ক্রোতোনেকে ৩-০ গোলে হারিয়ে লিগের পয়েন্ট তালিকার শীর্ষ তিনে উঠে এসেছে চ্যাম্পিয়নরা। জোড়া গোল করেছেন রোনালডো।
ইতালিয়ান সেরি আয় ক্রিস্টিয়ানো রোনালডোর নৈপুণ্যে এক ম্যাচ পর জয় পেয়েছে ইউভেন্তাস। ক্রোতোনেকে ৩-০ গোলে হারিয়ে লিগের পয়েন্ট তালিকার শীর্ষ তিনে উঠে এসেছে চ্যাম্পিয়নরা। জোড়া গোল করেছেন রোনালডো। একটি গোল এসেছে ওয়েস্টন ম্যাককেনির পা থেকে।
ক্রোতোনের বিপক্ষে গোল করে বর্তমানে সেরি আয় খেলা সবগুলো দলের বিপক্ষে গোল করার রেকর্ড করলেন রোনালডো। তার দুটো গোলই এসেছে হেড থেকে। ক্যারিয়ারে এই নিয়ে সর্বমোট ১৩৩টি গোল করলেন তিনি হেডারে।
নিজেদের মাঠে ইউভেন্তাস ম্যাচের ২৭ মিনিটে সুযোগ পায় এগিয়ে যাওয়ার। কিন্তু ডান প্রান্ত থেকে গোলের একেবারের কাছে থাকা রোনালডো লক্ষ্যভেদ করতে পারেননি।
১০ মিনিট পর সেটা পুষিয়ে দেন পর্তুগিজ মহাতারকা। আলেক্স সান্দ্রোর ক্রসে হেড করে দলের পক্ষে প্রথম গোল করেন তিনি।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই তার কল্যাণেই লিড দ্বিগুণ করে ইউভে। রোনালডোর জোরালো শট ক্রোতোনের গোলকিপার আলেক্স করদাজ প্রতিহত করলে বক্সের বাঁ প্রান্তে বল পেয়ে যান অ্যারন রামজি। তার ক্রসে মাথা ছুঁইয়ে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন রোনালডো।
দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষকে চাপে রাখে ইউভেন্তাস। ৬৬ মিনিটে কর্নার থেকে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন ম্যাককেনি।
এই জয়ে ২২ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে উঠে এসেছে ইউভেন্তাস। শীর্ষে থাকা ইন্টারনাৎসিওনালের চেয়ে তারা পিছিয়ে আট পয়েন্টে। দুইয়ে থাকা এসি মিলানের সংগ্রহ ৪৯। ইন্টার ও মিলান দুই দলই খেলেছে ২৩টি করে ম্যাচ।
.@juventusfcen earns 3 important points thanks to the brace for @Cristiano and the goal by @WMckennie! 🔚#JuveCrotone #SerieATIM #WeAreCalcio pic.twitter.com/ox77yKxEmw
— Lega Serie A (@SerieA_EN) February 22, 2021
তরফদার রুহুল আমিন ফরম সংগ্রহ করেছেন আজ
৬ মার্চ নির্বাচন উপলক্ষে বুধবার মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে আলোচিত ঘটনা বলতে চট্টগ্রাম আবাহনীর সহ-সভাপতি ও সাইফ স্পোর্টিং ক্লাবের অন্যতম স্বত্ত্বাধিকারী তরফদারের ‘এন্ট্রি’।
সভাপতি পদে দাঁড়িয়ে বাফুফে নির্বাচন থেকে সরে যাওয়া তরফদার রুহুল আমিন আবারও আসলেন আলোচনায়। এবার মোহামেডানের নির্বাচনে পরিচালক পদে দাঁড়াচ্ছেন ফুটবল পাড়া থেকে ‘নির্বাসনে’ যাওয়া এই জনপ্রিয় সংগঠক।
৬ মার্চের নির্বাচন উপলক্ষে বুধবার মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে আলোচিত ঘটনা বলতে চট্টগ্রাম আবাহনীর সহ-সভাপতি ও সাইফ স্পোর্টিং ক্লাবের অন্যতম স্বত্ত্বাধিকারী তরফদারের ‘এন্ট্রি’।
তার পক্ষে বুধবার বিকেলে মনোনয়ন নিয়েছেন তার প্রতিনিধি। এ ছাড়াও ফরম সংগ্রহ করেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিশিষ্ট সংগঠক হানিফ ভূঁইয়া, হকি সংগঠক সাজেদ আদেল, মাসুদুজ্জামান, দলের টিম লিডার আবু হাসান চৌধুরি প্রিন্স, নারী সংগঠক কামরুন নাহার ডানা, সাবেক খেলোয়াড় সাইদ হাসান কানন, সারওয়ার হোসেন ও মাহবুব রব।
বৃহস্পতিবারও চলবে মনোনয়ন পত্র ক্রয়-বিক্রয়। মনোনয়নপত্র বিতরণ করেন রিটার্নিং অফিসার অ্যাডভোকেট মোতাহের হোসেন সাজু।
