দুই দিন বিশ্রামে থাকার পর বলিভিয়ার বিপক্ষে শনিবার মাঠে নামেন এবং দুইটি অ্যাসিস্ট করেন তিনি। পেরুর বিপক্ষে শুরুর একাদশেই থাকছেন নেইমার।
বড় জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করা ব্রাজিল আছে আত্মবিশ্বাসের তুঙ্গে। সেরা ফর্মে থেকে নিজেদের দ্বিতীয় ম্যাচে পেরুর মোকামিলা করবেন নেইমার-কোতিনিয়োরা। পেরুর মাঠে ম্যাচ শুরু হচ্ছে বুধবার সকাল ছয়টায়।
৫-০ গোলে বলিভিয়াকে বিধ্বস্ত করে বাছাইপর্ব শুরু করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বড় জয়ের চেয়েও কোচ লিওনার্দো তিতের জন্য স্বস্তি ছিল নেইমারের ফিটনেস। গেল বুধবার পিঠে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তারকা ফরোয়ার্ড।
দুই দিন বিশ্রামে থাকার পর বলিভিয়ার বিপক্ষে শনিবার মাঠে নামেন এবং দুইটি অ্যাসিস্ট করেন তিনি। পেরুর বিপক্ষে শুরুর একাদশেই থাকছেন নেইমার।
পিএসজি তারকার সঙ্গে থাকছেন ফর্মে থাকা রবার্তো ফিরমিনো এবং ফিলিপে কোতিনিয়ো। দুই জনই গোল পেয়েছিলেন বলিভিয়ার বিপক্ষে।
সেই ম্যাচ থেকে একমাত্র বাদ পড়তে পারেন ডিফেন্ডার দাভিদ লুইজ। তার জায়গায় তিতে পরখ করে নিতে চাচ্ছেন লিভারপুলের ফাবিনিয়োকে।
দুই দল এই পর্যন্ত ৪৭বার মুখোমুখি হয়েছে আন্তর্জাতিক ফুটবলে। ৩৩ বার জিতেছে ব্রাজিল। পেরু জিতেছে মাত্র পাঁচবার। সবশেষ ২০১৯ এর সেপ্টেম্বরে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই প্রীতি ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারায় পেরু।
Preparação encerrada! #SeleçãoBrasileira realizou último treino em SP, antes do duelo contra o Peru. Vamos, Brasil! ⚽🇧🇷
— CBF Futebol (@CBF_Futebol) October 12, 2020
Fotos: @lucasfigfoto / CBF pic.twitter.com/aJRgfH4dxj
মন্তব্য