× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

আন্তর্জাতিক
থ্যাংকসগিভিং শেষে করোনার ধাক্কা বাড়তে পারে ফাউচি
google_news print-icon

থ্যাংকসগিভিং শেষে করোনার ধাক্কা বাড়তে পারে: ফাউচি

থ্যাংকসগিভিং-শেষে-করোনার-ধাক্কা-বাড়তে-পারে-ফাউচি
ফাউচি বলেন, ‘এখনও খুব বেশি দেরি হয়ে যায়নি। যারা ভ্রমণ করেছেন, তারা মাস্ক পরা ও শারীরিক দূরত্ব মেনে চললে করোনার বিস্তার রোধ করা সম্ভব।’

যুক্তরাষ্ট্রে আগামী কয়েক সপ্তাহে করোনাভাইরাসের সংক্রমণের ‘একের পর এক ধাক্কা’ আসতে পারে বলে সতর্ক করেছেন দেশটির শীর্ষ ভাইরাস বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি।

দেশটিতে ‘থ্যাংকসগিভিং ডে’ উদযাপন শেষে লাখ লাখ মানুষ ঘরে ফিরছে। তাদের উদ্দেশে স্থানীয় সময় রোববার তিনি এ সতর্কবার্তা দিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

ফাউচি বলেন, ‘এখনও খুব বেশি দেরি হয়ে যায়নি। যারা ভ্রমণ করেছেন, তারা মাস্ক পরা ও শারীরিক দূরত্ব মেনে চললে করোনার বিস্তার রোধ করা সম্ভব।’

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এক কোটি ৩০ লাখেরও বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে দুই লাখ ৬৬ হাজারেরও বেশি মানুষের।

নভেম্বরে দেশটিতে করোনায় শনাক্ত ৪০ লাখ ছাড়িয়েছে, যা আগের মাসের তুলনায় দ্বিগুণ।

করোনার সংক্রমণ মোকাবিলায় এ বছর থ্যাংকসগিভিং ডে ঘরে উদযাপনের পরামর্শ দিয়ে আসছিলেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কিন্তু এ সপ্তাহে দেশটির বিমানবন্দর মধ্য মার্চের পর সবচেয়ে ব্যস্ততম সময় পার করেছে। অর্থাৎ বিপুলসংখ্যক মানুষ ঘরের বাইরে বেরিয়েছে।

দেশটির ট্রান্সপোর্ট সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন স্ট্যাটিস্টিকসের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে আট থেকে ১০ লাখের বেশি মানুষ বিমানে ভ্রমণ করেছেন।

সিএনএনের ‘স্টেট অফ দ্য ইউনিয়ন’কে দেয়া সাক্ষাৎকারে ফাউচি বলেন, ‘ভ্রমণের কারণে অনেকটা নিশ্চিতভাবেই সংক্রমণ বাড়বে।’

অন্য একটি টেলিভিশন সাক্ষাৎকারে থ্যাংকসগিভিং ডে শেষে ভ্রমণকারীদের ‘সম্ভব হলে’ কয়েক দিনের জন্য কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেন ফাউচি।

ফাউচির উদ্বেগের সঙ্গে একমত পোষণ করে হোয়াইট হাউজের করোনাভাইরাস রেসপন্স কোঅর্ডিনেটর ড. ডেবোরাহ বিরক্স সিবিএস নিউজকে জানান, থ্যাংকসগিভিং ডে উপলক্ষে যারা ভ্রমণ করেছেন, ৬৫ বছরের বেশি বয়স্কদের সঙ্গে দেখা করা থেকে তাদের বিরত থাকা উচিত।