পরিচালনা পর্ষদ ১৭ সদস্য বিশিষ্ট। ১৬ জন পরিচালক ও একজন সভাপতি। আগামীকাল সন্ধ্যা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
১ মার্চ বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল (প্রাথী নিজে বা প্রতিনিধির মাধ্যমে), রাত ৮টায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ৩ মার্চ প্রার্থী বাছাই এবং আপত্তি ও শুনানির পর বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, রাত ৮টায় প্রার্থীতা প্রত্যাহার, ৪ মার্চ বিকেল ৩টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ৬ মার্চ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট হবে।
ক্লাবের ৩৩১ জন ভোটার ২ বছরের জন্য সভাপতি এবং ১৬ জন পরিচালক নির্বাচন করবেন। ক্লাবের আর্টিকেল অব অ্যাসোসিয়েশন অনুযায়ী স্থায়ী সদস্যগণ নির্বাচনের মনোনয়ন ক্রয় করতে পারবেন এবং ভোট প্রদান করতে পারবেন।
সভাপতি পদে ৫০ হাজার টাকা এবং পরিচালক পদে প্রার্থীর জন্য ১০ হাজার টাকা মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
২০১১ সালে সবশেষ নির্বাচন হয়েছিল মোহামেডানের। সেবার ওবায়দুল করিম ক্লাবের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পরে সদস্যপদ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
দীর্ঘদিন আদালতে মামলা চলার পর অবশেষে সুপ্রিম কোর্ট নির্বাচনকে স্থগিত করে দেয়। পরে ২০১৮ সালে নিম্ন আদালত এএম আমিন উদ্দীনকে স্বতন্ত্র চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন।
ফাইল ছবি
সমঝোতা করে ম্যাচ ঠিক করার ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অনুরোধ করেছে এএফসি। ফেডারেশন সাফ সাফ জানিয়ে দিয়েছে, ঘরের মাঠে খেলতে আফগানিস্তানকে সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত বাংলাদেশ।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ নিয়ে মধ্যস্থতা করতে হিমশিম খেতে হচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (এএফসি)। বৈঠক করার পরও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কেউ।
বাংলাদেশে আসতে চায় না আফগানিস্তান। আর ঘরের মাঠের সুবিধা হারাতে চায় না বাংলাদেশ।
তাই সমঝোতা করে ম্যাচ ঠিক করার ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অনুরোধ করেছে এএফসি। ফেডারেশন সাফ সাফ জানিয়ে দিয়েছে, ঘরের মাঠে খেলতে আফগানিস্তানকে সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত বাংলাদেশ।
এ নিয়ে গত ২২ ফেব্রুয়ারি বাফুফেকে চিঠি দিয়েছে এএফসি। কী উল্লেখ ছিল সেই চিঠিতে জানালেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
বুধবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘২২ ফেব্রুয়ারি বাংলাদেশের অবস্থান নিয়ে চিঠি পাঠাতে বলা হয়েছে। আমরা ঘরের মাঠে ম্যাচটা খেলতে চাই বলে জানিয়েছি। আফগানিস্তান বাংলাদেশে ম্যাচটা খেলতে চায় না, জুনে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায়।
‘আফগানিস্তানের চিঠি ফরোয়ার্ড করা হয়েছে আমাদের। এএফসি জানিয়েছে, কোভিড-১৯ বিবেচনায় রেখে, বিভিন্ন দেশের স্বাস্থ্যনীতি, ভ্রমণ নিষেধাজ্ঞাসহ নানান বিষয় রয়েছে। এএফসি বাফুফেকে অনুরোধ জানিয়েছে প্রয়োজনীয় আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য।’
