গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকেই পশ্চিমাদের বাধা উপেক্ষা করে পূর্ব ইউরোপের দেশটিতে চলছে রুশ সেনাদের সামরিক অভিযান।
ইউক্রেনকে ‘অসামরিকায়ন’ ও ‘নাৎসিমুক্তকরণ’ এবং দোনেৎস্ক ও লুহানস্কের রুশ ভাষাভাষী বাসিন্দাদের রক্ষা করার জন্যই এমন সামরিক পদক্ষেপ বলে দাবি করে আসছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, সম্পূর্ণ বিনা উসকানিতে রাশিয়া হামলা চালিয়েছে। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়ে আসছে।
আজ ইউক্রেনে রুশ সেনা অভিযানের ২৯তম দিন। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ খবর জানতে চোখ রাখুন নিউজবাংলায়।
প্রয়োজনে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দেয়া হবে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ফরাসি প্রেসিডেন্ট দাবি করেছেন, রাশিয়া ধীরে ধীরে একঘরে হয়ে যাচ্ছে।
ইউক্রেনে রুশ অভিযানে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, গৃহহীন ৭৫ লাখ শিশু: জাতিসংঘ।
ইউক্রেন ইস্যুতে ব্রাসেলসে জরুরি আলোচনায় বসেছে ন্যাটো। কিয়েভকে সহায়তায় পূর্ব ইউরোপে সামরিক সরঞ্জাম বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে বৈঠক থেকে।
ন্যাটো, ইইউ এবং জি-৭ নেতাদের বৈঠকের সিদ্ধান্তেই প্রমাণ হবে কে আসল বন্ধু: জেলেনস্কি
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনীয় সেনারা রাজধানী কিয়েভের উপকন্ঠে রুশ অবস্থানে একটি সফল কাউন্টার স্ট্রাইক চালিয়েছে।
গোয়েন্দা তথ্যের বরাতে মন্ত্রণালয় বলছে, সম্ভবত ইউক্রেনীয় বাহিনী বুচা ও ইরপিনে রুশ সেনাদের ঘিরে ফেলতে সক্ষম হয়েছে।
Latest Defence Intelligence update on the situation in Ukraine - 23 March 2022
— Ministry of Defence 🇬🇧 (@DefenceHQ) March 23, 2022
Find out more about the UK government's response: https://t.co/FPfp8ZAOdc
🇺🇦 #StandWithUkraine 🇺🇦 pic.twitter.com/qUBKoclPnD
ইউক্রেনের রাজধানী কিয়েভে গোলাবর্ষণে নিহত হয়েছেন রাশিয়ার এক সাংবাদিক। ওই সাংবাদিকের নাম ওকসানা বাউলিনা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সামরিক বাহিনীর গোলাবর্ষণে প্রাণ হারান তিনি।
কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় শহর লেভিভ থেকে অনুসন্ধানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনসাইডারের জন্য প্রতিবেদন করছিলেন তিনি। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
৫২ ইউক্রেনীয় এতিম শিশু ও তাদের দেখভালকারীরা যুক্তরাজ্যে পৌছেছে। রুশ হামলার কারণে তারা দেশ ত্যাগে বাধ্য হয়। শিশুদের বয়স ১ থেকে ১৮ বছরের মধ্যে। তারা যুক্তরাজ্যে এসেছে মধ্য ইউক্রেনের নিপ্রো শহর থেকে।
The flight from Warsaw to London, before onward transfer to Scotland, with the 52 orphans from Dnipro is in the air. Well done to @DniproKids and all those who have made this happen.
— Ian Blackford 🇺🇦🏴 (@Ianblackford_MP) March 23, 2022
পুতিনের সঙ্গে গত ৩ জুলাইয়ের টেলিফোন কথোপকথনের কথা স্মরণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি মনে করি ইরানের চেয়ে রাশিয়ায় আমি আরও কঠোর।’ ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলার কয়েক ঘণ্টা পরেই কিয়েভে সবচেয়ে বড় ড্রোন হামলা চালায় মস্কো।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা নিষেধাজ্ঞা নিয়ে অনেক কথা বলেছি। পুতিন নিষেধাজ্ঞাগুলো সামাল দিতে করতে সক্ষম হয়েছেন। ইউক্রেনের সংঘাতের সঙ্গে সম্পর্কিত নতুন রাশিয়াবিরোধী নিষেধাজ্ঞার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, এখন আমরা নিষেধাজ্ঞাগুলো নিয়ে অনেক কথা বলি। কিন্তু পুতিন বুঝতে পারেন যে, এটি আসতে পারে। তিনি একজন পেশাদার। তিনি এই সম্ভাবনা নিয়ে উত্তেজিত নন।
৩ জুলাই পুতিন এবং ট্রাম্প ফোনে কথা বলেন। এটি ছিল দেড় মাসের মধ্যে তাদের চতুর্থ এবং বছরের শুরু থেকে ষষ্ঠ কথোপকথন। ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ সাংবাদিকদের জানান, রাশিয়ান এবং মার্কিন নেতাদের মধ্যে টেলিফোনে কথাবার্তা প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়েছিল। দুই নেতা ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রয়োজনে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দেয়া হবে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ফরাসি প্রেসিডেন্ট দাবি করেছেন, রাশিয়া ধীরে ধীরে একঘরে হয়ে যাচ্ছে।
ইউক্রেনে রুশ অভিযানে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, গৃহহীন ৭৫ লাখ শিশু: জাতিসংঘ।
ইউক্রেন ইস্যুতে ব্রাসেলসে জরুরি আলোচনায় বসেছে ন্যাটো। কিয়েভকে সহায়তায় পূর্ব ইউরোপে সামরিক সরঞ্জাম বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে বৈঠক থেকে।
ন্যাটো, ইইউ এবং জি-৭ নেতাদের বৈঠকের সিদ্ধান্তেই প্রমাণ হবে কে আসল বন্ধু: জেলেনস্কি
