× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য শিল্প ইভেন্ট উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য আফগানিস্তান ১৫ আগস্ট কী-কেন স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও যৌনতা-প্রজনন মানসিক স্বাস্থ্য অন্যান্য উদ্ভাবন প্রবাসী আফ্রিকা ক্রিকেট শারীরিক স্বাস্থ্য আমেরিকা দক্ষিণ এশিয়া সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ ইউরোপ ব্লকচেইন ভাষান্তর অন্যান্য ফুটবল অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

আন্তর্জাতিক
Modi Biden meeting Delhi wants resolution of Ukraine crisis in talks
google_news print-icon

মোদি-বাইডেন বৈঠক: আলোচনায় ইউক্রেন সংকট নিরসন চায় দিল্লি   

মোদি-বাইডেন-বৈঠক-আলোচনায়-ইউক্রেন-সংকট-নিরসন-চায়-দিল্লি-  
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে জো বাইডেন। ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আশা করছি, রাশিয়া- ইউক্রেন সংকট ধারাবাহিক আলোচনার মাধ্যমে সমাধান হবে। আমি ইউক্রেন এবং রাশিয়া দু’দেশের নেতাদের সঙ্গেই একাধিকবার কথা বলেছি। তাদের সরাসরি কথা বলার অনুরোধও করেছি।’

ইউক্রেন পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী ইউক্রেন ইস্যুতে নিজেদের নিরপেক্ষ অবস্থানের ব্যাখ্যাও দেন

মোদি বলেন, ‘আশা করছি, রাশিয়া- ইউক্রেন সংকট ধারাবাহিক আলোচনার মাধ্যমে সমাধান হবে। আমি ইউক্রেন এবং রাশিয়া দু’দেশের নেতাদের সঙ্গেই একাধিকবার কথা বলেছি। তাদের সরাসরি কথা বলার অনুরোধও করেছি।

‘আন্তর্জাতিক পর্যায়ে ইউক্রেনের বুচায় গণহত্যার নিন্দা জানিয়েছে ভারত। নিরপেক্ষ তদন্তের দাবিও সমর্থন করেছি আমরা।’

টু প্লাস টু পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে ওয়াশিংটনে বাইডেনের পাশে ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

দুই দেশের মন্ত্রী পর্যায়ের বার্ষিক বৈঠক ২০১৮ সাল থেকে চালু হয়, যা ‘২+২ ডায়ালগ’ নামে পরিচিত। দ্বিপক্ষীয় সহযোগিতা আরও মজবুত করতে এ বৈঠক হয়ে থাকে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে কূটনৈতিক পর্যায়ে ভারতের ভূমিকায় হতাশ পশ্চিমা দেশগুলো। জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে তোলা একটি প্রস্তাবেও সমর্থন দেয়নি দিল্লি। এ ছাড়া চলতি মাসের শুরুতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের দিল্লি সফর নিয়েও নানা প্রশ্ন উঠেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ শুরু করে রাশিয়া। প্রতিবাদে মস্কোয় একাধিক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে পশ্চিমাদেশগুলো। তবে এই ভারতের অবস্থান রাশিয়াকে শক্তি যোগাবে বলে মনে করা হচ্ছে। কারণ চাহিদার প্রায় ৫০ শতাংশ অস্ত্র রাশিয়া থেকে আমদানি করে ভারত। এখন জ্বালানির বিষয়েও আলোচনা হচ্ছে বলা জানা যাচ্ছে।

আরও পড়ুন:
রাশিয়ার তেল কেনা: যুক্তরাষ্ট্রকে ফের অগ্রাহ্য করল ভারত
ইউক্রেন সংঘাত: কেন ট্যাংক হারাচ্ছে রাশিয়া
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ
বিদেশি প্রতিষ্ঠান জাতীয়করণের পরিকল্পনা স্থগিত করেছে রাশিয়া
যুদ্ধে ৪৫% কমবে ইউক্রেনের জিডিপি: বিশ্বব্যাংক

মন্তব্য

আরও পড়ুন

আন্তর্জাতিক
Tausif returns to the Bachelor Point series

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ফিরছেন তৌসিফ!

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ফিরছেন তৌসিফ!

