বিমানের দিক পরিবর্তন করিয়ে সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় বেলারুশের ওপর নতুন করে অর্থনৈতিক অবরোধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে ইউরোপের আকাশে বেলারুশের বিমান চলাচল বন্ধেরও সিদ্ধান্ত হয়েছে।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে স্থানীয় সময় সোমবার এক বৈঠকে ইইউভুক্ত দেশের নেতারা এসব সিদ্ধান্তে পৌঁছান বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
বৈঠকে ইইউর ২৭টি দেশের বিমান বেলারুশের ওপর দিয়ে যাতে আর চলাচল না করে, সে বিষয়েও নেতারা সম্মত হয়েছেন।
বেলারুশের আকাশসীমা ব্যবহার না করে দিক পরিবর্তন করে এরই মধ্যে বিমান চলাচল শুরু করেছে ইউরোপের প্রধান কয়েকটি দেশের বিমান সংস্থা।
রোববার বিমানে গ্রিস থেকে লিথুয়ানিয়ার দিকে যাচ্ছিলেন পোল্যান্ডে স্বেচ্ছা নির্বাসনে থাকা বেলারুশের সাংবাদিক ও অধিকারকর্মী ২৬ বছর বয়সী রোমান প্রোতাসেভিচ। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর নির্দেশে জোর করে ওই বিমানকে বেলারুশের রাজধানী মিনস্কে অবতরণ করানো হয়।
বেলারুশের প্রেসিডেন্টের প্রেস সার্ভিস রোববার জানিয়েছিল, বোমা হুমকির কারণে সাংবাদিক প্রোতাসেভিচকে বহনকারী রায়ানএয়ার বিমানকে মিনস্ক বিমানবন্দরে নামতে মিগ-২৯ যুদ্ধবিমান পাঠানোর নির্দেশ দেন লুকাশেঙ্কো।
অবশ্য বিমানটিতে কোনো বোমা পাওয়া যায়নি।
ওই ঘটনার পরপরই ক্ষোভে ফেটে পড়ে পশ্চিমা বিভিন্ন দেশ। তারা একে ‘বিমান ছিনতাই’ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি দেশটির ওপর আরও অবরোধের হুমকি দেয়া হয়।
বিরোধী মতের ওপর দমন-পীড়নের কারণে আগে থেকেই ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পদ বাজেয়াপ্তকরণসহ ইইউর আরও কয়েকটি অবরোধের মধ্যে ছিলেন বেলারুশের প্রেসিডেন্টসহ বেশ কয়েকজন কর্মকর্তা।
সাংবাদিক প্রোতাসেভিচকে নিয়ে বেলারুশ সরকারের কর্মকাণ্ড ‘ভয়াবহ’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ভিন্নমত ও সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর পূর্ব ইউরোপের দেশটির ‘লজ্জাজনক আক্রমণের’ও সমালোচনা করেন তিনি।
এদিকে সোমবার বেলারুশ কর্তৃপক্ষ প্রোতাসেভিচের একটি ভিডিও প্রকাশ করে। এতে প্রোতাসেভিচ বলেন, তিনি সুস্থ রয়েছেন। তার বিরুদ্ধে বেলারুশ সরকারের আনা বিভিন্ন অভিযোগও সে সময় স্বীকার করেন তিনি।
তবে ভিডিওটির সমালোচনা করেছেন বেলারুশের অধিকারকর্মীসহ দেশটির প্রধান বিরোধী দলের নেতা স্ভেতলানা তিখানভস্কায়া। তাদের ভাষ্য, চাপ প্রয়োগ করে প্রোতাসেভিচকে দিয়ে ওই সব কথা বলানো হয়েছে।
এদিকে ছেলের ওপর রাষ্ট্রীয় নিপীড়নে উদ্বেগ প্রকাশ করেছেন প্রোতাসেভিচের বাবা দিমিত্রি প্রোতাসেভিচ। সাংবাদিক ছেলের ওপর শারীরিক নির্যাতন হতে পারে বলেও শঙ্কায় রয়েছেন তিনি।
বেশ কয়েকটি অভিযোগ থাকা প্রোতাসেভিচ গত বছর দেশ ছেড়ে পোল্যান্ডে পালিয়ে যান। দোষী সাব্যস্ত হলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার।
গত বছরের আগস্টে বিতর্কিত নির্বাচনে জয়ী হন ৬৬ বছর বয়সী প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। ১৯৯৪ সাল থেকে দেশটি শাসন করছেন তিনি।
