এ বছর সাংবাদিকতায় অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার পুলিৎজার পেয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট। ফিচার ফটোগ্রাফি বিভাগে পুরস্কৃত হয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পুলিৎজারে বিশেষ বিভাগে সম্মাননা পেয়েছেন ইউক্রেনের সাংবাদিকরা। ইউক্রেনে রুশ হামলার খবর সততা ও নিষ্ঠার সঙ্গে সংগ্রহ ও পরিবেশনের জন্য তাদের বিশেষ বিভাগে এ সম্মাননা দেয়া হয়েছে।
ইউক্রেন যুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে নিহত তিন ইউক্রেনীয় সাংবাদিকসহ ৭ সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পুলিৎজার বোর্ড। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এমনটি জানায়। পুলিৎজার পুরস্কারের কমিটি জানিয়েছে, রুশ বাহিনীর বোমাবর্ষণ, অপহরণ ও দখলদারির মধ্যে সংবাদ সংগ্রহের সময় অনেক ক্ষেত্রে নিশ্চিত মৃত্যু জেনেও পেশাগত দায়িত্ব পালন করে গেছেন ইউক্রেনীয় সাংবাদিকরা।
স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পুলিৎজার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয় বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
এবার তিন ক্যাটাগরিতে পুলিৎজার পেয়েছে নিউ ইয়র্ক টাইমস। ১৯১৭ সালে এই পুলিৎজার চালু হবার পর থেকে এখন পর্যন্ত নিউ ইয়র্ক টাইমস বিভিন্ন ক্যাটাগরিতে জিতেছে ১৩৫টি পুলিৎজার।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যর্থ বিমান হামলার ওপর প্রতিবেদন প্রকাশের জন্য আন্তর্জাতিক বিভাগে এই পুরস্কার জিতে সংবাদমাধ্যমটি। এ ছাড়া জাতীয় বিভাগে যানবাহন চলাচলের সময় পুলিশে ভয়াবহ হস্তক্ষেপের ঘটনাটি রয়েছে। এ ছাড়া জাতিগোষ্ঠীর ওপর লেখা সালামিসাহ টিলেটের সমালোচনা করে জিতেছে আরও একটি পুলিৎজার।
এ ছাড়া আফগানিস্তানের পতনের সংবাদ ও হাইতির প্রেসিডেন্টের হত্যাকাণ্ডের প্রতিবেদনের জন্য বিশেষভাবে পুরস্কৃত হয়েছে সংবাদমাধ্যমটি।
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনে তখনকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার খবর পরিবেশন করায় এ বছরের পুলিৎজার পুরস্কার পেয়েছে ওয়াশিংটন পোস্ট।
ভারতে করোনাভাইরাস মহামারির ভয়াবহ চিত্র তুলে ধরে ফিচার ফটোগ্রাফি বিভাগে পুরস্কৃত হয়েছে রয়টার্স। আফগানিস্তান যুদ্ধে সংবাদ সংগ্রহের সময় তালেবানের গুলিতে নিহত রয়টার্সের সাংবাদিক দানিশ সিদ্দিকসহ তার নেতৃত্বাধীন ফিচার ফটোগ্রাফি বিভাগকে এই পুরস্কার দেয়া হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে আয়োজিত অনুষ্ঠানে পুলিৎজার জেতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। অন্যতম গুরুত্বপূর্ণ এ পুরস্কারকে সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে মূল্যায়ন করা হয়।
পুলিৎজার ১৯১৭ সাল থেকে দেয়া শুরু হয়েছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেয়া হয়। নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি কমিটি প্রতিবছর পুরস্কার জয়ী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নাম ঘোষণা করে।
আরও পড়ুন:আন্তর্জাতিক মানবাধিকার দিবস ও সর্বজনীন মানবাধিকার ঘোষণার ৭৫তম বার্ষিকী ১০ ডিসেম্বরকে সামনে রেখে ১৩টি দেশের ৩৭ ব্যক্তির ওপর ভিসা বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, মানবাধিকারের অপব্যবহার ও লঙ্ঘনের ঘটনায় জড়িতদের দায়ী করতে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে। দেশটির স্টেট ও ট্রেজারি ডিপার্টমেন্ট শুক্রবার ১৩ দেশের ৩৭ ব্যক্তির ওপর ভিসা বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এতে উল্লেখ করা হয়, বিধিনিষেধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে চ্যালেঞ্জিং ও ক্ষতিকর ধরনকে (যেমন: সংঘাতজনিত যৌন সহিংসতা, জোরপূর্বক শ্রম ও আন্তদেশীয় নিপীড়ন) সামনে এনেছে।
যুক্তরাষ্ট্র যেসব দেশের নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ সুদান, আফগানিস্তান, ইরান, চীন, জিম্বাবুয়ে, সিরিয়া, উগান্ডা, সুদান, হাইতি ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআরসি)।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে নতুন করে আরও একটি ফৌজদারি মামলা করা হয়েছে।
