× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য শিল্প ইভেন্ট উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য আফগানিস্তান ১৫ আগস্ট কী-কেন স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও যৌনতা-প্রজনন মানসিক স্বাস্থ্য অন্যান্য উদ্ভাবন প্রবাসী আফ্রিকা ক্রিকেট শারীরিক স্বাস্থ্য আমেরিকা দক্ষিণ এশিয়া সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ ইউরোপ ব্লকচেইন ভাষান্তর অন্যান্য ফুটবল অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

আন্তর্জাতিক
Hungry people are on the rise in the UK
google_news print-icon

ভুখা মানুষ বাড়ছে যুক্তরাজ্যে

ভুখা-মানুষ-বাড়ছে-যুক্তরাজ্যে
হামডিঞ্জারস ফুড ব্যাংক থেকে বিনামূল্যের খাবার সংগ্রহ করছেন এক নারী। ছবি: সিএনএন
সাম্প্রতিক সময়ে এমন অভাবী মানুষের সংখ্যা বাড়ার কারণ হিসেবে গ্যাস, বিদ্যুৎ তথা জ্বালানির মূল্যবৃদ্ধিকেই দায়ী করেছেন ডেড’স হাউস নামে জরুরি খাদ্য সহায়তা দেয়া একটি ফুড ব্যাংকের প্রতিষ্ঠাতা বিলি ম্যাকগ্রানাঘান।

এক পাশে একটি সাইকেলের দোকান, অন্যপাশে একটি কফি হাউস। এর মাঝখানে থাকা একটি দোকানে ভিড় জমিয়েছে বেশ কিছু মানুষ। পশ্চিম লন্ডনের এই মানুষগুলোকে দুর্ভাগ্যবান বললেও ভুল হবে না। কারণ তারা জড়ো হয়েছেন বিনামূল্যের খাবার খেতে।

বিনামূল্যে খাবার সরবরাহ করা ওই দোকানটির নাম- ডেড’স হাউস। খাঁটি বাংলায় যার অর্থ দাঁড়ায় ‘বাবার হোটেল’। বাবার হোটেলের মত এখানেও খাবার খেতে কোনো পয়সা লাগে না।

পাশ্চাত্যে এ ধরনের ব্যবস্থাকে বলা হয়- ফুড ব্যাংক। যুক্তরাজ্যজুড়ে প্রায় ২২০০ ফুড ব্যাংক এখন চালু রয়েছে। ডেড’স হাউস তাদেরই একটি।

ডেড’স হাউসের প্রতিষ্ঠাতা বিলি ম্যাকগ্রানাঘান। সম্প্রতি তার ফুড ব্যাংকে হাজির হয়েছিল সিএনএন বিজনেসের একটি দল।

দোকানে আসা মানুষদের সম্পর্কে সিএনএনকে বিলি বলেন- ‘তাদের ভবিষ্যত অন্ধকার।’

ভুখা মানুষ বাড়ছে যুক্তরাজ্যে
ডেড’স হাউসে এক অভাবী মানুষ

লন্ডনের ফুড ব্যাংকগুলোতে জরুরি খাদ্য সহায়তা চাওয়া মানুষের ভিড় মহামারির আগে থেকেই বাড়তে শুরু করেছিল। এর ওপর এবার মহামারির দ্বিতীয় শীতকাল পাড়ি দিতে চলেছে এই শহর। ইতোমধ্যেই মহামারির প্রভাব পড়েছে বাজারে। বেড়ে গেছে খাবারের দাম। জ্বালানির খরচও এখন আগের চেয়ে অনেক বেশি। এর মধ্যেই আবার বন্ধ হয়ে গেছে মহামারিকালীন সরকারি সুযোগ সুবিধাও। তাই সংসার চালাতে অসংখ্য পরিবারের বাজেট এখন ফেইল করছে। ফলশ্রুতিতে বিনামূল্যের খাবারের জন্য এখন লাইন বাড়ছে।

গত কয়েক সপ্তাহ ধরেই লন্ডনের ফুড ব্যাংকগুলোতে অনাহারী মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। সাধারণ খেটে খাওয়া মানুষগুলো টুকি-টাকি নিত্যপ্রয়োজনীয় পণ্য এখন এসব ব্যাংক থেকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন।

ডেড’স হাউসের প্রতিষ্ঠাতা বিলি ম্যাকগ্রানাঘান জানান, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে তার ফুড ব্যাংকে নতুন করে আরও ৭০ জন সাহায্যপ্রার্থী যুক্ত হয়েছেন। সপ্তাহে প্রায় চার শতাধিক মানুষকে এখন তার ফুড ব্যাংক থেকে সহযোগিতা করা হচ্ছে। প্রতিনিয়ত নতুন মানুষ যুক্ত হওয়ার এই প্রবণতা অন্য যে কোনো সময়ের তুলনায় এখন বেশি দেখা যাচ্ছে।

বিলির মতে, তার দোকানে আসা মানুষদের খালি চোখে দেখলে মনেই হবে না যে তারা এতটা অভাবী হয়ে পড়েছেন। তাদের এমন অবস্থা অবশ্য এর আগে কখনও ছিল না।

মহামারির সময় ডেড’স হাউস থেকে সাধারণত শিক্ষক, গ্রাফিক ডিজাইনার এবং সাংবাদিকদের সহযোগিতা করা হতো। স্থানীয় প্রশাসনের রেফারেন্স কিংবা অনলাইনে যারা সাহায্য প্রর্থনা করেছিলেন তাদেরকেই সহযোগিতা করা হয়েছে। কিন্তু এখন এই ফুড ব্যাংকে অপেক্ষাকৃত তরুণ এবং নিঃসঙ্গ মানুষের সংখ্যাও বাড়তে শুরু করেছে।

সাম্প্রতিক সময়ে এমন অভাবী মানুষের সংখ্যা বাড়ার কারণ হিসেবে গ্যাস, বিদ্যুৎ তথা জ্বালানির মূল্যবৃদ্ধিকেই দায়ী করেছেন বিলি।