ঘরের মাঠে সুবিধা হাতছাড়া করতে নারাজ ফেডারেশন। এমনটিই প্রতিউত্তরে জানানো হবে বলে জানান সোহাগ, ‘বাফুফের পক্ষ থেকে ফারদার ফিডব্যাক তারা চেয়েছে। সো আমরা আমাদের সিদ্ধান্তে অটল থাকব। বাংলাদেশেই খেলতে চাইব।’
এএফসি যে সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নেবে বাফুফে। সোহাগ যোগ করেন, ‘দুয়েকদিনের মধ্যে এএফসি তার সিদ্ধান্ত জানাবে। এএফসি যা জানাবে আমরা তাই করব।’
দুই হারের পর জয় পেল সাইফ। ছবি: বাফুফে
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ২-১ ব্যবধানে শ্বাসরুদ্ধকরভাবে বারিধারাকে হারায় সাইফ। টানা পাঁচ ড্রয়ের পর এবার হারের স্বাদ পেল বারিধারা।
প্রিমিয়ার লিগে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের কাছে টানা দুই ম্যাচ হেরে আত্মবিশ্বাস হারানো সাইফ এসসি জয়ে ফিরেছে। এক গোলে পিছিয়ে থেকে দুর্দান্ত কামব্যাকে উত্তর বারিধারাকে হারায় পল পুটের শিষ্যরা। শেষ মুহূর্তে সাজ্জাদ হোসেনের গোলের ঝলকে জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ২-১ গোলে শ্বাসরুদ্ধকরভাবে বারিধারাকে হারায় সাইফ। টানা পাঁচ ড্রয়ের পর এবার হারের স্বাদ পেল বারিধারা।
ম্যাচে সাইফকে চমকে দিয়ে ২০ মিনিটের মাথায় লিড নেয় শেখ জাহিদুর রহমানের দল বারিধারা।
ইয়েভগেনি কচনেভের পাস থেকে বল জালে জড়িয়ে স্বপ্নের মতো শুরুটা এনে দেন আরিফ হোসেন।
প্রথমার্ধেই ম্যাচে ফেরে সাইফ। উইঙ্গার ইয়াসিন আরাফাতের ক্রস থেকে ঠিকানায় বল ঠেলে সাইফকে সমতায় আনেন জন ওকোলি।
১-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় ম্যাচ।
দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে গোলের দেখা পাচ্ছিল না দুই দল। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে ঝলক দেখায় সাইফ।
ম্যাচের ৮৮ মিনিটে রহিম উদ্দীনের পাস থেকে গোল করেন অ্যাটাকিং মিডফিল্ডার সাজ্জাদ হোসেন। তার গোলেই বারিধারা বধ করল সাইফ। এর আগেও আরামবাগের বিপক্ষে তার ম্যাজিকে জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফ।
এ জয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে সাইফ। আর ৬ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে বারিধারা।
কিংসের বেসেরা ১১ ম্যাচে করেছেন নয় গোল। ছবি: বাফুফে
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বুধবার সাইফুল বারী টিটুর দলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। দুই লাতিন ফুটবলার রবসন রবিনিয়ো ও রাউল বেসেরার জোড়া গোলে কিংসের সামনে দাঁড়াতেই পারেনি তারা।
প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের জয়রথ থামাতেই পারছে না কেউ। একে একে লিগের অধিকাংশ দলকেই ধরাশায়ী করেছে অস্কার ব্রুজনের শিষ্যরা। কিংসের শিকারের তালিকায় সবশেষ যোগ হলো শিরোপা প্রত্যাশী শেখ রাসেল।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বুধবার সাইফুল বারী টিটুর দলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। দুই লাতিন ফুটবলার রবসন রবিনিয়ো ও রাউল বেসেরার জোড়া গোলে কিংসের সামনে দাঁড়াতেই পারেনি তারা।
ঘরের মাঠে ম্যাচের লাগাম ধরতে বেশি সময় নেয়নি কিংস। রবসন রবিনিয়োর পাস থেকে ম্যাচের ২৩ মিনিটে দলকে লিড এনে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল বেসেরা।
