বিরল ঘটনাই বলা যায়। এক ম্যাচে এর আগে দুই প্রবাসী ফুটবলার মাঠে নামার রেকর্ড আছে। এবার সংখ্যাটা বাড়ল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এক ম্যাচে তিন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারকে মাঠে খেলতে দেখা গেছে।
এই বিরল দৃশ্যটি দেশের ফুটবলার দর্শকরা দেখেছে বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচে। শুক্রবার মাঠ মাতান কিংসের ফিনল্যান্ড প্রবাসী রাইটব্যাক তারিক কাজী, নরওয়ের প্রবাসী মিডফিল্ডার মাহাদী খান ও ব্রাদার্সের সুইডেন প্রবাসী ফরোয়ার্ড জোসেফ নূর রহমান।
কিংসের জার্সিতে নাম লিখিয়ে প্রথম দিকে অনিয়মিত তারিক কাজী এবারের লিগে একটু নিয়মিতই হয়েছেন। কোচ অস্কার ব্রুজনের নিয়মিত একাদশে দেখা যাচ্ছে তাকে।
এই ম্যাচে ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার তারিক কাজী ৭২ মিনিট পর্যন্ত খেলেন। ডিফেন্ডিংয়ের পাশাপাশি উইঙ্গেও দারুণ সফলতা দেখিয়েছেন এই ফুটবলার।
ম্যাচের ৪৫ মিনিটে তার পা থেকে আসে কিংসের লিড নেয়া গোলের অ্যাসিস্ট। ডানপ্রান্ত থেকে দারুণভাবে বলটা ডি-বক্সের ভেতরে ফেলেন তারিক। তার পাস থেকে মাটি কাঁপানো শটে বল জালে জড়ান রবসন।
সবমিলে এবার আট ম্যাচ খেলেছেন তারিক। তার খেলা আট ম্যাচে মাত্র দুটি গোল হজম করেছে কিংস। ক্লিনশিট ছিল ছয়টিতে। পুরো ম্যাচ খেলা হয়নি তার। ম্যাচের ৭২ মিনিটে তার বদলি হিসেবে নামেন ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা।
একই সময়ে ইব্রাহিমের বদলি হিসেবে মাঠে নামেন মাহাদি খান। কিংসের জার্সিতে অভিষেক হয় নরওয়ের ফোর্থ টায়ারে খেলা এই ফুটবলারের।
ম্যাচে মাঝমাঠে খেলেছেন প্লে মেকিংয়ে ভূমিকায়। তার মাঠে নামার পর আরও দুটি গোল আদায় করে নেয় কিংস। দুটি গোলেই প্লে মেকিংয়ে ছিলেন এই ফুটবলার। কয়েকটি ইন্টারসেপশনও ছিল এই মাহাদির। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছেন তিনি।
আর ব্রাদার্সের হয়ে ম্যাচের ৬৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন জোসেফ নূর রহমান। কিংসের বিপক্ষে দল যেখানে ৫-১ গোল ব্যবধানে হেরেছে, কয়েকটি আক্রমণ সাজানো ছাড়া সেভাবে উল্লেখযোগ্য কিছু করতে পারেননি সুইডিশ প্রবাসী এই ফুটবলার।
জোসেফ মাঠে নামার পরে ব্রাদার্স আরও তিনটি গোল হজম করে। মাঠে সেভাবে আলো ছড়াতে পারেনি ম্যাচে। দূরপাল্লার একটি শট নেন কিংসের গোলপোস্টকে লক্ষ্য রেখে। ফরোয়ার্ড হিসেবে খেলেছেন ম্যাচে। সারা মাঠ জুড়েই খেলতে দেখা গেছে তাকে।
এবার লিগে সবমিলে আট ম্যাচে খেলেছেন জোসেফ। একটি গোলও আছে নামের পাশে। রেলিগেশন জোনে থাকা ব্রাদার্সের হয়ে তার একমাত্র গোলটি আসে মোহামেডানের বিপক্ষে।
এর আগে এক ম্যাচে দুই প্রবাসী ফুটবলার মাঠে নামার রেকর্ড ছিল। ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়ার সঙ্গে মাঠে নেমেছিলেন জোসেফ নূর।
আরও পড়ুন:ভুষন হাওলাদার। তিনি একজন গ্রাম পুলিশ। চাকুরী করেন ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়ন পরিষদে।
ঠাট্টা করে তাকে অনেকে ভুষন চেয়ারম্যান বলেও ডাকেন। কারন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স দেয়া, নাগরিক সনদ দেয়া এবং গুরুত্বপুর্ন কাজ তিনি করিয়ে দেন। বিনিময়ে হাতিয়ে নেয় অর্থ।
সম্প্রতী "সরকারী গভীর নলকুপ" পাইয়ে দেয়ার জন্য ১২ জনের কাছ থেকে ১ হাজার ৭৫০ টাকা করে মোট ২১ হাজার টাকা নিয়েছেন গ্রাম পুলিশ ভৃষন হাওলাদার। ভুক্তভুগিরা জানিয়েছেন, 'জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ থেকে ১২ টি গভীর নলকুপ বরাদ্ধ দেয়া ভৈরবপাশা ইউনিয়েনে। এরজন্য প্রতিটি নলকুপের জন্য অফিস খরচ বাবদ ১৭৫০ টাকা করে দিতে হবে। একথা বলে ভুষন হাওলাদার ১২ জনের কাছ থেকে ২১ হাজার টাকা বিকাশ একাউন্টে নেয়।'
একপর্যায়ে ভুক্তভুগিরা জানতে পারে নলকুপ বরাদ্ধের বিষয়টি ভুয়া। এরপর তারা টিউবওয়েল দেয়ার কথা বলে টাকা আত্মসাৎ প্রসংগে গত ১১ আগষ্ট ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
টাকা ফেরত চেয়ে অভিযোগ পত্রে তারা লিখেছেন, "আমরা নিম্ন ঈশ্বরকাঠী গ্রামের বাসিন্দা। আমাদের কাছ থেকে টিউবওয়েল দেয়ার কথা বলে ১২জনের কাছ থেকে ১৭৫০ টাকা করে নগদ অর্থ নিয়েছে গ্রাম পুলিশ ভুষন হাওলাদার।
ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের প্রশাসক নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা মো. অহিদুল ইসলাম দৈনিক বাংলাকে বলেন, 'ঘটনাটি আমি অবগত হয়েছি। ভুষন টাকাটা নিজে গ্রহন করেছে নাকি ভুষন অন্যের প্রতারনার স্বিকার হয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। আর ঐ টাকাগুলো সবাই একটা বিকাশ নাম্বারে দিয়েছে। সেই নাম্বারটি সন্ধানের জন্য থানায় সাধারন ডায়েরী করা হবে।
নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড এখনো হয়নি, হলে প্রয়োজনীয় সংস্কার করে পিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচন চাই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সকল দলের প্রতিনিধি সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে। সন্ত্রাস এবং কালো টাকার ব্যবহার বন্ধ হবে।
মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ বক্তব্যকালে সংগঠনের নায়েবে আমি মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এসব কথা বলেন।
তিনি শেখ হাসিনা সরকারের দুর্নীতি লুটপাট এবং হাজার হাজার কোটি টাকা পাচার এবং বিএনপি'র সমালোচনা করে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি করেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাগুরা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা নাজিরুল ইসলাম এবং মাগুরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও মাগুরা জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল।
সমাবেশে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মুন্সীগঞ্জের গজারিয়ায় নিখোঁজের ১২দিন পর ধানক্ষেত থেকে এক বাক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে তার স্বজনরা।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল পৌনে নয়টার দিকে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের পশ্চিম চকের হান্দার বাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বাক প্রতিবন্ধীর নাম রবিউল আউয়াল (৫৪)। সে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের সোনা মিয়া সওদাগরের ছেলে বলে জানা গেছে।
খবর নিয়ে জানা যায়, ' রবিউল আউয়াল বাক প্রতিবন্ধী হওয়ার কারণে বিয়ে-শাদী করেনি। বড় ভাই জিলানীর বাসায় থাকতো। কৃষিকাজ, দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতো সে। অন্যান্য দিনের মতো গত ১আগস্ট সকালে বাড়ি থেকে বের হয় রবিউল আউয়াল। সন্ধ্যায় সে বাসায় না ফিরলে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। দীর্ঘ সময় পরও তার সন্ধান না পাওয়ায় স্থানীয় কবিরাজ ও তান্ত্রিকের দারস্ত হয় তারা। এদিকে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল পৌনে নয়টার দিকে স্থানীয় এক জেলে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ধান ক্ষেতে একটি লাশ দেখতে পান। লাশটির অবস্থা দেখে ধারণা করা হচ্ছে ১০/১২দিন আগে তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে নিখোঁজ রবিউল আউয়ালের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে জামাকাপড় থেকে লাশটি তার বলে নিশ্চিত করে।
নিহত রবিউল আউয়ালের বড়ভাই জিলানি বলেন, ' লাশটি যেখানে পাওয়া গেছে সেখানে হাটু পরিমাণ পানি এখানে ডুবে কারো মৃত্যু হওয়ার কথা নয়। আমার ভাই বাক প্রতিবন্ধী ছিল তার অন্য কোন সমস্যা ছিল না। তার সাথে সবসময় ২০/৩০ হাজার টাকা টাকা থাকতো। তাকে কেউ হত্যা করেছে বলে ধারণা করছি আমরা'।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ' খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বিস্তারিত পরে জানানো হবে'।
শেরপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন স্থগিত করেছেন শেরপুরের সিনিয়র সহকারী জজ তাহমিনা আফরোজ তানি।
সোমবার (১১ আগস্ট) দুপুর ২টার দিকে আদালত এ আদেশ দেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ আগস্ট শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠানের কথা ছিলো।
আদালত সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য ও জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহাম্মেদ ছিদ্দিকি বাবু আদালতে “অন্য প্রকার মামলা” নামে একটি মামলা দায়ের করেন।
মামলার মূল আইনজীবী বিএনপি নেতা আখতারুজ্জামান আদালতে অভিযোগ করেন চেম্বারের অধিকাংশ ভোটার ভুয়া এবং একই নামে একাধিক ভোটারের নাম অন্তর্ভুক্ত রয়েছে। বিষয়টি আমলে নিয়ে আদালত ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধন না হওয়া পর্যন্ত নির্বাচনে নিষেধাজ্ঞা জারি করেন।
রায়ে চেম্বার সভাপতি আরিফ হোসেন, সচিব হারুণ অর রশিদ, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাহবুব আলম রকিব ও বাছাই কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এমকে মোরাদুজ্জামানকে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলসহ চুড়ান্ত প্রার্থীতা ঘোষণা করা হয়েছিলো। তিনটি কেটাগরির প্রার্থীররা প্রচারণা শুরু করেছিলো। এরইমধ্যে আদালত থেকে নির্বাচনে নিষেধাজ্ঞা জারি করায় হতাশ প্রার্থীরা।
