চলতি ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনালে বুধবার সাইফ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলছে পল পুটের সাইফ। একটি ম্যাচও হারেনি দলটি। অন্যদিকে স্থানীয় কোচ মারুফুল হকের অধীনে গোছানো ফুটবল উপহার দিয়ে চলেছে চট্টগ্রাম আবাহনী।
‘টিকি-টাকার’ ফুটবলে সমর্থকদের মুগ্ধ করা চট্টগ্রাম আবাহনী কি ঠেকাতে পারবে অদম্য সাইফকে?
পারবে, কি পারবে না- তা জানা যাবে আগামীকাল বুধবার। টুর্নামেন্টের ফাইনালের লড়াইয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল চারটায় মুখোমুখি হবে দুই দল।
অভিজ্ঞ কোচ পল পুট দায়িত্ব নেয়ার পর থেকে দুর্দান্ত ফর্মে আছে সাইফ। প্রথম টুর্নামেন্টেই দলকে সেমিতে তুলেছেন এই বেলজিয়ান কোচ। দলকে ইউরোপীয় ঢঙে ৪-২-৩-১ ফরমেশনে খেলাতে পছন্দ করেন পুট।
তার অধীনে এবার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ ১২টি গোল করেছে সাইফ। পরিসংখ্যান বলছে, প্রতি ম্যাচে গড়ে তিনটি করে গোল দিয়েছে পুটের সাইফ। আক্রমণভাগকে ভয়ংকর করে তুলেছেন এই বিদেশি কোচ। অপেক্ষায় আছেন দলকে প্রথমবারের মতো ফাইনালে তোলার।
এদিকে গত মৌসুমে চট্টগ্রাম আবাহনীর দায়িত্ব নেয়া মারুফুল হকের সাফল্যটা চোখে পড়ার মতো। দেশের একমাত্র উয়েফা প্রো লাইসেন্সধারী কোচের অধীনে ঢাকা আবাহনী, বসুন্ধরা কিংসের মতো হেভিওয়েট দলগুলোকে হারিয়েছিল সমুদ্রবন্দরের দলটি।
এবারও অল্পদিনের প্রস্তুতিতে সুন্দর ফুটবল উপহার দিয়েছে মারুফুলের চট্টগ্রাম আবাহনী। ফেডারেশন কাপে শেখ রাসেলকে ২-০ গোলে হারিয়ে সেমি নিশ্চিত করেছে ব্লু পাইরেটসরা। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মতো টিকি-টাকার (৪-৩-৩ ফরমেশন) কৌশল সাজাতে পছন্দ করেন মারুফুল।
দ্বিতীয়বারের মতো ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে তাদের। সবশেষ ২০১৭ সালে এই টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল চট্টগ্রাম আবাহনী।
মারুফুল হকের দলকে সমীহ করে সেমিতে নামবেন সাইফ স্পোর্টিং কোচ পল জোসেফ পুট। বলেন, ‘আমি তাদের শক্তির জায়গা জানি। তারা অনেক ভালো দল। আমরা প্রতিপক্ষ হিসেবে কঠিন মনে করছি তাদের। তবে আমরা জেতার জন্যই খেলব।’
সাইফকে ফেভারিট মানছেন চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হক।
তিনি বলেন, ‘সাইফের সঙ্গে অন্য দলের তুলনা আমি করব না। কারণ সাইফ সুসজ্জিত। পুরো পেশাদার একটা দল। লিগ ও ফেডারেশন কাপের জন্য প্রস্তুতি নিয়েছে এমন একটা দল তারা। তারুণ্যনির্ভর একটা দল সাইফ।’
সাইফের অভিজ্ঞতা কম মন্তব্য করে তিনি বলেন, ‘তারপরও আমি তাদের ভালো প্রতিপক্ষ ও ফেভারিট মনে করছি।’
‘তবে আমরা আন্ডারডগ হিসেবে টুর্নামেন্টে নেমেছি। এই অবস্থায় সবাই ফাইনাল খেলতে উজ্জীবিত। চ্যাম্পিয়ন হওয়ার জন্য বেশি গোলের দরকার নেই। একটা গোলই যথেষ্ট।’
ইনজুরিতে বিপর্যন্ত চট্টগ্রাম আবাহনী
দলের ব্রাজিলিয়ান ফুটবলার নিক্সন, মাসুদ রানা ও সাখাওয়াত রনি ইনজুরিতে আছেন।
দলের এমন খেলোয়াড় ঘাটতি হবে জেনেই বিকল্প ভেবে রেখেছেন শেখ রাসেলকে ট্রেবল জেতানো এই কোচ।
তিনি বলেন, ‘প্রতি ম্যাচে দুই এক জন করে থাকবেই না জানি। তার ওপর করোনা চলছে। সো বিকল্প ভেবেই এগুতে হবে।’
