ইউরোপের ৫৩টি দেশে বর্তমানে উদ্বেগজনক হারে করোনাভাইরাসের বিস্তার বেড়ে চলছে। এ হার অব্যাহত থাকলে আগামী ফেব্রুয়ারির মধ্যে মহাদেশটিতে আরও পাঁচ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, ইউরোপ থেকে শুরু করে সামনের কয়েক সপ্তাহে নতুন করে মহামারি করোনার উর্ধ্বগতি দেখা দিতে পারে সুদূর মধ্য এশিয়া পর্যন্ত। কিংবা যদি বর্তমান ভাইরাসটির বিস্তারের বর্তমান গতিও অব্যাহত থাকে, তাহলেও ঝুঁকি এড়াতে পারবে না বিশাল এ অঞ্চল।
ডব্লিউএইচওর ইউরোপ অঞ্চলের প্রধান ড. হ্যান্স ক্লুগে জানান, এরই মধ্যে অঞ্চলটিতে মহামারি নতুন মাত্রা নিয়েছে। সংক্রমণ শনাক্তের সংখ্যা আবারও পূর্ববর্তী রেকর্ডের কাছাকাছি পৌঁছেছে, একই সঙ্গে বেড়েছে সংক্রমণের গতি।
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ডব্লিউএইচওর ইউরোপ অঞ্চলের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ড. ক্লুগে বলেন, ‘মহামারির আরেকটি গুরুতর ধাপে পৌঁছেছি আমরা। ইউরোপ আবারও মহামারির কেন্দ্র হয়ে উঠেছে, ঠিক এক বছর আগে যেখানে আমরা ছিলাম।’
তিনি জানান, আগের বারের চেয়ে এখন ভাইরাসটি সম্পর্কে স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও বিশদে জানে এবং লড়াইয়ের হাতিয়ারও আগের চেয়ে উন্নত। তার মতে, বর্তমানে করোনার সংক্রমণ বেড়ে চলার নেপথ্যে রয়েছে কিছু এলাকায় শিথিল স্বাস্থ্যবিধি ও টিকাদানের গতি কম হওয়া।
গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে ইউরোপের ৫৩ দেশে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা দ্বিগুণ হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে অঞ্চলটি আগামী চার মাসের মধ্যে আরও পাঁচ লাখ মৃত্যু দেখবে।
ডব্লিউএইচও ইউরোপের তথ্য অনুযায়ী, অঞ্চলটিতে এক সপ্তাহে করোনা শনাক্তের সংখ্যা ১৮ লাখে পৌঁছেছে, যা আগের সপ্তাহের চেয়ে ছয় শতাংশ বেশি। একই সময়ে মৃত্যু ১২ শতাংশ বেড়ে পৌঁছেছে ২৪ হাজারে।
অঞ্চলটিতে গড়ে ৪৭ শতাংশ মানুষ করোনা প্রতিরোধী টিকার ডোজ সম্পন্ন করেছে। মাত্র আটটি দেশে মোট জনগোষ্ঠীর ৭০ শতাংশের ডোজ পূর্ণ হয়েছে।
জেনেভায় ডব্লিউএইচওর প্রধান কার্যালয় থেকে বুধবার জানানো হয়, টানা পঞ্চম সপ্তাহের মতো ইউরোপে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। বর্তমানে সারা বিশ্বে কেবল এই একটি অঞ্চলে করোনা বাড়ছে। ইউরোপে সংক্রমণের বর্তমান হার মহামারির ২২ মাসের মধ্যে সর্বোচ্চ; প্রতি লাখে আক্রান্ত ১৯২ জন।
সারা বিশ্বে করোনায় এ পর্যন্ত মারা গেছে ৫০ লাখ ৪০ হাজারের বেশি মানুষ, অঞ্চলের হিসেবে প্রাণহানির শীর্ষে ইউরোপ। অঞ্চলটিতে করোনায় মৃত্যু হয়েছে ১৩ লাখের বেশি মানুষের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স ও জার্মানিতে।
আরও পড়ুন:এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার এই সময়কালে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৭ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪০৫ জন ডেঙ্গু রোগী।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪৯৪ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৮ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৫১ দশমিক ৪ শতাংশ নারী।
আর চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ ডিসেম্বর রোববার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৯২ হাজার ৩৫১ জন। তাদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক ৮ শতাংশ নারী।
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে সাতজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বৃহস্পতিবার এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৫৪৭ জন রোগী।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৮২ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৮ দশমিক ৫ শতাংশ পুরুষ ও ৫১ দশমিক ৫ শতাংশ নারী।
আর চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২৮ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৯০ হাজার ৪৪০ জন। তাদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক ৮ শতাংশ নারী।
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে চারজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দেশে এসব মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঘটনা ঘটেছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩৫৬ জন ডেঙ্গু রোগী।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৭৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৮ দশমিক ৪ শতাংশ পুরুষ ও ৫১ দশমিক ৬ শতাংশ নারী।
আর চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর বুধবার পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৮৯ হাজার ৬০৩ জন। তাদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক ৮ শতাংশ নারী।
