× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

আন্তর্জাতিক
কাতার সীমান্তে অবরোধ সরাল সৌদি
google_news print-icon

কাতার সীমান্তে অবরোধ সরাল সৌদি

কাতার-সীমান্তে-অবরোধ-সরাল-সৌদি
সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ এবং আঞ্চলিক রাজনীতিতে টানাপোড়েনের জেরে সাড়ে তিন বছর আগে কাতারের ওপর সীমান্তসহ নানা ধরনের অবরোধ আরোপ করেছিল সৌদি আরব ও তাদের মিত্র দেশগুলো।

আরব উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসির বৈঠকের ঠিক আগে বড় এক সিদ্ধান্ত নিল সৌদি আরব। প্রতিবেশী কাতারের ওপর সীমান্ত অবরোধ তুলে নিয়েছে দেশটি।

কুয়েতের পররাষ্ট্র মন্ত্রীর বরাতে আল-জাজিরা ও বিবিসি লিখেছে, কাতারের ওপর থেকে আকাশপথ, জলপথেও অবরোধ তুলে নিতে যাচ্ছে সৌদি আরব।

সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ এবং আঞ্চলিক রাজনীতিতে টানাপোড়েনের জেরে সাড়ে তিন বছর আগে কাতারের ওপর সীমান্তসহ নানা ধরনের অবরোধ আরোপ করেছিল সৌদি আরব ও তাদের মিত্র দেশগুলো।

এতে অনেকটা বন্দিদশায় থাকলেও বড় সমস্যায় পড়েনি কাতার। বিপর্যয়ে পড়েনি দেশটির অর্থনীতি।

কৌশলী কূটনৈতিক তৎপরতায় এই সংকট ভালোভাবে সামাল দিতে পেরেছে দোহা। অবরোধের সময়টাতে তাদের সহায়তায় এগিয়ে আসে তুরস্ক ও ইরান।

২০১৭ সালের ৫ জুন কাতারের সঙ্গে সব ধরনের কূটনীতিক সম্পর্কের ছেদের ঘোষণা দেয় সৌদি আরব, বাহরাইন, মিসর ও সংযুক্ত আরব আমিরাত। অভিযোগ- কাতার এই অঞ্চল অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত। মুসলিম ব্রাদারহুড ও আইএসের মতো সন্ত্রাসী গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করছে দেশটি।

সম্পর্ক আগের অবস্থায় ফিরিয়ে আনতে হলে কাতারকে ১৩টি শর্ত বেধে দেয় সৌদি আরব ও তাদের মিত্র দেশগুলো। এসব শর্তের মধ্যে ছিল ইরানের সঙ্গে সম্পর্কে লাগাম টানা, তুরস্কের একটি সামরিক ঘাঁটি বন্ধ সড়ানো এবং আল-জাজিরা টেলিভিশনের সম্প্রচার বন্ধ করা।

কোনোটিই মেনে না নেয়ায় কাতারের ওপর অবোরধ বহাল রাখে সৌদি আরব ও তাদের আরব মিত্র দেশগুলো।

কাতার সীমান্তে অবরোধ সরাল সৌদি

ইরান ও তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করে কাতার। এর ফলে অবরোধের বিষয়টি তেমন ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারেনি দেশটির জন্য।

এর মধ্যে বিশ্ব ক্ষমতায়ও ঢের পরিবর্তন এসেছে। প্রেসিডেন্ট নির্বাচনে হেরেছেন সৌদি আরব ও আরব আমিরাতের ঘনিষ্ঠ ডনাল্ড ট্রাম্প।

অন্যদিকে লিবিয়া, সিরিয়া ও আজারবাইজানে নিজেদের জয়জয়কার অবস্থায় মুসলিম বিশ্বে প্রভাব প্রতিপত্তি আরও বেড়েছে কাতার মিত্র তুরস্কের। চীন পাকিস্তানের সহযোগিতায় নানা অবরোধে থেকেও নিজেদের অবস্থান ধরে রেখেছে ইরান।

