× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

ফুটবল
Noah of Ajax passed away at the age of 18
google_news print-icon

১৬ বছরেই চলে গেলেন আয়াক্সের নোয়াহ

১৬-বছরেই-চলে-গেলেন-আয়াক্সের-নোয়াহ
আয়াক্স যুব দলের খেলোয়াড় নোয়াহ গেসের। ছবি: আয়াক্স আমস্টার্ডাম
নোয়াহর স্মৃতিতে আয়াক্স শনিবার সকালে তাদের সবগুলো দলের অনুশীলন সেশনের আগে এক মিনিটের নীরবতা পালন করে।

আয়াক্স আমস্টার্ডামের যুব দলের খেলোয়াড় নোয়াহ গেসের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার সকালে এক বিবৃতিতে আয়াক্স তাদের এই ভবিষ্যত তারকার নিহত হওয়ার খবর নিশ্চিত করে।

শুক্রবার বিকেলে নেদারল্যান্ডসের আইসেলস্টিন শহরে বড় ভাইয়ের সংগে গাড়িতে ছিলেন নোয়াহ। তাদের বহনকারী গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষে নিহত হন ১৬ বছর বয়সী এই উঠতি ফুটবলার ও তার ১৮ বছরের সহোদর।

নোয়াহর স্মৃতিতে আয়াক্স শনিবার সকালে তাদের সবগুলো দলের অনুশীলন সেশনের আগে এক মিনিটের নীরবতা পালন করে।

বিবৃতিতে আরও জানানো হয়,‘আয়াক্স তার মৃত্যুতে শোকাহত। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন ক্লাব। নোয়াহর স্মৃতিতে আয়াক্স ওয়ান ও ইয়ং আয়াক্সের ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয় ও খেলোয়াড়রা কালো ব্যাজ পরে খেলেন।’

২০১৮ সালে আয়াক্সের অ্যাকাডেমিতে যোগ দেন নোয়াহ। দুই বছর পর ২০২০ সালে নেদারল্যান্ডসের অন্যতম শীর্ষ ক্লাবটির যুব দলে সুযোগ পান তিনি।

সামনের মৌসুমে ক্লাবটির যুব দলের অন্যতম তারকা ভাবা হচ্ছিল তাকে।

মন্তব্য

আরও পড়ুন

ফুটবল
Inter Milan is the obstacle on the way of winning the treble of Manchester City

ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ের পথে বাধা ইন্টার মিলান

ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ের পথে বাধা ইন্টার মিলান
এ ম্যাচ জিতলে ম্যানসিটি ঠাই পেয়ে যাবে ট্রেবল জয়ের রেকর্ড বইয়ে। এর আগে শুধুমাত্র ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগের একমাত্র ক্লাব হিসেবে এক মৌসুমে জয় করেছিল প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপের শিরোপা।

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে শনিবার হতে যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। মুখোমুখি হবে সদ্য প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করা ম্যানচেস্টার সিটি ও সিরি এ লিগের সাবেক চ্যাম্পিয়ন ইন্টার মিলান। যেখানে দারুণভাবে ফেভারিট পেপ গার্দিওলার দল।

এ ম্যাচ জিতলে ম্যানসিটি ঠাই পেয়ে যাবে ট্রেবল জয়ের রেকর্ড বইয়ে। এর আগে শুধুমাত্র ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগের একমাত্র ক্লাব হিসেবে এক মৌসুমে জয় করেছিল প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপের শিরোপা।

২০০৮ সালে আবুধাবীর ইউনাইটেড গ্রুপের মালিকানায় আসার পর থেকে সিটিজেনরা অপেক্ষা করছে এমন একটি মুহূর্তের জন্য। ইতোমধ্যে ইংল্যান্ডের প্রভাবশালী দলে পরিণত হয়েছে ম্যানচেস্টার সিটি। বিগত ১২টি মৌসুমের মধ্যে সাতবার জিতে নিয়েছে প্রিমিয়ার লিগের শিরোপা। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে তারা ঘরে তোলে এফএ কাপের ট্রফিও।

একই সঙ্গে বিশ্ব অর্থনিতির বিশ্লেষক প্রতিষ্ঠান ডেলটের দাবি ম্যানচেস্টার সিটি এখন বিশ্ব ফুটবলের সর্বাধিক রাজস্ব উপার্জনকারী ক্লাবে পরিণত হয়েছে। গত মৌসুমে তাদের আয় হয়েছে ৭৩১ মিলিয়ন ইউরো।

তাদের এমন সাফল্যকে ঘিরে রীতিমত প্রশ্ন দেখা দিয়েছে। গত ফেব্রুয়ারিতে সিটির বিরুদ্ধে ১১৫টি আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগ তুলেছে প্রিমিয়ার লিগ। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্লাবটি এই অনিয়ম করেছে বলে দাবী করেছে লিগ কর্তৃপক্ষ।

