফ্রান্সে ঝুলন্ত পার্লামেন্ট, ভোটে শীর্ষে বামপন্থিরা ফ্রান্সে রোববার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আংশিক ফল ঘোষণার পর প্যারিসের প্লেস দে লা রিপাবলিকে জড়ো হয়ে হাত উচ্চকিত করেন লোকজন। ছবি: রয়টার্স
দ্বিতীয় দফা নির্বাচনে মারি লো পেনের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমালোচক দল ন্যাশনাল র‌্যালিকে (আরএন) বড় ধাক্কা দিয়েছেন ভোটাররা। ভোটের আগে জনমত জরিপগুলোতে আরএনের শীর্ষে থাকার ইঙ্গিত মিললেও বুথ পরবর্তী পূর্বাভাসগুলোতে দলটির অবস্থান তৃতীয়।

ফ্রান্সের সাধারণ নির্বাচনে রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে অপ্রত্যাশিতভাবে বামপন্থি জোট শীর্ষস্থান দখল করলেও কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্ট পেয়েছেন ফরাসিরা।

এর মধ্য দিয়ে ইউরোপের দেশটি সম্ভাব্য রাজনৈতিক অচলাবস্থার মুখোমুখি হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, দ্বিতীয় দফা নির্বাচনে মারি লো পেনের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমালোচক দল ন্যাশনাল র‌্যালিকে (আরএন) বড় ধাক্কা দিয়েছেন ভোটাররা। ভোটের আগে জনমত জরিপগুলোতে আরএনের শীর্ষে থাকার ইঙ্গিত মিললেও বুথ পরবর্তী পূর্বাভাসগুলোতে দলটির অবস্থান তৃতীয়।

নির্বাচনের এ ফল মধ্যমপন্থি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর জন্যও বড় ধরনের ধাক্কা, যিনি ইউরোপিয়ান পার্লামেন্টে আরএনের বিপরীতে দুর্বল পারফরম্যান্সের পর গত মাসে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন।

আগাম ভোটের পর বড় ধরনের বিভক্ত পার্লামেন্ট পেয়েছেন মাখোঁ, যা ইউরোপীয় ইউনিয়নে ফান্সের ভূমিকাকে দুর্বল করে দেবে।

এ ভোটের মধ্য দিয়ে তিনটি বড় গ্রুপে (বামপন্থি, মধ্যমপন্থি ও কট্টর ডানপন্থি) বিভক্ত হলো ফ্রান্সের পার্লামেন্টে। এ পক্ষগুলোর একত্রে কাজ করার নজির নেই। এর ফলে অনিশ্চয়তা অপেক্ষা করছে ফ্রান্সের জন্য।

আরও পড়ুন:
ফ্রান্সে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ চলছে
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে পেজেশকিয়ান ও জলিলির হাড্ডাহাড্ডি লড়াই
যুক্তরাষ্ট্রে এবারের প্রেসিডেন্সিয়াল বিতর্ক যে পাঁচ কারণে গুরুত্বপূর্ণ
ঝালকাঠির দুই উপজেলায় জয়ী বাচ্চু ও মনির
আনসার সদস্যকে মারধর, চেয়ারম্যান প্রার্থীর কর্মীর কারাদণ্ড

মন্তব্য

আন্তর্জাতিক
UKs new Prime Minister pledges to rebuild the country

দেশ পুনর্গঠনের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর

দেশ পুনর্গঠনের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর ১০ ডাউনিং স্ট্রিটে কার্যালয় ও বাসভবনের বাইরে দাঁড়িয়ে শুক্রবার লেবার পার্টির নেতৃত্বাধীন সরকারের সামনে থাকা চ্যালেঞ্জগুলো স্বীকার করেন স্টারমার। ছবি: পিএ ওয়্যার
বিরোধীদের উদ্দেশে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি লেবারকে ভোট দিয়েছেন কিংবা দেননি, বিশেষ করে আপনি যদি (ভোট) না দেন, আপনার উদ্দেশে সরাসরি বলছি, আমার সরকার আপনাকে সেবা দেবে। রাজনীতি কল্যাণের শক্তি হতে পারে। আমরা তা দেখাব।’