অবশেষে পানি ছাড়ার দিন ৭ দিন পর বন্ধ করে দেওয়া হলো রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট।
বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, সোমবার (১১ আগস্ট) রাত ৯ টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৭. ৩৪ ফুট মীনস সি লেভেল এর নীচে নেমে আসায় অথাৎ বীপদ সীমার নীচে নেমে আসায় মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৮ টায় পানি বিদ্যুৎ কেন্দ্রের সব কটি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরোও জানান আজ মঙ্গলবার সকাল ৭ টায় কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৭.০৬ ফুট মীনস সি লেভেল। অথাৎ বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে লেকে পানির উচ্চতা কমে আসছে।
প্রসঙ্গত: রাঙামাটির কাপ্তাই লেকের পানির উচ্চতা বীপদ সীমার উপর অতিক্রম করায় অথাৎ ১০৯ ফুটের প্রায় কাছাকাছি চলে আসায় গত ৫ আগস্ট দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের( কপাবিকে) ১৬ টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশন করা হয়েছিল। পরবর্তীতে বৃষ্টি অব্যাহত থাকায় উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে লেকের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এরপর কেন্দ্রের জলকপাট দেড় ফুট, পরবর্তীতে আড়াই ফুট এবং সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত করে ছেড়ে দেওয়া হয়েছিল। কাপ্তাই লেকের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীনস সি লেভেল।
নীলফামারী পৌরসভার চার বিভাগের দশজন কর্মীকে একটি করে বাই-সাইকেল প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১২আগস্ট) দুপুরে পৌরসভা প্রাঙ্গণে কর্মীদের হাতে বাই-সাইকেল তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এসময় নীলফামারী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ফিরোজ কবির, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক সাইদুল ইসলাম জানান, কর্মীদের যাতায়াতের সুবিধা এবং পৌরসভার কাজে গতি বাড়ানোর জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। কর, পানি সরবরাহ, প্রকৌশল ও স্বাস্থ্য শাখার দশজনের মাঝে একটি করে বাই-সাইকেল প্রদান করা হয়।
আসন্ন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজশাহী মহানগর শাখা। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে রাজশাহী সিটি প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রিপন। তিনি বলেন, সারাদেশে প্রায় ৪০ হাজার কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৭০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে। এর মধ্যে প্রায় ১০ লাখ শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৭ জুলাই ২০২৫ তারিখের পরিপত্র অনুযায়ী এ বছরের বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না।
আব্দুর রাজ্জাক রিপন বলেন, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষা ও ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে। অথচ এবার তাদের বাদ দেওয়ার সিদ্ধান্ত বৈষম্যমূলক। বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি একটি শিক্ষার্থীর আত্মমর্যাদা ও অনুপ্রেরণার প্রতীক।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কোনো শিশু শুধুমাত্র বিদ্যালয়ের ধরণ ভিন্ন হওয়ার কারণে বৃত্তি পরীক্ষায় অংশ নিতে না পারলে তা মানসিক আঘাত ও হতাশার সৃষ্টি করবে। এটি জাতীয় শিক্ষানীতির সাম্যের নীতির পরিপন্থী। তাঁরা অবিলম্বে পরিপত্রটি বাতিল করে প্রাথমিক শিক্ষায় সমঅধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা আরও জানান, আগামী ২০ আগস্টের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও বিভাগীয় উপপরিচালকের কার্যালয় ঘেরাও এবং “মার্চ ফর ঢাকা”সহ কঠোর কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরাই মূলত বেসরকারি প্রাথমিক প্রতিষ্ঠানে পড়ে। তাদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক, বৈষম্য থেকে মুক্তি দেওয়া হোক।”
সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক শাহজাহান আলী, রাজশাহী মহানগর সভাপতি রফিকুল আলম, সহ-সভাপতি ড. ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগাঠনিক সম্পাদক নাজমুল হাসান, অর্থ সম্পাদক এম এম রহমান, শিক্ষা সম্পাদক মনোয়ার হোসেন, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন সহ সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য