ইউরোপেও অভিযোগের কমতি নেই ম্যানচেস্টার সিটিকে নিয়ে। ২০১৪ সালে আর্থিক ফেয়ার প্লে সীমা লঙ্গনের দায়ে দলটিকে ৬০ মিলিয়ন ইউরো জরিমানা করেছিল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ‘আর্থিক ফেয়ার প্লে’র গুরুতর লংঘনের ’ দায়ে ২০২০ সালের ফেব্রুয়ারিতে ক্লাবটিকে দুই বছরের জন্য উয়েফা টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়। কিন্তু স্পোর্টস আর্বিট্রেশন আদালতের আদেশে পরে সেটি প্রত্যাহার হয়।

শনিবার আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ইন্টার মিলানকে হারাতে পারলেই ট্রেবল শিরোপা জয় করে অ্যালেক্স ফার্গুসনের ইউনাইটেডের সহাবস্থানে পৌঁছাতে পারবে সিটি। ১৯৯৯ সালে ট্রেবল জয় করেছিল ম্যানইউ।

গত বছর সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছিল সিটি। এবার স্প্যানিশ ওই ক্লাবকে হারিয়েই মধুর প্রতিশোধ নেয়ার পাশাপাাশি সিটিজেনরা পৌঁছে গেছে ফাইনালে। আর্লিং হালান্ডের অন্তর্ভুক্তিতে পেপ গার্দিওলার দলটি নতুন এক উচ্চতায় পৌঁছেছে।

বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেয়ার পর প্রথম মৌসুমেই ক্লাবটির হয়ে রেকর্ড ব্রেকিং ৫২ গোল করেছেন তিনি। শুধু তাই নয়, তুর্কিগামী দলটি তাদের সর্বশেষ ২৭ ম্যাচের মধ্যে শুধুমাত্র একটিতে পরাজিত হয়েছে। আর ওই পরাজয়টি তারা বরণ করেছে ব্রাইটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে। অবশ্য এর আগেই লিগ শিরোপা নিশ্চিত করেছিল পেপ গার্দিওলার শিষ্যরা।

এই মৌসুমে ইউরোপে একটি ম্যাচেও হারেনি ম্যানচেস্টার সিটি। নকআউট পর্বে হেভিওয়েট ক্লাব আরবি লিপজিগ, বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদকে পরাজিত করেছে তারা। সুতরাং ফাইনালে ইন্টার মিলানকে নিয়েও খুব একটা ভীত নয় ম্যানচেস্টার সিটি।

কেভিন ডি ব্রুইনা বলেন,‘ আমরা এখনো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করতে পারিনি। আট বছর ধরে আমি এখানে আছি এবং দারুন সময় পার করছি। আট বছরে এতগুলো শিরোপা জয় করতে পারব, তা কি ভাবতে পেরেছিলাম? সম্ভবত পারিনি। তবে একটি শিরোপাই আমাদের অধরা থেকে গেছে, আর সেটি হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আশা করছি শনিবার সেটি জয় করতে পারব।’

তবে ক্যারিয়ারের তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পথে ইন্টার মিলানের হুকিকে উপেক্ষা করতে পাছেননা সিটি কোচ পেপ গার্দিওলা। কারণ বার্সেলোনা, পোর্তো, বেনফিকা ও নগর প্রতিপপক্ষ এসি মিলানকে হটিয়েই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে সিরি এ’ লিগের ক্লাবটি।

তারা হয়তো সিটির মতো দক্ষ দলের মোকাবেলা করেনি। কিন্তু কোপা ইতালিয়ার শিরোপা ধরে রেখে তারা নিজেদের লড়াইয়ের বার্তাটি দিয়ে রেখেছে। ইন্টার জানে তারা আরো উজ্জীবিত হয়েছে। দলে রয়েছে ৩৭ বছর বয়সি এডিন জেকোর মতো অভিজ্ঞ তারকা। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত সিটিতে কাটিয়েছেন তিনি। এই মৌসুমে ১৪ গোল করেছেন। আরেক ফরোয়ার্ড লটারো মাটিনেজের সঙ্গেও রয়েছে তার দারুণ বোঝাপড়া।

হয়তো সিটির মতো তারকা মহাতারকায় পরিপূর্ণ নয় সিমোন ইনজাগির দলটি। কিন্তু তাদের রয়েছে সুদৃঢ় রক্ষণ, বিপজ্জনক উইং এবং পরিশ্রমী মধ্যমাঠ, যার নেতৃত্বে আছেন নিকোলো বারেলা।

ইনজাগি বলেন, ‘আমরা এমন একটি ফুটবল ম্যাচের কথা বলছি, যেখানে ভয়ের কোনো কারণ নেই।’ ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি যোগ করেন, ‘আপনি একজন খুনিকে ভয় পেতে পারেন, ফুটবল খেলোয়াড়কে নয়। ভয়ের কথা বলাটা ভুল হবে।’