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ৫ নম্বর সিজন চলছে। ভক্তদের মুখে মুখে কাজল আরেফিন অমি পরিচালিত এ সিরিজটি। নাটকটির শুরু থেকেই সিজন ১, ২, ৩ এবং ৪ দিয়ে ব্যাপকভাবে আলোচিত হন নির্মাতা কাজল আরেফিন অমি ও তার টিম। ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজনগুলোর ব্যাপক সাফল্যের পর এবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ফাইভ সিজন প্রচার হচ্ছে।

এই সিরিজে কাবিলা, শুভ, জাকির, শিমুল, পাশা, আরেফিন, হাবু ভাই নামের চরিত্রগুলোর মতো নেহাল চরিত্রটি নিয়ে দর্শকদের আগ্রহ সর্বদা তুঙ্গে। যেই নেহাল চরিত্রে অভিনয় করেছিলেন তৌসিফ মাহবুব। এত দিন ব্যক্তিগত কিছু কারণে এ সিরিজ থেকে দূরে ছিলেন। তবে এ সিজনে ফিরছেন তিনি নেহাল হয়েই, যেটা তিনি নিজেই প্রতিবেদককে জানিয়েছেন।

বললেন, ‘দর্শক সর্বদা চান নেহাল চরিত্রটি ফিরে আসুক। তাই ফের এ চরিত্রটির মাধ্যমে ব্যাচেলর পয়েন্টে দর্শক আমাকে দেখতে পাবেন।’ এর আগে নির্মাতা অমি বলেছিলেন, বাস্তব জীবনের মতোই হয়তো ভবিষ্যতে কোনো একসময় দেখা যাবে তাদের আবার একসঙ্গে। তাই সেই অপেক্ষার পালা মনে হয় শেষ হলো তৌসিফের ফেরার মাধ্যমে।

মন্তব্য

গফরগাঁওয়ে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতা

গফরগাঁওয়ে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতা

ময়মনসিংহর গফরগাঁওয়ে পূবালী ব্যাংক (পিএল সি) এর স্কুল ব্যাংকিং কর্মশালার আওতায় ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ গফরগাঁও মহিলা কলেজে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ( ৯সেপ্টন্বর) ১১টায় মহিলা কলেজ ক্যাম্পাসে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
বৃক্ষরোপণ শেষে মহিলা কলেজ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন গফরগাঁও মহিলা কলেজ অধ্যক্ষ মো. আব্দুল খালেক,পূবালী ব্যাংক (পিএলসি) গফরগাঁও উপশাখা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামানসহ কলেজের শিক্ষক- শিক্ষার্থী ও পূবালী ব্যাংকের কর্মকর্তাগণ। কলেজ অধ্যক্ষ আবদুল খালেক ব্যাংক কতৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, গাছ আমাদের জীবনের অংশ,গাছ ছাড়া আমাদের জীবন ও পরিবেশের কথা চিন্তাও করতে পারিনা,অধিক পরিমানে গাছ লাগান প্রাকৃতিক বিপর্যয় হতে দেশকে বাচাঁন।
আলোচনা শেষে কলেজ শিক্ষার্থীদে মাঝে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

মন্তব্য

আন্তর্জাতিক
In the Coast Guards operation in Chandpur 3 domestic firearms were seized by 2 Ram Da and 2 Chinese ax

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি রাম দা ও ২টি চাইনিজ কুড়াল জব্দ

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি রাম দা ও ২টি চাইনিজ কুড়াল জব্দ

মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সোমবার চাঁদপুর উত্তর মতলব থানাধীন মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি রাম দা ও ২টি চাইনিজ কুড়াল জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত অস্ত্রের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য

আন্তর্জাতিক
Distribution of Assistant Devices to Students with Special Students

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অ্যাসিসটিভ ডিভাইস বিতরণ

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অ্যাসিসটিভ ডিভাইস বিতরণ

গাজীপুরের কাপাসিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের উদ্যোগে স্পেশাল অ্যাডুকেশন নিডস অ্যান্ড ডিজাবিলিটিস (সেন্ডর) কার্যক্রম বাস্তবায়নের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে অ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীম।

উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলামের সার্বিক তত্ত্বাবধানে শিশুদের মাঝে ৪ জনকে হুইল চেয়ার, ২ জনকে শ্রবণ যন্ত্র, ১০ জনকে চশমা ও একজনকে জুতা জোড়া প্রদান করা হয়।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রমজান আলী, লুৎফুন্নেছা, মনিরা খাতুন, আরিফুল ইসলাম, কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেলী নাসরিন, একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন ভূঁইয়া, ধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলামসহ শিশুদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

আন্তর্জাতিক
Narail joins the new police superintendent

নড়াইলে নতুন পুলিশ সুপারের যোগদান

নড়াইলে নতুন পুলিশ সুপারের যোগদান

নতুন কর্মস্থল নড়াইলে যোগদান করেছেন পুলিশ সুপার মো. রবিউল ইসলাম। মঙ্গলবার তিনি যোগদান করেন। তার ব্যক্তিগত প্রোফাইল সূত্রে জানা গেছে মো. রবিউল ইসলাম ২০০৬ সালে ২৫তম বিসিএস হিসেবে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। তিনি ৩ বছর র‌্যাব বিভাগে দায়িত্ব পালন করার পর বরিশাল সদরে এএসপি (সার্কেল) হিসেবে ২ বছর ছিলেন। দুবার জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কাজ করেন। এছাড়া ২০১৩-১৪ এবং ২০১৭-১৮ এই দুবার আফ্রিকার মুসলিম দেশ সুদানে শান্তি মিশনে যাওয়ার সুযোগ পান। নড়াইলে জেলা পুলিশ সুপার হিসেবে প্রথম দায়িত্ব পেলেন এই মেধাবী পুলিশ কর্মকর্তা। শিক্ষাগত জীবনে তিনি ২০০২ সালে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অনুষদ থেকে স্নাতক ও ২০০৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