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনীয় সেনারা রাজধানী কিয়েভের উপকন্ঠে রুশ অবস্থানে একটি সফল কাউন্টার স্ট্রাইক চালিয়েছে।
গোয়েন্দা তথ্যের বরাতে মন্ত্রণালয় বলছে, সম্ভবত ইউক্রেনীয় বাহিনী বুচা ও ইরপিনে রুশ সেনাদের ঘিরে ফেলতে সক্ষম হয়েছে।
Latest Defence Intelligence update on the situation in Ukraine - 23 March 2022
— Ministry of Defence 🇬🇧 (@DefenceHQ) March 23, 2022
Find out more about the UK government's response: https://t.co/FPfp8ZAOdc
🇺🇦 #StandWithUkraine 🇺🇦 pic.twitter.com/qUBKoclPnD
ইউক্রেনের রাজধানী কিয়েভে গোলাবর্ষণে নিহত হয়েছেন রাশিয়ার এক সাংবাদিক। ওই সাংবাদিকের নাম ওকসানা বাউলিনা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সামরিক বাহিনীর গোলাবর্ষণে প্রাণ হারান তিনি।
কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় শহর লেভিভ থেকে অনুসন্ধানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনসাইডারের জন্য প্রতিবেদন করছিলেন তিনি। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
৫২ ইউক্রেনীয় এতিম শিশু ও তাদের দেখভালকারীরা যুক্তরাজ্যে পৌছেছে। রুশ হামলার কারণে তারা দেশ ত্যাগে বাধ্য হয়। শিশুদের বয়স ১ থেকে ১৮ বছরের মধ্যে। তারা যুক্তরাজ্যে এসেছে মধ্য ইউক্রেনের নিপ্রো শহর থেকে।
The flight from Warsaw to London, before onward transfer to Scotland, with the 52 orphans from Dnipro is in the air. Well done to @DniproKids and all those who have made this happen.
— Ian Blackford 🇺🇦🏴 (@Ianblackford_MP) March 23, 2022
সিরিয়ার উপকূলীয় লাতাকিয়া প্রদেশে বড় ধরনের দাবানলের কারণে আবাসিক এলাকাগুলো থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে শুক্রবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সিরিয়ার বিভিন্ন অংশে, বিশেষ করে উপকূলীয় এলাকায় কয়েক দিন ধরে আগুন ছড়িয়ে পড়ছে। দমকল কর্মীরা প্রবল বাতাস এবং তীব্র খরার কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন।
দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, লাতাকিয়া প্রদেশের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক আব্দুল কাফি কায়্যাল রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে বলেন, কাস্তাল মা’আফ এলাকায় ছড়িয়ে পড়া দাবানল আশপাশের বেশ কয়েকটি গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসব এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছেন।
সিরিয়ার সিভিল ডিফেন্স (যা হোয়াইট হেলমেটস নামেও পরিচিত) জানিয়েছে, ‘উঠে আসা ধোঁয়ার বিস্তার উপকূলীয় পর্বতমালার উত্তরাংশ, হামা শহর ও তার আশপাশ এবং দক্ষিণ ইদলিব অঞ্চলে ছড়িয়ে পড়েছে।’
তারা আরও জানায়, ‘লাতাকিয়ার গ্রামীণ অঞ্চলের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া দাবানলের কারণে অনেক বাগানের ফসল ধ্বংস হয়ে গেছে।’
নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে যে, কেউ যদি সন্দেহভাজনভাবে আগুন লাগানোর সঙ্গে জড়িত থাকে, তবে তার সম্পর্কে যেন কর্তৃপক্ষকে জানানো হয়।
মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে খরা ও দাবানলের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। সিরিয়াও এর ব্যতিক্রম নয়— সাম্প্রতিক বছরগুলোতে দেশটি তীব্র তাপপ্রবাহ, কম বৃষ্টিপাত এবং বড় বড় দাবানলের সম্মুখীন হচ্ছে।
গত জুনে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এএফপিকে জানায়, সিরিয়া গত ৬০ বছরে এমন খারাপ জলবায়ু পরিস্থিতির মুখোমুখি হয়নি।
সংস্থাটি সতর্ক করে বলেছে, নজিরবিহীন খরার কারণে ১ কোটি ৬০ লাখেরও বেশি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় পড়তে পারে।
দেশটি একইসঙ্গে এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের ধকলেও বিপর্যস্ত। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের অবসানের পরবর্তী রূপান্তরও এখনো চলমান রয়েছে।
কায়্যাল বলেন, ওই অঞ্চলে আগের যুদ্ধের রেখে যাওয়া মাইন ও অবিস্ফোরিত বিস্ফোরক পদার্থ উদ্ধারকাজকে ব্যাহত করছে। পাশাপাশি প্রবল বাতাস আগুন ছড়িয়ে দিতে সাহায্য করছে।
প্রয়োজনে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দেয়া হবে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ফরাসি প্রেসিডেন্ট দাবি করেছেন, রাশিয়া ধীরে ধীরে একঘরে হয়ে যাচ্ছে।
ইউক্রেনে রুশ অভিযানে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, গৃহহীন ৭৫ লাখ শিশু: জাতিসংঘ।
ইউক্রেন ইস্যুতে ব্রাসেলসে জরুরি আলোচনায় বসেছে ন্যাটো। কিয়েভকে সহায়তায় পূর্ব ইউরোপে সামরিক সরঞ্জাম বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে বৈঠক থেকে।
ন্যাটো, ইইউ এবং জি-৭ নেতাদের বৈঠকের সিদ্ধান্তেই প্রমাণ হবে কে আসল বন্ধু: জেলেনস্কি
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনীয় সেনারা রাজধানী কিয়েভের উপকন্ঠে রুশ অবস্থানে একটি সফল কাউন্টার স্ট্রাইক চালিয়েছে।
