× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

আন্তর্জাতিক
The Facebook chief responded to the controversy
google_news print-icon

বিতর্কের জবাব দিলেন ফেসবুকপ্রধান

বিতর্কের-জবাব-দিলেন-ফেসবুকপ্রধান
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ (ডানে)। ফাইল ছবি
এর আগে গত তিন মাসে ৯০০ কোটি ডলার লাভ করার তথ্য প্রকাশ করে ফেসবুক। অর্থাৎ নানা কেলেঙ্কারি আর বিতর্কে জড়ালেও আয় কমেনি প্রতিষ্ঠানটির। উল্টো চলতি বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে লাভের পরিমাণ প্রত্যাশার চেয়েও বেশি। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১২ মাসে ফেসবুকের গ্রাহকসংখ্যা ছয় শতাংশ বেড়ে ২৯১ কোটিতে পৌঁছেছে।

উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেসবুককে বিতর্কিত করে তোলার চেষ্টা চলছে বলে দাবি করেছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি বলেন, ‘ফাঁস হওয়া নথির সুনির্দিষ্ট কিছু অংশ জনগণের সামনে তুলে ধরতে এবং ভুল ব্যাখ্যা করতে এক ধরনের সমন্বিত চেষ্টা চলছে।’

ফেসবুকের বিরুদ্ধে সম্প্রতি প্রতিষ্ঠানটির একাধিক সাবেক কর্মী অনৈতিক আচরণের অভিযোগ আনে। তথ্য প্রকৌশলী ফ্রান্সেস হাওগেনের অভিযোগ, ব্যবহারকারীদের নিরাপত্তার চেয়েও আর্থিক লাভের পরিমাণ বাড়ানো নিয়ে বেশি উদ্বিগ্ন ফেসবুক।

অভিযোগের সত্যতা প্রমাণে অভ্যন্তরীণ নথি প্রকাশ করেছেন হাওগেন। সেসব নথি বিশ্লেষণ করে চলতি সপ্তাহেই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, বিদ্বেষমূলক বক্তব্য ও যুক্তরাষ্ট্রের বাইরে নারী পাচারবিষয়ক কনটেন্ট ছড়ানো ঠেকাতে নিয়মিত ব্যর্থ হয়েছে ফেসবুক।

সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, ব্যবহারকারীদের ওপর কীভাবে ফেসবুক প্রভাব ফেলে, সে বিষয়ে প্রতিষ্ঠানটির নিজস্ব গবেষণায় প্রাপ্ত তথ্যের সাফাই গেয়েছেন জাকারবার্গ।

বিনিয়োগকারীদের সঙ্গে সোমবার এক কনফারেন্স কলে তিনি বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের একটি মিথ্যা ছবি চিত্রায়িত করা হচ্ছে।’ ভবিষ্যতে ১৮ থেকে ২৯ বছর বয়সীদের জন্য নতুন একটি কৌশলী লক্ষ্যমাত্রাও ঘোষণা করেছেন ফেসবুক প্রধান।

এর আগে গত তিন মাসে ৯০০ কোটি ডলার লাভ করার তথ্য প্রকাশ করে ফেসবুক। অর্থাৎ নানা কেলেঙ্কারি আর বিতর্কে জড়ালেও আয় কমেনি প্রতিষ্ঠানটির। উল্টো চলতি বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে লাভের পরিমাণ প্রত্যাশার চেয়েও বেশি।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১২ মাসে ফেসবুকের গ্রাহকসংখ্যা ছয় শতাংশ বেড়ে ২৯১ কোটিতে পৌঁছেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, অভ্যন্তরীণ নথি ফাঁস হওয়ায় বিপাকে পড়ে ভাবমূর্তি পুনরুদ্ধানে এসব তথ্য প্রকাশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক গত বছর একই সময়ে লাভ করেছিল ৭৮০ কোটি ডলার।