সব ধরনের বিরোধী মতকে কঠোরভাবে দমন করে আসছেন লুকাশেঙ্কো। বিরোধী অনেক নেতা-কর্মীকে কারাগারে ঢুকিয়েছেন তিনি। অনেক ভিন্ন মতাবলম্বী দেশ ছেড়ে পালাতে বাধ্যও হয়েছেন।
আরও পড়ুন:পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির পাঁচিল টপকে ঢুকেছিলেন হাসনাবাদের হাফিজুল মোল্লা। জামার মধ্যে লোহার রড লুকিয়ে তার কালীঘাটের বাড়ির পাঁচিল টপকে ঢোকার কারণ খতিয়ে দেখছেন লালবাজারের পুলিশ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা বেষ্টনী গলে শনিবার রাত ১টার পর পরগনার হাসনাবাদের নারায়ণগঞ্জের হাফিজুল মোল্লা তার বাড়িতে ঢোকে।
হাফিজুল মুখ্যমন্ত্রীর বাড়ির কনফারেন্স রুমের পেছনে ৭ ঘণ্টা লুকিয়ে ছিল। রোববার শিফট পরিবর্তনের সময় নিরাপত্তাকর্মীরা দেখে ফেলে তাকে। তারা তাকে কালীঘাট থানার হাতে তুলে দেয়।
ব্যবস্থা নেয়া হয় ডিউটিতে থাকা পুলিশকর্মীদের বিরুদ্ধে। উচ্চপদস্থ পুলিশ কর্তাদেরও এ বিষয়ে কৈফিয়ত দিতে বলা হয়। মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা বাড়িয়ে দেয়া হয়।
পুলিশের গাফিলতি নিয়েও তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার।
হাফিজুল মোল্লাকে সোমবার আলিপুর আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।
এই মামলার সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল বলেন, ‘কী উদ্দেশ্যে হাতে লোহার রড নিয়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে তিনি বাড়িতে ঢুকলেন, পুলিশ হেফাজতে নিয়ে তাকে প্রশ্ন করতে হবে।’
পুলিশ জানায়, এর আগেও একবার নবান্নে ঢুকে পড়ায় পুলিশ তাকে ধরেছিল।
হাফিজুলের বাবা এ বিষয়ে বলেন, 'ছেলের মাথা খারাপ। রাত হলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আগে একবার হাসনাবাদ পুলিশের হাতে ধরা পড়েছিল । একবার নবান্নে ঢুকে পড়ায় পুলিশ ধরেছিল । এবার শুনছি, দিদির বাড়িতে ঢুকেছিল।'
মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ইন্সপেক্টর শৈবাল বন্দ্যোপাধ্যায় হাফিজুলের নামে কালীঘাট থানায় এফআইআর করেছেন। তার ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৪৫৮ ধারায় হাফিজুরের বিরুদ্ধে মামলা হয়েছে।
ভারতের উত্তরাখণ্ডের কুমায়নের একটি গ্রামের ক্ষিপ্ত বাসিন্দারা ১০ ফুট লম্বা একটি কুমির পিটিয়ে মেরে ফেলেছে। গ্রামবাসীর ধারণা ছিল ১২ বছর বয়সী গ্রামের এক শিশুকে কুমিরটি মেরে থাকতে পারে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় কুমায়নের খ্যাতিমান ইউএস নগরে গ্রামবাসীর লাঠির আঘাত থেকে আহত কুমিরটিকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে এক্স-রে করার পরই তার মৃত্যু হয়।
কুমায়নের তরাই পূর্ব বন বিভাগের কর্মকর্তা সন্দীপ কুমার বলেছেন, ‘আমাদের কর্মকর্তারা গ্রামবাসীর কবল থেকে কুমিরটিকে মুক্ত করে আনে এবং গ্রামবাসীর দাবির মুখে সরকারি হাসপাতালে সেই কুমিরের এক্স-রে করা হয়। আমাদের পশু চিকিৎসকরা তার জীবন বাঁচাতে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু এক্স-রের পরই কুমিরটির মৃত্যু হয়।’
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, এক্স-রে করার পর কুমিরের পেটে ছেলেটির কোনো অঙ্গপ্রত্যঙ্গ পাওয়া যায়নি।