এর আগে ২০১০ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল হোসে মরিনহোর নেতৃত্বাধীন ইন্টার মিলান। সেটি ছিল ইতালীয় কোনো ক্লাবের সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। সূত্র: বাসস

আরও পড়ুন:
ইউরোপা লিগে সেভিয়ার সপ্তম শিরোপা
দায়িত্ব ছাড়ছেন নারী ফুটবল দলের কোচ ছোটন
স্পেনকে ২০৩০ বিশ্বকাপ আয়োজন থেকে বাদ দেয়ার দাবি

মন্তব্য

ফুটবল
Messi is going to the United States to end the dream of One Last Dance

‘ওয়ান লাস্ট ড্যান্স’-এর স্বপ্ন শেষ, যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মেসি

‘ওয়ান লাস্ট ড্যান্স’-এর স্বপ্ন শেষ, যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মেসি বার্সেলোনা ও ইউরোপিয়ান ফুটবলের পাঠ চুকিয়ে যুক্তরাষ্ট্রের পথে লিওনেল মেসি। ছবি কোলাজ: নিউজবাংলা
রিশাদ রহমান জানিয়েছেন, মেসি ইতোমধ্যে তার সিদ্ধান্ত বার্সেলোনা কর্তৃপক্ষকে জানিয়েছেন। তিনি ফিরছেন না। যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন তিনি।

ফের বার্সেলোনা সমর্থকদের স্বপ্নভঙ্গ। বার্সার জন্য আর অপেক্ষা করবেন না লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্যারিসে দুই বছর কাটানোর পর পিএসজির সঙ্গে চুক্তি নয়বায়ন না করায় মেসির বার্সায় ফেরার সম্ভাবনা জেগেছিল। কিন্তু গত কয়েকদিনের বিভিন্ন জটিলতা ও অনিশ্চয়তা শেষে সে সম্ভাবনার শেষ হয়ে গেছে।

ইতোমধ্যেই তার পরবর্তী গন্তব্য নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আর্জেন্টাইন মায়েস্ত্রো। যদিও ডেভিড বেকহ্যামের ক্লাবটির চুক্তিতে এখনও স্বাক্ষর করেননি, এমএলএসের ক্লাব ইন্টার মিয়ামিতেই খেলবেন রেকর্ড সাতবারের ব্যালন দ’র জয়ী ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড।

স্প্যানিশ ক্রিড়াজগতের একাধিক সাংবাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।

স্প্যানিশ ক্রিড়াপত্রিকা মার্কা ও রেডিও মার্কার সমন্বয়কারী লুইস রোহো এ টুইটে জানিয়েছেন, মেসি আগামী নিশ্চিতভাবে মৌসুমে ইন্টার মায়ামিতে খেলবেন।

কাতালুনিয়ার বার্সেলোনা বিষয়ক প্রখ্যাত সাংবাদিক জেরার্দ রোমেরো তার টুইটে বলেন, (মেসি-বার্সা) কাহিনী সমাপ্ত।

স্প্যানিশ ক্রিড়া সাংবাদিক মিগেল রিগোর বরাতে বার্সেলোনার খবর প্রাপ্তির সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তিত্ব রিশাদ রহমান জানিয়েছেন, মেসি ইতোমধ্যে তার সিদ্ধান্ত বার্সেলোনা কর্তৃপক্ষকে জানিয়েছেন। তিনি ফিরছেন না। যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন তিনি।

এ বিষয়ে মুন্দো দেপর্তিভো ও স্পোর্তকে মেসির দেয়া স্বাক্ষাতকার আজ রাতেই প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন রিশাদ।

মেসিকে বার্সেলোনায় ফেরাতে যথাসম্ভব চেষ্টা করেন ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা, ম্যানেজার শাভি এরনান্দেস ও পরিচালনা পর্ষদ। বার বারই সংবাদমাধ্যমে তারা বলে এসেছেন, বার্সায় ফেরার বিষয়টি মেসির ওপরই সম্পূর্ণ নির্ভর করছে।

আর্থিক জটিলতার কারণে তারা সময়মতো মেসিকে প্রস্তাবও পাঠাতে পারেনি। গতকাল লা লিগা বার্সেলোনার আর্থিক পরিকল্পনার (ভায়াবিলিটি প্ল্যান) অনুমোদন দিলেও অনেকগুলো জটিল সমীকরণ মেলানোর প্রয়োজন ছিল ক্লাবের। মেসিকে দলে ভেড়ানোর আগে ক্লাব থেকে অন্তত দুজন খেলোয়াড় বিক্রি ও ৪০ মিলিয়ন ইউরো আয় করতে হতো তাদের।

যদিও তারা আজ মেসিকে একটি অফিশিয়াল প্রস্তাব দেয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু মেসির ক্যাম্প বার্সেলোনার পক্ষ থেকে মেসিকে রেজিস্ট্রেশনের শতভাগ নিশ্চয়তা চায়। কিন্তু এ মুহূর্তে তা দেয়া ক্লাব কর্তৃপক্ষের পক্ষে সম্ভব নয়। তার জন্য মেসিকে অন্তত আগস্ট মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানায় তারা। এরপর মেসি ও তার ক্যাম্প আর ঝুঁকি নিতে চাননি।