গোয়েন্দা তথ্যের বরাতে মন্ত্রণালয় বলছে, সম্ভবত ইউক্রেনীয় বাহিনী বুচা ও ইরপিনে রুশ সেনাদের ঘিরে ফেলতে সক্ষম হয়েছে।
Latest Defence Intelligence update on the situation in Ukraine - 23 March 2022
— Ministry of Defence 🇬🇧 (@DefenceHQ) March 23, 2022
Find out more about the UK government's response: https://t.co/FPfp8ZAOdc
🇺🇦 #StandWithUkraine 🇺🇦 pic.twitter.com/qUBKoclPnD
ইউক্রেনের রাজধানী কিয়েভে গোলাবর্ষণে নিহত হয়েছেন রাশিয়ার এক সাংবাদিক। ওই সাংবাদিকের নাম ওকসানা বাউলিনা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সামরিক বাহিনীর গোলাবর্ষণে প্রাণ হারান তিনি।
কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় শহর লেভিভ থেকে অনুসন্ধানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনসাইডারের জন্য প্রতিবেদন করছিলেন তিনি। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
৫২ ইউক্রেনীয় এতিম শিশু ও তাদের দেখভালকারীরা যুক্তরাজ্যে পৌছেছে। রুশ হামলার কারণে তারা দেশ ত্যাগে বাধ্য হয়। শিশুদের বয়স ১ থেকে ১৮ বছরের মধ্যে। তারা যুক্তরাজ্যে এসেছে মধ্য ইউক্রেনের নিপ্রো শহর থেকে।
The flight from Warsaw to London, before onward transfer to Scotland, with the 52 orphans from Dnipro is in the air. Well done to @DniproKids and all those who have made this happen.
— Ian Blackford 🇺🇦🏴 (@Ianblackford_MP) March 23, 2022
নাইজারের পশ্চিম সীমান্তের কাছে বুরকিনা ফাসোতে শুক্রবার সন্দেহভাজন জিহাদিদের জোড়া হামলায় ১০ জন সেনা নিহত ও ১৫ সেনা আহত হয়েছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে নাইজারের নিয়ামে থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলায় অংশ নেওয়া ৪১ জন হামলাকারীও নিহত হয়েছে।
পশ্চিম আফ্রিকার দেশটি বর্তমানে সামরিক জান্তা কর্তৃক পরিচালিত হচ্ছে।
গত এক দশক ধরে আল-কায়েদা ও ইসলামিক জিহাদি সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর সঙ্গে সামরিক জান্তা লড়াই করছে।
প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সালিফু মোদি এক বিবৃতিতে বলেছেন, ‘কয়েক শত হামলাকারী একযোগে গোথেয় বিভাগের বোলাউন্ডজৌঙ্গা ও সামিরায় হামলা চালিয়েছে।
জাতীয় টেলিভিশনে এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ১০ জন সৈন্য নিহত ও ১৫ জন আহত হয়েছে।
এতে আরো বলা হয়েছে, শত্রুপক্ষের ৪১ জনকে হত্যা করা হয়েছে।
গোথিয়ে বিভাগটি মালি ও বুরকিনা ফাসো সীমান্তের কাছে অবস্থিত এবং দীর্ঘদিন ধরে জিহাদি হামলার জন্য পরিচিত একটি অঞ্চল।
প্রয়োজনে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দেয়া হবে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ফরাসি প্রেসিডেন্ট দাবি করেছেন, রাশিয়া ধীরে ধীরে একঘরে হয়ে যাচ্ছে।
ইউক্রেনে রুশ অভিযানে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, গৃহহীন ৭৫ লাখ শিশু: জাতিসংঘ।
ইউক্রেন ইস্যুতে ব্রাসেলসে জরুরি আলোচনায় বসেছে ন্যাটো। কিয়েভকে সহায়তায় পূর্ব ইউরোপে সামরিক সরঞ্জাম বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে বৈঠক থেকে।
ন্যাটো, ইইউ এবং জি-৭ নেতাদের বৈঠকের সিদ্ধান্তেই প্রমাণ হবে কে আসল বন্ধু: জেলেনস্কি
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনীয় সেনারা রাজধানী কিয়েভের উপকন্ঠে রুশ অবস্থানে একটি সফল কাউন্টার স্ট্রাইক চালিয়েছে।
গোয়েন্দা তথ্যের বরাতে মন্ত্রণালয় বলছে, সম্ভবত ইউক্রেনীয় বাহিনী বুচা ও ইরপিনে রুশ সেনাদের ঘিরে ফেলতে সক্ষম হয়েছে।
Latest Defence Intelligence update on the situation in Ukraine - 23 March 2022
— Ministry of Defence 🇬🇧 (@DefenceHQ) March 23, 2022
Find out more about the UK government's response: https://t.co/FPfp8ZAOdc
🇺🇦 #StandWithUkraine 🇺🇦 pic.twitter.com/qUBKoclPnD
ইউক্রেনের রাজধানী কিয়েভে গোলাবর্ষণে নিহত হয়েছেন রাশিয়ার এক সাংবাদিক। ওই সাংবাদিকের নাম ওকসানা বাউলিনা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সামরিক বাহিনীর গোলাবর্ষণে প্রাণ হারান তিনি।
কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় শহর লেভিভ থেকে অনুসন্ধানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনসাইডারের জন্য প্রতিবেদন করছিলেন তিনি। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
৫২ ইউক্রেনীয় এতিম শিশু ও তাদের দেখভালকারীরা যুক্তরাজ্যে পৌছেছে। রুশ হামলার কারণে তারা দেশ ত্যাগে বাধ্য হয়। শিশুদের বয়স ১ থেকে ১৮ বছরের মধ্যে। তারা যুক্তরাজ্যে এসেছে মধ্য ইউক্রেনের নিপ্রো শহর থেকে।
The flight from Warsaw to London, before onward transfer to Scotland, with the 52 orphans from Dnipro is in the air. Well done to @DniproKids and all those who have made this happen.