ডেড’স হাউস থেকে যারা নিয়মিত সহযোগিতা নিচ্ছেন তাদের মধ্যে ৬৩ বছর বয়স্ক ম্যারি একজন। নিজের পদবি প্রকাশে অনিচ্ছুক ম্যারি জানান, চার মাস ধরে তিনি ডেড’স হাউসের জরুরি সহযোগিতা নিচ্ছেন। কিন্তু এখন আসন্ন ত্রৈমাসিক জ্বালানি বিল নিয়ে দুঃশ্চিন্তায় আছেন। তার স্বামীর রক্ত সঞ্চালনে সমস্যা রয়েছে। তাই জ্বালানি ব্যবহার করে ঘরকে সবসময় গরম রাখতে হয়।

তিনি বলেন, ‘আমরা খুব বেশি খাইনা। বলা যায়- বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই। কিন্তু দুঃশ্চিন্তার কারণ হয়েছে জ্বালানির দাম, যা কমছেই না, কমছেই না…।’

ডেড’স হাউস থেকে প্রায় সাত মাইল পূবে গিয়ে আরও একটি ফুডব্যাংকের সন্ধান পায় সিএনএন বিজনেস টিম। সেই সন্ধ্যায় প্রায় ১০০ জন মানুষের জন্য মিস্টি কুমড়োর গরম স্যুপের আয়োজন করেছিল ব্যাংকটি। এটির প্রতিষ্ঠাতা ৪২ বছর বয়স্ক রবার্ট হানিঙ্ঘার। হামডিঞ্জারস নামে তার একটি খাবারের দোকান রয়েছে। এই দোকানেরই আরেকটি অংশ হলো- হামডিঞ্জারস ফুড ব্যাংক। গত বছর চালু করা এই ব্যাংক থেকে লকডাউনের দিনগুলোতে প্রায় সহস্রাধিক মানুষকে জরুরি খাদ্য সহযোগিতা দেয়া হয়েছে।

রবার্ট জানান, তার ফুড ব্যাংকে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে বিনামূল্যে খেতে আসা মানুষের সংখ্যা হঠাৎ করেই বেড়ে গেছে। এদের মধ্যে তরুণ কর্মজীবী মানুষ যেমন আছেন, তেমনি আছেন স্কুলশিক্ষক, এমনকি টেনিস খেলোয়াড়ও।

ভুখা মানুষ বাড়ছে যুক্তরাজ্যে
হামডিঞ্জারস স্যুপ কিচেনে আসা মানুষদের তদারকি করছেন এই ফুড ব্যাংকের প্রতিষ্ঠাতা রবার্ট হানিঙ্ঘার

রবার্ট বলেন, ‘চাকরিজীবীরাও এখানে আসছেন। কারণ তারা জীবন-যাত্রার ব্যায় বহন করতে এখন হিমশিম খাচ্ছেন। দাম বেড়ে যাওয়ায় সবকিছুই এখন তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে।’

যুক্তরাজ্যের দুই তৃতীয়াংশ ফুড ব্যাংকে মুদি পণ্য সরবরাহ করা ট্রাসেল ট্রাস্টের নীতি ও গবেষণা পরিচালক গ্যারি লেমন জানান, তাদের কর্মীরা এখন জরুরি খাদ্য সহযোগিতা নিতে আসা মানুষদের পেছনে ব্যাস্ত সময় কাটাচ্ছেন। ক্রিসমাসকে সামনে রেখে সামনের সপ্তাহগুলোতেও তারা এই সহযোগিতা অব্যাহত রাখতে চান।

সিএনএন বিজনেসের প্রতিবেদনটিতে যুক্তরাজ্যের মানুষের এমন পরিণতির জন্য জ্বালানি তেল ও খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধির কথাই বলা হয়েছে। গত জানুয়ারি থেকে সেখানে গ্যাসের পাইকারি মূল্য ৪২৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। জ্বালানির এই দাম বৃদ্ধির জন্য বেশ কয়েকটি কারণকেই এখন দায়ী করা হচ্ছে। এর মধ্যে একটি কারণ হলো- এশিয়ার দেশগুলোতে গ্যাসের চাহিদা বৃদ্ধি এবং অন্য আরেকটি কারণ হলো- প্রত্যাশা অনুযায়ী রাশিয়ার গ্যাস রপ্তানি না করা।

এর ফলে যুক্তরাজ্যের শক্তি নিয়ন্ত্রক সংস্থা ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম বাড়াতে বাধ্য হচ্ছে। চলতি মাসের প্রথম দিনই বেশিরভাগ সরবরাহকারী প্রতিষ্ঠান প্রতি ইউনিট জ্বালানির দাম ১৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে, যা প্রায় দেড় কোটি মানুষের ওপর প্রভাব ফেলেছে।

খাদ্য ও জ্বালানিমূল্য বেড়ে যাওয়ার প্রভাব যাদের ওপর গুরুতরভাবে পড়েছে, ডেড’স হাউসে উপস্থিত হওয়া ৪৯ বছর বয়সী জেমসন কেয়ান তাদের প্রকৃষ্ট উদাহরণ। নিজের মায়ের দেখ-ভাল করতে হয় এই আর্টিস্টকে। মহামারি শুরু হওয়ার পর থেকে ডেড’স হাউস থেকে তিনি নিয়মিত খাদ্য সহায়তা নিচ্ছেন।

জেমসন বলেন, ‘আমার বাজেট সপ্তাহে ১০০ পাউন্ডের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আজকাল এই অর্থ যেন নিমেষেই খরচ হয়ে যাচ্ছে।’

জেমসন জানান, অন্য যে কোনো সময়ের তুলনায় এখন তার জ্বালানি খরচ বেশি। যদিও আগে যতটুকু জ্বালানি ব্যবহার করতেন, এখনও ঠিক ততটুকুই করছেন।