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বিশাল জয়কে কাজে লাগিয়ে দেশ পুনর্গঠনের অঙ্গীকার করেছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

স্থানীয় সময় শুক্রবার তিনি এ অঙ্গীকার করেন বলে জানায় রয়টার্স।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১০ ডাউনিং স্ট্রিটে কার্যালয় ও বাসভবনের বাইরে দাঁড়িয়ে লেবার পার্টির নেতৃত্বাধীন নতুন সরকারের সামনে থাকা চ্যালেঞ্জগুলো স্বীকার করেন স্টারমার।

যুক্তরাজ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে লেবারদের জয়ের মধ্য দিয়ে প্রায়ই টালমাটাল অবস্থায় পড়া কনজারভেটিভ পার্টির ১৪ বছরের শাসনের অবসান হয়।

স্টারমার সতর্ক করে বলেন, যুক্তরাজ্যের পরিস্থিতির যেকোনো ধরনের উন্নতির জন্য দরকার সময়। সর্বপ্রথম তাকে রাজনীতির ওপর আস্থা ফেরাতে হবে।

তিনি বলেন, ‘আস্থার এ ঘাটতি কেবল কাজের মাধ্যমে পূরণ করা সম্ভব; কথার মধ্য দিয়ে নয়। আমি এটি জানি।’

বিরোধীদের উদ্দেশে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি লেবারকে ভোট দিয়েছেন কিংবা দেননি, বিশেষ করে আপনি যদি (ভোট) না দেন, আপনার উদ্দেশে সরাসরি বলছি, আমার সরকার আপনাকে সেবা দেবে। রাজনীতি কল্যাণের শক্তি হতে পারে। আমরা তা দেখাব।’

যুক্তরাজ্যে গতকাল অনুষ্ঠিত নির্বাচনে লেবার পার্টি পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সের ৬৫০ আসনের মধ্যে জয়ী হয় ৪১২টিতে। অন্যদিকে কনজারভেটিভ পার্টি পায় ১২১টি আসন।

দেশটির পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ৩২৬ আসন।

আরও পড়ুন:
এবার হুতিদের ১৮টি লক্ষ্যবস্তুতে হামলা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের
এবার হুতিদের ওপর হামলা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের
ইইউ-যুক্তরাজ্য থেকে আমদানিকৃত পণ্যের কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং চায় বাংলাদেশ
ইয়েমেনে হুতিদের ওপর যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের হামলা
বাংলাদেশিদের ভোট দেয়ার যথেষ্ট বিকল্প ছিল না: যুক্তরাজ্য

মন্তব্য

আন্তর্জাতিক
Sunak concedes Labor Party defeat en route to huge UK victory

যুক্তরাজ্যে বিশাল জয়ের পথে লেবার পার্টি, পরাজয় স্বীকার সুনাকের

যুক্তরাজ্যে বিশাল জয়ের পথে লেবার পার্টি, পরাজয় স্বীকার সুনাকের নির্বাচনে লেবারদের জয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হতে চলেছেন দলটির প্রধান কির স্টারমার (মাঝে হাস্যোজ্জ্বল)। ছবি: এপি
নির্বাচনে লেবার পার্টি যুক্তরাজ্যের পার্লামেন্টের ৬৫০ আসনের মধ্যে ৪১০টিতে জয়ী হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে এক যুগের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টি পেতে পারে ১৪৪টি আসন।

যুক্তরাজ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিরোধী লেবার পার্টি বিশাল জয়ের পথে রয়েছে বলে আভাস দিয়েছে বিবিসি।

ভোটের পরের দিন শুক্রবার সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, নির্বাচনে লেবারদের জয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হতে চলেছেন দলটির প্রধান কির স্টারমার।

