আবগারি শুল্কনীতি-সংক্রান্ত অনিয়মের অভিযোগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার বাসাসহ ২১টি জায়গায় তল্লাশি চালিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই।
স্থানীয় সময় শুক্রবার সকালে রাজধানী শহরে এ তল্লাশি চালানো হয়।
এর প্রতিক্রিয়ায় দিল্লি আবগারি শুল্কনীতি বিভাগের ইনচার্জ ও উপমুখ্যমন্ত্রী সিসোদিয়া বলেন, ‘আমরা সিবিআইকে স্বাগত জানাই। অনুসন্ধানে পূর্ণ সহায়তা করব, যাতে করে সত্য দ্রুতই প্রকাশ পায়।
‘এখন পর্যন্ত আমার নামে অনেক মামলা হয়েছে, তবে কিছুই বের হয়নি। এটাতেও (তল্লাশি) কিছু বের হবে না। দেশের সুশিক্ষার জন্য আমার কাজ বন্ধ করা যাবে না।’
তিনি আরও বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের দেশে যারা ভালো কাজ করেন, তাদের এভাবে হেনস্তা করা হয়। এ কারণে আমাদের দেশে এক নম্বর হতে পারেনি।’
মনীষ সিসোদিয়ার বাড়িতে এমন সময়ে অভিযান চালানো হলো যখন দিল্লির স্কুলগুলো ঢেলে সাজানোয় আম আদমি পার্টির (এএপি) নেতৃত্বাধীন সরকারের প্রশংসা করে তাদের আন্তর্জাতিক সংস্করণে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।
দি ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, দিল্লির মুখ্যমন্ত্রী ও এএপির প্রধান অরবিন্দ কেজরিওয়ালও সিবিআইয়ের তল্লাশিকে স্বাগত জানিয়ে বলেছেন, এতে পূর্ণ সহায়তা করা হবে।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের প্রসঙ্গ টেনে কেজরিওয়াল বলেন, ‘যেদিন দিল্লির শিক্ষার মডেল প্রশংসা পেয়েছে এবং আমেরিকার সর্ববৃহৎ সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতায় মনীষ সিসোদিয়ার ছবি ছাপা হয়েছে, সেদিন কেন্দ্রীয় সরকার তার বাড়িতে সিবিআই পাঠিয়েছে।’
বাংলাদেশে ‘উগ্রবাদী বক্তব্য’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত বলেছে, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই সংখ্যালঘুদের রক্ষার দায়িত্ব পালন করতে হবে।’
শুক্রবার নয়াদিল্লিতে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।
তিনি বলেন, ‘চরমপন্থী বক্তব্য, সহিংসতা ও উসকানির ক্রমবর্ধমান ঘটনায় আমরা উদ্বিগ্ন। এসব ঘটনাকে শুধু গণমাধ্যমের অতিরঞ্জন বলে উড়িয়ে দেয়া যাবে না।’
‘আমরা আবারও বাংলাদেশকে সংখ্যালঘুদের সুরক্ষায় পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।’
বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জয়সওয়াল বলেন, ‘ভারত সরকার বিষয়টি বাংলাদেশের কাছে তুলে ধরেছে।
‘বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আমরা খুব স্পষ্ট করে বিরোধিতা করেছি। আমরা বাংলাদেশের কাছে এ বিষয়টি উত্থাপন করেছি যে, সংখ্যালঘুদের রক্ষা ও তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব তাদেরই নিতে হবে এবং তাদের সুরক্ষা ও নিরাপত্তা দিতে হবে।’
চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও কারাদণ্ড প্রসঙ্গে জয়সওয়াল বলেন, ‘এ বিষয়ে বিবৃতি দেয়া হয়েছে। আমরা ইসকনকে বিশ্বব্যাপী সুপরিচিত সংস্থা হিসেবে দেখছি। সংস্থাটির সমাজসেবায় ব্যাপক কর্মকাণ্ডের নজির রয়েছে।’
ব্যক্তির বিরুদ্ধে মামলা ও আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা আশা ও প্রত্যাশা করি যে ব্যক্তি এবং সংশ্লিষ্ট সবার প্রতি পূর্ণ সম্মান নিশ্চিত করে এই প্রক্রিয়াগুলো ন্যায্য, ন্যায়সঙ্গত ও স্বচ্ছভাবে মোকাবিলা করা হবে।’