লিডের পর আরও তেতে ওঠে কিংস। ম্যাচের ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। তৌহিদুল আলম সবুজের পাস থেকে এবার জালে জড়ান রবিনিয়ো (২-০)।
দুই গোলের লিড নিয়ে বিরতি থেকে ফিরে শেখ রাসেলকে ম্যাচ থেকে দূরে ঠেলে দেন বেসেরা। ৭৪ মিনিটে খালেদ শাফির ক্রস থেকে বল জালে জড়ালে ব্যবধান ৩-০ করে ফেলে কিংস।
এই গোলেই হার নিশ্চিত হয়ে যায় ফিনিশিংয়ে নিষ্প্রভ রাসেলের। থেমে থাকেনি কিংস। রাসেলের জালে আরও একটিবার বল পাঠিয়ে ব্যবধান ৪-০ করে কিংস। বেসেরার পাস থেকে ম্যাচের ৮৩ মিনিটে দারুণ গোল করেন রবিনিয়ো।
বিধ্বস্ত অবস্থায় জবাব দেয়ার মতো শক্তি হারিয়ে ফেলে টিটু বাহিনী। ক্লিন শিট নিয়ে মাঠ ছাড়ে কিংস।
টানা জয়ে ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ কিংসের। আর এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে চারে আছে শেখ রাসেল।
অস্ট্রেলিয়া ও কাতার দুটি দেশই এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য। কোভিডের কারণে এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সূচিতে পরিবর্তন আনায় দুই দলের বাছাইপর্বের ম্যাচের পাশাপাশি পড়েছে কোপা আমেরিকার সূচি।
এই বছরের কোপা আমেরিকা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে অস্ট্রেলিয়া ও কাতার। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ২০২২ বিশ্বকাপের বাছাইপর্বের সঙ্গে কোপা আমেরিকার সূচি সাংঘর্ষিক হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দল দুটি।
অস্ট্রেলিয়া ও কাতার দুটি দেশই এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য। কোভিডের কারণে এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সূচিতে পরিবর্তন আনায় দুই দলের বাছাইপর্বের ম্যাচের পাশাপাশি পড়েছে কোপা আমেরিকার সূচি।
গত বছর জুনে হওয়ার কথা থাকলেও এক বছর পিছিয়ে ২০২১ সালের জুনে শুরু হচ্ছে আর্জেন্টিনা ও কলম্বিয়ায়। এই প্রথম বিশ্বের সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজিত হতে যাচ্ছে।
কোপার আসরে দক্ষিণ আমেরিকার বাইরের দেশগুলোকে অতিথি দল হিসেবে আমন্ত্রণ জানানো হয়। ২০২০-এর আসরে সেই কোটায় সুযোগ পায় অস্ট্রেলিয়া ও কাতার। তবে, শেষ পর্যন্ত টুর্নামেন্ট খেলা হচ্ছে না তাদের।
দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনের মুখপাত্র আরিয়েল রামিরেস জানান, বেশ কয়েকটি দেশ টুর্নামেন্টে খেলার ব্যাপারে ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছে।
‘সূচিতে ঝামেলার কারণে কাতার ও অস্ট্রেলিয়া আসতে পারছে না। কিন্তু অন্য কয়েকটি দেশ তাদের জায়গায় খেলতে চায়। আমরাও ১২টি দল চাই।’
যদি শেষ পর্যন্ত কেউ না আসে তাহলে ১০ দল নিয়েই টুর্নামেন্ট হবে বলে জানান তিনি। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। এ-গ্রুপে আছে ব্রাজিল, কলম্বিয়া, একুয়েদর, পেরু ও ভেনেজুয়েলা। বি-গ্রুপে আছে আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে ও বলিভিয়া।
Unfortunately, the @Socceroos will not participate in the @CopaAmerica this year.
— Socceroos (@Socceroos) February 23, 2021
We thank @CONMEBOL for the invitation, and remain hopeful for an opportunity to participate in future editions of the competition!
লাৎসিওকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। রাতের অন্য ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে একমাত্র গোলে হারায় চেলসি। লন্ডনের ক্লাবটির হয়ে জয়সূচক গোল করেন অলিভিয়ে জিঁরু।
ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে সহজ জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ইতালিয়ান ক্লাব লাৎসিওকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। এতে করে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল জার্মান ক্লাবটি।
লাৎসিওর মাঠে শুরু থেকে আক্রমণাত্মক ছিল বায়ার্ন। ম্যাচের ৯ মিনিটে লাৎসিওর ডিফেন্সের ভুলে এগিয়ে যায় বাভারিয়ান জায়ান্টরা। গোলকিপার পেপে রেইনাকে ব্যাকপাস করেন ডিফেন্ডার মাতেও মুসাক্কিও। তার সেই ব্যাকপাসে বাধা হয়ে দাঁড়ান রবার্ট লেওয়ানডোভস্কি।
ওয়ান-অন-ওয়ান অবস্থান থেকে দলকে এগিয়ে দিতে ভুল করেননি বায়ার্নের এই গোলমেশিন। এই গোলে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনে উঠে এসেছেন এই পোলিশ স্ট্রাইকার।
লেওয়ানডোভস্কির গোলসংখ্যা এখন ৭২টি। লাৎসিওর বিপক্ষে গোল করে তিনি ছাড়িয়ে যান স্পেন ও রিয়াল মাদ্রিদের রাউল গনসালেসকে। রাউলের গোলসংখ্যা ছিল ৭১।
লেওয়ান্ডোভস্কির ওপর এখন আছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালডো। ইউরোপ সেরা ক্লাব প্রতিযোগিতায়। মেসির গোল ১১৯টি আর রোনালডোর ১৩৪টি।
মিনিট পনেরো পর লিড দ্বিগুণ করে বায়ার্ন। লিওন গোরেটস্কা বক্সের বাইরে ফাঁকা জায়গায় পেয়ে যান জামাল মুসিয়েলাকে। বক্সের বাইরে থেকে নিঁখুত শটে লক্ষ্যভেদ করেন এই তরুণ তারকা।
বিরতির আগেই ম্যাচভাগ্য নিশ্চিত করে বাভারিয়ান জায়ান্টরা। ৪৩ মিনিটে কিংসলে কোমান বক্সের ভেতর থেকে শট নেন গোলে। রেইনা তা প্রতিহত করলেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বক্সের ভেতরে এবারে বল পান লেরয় সানে। তার শটেই স্কোরলাইন ৩-০ হয় প্রথমার্ধে।
বিরতির পর বড় জয় নিশ্চিত করেন সানে। বাঁ প্রান্ত থেকে তার নেওয়া শট লাৎসিও ডিফেন্ডার ফ্রাঞ্চেসকো আচেরবির পায়ে লেগে জালে জড়ায়। রেফারি আত্মঘাতী গোল দেন বায়ার্নের পক্ষে।
৪-০ গোলে পিছিয়ে থেকে ম্যাচে আর ফেরার আশা ছিল না ইতালিয়ানদের। তবে, এক গোল তারা ঠিকই শোধ করে।
৪৯ মিনিটে হোয়াকিন কোরেয়ার গোলে ব্যবধান কমায় ঘরের দল। ম্যাচের ফলে সেটি কোনো প্রভাব ফেলেনি। ৪-১ গোলের বড় জয় নিয়েই মিউনিখে ফেরে বায়ার্ন।
ম্যাচের দ্বিতীয় লেগ হবে মার্চের ১৮ তারিখ বায়ার্ন মিউনিখের মাঠে। পরে রাউন্ডে যেতে হলে লাৎসিওকে সেই ম্যাচ জিততে হবে অন্তত তিন গোলের ব্যাবধানে।
রাতের অন্য ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে একমাত্র গোলে হারায় চেলসি। লন্ডনের ক্লাবটির হয়ে জয়সূচক গোল করেন অলিভিয়ে জিঁরু।
৬৮ মিনিটে এই ফ্রেঞ্চ স্ট্রাইকারের দর্শনীয় ব্যকভলিতে আতলেতির মাঠে গোল পায় চেলসি।
ম্যাচের দ্বিতীয় লেগ হবে চেলসির মাঠে ১৮ মার্চ।
⏰ RESULTS ⏰
— UEFA Champions League (@ChampionsLeague) February 23, 2021
🔴 Lewandowski, Musiala & Sané inspire Bayern
🔵 Incredible Giroud finish in Chelsea away win
🤔 Best moment?#UCL
লিগের পাঁচ ম্যাচে স্পট ফিক্সিং করা হয়েছে বলে সন্দেহ এএফসির
