কিলিয়ান এমবাপে। ছবি: সংগৃহীত
এমবাপে আত্মবিশ্বাসের জন্য নিজেই নিজেকে বলেন, মেসি-রোনালডোর চেয়েও সেরা তিনি। এ ফুটবলার জানান, এ ভাবনা তাকে উদ্দীপ্ত করে।
তরুণ ফুটবলারদের মধ্যে নিঃসন্দেহে ফুটবল বিশ্বে সবচেয়ে বড় তারকা ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালডোর পর তিনিই যে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা হবেন, সে বিষয়েও দ্বিধাহীন অনেকেই।
সেই এমবাপে বললেন, আত্মবিশ্বাস বাড়াতে নিজেই নিজেকে মেসি-রোনালডোর চেয়েও সেরা বলেন।
‘যতবার আমি মাঠে নামি আমি নিজেকে বলি যে আমিই সেরা; মেসি-রোনালডোরা যেখানে খেলেছে আমি এখনও সেখানে খেলছি। তারা আমার চেয়ে ভালো খেলোয়াড়; আমার চেয়ে অনেক কিছু বেশি করেছে। কিন্তু...আমি নিজেকে বলি আমি তাদের সবার চেয়ে সেরা। কারণ সেই উপায়ে আপনি নিজেকে কোনো সীমানায় আটকে রাখছেন না এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন’, আরএমসি স্পোর্টকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন ২২ বছর বয়সী এ ফরাসি তারকা।
এক দিক দিয়ে অবশ্য মেসি-রোনালডোর চেয়ে এগিয়ে এমবাপে। দুজনের কেউই এখনও জাতীয় দলের হয়ে জিততে পারেননি বিশ্বকাপ। সে কাজ এরই মধ্যে করে ফেলেছেন পিএসজির হয়ে খেলা এই ফরোয়ার্ড।
এই গ্রীষ্মে অবশ্য এমবাপের সুযোগ আছে রোনালডোর পথ ধরে রিয়াল মাদ্রিদে যাওয়ার। তবে আপাতত তার মনোযোগ এ মৌসুমে, যেখানে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি।
জিদান ও মেসি। ছবি: টুইটার
শনিবার লা লিগায় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। যদি মেসি চুক্তি নবায়ন না করেন, তাহলে এটিই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ ক্লাসিকো।
লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি শেষ এ বছরের জুনের ৩০ তারিখ। তার পর মেসি কোথায় যাবেন, সেটি এখনও অজানা।
জোয়ান লাপোর্তা বার্সেলোনার নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পরই বলেছিলেন, তিনি মেসিকে বার্সায়ই রাখতে চান। কিন্তু এখনও মেসির নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়নি।
শনিবার লা লিগায় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। যদি মেসি চুক্তি নবায়ন না করেন, তাহলে এটিই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ ক্লাসিকো।
কিন্তু তেমনটি চান না রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। তিনি চান, মেসি থাকুক বার্সেলোনায়ই।
‘আমি চাই না যে আগামীকালের ম্যাচটি মেসির শেষ ক্লাসিকো হোক। সে বার্সায় খুশি এবং আমরা চাই সে সেখানেই থাকুক। তার থাকাটা লা লিগার জন্য ভালো,’ শনিবারের ক্লাসিকোর আগে সংবাদ সম্মেলনে বলেন রিয়াল মাদ্রিদের কোচ।
মেসির পাশাপাশি রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসের চুক্তিও শেষ হচ্ছে জুনে। রামোস যেন রিয়ালেই থাকেন, তেমনটি চান বার্সেলোনা কোচ রোনাল্ড কুম্যান।