— Ian Blackford 🇺🇦🏴 (@Ianblackford_MP) March 23, 2022
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শুক্রবার স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তার দ্বিতীয় মেয়াদের প্রধান অর্থনৈতিক পরিকল্পনা ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’-এ সই করবেন। বিলটিতে রয়েছে বিপুল করছাড়, সামরিক ব্যয় বৃদ্ধি ও অভিবাসী বহিষ্কারে বরাদ্দ—যা তার র্যাডিকাল দ্বিতীয় মেয়াদের রূপরেখা স্থাপন করে।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, এ উপলক্ষে হোয়াইট হাউজে আয়োজিত অনুষ্ঠানে আতশবাজি, যুদ্ধবিমান প্রদর্শন এবং ইরানে বোমাবর্ষণে অংশ নেওয়া বিমানচালকদের উপস্থিতি থাকবে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় বিকেল ৪টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘যেমনটা প্রেসিডেন্ট শুরু থেকেই চেয়েছেন, এই ঐতিহাসিক বিলটি স্বাধীনতা দিবসে সই করা হবে।’
অনুষ্ঠানে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও অংশ নেবেন। তিনি জানান, ইরানের পারমাণবিক স্থাপনায় ২২ জুন বোমা হামলায় ব্যবহৃত বি-২ স্টেলথ বোমারু বিমান এবং যুদ্ধবিমানগুলো ৪ জুলাইয়ের অনুষ্ঠানে অংশ নেবে।
আইওয়ায় এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, ‘আজ আমেরিকা পৃথিবীর ‘হটেস্ট’ দেশ, এটা আমাদের স্বর্ণলী যুগ। এই বিল সইয়ের মাধ্যমে আমি আমার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি।’
বিলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক খাতে ব্যয় বাড়ানো, অভিবাসনবিরোধী অভিযান চালানো এবং করছাড় সম্প্রসারণে ৪.৫ ট্রিলিয়ন ডলার বরাদ্দ রয়েছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এতে আগামী এক দশকে ৩.৪ ট্রিলিয়ন ডলার ঘাটতি বাড়বে এবং গরিব ও নিম্ন আয়ের মানুষের জন্য চালু থাকা মেডিকেইড ও খাদ্য সহায়তা কর্মসূচিতে ব্যাপক কাটছাঁট করা হবে।
অনুমান করা হচ্ছে, এর ফলে ১ কোটি ৭০ লাখ মার্কিন নাগরিক তাদের স্বাস্থ্যবীমা হারাতে পারেন এবং বহু গ্রামীণ হাসপাতাল বন্ধ হয়ে যেতে পারে।
বিলটি কংগ্রেসে পাস করাতে ট্রাম্পের চাপের মুখে রিপাবলিকান স্পিকার মাইক জনসন শেষ রাতে দলীয় সমর্থন নিশ্চিত করেন। শেষ পর্যন্ত বিলটি হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে ২১৮-২১৪ ভোটে পাস হয়।
এমনকি ট্রাম্পের সাবেক ঘনিষ্ঠ সহচর ইলন মাস্কও এ বিলের কড়া সমালোচনা করেছেন।
ডেমোক্র্যাটরা আশা করছেন বিতর্কিত এই বিলের কারণে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে তারা হাউজে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেতে পারে। তাদের মতে, বিলটি ‘নিম্নবিত্ত থেকে ধনীদের কাছে সম্পদ স্থানান্তরের এক নগ্ন উদাহরণ’।
ট্রাম্প অবশ্য এসব সমালোচনা উড়িয়ে দিয়ে বলেন, ‘আমরা জিতেছি। আমরা আমেরিকাকে আরও মহান করে তুলেছি।’
প্রয়োজনে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দেয়া হবে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ফরাসি প্রেসিডেন্ট দাবি করেছেন, রাশিয়া ধীরে ধীরে একঘরে হয়ে যাচ্ছে।
ইউক্রেনে রুশ অভিযানে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, গৃহহীন ৭৫ লাখ শিশু: জাতিসংঘ।
ইউক্রেন ইস্যুতে ব্রাসেলসে জরুরি আলোচনায় বসেছে ন্যাটো। কিয়েভকে সহায়তায় পূর্ব ইউরোপে সামরিক সরঞ্জাম বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে বৈঠক থেকে।
ন্যাটো, ইইউ এবং জি-৭ নেতাদের বৈঠকের সিদ্ধান্তেই প্রমাণ হবে কে আসল বন্ধু: জেলেনস্কি
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনীয় সেনারা রাজধানী কিয়েভের উপকন্ঠে রুশ অবস্থানে একটি সফল কাউন্টার স্ট্রাইক চালিয়েছে।
গোয়েন্দা তথ্যের বরাতে মন্ত্রণালয় বলছে, সম্ভবত ইউক্রেনীয় বাহিনী বুচা ও ইরপিনে রুশ সেনাদের ঘিরে ফেলতে সক্ষম হয়েছে।
Latest Defence Intelligence update on the situation in Ukraine - 23 March 2022
— Ministry of Defence 🇬🇧 (@DefenceHQ) March 23, 2022
Find out more about the UK government's response: https://t.co/FPfp8ZAOdc
