ইউক্রেনে রুশ সামরিক অভিযানে পাল্টা প্রতিরোধ গড়ছে ইউক্রেনীয় সেনারাও। বহু হতাহত হচ্ছে রুশ সেনারা, এমনটাই দাবি করছে ইউক্রেন।
অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্যেষ্ঠ এক ন্যাটো কর্মকর্তা বলেছেন, এক মাসের রুশ সামরিক অভিযানে ৭ হাজার থেকে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছে। তবে ন্যাটোর বিধি-নিষেধের কারণে তার নাম প্রকাশ করা হয়নি।
ন্যাটো কর্মকর্তা আরও বলেন, ধারণা করা হচ্ছে, ৩০ হাজার থেকে ৪০ হাজার রুশ সেনা লড়াইয়ে আহত অথবা নিহত হয়েছে।
যদিও রাশিয়া তাদের সেনাদের মারা যাওয়ার বিষয়ে কোনো তথ্য প্রকাশ করছে না। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর এক সপ্তাহ পর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, ৪৯৮ জন রুশ সেনা ইউক্রেনে নিহত হয়েছে ও আহত হয়েছে প্রায় পনেরো শ সেনা। ২ মার্চ দেয়া তথ্যই ছিল রাশিয়ার পক্ষ থেকে দেয়া সেনা হতাহতের সর্বশেষ।
মাত্র ৩০ দিনের যুদ্ধে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছে, অথচ আফগানিস্তানেই ১০ বছরের সামরিক অভিযানে ১৫ হাজার সেনা হারিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।
তবে ইউক্রেনও তার সেনা হতাহতের বিষয়ে খুব কমসংখ্যক তথ্যই সরবরাহ করে। দেশটির সেনা হতাহতের বিষয়ে প্রায় ২ সপ্তাহ আগে প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, প্রায় ১ হাজার ৩০০ ইউক্রেনীয় সেনা রুশদের সঙ্গে লড়াইয়ে নিহত হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকেই পশ্চিমাদের বাধা উপেক্ষা করে পূর্ব ইউরোপের দেশটিতে চলছে রুশ সেনাদের সামরিক অভিযান।
ইউক্রেনকে ‘অসামরিকায়ন’ ও ‘নাৎসিমুক্তকরণ’ এবং দোনেৎস্ক ও লুহানস্কের রুশ ভাষাভাষী বাসিন্দাদের রক্ষা করার জন্যই এমন সামরিক পদক্ষেপ বলে দাবি করে আসছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, সম্পূর্ণ বিনা উসকানিতে রাশিয়া হামলা চালিয়েছে। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়ে আসছে।
শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভোট দিতে কেন্দ্রগুলোতে হাজির হন লঙ্কানরা।
দেশটির এ নির্বাচনকে মার্কসবাদী নতুন প্রেসিডেন্টের দলের ক্ষমতাকে সুসংহত করা ও অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রতিশ্রুতি পূরণের মূল চাবিকাঠি হিসেবে দেখা হচ্ছে।
ব্রিটিশ শাসন থেকে ১৯৪৮ সালে স্বাধীনতা লাভ করে শ্রীলঙ্কা। এর পর থেকে দ্বীপরাষ্ট্রটি শাসন করে আসছে ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলো।
চলতি বছরের ২১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে পুরোনো দলগুলোকে পেছনে ফেলে জয়ী হয়েছেন প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিশানায়েকে।
তবে দিশানায়েকের ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় বৃহস্পতিবারের নির্বাচনে তার দলের দৃষ্টিভঙ্গি নিয়ে উদ্বেগ বেড়েছে।
২২৫ সদস্যের পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিতে হলে তার দল ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টিকে অবশ্যই উল্লেখযোগ্যভাবে ভোট বাড়াতে হবে। প্রেসিডেন্ট নির্বাচনে তারা ৪২ শতাংশ আসনে জিতেছিল। ২২৫ আসনের পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিতে হলে ন্যূনতম ১১৩টি আসনে জয় পেতে হবে।
২০১৯ সালে প্রতিষ্ঠিত এনপিপির জন্য বড় চ্যালেঞ্জ হলো দলটি শ্রীলঙ্কার রাজনৈতিক দৃশ্যপটে তুলনামূলকভাবে নবাগত। এ ছাড়া দলটির অনেক প্রার্থী ঐতিহ্যবাহী দলগুলোর সুপ্রতিষ্ঠিত রাজনীতিবিদদের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে একেবারে নতুন মুখ।
শ্রীলঙ্কার আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনি ব্যবস্থায় পার্লামেন্টের ২২৫টি আসনের মধ্যে ১৯৬টি আসন রয়েছে। এই ব্যবস্থার অধীনে প্রতিটি জেলায় প্রাপ্ত ভোটের অনুপাত অনুসারে দলগুলোর মধ্যে আসন বণ্টন হবে।
অবশিষ্ট ২৯টি আসনকে জাতীয় তালিকার আসন বলা হয়।
দলগুলোর দেশব্যাপী প্রাপ্ত মোট ভোটের অনুপাত অনুসারে দল এবং স্বতন্ত্র দলগুলোর মাঝে আসন বণ্টন করা হয়।