‘জিদান বলেছে সে মেসিকে বার্সায়ই চায়, আমি কি চাই রামোসও রিয়ালে থাক? লা লিগার জন্য সবচেয়ে ভালো হয় যদি সেরা খেলোয়াড়রা এখানে থাকে। অবশ্যই আপনি তাদের দুজনের (রামোস ও মেসি) মধ্যে তুলনা করতে পারবেন না, একজন ফরোয়ার্ড ও আরেকজন ডিফেন্ডার। আশা করছি রামোস রিয়ালে থাকবে এবং মেসি আমাদের সঙ্গে,’ সংবাদ সম্মেলনে বলেন কুম্যান।
শনিবারের ক্লাসিকোতে মেসি খেলতে পারলেও অবশ্য পারছেন না রামোস। হাঁটুর চোটের কারণে তিনি ছিটকে গেছেন এক মাসের জন্য, ক্লাসিকো তাই তাকে দেখতে হবে মাঠের বাইরে থেকেই।
উদযাপনে ইউনাইটেড খেলোয়াড়রা। ছবি: টুইটার
গ্রানাডাকে ২-০ ব্যবধানে হারিয়েছে ইউনাইটেড। অন্যদিকে রোমার কাছে ঘরের মাঠে হেরেছে আয়াক্স, নিজেদের মাঠে স্লাভিয়া প্রাহার সঙ্গে ড্র করেছে আর্সেনাল।
ইউয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ভিয়ারিয়াল। অন্যদিকে রোমার কাছে ঘরের মাঠে হেরেছে আয়াক্স, নিজেদের মাঠে স্লাভিয়া প্রাহার সঙ্গে ড্র করেছে আর্সেনাল।
স্প্যানিশ ক্লাব গ্রানাডার মাঠে তাদেরকে ২-০ গোলে হারিয়ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩১ মিনিটে মার্কাস র্যাশফোর্ড ও ৯০ মিনিটে পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্দেস গোল করে জয় এনে দেন রেড ডেভিলদের।
রোমার বিপক্ষে ঘরের মাঠে ডেভি ক্লাসেনের গোলে এগিয়ে গিয়েছিল আয়াক্স। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেলেও দুসান তাদিচ সেটি পারেননি। তার পেনাল্টি ফিরিয়ে দেন রোমা গোলকিপার পাউ লোপেজ।
পেনাল্টি বাঁচিয়ে দেওয়ার মিনিট চারেক পরেই লরেঞ্জো পেলেগ্রিনির গোলে সমতায় ফেরে রোমা। আর ৮৭ মিনিটে রজার ইবানেজের গোলে ২-১ গোলে এগিয়ে গিয়ে জয় নিশ্চিত করে রোমা।
ঘরের মাঠে স্লাভিয়া প্রাহার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। গোলশূন্য প্রথমার্ধের পর ৮৬ মিনিটে নিকোলাস পেপের গোলে জয়ের পথেই ছিল গানার্সরা।
কিন্তু যোগ করা সময়ে স্লাভিয়াকে মহামূল্যবান এক এওয়ে গোল এনে দেন তমাস হোলেস, তাতে ম্যাচ শেষ হয় ১-১ গোলের সমতায়।
অন্যদিকে দিনামো জাগরেবের মাঠে জেরার্ড মোরেনোর পেনাল্টি থেকে গোলে স্বাগতিকদের ১-০ ব্যবধানে হারিয়েছে ভিয়ারিয়াল।
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের চারটি ম্যাচই হবে আগামী বৃহস্পতিবার।
ছবি: সংগৃহীত
আগামী শনিবার (১০ এপ্রিল) ঢাকায় পৌঁছার কথা সানডে চিজোবার। এরপর কোয়ারেন্টিন স্বাস্থ্যবিধি মেনে দলের অনুশীলনে যোগ দেবেন এই নাইজেরিয়ান ফুটবলার। আবাহনীর জার্সিতে ৫৬ ম্যাচে ৪০ গোল করেছেন এই স্ট্রাইকার।
আগামী ১৪ এপ্রিল এএফসি কাপের চ্যালেঞ্জে মাঠে নামতে যাচ্ছে ঢাকা আবাহনী। তার আগে দলের শক্তি বাড়াতে আক্রমণভাগের পুরনো সঙ্গী নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবাকে ফেরাচ্ছে আকাশী-হলুদ বাহিনী। ছেড়ে দিয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফ্রান্সিসকো তোরেসকে।