মন্তব্য

আরও পড়ুন

আন্তর্জাতিক
92 year old Rupert Murdoch is getting married for the fifth time

পঞ্চম বিয়ে করছেন ৯২ বছরের রুপার্ট মারডক

পঞ্চম বিয়ে করছেন ৯২ বছরের রুপার্ট মারডক মোগল হিসেবে পরিচিত ৯২ বছর বয়সী রুপার্ট মারডক। ছবি: সংগৃহীত
২২ বছর বয়সে সংবাদপত্রের ব্যবসা শুরু করেন রুপার্ট। বিশ্বের ৫টি দেশে ১২০টি পত্রিকার মালিক তিনি ও তার পরিবারের সদস্যরা। মার্কিন ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, ইংল্যান্ডের দ্য সান ও নিউইয়র্ক টাইমসের মালিক রুপার্ট।

ফের বিয়ের পিঁড়িতে বসছেন মিডিয়া মোগল হিসেবে পরিচিত ৯২ বছর বয়সী রুপার্ট মারডক । সাবেক পুলিশ কর্মকর্তা অ্যান লেসলি স্মিথের (৬৬) সঙ্গে তিনি বাগদান করেছেন বলে নিজেই নিশ্চিত করেছেন।

স্থানীয় সময় সোমবার রুপার্টের মালিকানাধীন নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী ও মডেল জেরি হলের সঙ্গে বিচ্ছেদের এক বছরেরও কম সময়ের মধ্যে আবারও বিয়ে করার করার খবর দিয়েছেন রুপার্ট । তার নতুন বান্ধবী অ্যান লেসলি স্মিথের সঙ্গে ছয় মাস আগে তার প্রথম দেখা হয়।

নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে মারডক বলেন, ‘আমি খুব নার্ভাস ছিলাম, আমি প্রেমে পড়ায় ভয় পেয়েছিলাম, কিন্তু আমি জানতাম এটিই আমার শেষ চেষ্টা। স্মিথ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। আমি খুব খুশি।’

এদিকে রুপার্টের হবু স্ত্রী সাবেক পুলিশ কর্মকর্তা অ্যান লেসলি স্মিথ একজন বিধবা। তার স্বামী চেস্টার স্মিঠ ছিলেন একজন গায়ক ও ব্যবসায়ী।

বিয়ে নিয়ে অ্যান লেসলি নিউইয়র্ক টাইমসকে বলেন,আমি ১৪ বছর ধরে বিধবা। রুপার্টের মতো আমার স্বামীও ব্যবসায়ী ছিলেন।
আসছে গ্রীষ্মের শেষেই যুক্তরাষ্ট্রে তাদের বিয়ে সম্পন্ন হবে।

২২ বছর বয়সে সংবাদপত্রের ব্যবসা শুরু করেন রুপার্ট। বিশ্বের ৫টি দেশে ১২০টি পত্রিকার মালিক তিনি ও তার পরিবারের সদস্যরা। মার্কিন ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, ইংল্যান্ডের দ্য সান ও নিউইয়র্ক টাইমসের মালিক রুপার্ট।

এর আগে রুপার্ট প্যাট্রিসিয়া বুকার , সাংবাদিক আন্না মান , চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংক এবং অভিনেত্রী-মডেল জেরি হলকে বিয়ে করেন।

আরও পড়ুন:
রাশিয়াকে শাস্তির প্রতিজ্ঞা যুক্তরাষ্ট্র, জার্মানির
চীনের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা: মিত্রদের দুয়ারে যুক্তরাষ্ট্র
বর্ণবৈষম্য নিষিদ্ধকারী যুক্তরাষ্ট্রের প্রথম শহর সিয়াটল
পুতিনের ঘোষণায় পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা বাড়ার শঙ্কা
ইউক্রেন ইস্যুতে পুতিন-বাইডেন বাগযুদ্ধ

মন্তব্য

আন্তর্জাতিক
The king invited the president of Iran to Saudi Arabia

সফরের আমন্ত্রণ সৌদি বাদশাহর, স্বাগত জানালেন ইরানের প্রেসিডেন্ট

সফরের আমন্ত্রণ সৌদি বাদশাহর, স্বাগত জানালেন ইরানের প্রেসিডেন্ট সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলাজিজ আল সৌদি ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। কোলাজ: নিউজবাংলা
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রোববার এক পোস্টে আমন্ত্রণের বিষয়টি জানান ইসলামি প্রজাতন্ত্রটির প্রেসিডেন্টের রাজনীতিবিষয়ক ডেপুটি চিফ অফ স্টাফ মোহাম্মদ জামশিদি।