তবে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিতে আইওএস ১৪ অপারেটিং সিস্টেমের সফটওয়্যারে নতুন আপডেট এনেছে। এ আপডেটের ফলে বিজ্ঞাপনে প্রভাব না পড়লে ফেসবুকের আয় আরও বাড়ত এ বছর।

চলতি বছর এখন পর্যন্ত পুঁজিবাজারে ফেসবুকের শেয়ারের দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ।

আরও পড়ুন:
ফেসবুকের আয় বেড়েছে প্রত্যাশার চেয়ে বেশি
‘ভারতে মুসলিমবিদ্বেষ ছড়াতে সাহায্য করেছে ফেসবুক’
জননিরাপত্তা নিয়ে মাথাব্যথা নেই ফেসবুকপ্রধানের

মন্তব্য

আরও পড়ুন

আন্তর্জাতিক
Kherson is collapsing due to dam break and Ukraine Russia are blaming each other

বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে খেরসন, পরস্পরকে দুষছে ইউক্রেন-রাশিয়া

বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে খেরসন, পরস্পরকে দুষছে ইউক্রেন-রাশিয়া রাশিয়ার নিয়ন্ত্রণাধীন খেরসনের নোভা কাখোভকা বাঁধ ভেঙে পানি প্রবেশ করছে। ছবি: রয়টার্স
বর্তমানে বাঁধের ভাঙা অংশ দিয়ে বিপুল পরিমাণ পানি আশপাশের শহরে প্রবেশ করছে। এতে ভয়াবহ বন্যার আশঙ্কায় হাজারো বাসিন্দাকে সরিয়ে নেয়া হচ্ছে।

ইউক্রেনের খেরসনে গুরুত্বপূর্ণ একটি বাঁধ ধ্বংস হয়েছে। দক্ষিণ ইউক্রেণের ওই এলাকাটি রাশিয়ার নিয়ন্ত্রণাধীন।

বর্তমানে বাঁধের ভাঙা অংশ দিয়ে বিপুল পরিমাণ পানি নোভা কাখোভকাসহ আশপাশের শহরে প্রবেশ করছে। এতে ভয়াবহ বন্যার আশঙ্কায় হাজারো বাসিন্দাকে সরিয়ে নেয়া হচ্ছে।

ইউক্রেন ও ন্যাটো বলছে, রাশিয়াই বাঁধ ধ্বংসের এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। অপরদিকে রাশিয়ার দাবি, ইউক্রেন নাশকতা চালিয়ে বাঁধটি উড়িয়ে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। বাঁধের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হলেও মূল বাঁধ ধ্বংস হয়নি।

মঙ্গলবার আল জাজিরায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বাঁধের ভাঙা অংশ দিয়ে বিপজ্জনক মাত্রায় পানি প্রবেশ করছে। আশপাশের শহরের সড়ক পানিতে তলিয়ে গেছে। কিছু কিছু ঘরবাড়ির দরজায় পানি পৌঁছে গেছে। সড়কের পানিতে বন্য হাঁস ভেসে বেড়াচ্ছে।

ডিনিপ্রো নদীর ওপর নোভা কাখোভকা বাঁধটি সোভিয়েট আমলে নির্মিত। এটি ছয়টি বাঁধের মধ্যে একটি যা ডিনিপ্রো নদীর ধার থেকে দেশের একেবারে উত্তর থেকে দক্ষিণে সমুদ্র পর্যন্ত বিস্তৃত।

স্থানীয় বাসিন্দারা নদীটিকে কাখোভকা সাগর বলে। কারণ, এর এক প্রান্ত থেকে অপর প্রান্ত দেখা যায় না। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাঁধে যুক্তরাষ্ট্রের গ্রেট সল্ট লেকের সমপরিমাণ পানি ধারণ করা আছে।

এর আওতায় রয়েছে কাখোভকা হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। প্ল্যান্টটির ক্ষতি খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা।