পুলিশ ক্যাডার হিসেবে প্রথম বারের মতো একটি জেলার পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়ায় অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি মহান সৃষ্টিকর্তার ওপর অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, পুলিশ সুপারের মতো গুরু দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। এ পেশাটি একটি চ্যালেঞ্জিং পেশা বলে তিনি মনে করেন। নড়াইল জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রাণপন চেষ্টা করার প্রতিশ্রুতি দেন। এ জন্য তিনি নড়াইলবাসীর সার্বিক সহযোগিতাও কামনা করেছেন।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, শুনেছি নড়াইল একটি শিল্প, সাংস্কৃতিক, রাজনীতি, মুক্তিযোদ্ধা, ক্রীড়াঙ্গনে মোড়ানো একটি ঐতিহ্যমণ্ডিত জেলা। বিশ্বখ্যাত মানবদের বাস এখানে । প্রতিটি সেক্টরে তাদের সরব বিচরণ থাকায় এই জেলা বিশ্বায়নে ব্যাপক পরিচিতি অর্জন করেছে। এ জন্য তিনি ওই সকল গুণী মানুষদের শ্রদ্ধা ও সালাম জানান। তিনি আশা করেন, নড়াইলের মানুষ তার কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা করলে নতুন মাত্রায় এই জেলাকে নিয়ে যেতে সক্ষম হবেন।

আন্তর্জাতিক
The procession on the 5th anniversary of the womens group in Jamalpur

জামালপুরে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা

জামালপুরে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা

জামালপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে র্যালি ও সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল জামালপুর জেলা শাখা। শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে জেলা মহিলা দলের সভাপতি মোছা. সেলিনা বেগমের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. ছাঈদা বেগম শ্যামাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ১৫ বছর সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল। এখন বাংলাদেশের মানুষ তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য অধীর অপেক্ষায় বসে আছে। তাই আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান বক্তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ৩১ দফা ঘোষণা করেছেন। ৩১ দফার মধ্যে বাংলাদেশের প্রতিটি প্রান্তের পরিবর্তনের কথা বলা আছে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে তাহলে ‘পরিবার কার্ড’ করা হবে, সরকার প্রতিটি পরিবার কার্ডে যত সুযোগ-সুবিধা দেবে তা পরিবারের মহিলা সদস্যদের মাধ্যমে প্রদান করা হবে।

মন্তব্য

আন্তর্জাতিক
Didnt even imagine to see this day the granddaughter of the landlord

কল্পনাও করিনি, এইদিন দেখতে হবে: জমিদারের নাতনি

কল্পনাও করিনি, এইদিন দেখতে হবে: জমিদারের নাতনি

‘সোনার চামচ মুখে নিয়ে জন্মেছি বলে কভু অভাব জিনিসটা চোখে পড়েনি। আমার ঠাকুর দা, রামধন ছিলেন জমিদার। বাবা কেশব চন্দ্র ধর- ছিলেন জমিদার পুত্র। ঠাকুর দা মারা যাওয়ার পর জমিদারির হাল ধরেন বাবা। যদিওবা ঠাকুরদার হাতে গড়া আমাদের জমিদার বাড়িতে আমার জন্ম। জন্মের পর থেকে দেখেছি আমার পরিবারের জমিদারির প্রভাব। প্রথমে ঠাকুরদা। পরে বাবার! বাবা কেশব চন্দ্র ধর ১৯৫৫ সালের ৬ জুন মারা যান। বাবা যতদিন ছিলেন ততদিন জমিদারি ছিল। কিন্তু এখন আর সে জমিদারি নেই। এইদিন দেখতে হবে তা কখনো কল্পনাও করিনি! কি দিন ছিল আর কি হয়ে গেল! যে জমিদার বাড়ীতে শতাধিক কর্মচারি বিভিন্ন কাজে নিয়োজিত থাকত, সে বাড়িতে আমরা কয়েকজন বসবাস করি। ‘কান্না জড়িত কন্ঠে এভাবে এদিন আর সেদিনের কথা বলছিলেন রামধন জমিদারের নাতনি একাশি বছরের বৃদ্ধা ছবি ধর।

