ভারতের বিভিন্ন রাজ্যে বেড়েই চলেছে কোভিড আক্রান্তের সংখ্যা। এর মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। সংক্রমণ ঠেকাতে এই রাজ্যে আবার লকডাউন ঘোষণা করা হতে পারে।
শনিবার ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ৮৯ হাজার ১২৯। গত সেপ্টেম্বরের পর শনাক্তের দিক থেকে এটাই সর্বোচ্চ সংখ্যা। তাই প্রশ্ন উঠছে, তবে কি করোনার দ্বিতীয় ঢেউ আটকাতে আবারও লকডাউনের পথেই হাঁটবে সরকার?
ভারতের ২৮টি রাজ্যের মধ্যে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ। শুক্রবারই নতুন করে শনাক্ত হয়েছেন ৪৭ হাজার ৮২৭ জন। মৃত্যু হয়েছে ২১২ জনের। গত বছর মহামারি ঘোষণার পর থেকে একদিনে আক্রান্তের এটিই সর্বোচ্চ সংখ্যা। সংক্রমণ রোধে লকডাউন জারির সম্ভাবনা প্রকট হচ্ছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এখনও লকডাউন ঘোষণা দেননি।
পরিস্থিতি পর্যালোচনায় চিকিৎসক ও বিশেষজ্ঞদের সঙ্গে শনিবারই মুখ্যমন্ত্রীর বৈঠক করার কথা। শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে করোনা রোধে আরব সাগর তীরের এই রাজ্যে আবার লকডাউন দেয়া হবে কিনা।
মহারাষ্ট্রের বড় বেশ কয়েকটি শহরে এরই মধ্যে রাত্রিকালে কারফিউ জারি করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া সিনেমা হল, রেস্তোরাঁ, শপিং মল বন্ধ রাখতে বলা হয়েছে। ফের লকডাউন এড়াতে স্বাস্থবিধি মেনে চলার জন্য রাজ্যের সব প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে।
দিল্লিও পিছিয়ে নেই। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ৩ হাজার ৫৯৪। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, এখনই লকডাউন নয়।
কর্ণাটক, মধ্যপ্রদেশের সরকার নতুন কিছু বিধিনিষেধ আরোপ করেছে। স্কুলে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে বেঙ্গালুরু প্রশাসন। কর্ণাটকের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষামন্ত্রী সুরেশ কুমার জানিয়েছেন, সংক্রমণ বাড়ছে এবং পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেয়া হলো।
দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই বেশ কয়েকটি রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের প্রচারে বহু ক্ষেত্রেই কোভিড বিধি মানছেন না রাজনৈতিক নেতা–কর্মীরা। সচেতনতা বাড়ানোর কথা প্রচার করা হলেও বাস্তবে তা মানা হচ্ছে না। করোনা বাড়ার এটাও কারণ।
এর পাশাপাশি আরেকটি বিষয় হলো গত বছর লকডাউন ঘোষণা করা হলেও সেই সময় থেকেই ব্যাপকহারে বাড়তে শুরু করে করোনার সংক্রমণ। তাই এবার লকডাউন জারি করলে করোনা সংক্রমণ কতটা নিয়ন্ত্রণে আসবে তাও খতিয়ে দেখতে হবে।
গত বছর লকডাউন জারি করার পরও সংক্রমণের হার সারা দেশেই বেড়েছিল। কেন্দ্রীয় সরকারের দাবি, ওই সময় লকডাউন জারি না করা হলে করোনা আরও ভয়াবহ আকার ধারণ করত।
চিকিৎসকদের মতে, মহারাষ্ট্র, পাঞ্জাব, তামিলনাড়ুতে যে হারে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে তা থেকে সহজেই বোঝা যায়, শুধু লকডাউন বা রাত্রিকালে কারফিউ জারি করে করোনা অতিমারি আটকানো সম্ভব নয়।
করোনা মোকাবিলায় একমাত্র পথ হতে পারে দ্রুত সবাইকে টিকা কার্যক্রমের আওতায় আনা। পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো। বাড়াতে হবে করোনার পরীক্ষা।
ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা পরোয়ানা অনুযায়ী কোনো দেশ তাকে গ্রেপ্তার করলে তার বিরুদ্ধে যুদ্ধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
পুতিনের এই সহযোগী বুধবার এমন হুঁশিয়ারি দেন।
গত বছর ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বরাবরই আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্বে থাকা মেদভেদেভ।এরমধ্যে পরমাণু হামলারও হুমকি ছিল।
পুতিনকে গ্রেপ্তারের বিষয়ে মেদভেদেভ বলেন, ‘আসুন কল্পনা করা যাক । এটা স্পষ্ট যে, পুতিনকে গ্রেপ্তার করা এমন একটি পরিস্থিতি যা কখনই ঘটবে না , কিন্তু ধরুন সে যদি জার্মানিতে যায় ও তাকে গ্রেপ্তার করা হয়। তাহলে কি হলো? রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো।’
‘যদি এমনটি হয় তাহলে আমারা সর্বশক্তি দিয়ে তাদের চ্যান্সেলরের অফিসে হামলা করব। ’
গত শনিবার ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। বিশ্লেষকরা বলছেন, নিজ দেশে থাকতে পুতিনের গ্রেপ্তার হওয়ার ঝুঁকি নেই। যদি ক্রেমলিন তাকে আইসিসির কাছে হস্তান্তর করে তবে পুতিনকে গ্রেপ্তার করা সম্ভব। তবে রাশিয়ার বাইরে কোনো দেশ চাইলে পুতিনকে গ্রেপ্তার করতে পারে।
ইউক্রেনে এক বছরের বেশি সময় ধরে লড়াই করছে রুশ সেনারা। এসময়ে তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠলেও মস্কো তা অস্বীকার করেছে।
আরও পড়ুন:ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামের একটি অংশ ‘মোদি’ নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে হওয়া মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার গুজরাটের সুরাটের একটি আদালত এই রায় ঘোষণা করে বলে এনডিটিভি জানিয়েছে।
রায়ের সময় রাহুল গান্ধী আদালতে উপস্থিত ছিলেন। কারাদণ্ডের নির্দেশের পরপরই রাহুল গান্ধীকে ৩০ দিনের জামিন দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে আদালতে রায় নিয়ে আপিল করতে পারবেন তিনি।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে প্রচারের সময় রাহুল গান্ধী নরেন্দ্র মোদিকে নিয়ে মানহানিকর বক্তব্য দেন বলে অভিযোগ। রাহুল বলেছিলেন, সব মোদি কেন চোর হয়?
বলা হয়, তিনি নরেন্দ্র মোদির সঙ্গে, নীরব মোদি, ললিত মোদিকে বোঝাতে এই মন্তব্য করেছিলেন। তবে এতে মোদি পদবীর সবার অপমান হয়েছে বলে অভিযোগ ওঠে। এ অভিযোগ তুলে সুরাটের এক আদালতে রাহুল গান্ধীর নামে মামলা হয় তখন।
রাহুলের মন্তব্যের পরিপ্রেক্ষিতে অপরাধমূলক মানহানির মামলা করেন গুজরাটেরর সাবকে মন্ত্রী বিজেপি বিধায়ক পূর্ণেন্দু মোদি। মামলাকারীর অভিযোগ ছিল, পুরো মোদি সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল।
রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেনের অবকাঠামো পুনর্নির্মাণে খরচ হবে ৪১১ বিলিয়ন ডলারের বেশি, সময়ও দরকার হবে অন্তত ১০ বছর।
বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে।
অবকাঠামো পুনর্নির্মাণে যে অর্থ খরচ হবে তার একটি বড় অংশই যাবে বিভিন্ন শহর ও এলাকায় ধসে পড়ে ভবনের ধ্বংসস্তূপ সরাতে বা পরিষ্কার করতে। এতেই লাগবে ৫ বিলিয়ন ডলার।
বুধবার এই প্রতিবেদন প্রকাশ করে বিশ্ব ব্যাংক বলেছে, ন্যূনতম হিসাবে এ অর্থ খরচ হবে বলে ধরা হয়েছে। তবে যুদ্ধ যতদিন চলতে থাকবে খরচও বাড়বে।
গত সেপ্টেম্বরে অবশ্য এই খরচ ধরা হয়েছিল ৩৪৯ বিলিয়ন ডলার। এরপর এবার বিশ্ব ব্যাংক, ইউক্রেন সরকার, ইউরোপিয়ান কমিশন ও জাতিসংঘ এবার নতুন করে খরচের হিসাব দিলো।
