20201002104319.jpg
20201003015625.jpg
পানি নেই ইস্ট  লন্ডনে

ইস্ট লন্ডন

পানি নেই ইস্ট লন্ডনে

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে হ্যাকনি মারশেস এলাকায় পাইপটি ফেটে যায় বলে জানিয়েছে পানি সরবরাহকারী প্রতিষ্ঠান টেমস ওয়াটার।

‘পাইপ ফেটে’ যাওয়ায় পানি পাচ্ছেন না যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে হ্যাকনি মারশেস এলাকায় পাইপটি ফেটে যায় বলে জানিয়েছে পানি সরবরাহকারী প্রতিষ্ঠান টেমস ওয়াটার।

প্রতিষ্ঠানটি জানায়, বার্কিং, ফরেস্ট গেইট, লেটোনস্টন, ইলফোর্ড, প্লাসটাও, স্ট্র্যাটফোর্ডসহ পূর্ব লন্ডনের বিভিন্ন এলাকার বাসিন্দারা পানি পাচ্ছেন না।

বাসিন্দাদের অভিযোগ, করোনাভাইরাসের এই মহামারির সময় হাত ধুতে না পারায় ঝুঁকির মধ্যে পড়েছেন তারা। এ ছাড়া দোকানের সব বোতলজাত পানি বিক্রি হয়ে গেছে।

পানি সরবরাহ ব্যাহত হওয়ায় ক্ষমা চেয়েছে টেমস ওয়াটার। তারা বলেছে, ‘প্রকৌশলীরা কাজ করছেন। যত দ্রুত সম্ভব পানি সরবরাহ চালু হবে।’

‘অসুস্থ ব্যক্তি ও হাসপাতালগুলোকে অগ্রাধিকার দিচ্ছি আমরা। তাদের জন্য বোতলজাত পানি সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।’

এ পরিস্থিতিতে বালতিতে বৃষ্টির পানি সংগ্রহের পরামর্শ দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকজন ব্যবহারকারী।

আবার কয়েকজন ১০.৯৯ পাউন্ডে ৫০০ মিলিলিটার পানি বিক্রির কথাও বলেছেন।

সূত্র: বিবিসি ও দ্য ইন্ডিপেন্ডেন্ট

শেয়ার করুন