সেমিতে চার দলের মধ্যে তিনটিরই কোচ বিদেশি। একমাত্র দেশি কোচ হিসেবে ফাইনালে যাওয়ার লড়াইয়ে বুধবার মাঠে নামছেন চট্টগ্রাম আবাহনীর মারুফুল হক।
আরও পড়ুন:বছরের শুরুতেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক উগো লহিস। তারপর ভক্তদের জল্পনা-কল্পনা ছিল, কে হবেন ফ্রান্সের নতুন অধিনায়ক? অবশেষে পাওয়া গেল সে প্রশ্নের উত্তর। ফরাসি কোচ দিদিয়ের দেশম জানিয়ে দিলেন, কিলিয়ান এমবাপ্পে হচ্ছেন ফ্রান্সের নতুন অধিনায়ক।
ফরাসি সংবাদমাধ্যম টিএফ১-এর সাংবাদিক সাবের দেসফারগেসের সঙ্গে আলাপে ফ্রান্সের নতুন অধিনায়ক এবং সহ-অধিনায়কের নাম ঘোষণা করেন দেশম। এমবাপ্পের ডেপুটি হিসেবে আঁতোয়ান গ্রিজমানকে বেছে নিয়েছেন ফরাসি কোচ।
এমবাপ্পের হাতে অধিনায়কের বাহুবন্ধনী তুলে দেয়ার সিদ্ধান্ত নেয়ার পেছনে দেশমের যুক্তি, ‘এই দায়িত্ব পাওয়ার জন্য এমবাপ্পেই যোগ্য ব্যক্তি। মাঠে, ড্রেসিং রুমে সবাইকে এক করে রাখতে পারে সে।’
অভিজ্ঞতায়, বয়সে এমবাপ্পের চেয়ে ঢের এগিয়ে গ্রিজমান। তাই অধিনায়কত্ব এমবাপ্পের কাছে যাওয়ায় গ্রিজমান নাখোশ বলে জানাচ্ছে ফরাসি সংবাদমাধ্যম। ৩২ বছর বয়সী গ্রিজমানের ইচ্ছে অন্তত ২০২৪ ইউরো পর্যন্ত ফ্রান্সের জার্সি গায়ে খেলা চালিয়ে যাওয়া। তবে অধিনায়কত্ব না পাওয়ায় তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে আপাতত ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে খবর ফরাসি সংবাদমাধ্যম লে’কিপের।
সাফ অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের প্রথম দিনে সোমবার সন্ধ্যায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে সেই ভুটানকে নিয়ে ছেলেখেলাই করল রুমা আক্তারের দল। গুণে গুণে ভুটানের জাল কাঁপাল আট বার। ফিনিশিংয়ে আরেকটু পটু হলে আর অফসাইডে ফাঁদ ঠিকঠাক বুঝতে পারলে বাংলাদেশের জয়ের ব্যবধানটা ৮-১ গোলের চেয়ে বেশি নিশ্চিত হতো।
ভুটানের বিপক্ষে বাংলাদেশের শুরুটা হয়েছিল ধীরগতির। প্রথম ১৫ মিনিটে খেলা চলে এলোমেলো। পাসের সঙ্গে পাসজুড়ে আক্রমণের আসল শুরুটা হয় ১৬ মিনিটে। ডান প্রান্ত দিয়ে আক্রমণে গোলপোস্টের সামনে একেবারে ফাঁকায় বল পেয়ে যান তৃষ্ণা। সেখান থেকে বল জালে জড়াতে কোনো ভুল হয়নি তার। এর মিনিট চারেক পর প্রথমার্ধের একমাত্র আক্রমণটি শানায় ভুটান। তবে গোলমুখে ভুটানি ফরোয়ার্ডের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলকিপার সঙ্গীতা।
২১ মিনিটে বলে জালে জড়ান বাংলাদেশ অধিনায়ক রুমা আক্তার, তবে অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সে গোল। ২৬ মিনিটে সুরভী আকন্দ প্রীতির শট রুখে দেন ভুটানের ডিফেন্ডাররা। তবে দ্বিতীয় গোলের জন্য বাংলাদেশের অপেক্ষা দীর্ঘ হয়নি ২৮ মিনিটে তৃষ্ণার অসাধারণ ফিনিশে। মধ্যমাঠ থেকে পাওয়া রক্ষণচেরা পাস ধরে প্রথমে ভুটানের গোলকিপারকে ডামি করেন তৃষ্ণা, এরপর বুটের বাইরের অংশের ছোঁয়ায় তার ডান পায়ের প্লেসিং শট।
দুই গোলে পিছিয়ে যাওয়ার পর প্রথমার্ধের বাকি সময়ে আর পায়ের তলে মাটি খুঁজে পায়নি ভুটান। ৩৬ মিনিটে ফ্রি-কিক থেকে ভুটানের গোলকিপারের ভুলে গোলপোস্টের সামনে বল পেয়ে যান সুলতানা, সেখান থেকে তার সহজ ফিনিশে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