সম্পর্ক স্বাভাবিক করতে চীনের মধ্যস্থতায় সাম্প্রতিক মতৈক্যের পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলাজিজ আল সৌদ।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রোববার এক পোস্টে আমন্ত্রণের বিষয়টি জানান ইসলামি প্রজাতন্ত্রটির রাজনীতিবিষয়ক ডেপুটি চিফ অফ স্টাফ মোহাম্মদ জামশিদি।

তিনি বলেন, এক চিঠিতে ইরানের প্রেসিডেন্টকে সফরের আমন্ত্রণ জানান সৌদি বাদশাহ।

টুইটে জামশিদি লিখেন, ‘প্রেসিডেন্ট রাইসিকে দেয়া চিঠিতে সৌদি আরবের বাদশাহ বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যকার চুক্তিকে স্বাগত জানানোর পাশাপাশি তাকে (ইরানের প্রেসিডেন্ট) রিয়াদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।’

তিনি লিখেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান।

ইরানের জ্যেষ্ঠ ওই কর্মকর্তা আরও বলেন, সালমানের আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন রাইসি।

শিয়া ও সুন্নি দ্বন্দ্বের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বীর ভূমিকায় ছিল সৌদি আরব ও ইরান। চীনের মধ্যস্থতায় দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের পর সে শত্রুতা কমে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

সর্বশেষ বাদশাহ সালমান যে চিঠি দিয়েছেন, তাকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে।

টানা কয়েক দিন বড় পরিসরে আলোচনার পর গত ১০ মার্চ ইরান, সৌদি আরবকে নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয় চীন।

এ ‍চুক্তির আওতায় মধ্যপ্রাচ্যের বড় দুই শক্তি কূটনৈতিক সম্পর্ক পুনস্থাপনের পাশাপাশি দূতাবাস ও মিশনগুলো দুই মাসের মধ্যে ফের চালু করতে সম্মত হয়।

আরও পড়ুন:
ট্রাম্পকে হত্যার সুযোগ খুঁজছে ইরান
সৌদির প্রথম নারী নভোচারী হচ্ছেন রায়ানা
ইরানে ২৬ দিনে ৫৫ ফাঁসি
সাবেক উপমন্ত্রীকে ফাঁসিতে ঝোলাল ইরান
ইরানের সাবেক প্রেসিডেন্টের মেয়ের ৫ বছরের কারাদণ্ড

মন্তব্য

আন্তর্জাতিক
Allegation of rape of Nedi dog goes viral

নেড়ি কুকুরকে ধর্ষণের অভিযোগ, ভিডিও ভাইরাল

নেড়ি কুকুরকে ধর্ষণের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রতীকী ছবি
সহকারী পুলিশ সুপার মনিশ কুমার বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। আইপিসি ও প্রাণী আইনে ব্যবস্থা নেয়া হাবে।

ভারতের বিহারে একটি নেড়ি কুকুরকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

রাজ্যের পাটনা শহরের ফুলওয়ারী শরীফের ফয়সাল কলোনীতে গত ৮ মার্চ ওই ঘটনা ঘটে বলে পুলিশের বরাতে সোমবার জানিয়েছে এনডিটিভি।

এরই মধ্যে বীভৎস এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। উদ্বেগের কথা বলছেন অনেকে।

সিসিটিভি ফুটেজে একজন অজ্ঞাত ব্যক্তিকে ওই প্রাণীটিকে ধর্ষণ করতে দেখা যায়। এরই প্রেক্ষাপটে পুলিশের কাছে অভিযোগ জানায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।

পরে পাটনা পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে।

সহকারী পুলিশ সুপার মনিশ কুমার বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। আইপিসি ও প্রাণী আইনে ব্যবস্থা নেয়া হাবে।