প্রতিবেদন বলছে, যুদ্ধে ইউক্রেনের ২০ লাখ ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতি পাঁচটির মধ্যে একটি স্বাস্থ্য ইনস্টিটিউট, ৬৫০টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪৬১টি শিশুসহ ৯৬৫৫ বেসামরিক মানুষ নিহত হয়েছে।
বিশ্বব্যাংকের ইউরোপ ও মধ্য এশিয়ার ভাইস প্রেসিডেন্ট আনা বজেরদে বলেন, ইউক্রেনের পুনর্গঠনে কয়েক বছর সময় লাগবে।
২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনও। যুদ্ধে প্রতিদিনই আসছে প্রাণহানির খবর।
পশ্চিমাসহ বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়াকে এই হামলা বন্ধের অনুরোধ করলেও তাতে সাড়া দেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এ ছাড়া কয়েক দফা দুই দেশের বৈঠকেও আসেনি কোনো সমাধান। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে সারা বিশ্বে। বেড়েছে জ্বালানি, খাদ্যপণ্যসহ নানা পণ্যের দাম। ইউক্রেন থেকে বাস্তুচ্যুত হয়েছে অসংখ্য মানুষ।
আরও পড়ুন:ভারতের কর্ণাটকে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অষ্টাদশ শতাব্দীর শাসক টিপু সুলতানের হত্যাকারী নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।
এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, নির্বাচনের আগে টিপু সুলতানকে ইস্যু হিসেবে ব্যবহার করছে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি। দলটি টিপু সুলতানের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা করছে হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক মতাদর্শের প্রাণপুরুষ ভিডি সাভারকারকে।
বিজেপির দাবি, ব্রিটিশ কিংবা মারাঠা বাহিনী নয়, শের-ই-মহীশূর হিসেবে পরিচিত টিপু সুলতানকে হত্যা করেছেন ভোক্কালিগা সম্প্রদায়ের দুই নেতা।
কর্ণাটকে ক্ষমতার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভোক্কালিগা সম্প্রদায়। টিপু হত্যায় এ সম্প্রদায়ের দুজনকে জড়িয়ে বিজেপি যে বক্তব্য দিয়েছে, তার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন স্থানীয় বিখ্যাত একজন ধর্মীয় নেতা, তবে বিজেপি দাবি থেকে সরে আসছে না।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রাচীন মহীশূর বেল্টের একদল মানুষের দাবি ছিল, টিপু সুলতানকে হত্যা করেছেন ভোক্কালিগা দুই গোত্রপ্রধান উরি গৌড়া ও নানজে গৌড়া। অনেক ইতিহাসবিদ এর সঙ্গে দ্বিমত পোষণ করলেও বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিটি রবিসহ দলটির কয়েকজন নেতা এ দাবির পক্ষে বক্তব্য দিচ্ছেন।
বিজেপি নেতা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা কারান্দলাজে ও অশ্বথ নারায়ণের ভাষ্য, উরি গৌড়া ও নানজে গৌড়া যে টিপুর হত্যাকারী, সে বিষয়ে ঐতিহাসিক তথ্যপ্রমাণ রয়েছে।
ভোক্কালিগা সম্প্রদায়ের লোকজন দীর্ঘদিন ধরে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং এইচডি কুমারাস্বামীর নেতৃত্বাধীন জনতা দল সেক্যুলার সমর্থক। দল দুটির অভিমত, উরি গৌড়া ও নানজে গৌড়া বলে কেউ ছিল না। এগুলো কাল্পনিক চরিত্র হতে পারে।
চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের রাশিয়া সফরে ইউরোপের পরাশক্তিটির সঙ্গে সম্পর্ক সুসংহত হয়েছে পূর্ব এশিয়ার বৈশ্বিক শক্তিটির।
চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যৌথ বিবৃতিতে সমালোচনা করেছেন পশ্চিমের।