আরও পড়ুন:পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও তার স্ত্রী বুশরা বিবিসহ পিটিআইয়ের কয়েক হাজার নেতা-কর্মীর নামে নতুন করে আটটি মামলা করা হয়েছে।
ইমরানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে ২৬ নভেম্বর ইসলামাবাদে বড় ধরনের প্রতিবাদ-বিক্ষোভ কর্মসুচি পালন করেছে পিটিআই।
কারাবন্দি ইমরানের ডাকা চূড়ান্ত বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় বাদী হয়ে গত ২৭ নভেম্বর বুধবার এসব মামলা করে পুলিশ।
পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ডন ও জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়, শাহজাদ টাউন, সিহালা, খান্না, শামস কলোনি, নুন, নিলোরসহ বিভিন্ন থানায় মামলাগুলো করা হয়।
আসামির তালিকায় দলের স্থানীয় নেতারা ছাড়াও কয়েক হাজার ব্যক্তির নাম রয়েছে। মামলাগুলোর মধ্যে সন্ত্রাস, পুলিশের ওপর হামলা, ১৪৪ ধারা লঙ্ঘন, অপহরণ এবং সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ রয়েছে।
গত ২৬ নভেম্বর ইমরানের সমর্থকরা ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা ডি-চকে এসে পৌঁছে প্রতিবাদ-বিক্ষোভ শুরু করেন।
নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। পরে বিক্ষোভ প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয় পিটিআই।
আরও পড়ুন:কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী প্রথমবারের মতো ভারতে লোকসভার সদস্য হিসেবে বৃহস্পতিবার সকালে শপথ নিয়েছেন। ইন্দিরা গান্ধীর এই নাতনি এবারই প্রথম লোকসভার সদস্য হিসেবে এমপি নির্বাচিত হন।
ভারতের বার্তা সংস্থা এনডিটিভি’র উদ্ধৃতি দিয়ে পিটিআই এ খবর জানিয়েছে।
স্পিকার ওম বিড়লা ও অন্যান্য এমপির উপস্থিতিতে প্রিয়াঙ্কা লোকসভায় শপথবাক্য পাঠ করেন। প্রিয়াঙ্কার শপথ গ্রহণের বিশেষ মুহূর্তে লোকসভার গ্যালারিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে ভাই রাহুল গান্ধী ও স্বামী রবার্ট ভদ্র উপস্থিত ছিলেন।
প্রিয়াঙ্কার শপথ গ্রহণের মধ্য দিয়ে গান্ধী পরিবারের তিনজন সদস্য এমপি হলেন। ভাই রাহুল গান্ধীর ছেড়ে দেয়া আসন থেকে উপ-নির্বাচনে জয়ী হন তিনি।
রাহুল দুটি আসনে জয়ী হন। রাহুল ওয়েনাদ ও উত্তর প্রদেশের রায়বেরিলি আসন থেকে নির্বাচিত হয়ে ওয়েনাদের আসনটি ছেড়ে দিলে সেখান থেকে প্রিয়াঙ্কা উপ-নির্বাচনে প্রার্থী হন।
প্রিয়াঙ্কার প্রতিদ্বন্দ্বী ছিলেন ১৬ জন। তাদের মধ্যে কংগ্রেসের প্রিয়াঙ্কা, সিপিআইয়ের সত্যান মোকেরি ও বিজেপির নভ্যা হরিদাস ছিলেন প্রধান তিন প্রতিদ্বন্দ্বী।
‘ডেকান হেরাল্ডের’ এক প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা নির্বাচনে চার লাখ ১০ হাজার ৯৩১ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হন। গত সাধারণ নির্বাচনের তুলনায় ভোটারের উপস্থিতি ৯ শতাংশ কম হওয়া সত্ত্বেও প্রিয়াঙ্কার প্রাপ্ত ভোটের হার ৬৫ শতাংশ।
বারানসিতে জ্ঞানবাপী মসজিদে হিন্দু মন্দিরের অস্তিত্ব নিয়ে অনেক দিন ধরেই সোচ্চার হিন্দু উগ্রবাদীরা। আদালতেও গড়িয়েছে বিষয়টি। এতে বিতর্কিত নির্দেশনাও দিয়েছে আদালত। এর পরে উত্তর প্রদেশের সন্তুলে জামা মসজিদ নিয়ে একই দাবি তোলার রাজনীতি চলছে। এর জের ধরে সেখানে সংঘর্ষে সম্প্রতি চারজনের মৃত্যু পর্যন্ত হয়েছে।