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর পাশাপাশি ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬০ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৪৩০ জন ডেঙ্গু রোগী।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৭১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৮ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৫১ দশমিক ৪ শতাংশ নারী।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন মোট ৮৮ হাজার ৭১৫ জন। তাদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক ৮ শতাংশ নারী।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগসহ কয়েকটি বিভাগে অভিযান চালিয়ে নারী-পুরুষ মিলে ২১ দালালকে আটক করে যৌথ বাহিনী। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়।
ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জরুরি বিভাগ, বহির্বিভাগ, নতুন ভবন প্যাথলজি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন স্থান থেকে এসব দালালকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সুমন (সাজা তিন মাস), সাইদুর রহমান (সাজা এক মাস), শিশির আহমেদ (জরিমানা এক হাজার টাকা), কাউসার (সাজা এক মাস), আরিফ (রাজা তিন মাস), নজরুল ইসলাম (সাজা এক মাস), সাগর (সাজা ১৬ দিন), রিমন (সাজা তিন মাস), জয়দেব বর্মণ (জরিমানা এক হাজার টাকা), মাহমুদা বেগম (সাজা তিনদিন), মুনতাহার বেগম (জরিমানা এক হাজার টাকা), মমতাজ বেগম (সাজা সাতদিন) শেফালী আক্তার (সাজা তিন দিন), মোর্শেদা বেগম (জরিমানা এক হাজার টাকা), শাহিনুর বেগম (সাজা এক মাস), শাহনাজ বেগম (জরিমানা এক হাজার টাকা), শিউলি বেগম (জরিমানা এক হাজার টাকা), শিউলি বেগম (জরিমানা এক হাজার টাকা), মর্জিনা বেগম (জরিমানা এক হাজার টাকা), সাইফুল (সাজা সাত দিন) ও রাজিব (সাজা সাত দিন)।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে দীর্ঘদিন ধরে ঢাকা মেডিক্যালে দালাল চক্রের বিষয়ে অভিযোগ ছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সহায়তায় হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে ওই ২১ জনকে আটক করা হয়েছে। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, ‘দালাল চক্র নির্মূলে নিয়মিত অভিযান চলবে। এদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। আমরা চাই দালালমুক্ত ঢাকা মেডিক্যাল। এখানে চিকিৎসা নিতে এসে কোনো রোগী বা তাদের স্বজন যেন প্রতারণার শিকার না হোন তা নিশ্চিত করা হবে।’
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে চলতি বছরে একদিনে রেকর্ড ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার এই সময়কালে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম রোববার এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, ডেঙ্গু জ্বরে নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮৭ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯২ জন ডেঙ্গু রোগী।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি এলাকায় পাঁচজন, দক্ষিণ সিটি এলাকায় চারজন এবং খুলনা বিভাগে দুজন মারা গেছেন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি নভেম্বর মাসে এখন পর্যন্ত ১৪৪ জন মারা গেছেন। এর আগে আগস্টে ৩০ জন, সেপ্টেম্বরে ৮৭ জন ও অক্টোবরে ১৩৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান।
সব মিলে ডেঙ্গ আক্রান্ত হয়ে চলতি বছরের এ পর্যন্ত ৪৫৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪৯ শতাংশ পুরুষ এবং ৫১ শতাংশ নারী।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ নভেম্বর রোববার পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৮৬ হাজার ৭৯১ জন। তাদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক ৮ শতাংশ নারী।
আরও পড়ুন:এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে একদিনে ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ১৪ এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এই সময়কালে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম শনিবার নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯৪ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩৯২ জন ডেঙ্গু রোগী।
চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মাট ৪৪৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪৮ দশমিক ৯ শতাংশ পুরুষ ও বাকি ৫১ দশমিক ১ শতাংশ নারী।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার (২৩ নভেম্বর) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন মোট ৮৫ হাজার ৭১২ জন। তাদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক ৮ শতাংশ নারী।
মন্তব্য