20201002104319.jpg
20201003015625.jpg
করোনা ধরা পড়েনি বাইডেনের

প্রথম নির্বাচনী বিতর্কে বাইডেন

করোনা ধরা পড়েনি বাইডেনের

কয়েক দিন আগে বাইডেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক নির্বাচনী বিতর্কে অংশ নিয়েছিলেন। শুক্রবার এক টুইট বার্তায় স্ত্রীসহ করোনা আক্রান্ত হওয়ার কথা জানান ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন ও তার স্ত্রীর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

শুক্রবার সকালে বাইডেনের চিকিৎসক এই তথ্য জানান।

কয়েক দিন আগে বাইডেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক নির্বাচনী বিতর্কে অংশ নিয়েছিলেন। শুক্রবার এক টুইট বার্তায় স্ত্রীসহ করোনা আক্রান্ত হওয়ার কথা জানান ট্রাম্প।

ট্রাম্প আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরই যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আরেক প্রার্থী জো বাইডেনও আক্রান্ত কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। কারণ গত মঙ্গলবার ওহাইও অঙ্গরাজ্যের প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কে ট্রাম্পের সঙ্গে একই মঞ্চে ছিলেন তিনি।

বাইডেনের চিকিৎসক কেভিন ও কনোর এক বিবৃতিতে বলেন, “করোনা সনাক্তের জন্য ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেনের পিসিআর টেস্ট করা হয়েছিল। তাদের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। চিকিৎসক হিসেবে বিষয়টি আমি নিশ্চিত করছি।’

এক টুইট বার্তায় বাইডেন নিজেও তার করোনা আক্রান্ত না হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেন। একইসঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন।

বাইডেন,করোনা,ট্রাম্প
বাইডেনের টুইট

করোনা আক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার জন্য শুভকামনা জানিয়েও একটি টুইট করেছেন বাইডেন।

২৯ সেপ্টেম্বর রাতে বাইডেন ও ট্রাম্প ওই নির্বাচনী বিতর্কে অংশ নেন।

বাইডেন,ট্রাম্প,করোনা
ট্রাম্পের প্রতি শুভকামনা জানিয়ে বাইডেনের টুইট

আয়োজকদের একটি সূত্র জানায়, বিতর্ক চলার সময় তারা পরস্পর থেকে ১২ ফুট ৮ ইঞ্চি দূরে ছিলেন।

ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়া ফ্লোরিডার মায়ামিতে ১৫ অক্টোবর অনুষ্ঠেয় দ্বিতীয় প্রেসিডেন্ট বিতর্কের ওপর কোনো প্রভাব পড়বে কি না, সেটি এখনো পরিষ্কার নয়।

ট্রাম্পের করোনা পজেটিভ হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট করা যাবে না- সহকর্মীদের উদ্দেশে এমন নির্দেশনা সম্বলিত একটি ইমেইল পাঠিয়েছেন বাইডেনের নির্বাচনী প্রচারের ব্যবস্থাপক জেন ডিলন।

শেয়ার করুন