বাঁধটি কেন ধ্বংস করা হবে- আন্তর্জাতিক অঙ্গণে এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। ইউক্রেন তাদের দাবির সপক্ষে কারণ হিসেবে উল্লেখ করেছে, বাঁধের ওপর নির্মিত সড়ক ব্যবহার করে ইউক্রেন সেনাবাহিনী রাশিয়ার অভ্যন্তরে আক্রমণ চালাতে পারে। ওই আশঙ্কায় ভীত হয়ে মস্কো বাঁধটি উড়িয়ে দিয়েছে।

রাশিয়ার কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের নাশকতাকারী দল বাঁধটিতে আক্রমণ চালায়। তবে এতে পাওয়ার প্ল্যান্টের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধটির তেমন কোনো ক্ষতি হয়নি বলে দাবি তাদের।

আরও পড়ুন:
বাখমুত পূর্ণ দখলের দাবি রাশিয়ার
যুদ্ধ বন্ধে রাশিয়াকে চাপ দিতে চীনের প্রতি আহ্বান জি-সেভেন নেতাদের
জি-সেভেন সম্মেলনে যোগ দিতে জাপানে জেলেনস্কি
সৌদিতে আকস্মিক সফরে জেলেনস্কি
শঙ্কা কাটিয়ে ইউক্রেনের সঙ্গে শস্য চুক্তির মেয়াদ বাড়াল রাশিয়া

মন্তব্য

আন্তর্জাতিক
Lexi told about her experience of traveling to Bangladesh

বাংলাদেশ ঘুরে অভিজ্ঞতা কেমন, জানালেন বিশ্বের সব দেশ ঘোরা লেক্সি

বাংলাদেশ ঘুরে অভিজ্ঞতা কেমন, জানালেন বিশ্বের সব দেশ ঘোরা লেক্সি ঢাকায় বিমানবন্দরে লেক্সি আলফোর্ড
২৫ বছর বয়সী এই তরুণী তার ইউটিউব চ্যানেলে সম্প্রতি শেয়ার করেছেন সেসব অভিজ্ঞতা। কেমন ছিল ভ্রমণ, কোথায় খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে; এতে জানিয়েছেন সে কথা।

সবচেয়ে কম বয়সে বিশ্বের সব দেশ ঘুরে গিনেস গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডর্সে নাম ওঠা লেক্সি আলফোর্ড বিশ্ব ভ্রমণে বেরিয়ে নানা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন।

২৫ বছর বয়সী এই তরুণী তার ইউটিউব চ্যানেলে সম্প্রতি শেয়ার করেছেন সেসব অভিজ্ঞতা। কেমন ছিল ভ্রমণ, কোথায় খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে; এতে জানিয়েছেন সে কথা।

ডেইলি মেইল বলছে, লেক্সি মন্দ অভিজ্ঞতা নিয়ে একটি তালিকা করেছেন ১০টি দেশের। এতে বাংলাদেশের নাম আছে ৯ নম্বরে।

বাংলাদেশসহ ওই ১০টি দেশে তিনি নানা সমস্যার কথা তুলে ধরেছেন। এসব দেশ নারীদের ভ্রমণের জনটা কতাটা নিরাপদ, কথা বলেছেন সে প্রসঙ্গেও। তিনি বলেন, মৃত্যুর ইচ্ছা না থাকলে এসব দেশ ভ্রমণ করা উচিত নয়।

লেক্সির মতে তালিকায় এক নম্বরে থাকা আফগানিস্তান একটি সুন্দর দেশ। আফগানিস্তানের ঐতিহ্য, খাবার কিংবা ইতিহাস সবই তাকে মুগ্ধ করেছে। তবে তালেবান ক্ষমতায় বসার পর পরিস্থিতি বদলে গেছে। এখন ভ্রমণপ্রেমীদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ এ দেশ।