এবিসি নিউজের বরাতে জানা যায়, ফেডারেল প্রসিকিউটররা স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে তার বিরুদ্ধে কর ফাঁকির মামলা করেছেন।
হান্টারের বিরুদ্ধে ৫৬ পৃষ্টার অভিযোগপত্রে বলা হয়, তিনি ইউক্রেন, চীন, রোমানিয়াসহ অন্য দেশে ব্যবসা ও স্কিম চালিয়ে প্রচুর সম্পদ আয় করে বিলাসবহুল জীবনযাপন করলেও ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত তার ফেডারেল ট্যাক্স অন্তত ১.৪ মিলিয়ন ডলার পরিশোধ করেননি। তার বিরুদ্ধে কর না দেয়া, ভুয়া করের রিটার্ন দাখিল, সঠিকভাবে কর না ধার্য করাসহ মোট ৯টি অভিযোগ আনা হয়েছে।
অভিযোগগুলো প্রমাণিত হলে হান্টার বাইডেনের ১৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ।
এর আগে, আইনজীবী ও ব্যবসায়ী ৫৪ বছর বয়সী হান্টার বাইডেনকে গত সেপ্টেম্বরে আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত করা হয়।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামনের বছর অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে দেড় কোটি ভোট পাওয়ার ভবিষ্যদ্বাণী করেছেন।
রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে আবারও মনোনয়নপ্রত্যাশী ট্রাম্প স্থানীয় সময় বুধবার ফক্স চ্যানেল আয়োজিত এক ইভেন্টে দর্শক-সমর্থকদের সামনে এ কথা বলেন। খবর এনডিটিবির।
তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি প্রেসিডেন্ট থাকতে আপনাদের সঙ্গে নিয়ে যা করেছি তা আর কাউকে করতে দেখিনি। আমি মনে করি ৭৫ লাখ নয়, দেড় কোটি ভোটার আমার সঙ্গে আছে।’
ট্রাম্প দর্শকদের ইঙ্গিত করে বলেন, ‘নিরাপদ সীমান্ত, শক্তিশালী সামরিক বাহিনী, কম ট্যাক্স ও কম খরচ সবারই চাওয়া, যা আমি করেছি এবং করব। আপনি নিশ্চয়ই খুব সহজে কম মূল্যে নিজের বাড়িটি কিনতে চাইবেন।’
২০২৪ এর নির্বাচনে ট্রাম জিতে গেলে যুক্তরাষ্ট্র একজন স্বৈরাচারি শাসক পাবে বলে বেশ কয়েকদিন যাবত ভোটারদের সর্তক করে আসছেন বিরোধী ডেমোক্র্যাট ও তার দলের কিছু রিপাবলিকান রাজনৈতিক কর্মী ও বিশ্লেষকরা।
এ বিষয় তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, ‘আমি কখনোই স্বৈরশাসক হব না।’
ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন কিন্তু পরবর্তী নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যান।
দেশটির আইন অনুযায়ী একজন ব্যক্তি দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্বে থাকতে পারেন। তাই ট্রাম্পের আরও একবার এ পদে দায়িত্ব পালনের সুযোগ আছে।
আরও পড়ুন:যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার লাস ভেগাস শহরে ইউনিভার্সিটি অফ নেভাদায় এই ঘটনা ঘটে বলে পুলিশের বরাতে জানিয়েছে বিবিসি।
পুলিশ বলেছে, ওই তিনজন নিহতের পাশাপাশি সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন। আর যিনি আহত হয়েছেন, তার অবস্থা গুরুতর।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে জানায়, ক্যাম্পাসে বন্দুকধারীদের হামলার পর তা মোকাবিলা করছে পুলিশ। পরে ক্যাম্পাস পুলিশও এতে যোগ দেয়।
ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানায় লাস ভেগাসের মেট্রোপলিটন পুলিশ বিভাগ।
ইউনিভার্সিটির পুলিশ প্রধান অ্যাডাম গার্সিয়া বলেছেন, ক্যাম্পাসের দুই কর্মকর্তা সন্দেহভাজন ব্যক্তিকে গুলিবিদ্ধ করে হত্যা করেছে। ওই ব্যক্তি হামলা চালিয়েছে।
তবে এই হামলার কারণ নিশ্চিত করে কিছু জানাতে পারেনি লস ভেগাস পুলিশ।
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মারা গেছেন।
কানেকটিকাট অঙ্গরাজ্যে নিজ বাড়িতে ১০০ বছর বয়সে তিনি মারা যান বলে স্থানীয় সময় বুধবার রাতে কিসিঞ্জার অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
তবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি এতে। ১৯২৩ সালে জার্মানিতে জন্ম নেয়া কিসিঞ্জিার পরিবারের সঙ্গে ১৯৩৮ সালে প্রথম যুক্তরাষ্ট্রে আসেন।
তিনি যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও জেরাল্ড ফোর্ডের প্রশাসনের সময় আমেরিকার শীর্ষ কূটনীতিক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে কূটনীতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। কয়েক দশকের কর্মজীবনের কিসিঞ্জার সুনামের পাশাপাশি বিতর্কের মুখেও পড়েন।