নির্বাচিত সংসদ সদস্য পদে ১৯৬টি আসনের বিপরীতে ৮ হাজার ৮২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় স্থান অর্জনকারী সাজিথ প্রেমাদাসা এবং তার সামাগি জানা বালাওয়েগায়া বা ইউনাইটেড পিপলস পাওয়ার পার্টি এনপিপির প্রধান প্রতিদ্বন্দ্বী।
আরও পড়ুন:যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ইতোমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন তিনি। এবার ধনকুবের ইলন মাস্ক ও উদ্যোক্তা বিবেক রামাস্বামীকে সরকারি দক্ষতা বিভাগের (ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি) দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘মাস্ক ও রামস্বামী আমার প্রশাসনে সরকারি আমলাতন্ত্র, অতিরিক্ত প্রবিধান বাদ দেয়া, অপব্যয় হ্রাস এবং ফেড়ারেল সংস্থাগুলো পুনর্গঠনের পথ প্রশস্ত করবেন।’
ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় ব্যাপকভাবে সক্রিয় ছিলেন ইলন মাস্ক। অনুদানও দিয়েছেন প্রায় ১০ কোটি ডলার। যদিও ট্রাম্প জেতার পর মাস্কের সম্পদ বেড়ে চলেছে বিলিয়ন বিলিয়ন ডলার।
বিজয়ী ভাষণে বিশেষভাবে মাস্কের কথা বলেছেন ট্রাম্প। তার ভূঁয়সী প্রশংসাও করেন। আভাস পাওয়া যাচ্ছিল, আগামী প্রশাসনে টেসলার মালিককে গুরুত্বপূর্ণ কোনো পদে দেখা যেতে পারে।
অবশেষে ডোনাল্ড ট্রাম্প জানালেন, ইলন মাস্ক ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামীকে নতুন একটি দফতরের দায়িত্ব দিচ্ছেন।
বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘এই দু’জন অসাধারণ আমেরিকান মিলে সরকারি আমলাতন্ত্রের অবসান ঘটানোর পথ তৈরি করবেন।’
‘বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণের বাড়াবাড়ি ও অর্থের অপচয় রোধ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনে কাজ করবেন তারা, যা ‘সেইভ আমেরিকা’ উদ্যোগের জন্য অপরিহার্য।’
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
যুক্তরাষ্ট্রে গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিপুল বিজয়ের পর ট্রাম্পের দেয়া ঐতিহাসিক ভাষণে ইলন মাস্কের নাম বিশেষভাবে উচ্চারিত হয়।
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে দেয়া ভাষণে মাস্কের নাম উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘একজন তারকার জন্ম হয়েছে, তার নাম ইলন।’
পাশাপাশি নিজের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পথে ইলন মাস্কের সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
অন্যদিকে ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী প্রযুক্তি খাতের উদ্যোক্তা, অধিকারকর্মী ও বিনিয়োগকারী। যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হতে চেয়েছিলেন। প্রাথমিক বাছাইয়ে হেরে ট্রাম্পকে সমর্থন দিয়ে সরে দাঁড়ান তিনি।
আরও পড়ুন:ইসরায়েলি বিমান হামলায় ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ইসরায়েলঘোষিত মানবিক অঞ্চলের একটি অস্থায়ী ক্যাফেটেরিয়ায় ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় ৩৩ জন নিহত হয়।
গাজায় যখন আরও মানবিক ত্রাণ সহায়তা অনুমোদনের সময়সীমা পার হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দেয়া সামরিক সহায়তা না কমানোর ঘোষণা দিয়েছে, তখনই সর্বশেষ বোমা হামলা চালানো হলো।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু অগ্রগতির কথা উল্লেখ করেছে, কিন্তু আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বলেছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের দাবি পূরণে ব্যর্থ হয়েছে।
লেবাননের বৈরুতের দক্ষিণ শহরতলীর দাহিয়েহ নামে পরিচিত একটি এলাকায় বড় ধরনের বিস্ফোরণ ঘটে। ওই এলাকায় হিজবুল্লাহর উল্লেখযোগ্য অবস্থান রয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী সেখানকার ১১টি বাড়ি খালি করার সতর্কতা জারি করার পরপরই হামলা চালানো হয়।
হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। কোনো প্রমাণ না দেখিয়েই ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা কমান্ড সেন্টার ও অস্ত্র উৎপাদন কেন্দ্রসহ হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।