সন্তুলে জামা মসজিদের জায়গায় হিন্দু মন্দির ছিল দাবি করে আদালতে মামলা দায়ের করেন এক ব্যক্তি। তারপরই আদালত সমীক্ষার নির্দেশ দেয়। আর শুরু হয়ে বিতর্ক, গোলমাল।
প্রথম দিন জরিপের কাজ চললেও দ্বিতীয় দিনে জরিপ শুরু হওয়ার পর প্রবল ক্ষোভ জানাতে থাকেন স্থানীয় মুসলমানরা। এক পর্যায়ে তা পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং পরবর্তী সময়ে সাম্প্রদায়িক সংঘর্ষে পরিণত হয়। এখন সেখানে চলছে পুলিশের কড়া পাহারা। তবে উত্তেজনা থামেনি।
এবার রাজস্থানে আজমির শরিফের দরগা নিয়েও অনুরূপ বিতর্ক তুলতে মামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আজমির শরিফের দরগায় প্রতিদিন অসংখ্য মানুষ আসেন। শুধু মুসলমানরাই নন, সব ধর্মের মানুষ প্রবল বিশ্বাস নিয়ে এখানে আসেন। এখানে রয়েছে ত্রয়োদশ শতাব্দীর সূফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির সমাধি। ভারত সরকারের আইনে একটি ট্রাস্টের অধীনে পরিচালিত হয় এই দরগা।
কিন্তু সর্বধর্মের এই মিলনক্ষেত্র নিয়েও রাজনীতি শুরু হয়েছে। গত বুধবার হিন্দু সেনা নামের একটি সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্ত স্থানীয় আদালতে মামলা ঠুকেছেন। তার দাবি, শিব মন্দিরের ওপর তৈরি হয়েছে এই দরগা। তাই এটিকে ভগবান শ্রী সংকটমোচন মহাদেব বিরাজমান মন্দির বলে ঘোষণার দাবি জানিয়েছেন তিনি।
এই মামলার পরিপ্রেক্ষিতে আজমির দরগা কমিটি, ভারত সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব বিভাগকে নোটিশ জারি করেছেন দেওয়ানি আদালতের বিচারক মন মোহন চান্ডেল। মামলাটি গ্রহণ করে বিচারক আগামী ২০ ডিসেম্বর শুনানীর দিন ধার্য করেছেন।
সংবাদ সূত্রে জানা গেছে, দরগা সরিয়ে ফেলারও আর্জি জানানো হয়েছে আদালতের কাছে। একই সঙ্গে ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগকে দিয়ে জরিপ করার আবেদন জানানো হয়েছে। আবেদনকারীর আইনজীবী শশী রঞ্জন কুমার সিং আদালতে আবেদনে জানান, দরগার প্রধান ফটকের ছাদের নকশার সঙ্গে হিন্দু মন্দিরের নকশার মিল রয়েছে।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের খুররাম জেলায় সাম্প্রদায়িক দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ জনে।
হাসপাতাল প্রশাসন মিডিয়াকে এ খবর জানায়।
ইসলামাবাদ থেকে সিনহুয়া জানায়, গত বৃহস্পতিবার শিয়া মুসলমানদের বহনকারী যাত্রীবাহী কোচের একটি বহরের ওপর পারাচিনার এলাকায় অতর্কিত হামলা চালালে বিপুলসংখ্যক মানুষ হতাহত হন।
এই হামলা একপর্যায়ে সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নিলে পরবর্তী সময়ে একাধিক প্রতিশোধমূলক পাল্টা হামলার ঘটনায় মৃতের সংখ্যা আরও বেড়ে যায়।
প্রাদেশিক সরকারের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় সম্প্রদায় সাত দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, নিজেদের মধ্যে পলিটিকাল ইস্যু থাকতে পারে, কিন্তু নদীর পানির হিস্যা নীতি ছিল। ভারতের কোনো যুক্তিই নেই আমাদের পানি না দেয়ার। এটা নিয়ে ভারতকে চাপ দিতে হবে।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘উজানে যৌথ নদীর পানি প্রত্যাহার: বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি, বাংলাদেশ।
ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘ভারতে যখন পানির চাপ থাকে তখন আমাদের এদিকে স্লুইস গেটগুলো খুলে দেয়। আবার ওখানে যখন পানির স্বল্পতা থাকে তখন গেটগুলো বন্ধ করে দেয়।