এমন অবস্থায় কাতারের সঙ্গে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে বেশ কিছু দিন ধরেই তৎপরতা চালিয়ে যাচ্ছিল সৌদি আরব। তাই চাচ্ছিল যুক্তরাষ্ট্রও। বিষয়টি নিয়ে তৎপরতা দেখা গেছে ট্রাম্প জামাতা ও হোয়াইট হাউজের উপদেষ্টা জেরার্ড কুশনারেরও।

যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, সৌদি ও কাতারের বিভেদ শেষ করায় অচিরেই একটি চুক্তি সই হতে যাচ্ছে। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন কুশনারও।

বিষয়টি নিয়ে মধ্যস্থতার ভূমিকায় আছে কুয়েতও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসের আল-সাবাহ স্থানীয় সময় সোমবার এক টেলিভিশনকে ঘোষণা দেন, সৌদি আরব কাতারের ওপর সীমান্ত অবরোধ তুলে নিয়েছে। তুলে নেয়া হচ্ছে অন্যান্য অবরোধও।

এই ঘোষণা আসার আগে সৌদি আরবে অনুষ্ঠেয় জিসিসি সম্মেলনে যোগ দিতে দেশটির বাদশা সালমানের আমন্ত্রণ গ্রহণ করেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি।

আরও পড়ুন:
বিচ্ছেদের পর প্রথম বার একসঙ্গে প্রসেনজিৎ-দেবশ্রী

মন্তব্য

আরও পড়ুন

আন্তর্জাতিক
20 Umrah pilgrims killed in Saudi bus overturn

সৌদিতে বাস উল্টে ২০ ওমরাহ যাত্রী নিহত

সৌদিতে বাস উল্টে ২০ ওমরাহ যাত্রী নিহত আসির প্রদেশে বাস উল্টে আগুন ধরে অন্তত ২০ ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। ছবি: আরব নিউজ
আসির প্রদেশের আকাবা শার এলাকায় বিকেল ৪টার দিকে একটি সেতুর ওপর বাসটি উল্টে আগুন ধরে যায়। বাসের যাত্রীরা ওমরাহ পালনের উদ্দেশে মক্কায় যাচ্ছিলেন।

সৌদি আরবে বাস উল্টে আগুন ধরে অন্তত ২০ ওমরাহ যাত্রী নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার দেশটির আসির প্রদেশের এ দুর্ঘটনায় আরও ২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আরব নিউজ।

রাষ্ট্রীয় টেলিভিশন আল-খাবারিয়া বলছে, আসির প্রদেশের আকাবা শার এলাকায় বিকেল ৪টার দিকে একটি সেতুর ওপর বাসটি উল্টে আগুন ধরে যায়। বাসের যাত্রীরা ওমরাহ পালনের উদ্দেশে মক্কায় যাচ্ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেক কাজ না করায় সেতুর এক পাশে গিয়ে ধাক্কা খায় বাসটি। এতেই হতাহতের ঘটনা ঘটে। মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন উদ্ধারকর্মীরা।

সৌদি প্রেসের তথ্যানুযায়ী, ১৪ কিলোমিটার দীর্ঘ আকাবা শারের সড়কটি প্রায় ৪০ বছর আগে পাহাড় কেটে তৈরি করা হয়।

আরও পড়ুন:
পুরুষ ছাড়াই নারীদের ওমরাহ পালনের সুযোগ
দুই ওমরাহর মধ্যে ব্যবধান ১০ দিন
চীনা টিকা নিলে ওমরাহে যেতে বাধা নেই
শিশু-কিশোর ও বৃদ্ধের ওমরাহ পালনে বাধা
ওমরাহ পালনে শর্ত কী, জানাল ধর্ম মন্ত্রণালয়

মন্তব্য

আন্তর্জাতিক
The king invited the president of Iran to Saudi Arabia

সফরের আমন্ত্রণ সৌদি বাদশাহর, স্বাগত জানালেন ইরানের প্রেসিডেন্ট

সফরের আমন্ত্রণ সৌদি বাদশাহর, স্বাগত জানালেন ইরানের প্রেসিডেন্ট সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলাজিজ আল সৌদি ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। কোলাজ: নিউজবাংলা
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রোববার এক পোস্টে আমন্ত্রণের বিষয়টি জানান ইসলামি প্রজাতন্ত্রটির প্রেসিডেন্টের রাজনীতিবিষয়ক ডেপুটি চিফ অফ স্টাফ মোহাম্মদ জামশিদি।