বিষয়টি বৃহস্পতিবার রাতে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু।
বলেন, ‘সমঝোতার মাধ্যমে তোরেসকে ছেড়ে দিয়েছি। সানডে চিজোবাকে ব্যাক করাচ্ছি।’
এএফসি কাপের মতো গুরুত্বপূর্ণ আসর সামনে। ১৪ এপ্রিল মালদ্বীপের ক্লাব ঈগলসের সঙ্গে প্রিলিমিনারি পর্বের ম্যাচ। আর মাত্র ৬ দিন বাকী আছে ম্যাচের।
এই অবস্থায় প্রিমিয়ার লিগে দলের সর্বোচ্চ গোলদাতাকে (সাত গোল) ছেড়ে দেয়াটা দলের জন্য ক্ষতির কারণ হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সানডে আসতেছে। আক্রমণভাগে আগের মতোই হবে। ওদের সমন্বয় আশা করি হবে।’
ঢাকা আবাহনী ছাড়ার পর প্রায় দেড় বছর ধরে কোনও ক্লাবের সঙ্গে জড়িত নেই সানডে। হঠাৎ করে এসেই দলের সঙ্গে মানিয়ে নেয়ার পাশাপাশি ফিটনেসে ঘাটতির ইস্যু থাকছে। এই অবস্থায় তাকে দলে নেয়ার সিদ্ধান্ত কতটা বাস্তব এমন প্রশ্নে ইতিবাচক রুপু।
বলেন, ‘তাকে আগে থেকেই বলা হয়েছে। সে অনুশীলনের মধ্যেই আছে। সো ফিটনেসে সমস্যা হবে না আশা করি। কোচ মারিও লেমস বিষয়টিতে রাজী হয়েছেন।’
আগামী শনিবার (১০ এপ্রিল) ঢাকায় পৌঁছার কথা সানডে চিজোবার। এরপর কোয়ারেন্টিন স্বাস্থ্যবিধি মেনে দলের অনুশীলনে যোগ দেবেন এই নাইজেরিয়ান ফুটবলার। আবাহনীর জার্সিতে ৫৬ ম্যাচে ৪০ গোল করেছেন এই স্ট্রাইকার।
বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে এএফসি থেকে বাংলাদেশ সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে দর্শকশূন্যভাবে ম্যাচটি মাঠে গড়াবে।
মেসি ও রামোস। ছবি: টুইটার
শেষ দশটি লিগের ছয়টিই গিয়েছে লিওনেল মেসির বার্সেলোনার ঘরে, মাত্র তিনটি রিয়ালের।
শেষ দশ মৌসুমে চার চ্যাম্পিয়নস লিগ জিতলেও, ঘরের মাটি স্পেনে নিয়মিতভাবে লিগ জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। শেষ দশটি লিগের ছয়টিই গিয়েছে লিওনেল মেসির বার্সেলোনার ঘরে, মাত্র তিনটি রিয়ালের।
এই মৌসুমের শিরোপা নিয়েও চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদ, ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা ও ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
এমন অবস্থায় শনিবার এল ক্লাসিকোতে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রিয়ালের বিপক্ষে বার্সেলোনা অধিনায়ক মেসির রেকর্ডটা অবশ্য মন্দ নয়, ৪৪ ম্যাচ খেলে করেছেন ২৬ গোল।
অভিষেকের পর থেকেই রিয়ালকে ভুগিয়ে আসছেন মেসি। নিজের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেন লস ব্লাংকোসদের বিপক্ষে। এরপর নিয়মিতভাবে করেছেন গোল। শিরোপাবঞ্চিত করেছেন রিয়ালকে।
রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস তাই যখন বলেন, মেসি না থাকলে তারা জিততেন আরও বেশি শিরোপা, তা বিস্মিত করেনি কাউকেই।