এর মিনিট পাঁচেক আবারও ভুটানের গোলে হানা বাংলাদেশের। মধ্যমাঠ থেকে পাওয়া লং বল ধরে ভুটানের বক্সের বাঁ প্রান্ত দিয়ে ঢুকে গোলের কাছাকাছি চলে যান প্রীতি। এক মুহূর্ত স্থির দাঁড়িয়ে দুরূহ কোণ থেকে এরপর যে শটটি নেন প্রীতি, তা ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। দর্শনীয় সে গোলে দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে দিয়ে প্রীতি আনন্দে ভাসান কমলাপুর স্টেডিয়ামে হাজির দর্শকদের।
প্রথমার্ধ শেষে ৪-০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে যোগ করেছে আরও ৪ গোল। যার দুটি এসেছে ৫৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা ফরোয়ার্ড থুইনুয়ে মারমার পা থেকে। ৬০ এবং ৭৬ মিনিটে দারুণ দুটি গোল করেন তিনি। ৬২ মিনিটে অফসাইডে তার একটি গোল বাতিল না হলে পেয়ে যেতেন হ্যাটট্রিকও।
দ্বিতীয়ার্ধের শুরুতে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন প্রথমার্ধে দুই গোল করা তৃষ্ণাও। তবে ৪৮ মিনিটে গোলকিপারকে এক পেয়েও পরাস্ত করতে পারেননি তিনি, এর পাঁচ মিনিট পর গোলপোস্টের সামনে নিতে পারেননি বলের নিয়ন্ত্রণ। ৬২ এবং ৮৫ মিনিটে বাংলাদেশের হয়ে অন্য দুটি গোল করেন যথাক্রমে মুন্নি এবং প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা এফসি ব্রাহ্মণবাড়িয়ার সাগরিকা। ভুটানের হয়ে ম্যাচে সান্ত্বনাসূচক গোলটি করেন প্রিয়া ঘাল্লে।
বুধবার বিকেল ৩টা ১৫ মিনিটে একই মাঠে রাশিয়ার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশের মেয়েরা।
আরও পড়ুন:যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের বাছাইপর্ব পর্ব শুরু হবে এ বছরই। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব আগামী সেপ্টেম্বরে শুরু হবে বলে জানিয়েছে কনমেবল।
বাছাই পর্বের ষষ্ঠ রাউন্ডে মুখোমুখি হবে ব্রাজিল আর আর্জেন্টিনা। নভেম্বরে ম্যাচটি হবে বলে জানিয়েছে দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইকুয়েডরের বিপক্ষে এবং রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। কোন রাউন্ডে কোন দল কার বিপক্ষে খেলবে, কনমেবল সেটা জানালেও ম্যাচগুলোর তারিখ কিংবা ভেন্যু চূড়ান্ত করেনি।
করোনার বিধিনিষেধের গ্যাঁড়াকলে পড়ে ২০২২ বিশ্বকাপের লাতিন বাছাইপর্বের ব্রাজিলের-আর্জেন্টিনা ফিরতি ম্যাচটি আর হয়নি। তাই নভেম্বরের ম্যাচটিই হবে
২০২১ সালের পর বিশ্বকাপ বাছাইয়ে দুই দলের প্রথম সাক্ষাৎ। ফিরতি ম্যাচে ব্রাজিলকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। সেটি ২০২৫ সালের মার্চে, লাতিন বাছাইয়ের ১৪তম রাউন্ডে।
আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা উপহার দিয়ে লিওনেল মেসি ক্যারিয়ারের সেরা অর্জনের স্বাদ গ্রহণ করেছেন। সম্প্রতি ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করে সেই অর্জনের স্বীকৃতিও পেয়ে গেছেন। পুরো ক্যারিয়ার জুড়ে তার বিরুদ্ধে সমালোচকদের যে প্রশ্ন ছিল, ক্লাব ফুটবলের অন্যতম সফল এই তারকা জাতীয় দলে কবে সাফল্য পাবেন, তার জবাবও বিশ্বকাপ শিরোপা অর্জনের মাধ্যমে দিয়ে দিয়েছেন।