বন বিভাগের কর্মকর্তারা বলেছেন, সন্ধ্যায় জেলা সদর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে ইউএস নগরের খাটিমা ব্লকের সুনপাহার গ্রামের ১২ বছরের বালক বীর সিং গবাদি পশু চরাচ্ছিলেন। এ সময় তার একটি মহিষ গ্রামের পাশে বয়ে চলা দেবা নদীতে প্রবেশ করে। ছেলেটি মহিষটিকে ফিরিয়ে আনার জন্য নদীতে ঝাপ দিলে মুহূর্তেই সে নিখোঁজ হয়ে যায়।
গ্রামবাসী তার সাহায্যের জন্য ঘটনাস্থলে ছুটে গেলেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। খাতিমা ফরেস্ট রেঞ্জের বন কর্মকর্তারাও ঘটনাস্থলে ছুটে যান।
সে সময় ক্ষুব্ধ গ্রামবাসী কুমিরটিকে ধরতে জাল নিয়ে নদীতে নামে এবং সন্দেহ করে যে এই কুমিরটিই ছেলেকে আক্রমণ করেছিল।
কুমিরটিকে ধরে নদীর তীরে নিয়ে এসে মারতে থাকে। গ্রামবাসী ভেবেছিল কুমিরের পেট থেকে শিশুটির দেহ উদ্ধার করবে।
বন কর্মকর্তারা অবশ্য কুমিরটিকে এক্স-রে করার প্রতিশ্রুতি দিয়ে গ্রামবাসীর কাছ থেকে মুক্ত করেন। তবে শেষ পর্যন্ত বাঁচাতে সক্ষম হননি।
আরও পড়ুন:ইতালির উত্তরাঞ্চলের আল্পস পর্বতমালার মার্মোলাডা হিমবাহ ধসে অন্তত ৭ জন মারা গেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার হিমবাহ ধসের ঘটনায় ৭ জনের মৃত্যু ছাড়াও আরও ৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের আশপাশের হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে।
উদ্ধার করা ৭ মৃতদেহের মধ্যে ৪ জনকে শনাক্ত করতে সক্ষম হয়েছেন উদ্ধারকারীরা। যাদের মধ্যে তিনজন ইতালীয় এবং এর মধ্যে দুজন পর্বতের গাইড।
জরুরি সেবা বিভাগের মুখপাত্র মিশেলা ক্যানোভা জানিয়েছেন, সংশ্লিষ্ট পর্বতারোহীদের সংখ্যা এখনও নিশ্চিত জানা যায়নি।
ধারণা করা হচ্ছে, এখনও ১৩ জন নিখোঁজ রয়েছেন। তবে হেলিকপ্টার ও ড্রোন দিয়ে চালানো উদ্ধার অভিযান খারাপ আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে।
যদিও সেরাক নামের হিমবাহের অংশটি ঠিক কী কারণে ভেঙে পড়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তবে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি বলেছেন, সন্দেহ নেই যে এই ঘটনার সঙ্গে জড়িত জলবায়ু পরিবর্তন।
তিনি জানিয়েছেন, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য যথাযথ ব্যবস্থা নেবে সরকার।
উদ্ধারকারী সংস্থার মুখপাত্র ওয়াল্টার মিলান দেশটির রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে এই অঞ্চলটি অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার সম্মুখীন হচ্ছে। হিমবাহের চূড়ার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
তিনি বলেন, ‘এটি চরম তাপ। স্পষ্টতই এটা অস্বাভাবিক কিছু।’
গত ১৭০ বছরে আল্পস পর্বতের হিমবাহের অর্ধেক গলে গেছে। ১৯৮০ সালের পর থেকে এই গলে যাওয়ার গতি আরও বৃদ্ধি পেয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে আল্পসে ঘন ঘন হিমবাহ ধসের ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন:খুব শিগগিরই অ্যাপোলো মিশনের পর আবারও চাঁদে ফিরছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এবার নাসা সাফ জানিয়ে দিয়েছে, ঘুরে আসতে নয়, চাঁদে স্থায়ীভাবে থাকতে চাচ্ছে সংস্থাটি। স্পেসএক্সকে সঙ্গে নিয়ে ‘আর্টিমেস’ নাম দিয়ে নতুন এই চন্দ্র অভিযানের কাজ চালিয়ে যাচ্ছে নাসা। কিন্তু নাসার প্রধান বিল নেলসন উল্টো দাবি করেছে, চাঁদ দখলের চেষ্টা করছে চীন।