লেক্সির করা তালিকায় বাংলাদেশ আছে ৯ নম্বরে। অনভিজ্ঞদের এ দেশে ভ্রমণে নিরুৎসাহিত করে তিনি বলেন, দুর্ভাগ্যবশত এখানে ছোটখাটো অপরাধ, পকেটমার এবং ডাকাতির মতো হিংসাত্মক অপরাধের হার খুবই বেশি।

লেক্সি বলেছেন, এসব অপরাধ প্রায় প্রতিটি দেশেই ঘটে, তবে মনে রাখবেন, যেহেতু এখানে খুব কম পর্যটক, সেজন্য আপনি যখনই রাস্তায় থাকবেন তখন আপনিই হবেন অপরাধীদের টার্গেট।

তিনি বলেন, বাংলাদেশ নারীদের ভ্রমণের জন্য একটি অস্বস্তিকর এবং কঠিন জায়গা। গড়ের তুলনায় এখানে যৌন হয়রানির প্রবণতা বেশি।

এতকিছু সত্ত্বেও বাংলাদেশ ভ্রমণের জন্য একটি অনন্য সাধারণ জায়গা বলে মনে করেন এই পর্যটক। বিশেষ করে সুন্দরবনসহ বেশকিছু জায়গা ঘোরার জন্য অসাধারণ।

লেক্সির তালিকায় ১০ নম্বরে আছে উত্তর কোরিয়ার নাম।

মন্তব্য

আন্তর্জাতিক
Microsoft fined and20 million

মাইক্রোসফটকে ২০ মিলিয়ন ডলার জরিমানা

মাইক্রোসফটকে ২০ মিলিয়ন ডলার জরিমানা
একটি অ্যাকাউন্ট খুলতে ব্যবহারকারীদের তাদের প্রথম এবং শেষ নাম, একটি ইমেল ঠিকানা এবং জন্ম তারিখ দিতে হয়েছিল। এফটিসি বলেছে, মাইক্রোসফট চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট বা সিওপিপিসি নামে একটি আইন লঙ্ঘন করেছে।

বাবা-মায়ের সম্মতি ছাড়াই শিশুদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার দায়ে যুক্তরাষ্ট্র সরকার মাইক্রোসফটকে ২০ মিলিয়ন ডলার জরিমানা করেছে।

ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) অভিযোগ করেছে, ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত মার্কিন বহুজাতিক কম্পিউটার প্রতিষ্ঠান মাইক্রোসফট ১৩ বছরের কম বয়সী শিশুদের কাছ থেকে তাদের বাবা-মায়ের অনুমতি ছাড়াই ব্যক্তিগত ডেটা সংগ্রহ করেছে। তাদের অনুমতি ছাড়াই মাইক্রোসফট এই শিশুদের এক্সবকস গেমিং সিস্টেমে সাইন আপ করেছে এবং এই তথ্যটি ধরে রেখেছে।

একটি অ্যাকাউন্ট খুলতে ব্যবহারকারীদের তাদের প্রথম এবং শেষ নাম, একটি ইমেল ঠিকানা এবং জন্ম তারিখ দিতে হয়েছিল। এফটিসি বলেছে, মাইক্রোসফট চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট বা সিওপিপিসি নামে একটি আইন লঙ্ঘন করেছে।

এফটিসির ব্যুরো অফ কনজিউমার প্রোটেকশনের প্রধান স্যামুয়েল লেভিন বলেছেন, ‘আমাদের প্রস্তাবিত আদেশটি অভিভাবকদের জন্য এক্সবকস-এ তাদের বাচ্চাদের গোপনীয়তা রক্ষা করা সহজ করে তোলে এবং মাইক্রোসফট বাচ্চাদের সম্পর্কে কী তথ্য সংগ্রহ করতে এবং ধরে রাখতে পারে তা সীমিত করে।’