প্রশংসার সাগরে ভাসতে থাকা মেসিকে নিয়ে অবশ্য তার বর্তমান ক্লাব পিএসজি এখনো খুশি হতে পারেনি। এবারের মৌসুমটা দারুণভাবে শুরু হলেও বায়ার্ন মিউনিখের কাছে শেষ ষোলোর দুই লেগেই পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছে পিএসজিকে। ফলে আরও একবার ইউরোপীয়ান সাফল্য থেকে বঞ্চিত হতে হলো তারকা সমৃদ্ধ পিএসজিকে। পিএসজির এই বিদায়ে মেসি ছিলেন একবারেই নিষ্প্রভ। নক আউট পর্বের দুই লেগের ম্যাচে মেসি কিছুই করতে পারেননি। এজন্য অবশ্য সাবেকদের সমালোচনাও শুনতে হয়েছে।
তারই ধারাবাহিকতায় এবার ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরাসি তারকা প্যাট্রিক এভরা মেসির পরোক্ষ সমালাচনাই করেছেন। এভরার দাবি ক্রিস্টিায়ানো রোনাল্ডোর থেকে মেসি বেশি প্রতিভাবান, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু রোনাল্ডোর মত অতটা পরিশ্রম কখনই করতে দেখা যায়নি মেসিকে। রোনাল্ডোর মত পরিশ্রম করতে পারলে অন্তত ১৫টি ব্যালন ডি’অর জিততে পারতেন মেসি। খবর বাসসের
সম্প্রতি সাবেক ইংল্যান্ড তারকা রিও ফার্দিনান্দের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে এভরা বলেছেন, ‘আমি ব্যাখ্যা করতে চাই কেন আমি সব সময় রোনাল্ডোর কথা বলি। এটা এই জন্য না যে সে আমাদের ভাই। এর কারণ আমি তার কাজের ধরনকে ভালোবাসি। আমার মনে হয় মেসিকে সৃষ্টিকর্তা প্রতিভা দিয়েছে। আর ক্রিস্টিয়ানোকে সেটা অর্জন করতে হয় পরিশ্রম করে।
‘রোনাল্ডোরও প্রতিভা আছে, তবে সে জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়। যদি রোনাল্ডোর মত কাজের সম ধারা মেসি বজায় রাখতে পারতো তবে ক্যারিয়ারের এ সময় পর্যন্ত অন্তত ১৫টি ব্যালন ডি’অর ট্রফি তার ঘরে থাকতো। যারা পরিশ্রম করে আমি তাদের দারুন পছন্দ করি। এ কারণেই আমি সবসময় ক্রিস্টিয়ানোকে বেছে নিই।’
এ পর্যন্ত মেসিই সর্বোচ্চ সাতবার ব্যালন ডি’অর জয় করেছেন। রোনাল্ডো জিতেছেন পাঁচটি। বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা উপহার দেবার কৃতিত্ব হিসেবে এবারের ব্যালন ডি’অর জয়ের দৌঁড়ে আর্জেন্টাইন অধিনায়কই বেশ খানিকটা এগিয়ে রয়েছেন।
আরও পড়ুন:এএফসি অনূর্ধ্ব-২০ নারী বাছাই টুর্নামেন্টে তুর্কমেনিস্তানের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে স্বাগতিক বাংলাদেশ।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার ‘এইচ’ গ্রুপের ম্যাচে আকলিমা খাতুন ও স্বপ্না রানীর জোড়া গোলের সুবাদে জয় পায় স্বাগতিকরা।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বক্সের জটলার ভেতরে নিখুঁত টোকায় দলকে এগিয়ে দেন আকলিমা। ৭১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এবার ডান দিক থেকে ইতি খাতুনের বাড়ানো ক্রসে থেকে দারুণ ফ্লিকে গোলমুখ থেকে বল জালে জড়ান আকলিমা।
৮০তম মিনিটে ইতির ক্রসে বক্সের ভেতরে লক্ষ্যভেদ করে ব্যবধান বাড়ান স্বপ্না। পরের মিনিটে বক্সে বাইরে থেকে স্বপ্নার জোরালো শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়িয়ে যায়। ফলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
ম্যাচের বাকি সময়ে বাংলাদেশ ব্যবধান আরো বাড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু প্রতিপক্ষের গোলরক্ষকের দৃঢ়তায় আর সেটা সম্ভব হয়নি।