এক সময়ের প্রভাবশালী জমিদার বাড়ির পরিদর্শনকালে জানা যায়, সেদিনের ইতিহাস আর আজকের বাস্তবতা! জমিদার বাড়ি মানেই্ অপূর্ব কারু কাজ করা বিশাল ভবন। গেইট থেকে শুরু করে বিশাল ভবনের দেওয়ালগুলোর পরতে পরতে সৌন্দর্যের ছোঁয়া। ইতিহাস ও ঐতিহের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এক নাম। অন্য বাড়ীর চেয়ে একটু হলেও বেশি সৌন্দর্য খুঁজে পাওয়া যায় রাউজানের ডাবুয়া এলাকার রামধন জমিদার বাড়ি।

রাউজান উপজেলার প্রভাবশালী জমিদারদের মধ্যে একজন ছিলেন রামধন জমিদার। অগাদ বিত্তের জমিদার রুপার থালা, বালতি, কেঁতলি ব্যবহারসহ অভিজাত শ্রেণির ভোগবিলাসীতা জীবন যাপনের তাদের কথা সর্বজন স্বীকৃত। তার শাসন আমলে জমির খাজনা আদায় করে ব্রিটিশ সরকারের নিকট প্রদান করা হতো। যদিওবা প্রজাদের কাছ থেকে আদায়কৃত অর্থের একটি বড় অংশ জমিদাররা ব্যয় করত নিজেদের প্রমোদ ও বিলাসীতায়। তৎকালীন রুপার টাকা দ্বারা খাজনা আদায় করা হতো। খাজনা প্রদানকারী প্রজাদের উৎসাহিত করতে এক জোড়া নারকেল, একবিড়া পান আর বাতাশা প্রদান করা হতো। রাউজান উপজেলার ডাবুয়া এলাকার শাসনভার ছিল রামধন জমিদারের নিকট। এলাকার লোকজন জমির খাজনা প্রদানে ব্যর্থ হলেই জমির মালিক হতেন জমিদার নিজেই। আর সেই সুযোগকে কাজে লগিয়ে জমিদার গড়ে তুলেছিল দৃষ্টিনন্দন স্থাপত্য কৌশলে বহুব্যয়ে নির্মিত রামধন ভবন। এছাড়াও আশপাশে পুকুর, রমধর দিঘী, বাড়ির সামনে তোরণ, চুন সুরকি দিয়ে তৈরি কাচারিঘর, জমিদারের আনন্দ মহল, নাচখানা ও মন্দির। কালের বিবর্তনে বিলুপ্ত হয়ে যাওয়া জমিদার বাড়িটি ধ্বংসস্তূপের মাঝে টিকে আছে। জমিদার বাড়ির কিছু অংশ সংস্কার করে রামধরের নাতি-নাতনিসহ কয়েকজন বংশধর বসবাস করেন। জমিদার রামধর ও রামগতি ধরের বংশ ধরের মধ্যে অনেকে পরিবার পরিজন নিয়ে চট্টগ্রাম শহরে ও রাজধানীতে বসবাস করছেন। পূজার সময় কিংবা পরিবারিক অনুষ্ঠানে তারা এখানে আসেন। জমিদার বাড়িতে প্রতিষ্ঠিত ভবন, মন্দির দিঘী এখনো জমিদারের স্মৃতি বহন করছে।

জানা গেছে, ডাবুয়া জগন্নাত হাট, ডাবুয়া ইউনিয়ন পরিষদ ভবন, চিকদাইর পুলিশ ফাড়ি সহ রাউজান আর আর এসি মডেল হাই স্কুলের প্রতিষ্ঠায় বিশেষ অবদান রয়েছে এ জমিদার বংশের।

তথ্য সূত্র মতে, ১৭৫৭ সালের পলাশী যুদ্ধের পর ১৭৬০ সালের ১৫ অক্টোবর তৎকালীন নবাব মীর কাসেমের মোহরাঙ্কিত সনদের মাধ্যমে চট্টগ্রামকে সমর্পন করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানীর হাতে। এর পর থেকে রাউজান ব্রিটিশ শাসনের অধীনে আসে। মধ্যযুগে চট্টগ্রামে বহু ছোট-খাঁটো জমিদারের উদ্ভব হয়েছিল।

ফলে এখানে দুর্গরক্ষী যে সকল সৈন্যদের রাখা হতো বেতনের পরিবর্তে তাদের জন্য কিছু কিছু জমি বরাদ্ধ করা হতো। সামরিক জায়গার প্রথা উঠে যাওয়ার পর সকল জমির খাজনা সৃষ্টি করা হয়েছিল। আসলে জমিদারি কিংবা ক্ষমতা সব সময় ক্ষণস্থায়ী। জমিদারির জৌলুস যে কতটা আরামদায়ক তার অবসান ঘটলেই বোঝা যায় আসলে কতটা বেদনাদায়ক। এমন কথাই মুখে মুখে ফিরছিলো জমিদার বাড়িতে আসা অনেকের।

মন্তব্য

p
উপরে