‘আমরা মেসির বিপক্ষে অনেক ভোগান্তির শিকার হয়েছি। হয়ত সে যদি বার্সেলোনায় না থাকত, তাহলে আমরা অনেক বেশি শিরোপা জিততাম’, নিজের ডকুমেন্টারি ‘দ্য লেজেন্ড অফ সার্জিও রামোস’ এ এমনটি বলেন রিয়াল অধিনায়ক।
এল ক্লাসিকোতে অবশ্য রামোসকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। হাঁটুর চোটে এক মাসের জন্য ছিটকে গেছেন রিয়াল অধিনায়ক। করোনা পজিটিভ হয়ে এই ম্যাচে নেই রাফায়েল ভারানও।
বার্সেলোনা দলেও আছে চোট সমস্যা। চোটের কারণে ক্লাসিকোতে বার্সা পাচ্ছে না জেরার্ড পিকেকে।
প্রথম গোলের পর উদযাপনে মাউন্ট। ছবি: টুইটার
লন্ডনের ক্লাবটির হয়ে গোল দুটি করেন ম্যাসন মাউন্ট ও বেন চিলওয়েল।
ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পোর্তোকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়েছে চেলসি।
লন্ডনের ক্লাবটির হয়ে গোল দুটি করেন ম্যাসন মাউন্ট ও বেন চিলওয়েল।
ম্যাচের শুরু থেকে আক্রমণের ধার বিবেচনায় পোর্তো এগিয়ে থাকলেও তাতে কোনো লাভ হয়নি তাদের। ৩২ মিনিটে এগিয়ে যায় চেলসি।
জর্জিনিয়োর পাস থেকে দারুণ এক টার্নে ডিফেন্ডারকে বোকা বানিয়ে পোর্তোর বক্সে ঢুকে পড়েন মাউন্ট। সেখান থেকে নিখুঁত এক ফিনিশে বল জড়ান জালে।
প্রথম গোলের পর ম্যাচ অনেকটাই সহজ হয়ে যায় চেলসির জন্য। বাকি সময়টুকুতে খেলার দখল রাখে তারাই, ফলশ্রুতিতে তারা জয় নিশ্চিত করে ৮৫ মিনিটের মাথায়। লেফট ব্যাক চিলওয়েলের গোলে ২-০ ব্যবধানে ম্যাচ জিতে নিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো চেলসি।
চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে দ্বিতীয় লেগ হবে আগামী মঙ্গলবার।
বায়ার্নের বিপক্ষে উদযাপনে এমবাপে। ছবি: টুইটার
পিএসজির হয়ে দুটি গোল করেন কিলিয়ান এমবাপে, একটি গোল করেন মার্কুইনহোস। অন্যদিকে বায়ার্নের হয়ে একটি করে গোল করেন এরিক ম্যাক্সিম চুপো-মতিং ও থমাস মুলার।
বুন্ডেসলিগা হোক কিংবা ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ, ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখ বরাবরই অপ্রতিরোধ্য।
কিন্তু সেই মাঠেই বায়ার্নকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-২ গোলে হারিয়েছে পিএসজি, জোগাড় করেছে মহামূল্যবান তিন অ্যাওয়ে গোল।
পিএসজির হয়ে দুটি গোল করেন কিলিয়ান এমবাপে, একটি গোল করেন মার্কিনিয়োস। অন্যদিকে বায়ার্নের হয়ে একটি করে গোল করেন এরিক ম্যাক্সিম চুপো-মোটিং ও টমাস মুলার।
ম্যাচের শুরুতেই পিএসজিকে গোল উপহার দেন বায়ার্ন অধিনায়ক ম্যানুয়েল নয়্যার। দারুণ এক কাউন্টার অ্যাটাকে নেইমারের পাস থেকে বায়ার্ন বক্সে বল পেয়ে যান এমবাপে, সেখান থেকে যে শট নেন, তাতে নয়্যারের পরাস্ত হওয়ার কথা নয়। কিন্তু তার হাত গলে বল জড়ায় জালে, মাত্র ৩ মিনিটের মাথায় এগিয়ে যায় পিএসজি।
২৮ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। নেইমারের বাম পায়ের দুর্দান্ত ক্রস থেকে গোল করে ব্যবধান ২-০ করেন মার্কিনিয়োস।
