দেশের প্রতিটি জেলায় ৩০-৫০ বেডের আলাদা করে মা ও শিশু হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার সকালে রাজধানীর মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) অডিটরিয়াম হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভায় এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, দেশের মা ও শিশুদের জন্য আলাদা করে সেবা দেয়ার জন্য। দেশের কয়েক শ স্বাস্থ্যকেন্দ্রে ইতোমধ্যে প্রসূতি মায়ের জন্য ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। খুব দ্রুতই দেশের প্রতিটি জেলায় ৩০-৫০ বেডের আলাদা করে মা ও শিশু হাসপাতাল নির্মাণ করা হবে। এটি করা গেলে দেশের মায়েদের প্রসবকালীন যে সমস্যা ও অর্থ ব্যয় হয় তা অনেকখানি কমে যাবে।’
তিনি বলেন, ‘জাতির পিতা মাত্র সাড়ে ৩ বছর দেশের দায়িত্ব পরিচালনায় ছিলেন। এই অল্প সময়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তর, বিসিপিএস, বিএমআরসি প্রতিষ্ঠা, চিকিৎসকদের প্রথম শ্রেণির মর্যাদাসহ স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ কাজগুলোর সূচনা করে বুঝিয়ে দিয়ে গেছেন আমাদেরকে এখন আর কী কী কাজ করতে হবে। শেখ হাসিনা রাজনীতি করেন দেশের মানুষের উন্নতির জন্য, দেশের মানুষের স্বস্তিতে থাকার জন্য।’
মন্ত্রী বলেন, ‘দেশে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করে প্রত্যন্ত গ্রামের মানুষদের প্রায় ৩২ রকমের ওষুধ বিনামূল্যে বিতরণ করছেন প্রধানমন্ত্রী। নতুন করে ৫টি মেডিকেল বিশ্ববিদ্যালয়, ৩৭টি মেডিক্যাল কলেজ, ২২টি চিকিৎসা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা। প্রতিটি জেলায় বেড সংখ্যা দ্বিগুন করেছেন। জেলা হাসপাতালগুলোতে অতি জরুরি ১০টি করে ডায়ালাইসিস সেন্টার করেছেন। উপজেলা হাসপাতালে বেড বৃদ্ধি করা হয়েছে। চিকিৎসাখাতে আগামীর সব থেকে বড় চ্যালেঞ্জ ক্যান্সার, কিডনী, লিভার-চিৎিসাখাতে মানুষ যাতে ঢাকায় না এসে নিজ বিভাগেই নিতে পারে সেজন্য দেশের ৮ বিভাগেই ৮টি অতি উন্নত ও আধুনিক সুবিধাসম্পন্ন ১৫ তলা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল নির্মাণ কাজ দ্রুততার সাথে এগিয়ে চলেছে।’
শিশু দিবস উপলক্ষে শিশুশ্রম ও বাল্যবিয়ে বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের অনেক দোকানে, কল-কারখানায় শিশুদের দিয়ে কাজ করানো হচ্ছে যা শাস্তিযোগ্য অপরাধ। শিশুদের বয়সে শিশুরা খেলাধূলা করবে, আনন্দ করবে। সেখানে শিশুদেরকে যেভাবে কাজে লাগানো হচ্ছে তা অমানবিক। অন্যদিকে, বাল্যবিয়ে ঠেকাতে সরকার নানারকম প্রচারণা ও উদ্যোগ নিলেও বাল্যবিয়ে অহরহ ঘটছে।
‘বাল্যবিয়ে মানে একজন অপ্রাপ্ত বয়সের ছেলেমেয়ের বিয়ে। এই বয়সে বিয়ে হলে তারা যেখানে নিজেরাই শিশু থাকে, সেই শিশুদের মধ্যে আরেক শিশুর জন্ম হয়। এতে মা ও শিশুর মৃত্যুঝুকি অনেকখানি বেড়ে যায়। দেশ এগিয়ে যাচ্ছে। আগামীর বাংলাদেশে সুস্থ-সবল বুদ্ধিমান শিশু হতে হবে। সে পরিকল্পনা নিয়ে আমরা স্বাস্থ্যসেবার কাজ করছি। এখন শিশুশ্রম ও বাল্য বিয়ে সব জায়গাতেই বন্ধ করতে হবে।’
রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের ১০ তলা ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত ছাত্রীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
প্রাণ হারানো ২৬ বছর বয়সী মারিয়া আক্তার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
মারিয়া আক্তারের ভগ্নিপতি আশরাফ আলী বলেন, ‘মারিয়া শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা আবাসিক হলের সপ্তম তলায় থাকত। গত ২৩ মার্চ সকাল ৯টার দিকে ওই আবাসিক হলের দশম তলার ছাদের ওপর থেকে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে মারিয়া। ভাগ্যক্রমে বেঁচে গেলেও সে গুরুতর আহত হয়।’
তিনি আরও বলেন, ‘পরে তাকে উদ্ধার করে সহপাঠী ও হল কর্তৃপক্ষ প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল নিয়ে যায়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ওইদিনই চিকিৎসক তাকে আইসিইউতে রেফার করে। বৃহস্পতিবার সকালের দিকে আইসিইউর দায়িত্বরত চিকিৎসক মারিয়াকে মৃত বলে জানায়।’
মারিয়া আক্তারের মায়ের বরাত দিয়ে আশরাফ আলী আরও বলেন, ‘পরীক্ষা দিতে না পারায় মারিয়া মানসিকভাবে হতাশাগ্রস্থ ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সুপারিশ করার পর ব্যর্থ হওয়ায় সে এই আত্মহত্যার পথ বেছে নেয়।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শেরেবাংলা থানাকে জানানো হয়েছে।