‘তারা ইচ্ছেমতো এটা করছে। আর সেজন্য আমরা পানি পাচ্ছি না। এতে করে আমাদের চাষাবাদে সমস্যা হচ্ছে। দিন দিন মরুভূমির মতো হয়ে হচ্ছে। গ্রাউন্ড ওয়াটার লেভেল নেমে যাচ্ছে। আমরা আর কত সহ্য করব।’
তিনি আরও বলেন, ‘আমরা যে কাজগুলো করছি সেগুলো অনেক চ্যালেঞ্জিং। এগুলোতে জনগণের সাপোর্ট প্রয়োজন। শুধু ফারাক্কা নয়; অভিন্ন আরও যে ৫৪টি নদী আছে, সেগুলো থেকে যাতে ন্যায্য হিস্যা অনুযায়ী বাংলাদেশ পানি পায় সেজন্য আমরা কাজ করব।’
আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সমন্বয়ক মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের আন্তর্জাতিক ফারাক্কা কমিটির চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান, আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশের সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন আহমাদ, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।
আরও পড়ুন:পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে সশস্ত্র সংঘর্ষে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২৫ জন।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় যাত্রীবাহী গাড়িতে এক ভয়াবহ বন্দুক হামলায় শিয়া সম্প্রদায়ের ৪২ জন নিহত হওয়ার ঘটনার পরদিনই এই সহিংস সংঘর্ষের ঘটনা ঘটল। শুক্রবার রাতভর চলে এই সংঘর্ষ।
সুন্নি সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের ২৪ কোটি জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ শিয়া মুসলমান। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহিংসতা দেশটিতে নতুন নয়।
দেশজুড়ে সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থান করলেও কুররামসহ কিছু কিছু জায়গায় দুই সম্প্রদায়ের মধ্যে প্রায়ই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শনিবার ওই অঞ্চলের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, বেশ কয়েকজন সশস্ত্র ব্যক্তি বাগান ও বাচাকোট এলাকার দোকানপাট, বাড়ি ও সরকারি সম্পত্তিতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া কুররামের আলিজাই ও বাগান সম্প্রদায়ের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় কুররামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। উভয় পক্ষই ভারী ও স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে একে অপরের ওপর হামলা অব্যাহত রেখেছে।
বার্তা সংস্থা এপি’র সঙ্গে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, রাতে আগুনের লেলিহান শিখা একটি বাজারকে গ্রাস করেছে। এ সময় গুলির শব্দও শোনা যায়।
বন্দুক হামলা থেকে বেঁচে যাওয়া একাধিক ব্যক্তি জানান, হামলাকারীরা একটি গাড়ি থেকে বেরিয়ে এসে বাস ও গাড়িতে গুলি ছুড়তে শুরু করে। বৃহস্পতিবারের হামলার স্থানটি লক্ষ্য করেও সশস্ত্র ব্যক্তিরা হামলা চালায়।
রক্তক্ষয়ী এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। পুলিশও এই হত্যাযজ্ঞ চালানোর উদ্দেশ্য শনাক্ত করতে পারেনি।
জুলাই মাসে জমি নিয়ে বিরোধ শুরু হওয়ার পর থেকে বিষয়টি বর্তমানে সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নিয়েছে। সহিংসতায় এ পর্যন্ত বেশকিছু মানুষ প্রাণ হারিয়েছে।
আরও পড়ুন:
মন্তব্য