🇺🇦 #StandWithUkraine 🇺🇦 pic.twitter.com/qUBKoclPnD
ইউক্রেনের রাজধানী কিয়েভে গোলাবর্ষণে নিহত হয়েছেন রাশিয়ার এক সাংবাদিক। ওই সাংবাদিকের নাম ওকসানা বাউলিনা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সামরিক বাহিনীর গোলাবর্ষণে প্রাণ হারান তিনি।
কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় শহর লেভিভ থেকে অনুসন্ধানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনসাইডারের জন্য প্রতিবেদন করছিলেন তিনি। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
৫২ ইউক্রেনীয় এতিম শিশু ও তাদের দেখভালকারীরা যুক্তরাজ্যে পৌছেছে। রুশ হামলার কারণে তারা দেশ ত্যাগে বাধ্য হয়। শিশুদের বয়স ১ থেকে ১৮ বছরের মধ্যে। তারা যুক্তরাজ্যে এসেছে মধ্য ইউক্রেনের নিপ্রো শহর থেকে।
The flight from Warsaw to London, before onward transfer to Scotland, with the 52 orphans from Dnipro is in the air. Well done to @DniproKids and all those who have made this happen.
— Ian Blackford 🇺🇦🏴 (@Ianblackford_MP) March 23, 2022
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিধ্বস্ত গাজায় হামাসের হাতে আটক সকল জিম্মিকে ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন।
এদিকে, গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার (০৩ জুলাই) ইসরাইলের চলমান অভিযানে ৭৩ জন নিহত হয়েছেন।
গাজা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
নেতানিয়াহু জিম্মিদের ফিরিয়ে আনতে তীব্র চাপের মুখে রয়েছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইসরাইল হামাসের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা জিম্মিদের মুক্তির পথ খুলে দিতে পারে।
নির ওজ কিবুত্স এমন এক ইসরাইলি বসতি, যেখান থেকে ২০২৩ সালের হামাস হামলায় সবচেয়ে বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়, যা যুদ্ধের সূত্রপাত করে। ঐ বসতির উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘আমার একটি গভীর প্রতিশ্রুতি আছে, সবার আগে আমি আমাদের সব অপহৃতকে ফিরিয়ে আনব, একজনকেও ফেলে রাখব না।’
নেতানিয়াহু আগামী সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। ধারণা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট সেখানে যুদ্ধবিরতির জন্য চাপ দেবেন।
ট্রাম্পকে বৃহস্পতিবার জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি ফেব্রুয়ারিতে ঘোষণা করা ফিলিস্তিনি ভূখণ্ডটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে চান কিনা। জবাবে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি গাজার মানুষদের নিরাপদ দেখতে চাই, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘তারা নরকের মধ্য দিয়ে গেছে।’
ইসরাইলের নেতারা হামাসকে নির্মূলের লক্ষ্যে অটল রয়েছেন, যদিও মঙ্গলবার হামাস জানিয়েছে যে তারা মধ্যস্থতাকারীদের কাছ থেকে যুদ্ধবিরতির নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করছে।
এদিকে, ইসরাইল সম্প্রতি গাজা উপত্যকায় তার সামরিক অভিযান বাড়িয়েছে। হামাসের বিরুদ্ধে তাদের এই যুদ্ধ ভয়াবহ মানবিক পরিস্থিতি তৈরি করেছে এবং ২০ লাখেরও বেশি বাসিন্দার প্রায় সকলকেই বাস্তুচ্যুত করেছে।
অনেকেই স্কুল ভবনে আশ্রয় নিয়েছেন, তবে ইসরাইলি হামলায় বারবার এসব স্কুলও আক্রান্ত হয়েছে। সামরিক বাহিনী প্রায়শই দাবি করে যে, তারা বেসামরিক নাগরিকদের মধ্যে লুকিয়ে থাকা হামাস যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালায়।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, বৃহস্পতিবার একটি স্কুলে ইসরাইলের হামলায় ১৫ জন মারা গেছেন, যেখানে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি এএফপি’কে জানান, সামরিক হামলা ও গুলিতে গাজায় মোট ৭৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৩৮ জন ছিল যারা মধ্য ও দক্ষিণ গাজার তিনটি স্থানে মানবিক সাহায্যের অপেক্ষায় ছিলেন। উত্তর জাবালিয়ায় ড্রোন হামলায় এক শিশু নিহত হয়েছে।
