মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, ‘অতীতের গণহত্যার জন্য লাখ লাখ ফরাসিকে হত্যার’ অধিকার মুসলমানদের আছে। তবে মহানবী হজরত মোহাম্মদের (সা.) কার্টুন দেখানোর জেরে প্যারিসের স্কুলশিক্ষককে হত্যার সমর্থন করা যায় না।
বৃহস্পতিবার ব্লগ ও টুইটবার্তায় মাহাথির এসব কথা বলেন।
মাহাথির বলেন, মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন তিনি। কিন্তু এ স্বাধীনতা ব্যবহার করে অন্যদের অপমান করা উচিত নয়।
টুইটবার্তায় মাহাথির বলেন, “অতীতের গণহত্যার জন্য ক্ষুব্ধ হওয়া ও লাখ লাখ ফরাসিকে হত্যার অধিকার মুসলমানদের আছে। কিন্তু সব দিক বিবেচনায় নিয়ে মুসলমানরা ‘প্রতিশোধের’ রাস্তা বেছে নেয়নি। মুসলমানরা প্রতিশোধ নেয় না। তাই ফরাসিদেরও নেয়া উচিত না।”
তিনি বলেন, ‘প্যারিসে এক ব্যক্তি ক্ষুব্ধ হয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিন্তু তার জন্য সব মুসলমান ও ইসলামকে আপনারা দায়ী করছেন। বিষয়টি এমন হলে মুসলমানদেরও ফরাসিদের শাস্তি দেয়ার অধিকার আছে।’
এদিকে নীতি ভঙ্গের অভিযোগ এনে মাহাথিরের বার্তাটি সরিয়ে ফেলেছে টুইটার।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁসহ দেশটির অন্য কর্মকর্তাদের শ্রেণিকক্ষে মহানবীর কার্টুন দেখানোর পক্ষে মন্তব্যের নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ।
১৬ অক্টোবর শ্রেণিকক্ষে মহানবীর কার্টুন দেখানোর জেরে স্কুলশিক্ষক স্যামুয়েল প্যাটিকে শিরশ্ছেদ করেন আবদুলাখ আনজোরভ নামের চেচেন বংশোদ্ভূত এক যুবক।
ওই ঘটনার পরই মহানবীর ছবি প্রদর্শন ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে বিভক্ত হয়ে পড়েন বিশ্ব নেতারা।
সূত্র: রয়টার্স
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যপশ্চিমাঞ্চলের বিভিন্ন অংশে বিধ্বংসী টর্নেডোতে কমপক্ষে ২১ জন আহত হয়েছেন।
ঝড়ে আহত হয়েছেন আরও অনেকে।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় শুক্রবার রাতে কমপক্ষে আটটি অঙ্গরাজ্যে আঘাত হানে কয়েকটি টর্নেডো। এগুলোর আঘাতে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়; উপড়ে পড়ে গাছপালা।
বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়া এ ঝড় দক্ষিণাঞ্চলীয় সমতলের অঙ্গরাজ্যগুলোতে দাবানল আর মধ্যপশ্চিমাঞ্চলীয় উঁচু অঙ্গরাজ্যগুলোতে তুষারপাতের মতো পরিস্থিতি সৃষ্টি করে।
ভয়াবহ ঝড়ের প্রভাব পড়ে সাড়ে ৮ কোটি মানুষের ওপর। এতে বিদ্যুৎহীন হয়ে পড়ে হাজার হাজার মানুষ।
ঝড়ে টেনেসিতে সাত, পার্শ্ববর্তী আরকানসাসে পাঁচ, ইলিনয়ে চারজনের প্রাণ গেছে। নিহত বাকিরা ইন্ডিয়ানা, আলাবামা ও মিসিসিপির।
আরকানসাসে গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স জরুরি অবস্থা জারি করেন। একই সঙ্গে তিনি স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তার জন্য ন্যাশনাল গার্ডের ১০০ সদস্য মোতায়েন করেন।
আরকানসাসে নিহত পাঁচজনের মধ্যে চারজনই প্রায় ৮ হাজার মানুষের শহর ওয়েনের বাসিন্দা। সেখানে শনিবার ঘুম থেকে উঠে হাই স্কুলের ছাদ টুকরা টুকরা হয়ে যেতে দেখেন বাসিন্দারা। এর জানালাগুলো উড়ে যায়। মাটিতে পড়ে ছিল বিশাল বিশাল গাছ।
আরও পড়ুন:বয়স কোনো বাধা নয়। এই কথাটি আবারও প্রমাণ করলেন সংযুক্ত আরব আমিরাতের চার বছর বয়সী সাইদ রাশেদ আলমাহেরি। একক ব্যক্তি (ছেলে শিশু) হিসেবে এ বয়সে একটি পুরো বই প্রকাশ করায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে তার।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সাইদের বয়স চার বছর ২১৮ দিন। তার লেখা দ্য এলিফ্যান্ট অ্যান্ড দ্য বিয়ার নামের শিশুতোষ বইটি এরইমধ্যে হাজারের বেশি কপি বিক্রি হয়েছে। গত ৯ মার্চ তার রেকর্ডটি ভেরিফাই করা হয়। তার বইটিতে মূলত দুটি প্রাণীর বন্ধুত্বের গল্প বলা হয়েছে।
তবে সাইদ তার পরিবারে একাই বিশ্বরেকর্ডধারী নয়। তার বোন আলধাবি সবচেয়ে কম বয়সে দুটি ভাষায় বই প্রকাশ করে বিশ্বরেকর্ড গড়ে। সে ৮ বছর বয়সেই মেয়ে শিশু হিসেবে দুই ভাষায় বই লিখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখিয়েছিল।
আলধাবি এখন তার দেশের সবচেয়ে কমবয়সী উদ্যোক্তা। তার একটি প্রকাশনী সংস্থাও রয়েছে।