বৈরুতের পূর্বাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হন।
স্থানীয় ওয়ায়েল মুরতাদা বলেন, বিধ্বস্ত বাড়িটি তার চাচার এবং ভেতরে থাকা লোকজন গত মাসে দাহিয়েহ থেকে পালিয়ে গেছেন।
তিনি জানান, নিহতদের মধ্যে তিন শিশু। বাকিরা নিখোঁজ রয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মধ্য লেবাননের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় আট নারী ও চার শিশুসহ ১৫ জন নিহত হয়। এ ছাড়া হামলায় কমপক্ষে ১২ জন আহত হন।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই এ হামলা চালানো হয়েছে। ভবনটিতে বাস্তুচ্যুত পরিবারগুলোকে আশ্রয় দেয়া হয়েছিল।
হিজবুল্লাহকে দুর্বল করে দেয়া এবং লেবাননের এক বছরেরও বেশি সময় ধরে আন্তসীমান্ত গোলাবর্ষণ বন্ধে সেপ্টেম্বরের শেষ দিক থেকে লেবাননে বোমা হামলা জোরদার করছে ইসরায়েল।
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর নাহারিয়ার একটি গুদামে মঙ্গলবার একটি রকেট বিস্ফোরিত হয়ে দুজন নিহত হয়েছেন। শহরের বাইরে আলাদা হামলায় আরও দুইজন আহত হন।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে হিজবুল্লাহর একটি ড্রোন ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার কাছে একটি নার্সারি স্কুলে বিধ্বস্ত হয়। তবে ওই সময় শিশুরা একটি বোমাপ্রতিরোধী আশ্রয়কেন্দ্রের ভেতরে থাকায় কেউ আহত হয়নি। খেলার মাঠে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছিল।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার পর গাজায় ১৩ মাস ধরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।
আরও পড়ুন:ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলাকে ‘গণহত্যা’ বলে নিন্দা জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
দখলকৃত পশ্চিম তীর ও গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহারের আহ্বানও জানিয়েছেন তিনি।
মুসলিম ও আরব নেতাদের সম্মেলনে লেবানন ও ইরানে ইসরায়েলি হামলার সমালোচনা করেন যুবরাজ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, রিয়াদ ও তেহরানের মধ্যে সম্পর্কের উন্নতির ইঙ্গিত দিয়ে তিনি ইরানে আক্রমণ না করতে সতর্ক করেন ইসরায়েলকে।
এদিকে গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা’ বলে উল্লেখ করে সৌদির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল এ অঞ্চলে দুর্ভিক্ষ সৃষ্টি করেছে।
প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ বলেন, ‘অবিলম্বে সংঘাত বন্ধ এবং ইসরায়েলের আগ্রাসন শেষ করতে আন্তর্জাতিক সম্প্রদায় মূলত ব্যর্থ হয়েছে।’
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত ও ২৫১ জন অপহৃত হন।
এরপর হামাসকে ধ্বংস করতে গাজায় হামলা শুরু করে ইসরায়েল।
ইসরায়েলের প্রায় নিরবচ্ছিন্ন এ হামলায় গাজায় ৪৩ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
জাতিসংঘের মানবাধিকার দপ্তরের এক প্রতিবেদনে দেখা যায়, গাজায় ছয় মাস ধরে যাচাই করা ভুক্তভোগীদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু।
আরও পড়ুন:সিরিয়ায় ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর ৯টি স্থাপনা লক্ষ্য করে সোমবার ব্যাপক বিমান হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ কথা জানায়।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, সিরিয়ায় অবস্থানরত তাদের বাহিনীর ওপর ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে।
তাদের দাবি, ২৪ ঘণ্টায় সিরিয়ার দুটি স্থানের ৯টি স্থাপনায় হামলা করেছে সেন্টকম।
ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।
সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, ইরাক ও সিরিয়ায় জঙ্গি সংগঠন আইএসকে নিশ্চিহ্ন করার অভিযানে অংশ নেয়া যুক্তরাষ্ট্র ও যৌথ বাহিনীর ওপর ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ হামলা কিংবা হামলার পরিকল্পনার সক্ষমতা কমিয়ে দিতেই এসব বিমান হামলা চালানো হয়েছে।