সম্পর্ক স্বাভাবিক করতে চীনের মধ্যস্থতায় সাম্প্রতিক মতৈক্যের পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলাজিজ আল সৌদ।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রোববার এক পোস্টে আমন্ত্রণের বিষয়টি জানান ইসলামি প্রজাতন্ত্রটির রাজনীতিবিষয়ক ডেপুটি চিফ অফ স্টাফ মোহাম্মদ জামশিদি।

তিনি বলেন, এক চিঠিতে ইরানের প্রেসিডেন্টকে সফরের আমন্ত্রণ জানান সৌদি বাদশাহ।

টুইটে জামশিদি লিখেন, ‘প্রেসিডেন্ট রাইসিকে দেয়া চিঠিতে সৌদি আরবের বাদশাহ বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যকার চুক্তিকে স্বাগত জানানোর পাশাপাশি তাকে (ইরানের প্রেসিডেন্ট) রিয়াদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।’

তিনি লিখেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান।

ইরানের জ্যেষ্ঠ ওই কর্মকর্তা আরও বলেন, সালমানের আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন রাইসি।

শিয়া ও সুন্নি দ্বন্দ্বের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বীর ভূমিকায় ছিল সৌদি আরব ও ইরান। চীনের মধ্যস্থতায় দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের পর সে শত্রুতা কমে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

সর্বশেষ বাদশাহ সালমান যে চিঠি দিয়েছেন, তাকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে।

টানা কয়েক দিন বড় পরিসরে আলোচনার পর গত ১০ মার্চ ইরান, সৌদি আরবকে নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয় চীন।

এ ‍চুক্তির আওতায় মধ্যপ্রাচ্যের বড় দুই শক্তি কূটনৈতিক সম্পর্ক পুনস্থাপনের পাশাপাশি দূতাবাস ও মিশনগুলো দুই মাসের মধ্যে ফের চালু করতে সম্মত হয়।

আরও পড়ুন:
ট্রাম্পকে হত্যার সুযোগ খুঁজছে ইরান
সৌদির প্রথম নারী নভোচারী হচ্ছেন রায়ানা
ইরানে ২৬ দিনে ৫৫ ফাঁসি
সাবেক উপমন্ত্রীকে ফাঁসিতে ঝোলাল ইরান
ইরানের সাবেক প্রেসিডেন্টের মেয়ের ৫ বছরের কারাদণ্ড

মন্তব্য

আন্তর্জাতিক
Saudi Iran is once again united by the mediation of China

চীনের মধ্যস্ততায় ফের এক হচ্ছে সৌদি-ইরান

চীনের মধ্যস্ততায় ফের এক হচ্ছে সৌদি-ইরান চীনে ইরান ও সৌদি কর্মকর্তাদের বৈঠক। ছবি: সংগৃহীত
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ শুক্রবার এক প্রতিবেদনে বলেছে, চুক্তি অনুযায়ী দুই মাসের মধ্যে উভয় দেশে পুনরায় দূতাবাস চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে সৌদি আরব ও ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, চীনের রাজধানী বেইজিংয়ে দুই দেশের আলোচনায় এই সমঝোতা হয়েছে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে একটি বিবৃতিতে জানায়, তিন দেশের আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছেছে সৌদি আরব ও ইরান।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ও ইরানের ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান চীনে একটি বৈঠকে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক একটি চুক্তি করেছেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ শুক্রবার এক প্রতিবেদনে বলেছে, চুক্তি অনুযায়ী দুই মাসের মধ্যে উভয় দেশে পুনরায় দূতাবাস চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২০১৬ সালে তেহরান ও রিয়াদ কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে। কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে অতীতে বেশ কয়েক দফা উভয় দেশের কর্মকর্তারা আলোচনা চালিয়ে আসছিলেন।

ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী।

আরও পড়ুন:
দূর থেকে চুমু খাওয়ার যন্ত্র উদ্ভাবন!
ট্রাম্পকে হত্যার সুযোগ খুঁজছে ইরান
চীনে কয়লা খনি ধসে দুই প্রাণহানি, নিখোঁজ অর্ধশত
সৌদির প্রথম নারী নভোচারী হচ্ছেন রায়ানা
এবার চীনের জলসীমায় উড়ন্ত বস্তু

মন্তব্য

আন্তর্জাতিক
6 Palestinians were killed by Israeli forces in Jenin

জেনিনে ইসরায়েলি বাহিনীর হাতে ৬ ফিলিস্তিনি নিহত

জেনিনে ইসরায়েলি বাহিনীর হাতে ৬ ফিলিস্তিনি নিহত দখলকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় সড়কে জড়ো হন অনেকে। ছবি: এএফপি
ইসরায়েলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের মধ্যে গত সপ্তাহে ফিলিস্তিনের হুওয়ারা গ্রামের কাছে অবৈধ বসতির বাসিন্দা দুই ভাইয়ের ওপর গুলি চালানো এক ফিলিস্তিনি রয়েছেন।

দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় কমপক্ষে ৬ ফিলিস্তিনি নিহত ও ১১ জন আহত হয়েছে।

ফিলিস্তিন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছে, আহত দুজনের অবস্থা গুরুতর।

একাধিক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানান, একটি বাড়ি অবরুদ্ধ করে রাখে ইসরায়েলের বাহিনী। সে বাড়িতে রকেট হামলা চালানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, বেশ কিছু সামরিক যানের সঙ্গে সঙ্গে হেলিকপ্টার প্রবেশ করছে জেনিন শহরে।

ইসরায়েলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের মধ্যে গত সপ্তাহে ফিলিস্তিনের হুওয়ারা গ্রামের কাছে অবৈধ বসতির বাসিন্দা দুই ভাইয়ের ওপর গুলি চালানো এক ফিলিস্তিনি রয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলি বসতির দুই বাসিন্দাকে যে বন্দুকধারী খুন করেছিলেন, তাকে ‘নির্মূল’ করেছেন সেনারা।

পশ্চিম তীরের রামাল্লা থেকে আল জাজিরার প্রতিবেদক সারা খাইরাত জানান, জেনিনে তল্লাশি অভিযানের দিন সন্ধ্যায় নাবলুসের দক্ষিণে একটি শরণার্থী ক্যাম্পে একই ধরনের তৎপরতা চালায় ইসরায়েলি বাহিনী।

আরও পড়ুন:
ইসরায়েলে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ
আল-আকসায় ইসরায়েলি মন্ত্রী: উদ্বেগ জাতিসংঘের
আল-আকসায় ইসরায়েলি মন্ত্রী, ফুঁসে উঠল আরব বিশ্ব   
ইসরায়েলে নতুন সরকার গঠনের ঘোষণা নেতানিয়াহুর
মোসাদকে সহায়তা, ইরানে ৪ মৃত্যুদণ্ড কার্যকর

মন্তব্য

আন্তর্জাতিক
Israel strikes Gaza in response to rocket fire

রকেট ছোড়ার জবাবে গাজায় বিমান হামলা ইসরায়েলের

রকেট ছোড়ার জবাবে গাজায় বিমান হামলা ইসরায়েলের গাজা শহরের উত্তরাঞ্চলে বুধবার গভীর রাতে ইসরায়েলি বিমান থেকে হামলা চালানো হয়। ছবি: এএফপি
গাজা শহরের উত্তরাঞ্চলে বুধবার গভীর রাতে হামলা চালায় ইসরায়েলি বিমান। ওই অঞ্চলে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।

দখলকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ১১ ফিলিস্তিনি নিহত হওয়ার প্রতিবাদে রকেট ছুড়েছে গাজা উপত্যকার সশস্ত্র গোষ্ঠীগুলো। এর জবাবে ফিলিস্তিনের অবরুদ্ধ অঞ্চলটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বুধবার গভীর রাতে গাজা শহরের উত্তরাঞ্চলে বোমা ছোড়া হয় ইসরায়েলি বিমান থেকে। ওই অঞ্চলে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।

এর কয়েক ঘণ্টা আগে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের সেদেরত ও অ্যাশকেলন শহরে রকেট ছোড়া হয়। সেসব এলাকায় বেজে ওঠে সাইরেন।

রকেট হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ফিলিস্তিনের প্রত্যক্ষদর্শীরা জানান, কমপক্ষে আটটি রকেট ছোড়া হয় গাজা থেকে। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, দেশটিকে লক্ষ্য করে ছোড়া রকেটের সংখ্যা ছয়।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঁচটি রকেটকে আটকে দেয়। আরেকটি রকেট পড়ে জনবসতিহীন এলাকায়।

রকেট ছোড়ার দায় স্বীকার করেনি ফিলিস্তিনের কোনো সংগঠন।

গাজা থেকে রকেট ছোড়ার আগে উপত্যকাভিত্তিক সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদ নাবলুসে বুধবার ইসরায়েলি অভিযানের নিন্দা জানিয়ে একে ‘বড় অপরাধ’ হিসেবে আখ্যা দেয়। অভিযানে প্রাণহানির বদলা নেয়ার ঘোষণাও দেয় সংগঠনটি।

অন্যদিকে হামলার নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দেয় উপত্যকার শাসক দল হামাসও।

আরও পড়ুন:
নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলি বাহিনীর
জেরুজালেমে সিনাগগের কাছে বন্দুক হামলায় নিহত ৭
ইসরায়েলি সেনাদের গুলিতে ১০ ফিলিস্তিনি নিহত, তীব্র প্রতিবাদ ঢাকার
নেতানিয়াহুর সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে ফুঁসেছে ইসরায়েল
ইসরায়েলে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

মন্তব্য

আন্তর্জাতিক
Israeli forces killed an unarmed Palestinian man

নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলি বাহিনীর

নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলি বাহিনীর দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত
ওয়াফার তথ্য অনুযায়ী, কালালওয়েহের মৃত্যুতে এ বছর এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে আট শিশু ও বয়স্ক এক নারীসহ ৩৬ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এ সময়ে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে এক শিশুসহ  ইসরায়েলি ছয় বেসামরিক এবং ইউক্রেনের এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

দখলকৃত পশ্চিম তীরে শুক্রবার ইসরায়েলি বাহিনীর গুলিতে নিরস্ত্র এক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, নাবলুসের দক্ষিণে হুওয়ারা শহরের কাছে শুক্রবার সন্ধ্যায় ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে ২৬ বছর বয়সী আবদুল্লাহ সামি কালালওয়েহ নিহত হন।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের মুখপাত্র আহমাদ জিব্রিল স্থানীয় বার্তা সংস্থা ওয়াফাকে জানায়, ইসরায়েলি বাহিনীর হাতে গুরুতর আহত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই কালালওয়েহর মৃত্যু হয়।

ওয়াফার তথ্য অনুযায়ী, কালালওয়েহের মৃত্যুতে এ বছর এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে আট শিশু ও বয়স্ক এক নারীসহ ৩৬ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এ সময়ে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে এক শিশুসহ ইসরায়েলি ছয় বেসামরিক এবং ইউক্রেনের এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, সন্দেহভাজন একজন হুওয়ারা এলাকায় সেনা ঘাঁটি সংলগ্ন সামরিক ফাঁড়ির দিকে হেঁটে যাওয়ার পর বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে।

সেনাবাহিনী আরও জানায়, কালালওয়েহ এক সেনাকে আক্রমণের চেষ্টা করেছিলেন। ওই স্থানে থাকা আরেক সেনা তাকে লক্ষ্য করে গুলি চালান।