এমন বাস্তবতায় সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনকে প্রায় ১ হাজার ৬০০ কোটি ডলার দেয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। রাশিয়ার সঙ্গে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে যুদ্ধরত দেশটিতে দ্রুত সময়ে ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমা দেশগুলো।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, রাশিয়া সফরে মঙ্গলবার বন্ধুত্বের বেশ কিছু নিদর্শন দেখিয়েছেন চীনের প্রেসিডেন্ট। শি ও পুতিন পরস্পরকে প্রিয় বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে তারা অর্থনৈতিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে দুই দেশের সম্পর্ক সবচেয়ে ভালো অবস্থায় আছে বলে দাবি করেছেন।
দুই নেতার যৌথ বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র বৈশ্বিক স্থিতিশীলতাকে ম্লান করছে এবং ন্যাটো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নাক গলাচ্ছে।
ইউক্রেনে শান্তি ফেরাতে গত মাসে প্রকাশিত চীনের ১২ দফা প্রস্তাবের প্রশংসা করে সেটি প্রত্যাখ্যান করায় কিয়েভ ও পশ্চিমা মিত্রদের সমালোচনা করেন পুতিন। অন্যদিকে শি যুদ্ধের বিষয়টি উল্লেখ করেননি বললেই চলে। তিনি এ সংঘাতে চীন নিরপেক্ষ অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন।
রাশিয়া ও চীনের এমন অবস্থানের সময় আইএমএফ জানিয়েছে, ইউক্রেনকে চার বছরে ১ হাজার ৫৬০ কোটি ডলার দিতে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে সংস্থাটি। এ অর্থ বিধ্বস্ত অবকাঠামো মেরামত ও অর্থনীতিকে পুনরুজ্জীবনে কাজে লাগানো হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার জানিয়েছেন, ৩১টি আব্রামস ট্যাংক দ্রুত ইউক্রেনের কাছে পাঠাতে চায় যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন:ভারত-পাকিস্তান ও আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার রাতে এ ভূমিকম্প অনুভূত হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আফগানিস্তানের রাজধানী কাবুল, পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও ভারতের কাশ্মীর এবং নয়া দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ছয় দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।
গত বছর আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি স্কুলের সামনে গুলিতে এক ছাত্র নিহত হয়েছে।
অঙ্গরাজ্যটির আর্লিংটন শহরে স্থানীয় সময় সোমবারের এ হামলায় আরও এক ছাত্রী আহত হয়েছে বলে পুলিশের বরাতে জানিয়েছে সিএনএন।
ডলাসের পশ্চিমের ওই শহরটির লামার হাই স্কুলের বাইরে সকাল ৭টার কিছুক্ষণ আগে হামলার খবর পায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে এক ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয় সেখানেই।
পুলিশের মুখপাত্র টিম সিসকো বলেন, স্কুলটির কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে ৭টার পর। হামলার সময় অধিকাংশ শিক্ষার্থীই এসে পৌঁছায়নি। একজন সন্দেহভাজন হামলাকারীকে হেফাজতে নেয়া হয়েছে।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেহেতু সন্দেহভাজন একজন কিশোর, তাই তার নাম প্রকাশ করা যাচ্ছে না। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।
মন্তব্য