তার ধারণা, জ্বালানি বাবদ তার যত টাকা খরচ হয়, গত দুই সপ্তাহে সেই খরচ এক তৃতীয়াংশ বেড়ে গেছে। বিশেষ করে, গ্যাসের দাম।

জ্বালানির উচ্চমূল্য পুরো ইউরোপজুড়েই দেখা যায়। কিন্তু সঞ্চিত গ্যাস না থাকায় যুক্তরাজ্যে এই বাজারটি আরও অস্থিতিশীল হয়ে পড়েছে। তাই আসন্ন শীতে যুক্তরাজ্যের মানুষ খাবে নাকি নিজেকে গরম রাখবে তা নিয়েই এখন সংশয়ে আছে।

আরও পড়ুন:
ব্রিটিশ এমপি হত্যায় মুসলিম আটক
গির্জায় ব্রিটিশ আইনপ্রণেতা ছুরিকাঘাতে নিহত
বাংলাদেশিদের যুক্তরাজ্যে ভ্রমণে বিধিনিষেধ আর নেই
২২ সেপ্টেম্বর থেকে শিথিল বাংলাদেশিদের যুক্তরাজ্য ভ্রমণ
নিরপেক্ষ নির্বাচনে একমত ঢাকা-লন্ডন

মন্তব্য

আরও পড়ুন

আন্তর্জাতিক
Pakistans preparing to tackle Indias invasion

ভারতের আক্রমণ মোকাবেলায় পাকিস্তানের প্রস্তুতি

ভারতের আক্রমণ মোকাবেলায় পাকিস্তানের প্রস্তুতি

কাশ্মীরে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার ঘটনার পর পাকিস্তানে ভারতের ‘সামরিক অনুপ্রবেশ’ আসন্ন বলে গতকাল সোমবার মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।

কাশ্মীরের পহেলগামে হামলায় ২৬ জন নিহত হন এবং এতে ভারতজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও ওঠে।

ভারতের অভিযোগ, পাকিস্তান ২২ এপ্রিল বেসামরিক নাগরিকদের ওপর বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই হামলায় মদদ দিচ্ছে। যদিও কড়া প্রতিবাদ জানিয়ে সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইসলামাবাদে তার কার্যালয়ে ‘জিও নিউজ’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি। কারণ, ভারতের আক্রমণ এখন আসন্ন। এমন পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হতো, তাই সেই সিদ্ধান্তগুলো নেয়া হয়েছে।

আসিফ বলেন, পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় আক্রমণের আশঙ্কা সম্পর্কে সরকারকে অবহিত করেছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট বা বিস্তারিত কিছু বলেননি তিনি।

পাকিস্তান সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘অস্তিত্বের জন্য সরাসরি হুমকি’ থাকলেই কেবল পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার ব্যবহার করবে।

মন্তব্য

আন্তর্জাতিক
Indo Pakistan tension Pageshkians phone calls with Modi and Sharif

ভারত-পাকিস্তান উত্তেজনা: মোদী ও শরীফের সাথে পেজেশকিয়ানের ফোনালাপ

ভারত-পাকিস্তান উত্তেজনা: মোদী ও শরীফের সাথে পেজেশকিয়ানের ফোনালাপ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ছবি: সংগৃহীত

ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারতের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভিসা নিয়ে পাকিস্তান ভ্রমণকারী কমপক্ষে ৩৩৫ জন ভারতীয় নাগরিককে বহিষ্কার করেছে ইসলামাবাদ সরকার।

ভারত সরকার এই ঘোষণা দিয়েছে। ‘ইরানা জানায়’ মঙ্গলবার রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত পেহেলগামের পর্যটন এলাকায় বন্দুকধারীরা পর্যটকদের ওপর গুলি চালায়। ওই হামলার ঘটনায় কমপক্ষে ২৬ জন নিহত হয়। ভারতীয় কর্মকর্তারা ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন। ভারত ওই হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ করলেও ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হামলার বিস্তারিত তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন।

হামলার পর ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে। তারা কূটনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা, সীমান্ত বন্ধ করাসহ আরো অনেক কিছু।

অপরদিকে, ভারতের তীব্র প্রতিক্রিয়ায় পাকিস্তানও একটি কড়া বিবৃতি দিয়েছে। বিবৃতিতে নয়াদিল্লির বিরুদ্ধে কূটনৈতিক, বাণিজ্যিক এবং নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করেন দুই দেশের মধ্যে অভূতপূর্ব উত্তেজনার পরিণতিতে নতুন করে আঞ্চলিক সংঘাতের সূচনা হতে পারে।

উল্লেখ্য, বিতর্কিত কাশ্মীর অঞ্চলে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী টানা তৃতীয় রাতে গুলি বিনিময় করেছে। পেহেলগাম সন্ত্রাসী ঘটনার কারণে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

এদিকে,শনিবার ভারত থেকে কমপক্ষে ৭৫ জন পাকিস্তানি নাগরিক তাদের দেশে ফিরেছেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কমাতে শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে টেলিফোনে কথা বলেছেন এবং ভুল বোঝাবুঝি নিরসনে তার প্রস্তুতির কথা ব্যক্ত করেছেন।

ফোনালাপে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াইয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, ‘সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনাবলি মোকাবেলায় বিশেষ করে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আর্থিক ও অস্ত্র অবকাঠামো ধ্বংস করার জন্য বৃহত্তর আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তা দ্বিগুণ বেড়ে গেছে। এ অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য আমাদের সার্বিক প্রচেষ্টা চালাতে হবে।’

টেলিফোন সংলাপে শাহবাজ শরীফ যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের শিকার এবং এই অশুভ ঘটনার বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করার প্রয়োজনীয়তা সম্পর্কে তারা ভালোভাবেই জানে। আমরা দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি এবং পাকিস্তানি জাতির কল্যাণকে উন্নত করতে চাই। ইসলামি প্রজাতন্ত্র ইরানের মতো আমরা এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং স্থায়ী নিরাপত্তার ওপর জোর দিচ্ছি।

শনিবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে টেলিফোনে আলাপকালে ইরানের প্রেসিডেন্ট ভারতের পেহেলগামে সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। সেইসঙ্গে ভারত সরকার ও জনগণের প্রতি ওই ঘটনার জন্য দুঃখ ও সহানুভূতি প্রকাশ করেছেন। তিনি সন্ত্রাসবাদ মোকাবেলায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা এবং এই অভিন্ন হুমকির বিরুদ্ধে সংহতির প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

নরেন্দ্র মোদীও পেহেলগাম সন্ত্রাসী ঘটনার বিস্তারিত উল্লেখ করে এবং সন্ত্রাসবাদের সাথে ইরানি জাতির তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, তার বেদনাদায়ক অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে ইরান অন্য যেকোনো দেশের চেয়ে ভারতীয় জনগণের অনুভূতি ও কষ্ট ভালোভাবে বুঝতে পারে। মোদি বলেন আপনার দৃষ্টিভঙ্গির সাথে আমরা সম্পূর্ণ একমত যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এ অঞ্চলের দেশগুলোর মধ্যে ব্যাপক ঐক্য এবং সহযোগিতা প্রয়োজন।

মন্তব্য

আন্তর্জাতিক
Cardinals are ready to determine the date of Conclave in the new pope selection

নতুন পোপ নির্বাচনে কনক্লেভের তারিখ নির্ধারণের জন্য কার্ডিনালরা প্রস্তুত

নতুন পোপ নির্বাচনে কনক্লেভের তারিখ নির্ধারণের জন্য কার্ডিনালরা প্রস্তুত ছবি: সংগৃহীত

পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর, বিশ্বের ১.৪ বিলিয়ন ক্যাথলিকের একজন নতুন নেতা নির্বাচনের জন্য সোমবার কনক্লেভের তারিখ নির্ধারণ করার কথা লাল টুপি পরা কার্ডিনালদের। ভ্যাটিকান সিটি থেকে এএফপি এ খবর জানায়।

২১ এপ্রিল ৮৮ বছর বয়সী আর্জেন্টাইন পোপের মৃত্যুর পর থেকে বিশ্বজুড়ে কয়েক ডজন তথাকথিত ‘চার্চের রাজপুত্র’ ভ্যাটিকানে জড়ো হচ্ছেন।

শনিবার এক অন্ত্যেষ্টিক্রিয়ার ভেতর দিয়ে ফ্রান্সিসকে সমাহিত করা হয়। এ সময় রাজপরিবার, বিশ্বনেতা ও সাধারণ তীর্থযাত্রীসহ সেন্ট পিটার্স স্কয়ার ও তার বাইরে ৪ লাখ মানুষের সমাগম ঘটে।

ভ্যাটিকানের দেয়ালের বাইরে সমাহিত হওয়ার সিদ্ধান্ত রেখে যান ‘দরিদ্রদের পোপ’। রোমের সান্তা মারিয়া ম্যাগিওর ব্যাসিলিকায় তাঁর মার্বেল সমাধি দেখতে রোববারও বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়।

বিশ্বজুড়ে দ্বন্দ্ব ও কূটনৈতিক সংকটের মধ্যে, ফ্রান্সিসের অধীনে থাকা পররাষ্ট্রমন্ত্রী ইতালীয় কার্ডিনাল পিয়েট্রো প্যারোলিন অনেকের কাছেই পোপের উত্তরসূরি হিসেবে প্রিয়।

তিনি পোপের নিকটতম উপদেষ্টা যাকে পোপের দ্বিতীয় নম্বর হিসেবে দেখা হয়।

ব্রিটিশ বুকমেকার উইলিয়াম হিলকে ম্যানিলার মেট্রোপলিটন আর্চবিশপ এমেরিটাস ফিলিপিনো লুইস আন্তোনিও ট্যাগলের চেয়ে কিছুটা এগিয়ে রেখেছেন, তারপরের স্থানে রয়েছেন ঘানার কার্ডিনাল পিটার টার্কসন।

পরবর্তী অবস্থানে রয়েছেন জেরুজালেমের ল্যাটিন প্যাট্রিয়ার্ক পিয়েরবাত্তিস্তা পিজ্জাবাল্লা, গিনির কার্ডিনাল রবার্ট সারা এবং বোলোগনার আর্চবিশপ মাত্তেও জুপ্পি।

রোববার ফ্রান্সিসের সমাধি দেখতে আসা তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ৪৪ বছর বয়সী রিকার্ডো ক্রুজ বলেন, একজন ফিলিপিনো হিসেবে তিনি আশা করছেন পরবর্তী পোপ এশিয়া থেকে আসবেন, কিন্তু একজন ক্যাথলিক হিসেবে তিনি আশা করেন কার্ডিনালরা ‘সঠিক পোপ’ বেছে নেবেন।

রোমের পন্টিফিকাল গ্রেগরিয়ান বিশ্ববিদ্যালয়ের গির্জার ইতিহাস ও সংস্কৃতির অধ্যাপক রবার্তো রেগোলি এএফপিকে বলেন, কার্ডিনালরা ‘এমন কাউকে খুঁজে বের করার চেষ্টা করবেন যিনি বৃহত্তর ঐক্য গড়ে তুলতে জানেন।’

তিনি বলেন, ‘আমরা এমন এক সময়ে আছি যেখানে ক্যাথলিক ধর্ম বিভিন্ন মেরুকরণের মধ্য দিয়ে যাচ্ছে, তাই আমি কল্পনাও করি না যে খুব দ্রুত একটি সম্মেলন হবে।’

ফ্রান্সিসের মৃত্যুর পর থেকে কার্ডিনালরা শেষকৃত্য এবং তার পরেও সিদ্ধান্ত নেওয়ার জন্য সাধারণ সভা করেছেন।