ক্লাবকে তাই জানিয়ে দেয়া হয় যে, খেলোয়াড় হিসেবে বার্সায় আর ফেরা হচ্ছে না মেসির। যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির প্রস্তাব গ্রহণ করেছেন তিনি।

অবশ্য সৌদি আরবের ক্লাব আল-হিলাল থেকেও ১ বিলিয়ন ডলারের একটি প্রস্তাব ছিল মেসির জন্য। কিন্তু মরুর দেশে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতে চাননি তিনি। পরিবারেরও এ বিষয়ে অমত ছিল। তাই সে প্রস্তাব আর গ্রহণ করেননি তিনি।

অবশ্য তার বাবা ও এজেন্ট হোর্গে মেসি শুরুতে সৌদিতে যাওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন। তবে ছেলে ও তারা পরিবারের কথা মেনে নিয়ে পরে ডেভিড বেকহ্যামের ক্লাবের সঙ্গে আলোচনা শুরু করেন তিনি।

এ বিষয়ে জেরার্দ রোমেরোর বক্তব্য, ‘এ ঘটনায় কোনো পক্ষকেই দোষ দেয়া যায় না। ২০২১ সালের ঘটনাটি অনেকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। মেসি কেন আরও কিছুদিন অপেক্ষা করল না, সে বিষয়ে কথা উঠতে পারে। আবার বার্সারও সময়মতো জটিলতা দূর করা উচিত ছিল, যা তারা করেনি। আসলে বিষয়টি যা হয়েছে, এভাবেই ভাবা উচিত।’

আরও পড়ুন:
বাবা ও স্ত্রীর দ্বিমুখী চাপে মেসি
মেসির বার্সায় ফেরার স্বপ্নে ফের ধাক্কা
মেসিকে বছরে ৪০ কোটি ইউরোর প্রস্তাব আল-হিলালের

মন্তব্য

ফুটবল
Messi is disoriented under the pressure of his father and wife

বাবা ও স্ত্রীর দ্বিমুখী চাপে মেসি

বাবা ও স্ত্রীর দ্বিমুখী চাপে মেসি বাবা ও পরিবার নিয়ে সিদ্ধান্তহীনতায় মেসি। ছবি: সংগৃহীত
আল-হিলালের প্রস্তাব কোনোভাবেই হাতছাড়া করতে চান না মেসির বাবা ও এজেন্ট হোর্গে মেসি। অন্যদিকে সৌদি আরবে যেতে চান না তার স্ত্রী ও সন্তানেরা।

পিএসজিতে দুই বছরের অধ্যায় শেষ করে বার্সেলোনাতে ফিরতে চাইলে ফের আশায় বুক বেঁধেছিল বার্সা ও মেসি সমর্থকরা। কিন্তু লা লিগা বার্সেলোনার ভায়াবিলিটি প্ল্যান অনুমোদন দিতে দেরি করা ও সৌদি আরব ও যুক্তরাষ্ট্র থেকে বড় অঙ্কের প্রস্তাব আশায় মেসির কাতালুনিয়ায় ফেরা নিয়ে জেগেছে সংশয়।

মেসিকে দলে ভেড়াতে ৪০০ (সাড়ে চার হাজার কোটি টাকার বেশি) মিলিয়ন ইউরোর বিরাট এক প্রস্তাব দিয়েছে সৌদির ক্লাব আল-হিলাল। ক্যারিয়ারের শেষ সময়ে এমন প্রস্তাব কোনোভাবেই হাতছাড়া করতে চান না মেসির বাবা ও এজেন্ট হোর্গে মেসি। আবার সৌদি আরবে যেতে চাননা মেসির স্ত্রী আন্তোনেলা। তবে বার্সেলোনায় ফেরার ইচ্ছা থাকলেও তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো প্রস্তাব না আসায় দারুণ সিদ্ধান্তহীনতায় ভুগছেন ইতিহাসের অন্যতম সেরা এ ফুটবলার।

মেসির বার্সেলোনায় ফিরে আসার ইচ্ছা ফুটবল-সংশ্লিষ্ট সবারই কমবেশি জানা। বার্সায় ফিরবেন বলে ইতোমধ্যে ছেলেদের পুরনো স্কুলে অগ্রিম সিটও বুক করে রেখেছেন বলে বেশ আগেই স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর হয়। বার্সেলোনাও চায় মেসিকে ফেরাতে। কিন্তু সমস্যা অন্য জায়গায়।