গাজায় গণমাধ্যমের প্রবেশাধিকারের সীমাবদ্ধতা এবং অনেক এলাকায় পৌঁছানোর অসুবিধার কারণে এএফপি সিভিল ডিফেন্স এজেন্সির দেওয়া হতাহতের সংখ্যা ও বিবরণ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
প্রয়োজনে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দেয়া হবে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ফরাসি প্রেসিডেন্ট দাবি করেছেন, রাশিয়া ধীরে ধীরে একঘরে হয়ে যাচ্ছে।
ইউক্রেনে রুশ অভিযানে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, গৃহহীন ৭৫ লাখ শিশু: জাতিসংঘ।
ইউক্রেন ইস্যুতে ব্রাসেলসে জরুরি আলোচনায় বসেছে ন্যাটো। কিয়েভকে সহায়তায় পূর্ব ইউরোপে সামরিক সরঞ্জাম বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে বৈঠক থেকে।
ন্যাটো, ইইউ এবং জি-৭ নেতাদের বৈঠকের সিদ্ধান্তেই প্রমাণ হবে কে আসল বন্ধু: জেলেনস্কি
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনীয় সেনারা রাজধানী কিয়েভের উপকন্ঠে রুশ অবস্থানে একটি সফল কাউন্টার স্ট্রাইক চালিয়েছে।
গোয়েন্দা তথ্যের বরাতে মন্ত্রণালয় বলছে, সম্ভবত ইউক্রেনীয় বাহিনী বুচা ও ইরপিনে রুশ সেনাদের ঘিরে ফেলতে সক্ষম হয়েছে।
Latest Defence Intelligence update on the situation in Ukraine - 23 March 2022
— Ministry of Defence 🇬🇧 (@DefenceHQ) March 23, 2022
Find out more about the UK government's response: https://t.co/FPfp8ZAOdc
🇺🇦 #StandWithUkraine 🇺🇦 pic.twitter.com/qUBKoclPnD
ইউক্রেনের রাজধানী কিয়েভে গোলাবর্ষণে নিহত হয়েছেন রাশিয়ার এক সাংবাদিক। ওই সাংবাদিকের নাম ওকসানা বাউলিনা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সামরিক বাহিনীর গোলাবর্ষণে প্রাণ হারান তিনি।
কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় শহর লেভিভ থেকে অনুসন্ধানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনসাইডারের জন্য প্রতিবেদন করছিলেন তিনি। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
৫২ ইউক্রেনীয় এতিম শিশু ও তাদের দেখভালকারীরা যুক্তরাজ্যে পৌছেছে। রুশ হামলার কারণে তারা দেশ ত্যাগে বাধ্য হয়। শিশুদের বয়স ১ থেকে ১৮ বছরের মধ্যে। তারা যুক্তরাজ্যে এসেছে মধ্য ইউক্রেনের নিপ্রো শহর থেকে।
The flight from Warsaw to London, before onward transfer to Scotland, with the 52 orphans from Dnipro is in the air. Well done to @DniproKids and all those who have made this happen.
— Ian Blackford 🇺🇦🏴 (@Ianblackford_MP) March 23, 2022
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সর্বশেষ ফোনালাপে ইউক্রেনে যুদ্ধ অবসানের বিষয়ে কোন অগ্রগতি হয়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) পুতিনের সঙ্গে ফোনালাপের পরে তিনি এ কথা বলেন।
অন্যদিকে, ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনে নিজের লক্ষ্য অর্জনের ব্যাপারে অনড় রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইউক্রেনে তিন বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তি আলোচনা স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায় ওয়াশিংটন কিয়েভের জন্য অস্ত্র সরবরাহও সাময়িকভাবে স্থগিত করেছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প এ মন্তব্য করলেন।
মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, এটি বেশ দীর্ঘ ফোনালাপ ছিল। আমরা অনেক বিষয়ে কথা বলেছি, যার মধ্যে ইরান ও ইউক্রেন যুদ্ধও ছিল। কিন্তু আমি ইউক্রেন বিষয়ে সন্তুষ্ট নই।
যুদ্ধ অবসানে চুক্তির কাছাকাছি পৌঁছেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের ট্রাম্প জবাবে বলেন, ‘না, তাঁর (পুতিনের) সঙ্গে কোনো অগ্রগতি হয়নি।’
ট্রাম্পের এমন হতাশাজনক মন্তব্য পূর্ববর্তী ফোনালাপগুলোর প্রতিক্রিয়ায় ছিল না। গত জানুয়ারিতে ক্ষমতায় গ্রহণের পর পুতিনের সঙ্গে পাঁচবার ফোনালাপ হয় মার্কিন প্রেসিডেন্টের। সবগুলো নিয়েই আশাবাদী সুরে কথা বলেছিলেন তিনি।