বিবিসির খবরে বলা হয়, নির্বাচনে লেবার পার্টি যুক্তরাজ্যের পার্লামেন্টের ৬৫০ আসনের মধ্যে ৪১০টিতে জয়ী হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে এক যুগের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টি পেতে পারে ১৪৪টি আসন।

যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ৩২৬টি আসন।

এদিকে ভোটের ফল প্রকাশের মধ্যে পরাজয় স্বীকার করে নিয়ে কনজারভেটিভ পার্টির নেতা ও প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, কল করে স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

অন্যদিকে হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্র্যাস আসনে জয়ী হওয়ার পর স্টারমার বলেন, এখানে পরিবর্তনের সূচনা হয়েছে।

কনজারভেটিভদের বিশাল পরাজয়ের দিনে লেবার পার্টির প্রার্থীর কাছে হেরেছেন প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ট শ্যাপস ও আলোচিত নেতা পেনি মরডন্ট।

এবারের নির্বাচনে ডানপন্থি দল রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ জিতেছেন ক্ল্যাকটন আসনে, যার মধ্য দিয়ে প্রথমবারের মতো এমপি হতে যাচ্ছেন তিনি। তার দলের প্রার্থী রিচার্ড টাইস ও লি অ্যান্ডারসনও জয়ী হয়েছেন।

লেবার পার্টির সাবেক প্রধান জেরেমি করবিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন ইসলিংটন নর্থ আসনে। আর লেবার পার্টির জন অ্যাশওর্থ হেরেছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে।

আরও পড়ুন:
যুক্তরাজ্যে ১৯৪৫ সালের পর ফের জুলাইয়ের নির্বাচনে ভোট শুরু
ম্যাক্রোঁ দ্বিতীয় দফায় উগ্র ডানপন্থীদের পরাজিত করতে চান
ফ্রান্সে নির্বাচন: বুথফেরত জরিপে এগিয়ে কট্টর ডানপন্থিরা
ফ্রান্সে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ চলছে
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে পেজেশকিয়ান ও জলিলির হাড্ডাহাড্ডি লড়াই

মন্তব্য

আন্তর্জাতিক
After 1945 in the United Kingdom voting began again in the July election

যুক্তরাজ্যে ১৯৪৫ সালের পর ফের জুলাইয়ের নির্বাচনে ভোট শুরু

যুক্তরাজ্যে ১৯৪৫ সালের পর ফের জুলাইয়ের নির্বাচনে ভোট শুরু যুক্তরাজ্যের ভোটকেন্দ্র নির্দেশক তীর। ছবি: বিবিসি
নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রায় চার কোটি ৬০ লাখ ভোটার। তারা পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সের ৬৫০ জন আইপ্রণেতা নির্বাচন করবেন।

যুক্তরাজ্যে ১৯৪৫ সালের পর দ্বিতীয়বার জুলাইয়ে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাতটায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) এ ভোট শুরু হয় জানিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভোটগ্রহণ চলবে ব্রিটেনের মান সময় রাত ১০টা নাগাদ।

সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে স্থানীয় স্কুল কিংবা কমিউনিটি হলের মতো ভবনগুলোতে।

নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রায় চার কোটি ৬০ লাখ ভোটার। তারা পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সের ৬৫০ জন আইপ্রণেতা নির্বাচন করবেন।

প্রতিটি আসনের ফল ঘোষণা করা হবে বৃহস্পতিবার রাত কিংবা শুক্রবার সকালে।

নির্বাচনে জিতে সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো রাজনৈতিক দলের একক বা জোটগতভাবে দরকার ৩২৬টি আসন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক চলতি বছরের মে মাসে নির্বাচনের তারিখ ঘোষণা করেন। জনসংখ্যাগত পরিবর্তনের কারণে এবারের নির্বাচন হচ্ছে বিভিন্ন আসনের সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে।