সিওপিপিএ আইনের অধীনে, ১৩ বছরের কম বয়সী বাচ্চাদের লক্ষ্য করে অনলাইন পরিষেবা এবং ওয়েবসাইটগুলোকে অবশ্যই তাদের সংগ্রহ করা ব্যক্তিগত তথ্য সম্পর্কে অভিভাবকদের অবহিত করতে হবে এবং শিশুদের কাছ থেকে সংগৃহীত কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও ব্যবহার করার আগে পিতামাতার যাচাইযোগ্য সম্মতি নিতে হবে। সূত্র: বাসস

আরও পড়ুন:
‘প্রোফান্ড’ চালু করল এসএমএসি আইটি লিমিটেড
কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন প্রভাব নিয়ে সেমিনার
আগুনের খবর ও নেভানোর উপায় জানাবে সিসিটিভি ক্যামেরা

মন্তব্য

আন্তর্জাতিক
Internet shutdown in Manipur state till June 10

মণিপুর রাজ্যে ইন্টারনেট বন্ধ ১০ জুন পর্যন্ত

মণিপুর রাজ্যে ইন্টারনেট বন্ধ ১০ জুন পর্যন্ত
ইন্টারনেট সেবা বন্ধের মেয়াদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাজ্যজুড়ে শান্তি ফেরাতে মোতায়েন হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজারের মতো সদস্য।

ভারতের মণিপুর রাজ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইন্টারনেট সেবা বন্ধ থাকবে ১০ জুন পর্যন্ত।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ইন্টারনেট সেবা বন্ধের মেয়াদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাজ্যজুড়ে শান্তি ফেরাতে মোতায়েন হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজারের মতো সদস্য।

কর্তৃপক্ষের নির্দেশনায় বলা হয়, ইন্টারনেট সেবা বন্ধ করা হয় ৩ জুন। ১০ তারিখ পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে।

এদিকে মণিপুরে পরিদর্শনে গিয়ে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিবাদমান পক্ষগুলোকে শান্ত থাকার পরামর্শ দেন। তিনি যাওয়ার আগেই অবশ্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে সেখানে ৩০ কুকি বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।

জানা গেছে, শান্তি ফেরানোর জন্য চিরুনিতল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। তার জেরেই শুরু হয় সংঘর্ষ। সেনা সদস্যদের অভিযান অব্যাহত আছে।

মেইতে জনগোষ্ঠীকে আদিবাসী অন্তর্ভুক্তি সংক্রান্ত আদালতের এক আদেশের বিরোধিতা করে গত ৩ মে রাজ্যটিতে বিক্ষোভ শুরু হয়। তা শেষ পর্যন্ত সহিংসতায় রূপ নেয়।

মণিপুরে মেইতে জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ, তবে তারা আদিবাসী হিসেবে তালিকাভু্ক্ত নয়। এ কারণে রাজ্যের আইন অনুযায়ী তারা পাহাড়ের স্থায়ী বাসিন্দার সুবিধা ভোগ করতে পারছে না।

কুকি এবং মেইতেই জনগোষ্ঠীর মধ্যে চলা সংঘর্ষে এরই মধ্যে নিহত হয়েছেন প্রায় ৭০ জন। বহু মানুষ ঘরছাড়া।

আরও পড়ুন:
অমিত শাহর সফরের আগে মণিপুরে সহিংসতায় নিহত ৫
মণিপুর রাজ্যে ৪০ বিচ্ছিন্নতাবাদী নিহত: মুখ্যমন্ত্রী
নাচে-গানে সাঙ্গ হলো রাস উৎসব

মন্তব্য

আন্তর্জাতিক
Saudi to reduce oil production from July

জুলাই থেকে তেল উৎপাদন কমাবে সৌদি

জুলাই থেকে তেল উৎপাদন কমাবে সৌদি সৌদির তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে পণ্যটির দামে। ছবি: রয়টার্স
সৌদির জ্বালানিমন্ত্রী আবদুলাজিজ বিন সালমান জানান, জুলাইয়ের পর প্রয়োজনে তেল উৎপাদন আরও কমানো হবে।