বাবা ও স্ত্রীর দ্বিমুখী চাপে মেসি
স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর সঙ্গে লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আগামী মৌসুমের জন্য নতুন খেলোয়াড় কিনতে হলে আয়-ব্যয়ের হিসাব মেলাতে হবে আর্থিক সংকটে ভুগতে থাকা বার্সেলোনাকে। তা না হলে জুনে চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া বর্তমান খেলোয়াড়দেরও রেজিষ্ট্রেশন করতে পারবে না ক্লাবটি। নিজেদের হিসাব মিলিয়ে নতুন খেলোয়াড় দলে ভেড়াতে এপ্রিলে একটি ভারসাম্য পরিকল্পনা (ভায়াবিলিটি প্ল্যান) লা লিগা কর্তৃপক্ষকে দেয় হুয়ান লাপোর্তার পরিচালনা পর্ষদ। কিন্তু প্রস্তাবিত পরিকল্পনার বেশকিছু জায়গায় ভারসাম্য না থাকায় প্রথমে সে প্রস্তাব ফিরিয়ে দেয় লিগ কর্তৃপক্ষ। পরে তা সংশোধন করে পাঠালে বিবেচনায় নেয় লিগ কর্তৃপক্ষ।

কিন্তু বার্সেলোনাকে দ্রুত সিদ্ধান্ত জানাতে ও অফিশিয়াল প্রস্তাব পাঠাতে সময় বেঁধে দিয়েছেন হোর্গে মেসি। এ সপ্তাহের মধ্যে বার্সার পক্ষ থেকে সাড়া না পেলে অন্য প্রস্তাবগুলো বিবেচনায় নেবেন তারা।

আসলে মেসিকে আল-হিলালের দেয়া প্রস্তাবে যে সময়সীমা ছিল, তা শেষ হতে চলেছে। এদিকে ডেভিড বেকহ্যামের ইন্টার মায়ামিও মেসির অবস্থা ধৈর্য্যের সঙ্গে পর্যবেক্ষণ করছে। ইন্টার মায়ামির মেসিকে দলে পাওয়ার ইচ্ছাও এখন ‘ওপেন সিক্রেট’। তাই দ্রুত বার্সেলোনার সিদ্ধান্ত জানতে চান মেসির ক্যাম্প।

এদিকে সৌদি আরবে একদমই যাওয়ার ইচ্ছা নেই মেসির স্ত্রী আন্তোনেলার। স্পেনের প্রখ্যাত ক্রিড়া সাংবাদিক জেরার্দ রোমেরো সোমবার এক টুইটে জানিয়েছেন, মেসির স্ত্রী ও সন্তান মাতেও মেসি সৌদিতে যেতে চান না।

এমন অবস্থায় উভয়সংকটে পড়েছেন ফুটবলের বরপুত্র লিওনেল মেসি।

টিওয়াইসি স্পোর্টসের আর্জেন্টিনা বিষয়ক সাংবাদিক গাস্তোন এদুল এক টুইটে জানান, ‘মেসি কেন আর (সিদ্ধান্ত নিতে) দেরি করতে চান না, তা আমি (মেসির ক্যাম্প থেকে) জেনেছি। হুয়ান লাপোর্তার সঙ্গে মেসির ক্যাম্পের আলোচনা শুরু হয় মে মাসের শুরুতে। সে সময় লাপোর্তা জানিয়েছেলেন, ভায়াবিলিটি প্ল্যান নিয়ে লা লিগার সঙ্গে ঝামেলা মে মাসের ১৫ তারিখের মধ্যে মিটে যাবে। কিন্তু সে সময় চলে গিয়ে ৩-৪ সপ্তাহ অতিক্রান্ত হলেও বার্সেলোনার সমস্যা মেটেনি। আবার লা লিগা (ভায়াবিলিটি) প্ল্যানে অনুমতি দিলেও খেলোয়াড় বিক্রি ও অন্যান্য বিষয়ে হিসাব মেলাতে ক্লাবটির আরও সময় প্রয়োজন।

‘মেসির ক্যাম্প আসলে ভয় পাচ্ছে, মেসিকে আদৌ বার্সেলোনা রেজিস্ট্রেশন করতে পারবে কিনা সে বিষয়ে কোনো গ্যারান্টি নেই। বার্সেলোনার জন্য অপেক্ষা করবে কি না, সে বিষয়ে গ্যারান্টি চান মেসি। তিনি কোনোভাবেই ২০২১ সালের ঘটনার পুনরাবৃত্তি চান না।’

গতকাল দুপুরে বার্সেলোনার পরিকল্পনার অনুমোদন দিয়েছে লা লিগা। এরপর ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে বৈঠক করেন হোর্গে মেসি। বৈঠক শেষে তিনি সংবাদিকদের বলেন, ‘আমি অবশ্যই লিওকে বার্সায় ফিরতে দেখতে চাই। কিন্তু বৈঠকে তেমন স্পষ্ট কোনোকিছু আলোচনা হয়নি।’

বৈঠকে মেসির জন্য কোনো অফিশিয়াল প্রস্তাব দিতে পারেননি লাপোর্তা। তবে দুপক্ষই আরও কিছু সময় ধৈর্য ধরতে রাজি হয়েছে।