সোমবার স্থানীয় সময় সকাল ৯টায় (গ্রিনীচ মান সময় ০৭০০ টায়) তারা তাদের পঞ্চম সভা করবেন, যেখানে তাদের একটি সম্মেলনের তারিখ নির্ধারণ করার সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন ৪ মে পোপের নয় দিনের শোক শেষের নির্ধারিত ক্ষণ শেষের কিছু পর ৫ অথবা ৬ মে সভাটি অনুষ্ঠিত হতে পারে।

মন্তব্য

আন্তর্জাতিক
Stop the ammunition contract Putin to Trump

'গোলাগুলি থামান', 'চুক্তি সই করুন' : পুতিনকে ট্রাম্প

'গোলাগুলি থামান', 'চুক্তি সই করুন' : পুতিনকে ট্রাম্প ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, তিনি চান রাশিয়ার ভ্লাদিমির পুতিন 'গোলাগুলি থামান' এবং একটি শান্তি চুক্তিতে সই করুন।

ভ্যাটিকানে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের এক দিন পর মার্কিন নেতা একথা বললেন।

ট্রাম্প তার শপথ গ্রহণের আগে দাবি করেছিলেন যে তিনি এক দিনের মধ্যে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ থামিয়ে দিতে পারবেন, শপথ নেওয়ার পর থেকে যুদ্ধ থামাতে একটি কূটনৈতিক প্রয়াস শুরু করেন।

এখন পর্যন্ত এই প্রচেষ্টায় কোন ফলাফল না এলেও, ট্রাম্প বলেছেন, 'যেহেতু আমি চাই তিনি গোলাগুলি থামান, বসে আলোচনা করুন এবং একটি চুক্তিতে সই করুন।'

যুক্তরাষ্ট্রের বেডমিনস্টার থেকে এএফপি জানায়, এয়ার ফোর্স ওয়ানে চড়ে ওয়াশিংটনের উদ্দেশে রওয়ান হওয়ার আগে মরিসটাউন বিমানবন্দরে ট্রাম্প এই মন্তব্য করেন। এর আগে শনিবার তিনি রোমে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেন।

ট্রাম্প ইউক্রেনে তিন বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের জন্য মার্কিন প্রস্তাবিত শান্তি পরিকল্পনার দিকে ইঙ্গিত করে বলেন, 'আমার মনে হয়, আমাদের কাছে একটি চুক্তির কাঠামো আছে, এবং আমি চাই তিনি তা স্বাক্ষর করুন।'

ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে একটি অপ্রীতিকর টেলিভিশন সাক্ষাৎকারের পর ট্রাম্প রোমে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রথমবারের মতোইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মুখোমুখি হন।

সেন্ট পিটার্স ব্যাসিলিকায় তাদের সংক্ষিপ্ত কথোপকথনের পরে, ট্রাম্প পুতিন আদৌ যুদ্ধ শেষ করতে চান কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।এ যুদ্ধ পূর্ব ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল ধ্বংস করেছে এবং হাজারো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

রোববার ট্রাম্প আরও বলেন, তিনি মনে করেন জেলেনস্কি রাশিয়া কর্তৃক ২০১৪ সালে দখল করে নেয়া ক্রিমিয়ার দাবি ত্যাগ করে শান্তি চুক্তি করতে প্রস্তুত।

'ওহ, আমি তাই মনে করি,' এক প্রশ্নের জবাবে ট্রাম্প এ কথা বলেন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল জেলেনস্কি ২০১৪ সালে রাশিয়ার অধিকৃত এই ভূখণ্ড ছাড়তে রাজি হবে বলে তিনি মনে করেন কি না।

রাশিয়া দাবি করেছে যে তারা যুদ্ধবিধ্বস্ত ইইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় চারটি অঞ্চল অঙ্গীভূত করেছে, তবে অঞ্চলগুলোতে তাদের পুরো সামরিক নিয়ন্ত্রণ নেই।

মন্তব্য

আন্তর্জাতিক
Putin is playing Trump

ট্রাম্পকে খেলাচ্ছেন পুতিন!

ট্রাম্পকে খেলাচ্ছেন পুতিন!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভ্যাটিকানের ব্যাসিলিকা প্রাসাদে আলোচনা করেছেন। ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে এই আলোচনা হয়। আলোচনার পর ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, তার মনে হচ্ছে পুতিন ‘যুদ্ধ থামাতে চান না’ এবং পুতিন তাকে ‘খেলাচ্ছেন।’ ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস জানিয়েছে, পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের আগে ইউক্রেনীয় নেতার সঙ্গে ট্রাম্পের বৈঠকটি ‘খুবই ফলপ্রসূ’ ছিল। অন্যদিকে, জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনাটি ছিল ‘প্রতীকী।’ তিনি বলেন, ‘যদি আমরা যৌথ ফল অর্জন করতে পারি, তবে এটি ঐতিহাসিক হওয়ার সম্ভাবনা রাখে।’

গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে সাক্ষাতের পর এটি ছিল ট্রাম্প ও জেলেনস্কির প্রথম মুখোমুখি বৈঠক। সেই সাক্ষাতে ট্রাম্প ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউক্রেনীয় নেতাকে ব্যাপক তিরস্কার করেন। তারা ইউক্রেনকে দেওয়া মার্কিন সহায়তার প্রতি অকৃতজ্ঞতার অভিযোগও এনেছিলেন।

জেলেনস্কির সঙ্গে আলোচনার পর ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পুতিনের সমালোচনা করে একটি পোস্ট করেন। ট্রাম্প লেখেন, ‘গত কয়েক দিন ধরে বেসামরিক এলাকা, শহর ও নগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পুতিনের কোনো কারণ ছিল না। এটি আমাকে ভাবতে বাধ্য করছে, সম্ভবত তিনি যুদ্ধ থামাতে চান না, তিনি শুধু আমাকে খেলিয়ে যাচ্ছেন। তার সঙ্গে ভিন্নভাবে মোকাবিলা করতে হবে, ব্যাংকিং বা দ্বিতীয় নিষেধাজ্ঞার মাধ্যমে? অনেক মানুষ মারা যাচ্ছে!’