১৯৬৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট নিক্সন কিসিঞ্জারকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিযুক্ত করেন, সে সময় দেশটির পররাষ্ট্রনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছিলেন তিনি।
নিক্সন প্রশাসনের সময় সেক্রেটারি অফ স্টেট হিসেবে এবং পরে প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের অধীনে কিসিঞ্জার চীনের প্রতি কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন।
তিনি ইসরায়েল এবং এর প্রতিবেশীদের মধ্যে ১৯৭৩ সালের ইয়োম কিপপুর যুদ্ধের অবসান ঘটাতে সাহায্য করেছিলেন এবং প্যারিস শান্তি চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
ভিয়েতনাম যুদ্ধ, চিলি ও আর্জেন্টিনায় সামরিক অভ্যুত্থান ছাড়াও ১৯৭৫ সালে পূর্ব তিমুরে ইন্দোনেশিয়ার রক্তক্ষয়ী অভিযানের পক্ষে অবস্থান নিয়ে যুদ্ধাপরাধী হিসেবে বিবেচিত হন অনেকের কাছেই।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্র অবস্থান নেয়ায় কিসিঞ্জারকে এখনও এ দেশে ধিক্কার দেয়া হয়।
১৯৭৩ সালে উত্তর ভিয়েতনামের লি ডাক থোর সঙ্গে কিসিঞ্জারকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়। লি ডাক এ পুরস্কার প্রত্যাখ্যান করেন। বিতর্কিত সিদ্ধান্তের কারণে তখন পদত্যাগ করেন নোবেল কমিটির দুই সদস্য।
যুক্তরাষ্ট্রের ভারমন্টের বার্লিংটনে তিন ফিলিস্তিনি ছাত্রকে গুলি করা হয়েছে।
বার্লিংটন পুলিশ বিভাগের বরাত দিয়ে সোমবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ভারমন্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে স্থানীয় সময় শনিবার ২০ বছর বয়সী তিন যুবককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে দুইজনের অবস্থা স্থিতিশীল হলেও একজন গুরুতর আহত হয়েছেন।
ঘটনার সময় তিন ছাত্র কেফিয়্যাহ পরা অবস্থায় ছিলেন এবং তারা আরবিতে কথা বলছিলেন।
গুলিবিদ্ধ তিনজন হলেন হিশাম আওয়ারতানি, তাহসিন আহমেদ ও কিন্নান আবদালহামিদ। তারা রামাল্লা ফ্রেন্ডস স্কুলের ছাত্র।
ছাত্রদের বরাত দিয়ে পুলিশ জানায়, থ্যাংকস গিভিংয়ের ছুটিতে বার্লিংটনে এক আত্মীয়র সঙ্গে দেখা করার জন্য প্রসপেক্ট স্ট্রিট দিয়ে যাচ্ছিলেন তারা। ওই সময় একজন শ্বেতাঙ্গ ব্যক্তি কিছু না বলেই পিস্তল বের করে অন্তত চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান।
গুলিবিদ্ধ তিনজনের মধ্যে দুজন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং একজন বৈধ বাসিন্দা।
পুলিশ প্রধান জন মুরাদ জানান, সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত বা গ্রেপ্তার করা হয়নি, পুলিশ তাদের খুঁজছে।
বিবিসির তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে নানা ইসলামোফোবিক ঘটনা বৃদ্ধির মধ্যেই যুক্তরাষ্ট্রে এই হামলার ঘটনা ঘটল।
আরও পড়ুন:যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সংযোগ স্থাপনকারী এক সেতুতে দ্রুতগতির একটি গাড়ি বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার নায়াগ্রা জলপ্রপাতের কাছের এ বিস্ফোরণে সন্ত্রাসবাদের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষের বরাতে বৃহস্পতিবার জানিয়েছে রয়টার্স।
বিস্ফোরণের পর নায়াগ্রা নদীর ওপরে থাকে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সংযোগ স্থাপনকারী চারটি সেতুই বন্ধ করে দেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানিয়েছে, তারা তাদের তদন্ত শেষ করেছে। অনুসন্ধানে কোনো বিস্ফোরক পদার্থ পাওয়া যায়নি এবং কোনো সন্ত্রাসবাদের যোগসূত্র শনাক্ত করা যায়নি।
ভিডিও ফুটেজে দেখা যায়, যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে সীমান্তের একটি তল্লাশিচৌকি পার হওয়ার পর গাড়িটি উচ্চ গতিতে ছুটে চলছে। তারপর একটি বস্তুকে আঘাত করছে এবং মাটিতে বিধ্বস্ত হওয়ার আগে উড়ে যাচ্ছে। শেষে এটি বিস্ফোরিত হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, চালক এবং একজন যাত্রী মারা গেছেন। আরও একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা চিকিৎসা দেয়া হয়েছে।
মন্তব্য