হোর্গে মেসি বলেন, ‘লিও এখনই যে কোনো একটা সিদ্ধান্তে আসতে চায়। পুরো ঘটনাটি নিয়ে সে ক্লান্ত হয়ে পড়েছে।’

তবে বার্সেলোনা কর্তৃপক্ষের সঙ্গে আরেকদফা বৈঠকে সম্মত হয়েছেন মেসির বাবা। আজ বা কালকের মধ্যেই তা হতে পারে বলে এক টুইটে জানিয়েছেন বার্সেলোনার খবর প্রাপ্তির সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তিত্ব রিশাদ রহমান। তিনি জানিয়েছেন, ওই বৈঠকেই সম্ভবত মেসিকে অফিশিয়াল প্রস্তাব দেয়া হতে পারে।

মেসির দলবদল ঠিক কোন দিকে মোড় নেবে, তা আগামী দুই-একদিনের মধ্যেই জানা যাবে বলে জানিয়েছেন রিশাদ।

আরও পড়ুন:
অনুমতি না নিয়ে সৌদিতে মেসি, বিরক্ত পিএসজি
মেসির বার্সায় ফেরার স্বপ্নে ফের ধাক্কা
মেসিকে বছরে ৪০ কোটি ইউরোর প্রস্তাব আল-হিলালের

মন্তব্য

ফুটবল
Sevillas seventh Europa League title

ইউরোপা লিগে সেভিয়ার সপ্তম শিরোপা

ইউরোপা লিগে সেভিয়ার সপ্তম শিরোপা উয়েফা ইউরোপা লিগে আরও একবার চ্যাম্পিয়ন সেভিয়া। ছবি: সংগৃহীত
ইউরোপা লিগের ফাইনালে সেভিয়া যেমন ছিল অজেয়, তেমনি ইউরোপীয় কোনো টুর্নামেন্টের ফাইনালেও হারেননি কোচ হোসে মরিনিও। বুধবার আর জেতা হলো না তার। সেই দুঃখেই কি না, রানার্সআপ মেডেলটি গ্যালারির এক ক্ষুদে দর্শকের হাতে দিয়ে মাঠ ছাড়েন মরিনিও।

ইউরোপা লিগের ফাইনালে সেভিয়া কখনও হারে না। এটাই সত্য হয়ে উঠল আরেকবার। রোমার বিপক্ষে বুধবার নির্ধারিত ৯০ ও পরের ৩০ মিনিট ১-১ গোলে ড্র থাকা ফাইনাল গড়াল টাইব্রেকারে। যেখানে হোসে মরিনিওর রোমাকে ৪-১ গোলে হারিয়ে ইউরোপা লিগ জিতেছে সেভিয়া।

ইউরোপা লিগের এটি সপ্তম শিরোপা সেভিয়ার। এর আগে ইউরোপা লিগ জিতেছিল ২০০৬, ২০০৭, ২০১৪, ২০১৫, ২০১৬ ও ২০২০ সালে।

হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় বুধবার ফাইনালের ৩৫তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণ থেকে দিবালার গোলেই এগিয়ে গিয়েছিল রোমা। সেভিয়ার ইভান রাকিতিচের কাছ থেকে বল কেড়ে নিয়ে মানচিনি দারুণ পাস দেন দিবালাকে। দুই ডিফেন্ডারের মধ্য দিয়ে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে কোনাকুনি শটে দলকে এগিয়ে দিল পাওলো দিবালা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে সেভিয়া। এর দায় অবশ্য রোমার ডিফেন্ডার মানচিনিরও। প্রতিপক্ষের হেসুস নাভাসের একটি বিপজ্জনক ক্রস হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন তিনি।

এরপর ১-১ গোলের সমতায় শেষ হয় ৯০ মিনিটের খেলা। পরের ৩০ মিনিটও। শিরোপার নিষ্পত্তির জন্য শেষমেষ আশ্রয় নিতে হয় টাইব্রেকারের। যেখানে সেভিয়ার চার জন শট নিয়ে চারজনই সফল। লুকাস ওকাম্পোস, এরিক লামেলা ও ইভান রাকিতিচের পর সফল শট নেন মন্তিয়েল। স্পট কিকে রোমার গোলটি এসেছে ব্রায়ান ক্রিস্তান্তের শটে। হোসে মরিনিওর দলের দ্বিতীয় শট অসমান্য তৎপরতায় রুখে দেন সেভিয়া গোলরক্ষক ইয়াসিন বোনু।

ইউরোপা লিগের ফাইনালে সেভিয়া যেমন ছিল অজেয়, তেমনি ইউরোপীয় কোনো টুর্নামেন্টের ফাইনালেও হারেননি কোচ হোসে মরিনিও। বুধবার আর জেতা হলো না তার। সেই দুঃখেই কি না, রানার্সআপ মেডেলটি গ্যালারির এক ক্ষুদে দর্শকের হাতে দিয়ে মাঠ ছাড়েন মরিনিও।