তবে রাশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং পাল্টা ওয়াশিংটনের বিরুদ্ধে মহাকাশকে যুদ্ধের স্থানে পরিণত করার জন্য অভিযুক্ত করেছে।
এর আগে নাসার প্রধান প্রশাসক বিল নেলসন জার্মান পত্রিকা বিল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, চীনের সম্ভাব্য চাঁদে অবতরণ নিয়ে বিশ্বকে উদ্বিগ্ন হতে হবে, কারণ চীন তখন বলবে এটি (চাঁদ) এখন আমাদের এবং আপনি বাইরে থাকুন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সোমবার বিল নেলসনের অভিযোগের জবাবে বলেন, ‘এমনটা প্রথমবার নয় যে নাসার প্রধান তথ্য উপেক্ষা করেছেন এবং চীন সম্পর্কে দায়িত্বজ্ঞানহীন কথা বলেছেন।
‘যুক্তরাষ্ট্র ক্রমাগত চীনের স্বাভাবিক এবং যুক্তিসংগত মহাকাশ প্রচেষ্টার বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালাচ্ছে এবং চীন দৃঢ়ভাবে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের বিরোধিতা করে।‘
লিজিয়ানের দাবি, চীন বরাবরই অস্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং দেশটি মহাকাশে মানবজাতির অংশীদারির ভবিষ্যৎ প্রচার করে।
তবে জার্মান পত্রিকা বিল্ডের তরফ থেকে নাসাপ্রধান নেলসনের কাছে চীনের মহাকাশে সামরিক উদ্দেশ্যের গতিপথ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন, চীনের মহাকাশচারীরা অন্য দেশের উপগ্রহ কিভাবে ধ্বংস করতে হয় তা শিখছে। ২০৩৫ সালের মধ্যে বেইজিং তার নিজস্ব চন্দ্র স্টেশন নির্মাণ করতে পারে এবং এর ঠিক এক বছর পরই তার পরীক্ষা শুরু করতে পারে।
৭৯ বছর বয়সী নাসাপ্রধান বিল নেলসন চীনের উচ্চাকাঙ্ক্ষী মহাকাশ কর্মসূচির কঠোর সমালোচক।
বেইজিং বরাবরই বলে আসছে, তাদের মহাকাশ কর্মসূচি শান্তিপূর্ণ।
বরঞ্চ চীন বলে আসছে, যুক্তরাষ্ট্র মহাকাশে স্পেস জাঙ্ক তৈরি করছে, আক্রমণাত্মক মহাকাশ অস্ত্র তৈরি করছে এবং মহাকাশকে একটি অপারেশনাল ফ্রন্টিয়ার হিসেবে প্রকাশ্যে ঘোষণা করে মহাকাশ অস্ত্র অভিযানকে উসকে দেয়ার বাজে রেকর্ড রয়েছে।
ট্রাম্প প্রশাসনের সময় মহাকাশ বাহিনী যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর পঞ্চম শাখা হিসেবে আত্মপ্রকাশ করে ইউনাইটেড স্টেটস স্পেস কমান্ড নামে। বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই আনুষ্ঠানিকভাবে মহাকাশ বাহিনী গঠন করেছে।
আরও পড়ুন:যুক্তরাষ্ট্রের শিকাগোতে স্বাধীনতা দিবসের শোভাযাত্রায় নির্বিচারে গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এরই মধ্যে এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক গ্রেপ্তার করেছে পুলিশ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শিকাগো বন্দুক হামলায় জড়িত থাকার অভিযোগে ম্যানচেস্টার থেকে রবার্ট ই ক্রিমো থ্রি নামের ২২ বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে।
পুলিশ বলছে, তারা বিশ্বাস করে এই হামলার জন্য ক্রিমোই দায়ী।
এর আগে শিকাগোর ইলিনয় শহরের হাইল্যান্ড পার্কে একজন অস্ত্রধারী ছাদ থেকে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ লক্ষ্য করে উচ্চক্ষমতাসম্পন্ন রাইফেল দিয়ে গুলি ছোড়ে।