সাইদ বলেন, আমি আমার বোনকে ভালোবাসি। আমরা এক সঙ্গে পড়ি, আঁকি এবং অন্যান্য অনেক কাজ করি। তার কাছ থেকে অনুপ্রেরণা নিয়েই বইটি লিখেছি।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের আদালতে অভিযুক্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ৪০ লাখ ডলারের বেশি নির্বাচনি তহবিল সংগ্রহ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
মুখ বন্ধ রাখতে পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলসকে অর্থ দেয়ার বিষয়ে তদন্তের ভিত্তিতে ট্রাম্পকে স্থানীয় সময় বৃহস্পতিবার অভিযুক্ত করেন ম্যানহাটনের এক বিচারক।
এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়ার অংশ হিসেবে মনোনয়ন পেতে ট্রাম্পের সক্রিয় তৎপরতার মধ্যেই ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের নেতৃত্বাধীন তদন্তের ভিত্তিতে সাবেক প্রেসিডেন্টকে অভিযুক্ত করা হয়।
ঠিক কোন অভিযোগে ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে, তা জানা যায়নি। অভিযোগপত্র খোলাসা করা হয়নি।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, ব্যবসা সংক্রান্ত প্রতারণার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে ৩০টির বেশি অভিযোগ আনা হয়।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত হওয়ার পরের দিন শুক্রবার ট্রাম্পের প্রচার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৪০ লাখ ডলার নির্বাচনি তহবিল সংগ্রহের বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ট্রাম্পকে অর্থ পাঠানো ব্যক্তিদের ২৫ শতাংশ নতুন। এর অর্থ হলো রিপাবলিকান পার্টি থেকে মনোনয়নের দৌড়ে সুনিশ্চিতভাবে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, ব্যবসায়ী ও দানবীর জর্জ সরোসের অর্থায়নে ট্রাম্পকে অভিযুক্ত করে প্রসিকিউটর যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থাকে লজ্জাকর হাতিয়ার বানিয়েছেন বলে মনে করে দেশটির জনগণ।
এতে আরও বলা হয়, অভিযুক্ত করার নামে ‘প্রহসনের’ পাঁচ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ট্রাম্পের প্রচার দলকে অর্থ পাঠানো শুরু করেন।
আরও পড়ুন:যুক্তরাষ্ট্রের আরকানসাসে শুক্রবার শক্তিশালী দুটি টর্নেডোর আঘাতে তিনজন নিহত ও কমপক্ষে ২৪ জন আহত হয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, টর্নেডোতে উপড়ে গেছে গাছ; ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি।
প্রথম টর্নেডোটি রাজ্যের লিটল রক এলাকার কাছে বেলা প্রায় ৩টার দিকে আঘাত হানে। এতে নর্থ লিটল রকে একজন নিহত হন।
এ ঘটনায় জরুরি অবস্থা জারি করেন আরকানসাসের গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স।
লিটল রকের মেয়র ফ্র্যাংক স্কট জুনিয়র টুইটবার্তায় জানান, টর্নেডোতে আহত অন্তত ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
তার ভাষ্য, এ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দ্বিতীয় টর্নেডোটি আঘাত হানে লিটল রক থেকে প্রায় ১০০ মাইল পূর্বে ওয়েন এলাকায়। সন্ধ্যা ৬টার দিকে শুরু হওয়া এ ঝড়ে দুজন নিহত হয় বলে জানান আরকানসাস ইমার্জেন্সি ম্যানেজার রেবেকাহ ম্যাগনাস।
এদিকে লিটল রকের অংশবিশেষের পাশাপাশি শেরউড ও জ্যাকসনভিলের কাছাকাছি কিছু এলাকার অংশবিশেষের ওপর জরুরি অবস্থা জারি করা হয়েছে।
পাওয়ার আউটেজ ডটইউএস নামের একটি ওয়েবসাইট জানিয়েছে, ঝড়ে শুক্রবার রাত পর্যন্ত আরকানসাসে বিদ্যুৎহীন হয়ে পড়েন ৮০ হাজার মানুষ।
আরও পড়ুন:ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে বৃহস্পতিবার বেলেশ্বর মহাদেব মন্দিরে কুয়ার ঢাকনা ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে।
এ ঘটনায় নিখোঁজ রয়েছেন একজন। জীবিত উদ্ধার করা হয়েছে ১৪ জনকে।
মন্দিরে রাম নবমীর অনুষ্ঠানে বিপুল মানুষের চাপে কুয়ার ঢাকনাটি ধসে যায়, যাতে অনেকে হতাহত হন।
ইন্দোর জেলা প্রশাসক ইলায়ারাজা টির বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়, আহত ব্যক্তিদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসা নিয়ে নিরাপদে বাড়িতে ফিরেছেন। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।