ফিলিস্তিনি ওই যুবক নিরস্ত্র ছিলেন বলে স্বীকার করেছে ইসরায়েলের সেনাবাহিনী।

এর আগে শুক্রবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক পূর্ব জেরুজালেমসহ দখলকৃত পশ্চিম তীরে নিরাপত্তা বাহিনীর সব কার্যক্রম আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে পরিচালনা করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান।

তিনি এক বিবৃতিতে আইন প্রয়োগকারী সংস্থার অভিযানগুলোতে নিয়ম মেনে বলপ্রয়োগের ওপর জোর দেন।

আরও পড়ুন:
আল-আকসায় ইসরায়েলি মন্ত্রী, ফুঁসে উঠল আরব বিশ্ব   
ইসরায়েলে নতুন সরকার গঠনের ঘোষণা নেতানিয়াহুর
মোসাদকে সহায়তা, ইরানে ৪ মৃত্যুদণ্ড কার্যকর
রকেটের জবাবে গাজায় বোমা হামলা, ইইউর উদ্বেগ
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর জয়

মন্তব্য

আন্তর্জাতিক
7 killed in a gun attack near a synagogue in Jerusalem

জেরুজালেমে সিনাগগের কাছে বন্দুক হামলায় নিহত ৭

জেরুজালেমে সিনাগগের কাছে বন্দুক হামলায় নিহত ৭ পূর্ব জেরুজালেমে শুক্রবার হামলাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: এএফপি
হামলাস্থল ইসরায়েলের অবৈধ বসতি নেভে ইয়াকুব থেকে আল জাজিরার প্রতিবেদক জেমস বেইজ জানান, তার কাছে থাকা তথ্য অনুযায়ী, সিনাগগের সামনে গাড়ি থেকে বেরিয়ে গুলি চালান বন্দুকধারী, যাতে কমপক্ষে সাতজন প্রাণ হারান।

দখলকৃত পূর্ব জেরুজালেমে শুক্রবার ইহুদি বসতিতে সম্প্রদায়টির উপাসনালয় সিনাগগের কাছে বন্দুকধারীর হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে।

ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের জেনিনে বৃহস্পতিবার শরণার্থী ক্যাম্পে দেশটির সেনাদের তল্লাশির সময় ৯ জন নিহত হওয়ার পরের দিন বন্দুক হামলার ঘটনাটি ঘটে।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি বাহিনীর গুলিতে পূর্ব জেরুজালেমের হামলাকারী নিহত হয়েছেন।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানায়, বন্দুকধারীর গুলিতে আহত ১০ জনকে তারা চিকিৎসা দিচ্ছে, যাদের কয়েকজনের অবস্থা গুরুতর।

হামলাস্থল ইসরায়েলের অবৈধ বসতি নেভে ইয়াকুব থেকে আল জাজিরার প্রতিবেদক জেমস বেইজ জানান, তার কাছে থাকা তথ্য অনুযায়ী, সিনাগগের সামনে গাড়ি থেকে বেরিয়ে গুলি চালান বন্দুকধারী, যাতে কমপক্ষে সাতজন প্রাণ হারান।

পুলিশের বরাত দিয়ে তিনি আরও জানান, সন্দেহভাজনের ইতোপূর্বে নিরাপত্তা লঙ্ঘনজনিত কোনো রেকর্ড নেই।

তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থার মতে, গুলিতে ১০ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ৭০ বছর বয়সী এক পুরুষ ও ১৪ বছরের এক কিশোর রয়েছে।

সিনাগগের কাছাকাছি জায়গার বাসিন্দা ১৮ বছর বয়সী ম্যাটানেল আলমালেম বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমি অনেক ‍গুলির শব্দ শুনেছি।’

আরও পড়ুন:
ইসরায়েলে নতুন সরকার গঠনের ঘোষণা নেতানিয়াহুর
মোসাদকে সহায়তা, ইরানে ৪ মৃত্যুদণ্ড কার্যকর
রকেটের জবাবে গাজায় বোমা হামলা, ইইউর উদ্বেগ
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর জয়
ফিলিস্তিনি ইস্যুতে দুই রাষ্ট্র সমাধানে আগ্রহী ইসরায়েল

মন্তব্য

p
উপরে