আরও পড়ুন:রাজধানীর যাত্রাবাড়ীতে এক প্রবাসীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
বুধবার রাতে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২৭ বছর বয়সী আমজাদুল ইসলাম জ্যাকির স্ত্রী সুমাইয়ার দাবি, তার স্বামী অভিমান করে আত্মহত্যা করেছেন।
তিনি বলেন, ‘সন্ধ্যার পর আমি বাইরে থেকে এসে দেখি গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে জ্যাকি। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক আমার স্বামীকে মৃত ঘোষণা করেন।’
সুমাইয়া বলেন, ‘আমার সঙ্গে তার কোনো ঝগড়া-বিবাদ হয়নি। কী ভেবে সে এই কাজ করল বলতে পারি না।’
তিনি বলেন, ‘জ্যাকি সৌদি আরব থেকে কয়েক মাস আগে দেশে এসেছেন। চার মাস আগে আমাদের বিয়ে হয়। এর আগে আমার একটি বিয়ে হয়েছিল। সেই ঘরে আমার দুটি সন্তান রয়েছে।’
সুমাইয়া জানান, তাদের বাসা দক্ষিণ যাত্রাবাড়ী। জ্যাকি সৌদি আরবে থাকতেন। তিনি জ্যাকির বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জের হাজীপুর মধ্যচর গ্রামে।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘রাতে তার স্বামীকে হাসপাতালে নিয়ে আসার পর ওই নারী বলেছিলেন তিনি স্ট্রোক করেছেন। পরে জরুরি বিভাগের একজন চিকিৎসক দেখেন তার গলায় চিকন দাগ রয়েছে। তখন সন্দেহ হলে তাকে ৭ নম্বর রুমে পাঠানো হয়।
‘পরে সেখানে তার গলায় ফাঁসের চিহ্ন দেখা যায়। জিজ্ঞাসাবাদে ওই নারী পরে জানান, তার স্বামী গলায় ফাঁস দিয়েছেন। বিষয়টি যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে। মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’
আরও পড়ুন:রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়েছে।
আগের দিন করা মামলায় গ্রেপ্তারের পর সকাল ১০টার দিকে তাকে আদালতে হাজির করা হয়।
শামসকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের হাজতখানায় রাখা হয়।
এ মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করবে না বলে জানিয়েছে পুলিশ।
মামলায় শামসুজ্জামানকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার পরিদর্শক আবু আনছার।
আবেদনে বলা হয়, ‘আসামি শামসুজ্জামান জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে।’
অপরদিকে শামসুজ্জামানের জামিন চেয়ে আবেদন করেছেন তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার।
এ বিষয়ে দুপুরে শুনানি অনুষ্ঠিত হবে।
সংবাদ প্রকাশের জেরে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও প্রতিবেদক শামসুজ্জামানের নামে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।
আবদুল মালেক নামে এক আইনজীবী বুধবার মধ্যরাতে মামলাটি করেন।
রমনা থানার ডিউটি অফিসার হাবিবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় মতিউর রহমান ও শামসুজ্জামানের বাইরে সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতদের আসামি করা হয়েছে।
এর আগে স্বাধীনতা দিবসে একটি সংবাদ প্রকাশের জেরে বুধবার শামসের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে তেজগাঁও থানায় মামলা করেন সৈয়দ গোলাম কিবরিয়া।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোলাম কিবরিয়া একজন সাধারণ নাগরিক হিসেবে মামলাটি করেছেন। এই মামলায় তাকে (শামসুজ্জামান) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেপ্তার করেছে। মামলাটির তদন্তও সিআইডি করছে।’
মামলার বাদী গোলাম কিবরিয়া ঢাকা উত্তর মহানগর যুবলীগের ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
মামলা করা প্রসঙ্গে তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমার কাছে মনে হইছে, এই সংবাদপত্রটা মিথ্যা এবং আমাদের দেশের বিরুদ্ধে হয়ে গেছে। এ কারণে আমরা মামলাটা করছি, আর কিছু না।’
যুবলীগের এ নেতা বলেন, ‘মামলা করার পেছনে অন্য কোনো কারণ নেই। আমি একজন সাধারণ মানুষ, সাধারণ নাগরিক হিসেবে এটা করছি। আমি দলীয় পরিচয় বা হাইলাইট হওয়ার জন্য এটা করি নাই।’
সংবাদ প্রকাশের জেরে এবার প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও প্রতিবেদক শামসুজ্জামানের নামে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
আবদুল মালেক নামে একজন আইনজীবী বুধবার মধ্যরাতে মামলাটি করেন।
রমনা থানার ডিউটি অফিসার হাবিবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মতিউর রহমান ও শামসুজ্জামানের বাইরে সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতদের আসামি করা হয়েছে।