ভোটার নিবন্ধনের সংখ্যার ওপর ভিত্তি করে নতুন সীমানা নির্ধারণ করা হয়। এর ফলে এবার ইংল্যান্ডে আসন বেড়েছে ১০টি। সেখানে এবার মোট আসন ৫৪৩টি।

অন্যদিকে ওয়েলসে আসন আটটি কমে ৩২টি এবং স্কটল্যান্ডে আসন দুটি কমে ৫৯টি থেকে ৫৭টি হয়েছে, তবে নর্দার্ন আয়ারল্যান্ডে আসন আগের মতো ১৮টিই রয়েছে।

আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রে এবারের প্রেসিডেন্সিয়াল বিতর্ক যে পাঁচ কারণে গুরুত্বপূর্ণ
ঝালকাঠির দুই উপজেলায় জয়ী বাচ্চু ও মনির
আনসার সদস্যকে মারধর, চেয়ারম্যান প্রার্থীর কর্মীর কারাদণ্ড
‘জীব‌নে আর ভোট দি‌তে পা‌রি কি না জা‌নি না’
মোদির তৃতীয় মেয়াদে কারা থাকছেন মন্ত্রিসভায়

মন্তব্য

আন্তর্জাতিক
France election Hard right leads in polls

ফ্রান্সে নির্বাচন: বুথফেরত জরিপে এগিয়ে কট্টর ডানপন্থিরা

ফ্রান্সে নির্বাচন: বুথফেরত জরিপে এগিয়ে কট্টর ডানপন্থিরা ফ্রান্সে রোববার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের আংশিক ফল পাওয়ার পর হেনিন-বিউমন্ট এলাকায় মঞ্চে উচ্ছ্বাস প্রকাশ করেন কট্টর ডানপন্থি দল আরএনের নেতা মারি লো পেন। ছবি: রয়টার্স
ফ্রান্সে আগামী সপ্তাহে অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনের পর চূড়ান্ত ফল নির্ধারণ হবে।

ফ্রান্সে রোববার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে বুথফেরত জরিপে এগিয়ে রয়েছে মারি লো পেনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি দল ন্যাশনাল র‌্যালি (আরএল)।

বার্তা রয়টার্স জানায়, আগামী সপ্তাহে অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনের পর চূড়ান্ত ফল নির্ধারণ হবে।

ইপসস, আইফপ, অপিনিয়নওয়ে ও এলাবের বুথফেরত জরিপ অনুযায়ী, প্রথম রাউন্ডে পড়া ভোটের প্রায় ৩৪ শতাংশ পায় আরএন, যেটি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর জন্য বড় ধাক্কা। চলতি মাসের শুরুতে ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে আরএনের কাছে হোঁচট খাওয়ার পর আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট।

গতকাল অনুষ্ঠিত নির্বাচনে মাখোঁর জোট টুগেদারসহ বামপন্থি ও মধ্যমপন্থি প্রতিদ্বন্দ্বীদের চেয়ে পরিষ্কারভাবে এগিয়ে ছিল আরএন।

বুথফেরত জরিপ অনুযায়ী, নির্বাচনে মাখোঁর জোট পায় ২০ দশমিক ৫ থেকে ২৩ শতাংশ ভোট। অন্যদিকে বামপন্থিদের জোট দ্য নিউ পপুলার ফ্রন্ট পায় প্রায় ২৯ শতাংশ ভোট।

আগামী রোববার দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে ইউরোপের শিল্প-সংস্কৃতির প্রাণকেন্দ্রে।

আরও পড়ুন:
‘জীব‌নে আর ভোট দি‌তে পা‌রি কি না জা‌নি না’
মোদির তৃতীয় মেয়াদে কারা থাকছেন মন্ত্রিসভায়
১৯ উপজেলায় ভোট চলছে
স্থগিত ১৯ উপজেলায় ভোট কাল
লোকসভায় বিরোধী দলনেতা হচ্ছেন রাহুল গান্ধী

মন্তব্য

p
উপরে