20201002104319.jpg
ট্রাম্পের পোস্ট সরাল ফেসবুক ও টুইটার

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প

ট্রাম্পের পোস্ট সরাল ফেসবুক ও টুইটার

নীতিভঙ্গের অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পোস্ট সরিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও টুইটার।   

স্থানীয় সময় মঙ্গলবার করোনাভাইরাস ফ্লুয়ের মতোই- ট্রাম্পের এমন মন্তব্য সংবলিত পোস্ট সরিয়ে ফেলে সামাজিক যোগাযোগের মাধ্যম দুইটি। 

২৬ হাজার বার শেয়ার হওয়ার পর ট্রাম্পের পোস্টটি সরায় ফেসবুক।

ফেসবুকের একজন মুখপাত্র বলেন, ‘ কোভিড ১৯ এর ভয়াবহতা নিয়ে ভুল তথ্য আমরা সরিয়ে ফেলেছি।’

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক থেকে ট্রাম্পের পোস্ট সরানো বিরল একটি ঘটনা। 

করোনাকে সাধারণ  ফ্লু বলা ট্রাম্পের টুইটটির রিটুইট বন্ধ করে দিয়েছে টুইটার। একইসঙ্গে টুইটার একটি সতর্কবার্তাও দেয়। তাতে বলা হয়, 'বিভ্রান্তিকর ও সম্ভাব্য ক্ষতিকর তথ্য’ দেওয়া টুইটটি আমাদের নীতি ভঙ্গ করেছে।' 

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিডিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুযায়ী, ২০১৯-২০ সালে  ফ্লুতে আক্রান্ত হয়ে ২২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। 

অন্যদিকে চলতি বছরে করোনা হানা দেয়ার পর  এ পর্যন্ত এ ভাইরাসে  যুক্তরাষ্ট্রে দুই লাখ ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে যা বিশ্বে সর্বোচ্চ।   

সূত্র: দ্য ন্যাশনাল

 

 

শেয়ার করুন