বিশ্বের শীর্ষস্থানীয় জ্বালানি তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব জুলাই থেকে পণ্যটির উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে।

দেশটি রোববার জানিয়েছে, আগামী মাস থেকে দৈনিক কম উৎপাদন করা হবে ১০ লাখ ব্যারেল তেল।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ওপেক+ জোটভুক্ত দেশগুলোর তেলের দামে নিম্নমুখিতা ও সম্ভাব্য সরবরাহ আধিক্যের মধ্যে উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিল সৌদি।

রাশিয়ার নেতৃত্বাধীন জোট ওপেক+ সদরদপ্তর ভিয়েনায় সাত ঘণ্টাব্যাপী আলোচনা শেষে তেল উৎপাদন নিয়ে চুক্তি হয়।

এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে সৌদির জ্বালানিমন্ত্রী আবদুলাজিজ বিন সালমান বলেন, ‘এটি আমাদের জন্য বিশাল দিন। কারণ চুক্তির মান নজিরবিহীন।’

তিনি বলেন, উৎপাদনের নতুন যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে, সেটি অনেক বেশি স্বচ্ছ ও ন্যায্য।

সৌদির মন্ত্রী আরও জানান, জুলাইয়ের পর প্রয়োজনে তেল উৎপাদন আরও কমানো হবে।

ওপেক+ জোটের চুক্তি অনুযায়ী, সৌদির তুলনায় রাশিয়া, নাইজেরিয়া ও অ্যাঙ্গোলা উৎপাদনে কাঁটছাঁট আরও কম করবে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতকে তেল উৎপাদন বাড়ানোর অনুমোদন দেয়া হয়েছে।

ওপেক+ সদস্য রাষ্ট্রগুলো বিশ্বে মোট উৎপাদিত অশোধিত তেলের ৪০ শতাংশের জোগান দেয়। জোটের নীতিগত কোনো সিদ্ধান্তের বড় প্রভাব পড়তে পারে তেলের দামে।

আরও পড়ুন:
বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করল সৌদি
সৌদিতে ২ হাজার বছর পুরোনো রোমান সেনা শিবির আবিষ্কার
সৌদিতে ঈদ শুক্রবার
মহাকাশ থেকে যেমন দেখা যায় মক্কা-মদিনা
সৌদিতে ঈদ হতে পারে শনিবার

মন্তব্য

আন্তর্জাতিক
The 4 lane bridge collapsed like a house of cards

তাসের ঘরের মতো ভেঙে পড়ল ৪ লেনের সেতু

তাসের ঘরের মতো ভেঙে পড়ল ৪ লেনের সেতু ভারতের বিহারের ভাগলপুর জেলায় রোববার সন্ধ্যায় ধসে পড়ে একটি সেতু। ছবি: এনডিটিভি
ভাগলপুর জেলা প্রশাসক সুব্রত কুমার সেন বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘হ্যাঁ, আমি খবর পেয়েছি নির্মাণাধীন আগুয়ানী-সুলতানগঞ্জ সেতুর চার থেকে পাঁচটি পিলার ধসে পড়েছে। প্রশাসন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে।’

ভারতের বিহার রাজ্যের ভাগলপুরে রোববার সন্ধ্যায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছে চার লেনের নির্মাণাধীন একটি সেতু।

এ নিয়ে এক বছরের মধ্যে দুইবার রাজ্যে সেতু ধসে পড়ার ঘটনা ঘটল।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, সেতু ধসে পড়ার দৃশ্যটি ক্যামেরায় ধারণ করেছেন কেউ কেউ। এ ঘটনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি।

সেতুতে ধসের বিষয়টি তদন্তের নির্দেশ দিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানিয়েছেন, দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ভাগলপুর জেলা প্রশাসক সুব্রত কুমার সেন বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘হ্যাঁ, আমি খবর পেয়েছি নির্মাণাধীন আগুয়ানী-সুলতানগঞ্জ সেতুর চার থেকে পাঁচটি পিলার ধসে পড়েছে। প্রশাসন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে।’