অনুসন্ধানে দেখা যায়, ম্যাচ ফিক্সিং নিয়ে গঠিত কমিটির মেয়াদ শেষ হয়েছে গত বছর। নতুন কমিটির করা হয়েছে কি না বা মেয়াদ বাড়ানো হয়েছে কি না তা নিয়েও ধোয়াশা তৈরি হয়েছে। কমিটির সদস্যরাই বলছেন ফিক্সিং ও কমিটি নিয়ে ওয়াকীবহাল নন তারা।
দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরে ম্যাচ ফিক্সিংয়ের মতো গুরু অভিযোগ নিয়ে পুরো ফুটবল পাড়ায় তোলপাড়।
আলোচনার বিষয় ‘বিপিএল স্পট ফিক্সিং’। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তির আওতায় আনবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, (বাফুফে) আশা করছেন ফুটবল সংশ্লিষ্টরা।
ফিক্সিং তদন্তে ফেডারেশনের আন্তরিকতা নিয়ে উঠছে নানা প্রশ্ন।
যদিও এ নিয়ে ম্যাচ পাতানো শনাক্তকরণ তদন্ত কমিটি কাজ করছে বলে নিশ্চিত করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এফসি) চলতি মাসের মাঝামাঝি সময়ে লিগে স্পট ফিক্সিং নিয়ে সন্দেহ প্রকাশ করে বাফুফেকে অবহিত করে। তারই প্রেক্ষিতে লিগের দুই দল আরামবাগ কেসি ও ব্রাদার্স ইউনিয়নের কাছে ব্যাখ্যা জানতে চায় ফেডারেশন। অন্তত পাঁচ ম্যাচে এ ফিক্সিং হয়েছে বলে অভিযোগ এএফসির।
এর প্রেক্ষিতে ফিক্সিং নিয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা জানায় ফেডারেশন। মঙ্গলবার সভাপতি নিজেদের অবস্থানের কথা স্পষ্ট করে জানান, দেশের ফুটবলে ফিক্সিং এর কোনো জায়গা নেই।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘ফিক্সিং, বর্ণবাদ ও মাদকের বিরুদ্ধে বাফুফের অবস্থান জিরো টলারেন্স। কেউ দোষী প্রমাণিত হলে বহিষ্কার করা হবে।’
ফিক্সিং নিয়ে গঠিত তদন্ত কমিটির মেয়াদ শেষ হয়েছে গত বছর। বাফুফের ওয়েবসাইটে এখনও দেয়া আছে মেয়াদোত্তীর্ণ কমিটির তালিকা। কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে কি না বা নতুন কমিটি করা হয়েছে কি না তা নিয়েও স্পষ্ট কিছু পাওয়া যাচ্ছে না।
ফেডারেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গত বছর অক্টোবরে প্রথম বৈঠকে ১৯টি উপ-কমিটি গঠন করেছিল। তবে সেখানেও ম্যাচ পাতানো শনাক্তকরণ কমিটি নিয়ে কোনও উল্লেখ নেই।
ম্যাচ ফিক্সিংয়ের অগ্রগতি নিয়ে জানতে নিউজবাংলা যোগাযোগ করে মেয়াদোত্তীর্ণ শনাক্তকরণ কমিটির আহ্বায়ক হুমায়ুন খালিদের সঙ্গে। খোদ কমিটির আহ্বায়ক জানান, তিনি ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে কিছুই জানেন না। কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে কি না তা নিয়েও জানেন না।
খালিদ নিউজবাংলাকে বলেন, ‘আমি জানি না এই কমিটিতে আছি কি না। তাদের সঙ্গে কোনও যোগাযোগ নেই। এমনকি, আমি জানি না যে তারা নতুন কমিটি গঠন করেছে বা পূর্ববর্তী কমিটির মেয়াদ বাড়িয়েছে কি না।’
যেখানে গত এক সপ্তাহজুড়ে এ নিয়ে তোলপাড় চলছে, সেখানে পরিকল্পনা কমিশনের সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই সচিব বলেন, ‘তারা আমাকে কিছু জানায়নি আর গত কয়েক দিনের মধ্যে আমাকে কিছু পাঠায়নি।’
কমিটির বাকি তিন সদস্য হলেন, ইন্দু ভূষণ দেব, সরদার মোহাম্মদ শোয়েব এবং আবু নাইম সোহাগ।
কমিটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে বাফুফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো জবাব মেলেনি।
মন্তব্য