স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে এই হামলা চালানো শুরু হয়, যা কয়েক মিনিট স্থায়ী থাকে। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন এবং আরও একজন হাসপাতালে নেয়ার সময় মারা যান।
পাশাপাশি এই হামলায় ২৪ জন আহত হয়েছেন।
এ ঘটনায় ইলিনয়ের গভর্নর জে রবার্ট প্রিটজকার বলেছেন, নির্বিচার গুলি যুক্তরাষ্ট্রের ঐতিহ্য হয়ে যাচ্ছে।
শিকাগোর নির্বিচার গুলির ঘটনা এমন সময় ঘটল যখন এ ধরনের নির্বিচার গুলির ঘটনা যুক্তরাষ্ট্রে বৃদ্ধি পাওয়ায় দেশটির কংগ্রেস বন্দুক নিয়ন্ত্রণে অস্ত্রে বিধি-নিষেধ আরোপ করতে যাচ্ছে দেশটি।
আরও পড়ুন:উজবেকিস্তানের কারাকালপাকস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২৪৩ জন। স্থানীয় সময় সোমবার উজবেকিস্তান কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নভোস্তি সোমবার রাষ্ট্রীয় প্রসিকিউটর অফিসের কর্মকর্তা আবরর মামাতোভকে উদ্ধৃত করে জানায়, নুকুসে ব্যাপক সংঘর্ষের সময় গুরুতর আঘাতে ১৮ জন মারা গেছে।
উজবেকিস্তানের সংবিধানে কারাকালপাকস্তান প্রদেশকে স্বায়ত্তশাসন দেয়া আছে। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ সম্প্রতি সংবিধানের ওই অনুচ্ছেদটি বাতিলের পরিকল্পনা করেন। প্রতিবাদে ফুঁসে ওঠে স্থানীয় জনগণ।
প্রাদেশিক রাজধানী নুকুসে শুক্রবার বিক্ষোভ শুরু করেন তারা। একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষুব্ধরা।
উজবেকিস্তানের ন্যাশনাল গার্ড জানিয়েছে, শুক্রবার বিক্ষোভের সময় ৫১৬ জনকে আটক করা হয়েছিল। তাদের অনেককেই ছেড়ে দেয়া হয়েছে। বিক্ষোভকারীরা এদিন স্থানীয় সরকারি ভবনগুলো অবরুদ্ধ করার চেষ্টা করেছিলেন।
৩ কোটি ৪০ লাখ জনসংখ্যার মধ্য এশিয়ার দেশটি গত দুই দশকের মধ্যে এমন সহিংস পরিস্থিতি দেখেনি। উদ্ভূত পরিস্থিতে শনিবার সংবিধান সংশোধনের পরিকল্পনা বাতিল করেছে দেশটির সরকার। কারাকালপাকস্তানে জারি হয় এক মাসের জরুরি অবস্থা।
আরাল সাগরের তীরে কারাকালপাকস্তানে সংখ্যালঘু জাতিগোষ্ঠী কারাকালপাকদের বাস। উজবেকের চেয়ে কাজাখ ভাষার সাবলীল তারা।
আরও পড়ুন:কৃষ্ণসাগরে অবস্থিত স্নেক আইল্যান্ডের নিয়ন্ত্রণ ফের নিল ইউক্রেন। দ্বীপটিতে এখন উড়ছে ইউক্রেনের পতাকা। ইউক্রেন অভিযানের শুরুর দিকে দ্বীপটির দখল নিয়েছিল রুশ বাহিনী।
গত সপ্তাহে দ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে নেয় মস্কো। বন্ধ হয়ে যায় অবিরাম গোলাবর্ষণ। ১২৭ দিন রুশ দখলে থাকার পর দ্বীপটিকে ফের নিজেদের করে নিল কিয়েভ। এটিকে কৌশলগত ও প্রতীকী বিজয় হিসেবে দেখছে তারা।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের মুখপাত্র নাটালিয়া হুমেনিউক বলেন, ‘সামরিক অভিযান শেষ হয়েছে। স্নেক আইল্যান্ডকে ইউক্রেনের এখতিয়ারে ফিরিয়ে দেয়া হয়েছে।’
ইউক্রেন দ্বীপের নিয়ন্ত্রণকে তার দক্ষিণ বন্দরগুলোতে মস্কোর অবরোধ শিথিল করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছে। তবে ইউক্রেনীয় সেনারা সেখানে স্থায়ী উপস্থিতি পুনঃপ্রতিষ্ঠা করতে চাইবে কি না তা স্পষ্ট নয়।
ইউক্রেনের এক সামরিক কর্মকর্তা রোববার গার্ডিয়ানকে বলেছিলেন, ‘স্নেক আইল্যান্ডের আশপাশে কৃষ্ণসাগরের অঞ্চলটি এখনও একটি ‘ধূসর অঞ্চল’। যার অর্থ, প্রযুক্তিগতভাবে ইউক্রেনীয়রা তাদের বাহিনী ফিরিয়ে আনতে চায়নি।’
মন্তব্য