গোল করার মাত্র মিনিট দুয়েক পরেই চোটের কারণে মাঠ ছাড়তে হয় তাকে। আর মার্কিনিয়োস মাঠ ছাড়ার মিনিট সাতেক পরেই চুপো-মোটিংয়ের গোলে ম্যাচে ফেরে বায়ার্ন।
বিরতির পর ১৫ মিনিট অপেক্ষা, তার পরই সমতায় ফেরে বায়ার্ন। ইয়োশুয়া কিমিখের দুর্দান্ত ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে খেলায় ২-২ গোলের সমতা আনেন মুলার।
সমতা টেকে মাত্র ৮ মিনিট। আরেকটি কাউন্টার অ্যাটাক থেকে আবারও বায়ার্ন বক্সে জায়গা পান এমবাপে। এবার অবশ্য নয়্যারকে ভুল করার সুযোগ দেননি। জেরোম বোয়াটেংয়ের পায়ের ফাঁক দিয়ে শট নিয়ে পিএসজিকে এগিয়ে নেন ফরাসি তারকা।
পুরো ম্যাচেই বায়ার্ন ভুগেছে তাদের নিয়মিত স্ট্রাইকার রবার্ট লেওয়ানডোভস্কির অভাবে। এ মৌসুমে বায়ার্নের হয়ে ৪০ গোল করা এই স্ট্রাইকার না থাকায় পুরো ম্যাচে ৩১টি আক্রমণ সাজিয়েও মাত্র দুটি গোল করতে পেরেছে বায়ার্ন।
পিএসজির মাঠে দ্বিতীয় লেগ হবে আগামী মঙ্গলবার। সেখানে স্রেফ জিতলেই হবে না বায়ার্নের। নিশ্চিত করতে হবে যে ব্যবধান থাকবে দুই গোলের বেশি।
ছবি: সংগৃহীত
বুধবার দুপুর দেড়টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ও একমাত্র ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ঢাকা লিগের সাবেক তারকা ফুটবলার, আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক প্রশিক্ষক ও ক্লাবের বর্তমান অফিসিয়াল কাজী নেয়ামুল মজিদ জলি আর নেই।
বুধবার দুপুর দেড়টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ও একমাত্র ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ এশা ঝিলপাড় জামে মসজিদে নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মরহুমের দাফন করা হয়।
সাবেক ফুটবলারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে জলির মৃত্যুতে শোক জানিয়েছেন তার পরিচিতজনরা।
আরামবাগের ক্লাব মেরিনার্সের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান ফেসবুকে লিখেছেন, ‘আমাদের ছোট বেলায় আরামবাগের সাদা কালো জার্সিতে জলি ভাই ছিলেন রীতিমতো তারকা ফুটবলার। আমরা ফুটবল থেকে দূরে সরে এলেও জলি ভাই কিন্তু লেগে ছিলেন ফুটবলের সাথে, আরামবাগ ক্লাবের সাথে।
‘দীর্ঘদিন পালন করেছেন কোচের দায়িত্ব, কোচিং লাইসেন্সের নিয়মের কারণে একসময় ডাগ আউটে থাকা হয়নি তার। জলি ভাইয়ের তখন পরিচয় ম্যানেজার। প্রতিভাবান ফুটবলার খোঁজার কাজে ব্যস্ত থাকতেন সারা বছর। দলগঠনেও ছিল তার অনবদ্য ভূমিকা। সেই জলি ভাই গত কয়েক বছর ছিলেন আরামবাগ ক্লাব থেকে দূরে। মন দিয়েছিলেন ধর্ম চর্চায়।’
জলির আত্মার মাগফেরাত কামনা করে তিনি যোগ করেন, ‘আরামবাগ মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন জীবনের শেষ দিন পর্যন্ত। করোনার সাথে প্রাণপন লড়াই চালিয়ে গেলেও শেষমেষ তাকে হার মানতে হয়েছে বুধবার দুপুরে। প্রিয় জলি ভাই এখন অনেক দূরে, স্পর্শের বাইরে, না দেখা দূরত্বে। ভালো থাকবেন ওখানেও।’
মন্তব্য