তবে সম্প্রতি রুশ নেতার প্রতি ট্রাম্পের হতাশা বেড়েছে। ইরান-ইসরাইল সংকটে মধ্যস্থতার জন্য পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান করে ট্রাম্প তাকে ইউক্রেন যুদ্ধের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন।
মস্কোয়, ক্রেমলিন জানিয়েছে, ফোনালাপটি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয় এবং পুতিন স্পষ্ট করে বলেন যে রাশিয়া তার লক্ষ্য থেকে সরে আসবে না।
‘আমাদের প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া তার নির্ধারিত লক্ষ্যগুলো অর্জন করবে। অর্থাৎ, বর্তমান পরিস্থিতির যে মূল সমস্যাগুলো রয়েছে সেগুলো দূর করা হবে,’ সাংবাদিকদের জানান ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ।
তিনি আরো বলেন, ‘রাশিয়া এই লক্ষ্যগুলো থেকে কোনোভাবেই সরে আসবে না।’
রাশিয়া বরাবরই ইউক্রেনে তাদের ‘সর্বাধিক লক্ষ্য’ হিসেবে ন্যাটোর সদস্যপদ ত্যাগ এবং কিয়েভের অবস্থান পরিবর্তনের দাবি করে আসছে।
- ডেনমার্কে জেলেনস্কি -
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে কয়েক লাখ মানুষ নিহত হয়েছে এবং রাশিয়া এখন পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের বড় অংশ নিয়ন্ত্রণ করছে।
তবুও পুতিন ট্রাম্পকে বলেছেন যে, মস্কো আলোচনার প্রক্রিয়ায় অংশ নিতে ইচ্ছুক। উশাকভ জানান, রুশ প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছেন, আমরা রাজনৈতিক ও সমঝোতার ভিত্তিতে সংকটের সমাধান খুঁজছি।
যদিও মাসের পর মাস ধরে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মতি দিতে অস্বীকার করে আসছে মস্কো।
কিয়েভ ও এর পশ্চিমা মিত্রদের অভিযোগ, পুতিন ইউক্রেনে যুদ্ধ অব্যাহত রাখার পাশাপাশি শান্তি প্রক্রিয়া দীর্ঘায়িত করছেন।
প্রয়োজনে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দেয়া হবে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ফরাসি প্রেসিডেন্ট দাবি করেছেন, রাশিয়া ধীরে ধীরে একঘরে হয়ে যাচ্ছে।
ইউক্রেনে রুশ অভিযানে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, গৃহহীন ৭৫ লাখ শিশু: জাতিসংঘ।
ইউক্রেন ইস্যুতে ব্রাসেলসে জরুরি আলোচনায় বসেছে ন্যাটো। কিয়েভকে সহায়তায় পূর্ব ইউরোপে সামরিক সরঞ্জাম বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে বৈঠক থেকে।
ন্যাটো, ইইউ এবং জি-৭ নেতাদের বৈঠকের সিদ্ধান্তেই প্রমাণ হবে কে আসল বন্ধু: জেলেনস্কি
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনীয় সেনারা রাজধানী কিয়েভের উপকন্ঠে রুশ অবস্থানে একটি সফল কাউন্টার স্ট্রাইক চালিয়েছে।
গোয়েন্দা তথ্যের বরাতে মন্ত্রণালয় বলছে, সম্ভবত ইউক্রেনীয় বাহিনী বুচা ও ইরপিনে রুশ সেনাদের ঘিরে ফেলতে সক্ষম হয়েছে।
Latest Defence Intelligence update on the situation in Ukraine - 23 March 2022
— Ministry of Defence 🇬🇧 (@DefenceHQ) March 23, 2022
Find out more about the UK government's response: https://t.co/FPfp8ZAOdc
🇺🇦 #StandWithUkraine 🇺🇦 pic.twitter.com/qUBKoclPnD
ইউক্রেনের রাজধানী কিয়েভে গোলাবর্ষণে নিহত হয়েছেন রাশিয়ার এক সাংবাদিক। ওই সাংবাদিকের নাম ওকসানা বাউলিনা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সামরিক বাহিনীর গোলাবর্ষণে প্রাণ হারান তিনি।
কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় শহর লেভিভ থেকে অনুসন্ধানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনসাইডারের জন্য প্রতিবেদন করছিলেন তিনি। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
৫২ ইউক্রেনীয় এতিম শিশু ও তাদের দেখভালকারীরা যুক্তরাজ্যে পৌছেছে। রুশ হামলার কারণে তারা দেশ ত্যাগে বাধ্য হয়। শিশুদের বয়স ১ থেকে ১৮ বছরের মধ্যে। তারা যুক্তরাজ্যে এসেছে মধ্য ইউক্রেনের নিপ্রো শহর থেকে।
The flight from Warsaw to London, before onward transfer to Scotland, with the 52 orphans from Dnipro is in the air. Well done to @DniproKids and all those who have made this happen.