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ অবসানের প্রচেষ্টায় ওয়াশিংটন দুই দেশের মধ্যে জোরালো মধ্যস্থতা করছে। রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে আক্রমণ করার পর থেকে যুদ্ধ চলছে। গত শুক্রবার ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক করেন। তিনি তিন ঘণ্টা ধরে ওয়াশিংটনের শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করেন।

এই বৈঠকের বিষয়ে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে অ্যাকাউন্টে লেখেন, ‘বেশির ভাগ মৌলিক বিষয়ে একমত হওয়া গেছে।’ তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তিনি কিয়েভ এবং মস্কোর নেতাদের মধ্যে একটি বৈঠকের আহ্বান জানিয়েছেন। এই বৈঠকে যুদ্ধবিরতি চুক্তি সই করা হবে। তিনি বলেন, চুক্তিটি ‘খুব নিকটবর্তী।’

ট্রাম্প চুক্তি নিয়ে আগ্রহী হলেও, শান্তি প্রতিষ্ঠায় মার্কিন পরিকল্পনা এবং ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্রদের কাছে গ্রহণযোগ্য যুদ্ধবিরতির শর্তাবলির মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়ে গেছে। রয়টার্স শুক্রবার শান্তির দুটি ভিন্ন পরিকল্পনা প্রকাশ করেছে। এতে দেখা গেছে, যুক্তরাষ্ট্র মস্কোকে অধিকৃত অঞ্চল ধরে রাখার প্রস্তাব দিচ্ছে। এর মধ্যে কৌশলগত ক্রিমিয়া উপদ্বীপও রয়েছে, যা রাশিয়া ২০১৪ সালে নিজেদের সঙ্গে যুক্ত করে নেয়।

ইউক্রেন এবং ইউরোপীয় দেশগুলোর কাছে এটি শুরুতেই অগ্রহণযোগ্য বলে মনে হচ্ছে। জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, এই অঞ্চল ‘ইউক্রেনীয় জনগণের সম্পত্তি।’ ইউক্রেনীয় প্রেসিডেন্ট কিয়েভে সাংবাদিকদের বলেন, ‘আমাদের অবস্থান অপরিবর্তিত। ইউক্রেনের সংবিধান বলছে, সব সাময়িকভাবে দখলকৃত অঞ্চল...ইউক্রেনের অংশ।’

মস্কো মার্কিন শান্তিচুক্তিতে সম্মত হবে কি না তা এখনো স্পষ্ট নয়। এই চুক্তিকে রাশিয়ার জন্য যথেষ্ট ছাড় হিসেবে দেখা হচ্ছে। গত শনিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের সব সৈন্যকে রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটি মস্কোর একটি প্রধান লক্ষ্য ছিল। ইউক্রেনীয় কর্মকর্তারা এই দাবি অস্বীকার করেছেন।

যুদ্ধবিরতি চুক্তির কারিগরি বিষয়গুলো এখনো ঠিক করতে হবে। এর মধ্যে রয়েছে- রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা কীভাবে প্রত্যাহার করা হবে এবং ইউক্রেনকে কী ধরনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হবে। ট্রাম্প শুক্রবার স্বীকার করেছেন, আলোচনা ‘খুবই ভঙ্গুর।’ তিনি সতর্ক করেছেন, দুই পক্ষ শিগগিরই একটি চুক্তিতে না পৌঁছালে যুক্তরাষ্ট্র তার মধ্যস্থতা প্রচেষ্টা বন্ধ করে দেবে।

মন্তব্য

তাইওয়ানে অবৈধভাবে বাস করা চীনাদের ওপর ধরপাকড়

তাইওয়ানে অবৈধভাবে বাস করা চীনাদের ওপর ধরপাকড়

চীনা নাগরিকদের মধ্যে যারা অবৈধভাবে তাইওয়ানে বসবাস করছেন, তাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এ পর্যন্ত ২০ জন তাইওয়ানের নাগরিকত্ব বাতিলসহ চীনা বংশোদ্ভূত কয়েক হাজার তাইওয়ানবাসীর নথিপত্রের তদন্ত চলমান রয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে এমন বলা হয়েছে।

তাইওয়ানের আইন অনুযায়ী, দেশটির নাগরিকদের চীনের নাগরিকত্ব রাখার অনুমতি নেই। যেকারণে গত কয়েক দশকে চীনের নাগরিকত্ব থাকায় শত শত বাসিন্দার তাইওয়ানিজ নাগরিকত্ব কার্যত্ বাতিল করে দেওয়া হয়েছে।

তবে সাম্প্রতিক সময়ে শুরু হওয়া এই অভিযান বিতর্কের জন্ম দিয়েছে। প্রকাশ্যে তিনজন নারীর নাগরিকত্ব বাতিল করেছে তাইওয়ান সরকার। পাশাপাশি দেশটির ১০ হাজারের বেশি নাগরিক; যারা চীনে জন্মগ্রহণ করলেও তাইওয়ানেই স্থায়ীভাবে বসবাস করছেন, তাদের একটি অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়ায় এই অভিযানের সমালোচনা শুরু হয়েছে।

নাগরিকদের পরিচয়, আনুগত্য, রাজনৈতিক স্বাধীনতা ও দেশের নিরাপত্তার মধ্যে সরকার সামঞ্জস্য বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেন অনেক তাইওয়ানিজ।

এই অভিযান ও বিতর্কের সূত্রপাত হয় গত ডিসেম্বরে অনলাইনে প্রকাশিত একটি প্রামাণ্যচিত্রকে ঘিরে। চীন গোপনে তাইওয়ানের মানুষকে তাদের দেশের নাগরিকত্ব প্রদান করছে বলে দেখানো হয় সেখানে।

প্রামাণ্যচিত্রে তিনজন ব্যক্তির তথ্য উপস্থাপন করা হয়, যারা চীনের ফুজিয়ান প্রদেশে গিয়ে বাস করতে শুরু করেছিলেন এবং চীনের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছিলেন।