তিনি বলেন, উদ্ধার অভিযান বৃহস্পতিবার শুরু হয়ে শুক্রবার অব্যাহত রয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইন্দোরের অন্যতম প্রাচীন কলোনি স্নেহনগরে অবস্থিত মন্দিরটি পরিচালনা করে বেসরকারি একটি ট্রাস্ট।
কিছু সূত্র সংবাদমাধ্যমটিকে জানায়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আমলে নিলে ইন্দোর পৌরসভা হয়তো ট্র্যাজেডিটি রোধ করতে পারত।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গত বছরের এপ্রিলে মহাদেব মন্দির ট্রাস্টের কাছে একটি নোটিশ পাঠিয়েছিল পৌরসভা। সে নোটিশে স্থানীয়দের অভিযোগের বরাত দিয়ে জানানো হয়েছিল, দখলকৃত একটি পার্কে কুয়ার ওপর মন্দিরটি নির্মাণ করা হয়েছে।
পৌরসভা কর্তৃপক্ষ ভেঙে ফেলার জন্য কুয়ার ছাদটি চিহ্নিত করেছিল, তবে মন্দির ট্রাস্ট এর বিরোধিতা করে বলে, এ ধরনের উদ্যোগ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে। ফলে কুয়া ভাঙা থেকে পিছু হটে পৌরসভা।
রাম নবমীতে কুয়ার কংক্রিটের ঢাকনার ওপর ধর্মীয় আচার পালন করা হয়। ওই ঢাকনাটি ৩০ থেকে ৪০ জনের ভার বহনে সক্ষম ছিল না। সেটি ভেঙে পুণ্যার্থীরা কুয়ার ৪০ ফুট গর্তে পড়ে যান।
পুণ্যার্থীদের উদ্ধারে কাজ শুরু করে ন্যাশনাল ডিজ্যাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) ও স্টেট ডিজ্যাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ)।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহত প্রত্যেকের পরিবারের জন্য ৫ লাখ রুপি এবং আহত প্রত্যেকের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেন।
আরও পড়ুন:মুখ বন্ধ রাখতে পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলসকে অর্থ দেয়ার বিষয়ে তদন্তের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করেছেন নিউ ইয়র্কের ম্যানহাটনের এক বিচারক।
এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে অপরাধের অভিযোগে অভিযুক্ত হলেন ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়ার অংশ হিসেবে মনোনয়ন পেতে ট্রাম্পের সক্রিয় তৎপরতার মধ্যেই ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের নেতৃত্বাধীন তদন্তের ভিত্তিতে সাবেক প্রেসিডেন্টকে অভিযুক্ত করা হলো।
ঠিক কোন অভিযোগে ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে, তা জানা যায়নি। অভিযোগপত্র খোলাসা করা হয়নি।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, ব্যবসা সংক্রান্ত প্রতারণার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে ৩০টির বেশি অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্ত হওয়ার প্রতিক্রিয়ায় রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত আলোচিত সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, তিনি সম্পূর্ণ নির্দোষ; মনোনয়ন পাওয়ার দৌড় থেকে পড়বেন না ছিটকে।
ট্রাম্পের অভিযোগ, দ্বিতীয় মেয়াদে তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সুযোগ খর্ব করতে চাইছেন ডেমোক্র্যাটিক পার্টির অ্যাটর্নি ব্র্যাগ।
তিনি এক বিবৃতিতে বলেন, এটি (অভিযুক্ত করা) রাজনৈতিক নিপীড়ন এবং নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ।
আরও পড়ুন:যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে প্রশিক্ষণের সময় দুই সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নয় সেনাসদস্য নিহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার এক আমেরিকান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অ্যান্টনি হোফেলার এ তথ্য জানান।
তিনি বলেন, কেনটাকির ট্রিগ কাউন্টির ফোর্ট ক্যাম্পবেলে বুধবার রাত ১০টার দিকে দুটি ব্ল্যাকহক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে নয় সেনা সদস্য নিহত হয়েছেন।
কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশেয়ার টুইটে জানান, মর্মান্তিক এ দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।
১০১তম এয়ারবোর্ন ডিভিশনের হেডকোয়ার্টার যুক্তরাষ্ট্রের ফোর্ট ক্যাম্পবেলে অবস্থিত। এটি আমেরিকান সেনাবাহিনীর একমাত্র বিমান হামলা সংশ্লিষ্ট বিভাগ। সম্প্রতি এ বিভাগ ইরাক ও যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম পরিচালনা করেছে।
মন্তব্য