এর আগে স্বাধীনতা দিবসে একটি সংবাদ প্রকাশের জেরে বুধবার প্রথম আলোর সাংবাদিক মো. শামসুজ্জামানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়।
রাজধানীর তেজগাঁও থানায় সৈয়দ গোলাম কিবরিয়া নামে একজন এ মামলা করেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোলাম কিবরিয়া একজন সাধারণ নাগরিক হিসেবে মামলাটি করেছেন। এই মামলায় তাকে (শামসুজ্জামান) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেপ্তার করেছে। মামলাটির তদন্তও সিআইডি করছে।’
মামলার বাদী গোলাম কিবরিয়া ঢাকা উত্তর মহানগর যুবলীগের ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
মামলা করা প্রসঙ্গে তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমার কাছে মনে হইছে, এই সংবাদপত্রটা মিথ্যা এবং আমাদের দেশের বিরুদ্ধে হয়ে গেছে। এ কারণে আমরা মামলাটা করছি, আর কিছু না।’
যুবলীগের এই নেতা বলেন, ‘মামলা করার পেছনে অন্য কোনো কারণ নেই। আমি একজন সাধারণ মানুষ, সাধারণ নাগরিক হিসেবে এটা করছি। আমি দলীয় পরিচয় বা হাইলাইট হওয়ার জন্য এটা করি নাই।’
রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরেকজন।
নিহত ২১ বছর বয়সী এহসান হোসেন রমী কদমতলীর নবারুণ ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম মো. হোসেন। দুই ভাই ও এক বোনের মধ্যে বড় ছিলেন এহসান।
আহত ২২ বছর বয়সী মো. ফাতিন নটরডেম কলেজের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।
নিহত এহসানের মা রোকসানা পারভীন বলেন, এহসান সন্ধ্যার আগে মার্কেটে যাওয়ার উদ্দেশে বের হয়। পরে হাসপাতালে এসে তার মরদেহ পাই।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, পথচারীরা আহতদের উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে এহসানকে রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় ফাতিনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন যাত্রীদের জন্য খুলে দেয়া হবে আগামী ৩১ মার্চ।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ইতোমধ্যে এই দুটি স্টেশন খোলার জন্য পদক্ষেপ নিয়েছে। মেট্রোরেল সেবা পরিচালনাকারী ডিএমটিসিএল সূত্র এই তথ্য জানিয়েছে। খবর বাসসের
উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু হলে যাত্রীরা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি স্টেশন ব্যবহার করে মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন।
ডিএমটিসিএল-এর এক কর্মকর্তা বলেন, ‘আমরা দুটি দল গঠন করেছি যারা অপারেশনের জন্য উত্তরা দক্ষিণ এবং শেওড়াপাড়া স্টেশনের অপারেশন টিমের সাথে সমন্বয় করবে।’
গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যোগাযোগের ইতিহাসে একটি মাইলফলক স্থাপন করে প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন।
তিনি শহরের দিয়াবাড়িতে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ এর ১১.৭৩ কিলোমিটার অংশের ফলক উন্মোচন করেন।
বর্তমানে মেট্রোরেল সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যাত্রী সেবা কার্যক্রম পরিচালনা করছে।
আরও পড়ুন:বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনা তদারকিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। অভিযানে ১০ মামলায় ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার নগরীর কাপ্তান বাজার ও ঠাটারি বাজারে এ অভিযান চালানো হয়। সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে বাজারের মূল রাস্তা দখল করে অবৈধভাবে দোকান প্রতিষ্ঠা করা ও মূল্য তালিকা না টানানোয় ১০টি মামলায় মোট ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান প্রসঙ্গে মো. মনিরুজ্জামান বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. শহিদ উল্লাহ মিনুর নেতৃত্বে বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ এবং বাজার ব্যবস্থাপনায় প্রতি সপ্তাহে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে চলেছি। আমাদের এই অভিযান চলমান থাকবে।’
অভিযানে করপোরেশনের বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদ উল্লাহ মিনু, ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী, ৬৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাসুদুর রহমান মোল্লা এবং সংরক্ষিত আসনের কাউন্সিলরদের মধ্যে ২ নম্বর আসনের মাকসুদা শমশের, ১৩ নম্বর আসনের শাহিনুর বেগম ও ২১ নম্বর আসনের সেলিনা খান উপস্থিত ছিলেন।
মন্তব্য