এএফপির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র মাঝে মাঝে ইরাক ও সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিতে হামলা চালায়।
গত ফেব্রুয়ারিতে ইরাক ও সিরিয়ায় ৮৫টি স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।
আমেরিকান সেনাদের ওপর হামলার জবাবে ওই হামলা চালানো হয়েছিল।
বর্তমানে সিরিয়ায় ৯০০ ও ইরাকে ২ হাজার ৫০০ আমেরিকান সেনা অবস্থান করছেন।
আরও পড়ুন:যুক্তরাষ্ট্রে ৫ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির পরাজয়ের জন্য জো বাইডেনকে দায়ী করেছেন দেশটির প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি।
তিনি বলেছেন, বাইডেন নির্বাচন থেকে আগেই সরে দাঁড়ালে ডেমোক্রেটিক পার্টি প্রতিযোগিতার মাধ্যমে প্রার্থী বাছাই করতে পারত।
নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে পেলোসি আরও বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন নির্বাচন থেকে আগে সরে দাঁড়ালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আরও প্রার্থী থাকতে পারত।’
নিউ ইয়র্ক টাইমসের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।
স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসে পেলোসির সাক্ষাৎকারটি প্রকাশ হয়।
এর আগে শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচিত হতে কয়েক মাস ধরে নির্বাচনি প্রচার ও বিতর্ক চলে। বাইডেন পুনরায় নির্বাচনের ঘোষণা দেয়ার পর ডেমোক্রেটিক পার্টি আর কোনো প্রার্থী বাছাই করেনি।
নির্বাচনের চার মাস আগে ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ী হওয়ার পর বাইডেন সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
ওই সময় ডেমোক্রেটিক পার্টি তড়িঘড়ি করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রার্থী মনোনীত করে।
পেলোসি নির্বাচনি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর পর তড়িঘড়ি করে কমলা হ্যারসিকে প্রার্থী হিসেবে অনুমোদন দেয়ায় বাইডেনের সমালোচনা করেন।
কমলা হ্যারিসের প্রশংসা করেন পেলোসি বলেন, ‘তিনি মানুষের মধ্যে আশা জাগিয়েছেন।’
প্রার্থী বাছাইয়ের প্রতিদ্বন্দ্বিতা হলে কমলা জিততেন বলে মনে করেন পেলোসি।
তিনি বলেন, ‘হয়তো কমলা আরও বেশি শক্তিশালী হতেন। জনগণের কাছে যেতে পারতেন।’
আরও পড়ুন:আনুষ্ঠানিকভাবে শুক্রবার পদত্যাগ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইউআভ গালান্ট।
তার স্থলাভিষিক্ত হয়েছেন ইসরায়েল কাৎজ।
তিন দিন আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গালান্টকে বরখাস্ত করেন। এ ঘটনার পরই দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়।
ইসরায়েলের অনেকেই গালান্টকে কট্টর ডানপন্থি সরকারের মধ্যে একমাত্র মধ্যপন্থি কণ্ঠস্বর হিসেবে বিবেচনা করেন। তার অপসারণকে গাজায় বন্দিদের উদ্ধারে নেতানিয়াহুর অনাগ্রহ হিসেবে দেখা হচ্ছে।
কাৎজ বর্তমানে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন এবং তিনি নেতানিয়াহুর দীর্ঘকালীন অনুগামী ও বর্ষীয়ান মন্ত্রী হিসেবে পরিচিত।
এদিকে শুক্রবার ইসরায়েলের সামরিক দপ্তর গাজায় মানবিক সহায়তা পাঠানোর জন্য নতুন এইড ক্রসিং খোলার প্রস্তুতি নিচ্ছে, তবে এর সময় এখনও নির্ধারণ করা হয়নি।
ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ৩০০ ট্রাক মানবিক সহায়তা সামগ্রী সরবরাহ করছে সংযুক্ত আরব আমিরাত। আগামী কয়েক দিনের মধ্যে গাজা উপত্যকায় এসব সহায়তা পাঠানোর অনুমতি দেবে তারা। এটি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী কম।
যুক্তরাষ্ট্র চায় প্রতিদিন ৩৫০টি ট্রাক সহায়তা গাজায় পাঠানো হোক।
২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হয় ইসরায়েল-হামাস যুদ্ধ। সে সময় গাজার শাসক দল হামাস ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ১ হাজার ২০০ মানুষকে হত্যা করে। সে সময় ২৫০ জনকে জিম্মি করা হয়।
পরে গাজায় ইসরায়েলের সামরিক বাহিনী হামলা চালিয়ে ৪৩ হাজারের বেশি মানুষকে হত্যা করে। নিহত ফিলিস্তিনিদের অর্ধেকের বেশি নারী ও শিশু।
আরও পড়ুন:
মন্তব্য