— Ian Blackford 🇺🇦🏴 (@Ianblackford_MP) March 23, 2022
বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা হাজারো শিক্ষার্থীর জন্য আশার আলো জ্বালিয়ে যুক্তরাষ্ট্র সরকার তাদের ছাত্র ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে। এ উপলক্ষে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র মিগনন হিউস্টন এক কঠোর বার্তা দিয়েছেন—এই ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করা একান্ত প্রয়োজন। খবর এনডিটিভির।
তিনি বলেন, আমরা আমাদের ভিসানীতিতে সর্বোচ্চ গুরুত্ব দিই জাতীয় নিরাপত্তাকে। কোনো শিক্ষার্থী যদি ভিসার অপব্যবহার করে, ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করে বা পড়াশোনার নামে ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে আসে, তাহলে তা আমরা বরদাশত করব না।
হিউস্টন মনে করিয়ে দেন, ভিসা শুধু যুক্তরাষ্ট্রে প্রবেশের টিকিট নয়, বরং এটি আচরণ, উদ্দেশ্য ও সৎ প্রয়াসেরও প্রতীক। তিনি বলেন, আমরা চাই শিক্ষার্থীরা যেন পড়াশোনা করতে আসে, শিখে ফিরে যায়, কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতার অংশ না হয়। আমরা অন্য শিক্ষার্থীদের নিরাপত্তা এবং একটি গঠনমূলক শিক্ষার পরিবেশ বজায় রাখতে চাই।
এই বক্তব্য স্পষ্টতই প্রমাণ করে, যুক্তরাষ্ট্র এখন শুধু মেধা খুঁজছে না, খুঁজছে নৈতিক দায়বদ্ধতা। মিগনন হিউস্টনের বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক। তার কথায়, ভারত শুধু বাণিজ্যিক অংশীদার নয়, এটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় স্তম্ভ। কোয়াড ও সামগ্রিক আঞ্চলিক স্থিতিশীলতায় ভারতের ভূমিকা অপরিহার্য।
তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির আওতায় যুক্তরাষ্ট্র এমন বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে চায় যা ন্যায্য ও সমতাভিত্তিক।
মঙ্গলবার (০১ জুলাই) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমার বিশ্বাস, আমরা ভারতের সঙ্গে শিগগির একটি নতুন ধরনের চুক্তি করতে যাচ্ছি। এখন ভারত মার্কিন কোম্পানিকে যথাযথ প্রবেশাধিকার দেয় না। আমি মনে করি তারা তা দেবে, এবং তাতে কম ট্যারিফে ভারসাম্যপূর্ণ চুক্তি সম্ভব হবে।
এ বক্তব্যে স্পষ্ট, চুক্তি শুধু অর্থনৈতিক নয়—এটি একটি কূটনৈতিক ও কৌশলগত অগ্রগতি হিসেবেও বিবেচিত হচ্ছে।
এনডিটিভি বলছে, একদিকে যুক্তরাষ্ট্র বিদেশি শিক্ষার্থীদের জন্য দরজা খুলে দিচ্ছে, অন্যদিকে ভারত-মার্কিন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে। ভিসা, বাণিজ্য, এবং কৌশলগত অংশীদারত্ব—সব মিলিয়ে এই মুহূর্তে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের গতি দ্রুততর এবং বহুমাত্রিক।
প্রয়োজনে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দেয়া হবে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ফরাসি প্রেসিডেন্ট দাবি করেছেন, রাশিয়া ধীরে ধীরে একঘরে হয়ে যাচ্ছে।
ইউক্রেনে রুশ অভিযানে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, গৃহহীন ৭৫ লাখ শিশু: জাতিসংঘ।
ইউক্রেন ইস্যুতে ব্রাসেলসে জরুরি আলোচনায় বসেছে ন্যাটো। কিয়েভকে সহায়তায় পূর্ব ইউরোপে সামরিক সরঞ্জাম বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে বৈঠক থেকে।
ন্যাটো, ইইউ এবং জি-৭ নেতাদের বৈঠকের সিদ্ধান্তেই প্রমাণ হবে কে আসল বন্ধু: জেলেনস্কি
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনীয় সেনারা রাজধানী কিয়েভের উপকন্ঠে রুশ অবস্থানে একটি সফল কাউন্টার স্ট্রাইক চালিয়েছে।
গোয়েন্দা তথ্যের বরাতে মন্ত্রণালয় বলছে, সম্ভবত ইউক্রেনীয় বাহিনী বুচা ও ইরপিনে রুশ সেনাদের ঘিরে ফেলতে সক্ষম হয়েছে।
Latest Defence Intelligence update on the situation in Ukraine - 23 March 2022
— Ministry of Defence 🇬🇧 (@DefenceHQ) March 23, 2022
Find out more about the UK government's response: https://t.co/FPfp8ZAOdc
🇺🇦 #StandWithUkraine 🇺🇦 pic.twitter.com/qUBKoclPnD
ইউক্রেনের রাজধানী কিয়েভে গোলাবর্ষণে নিহত হয়েছেন রাশিয়ার এক সাংবাদিক। ওই সাংবাদিকের নাম ওকসানা বাউলিনা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সামরিক বাহিনীর গোলাবর্ষণে প্রাণ হারান তিনি।
কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় শহর লেভিভ থেকে অনুসন্ধানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনসাইডারের জন্য প্রতিবেদন করছিলেন তিনি। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
৫২ ইউক্রেনীয় এতিম শিশু ও তাদের দেখভালকারীরা যুক্তরাজ্যে পৌছেছে। রুশ হামলার কারণে তারা দেশ ত্যাগে বাধ্য হয়। শিশুদের বয়স ১ থেকে ১৮ বছরের মধ্যে। তারা যুক্তরাজ্যে এসেছে মধ্য ইউক্রেনের নিপ্রো শহর থেকে।
The flight from Warsaw to London, before onward transfer to Scotland, with the 52 orphans from Dnipro is in the air. Well done to @DniproKids and all those who have made this happen.
— Ian Blackford 🇺🇦🏴 (@Ianblackford_MP) March 23, 2022
মন্তব্য