এই প্রামাণ্যচিত্র প্রকাশের পর চীনের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানায় তাইওয়ান সরকার। তাইওয়ানের ওপর চীনা কর্তৃত্ব বজায় রাখার অপচেষ্টা থেকেই এই কাজ করা হয়েছে বলে মন্তব্য করে দেশটির মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল (এমএসি)।

প্রামাণ্যচিত্রের সেই তিনজনের মধ্যে একজন সু শিহ। তার ভাষ্যে, ফুজিয়ান প্রদেশে অনেক তাইওয়ানিজ রয়েছে, পাশাপাশি সেখানকার সরকারও উদ্যোক্তাদের নানা রকম ভর্তুকি দিয়ে সহায়তা করেন— এমনটা শুনেই তিনি সেখানে গিয়েছিলেন।

সু জানান, সেখানে গিয়ে চীনের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন বলে জেনেছিলেন তিনি। এটি তার ব্যবসার জন্য সুবিধাজনক হতে পারে ভেবে তিনি আবেদন করেছিলেন বলে দাবি করেন।

তবে তাইওয়ানের আইনে এই নাগরিকত্ব অবৈধ। যদিও সুয়ের দাবি, অনেক তাইওয়ানিজেরই ফুজিয়ানের নাগরিকত্ব রয়েছে, তারা মূলত এখন রাজনৈতিক দ্বন্দ্বের শিকার।

চীন-তাইওয়ান দ্বন্দ্ব কেন?

তাইওয়ানকে নিজেদের একটি প্রদেশ বলে দাবি করে বেইজিং। অন্যদিকে নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি তাইওয়ানের। এ নিয়ে এই অঞ্চলগুলোর বৈরিতা বহু পুরনো।

সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়েছে আরও কয়েকগুণে। তাইওয়ান শান্তিপূর্ণভাবে চীনের সঙ্গে একীভূত না হলে সামরিক অভিযানের মাধ্যমে অঞ্চলটির নিয়ন্ত্রণ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) সরকার। এমনকি তাইওয়ানের অভ্যন্তরেও সাধারণ নাগরিকসহ সরকার ও সামরিক বাহিনীতে সিসিপি সমর্থিত অনেকে গুপ্তচরবৃত্তি ও তৎপরতা চালান বলে তাইওয়ানের অভিযোগ।

তবে অঞ্চল দুটির মধ্যে উত্তেজনা থাকা সত্ত্বেও চীনের অনেক নাগরিকই তাইওয়ানে বসবাস করে আসছিলেন, আবার তাইওয়ানেরও প্রায় এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ চীনে বাস করেন।

তবে গত মার্চে দেশটির অভ্যন্তরে চীনের চলমান গোপন তৎপরতা বন্ধের দাবিতে দুই অঞ্চলের মধ্যে ভ্রমণ ও পুনর্বাসনে কড়াকড়ি আরোপ করেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে।
সে সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনের কর্তৃত্ব নিয়ে সামাজিকমাধ্যমে প্রচারণা চালানোর অভিযোগে তিন চীনা বংশোদ্ভূত নারীর ভিসা বাতিল করে তাইওয়ান সরকার। পরে ওই নারীর তাইওয়ানিজ স্বামী ও সন্তানকে ছেড়ে তাকে চীনে ফেরত পাঠানো হয়।

তাইওয়ানের এ পদক্ষেপের সমালোচনা করে দেশটির বিরোধী রাজনৈতিক দলের নেতারা বলেন, তাড়াহুড়ো করে নথিপত্র ঠিকভাবে যাচাই-বাছাই না করেই লোকজনকে নির্বাসিত করা হচ্ছে। স্থানীয় কিছু মানুষজন অভিযোগ করেন, প্রেসিডেন্ট লাই বাক স্বাধীনতা সীমিত করছেন। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট লাই।

লাই জানান, নাগরিকত্ব বাতিল করার আগে দেশটির সরকারি কর্মকর্তা, শিক্ষক, সেনা সদস্যদের কাছে জানতে চাওয়া হয়েছে— তাদের কখনো চীনের নাগরিকত্ব ছিল না। তাছাড়া ১০ হাজারের বেশি সাধারণ জনগণকেও চীনের হুকু (স্থায়ীভাবে চীনের থাকার জন্য এটি দরকার) বাতিলের নথি দাখিল করতে বলা হয়। যারা দাখিল করেনি তাদের বিষয়ে অনুসন্ধান চলছে।

চলতি মাসের শুরুর দিকে হুকু বাতিলের প্রমাণ দাখিল না করার জন্য তদন্ত শুরু করেছে তাইওয়ানের জাতীয় অভিবাসন সংস্থা (এনআইএ)। এনআইএ জানায়, যারা হুকু বাতিল করার কাগজ জমা দিয়েছেন, তারা পুনরায় তাইওয়ানের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে।

তবে তাইওয়ানের সাম্প্রতিক এই পদক্ষেপ নেতিবাচক প্রভাব ফেলতে পারে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দেশটির এক বিশ্ববিদ্যালয় শিক্ষক লিও মেই জুন বলেন, এই নির্বাসন অভিযানে ক্ষতিগ্রস্তদের ক্ষোভ কাজে লাগিয়ে চীনা সরকারকে তাদের উদ্দেশ্য বাস্তবায়নের সুযোগ করে দিতে পারে। এতে বেইজিংয়ের প্রপাগান্ডারই বিজয় হবে বলে মন্তব্য করেন তিনি।

মন্তব্য

আন্তর্জাতিক
Important Philippines occupied controversial coral reefs to military posts China Report