টুর্নামেন্টে এটি ছিল বাংলাদেশের প্রথম ম্যাচ। আর তুর্কমেনিস্তানের দ্বিতীয়। গ্রুপের সেরা দল ইরানের কাছে ৭-১ গোলের বিশাল হারে বাছাই শুরু করেছে তুর্কমেনিস্তান। আগামীকাল একই মাঠে ইরানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। পরবর্তী ধাপে যেতে হলে বাংলাদেশকে অবশ্যই ইরানকে হারাতে হবে। ওই ম্যাচ ড্র হলে বাংলাদেশ ও ইরানের পয়েন্ট হেড টু হেড সমান হবে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ইরান এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে খেলবে।
আরও পড়ুন:কাতার বিশ্বকাপে পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন নেইমার। ২০ ফেব্রুয়ারি লিলের বিরুদ্ধে ম্যাচে ফের গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। নেইমারের গোড়ালির লিগামেন্টের যা অবস্থা তাতে অস্ত্রোপচার ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই বলে জানিয়েছে পিএসজি।
ক্লাব কর্তৃপক্ষ জানায়, নেইমারের গোড়ালির লিগামেন্টের যা অবস্থা তাতে অস্ত্রোপচার ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই। আর অস্ত্রোপচার করলে তিন-চার মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে। ফলে এই মৌসুমে আর মাঠে দেখা যাবে না নেইমারের সর্পিল দৌড়।
সংবাদ প্রতিদিন বলছে, প্যারিস সাঁ জাঁ ক্লাব কর্তৃপক্ষ আরও জানিয়েছে, একাধিক চিকিৎসকের সঙ্গে কথা বলার পরে নেইমারের অস্ত্রোপচার করাই শ্রেয় বলে মনে হয়েছে। সেই কারণেই নেইমারকে এবার তোলা হবে অস্ত্রোপচারের টেবিলে। দোহায় তার অনুশীলন হবে বলে জানা যায়। কিন্তু মাঠে ফিরতে ফিরতে লেগে যাবে তিন-চার মাস।
নেইমারের যে চোট রয়েছে, তা জানা ছিল সবারই। বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ ফিরতি সাক্ষাতে যে নামতে পারবেন না ব্রাজিলীয় তারকা, তাও জানা ছিল সবারই। কিন্তু চোট যে এতটা গুরুতর, তা জানা ছিল না।
বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে আর্জেন্টিনা দলের সতীর্থদের সোনায় মোড়ানো আইফোন উপহার দিয়েছেন লিওনেল মেসি - এমন একটি খবর বিভিন্ন সংবাদমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। ইংলিশ সংবাদমাধ্যম দ্য সানকে সূত্র মেনে আর্জেন্টাইন সংবাদমাধ্যম তে ই সে স্পোর্ত এ খবর ছেপেছিল।
তবে ওই পুরস্কার আসলে মেসিই দিয়েছেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তে ই সে স্পোর্তেরই আর্জেন্টিনা দলঘনিষ্ঠ সাংবাদিক গাস্তন এদুল টুইটে জানিয়েছেন, ওই আইফোনগুলো মূলত এক ব্যবসায়ী আর্জেন্টিনা দলকে উপহার দিয়েছেন। এর পেছনে মেসির খরচ হয়নি।
তে ই সে স্পোর্তস তাদের আগের প্রতিবেদন মুছে দিয়েছে।
মূলত ডিজাইনকারী সংস্থা আইডিজাইনের কয়েকটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে সংশয়ের শুরু। আই ডিজাইনের পোস্টে মেসির কাছে ৩৫টি আইফোন হস্তান্তরের খবর জানিয়ে লেখা হয়েছে, ‘উপহার হিসেবে’ সেগুলো দেয়া হয়েছে। সেগুলো মেসিই কিনেছেন নাকি আইডিজাইন বা অন্য কেউ উপহার দিচ্ছে, তা স্পষ্ট ছিল না।
এ নিয়ে গাস্তন এদুল আজ টুইটে জানিয়েছেন, ‘একজন ব্যবসায়ী ব্যক্তিগত উদ্যোগে আর্জেন্টিনা দলের জন্য সোনা মোড়ানো ফোন-কেইস কিনেছেন। এগুলো মেসি কেনেননি, মেসির অর্থ ব্যয় হয়নি এখানে।’
মন্তব্য