আরও পড়ুন:
শিশু ধর্ষণের অভিযোগে চাচা আটক
নেশাযুক্ত খাবার খাইয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
খুকৃবির সাবেক ভিসি, বর্তমান রেজিস্ট্রারের নামে ধর্ষণ মামলা নেয়ার নির্দেশ

মন্তব্য

আন্তর্জাতিক
Shir urged to find a logical way to resolve the Ukraine crisis

ইউক্রেন সংকট নিরসনের যৌক্তিক পথ খোঁজার তাগিদ শির

ইউক্রেন সংকট নিরসনের যৌক্তিক পথ খোঁজার তাগিদ শির রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। ছবি: এএফপি
শি বলেন, ‘(ইউক্রেন) সংকটের ক্ষতিকর প্রভাব কমানো ও এর রাজনৈতিক সমাধানকে ত্বরান্বিত করতে এই নথি (১২ দফা প্রস্তাব) ইতিবাচক বিষয় হিসেবে কাজ করছে।’ তিনি আরও বলেন, ‘জটিল সমস্যার সহজ কোনো সমাধান নেই।’

ইউক্রেন সংকট নিরসনের যৌক্তিক পথ খুঁজে বের করার তাগিদ দিয়ে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং বলেছেন, এ সমস্যার সমাধান সহজ হবে না।

সোমবার রাশিয়ার মস্কোতে পা রাখার আগে রাষ্ট্র নিয়ন্ত্রিত রুশ সংবাদপত্র রশিসকায়া গ্যাজেটায় লেখা নিবন্ধে তিনি এ কথা বলেন।

শিকে উদ্ধৃত করে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলার পর সৃষ্ট সংকটের রাজনৈতিক সমাধানের আলোচনার ভিত্তি হতে পারে গত মাসে প্রকাশিত চীনের ১২ দফা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত দফাগুলোতে সব দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান, স্নায়ুযুদ্ধের মানসিকতা পরিহার, যুদ্ধবিরতি, শান্তি আলোচনা শুরু, মানবিক সংকট নিরসনসহ বিভিন্ন আহ্বান জানানো হয়।

শি বলেন, ‘(ইউক্রেন) সংকটের ক্ষতিকর প্রভাব কমানো ও এর রাজনৈতিক সমাধানকে ত্বরান্বিত করতে এই নথি (১২ দফা প্রস্তাব) ইতিবাচক বিষয় হিসেবে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘জটিল সমস্যার সহজ কোনো সমাধান নেই।’

চীনের প্রেসিডেন্ট বলেন, দেশটির ১২ দফায় যতটা সম্ভব আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামতের প্রতিফলন ঘটানোর চেষ্টা করা হয়েছে।

ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর প্রথমবারের মতো দেশটিতে সফরে যাচ্ছেন শি চিনপিং।

ইউরোপের দুই প্রতিবেশীর সংঘাতে চীন নিজেকে তৃতীয় পক্ষ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে, তবে দেশটি রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কও বজায় রেখেছে।

গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রথম কোনো বিশ্বনেতা হিসেবে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন শি চিনপিং।

আরও পড়ুন:
হঠাৎ ইউক্রেনে পুতিন
রাশিয়া-ইউক্রেন শস্য চুক্তির মেয়াদ ফের বাড়ল
যে কারণে রাশিয়া যাচ্ছেন শি
রুশ বিমানের ধাক্কায় ড্রোন বিধ্বস্তের দাবি যুক্তরাষ্ট্রের, নাকচ রাশিয়ার
ইউক্রেনে রুশ হামলা জোরদার, নিহত ৬

মন্তব্য

আন্তর্জাতিক
Suddenly Putin in Ukraine

হঠাৎ ইউক্রেনে পুতিন

হঠাৎ ইউক্রেনে পুতিন মারিওপোলে একটি বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছেন পুতিন। ছবি: সংগৃহীত
ইউক্রনের কর্মকর্তা জানান, ধ্বংস হওয়া শহর যাতে না দেখতে হয় সে জন্য রাতে এ সফর করেছেন পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ সেনাদের দখলকৃত ইউক্রেনের মারিওপোলে শহরে আকস্মিক সফর করেছেন।