সেতু ধসে পড়ার ঘটনাটিকে সামনে এনে বিহার রাজ্য বিজেপির সভাপতি সম্রাট চৌধুরী অভিযোগ করেন, নীতিশ কুমারের নেতৃত্বাধীন বিহার সরকারে অবাধে দুর্নীতি চলছে।

গত বছরের ডিসেম্বরে বিহারের বেগুসরাই জেলায় সেতু ধসে বুরহি গন্দক নদীতে পড়ে। সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত না হওয়ায় ওই দুর্ঘটনায় কারও প্রাণ যায়নি।

আরও পড়ুন:
নিখোঁজ বাংলাদেশিদের নিয়ে বাড়ছে উদ্বেগ
এটি একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা: মমতা
ট্রেন দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের নিহতদের পরিবার পাবে ৫ লাখ রুপি
ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৬১
ভারত কাঁপিয়ে দেয়া যত ট্রেন দুর্ঘটনা

মন্তব্য

আন্তর্জাতিক
Almost everyone in Erdogans cabinet is new

এরদোয়ানের মন্ত্রিসভায় প্রায় সবাই নতুন

এরদোয়ানের মন্ত্রিসভায় প্রায় সবাই নতুন তুরস্কের আঙ্কারায় মন্ত্রিসভার সদস্যদের মাঝে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: রয়টার্স
নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে এরদোয়ান নিযুক্ত গোয়েন্দাপ্রধান ও সাবেক সেনা হাকান ফিদানকে। তিনি মেবলুত সাবুসোলুর স্থলাভিষিক্ত হবেন। মেবলুত ২০১৪ সাল থেকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়া রিসেপ তাইয়েপ এরদোয়ান শনিবার তার মন্ত্রিসভা ঘোষণা করেছেন।

এ মন্ত্রিসভার সদস্যদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রী ছাড়া বাকি সবাই নতুন।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, এরদোয়ান এবার রাজস্ব ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাবেক ব্যাংকার মেহমেত সিমসেককে।

নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে এরদোয়ান নিযুক্ত গোয়েন্দাপ্রধান ও সাবেক সেনা হাকান ফিদানকে। তিনি মেবলুত সাবুসোলুর স্থলাভিষিক্ত হবেন। মেবলুত ২০১৪ সাল থেকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এরদোয়ানের বিশ্বস্ত সহযোগীদের একজন হাকান ফিদান ২০১০ সাল থেকে জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে এরদোয়ান প্রধানমন্ত্রী থাকার সময় হাকান তার উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।

এ মেয়াদে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তুরস্কের সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ ইয়াসার গুলের। তিনি হুলুসি আকারের স্থলাভিষিক্ত হবেন।

এরদোয়ান তার ডেপুটি তথা ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন সেভদেত ইলমাজকে, যিনি এর আগে উন্নয়নমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর বাইরে আলি ইয়েরলিকায়াকে স্বরাষ্ট্রমন্ত্রী, ইউসুফ তেকিনকে শিক্ষামন্ত্রী ও ইলমাজ তুঙ্ককে বিচারমন্ত্রী করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী ফারহেত্তিন কোচা এবং সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মেহমেত নুরি এরসই স্বপদে বহাল আছেন।

আরও পড়ুন:
ভোটের রাতে সমর্থকদের কী বললেন এরদোয়ান
এগিয়ে এরদোয়ান, আরেক দফা ভোটের সম্ভাবনা
অগ্নিপরীক্ষায় এরদোয়ান
লাইভে হঠাৎ অসুস্থ: ফের নির্বাচনী প্রচারে এরদোয়ান
রাশিয়ায় পুতিনের সঙ্গে বসছেন এরদোয়ান

মন্তব্য

p
উপরে