আরও পড়ুন:
দায়িত্ব ছাড়ছেন নারী ফুটবল দলের কোচ ছোটন
স্পেনকে ২০৩০ বিশ্বকাপ আয়োজন থেকে বাদ দেয়ার দাবি
২০২৭ পর্যন্ত আর্সেনালে থাকছেন সাকা
ফিফা বিশ্বকাপের আয়োজক হতে চায় সৌদি
১০ পয়েন্ট কাটাই গেল ইউভেন্তুসের

মন্তব্য

ফুটবল
Choton the coach of the womens football team is resigning

দায়িত্ব ছাড়ছেন নারী ফুটবল দলের কোচ ছোটন

দায়িত্ব ছাড়ছেন নারী ফুটবল দলের কোচ ছোটন ফাইল ছবি
গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘আমি আর এ মাসটা আছি। আগামী মাস থেকে নারী দলের দায়িত্বে আর থাকছি না।’

যার হাত ধরে ইতিহাস ইতিহাস গড়েছিল বাংলাদেশের নারী ফুটবল দল সেই গোলাম রব্বানী ছোটন এবার দায়িত্ব ছাড়ছেন।

জাতীয় নারী দলের সফল এই কোচ শুক্রবার দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন।

এক এক করে অবসরের যাচ্ছেন নারী ফুটবল দলের সদস্যরা। শুক্রবার সর্বশেষ গেছেন সাফজয়ী দলের অন্যতম স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না।

গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘আমি আর এ মাসটা আছি। আগামী মাস থেকে নারী দলের দায়িত্বে আর থাকছি না।’

তিনি বলেন, গত সাত-আট বছর অক্লান্ত পরিশ্রম করেছি। পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবনে সময় দিতে পারিনি। আমার বিশ্রাম দরকার।

বাংলাদেশের নারী ফুটবল দলের সহকারী কোচ, প্রধান কোচ হিসেবে কাজ করেছেন ছোটন। এক যুগ ধরে দায়িত্বে ছিলেন তিনি।

ছোটনের নেতৃত্বেই ২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫, ২০১৮ সালে সাফ অনূর্ধ্ব-১৮, ২০২১ সালে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।

আরও পড়ুন:
স্পেনকে ২০৩০ বিশ্বকাপ আয়োজন থেকে বাদ দেয়ার দাবি
২০২৭ পর্যন্ত আর্সেনালে থাকছেন সাকা
ফিফা বিশ্বকাপের আয়োজক হতে চায় সৌদি

মন্তব্য

ফুটবল
Saka will stay at Arsenal until 2027

২০২৭ পর্যন্ত আর্সেনালে থাকছেন সাকা

২০২৭ পর্যন্ত আর্সেনালে থাকছেন সাকা বুকায়ো সাকা। ছবি: সংগৃহীত
সাকা বলেন, ‘আমি মনে করি একজন সেরা খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে হলে যা কিছু প্রয়োজন, তার সবই আমি এখানে পেয়েছি।’

আর্সেনালের সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তিবদ্ধ হয়েছেন বুকায়ো সাকা। চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত আর্সেনালেই থাকছেন সাকা।

প্রিমিয়ার লিগের ক্লাব সূত্র এই ঘোষণা দিয়ে জানিয়েছে ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে সাকা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এএফপির বরাতে বাসসের প্রতিবেদনে এসব জানানো হয়।

ইংল্যান্ডের এই ফরোয়ার্ড এবারের মৌসুমে আর্সেনালের জার্সিতে চমক দেখিয়ে ১৪ গোল এবং ১১টি অ্যাসিস্ট করেন।

গত দুই মৌসুমে প্রিমিয়ার লিগে প্রতিটি ম্যাচেই তিনি আর্সেনালকে প্রতিনিধিত্ব করেন।

২১ বছর বয়সী সাকা ধীরে ধীরে নিজেকে আর্সেনালের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছেন।

তিনি বলেন, ‘আমি মনে করি একজন সেরা খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে হলে যা কিছু প্রয়োজন, তার সবই আমি এখানে পেয়েছি। এ কারণেই এখানে থাকতে পেরে আমি খুশি। ভবিষ্যতেও এখানে থাকতে চাই। সত্যিকার অর্থেই আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলে অনেক বড় কিছু অর্জন করতে পারব।’

আরও পড়ুন:
আগামী মৌসুমে কোথায় খেলবেন মেসি?
সিঙ্গাপুরকে উড়িয়ে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ
ডিকশনারিতে নতুন শব্দ ‘পেলে’
তুর্কমেনিস্তানকে ৬ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা
সোহাগের জায়গায় ব্যক্তিগত সহকারীকে বসালেন সালাউদ্দিন