গুরুত্বপূর্ণ ফিলিপাইন সামরিক পোস্টের কাছে বিতর্কিত প্রবালপ্রাচীর দখল করল চীন

গুরুত্বপূর্ণ ফিলিপাইন সামরিক পোস্টের কাছে বিতর্কিত প্রবালপ্রাচীর দখল করল চীন

চীনের উপকূলরক্ষী বাহিনী দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের একটি প্রধান সামরিক ঘাঁটির কাছে বিতর্কিত একটি প্রবালপ্রাচীরের নিয়ন্ত্রণ নিয়েছে। বেইজিংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার এ তথ্য জানিয়েছে। এ ঘটনা ম্যানিলার সঙ্গে চীনের দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

বেইজিং থেকে এএফপি জানায়, চীন প্রায় পুরো দক্ষিণ চীন সাগরের ওপর সার্বভৌমত্ব দাবি করে আসছে এবং এই দাবির বিরুদ্ধে আঞ্চলিক অন্যান্য দেশের আপত্তি ও আন্তর্জাতিক আদালতের রায়কে আমলে নেয়নি।

চীন ও ফিলিপাইন গত কয়েক মাস ধরে ওই বিতর্কিত জলসীমায় একাধিকবার মুখোমুখি হয়েছে। এদিকে ফিলিপাইন বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় পরিসরের যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে, যাকে চীন ‘অস্থিতিশীলতাকে উসকে দেওয়া’ বলছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি শনিবার জানিয়েছে, এপ্রিলের মাঝামাঝি সময়ে চীনের উপকূলরক্ষী বাহিনী ‘টাইশিয়ান রিফ’ বা ‘স্যান্ডি কেই’-তে সমুদ্র নিয়ন্ত্রণ কার্যকর করে।

ছোট্ট এই বালুচর স্প্রাটলি দ্বীপপুঞ্জের অংশ এবং থিতু দ্বীপের (ফিলিপাইন ভাষায় ‘পাগ-আসা’) কাছাকাছি, যেখানে একটি ফিলিপাইন সামরিক স্থাপনা রয়েছে।

সিসিটিভি জানায়, উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা স্যান্ডি কেই-তে নেমে ‘সার্বভৌমত্ব ও অধিক্ষেত্র প্রয়োগ’, ‘পরিদর্শন’ এবং ‘ফিলিপাইনের বেআইনি কার্যকলাপের ভিডিও প্রমাণ সংগ্রহ’ করেছে।

প্রতিবেদনে একটি ছবি প্রকাশ করা হয় যেখানে দেখা যায়, পাঁচজন কালো পোশাকধারী ব্যক্তি নির্জন ওই প্রবালপ্রাচীরে দাঁড়িয়ে আছেন এবং পাশে একটি কালো রঙের রাবার নৌকা ভাসছে।
আরেকটি ছবিতে চারজন উপকূলরক্ষী সদস্যকে জাতীয় পতাকার সাথে প্রবালপ্রাচীরের ওপর পোজ দিতে দেখা যায়, যেটিকে সিসিটিভি ‘সার্বভৌমত্বের শপথ’ বলে উল্লেখ করে।

সিসিটিভি আরও জানায়, তারা প্রবালপ্রাচীর থেকে ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল, কাঠের টুকরো এবং অন্যান্য আবর্জনা পরিষ্কার করেছে।

দ্য ফাইন্যান্সিয়াল টাইমস এক অজ্ঞাতনামা ফিলিপাইন সামুদ্রিক কর্মকর্তার বরাতে জানিয়েছে, পতাকা উত্তোলনের পর চীনা উপকূলরক্ষীরা ওই এলাকা ছেড়ে গেছে।

এখনও পর্যন্ত চীন প্রবালপ্রাচীরে স্থায়ীভাবে বসতি স্থাপন বা কোনো স্থাপনা নির্মাণ করেছে, তার কোনো চিহ্ন পাওয়া যায়নি।

গত কয়েক মাসে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলগুলোর পরিবেশগত ক্ষয়ক্ষতির জন্য চীন ও ফিলিপাইন পরস্পরকে দায়ী করে আসছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া শুক্রবার জানায়, দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, বেইজিংয়ের ভূমি পুনরুদ্ধার কর্মকাণ্ডে স্থানীয় পরিবেশের কোনো ক্ষতি হয়নি, ম্যানিলার অভিযোগ মিথ্যা।

থিতু দ্বীপে ফিলিপাইনের সেনা উপস্থিত রয়েছে এবং ২০২৩ সালে সেখানে একটি উপকূলরক্ষী পর্যবেক্ষণ কেন্দ্র চালু করে ম্যানিলা, চীনের ‘আক্রমণাত্মক মনোভাব’ মোকাবিলার প্রচেষ্টার অংশ হিসেবে।

সোমবার থেকে ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তিন সপ্তাহব্যাপী বার্ষিক যৌথ মহড়া ‘বালিকাতান’ (অর্থাৎ ‘কাঁধে কাঁধে’) শুরু করেছে। এবারের মহড়ায় প্রথমবারের মতো সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অনুশীলন অন্তর্ভুক্ত করা হয়েছে।

ম্যানিলায় উদ্বোধনী অনুষ্ঠানে ইউএস মেরিন কর্পসের লেফটেন্যান্ট জেনারেল জেমস গ্লিন বলেন, দুই পক্ষ কেবল ১৯৫১ সালের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি রক্ষার সংকল্পই প্রদর্শন করবে না, বরং তা বাস্তবায়নের ‘অতুলনীয় সক্ষমতাও’ দেখাবে।

তিনি বলেন, ‘‘কোনো কিছুর চেয়ে দ্রুত বন্ধন গড়ে তোলে যৌথ প্রতিকূলতার অভিজ্ঞতা।’’ তবে কোনো নির্দিষ্ট হুমকির নাম তিনি উল্লেখ করেননি।

চীন এ মহড়াকে ‘আঞ্চলিক কৌশলগত স্থিতিশীলতার জন্য হুমকি’ বলে অভিহিত করেছে এবং ম্যানিলাকে ‘বহিঃআঞ্চলিক দেশগুলোর সঙ্গে ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগ করেছে।

মন্তব্য

p
উপরে