স্থানীয় সময় শনিবার তিনি সেখানে যান বলে ক্রেমলিনের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

একটি ভিডিওতে দেখা যায়, পুতিন শহরটি দিয়ে গাড়ি চালাচ্ছেন এবঙ্গ এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন।

ধারণা করা হচ্ছে, রুশ সেনাদের দখল করা এই শহরে এটি পুতিনের প্রথম সফর।

এদিকে ইউক্রনের কর্মকর্তা জানান, ধ্বংস হওয়া শহর যাতে না দেখতে হয় সে জন্য রাতে এ সফর করেছেন পুতিন।

রুশ বার্তা সংস্থা তাস বা টিএএসএস জানিয়েছে, পুতিন হেলিকপ্টারে করে মারিওপোলে ঢোকেন। এরপর গাড়িতে করে শহরটির বিভিন্ন জায়গায় ঘুরেন। এছাড়া সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর মে মাসে মারিওপোল দখল করে রুশ সেনারা। এ শহরটিতে রুশ সেনাদের তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন ইউক্রেনের আজভ ব্রিগেডের সেনারা। কিন্তু তাদের আটকে ফেলে শহরটি দখল করে রুশ বাহিনী।

আরও পড়ুন:
পুতিন কি ওয়াগনারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন?
রুশ করোনা টিকার উদ্ভাবককে শ্বাসরোধে হত্যা
আগামী বছরই অর্থশূন্য হয়ে পড়বে মস্কো, দাবি রুশ ব্যবসায়ীর
রাশিয়াকে শাস্তির প্রতিজ্ঞা যুক্তরাষ্ট্র, জার্মানির
যাবজ্জীবন পাওয়া যুদ্ধাপরাধী গ্রেপ্তার

মন্তব্য

আন্তর্জাতিক
Russia Ukraine grain agreement extended again

রাশিয়া-ইউক্রেন শস্য চুক্তির মেয়াদ ফের বাড়ল

রাশিয়া-ইউক্রেন শস্য চুক্তির মেয়াদ ফের বাড়ল কৃষ্ণ সাগরে শস্যবাহী জাহাজ। ছবি: রয়টার্স
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলা শুরুর পর ইউক্রেন থেকে শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। তখন বিশ্ববাজারে শস্যের সরবরাহ কমায় দাম বেড়ে যায়। সংকট নিরসনে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ২০২২ সালের জুলাইয়ে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে প্রথম এ চুক্তি হয়। ওই সময় চুক্তির মেয়াদ ছিল ১২০ দিন।

কৃষ্ণ সাগর দিয়ে নিরাপদে ইউক্রেনের শস্য রপ্তানির জন্য রাশিয়ার সঙ্গে দেশটির চুক্তির মেয়াদ আরও ৬০ দিনের জন্য বাড়ানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে শনিবার এ তথ্য জানানো হয়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলা শুরুর পর ইউক্রেন থেকে শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। তখন বিশ্ববাজারে শস্যের সরবরাহ কমায় দাম বেড়ে যায়। সংকট নিরসনে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ২০২২ সালের জুলাইয়ে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে প্রথম এ চুক্তি হয়। ওই সময় চুক্তির মেয়াদ ছিল ১২০ দিন।

মাঝে চুক্তি থেকে বের হয়ে যায় রাশিয়া। তবে অনেক আলোচনার পর নভেম্বরেও আবারও চুক্তি নবায়ন করা হয়। যেটির মেয়াদ ২০২৩ সালের ১৮ মার্চ শেষ হয়।

রাশিয়া বলেছে, মে মাসের মাঝামাঝি সময়ের পর চুক্তির মেয়াদ বাড়াতে হলে কিছু পশ্চিমা নিষেধাজ্ঞা কমাতে হবে।