মন্তব্য

ফুটবল
Saudi wants to host the FIFA World Cup

ফিফা বিশ্বকাপের আয়োজক হতে চায় সৌদি

ফিফা বিশ্বকাপের আয়োজক হতে চায় সৌদি ফাইল ছবি
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বলেন, ‘আমি মনে করি আয়োজনের সব যোগ্যতা সৌদি আরবের আছে, কিন্তু আমাদের সঠিক সময় বেছে নিতে হবে, সেটা হতে পারে ২০৩০ কিংবা ২০৩৪।’

ফুটবল বিশ্বকাপ আয়োজনে আগ্রহী সৌদি আরব। দেশটিতে ২০৩০ বা ২০৩৪ সালেই বিশ্ববাসীকে জড়ো করার পরিকল্পনা করা হচ্ছে।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খালিফা জানান সৌদি আরব বিশ্বকাপ আয়োজনের সামর্থ্য রাখে। খুব শিগগিরই আরবের মাটিতে আরেকটি বিশ্ব আসর বসাতে তৎপরতা চলছে। খবর বাসসের।

সিরিয়া ও লেবানন সফরে গিয়ে সোমবার বৈরুতে সাংবাদিকদের কাছে বাহরাইনের শেখ সালমান বলেন, ‘আমি মনে করি আয়োজনের সব যোগ্যতা সৌদি আরবের আছে, কিন্তু আমাদের সঠিক সময় বেছে নিতে হবে, সেটা হতে পারে ২০৩০ কিংবা ২০৩৪। তবে ২০৩৪ সালে হলে বেশী ভাল হবে। আমরা ওই দিকে তাকিয়ে রয়েছি। তবে পরিস্থিতি অনুকুলে থাকে ২০৩০ সালেই আমরা প্রস্তুত।’

২০৩০ সালের বিশ্বকাপের জন্য স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথভাবে একটি এবং আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে ও প্যারাগুয়ে মিলে আরও একটি বিডে অংশ নেয়ার আগ্রহ জানিয়েছে।

গত সেপ্টেম্বরে মিশরীয় যুব ও ক্রীড়ামন্ত্রী মুহাম্মদ ফাওজির পক্ষে এক মুখপাত্র জানান, বিশ্বকাপ আয়োজনে সৌদি আরব ও গ্রীস যৌথ বিডে অংশ নিতে চায়।

এদিকে সৌদি ক্রীড়ামন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন তুরকি আল ফয়সাল ফেব্রুয়ারিতে বার্তা সংস্থা এএফপিকে জানান, তার দেশ এখনও প্রার্থীতার জন্য কোনো ফাইল জমা দেয়নি, তবে সবকিছুই সম্ভব।

এএফসি জানায়, তারা কন্টিনেন্টাল ফেডারেশন ও ফিফার সঙ্গে সমন্বয় করছে। যে কোনো দেশের সঙ্গে যৌথ বিডে যাবার জন্য সব ধরনের সমঝোতার বিষয়টিও বিবেচনা করছে, যাতে শিগগির একটি ফাইল উপস্থাপন করা যায়।

অন্তত ৯০ ভাগ সফলতা নিশ্চিত করেই সবকিছু করতে চায় সংস্থ্যাটি।

তাদের মতে, ৪৭টি ভোট তারা নিশ্চিত। বিশ্বকাপের স্বাগতিক হতে হলে ১১০ ভোটের প্রয়োজন হয়।

২০২৬ এএফসি উইমেন্স কাপ, ২০২৭ সালে প্রথমবারের মতো এশিয়ান কাপ, ২০৩৪ সালে এশিয়ান গেমস ও ২০২৯ সালে এশিয়ান উইন্টার গেমস সৌদি আরবে অনুষ্ঠিত হবে।

জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে ফমূর্লা ওয়ান রেস, স্প্যানিশ সুপার কপা, গল্ফ টুর্নামেন্ট ও বক্সিং টাইটেল বাউটস।

জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল কিনে নিয়েছে সৌদি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।

অপরদিকে ২০২৬ বিশ্বকাপে কিছু পরিবর্তন আসতে যাচ্ছে।

আসরটি আরও বৈশ্বিক করতে প্রথমবারের মত ৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বিশ্বকাপ হবে।

এশিয়ায় দুইবার বিশ্বকাপ আয়োজিত হয়। ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানে যৌথভাবে এবং ২০২২ সালে কাতার আয়োজন করে মরুভূমির সক্ষমতা বিশ্বের দরবারে তুলে ধরে।

আরও পড়ুন:
সিঙ্গাপুরকে উড়িয়ে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ
ডিকশনারিতে নতুন শব্দ ‘পেলে’
তুর্কমেনিস্তানকে ৬ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা
সোহাগের জায়গায় ব্যক্তিগত সহকারীকে বসালেন সালাউদ্দিন
মেসি-এমবাপ্পের গোলে পিএসজির হাতের নাগালে শিরোপা

মন্তব্য

p
উপরে