শনিবার জাতিসংঘ ও তুরস্ক চুক্তি নবায়নের কথা জানালেও মেয়াদ কতদিন বাড়ল তা সুনির্দিষ্ট করে বলেনি।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন, বিশ্ববাজারে রাশিয়ার খাদ্যপণ্য এবং সারের প্রসারের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পাশাপাশি দ্য ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ নামের চুক্তিটি বিশ্বের বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর খাদ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।

রাশিয়া ও ইউক্রেন বিশ্বে গুরুত্বপূর্ণ খাদ্য সরবরাহকারী দেশ। আবার রাশিয়া শীর্ষস্থানীয় সার রপ্তানিকারক দেশও।

ইউক্রেনের কৃষিমন্ত্রী মিকোলা সোলস্কি জানিয়ুএছেন, জাতিসংঘের ত্রাণ কর্মসূচির জন্য তার দেশ প্রায় ৫ লাখ টন গম সরবরাহ করেছে।

আরও পড়ুন:
রুশ করোনা টিকার উদ্ভাবককে শ্বাসরোধে হত্যা
আগামী বছরই অর্থশূন্য হয়ে পড়বে মস্কো, দাবি রুশ ব্যবসায়ীর
রাশিয়াকে শাস্তির প্রতিজ্ঞা যুক্তরাষ্ট্র, জার্মানির
যাবজ্জীবন পাওয়া যুদ্ধাপরাধী গ্রেপ্তার
৩ হাজার কোটি টাকার রুশ স্পাই প্লেন ধ্বংস

মন্তব্য

আন্তর্জাতিক
A leopard from Pakistan is threatening to enter India

ভারতে ঢুকে ভয় দেখাচ্ছে পাকিস্তানের চিতা

ভারতে ঢুকে ভয় দেখাচ্ছে পাকিস্তানের চিতা ফাইল ছবি
চিতাবাঘের অনুপ্রবেশের ভিডিও ছড়িয়েছে সামজিক যোগাযোগমাধ্যমেও। সীমান্তরক্ষী বাহিনীদের সদস্যদের সঙ্গে সঙ্গে এ নিয়ে ভীতু হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারাও।

মাঝে-মধ্যেই পাকিস্তান থেকে সীমান্ত দিয়ে ভারতে জঙ্গি ঢোকার খবর পাওয়া যায়। এবারও সীমান্ত দিয়ে ঢোকার এক খবর, তবে জঙ্গি সদস্য নয়। পাকিস্তানের একটি চিতাবাঘ ঢুকে পড়েছে ভারতে।

জম্মু-কাশ্মীরের সাম্বা জেলার রামগড় সাব সেক্টরে সীমান্ত পেরিয়ে ওই প্রাণীটি শনিবার সন্ধ্যায় ভারতে ঢুকেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছ এএনআই।

চিতাবাঘের অনুপ্রবেশের ভিডিও ছড়িয়েছে সামজিক যোগাযোগমাধ্যমেও। সীমান্তরক্ষী বাহিনীদের সদস্যদের সঙ্গে সঙ্গে এ নিয়ে ভীতু হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারাও।

ভিডিওতে দেখা যায়, প্রায় হামাগুড়ি দিয়ে কাঁটাতারের নীচ দিয়ে ভারতে ঢুকে পড়ে চিতাবাঘটি। তার পর এটি জঙ্গলে পালিয়ে যায়।

প্রশাসন স্থানীয়দের সতর্ক করেছে। নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।

ভিডিওতে একজন মন্তব্য করেছেন, ‘এ ধরনের অনুপ্রবেশ চলতেই পারে। আরেকজন লিখেছেন, চিতাবাঘটিও আর পাকিস্তানে থাকতে চাইছে না। সে দেশে নিজেকে নিরাপদ মনে করছে না।

আরও পড়ুন:
সুন্দরবনে বাঘের হামলা,হাসপাতালে মৃত্যু জেলের
সুন্দরবনে বাঘ গণনার ক্যামেরা চুরি
সুন্দরবনে মৃত বাঘ উদ্ধার

মন্তব্য

p
উপরে